![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি মার্কিন গাইনী ও অবস বিশেষজ্ঞ ডা. ইউএস অরিভিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের ইসলাম গ্রহণ প্রসঙ্গে ডা. অরিভিয়া বলেন, আমি আমেরিকার একটি হাসপাতালে গাইনী ও অবস বিশেষজ্ঞ হিসেবে কাজ করি। একদিন হাসপাতালে এক আরব মুসলিম নারী এলেন বাচ্চা প্রসবের জন্য। প্রসবের পূর্বমুহূর্তে তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। প্রসব মুহূর্ত ঘনিয়ে এলে তাকে জানালাম, আমি বাসায় যাচ্ছি, আর আপনার বাচ্চা প্রসবের দায়িত্ব অর্পণ করে যাচ্ছি অন্য এক ডাক্তারের হাতে। মহিলা হঠাত্ কাঁদতে লাগলেন, দ্বিধা ও শঙ্কায় চিত্কার জুড়ে দিলেন, ‘না না, আমি কোনো পুরুষ ডাক্তারের সাহায্য চাই না। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এ অবস্থায় তার স্বামী আমাকে জানালেন, সে চাইছে তার কাছে যেন কোনো পুরুষের আগমন না ঘটে। কারণ সে সাবালক হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত তার আপন বাপ, ভাই ও মামা প্রভৃতি মাহরাম পুরুষ ছাড়া অন্য কেউ তার চেহারা দেখেনি। আমি হেসে উঠলাম, তারপর চরম বিস্ময় নিয়ে তাকে বললাম, অথচ আমি কিনা এমন এক নারী আমেরিকান হেন কোনো পুরুষ নেই, যা তার চেহারা দেখিনি। অতঃপর আমি তার আবেদনে সাড়া দিলাম।
বাচ্চা প্রসবের পরদিন আমি তাকে সাহস ও সান্ত্বনা দিতে এলাম। পাশে বসে তাকে জানালাম, প্রসব-উত্তর সময়ে দাম্পত্যমিলন অব্যাহত রাখার দরুন আমেরিকায় অনেক মহিলা অভ্যন্তরীণ সংক্রমণ এবং সন্তান প্রসবঘটিত জ্বরে ভোগেন। অতএব আপনি এ সম্পর্ক স্থাপন থেকে কমপক্ষে ৪০ দিন বিরত রাখবেন। এ ৪০ দিন পুষ্টকর খাদ্য গ্রহণ ও শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকার গুরুত্বও তুলে ধরলাম তার সামনে। এটা করলাম আমি সর্বশেষ ডাক্তারি গবেষণার ফলাফলের নিরিখে।
অথচ আমাকে হতভম্ব করে দিয়ে তিনি জানালেন, ইসলাম এ কথা বলে দিয়েছে। প্রসব-উত্তর ৪০ দিন পবিত্র হওয়া অবধি ইসলাম স্ত্রী মিলন নিষিদ্ধ করেছে। তেমনি এ সময় তাকে নামাজ ও রোজা থেকেও অব্যাহতি দিয়েছে।
এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বিস্ময়ে বিমূঢ় হলাম। তাহলে আমাদের এত গবেষণা আর এত পরিশ্রমের পর কেবল আমরা ইসলামের শিক্ষা পর্যন্ত পৌঁঁছলাম! আরেকদিন এক শিশু বিশেষজ্ঞ এলেন নবজাতককে দেখতে। তিনি শিশুর মায়ের উদ্দেশে বললেন, বাচ্চাকে যদি ডান কাতে শোয়ান তবে তা শিশুর স্বাস্থ্যের জন্য ভালো। এতে করে তার হৃদস্পন্দন স্বাভাবিক থাকে। শিশুর বাবা তখন বলে উঠলেন, আমরা সবাই সর্বদাই ডান পাশ হয়ে ঘুমাই। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এ কথা শুনে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম! এই জ্ঞান লাভ করতে আমাদের জীবনটাই পার করলাম আর সে কি-না তার ধর্ম থেকেই এ শিক্ষা পেয়ে এসেছে! ফলে আমি এ ধর্ম সম্পর্কে জানার সিদ্ধান্ত নিলাম। ইসলাম সম্পর্কে পড়াশোনার জন্য আমি এক মাসের ছুটি নিলাম এবং আমেরিকার অন্য শহরে চলে গেলাম, যেখানে একটি ইসলামিক সেন্টার আছে। সেখানে আমি অধিকাংশ সময় নানা জিজ্ঞাসা আর প্রশ্নোত্তরের মধ্যে কাটালাম। আরব ও আমেরিকার অনেক মুসলমানের সঙ্গে ওঠাবসা করলাম। আলহামদুলিল্লাহ এর কয়েক মাসের মাথায় আমি ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম।
২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৪
সরোজ রিক্ত বলেছেন: আলহামদুলিল্লাহ্।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৪
বিডি আইডল বলেছেন: এই মহিলা ইসলাম গ্রহণ না করলে কি জমানায় ইসলামের কোন ক্ষতি আছিলো?? এই ধরণের খবরে লাফ দিয়ে প্রচার কারী সব আস্তিকরাই নিম্নশ্রেণীর ছাগু
৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৫
মনসুর-উল-হাকিম বলেছেন: সোবহানআল্লাহে বিহামদিহি সোবহানআল্লহিল আযীম।
শুভেচ্ছান্তে ধন্যবাদ।
৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩২
মরণের আগে বলেছেন: আমারা যদি মহানবী (সঃ) এর অনুসরণকরি তাহলে আমাদের দেখাদেখি অনেক বিধর্মী ইসলামে দীক্ষিত হবেন আর যদি এভাবেই চলতে থাকি তাহলে আমাদের মধ্যে থেকে নাস্তিক পয়েদা হবে,
আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন,আমিন।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪১
সীমানা ছাড়িয়ে বলেছেন: বিডি আইডলের কমেন্ট শুনে তাকে মানসিকভাবে অসুস্থ ও বিকারগ্রস্থ মনে হচ্ছে। যে আস্তিক আর ছাগুর মধ্যে পার্থক্য বুঝে না, সে নিজেই একটা ছাগু বলে আমি মনে করি।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
বিডি আইডল বলেছেন: সব আস্তিককে ছাগু বলি নাই...যেইসব আস্তিক ওই কমেন্ট পড়ে আমাকে মানসিক বিকারগ্রস্ত ভাবতে পারে, সেই আস্তিকদের ছাগু বলেছি। হিন্দু ধর্মের এইরকম এক গ্রুপ আছে...এরা কিছুদিন আগে ম্যাডোনা হিন্দু ধর্ম গ্রহণ করেছে বলে আনন্দে মোটামুটি আত্মহত্যা করতে নিছিলো।
৮| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
সীমানা ছাড়িয়ে বলেছেন: @বিডি আইডলঃ আমার মন্তব্য মনে হয় একটু রূঢ় হয়ে গেছে। সেজন্য আমি দুঃখিত। যাই হোক, আমার মূল পয়েন্ট হল, ইসলামে কথা বললেই কেউ ছাগু হয়ে যায় না। যখন কারো মধ্যে জামাত বা শিবির প্রীতি দেখা যায়, তখন আমরা তাকে ছাগু বলি। এটা ঠিক যে অনেক ছাগুই প্রথমে ইসলাম বিষয়ক কিছু পোস্ট নিয়ে মাঠে নামে। তারপর ধীরে ধীরে তার কীর্তি বের হয়। তারপরেও একজন জামাত প্রীতি দেখানোর আগেই তাকে ছাগু হিসেবে ডিক্লেয়ার করার পক্ষে আমি না। এই যেমন চুরি করার আগেই কাউকে চোর বলতে আমি নারাজ। আশা করি আমার পয়েন্ট বুঝতে পেরেছেন।
৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
rafiq buet বলেছেন: তথ্যটি সত্য হলে তাকে আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা জানাই। ইসলাম শান্তিময় যখন তা পুরোপুরি পালন করা সম্ভব হয়।
১০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
বিডি আইডল বলেছেন: বুঝতে পেরেছি...ইসলাম ধর্মের এইরকম দুই-চার দশজনের ধর্ম গ্রহণে বা বর্জনে কোন ক্ষতিবৃদ্ধি হবে না...এটা নিয়ে উচ্ছাস বা প্রচারণারও কিছু নাই...এটাও বুঝতে হবে
১১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১১
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: http://en.wikipedia.org/wiki/Ramzi_Yousef
এই ভদ্রলোক ১৯৯৩ সালে ইসলামের নামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কার বোম্ব করে পরে বেনজীর ভুট্টোকে হত্যার চেষ্টা করে ইসলামী আইন কায়েমের জন্য। এছাড়া বোজিনকা প্লানিং, ফিলিপিনসের প্লেন হাইজ্যাকিং ইত্যাদী কাহিনীর সাথে জড়িত। লাদেনের এই ভাতিজা এই লোক ২০০৫ সালে জেলের ভিতর ক্রিশ্চিয়ান হয়ে যায় ইসলাম ধর্ম ছেড়ে
১২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
নিজাম বলেছেন: এই নওমুসলিম থেকে মুসলমানরা শিক্ষা নিতে পারে। আমরা এখনও যারা সুন্নতের উপর জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠিনি তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়।
১৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০১
রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: ইসলাম শান্তিময় যখন তা পুরোপুরি পালন করা সম্ভব হয়।
১৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭
ক্যাকটাস বলেছেন: বিডি আইডলের কমেন্ট শুনে তাকে মানসিকভাবে অসুস্থ ও বিকারগ্রস্থ মনে হচ্ছে। যে আস্তিক আর ছাগুর মধ্যে পার্থক্য বুঝে না, সে নিজেই একটা ছাগু বলে আমি মনে করি।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২১
আজরাঈল আমি বলেছেন: ইসলামের প্রদীপ জ্বলছে জ্বলবে। নাস্তিক মুরতাদেরা এর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ