নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

ভ্যাকসিন বা টীকার প্রচলন শুরু হয় তুরষ্ক থেকে

১৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৯

রোগপ্রতিরোধের জন্য বিভিন্ন টিকা নেওয়ার কথা আমরা সবাই জানি। আধুনিক জগতের বিশেষ করে ইউরোপের টিকার সাথে পরিচয় পর্বটি বেশ অভিনব। গুটিবসন্তে আগে প্রতি দশজনে তিনজন মারা যেত। তুর্কিরা স্মলপক্স প্রতিরোধের জন্য কাউপক্সের প্রবেশ ঘটাত মানুষের শরীরে। ১৭১৬ থেকে ১৭১৮সাল পর্যন্ত ইস্তাম্বুলে বির্টিশ রাস্ট্রদুতের স্ত্রী ছিলেন, লেডি মন্টাগু। তিনি তুর্কিদের টিকাদানের কথা জানতেন। তার সন্তানকে টিকা দেন স্মলপক্স ঠেকানোর জন্য। পরে ইংল্যান্ডে ধারাবাহিকভাবে চিঠি লেখেন টিকার ব্যপারে। প্রথমদিকে চার্চ এবং চিকিতসকদের প্রবল বিরোধিতার সম্মুখিন হতে হয়। ১৭২৪ সালে ডক্টর ইমানুয়েল টিমোনি রয়্যাল সোসাইটিতে টিকার ব্যপারে একটি গবেষনা পত্র জমা দেন। টিমোনি ছিলেন মন্টাগুর পারিবারিক চিকিতসক। এরপর ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক এডওয়ার্ড জেনার গুটিবসন্ত রোগের ভ্যাকসিন প্রয়োগ করেন। এরপর পরই টিকাদানের ব্যপারটি ইংল্যান্ড এবং ফ্রান্সে ছড়িয়ে পর





https://www.historyofvaccines.org/content/variolation-turkey


http://www.t-vine.com/an-ottoman-history-of-vaccination/



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:২৭

মীর আবুল আল হাসিব বলেছেন: ব্লগ থেকে নিত্য নতুন অনেক কিছু শিখছি!
ভালো লাগলো লেখাটা; জানতে পারলাম নতুন কিছু তথ্য।

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০

মাহিরাহি বলেছেন: আশাকরছি করোনার টিকাও দ্রুত আবিষ্ক্বত হবে।

২| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: নতুন তঁথ্য জানিলাম।

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

মাহিরাহি বলেছেন: ইউরেোপের আগে প্রায় ১০০ বছর টিকার প্রচলন ছিল তুরষ্কে।

৩| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্যাকসিন আবিস্কারের ইতিহাস জেনে ভাল লাগলো!

অনেক দিন পর আপনার পোষ্ট পেলাম।
নিয়মিত লিখছেন আবার। তাতেও ভাললাগা রইল :)

শুভেচ্ছা অন্তহীন

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। চাকুরি আর ফ্রিল্যান্সিং, দুটো মিলিয়ে বেশ ব্যস্ত থাকতে হয়।

৪| ১৫ ই মে, ২০২০ রাত ৯:০৯

নেওয়াজ আলি বলেছেন: তথ্যমূলক লেখা । জানলাম নতুন কিছু

১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৩৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.