![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
প্রায় ১০ লক্ষ কাচিনের বাস ভারত এবং চীনের সীমান্তে, এরা জিংফো গোত্রের অধিবাসি। একটি সুত্রের মতে দুই তৃতীয়াংশ খ্রীস্টান ধর্মালম্বী, মায়ানমার সরকারী হিসাবে ৬৪% বৌদ্ধ ৩৪% খ্রীস্টান।
কাচিন দ্বন্দ্ব বা কাচিন যুদ্ধ - কাচিন স্বাধীনতা বাহিনী ও সরকারি সৈন্যদের মধ্যে লড়াই শুরু হয় জুন ২০১১ সালে। সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়, এবং ১00,000 এর বেশি মানুষ পালিয়ে যায় চীনে। উভয় পক্ষের বিরুদ্ধে ভূমি মাইনের ব্যাপক ব্যবহার, শিশু সৈন্যের ব্যবহার, নিয়মানুগ ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
বার্মিজ আর্মি ৪০ ডলার বা এক ব্যাগ চাল বা এক ক্যান পেট্রলের বিনিময়ে একটি শিশুকে কিনে শিশু সৈন্য হিসাবে কাজে লাগায়। ######২০১৩ সালের ফেব্রুয়ারিতে এনজিও কাচিন উইমেনস এসোসিয়েশন থাইল্যান্ড (কেউইএটি) জানায় যে এই যুদ্ধে ১00,000 শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ২০১১ সাল থেকে ৩৬৪ টি গ্রাম সম্পূর্ণ বা আংশিকভাবে পরিত্যক্ত হয়েছে। সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বার্মা আর্মি ইচ্ছাকৃতভাবে শরণার্থী শিবিরে এবং গ্রামগুলিতে আক্রমণ করে এবং নাগরিকদের ধর্ষণ ও হত্যার মতো যুদ্ধাপরাধ করে।
এই যুদ্ধের সুযোগ নিয়ে হাজারো নারী ।চীনে পাচাড় হয়ে চড়া দামে বিক্রি হচ্ছে। জোর করে তাদের বিয়ে দেয়া হচ্ছে চীনা পুরুষদের সাথে। সন্তান জন্মে বাধ্য করা হচ্ছে তাদেরকে। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেল্থ। গবেষণাপত্র অনুযায়ী মায়ানমারের উত্তরাঞ্চলের কাচিন থেকে সাত হাজার চারশ এর চাইতে বেশি নারী গত কয়েক বছরে চীনে পাচার হয়েছে, যাদের মধ্যে পাচ হাজার জনকে সন্তান জন্মে বাধ্য করা হয়েছে।
চীনের এক সন্তান নীতি চালু পুরুষের চেয়ে নারীর সংখ্যা এখন ৩ কোটি ৩০ লক্ষ কম।।
এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে কম্বোডিয়া, লাওস, মায়ানমার এবং ভিয়েতনামের অনেক নারী চীনে পাচার হয়েছেন।
চীনের অধিকাংশ নাস্তিক, মায়ানমারের অধিকাংশ বৌদ্ধ, কাচিনরা খ্রীস্টান।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপাতত পড়লাম । পরে মন্তব্য করব ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মাহিরাহি বলেছেন: আগাম ধন্যবাদ পরের মন্তব্যের জন্য
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রাজীব নুর বলেছেন: চীন একটি উন্নত দেশ। ওদের দেশে বেকার নেই বললেই চলে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মাহিরাহি বলেছেন: মন মানসিকতায় উন্নত কি?
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ফেনা বলেছেন: খুব বেদনাদায়ক। তবে দুনিয়াতে এই ধরনের নির্যাতন দিন দিন বাড়বে কমবে না।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
মাহিরাহি বলেছেন: খুবই দু:খজনক
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চীনারা শুধু পারে নাই জীবিত সন্তান তৈরী করতে আর সবই করেছে!
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩
মাহিরাহি বলেছেন: চীনে মানবাধিকারের সমস্যা রয়েছে, বিশেষত উইঘর নিয়ে।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উইঘূর নিয়ে কোন নিউজ/সংবাদ প্রকাশ করতে দেয়না চীনারা- এতটাই গোপনীয়তা যে যেদিন প্রকাশ পাবে সেদিন হয়তো হিটলারকে মানুষ ভুলে যাবে! চীনারা যান্ত্রিক; মাঝে মাঝে আমারতো এদের রোবট মনে হয়- মন, মানবিকতা বলে কিছু মনে হয় ওদের মগজে নেই।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮
মাহিরাহি বলেছেন: Click This Link
China Uighurs: One million held in political camps, UN told
জাতিসংঘ চীনের উইঘুরে ১০ লক্ষ মানুষকে রাজনৈতিক ক্যাম্পে আটকে রাখা নির্যাতন করা হচ্ছে।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০
মাহিরাহি বলেছেন: China's crimes against humanity you've never heard of
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন মানসিকতায় উন্নত কি?
কোন কোন দেশ মন মানসিকতায় উন্নত?
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মাহিরাহি - জনাব , চীনারা উইঘুর মুসলিমদের নির্যাতন করছে ?
তাহলে , চীনের বিরুদ্ধে জেহাদের ডাক দিলে কেমন হয় ?
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০
মাহমুদুর রহমান বলেছেন: চীন..............রাষ্ট্রটি প্রচুর অমানবিক।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
এস এম মামুন অর রশীদ বলেছেন: রাজীব নুর নাকি সাংবাদিক, অথচ এ তথ্য তার জানা নেই যে চীন এখনও উন্নত দেশের সংজ্ঞায় পড়েনি। চীন উন্নয়নশীল রাষ্ট্র। আর যে রাষ্ট্রে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নেই, সে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত অগ্রসরই হোক না কেন, তাকে কখনো উন্নত রাষ্ট্র বলা যায় না।
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
মাহিরাহি বলেছেন: মত প্রকাশের স্বাধীনতাই যদি না থাকে.।
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল কিছুরই দুরকমের প্রতিক্রিয়া আছে। চীনের একসন্তান নীতির ফল এখন টের পাচ্ছে!
কাজী আবু ইউসুফ (রিফাত) , এস এম মামুন অর রশীদ এর সাথে সহমত।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মাহিরাহি বলেছেন: https://www.independent.co.uk/news/world/asia/forced-marriage-trafficking-victims-children-vulnerable-china-myanmar-report-a8672451.html