নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবুল হাসনাত মিনা

কখনও আল্লাহ কে দোষারোপ করবেন না এই বলে যে, আল্লাহ কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকুরিয়া আদায় করুন এই জন্যে যে, আল্লাহ আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না । আমিন

এম এ এইচ মিনা

এম এ এইচ মিনা › বিস্তারিত পোস্টঃ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি হাইকমিশনারের বাসায় ডাকাতি

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌহিদ হোসেনের বাসায় ভয়াবহ ডাকাতি হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় দুপুর ২টা) দিকে এই ঘটনা ঘটে।



হাইকমিশনার এসময় সপরিবারে জাম্বিয়া অবস্থান করছিলেন।



৪ সদস্যের একটি ডাকাত দল দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় হাইকমিশনারের বাসভবনে ঢুকে পড়ে সবগুলো কক্ষের দরজা ভেঙ্গে ব্যাপক লুটপাট চালায়।



ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ দাউদ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



বাংলাদেশ হাইকমিশনের কার্যালয় প্রধান মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা প্রকাশ্য দিনের আলোতে দেয়াল টপকে কিচেনের একটি ওপেন স্পেস থেকে বাসভবনের ভেতরে ঢুকে পড়ে। বাড়িতে এসময় কাজের মেয়ে একা অবস্থান করছিলো। বন্দুকের মুখে তাকে জিম্মি করে বিভিন্ন কক্ষের চাবি নিয়ে নেয় তারা। যেসব কক্ষের চাবি ছিলো না সেগুলো সাবল জাতীয় কোনো বস্তু ব্যবহার করে খুলে ফেলে এবং সবগুলো কক্ষ থেকে মালামাল লুট করে নেয়। এর মধ্যে রয়েছে টেলিভিশন, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, টেলিফোন ইত্যাদি।



মিজানুর রহমান জানান, কাজের মেয়েটিকে একটি ঘরে আটকে রেখে দুবৃত্তরা প্রায় এক ঘণ্টা ধরে এই ডাকাতি চালাতে থাকে। এবং সবকিছু লুটে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।



কাজের মেয়েটিকে শারীরিকভাবে আঘাত না করলেও তার হাতের দুটি স্বর্ণের চুড়িও নিয়ে গেছে ডাকাতরা, জানান মিজানুর রহমান।



ডাকাতির পর দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পুরো বাসভবন ঘেরাও করে ঘটনাস্থল পরিদর্শন করে।



ডাকাতির খবর দ্রুত হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান মিজানুর।



বাংলানিউজ২৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: দেশের নেতারা যেমন নিরাপদ নাই
ডাকাতেরা হেই কাজ দিয়া বিদেশ
আমাগো হাই সাহেব দের জানান দিল
আল্লাহ কত কি শুনুম

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

এম এ এইচ মিনা বলেছেন: ঠিক বলেছেন

২| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

সাদা রং- বলেছেন: কিভাবে সম্ভব, এরকম সিকিউরিটি জায়গায়। নিরাপত্তা কোথাও নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.