নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল অমিল নিয়েই আমাদের পথ চলা

Mahmood Khan

আবু শরীফ মাহমুদ খান

আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।

আবু শরীফ মাহমুদ খান › বিস্তারিত পোস্টঃ

নিজেই হোন ডাক্তার!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

** গরম তেল বা ঘি ছিটকে লাগে অনেক সময় হাতে, মুখে, গলায়, ঘাড়ে কিংবা পায়ে। বরফ সরাসরি পোড়া জায়গায় চেপে ধরুন। ফোসকা কিংবা পোড়া ঘা আর হবে না।



** হাত বা পায়ের আঙুল পুড়ে গেলে, আঙুলের ফাঁকে ফাঁকে স্টেরয়েড গজ দিয়ে রাখুন। ১ কাপ গরম পানিতে আধা চা-চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এই গরম পানীয়টুকু সাথে সাথেই চুমুক দিয়ে খেতে হবে।



** কোথাও কেটে গেলে ক্ষতের উপরে মধু লাগিয়ে দিন। দেখবেন, জ্বালাপোড়া ও ফোলা কমে যাবে। রক্ত পড়তে থাকলে ওখানে বেশ খানিকটা নস্যি টিপে ধরুন, দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।



** কোথাও পড়ে গিয়ে চামড়া ছেঁচে গেছে কিন্তু কাটেনি, সেখানে বরফ পানিতে ভেজানো তুলো চেপে চেপে লাগান।



** পড়ে গিয়ে হাঁটু, কনুই কেটে-ছিঁড়ে গেলে, অনেক সময় দেখা যায়, কাটা জায়গায় ধুলো-ময়লা লেগে গেছে। কাটা জায়গাটা পানি ও সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন, নয়তো ইনফেকশন হতে পারে। এরপর শুকনো তোয়ালে দিয়ে হালকা হাতে চেপে চেপে শুকিয়ে নিন। তারপর কেটে যাওয়া স্থানে অ্যান্টিসেপটিক মলম বা লোশন লাগান। মনে রাখবেন, কেটে যাওয়া স্থানে কখনোই তুলো লাগাবেন না।



** রাতে বাচ্চাদের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। দুই চামচ সর্ষের তেল এক চিমটি কালোজিরা হাতের তালুতে রগড়ে তেলের ভেতরে দিয়ে দিন। তেলটা ফুটে উঠলে ছেঁকে নিয়ে আঙুলে করে বাচ্চার নাকের দু’পাশে মালিশ করে দিন। দেখবেন, নাক বন্ধ ছেড়ে যাবে।



** সর্ষের তেল গরম করে, রাতে শুতে যাওয়ার সময় বাচ্চার বা বড়দের হাতপায়ের তালুতে ভালো করে মালিশ করে পতলা চাদর দিয়ে হাত-পা ঢেকে দিন। সকালে ঘুম থেকে উঠে অনেকটা আরাম পাবে।



** বাচ্চাদের নাক দিয়ে অনেক সময় পানি পড়তে দেখা যায়। পরিষ্কার এক টুকরো কাপড় খানিকটা কালোজিরা বেঁধে, কালোজিরার পুঁটলি বানিয়ে ওর হাতে দিন। মাঝে মাঝে শুঁকতে বলুন।



** কাশি হচ্ছে? চটপট কাশি থেকে রিলিফের জন্যে টাটকা লেবুর রস, মধু আর গ্লিসারিন সমপরিমাণে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ১ চা চামচ করে দিনে ২-৩ বার খেতে হবে। কাশির সঙ্গে সর্দি বা গলা ব্যথাও থাকলে, সামান্য মধু আর খাঁটি ঘিয়ের সঙ্গে গুঁড়োমরিচ মিশিয়ে নিন। এরপর এক কাপ গরম দুধের সঙ্গে এই মিশ্রণটি মিশিয়ে ঠিক রাতে শুতে যাওয়ার আগে খেয়ে নিন।



** প্রতিটি মানুষেরই কমবেশি মাথা ব্যথা হয়। বেশির ভাগ সময় ঠান্ডা লাগলে মাথা ব্যথা করে। একটি প্যানে পানি ফোটান। ধোঁয়া ওঠা ফুটন্ত পানিতে এক চামচ হলুদ আর এক চিমটি কর্পুর মিশিয়ে সেই ধোয়াটা ইনহেল করুন। দেখবেন, মাথা ব্যথা ছেড়ে গেছে।



** হঠাৎ করে পা মচকে গেছে? সঙ্গে সঙ্গে কোল্ডপ্যাক লাগান, প্রায় ঘণ্টাখানেক ধরে। তারপর আবার ঘণ্টাখানেক ধরে গরম প্যাক লাগান। এরপর ব্যথার জায়গাটা উঁচু করে তুলে রাখুন।



দেহ

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

মাক্স বলেছেন: গুড পোস্ট+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ৪১ বার পড়া হয়েছে এক মাত্র মাক্স ভাই মন্তব্য করলেন।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

অনন্যমানুষ বলেছেন: শুধু লাইক দিলে কেমন জানি দেখায়, তাই একটা মন্তব্যও করলাম।
:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

মাক্স বলেছেন: অনেকেই পড়ে কিন্তু হয়ত ব্যস্ততার কারণে মন্তব্য করতে পারে না। ভালো পোস্ট দেওয়াটাই বড় কথা।
মন্তব্য এতটা বড় বিষয় না। ভালো থাকুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ভাইরে দুঃখ্য অন্য খানে, চটুল বিষয় নিয়ে লিখলে প্রচুর হিট গাদা গাদা কথার ফুলঝুরি। বিষয় ভিত্তিক লিখলে পড়ে না।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

এম আর ইকবাল বলেছেন: ভাল পোষ্ট ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ধন্যবাদ ভাই। এভাবে উৎসাহ দিলে লিখতে ভাল লাগে।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

জানতেএলাম বলেছেন: +++++++

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

খায়ালামু বলেছেন: সরাসরি প্রিয়তে :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: এতদিন পরে কেউ দেখবে ভাবিনি। ভাল থাকবেন অন্য লেখাগুলি দেখেন খারাপ লাগবেনা।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

shfikul বলেছেন: +++

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

মাহির কাবির বলেছেন: pRiyo te

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ভাল থাকবেন

৯| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

দুর্বার বলেছেন: অনেক দরকারী পোস্ট। আপনার মঙ্গল কামনায়।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪১

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আপনার মঙ্গল কামনা করি। ভাল থাকবেন..

১০| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২

অনিকেত বলেছেন: দরকারী পোস্ট +

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৩

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: জী চেষ্টা করি ভাল কিছু পেলে শেয়ার করার

১১| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১০

খাটাস বলেছেন: অিনেকত বলেছেন: দরকারী পোস্ট + এতদিন পরে কেউ দেখবে এটা ভেবেছিলেন?

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: মাঝে মাঝে আনেকেই উকি দেন ভাল লাগে।

১২| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

তুষার আহাসান বলেছেন: প্রিয় তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.