নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

বাল্যবিবাহ - ধর্ম নয়, দারিদ্র এবং নিরাপত্তাহীনতার সাথে সম্পর্কিত

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

ভারতে এক কোটি ২০ লক্ষ শিশু রয়েছে, যখন তাদের বিয়ে হয়েছিল তাদের বয়স ছিল ১০ বছরের নিচে। যাদের ৮৪% হিন্দু এবং ১১% মুসলিম।
সবচাইতে বেশি বাল্যবিবাহ হয় ভারতে। ১ কোটি ৫০ লক্ষেরও বেশি। যদিও ভারতে হিন্দু মেয়ের বিয়ের বয়স আইনী ১৮ বছর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মুসলিম মেয়েদের জন্য কোন বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি।

এটি সত্য বাংলাদেশে বাল্যবিবাহ হার বেশি ৫৯% এবং সংখ্যা ৪৪ লক্ষের মত। ব্রাজিলে এই সংখ্যা প্রায় ৩০ লক্ষের মত। পাকিস্থানে ১৯ লক্ষ। দক্ষিন সুদান খ্রিষ্টান অধ্যুষিত দেশ হলেও সেখানে ৫২%। মেক্সিকোতে ১৪ লক্ষ, যেখানে পিতামতা রাজী থাকলে ১৪ বছরে মেয়েদের বিয়ে দেয়া সম্ভব।

যুক্তরাষ্ট্রের ১৭ টি রাজ্যে বিবাহের বয়স সীমা বেধে দেয়ার জন্য কোন আইন নেই। মানে আপনি যে কোন বয়সের মেয়ে বিয়ে করতে পারবেন। ২০১৪ সালের হিসাব অনুযায়ী ১৫ কোটির বেশি পুরুষের বাল্যবিবাহ হয়।

বাল্যবিবাহের সাথে সম্পর্কিত বিষয়সমূহ

-- দারিদ্র এবং অর্থনৈতিক বেঁচে থাকার কৌশল
-- লিঙ্গ বৈষম্য
-- জমি বা সম্পত্তির চুক্তি, বিরোধ নিষ্পত্তি,
-- নিরাপত্তাহীনতা, বিশেষ করে যুদ্ধ, দুর্ভিক্ষ বা মহামারি সময়
-- পারিবারিক বন্ধন, বিয়ে পরিবারের মধ্যে শক্তিশালী সম্পর্ককে শক্তিশালী করার একটি মাধ্যম।

ক্যাথলিক চার্চ অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৪।

হিন্দু ধর্ম অনুযায়ী ত্রিশ বছর বয়সী একজন পুরুষের বারো বছরের কুমারীকে বিয়ে করতে হবে, ২৪ বছর বয়সী একজন পুরুষকে আট বছর বয়সী একজন মেয়েকে বিয়ে করতে হবে।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ এখন সচেতন। তাই বাল্যবিবাহ অনেক কমে গেছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ এখন সচেতন। তাই বাল্যবিবাহ অনেক কমে গেছে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

মাহিরাহি বলেছেন: https://www.business-standard.com/article/news-ians/84-of-12-mn-married-children-under-10-are-hindus-special-to-ians-116060101132_1.html

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

মাহিরাহি বলেছেন: https://www.girlsnotbrides.org/where-does-it-happen/

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আগে একবার এসেছিলাম কিন্তু আপনার লেখার তথ্যসূত্র না থাকাতে মনগড়া ভেবে কমেন্ট না করে ফিরে গেছিলাম। কিন্তু এবার এসে কমেন্টে তথ্যসূত্র পেয়ে নিশ্চিত হলাম বিষয়টি জেনে। ধন্যবাদ এমন একটা বিষয় শেয়ার করার জন্য।

শুভেচ্ছা নিয়েন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

ঢাবিয়ান বলেছেন: মুল কথা হল আইনের শাষন। রাস্ট্র দ্বারা নির্ধারিত বয়সের নীচে মেয়েদের বিয়ে দেয়া বা করা আইনত অপরাধ। এই অপরাধীদের আইন অনুযায়ী সাজা নিশ্চিত হলে আপনাতেই কমে যাবে এই অপরাধ। উন্নত বিশ্বে এইভাবেই যে কোন অপরাধ আইন প্রয়োগের মাধ্যমে দমন করা হয়।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

মাহিরাহি বলেছেন: ফ্রান্সের রানী জোয়ানের (ফ্রেঞ্চ: জ্যানান ডি ফ্রান্স, জ্যানান দে ভ্যালিওস; ২3 এপ্রিল 1464 - 4 ফেব্রুয়ারী 1505) বিয়ে হয় ১২ বছরে

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাল্যর সংগার রকমফের দেশে দেশে ভিন্নরকম!

ইসলামের সংগাটা আমর কাছে খুবই যৌক্তিক মনে হয়।

বয়সের কোন সীমারেখার বদলে বালেগ বা প্রপা্ত বয়স্ক হওয়া শর্ত।
প্রাপ্ত বয়স্ক হওয়াটা আপেক্ষিক! অনেকে অল্পতেই সব বিষয়ে বুঝদার হয়ে পড়ে!
আবার অনেকে বেশি বয়েসেও সেই ম্যাচিওরিটি আসেনা।

সবার ঘরে ঘরে মনে হয় এই বাস্তব অভিজ্ঞতা আছে।
বড় ছেলেটির চেয়ে ছোট মেয়েঠি অনেক বিষয়ে বেশি বোঝে। বেশি সংবেদনশীল!
বেশী ম্যাচিওরড।

পূর্ন বয়স্ক বা বালেগ হওয়া ছাড়া বিয়ে দেয়া বা করা উচিত নয়।

দারিদ্রতাকেই সবচে বেশী ইফেক্টিভ কারণ বলে মনে হয়। বাকী গুলো যেন এর পিছে পিছে আসে!

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

করুণাধারা বলেছেন: শিরোনাম শতকরা একশভাগ সঠিক। দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষা দেয়া হয় না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিদায় করে দেয়া হয় ঘর থেকে, বিয়ে দিয়ে।

তথ্যবহুল পোস্টে ++++++

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

মাহিরাহি বলেছেন: The Prophet (pbuh) said,

“Whoever supports two girls till they attain maturity, he and I will come on the Day of Resurrection (close to each other) like this –The Messenger of Allah joined his fingers to illustrate closeness.” (Muslim)

নেটে হাদিসটি পেলাম, আশাকরি হাদিসটি সঠিক।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

আরোগ্য বলেছেন: হিন্দু ধর্মে বাল্যবিবাহ কতটা প্রবল তা রবীন্দ্রনাথের হৈমন্তী পড়লে কোন সন্দেহ থাকার কথা নয়। কিন্তু সব অপরাধ আমাদের মুসলমানের।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইসলামফোবিয়া অনেকদের জন্য একটা লাভজনক ব্যবসা দাড়িয়েছে

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

কাতিআশা বলেছেন: আমেরিকাতে মরমন (MORMON) সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহের প্রচুর চল রয়েছে (আরিজোনা, ইউটাহ স্টেটগুলো তে বেশী)। আমেরিকান জিপসীদের মধ্যেও বাল্যবিবাহের সংখ্যা অনেক! (টিভিতে একটা শো আছে- My big fat gipsy wedding!)

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, আপনার প্রোফাইলের ছবিটা কোন জায়গার?

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

আখ্যাত বলেছেন:
বাল্যবিয়ে কখনো কখনো অপরিহার্যও হতে পারে
বঙ্গবন্ধু এবং মহানবী (সঃ) বাল্য বিবাহ করেছিলেন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মাহিরাহি বলেছেন: একমত

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

কাতিআশা বলেছেন: মাহি ভাই,
আমার প্রোফাইলের ছবিটি Yellowstone National Par, Wyoming, USA তে। ২০১৭ এর সামারে আমরা বেড়াতে গিয়েছিলাম, আমার মেয়ে এই হ্রদটির ধারে বসে পোজ দিয়েছিল!

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, ছবিটি খুব সুন্দর

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

কাতিআশা বলেছেন: Yellowstone National Park, Wyoming, USA

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.