নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

আন্দ্রে কারসন ধর্মান্তরিত ২য় কংগ্রেসম্যান, যিনি আমেরিকান পাবলিক স্কুলগুলিকে মাদ্রাসার মডেলে গড়ে তুলতে চেয়েছিলেন।

০২ রা জুন, ২০২০ রাত ৯:৫৯


ইন্ডিয়ানাপলিস থেকে নির্বাচিত।ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। ২০০৬ সালে মিনেসোটার কিথ এলিসনকে (প্রথম মুসলিম কংগ্রেসম্যান, যিনি কোরান হাতে শফথ নিয়েছিলেন) অনুসরণ করে কারসন দ্বিতীয় মুসলিম হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হন। হাউস ইন্টেলিজেন্স কমিটির প্রথম মুসলিম সদস্য।

একটি অনুষ্ঠানে তিনি বলেন,
আমাদের মাদ্রাসায়, বিদ্যালয়গুলোতে নতুনত্বকে উত্সাহ দেওয়া হয়, যার ভিত্তি কুরআন, সেই মাদ্রাসায় আদর্শে আদর্শিত না হলে, আমেরিকানরা শিক্ষাগত উদ্ভাবন ও উদ্ভাবনকুশলতা অর্জন করতে পারবে না।

“America will never tap into educational innovation and ingenuity without looking at the model that we have in our madrassas, in our schools, where innovation is encouraged, where the foundation is the Quran. And that model that we are pushing in some of our schools meets the multiple needs of students.”

আন্দ্রে কারসনের জন্ম এবং বেড়ে উঠা ইন্ডিয়ানাপলিসে। তিনি ইন্ডিয়ানাপলিসের আর্সেনাল টেকনিক্যাল হাই স্কুল থেকে পাস করে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় উইসকনসিন থেকে ফৌজদারি বিচার ও ব্যবস্থাপনায় ব্যাচেলর অফ আর্ট ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে মেরিয়ানের ইন্ডিয়ানা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় পরিচালনায় মাস্টার অব সাইন্স ডিগ্রি অর্জন করেন।


আন্দ্রে কারসন ব্যাপটিস্ট গির্জার সাথে যোগ দিয়েছিলেন এবং একটি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছিলেন। ইন্ডিয়ানাপলিসে তার পাড়া-মহল্লায় মুসলমানদের "অপরাধের বিরুদ্ধে লড়াই" তাকে ইসলামের প্রতি প্রথমে আকৃষ্ট করে। ।১৯৯০ এর দশকে কারসন মওলানা রুমির র: কাব্যগ্রন্থের সংস্পর্শে আসার পরে এবং ম্যালকম এক্স-এর আত্মজীবনী পড়ার পরে ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।।

২০০৮ সালের মে মাসে ডেমোক্র্যাটিক প্রাথমিক যুদ্ধে ওবামার সমর্থন লাভ করার আগে রাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়ানা-র কংগ্রেসনাল প্রতিনিধি দলের প্রথম সদস্য হিসাবে কারসন সিনেটর বারাক ওবামাকে সমর্থন করেছিলেন।

তরুণ প্রাপ্তবয়স্কদের শিক্ষার জন্য অর্থ অনুদানের জন্য কারসন ইয়ং অ্যাডাল্টস ফিনান্সিয়াল লিটারেসি অ্যাক্ট রচনা, যা ১৯ জুলাই, ২০০৯ এ প্রবর্তিত হয়েছিল।

২০১৮ সালের কংগ্রেসনাল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টর কারসন 141,139 64.9 (64.9%) ভোট পান তার প্রতিদন্ধী রিপাবলিকান পার্টির
ওয়েইন হারমন 76,457 (35.1%) ভোট পান।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: আন্দ্রে কারসন এর কোনো ছবি আছে?

২| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১২

সত্যপীরবাবা বলেছেন: মডেল হিসেবে গড়ে তুলতে বক্তিতা দেয়া ছাড়া আর কি করেছেন? আমি জানতে চাইছি কাজের কাজ কি করেছেন?

০২ রা জুন, ২০২০ রাত ১০:৪৭

মাহিরাহি বলেছেন: নাস্তিকেরা ব্লগে বিভিন্নভাবে এটি প্রমাণ করার অপচেষ্টা চালায় যে, ইসলাম পিছিয়ে পড়া মানুষদের ধর্ম।

তাদের জন্য এ ধরণের পোষ্ট কিছুটা হলেও পীড়াদায়ক।

৩| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: It's really mindfull for Chand Gazi,

০২ রা জুন, ২০২০ রাত ১০:৪৫

মাহিরাহি বলেছেন: নাস্তিকেরা নানাভাবে আমাদের ধর্মকে হেয় করার অপচেষ্টা চালায়। ইদানিং তা বেড়ে গেছে। সাইনও নির্বিকার।

তাই এই ধরনের পোষ্ট আমাদের মত আস্তিকদের জন্য, যারা জেনে খুশি হবে, বিজ্ঞানে পৃথিবীর সবচাইতে উন্নত দেশের নেতৃত্ব থাকা মানুষ জনের মনেও ইসলামের আলো পৌঁছে গেছে।

৪| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ, আমেরিকার রাজনীতিতে মুসলমানেরা প্রবেশ করলে, ওরা ক্রমেই তুরস্ক, পাকিস্তানে পরিণত হবে; বিশ্ব পেছনের দিকে রওয়ানা হবে; ওরা ওদের ধর্মে থাকুক, ওরা ভালো মানুষ; ওদের নিজস্ব সংকৃতি আছে! বেদুইনদের সংস্কৃতি আপনার দরকার।

৫| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১৭

আমি সাজিদ বলেছেন: চাঁদগাজী সাহেবের কমেন্টের সাথে একমত৷ সবজায়গায় বামহাত ঢুকানোর তো দরকার নেই। ওরা কি কোন মাদ্রাসাকে চার্চের আদলে গড়তে চেয়েছে? যার যার ধর্ম যার যার স্বাধীনতা। এইগুলাতে হাত দিলে যে আগুন জ্বলবে তা নেভানো সম্ভব না৷ আমাদের নবীও বাড়াবাড়ি করতে মানা করেছেন।

০২ রা জুন, ২০২০ রাত ১১:০৬

মাহিরাহি বলেছেন: ব্লগে আমার যাত্রা শুরু হয়েছিল গল্প লেখার স্বপ্ন দিয়ে।

অন্যায়কে পাশ কাটানো এক ধরনের কাপুরুষতা।



৬| ০২ রা জুন, ২০২০ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



ওদের ধর্ম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, ওদের ট্রেডিশগুলো অনেক বর্ণাঢ্য, ওদের ধর্ম ফ্লেক্সিবল, ওদের শিক্ষার মান উণচু, ওরা চার্চে মিলিত হয় সুন্দরভাবে, সেখানে সম্প্রীতি থাকে, খাবার দাবার থাকে, ওরা পরস্পরকে সাহায্য করে; সেজন্য ওরা মানব সভ্যতাকে সাহায্য করছে; ওদের দেশে মুসলমানদের আর যেতে দেয়াও উচিত নয়। মুসলমানেরা নিজেদের শ্রম নিজ দেশে দিয়ে, নিজের মানুষকে সমৃদ্ধ করুক।

৭| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৩৪

সত্যপীরবাবা বলেছেন: @চাঁদগাজী, @আমি সাজিদ
লেখকের কাছে এই জন্যই জানতে চাইলাম বক্তিতা দেয়া ছাড়া এই কংগ্রেসম্যান মাদ্রাসার মডেলে গড়ে তুলতে আসল কাজ কি করেছে। কংগ্রেসম্যানরা এই জাতীয় ধর্মীয় উদ্দীপনামুলক বক্তিতা প্রায়ই দেয়, বিশেষ গোষ্ঠির মনরন্জনের জন্য। কিন্তু ফালতু কাজে সময় নষ্ট করবে না।

৮| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৪৪

আমি সাজিদ বলেছেন: এক আম্পানে আমাদের ইউরোপিয় ইউনিয়ন কয়েকশো কোটি টাকা সাহায্য করেছে, গ্রেট বৃটেনের রাজা সমবেদনা জানিয়ে চিঠি লিখেছেন ইন্ডিয়া ও বাংলাদেশকে। ওআইসির ভূমিকা কি ছিল? করোনার জন্য কয়েক হাজার কোটি টাকা কম সুদে কারা ঋণ দিলো? আমাদের আসলে সব জায়গায় বাম হাত দেওয়ার অভ্যাস৷ আমরা এখনো আইএস স্টাইলে স্বপ্ন দেখি। অথচ আমাদের শিক্ষা সাহিত্য সমাজ সব কিছুকে আপগ্রেড করতে হবে সেটা ভুলে যাই। @সত্যপীরবাবা আপনার কমেন্টের সাথে একমত।

০২ রা জুন, ২০২০ রাত ১০:৫৮

মাহিরাহি বলেছেন: সা ইনের নিয়ম অনুসারে ধর্মকে অবমাননা করে কোন ধরনের কোন পোষ্ট দেয়া যাবে না।
নাস্তিকেরা যখন আমাদের ধর্মকে হেয় করার জন্য অশ্লীল আর উগ্র হয়ে উঠে, তখন সেগুলোকে উপেক্ষা করেন কিসের ভয়ে!
প্রতিবাদ করার সাহসটুকু তখন থাকেনা।

আবার ইসলামের পক্ষে যায় এমন পোষ্ট চোখে পড়লে, প্রতিক্রিয়া দেখান কাদেরকে তুষ্ট করার জন্য।

বাস্তব জীবনে অন্যায়ের বিরুদ্বে দাড়ানো তো দুরের কথা, ভার্চুয়াল জগতেও আমরা কাপুরুষ হয়ে পড়ছি, তাও গোটা কয়েক অসভ্য নাস্তিকদের আগ্রাসনে।

৯| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " নাস্তিকেরা ব্লগে বিভিন্নভাবে এটি প্রমাণ করার অপচেষ্টা চালায় যে, ইসলাম পিছিয়ে পড়া মানুষদের ধর্ম। "

-আপনি ব্যতিত ব্লগে আর নাস্তিক নেই, মনে হয়। সব ধর্মে একটা ছোট মিথ্যা থাকে, সেটা হলো, সেই ধর্মটাই সত্য, বাকীগুলো বাদ।

০২ রা জুন, ২০২০ রাত ১১:২১

মাহিরাহি বলেছেন: আমি আস্তিক। এক আল্লাহতে বিশ্বাস করি।

১০| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৫২

মাহিরাহি বলেছেন: André Carson

১১| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৫২

কল্পদ্রুম বলেছেন: সম্ভবত তিনি মাদ্রাসায় শেখানো মোরাল শিক্ষার কথা বুঝাতে চাচ্ছেন।সেটাই আমেরিকান স্কুলে অনুসরণ করতে বলেছেন।এবং মাদ্রাসা বলতে নিশ্চিতভাবে বঙ্গ দেশীয় মাদ্রাসার মডেল বুঝাননি।যাই হোক,এসব রাজনৈতিক বক্তব্য।বাস্তবতার জায়গা থেকে বলা না।

০২ রা জুন, ২০২০ রাত ১১:০০

মাহিরাহি বলেছেন: হয়তবা!

তিনি ধর্মান্তরিত হয়েছেন রাজনৈতিক উদ্দ্যেশে নয়, ইসলাম ধর্মের প্রতি আক্বষ্ট হয়ে।

১২| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শুধু কি ধর্মান্তরিত মুসলমানদের নিয়েই লিখবেন ?

০২ রা জুন, ২০২০ রাত ১১:০২

মাহিরাহি বলেছেন: আমার লেখা প্রচুর গল্প আছে।

এ ধরনের পোষ্ট দেয়া নিজের ধর্মকে গুরুত্ব প্রদান করার জন্য।

১৩| ০২ রা জুন, ২০২০ রাত ১১:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পৃথীবিতে এতো এতো মুসলমান থাকতে কে একজন নতুন করে মুসলমান হলো এটা কি খুব গুরত্ব পুর্ন কোন বিষয়।এতেকরে কোটি কোটি মুসলমানকে ছোট করা হয়।

০২ রা জুন, ২০২০ রাত ১১:২০

মাহিরাহি বলেছেন: ইসলামের জন্য আপনার দরদ অবাক করা।

১৪| ০২ রা জুন, ২০২০ রাত ১১:১০

আমি সাজিদ বলেছেন: আমি তো তীব্র নাস্তিক বিরোধী। তবে সে যদি ধর্ম নিয়ে পাবলিক প্লেসে গন্ডগোল বাঁঁধালেই শুধু। এছাড়া যার মত নিয়ে সে থাকুক না? আপনার এই পোস্টে ইসলামের কি উপকার হচ্ছে বলেন? কচু উপকার হচ্ছে। যেকোন উসকানিমূলক কথার অনলাইনে অনেকেই প্রতিবাদ করে অফলাইনেও করে। ধর্মের শান্তি ও সম্প্রীতি সবাই চায়। আপনার চোখে পড়ে না শুধু। নাকি দায়েশের সাথে মিলে জিহাদ করার চিন্তায় আপনি মশগুল?

আপনি যদি গবেষনাধর্মী বা মৌলিক কোন লেখা লিখতেন যাতে প্র‍্যাক্টিসিং মুসলমানের সুবিধা হতো তাহলে আপনার কন্টেন্টকে বাহবা দিতাম। লিখেছেন আমাদের মতো সস্তা কথা। ধর্ম নিয়ে আলোচনা গভীর হতে হয়, সস্তা আর চটকদার নয়। ব্লগে আজকে আরেকটা পোস্ট এসেছে ইসলাম ও মহাকাশ নিয়ে। কই সেটাতে তো আলোচনা হয়েছে গঠনমূলক। এখানে হচ্ছে না কেন? কারন আপনার কনটেন্ট চটকদার, ডেপথ নাই।

০২ রা জুন, ২০২০ রাত ১১:১৫

মাহিরাহি বলেছেন: যদি গবেষনাধর্মী বা মৌলিক কোন লেখা লিখতেন -

কিছুটা সহমত প্রকাশ করছি।

তার জন্য সময়ের প্রয়োজন। একটি বিদেশি কোম্পানিতে কাজ করছি। পাশাপাশি ফ্রিল্যান্সিং।

দুটোতেই প্রায় সমান ব্যস্ততা।

দেশের জন্য বেশ ভাল অংকের বিদেশি মুদ্রা অর্জন করছি।

১৫| ০২ রা জুন, ২০২০ রাত ১১:২৭

নেওয়াজ আলি বলেছেন: নিজে নিজের ধর্ম সঠিকভাবে পালন করা উচিত

০২ রা জুন, ২০২০ রাত ১১:৩৩

মাহিরাহি বলেছেন: ঠিক তাই।

আমাদের ধর্মে আছে অন্যায় দেখলে প্রতিহত, প্রতিবাদ কিংবা মনে মনে ঘৃণা করা।

১৬| ০২ রা জুন, ২০২০ রাত ১১:৩২

আমি সাজিদ বলেছেন: আপনার আগের পোস্টগুলো দেখলাম, আরও সময় নিয়ে বড় আকারে পোস্ট লিখবেন তাহলে মিসজাজ কম হবে। আর আজকের মতো স্যালো কনটেন্ট প্রশংসা পাবে না। ভালো থাকুন।

০২ রা জুন, ২০২০ রাত ১১:৩৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনিও ভাল থাকুন।

১৭| ০২ রা জুন, ২০২০ রাত ১১:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলামের জন্য আমার কোনই দরদ নেই।আমি এমন বেকুব না যে,বর্তমান বিশ্বে একটা ধর্মের জন্য দরদ দেখাবো।একটা লোক মুসলমান হয়েছে সেটা নিয় হৈচৈ করলে মুসলমানদের কোন উপকার হবে না,বরং চিন্তা চেতনায় পিছিয়ে পড়া মুসলমানরা কি ভাবে উন্নত হতে পারে সেই চেষ্টা করা দরকার।

১৮| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৪৭

ডার্ক ম্যান বলেছেন: পলিটিকাল স্ট্যান্ডবাজি

০৩ রা জুন, ২০২০ সকাল ৯:০৯

মাহিরাহি বলেছেন: খ্রিষ্টীয় সমাজের সাথে

১৯| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আমি আস্তিক। এক আল্লাহতে বিশ্বাস করি। "

-ব্লগে আপনার লেখা ইত্যাদি দেখলে মনে হয়, আপনি আফগানী কাবুলীওয়ালাদের মত কম জ্ঞানী, বেদুইনদের মতো হিংসুক।

২০| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহতে যার পর্ণ ঈমান কোথাসে মুসলমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.