নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

日本語能力試験 বা নিহোংগো নোরিয়োকু শিকেন বা JLPT

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

日本語能力試験 বা নিহোংগো নোরিয়োকু শিকেন বা JLPT হল জাপানী ভাষার উপর দক্ষতা যাচাইয়ের একটি পরীক্ষা।

যারা জাপানি নন, তাদের জাপানি ভাষার উপর জ্ঞান, পড়ার ক্ষমতা, এবং পড়া ক্ষমতা, এবং ক্ষমতা শুনার ক্ষমতা মূল্যায়ন এবং প্রত্যয়িত করার জন্য একটি পরীক্ষা। জাপান ও নির্বাচিত দেশগুলিতে প্রতিবছর দুইবার (জুলাই ও ডিসেম্বরের প্রথম রবিবারে) এবং অন্যান্য অঞ্চলে (ডিসেম্বরের প্রথম রবিবারে) বছরে একবার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

JLPT এর পাচটি লেভেল আছে। সর্বোচ্চ লেভেলটি হল ১ এবং সর্বনিম্ন লেভেলটি হল ৫।

জাপানের বাইরে the Japan Foundation স্থানীয় প্রতিষ্ঠানগুলির সহায়তায় একটি পরিক্ষাটি পরিচালনা করে।
লেভেল ১ হল সবচাইতে কঠিন এবং লেভেল ৫ হল সবচাইতে সহজ।

লেভেল ১ বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত জাপানি বুঝতে পারার সক্ষমতাকে যাচাই করে।
লেভেল ৫ বেসিক জাপানি বুঝতে পারার সক্ষমতাকে যাচাই করে।
JLPT সার্টিফিকেটের বিভিন্ন সুবিধা রয়েছে। একাডেমিক ক্রেডিট হিসাবে স্বীকৃতি। স্কুলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেশন থেকে শুরু করে কোম্পানির আনুকূল্য লাভে কিংবা সমাজে যোগ্যতার স্বীকৃতি হিসাবে সুবিধা প্রদান করে।

জাপানে অভিবাসনের জন্য পয়েন্ট উপার্জন

JLPT e N1 পাস করলে ১৫ পয়েন্ট। N2 পাস করলে ১০ পয়েন্ট। সবমিলিয়ে ৭০ পয়েন্ট পেলে জাপানে অভিবাসনের সম্ভাবনা বেশি থাকবে।


জাপান এর চিকিৎসক হিসাবে কাজ করার জন্য জাতীয় পরীক্ষার জন্য JLPT N1 আবশ্যকীয়
যারা জাপান এর চিকিৎসক হিসাবে কাজ করতে চান, তাদেরকে জাপানের জাতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং জাতীয় পরীক্ষার জন্য JLPT N1 আবশ্যকীয়।


যে সকল বিদেশিরা JLPT N1 বা N২ পাস করেছেন, তাদেরকে জাপানি ভাষার পরীক্ষায় অংশগ্রহন করার প্রয়োজন নেই।
এছাড়াও জাপানি কোম্পানিগুলো, যারা JLPT N1 বা N২ পাস করছেন, তাদেরকে চাকুরী প্রদানের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে।

জাপানি ভাষা সম্পর্কে আরো জানতে-
http://www.banguradeshu.com/view this link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

মিঃ আতিক বলেছেন: কোন নি চি ও আ
হা জি মে মাসু,

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৬

মাহিরাহি বলেছেন: হাজিমেমাশিতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.