![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।
- সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেটের খাওয়ার দুই ঘণ্টা পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গ্রহণ করাই ভালো। আর সিপ্রোফ্লক্সাসিন গ্রহণের দুই ঘণ্টার মধ্যে দুগ্ধজাত খাবার বা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন বা জিংকযুক্ত খাবার উচিৎ নয়।
- পেনিসিলিন খালিপেটে গ্রহণ করাই ভালো। মনে রাখবেন, ফলের রসের অম্লতা পেনিসিলিনের কার্যকারিতা কমিয়ে দেয়।
- অ্যান্টাসিড প্রিপারেশন খাবারের পরপরই না খেয়ে ৩০ মিনিট পর খেলে ভালো ফল পাওয়া যায়।
- অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার রক্তে প্রোপ্রানোললের (উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক ওষুধ) শোষণ ও মাত্রা বাড়িয়ে দেয়। ফলে একই সঙ্গে গ্রহণের কারণে প্রোপ্রানোললের পার্শ্বপ্রতিক্রিয়া বেড়ে যায়।
- গ্রাইসিওফালভিন (একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ) উচ্চ চর্বিজাতীয় খাবারের সঙ্গে গ্রহণ করলে এর শোষণমাত্রা বহুলাংশে বেড়ে যায়। তাই চর্বিজাতীয় খাবারের সঙ্গে এটি গ্রহণ করলে বেশি কাজে আসে।
- ঠান্ডা-সর্দি বা অ্যালার্জিজনিত রোগে নির্দেশিত ব্যবস্থাপত্র অ্যান্টিহিস্টামিন, যেমন-লোরাটাডিন, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন খালিপেটে গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয়।
- কিছু ওষুধ খালিপেটে গ্রহণ করা উচিত নয়। ব্যথানাশক ওষুধ, যেমন-ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন খালিপেটে গ্রহণ করলে পাকস্থলী ও অন্ত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা যায়। তাই এ-জাতীয় ওষুধ খাবারের সঙ্গে বা ভরাপেটে খাওয়া উচিত।
দেহ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ভাইরে লিখতেত চাই কিন্তু গনজাগরনের পোষ্টের ঠেলায় আমরা চান্স পাইনা।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বিচছু বলেছেন: কুনু কতা নাই ডাইরেক প্রিয়তে
বহুত কামের জিনিস
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: চেষ্টা করি। পুরান পোষ্টগুলাতে পারলে ঘুরান দিয়েন, পছন্দমত আরও পাইতে পারেন।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
জইল্লা পম গানা বলেছেন:
ডাক্তার ঠান্ডার জন্য ফেক্সোফেনাডিন/ফেনাডিন খাইতে দিছে কিন্তু খাবার পর খাইতে বলছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
আবু শরীফ মাহমুদ খান বলেছেন:
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
Engr. Atiqur Rahman বলেছেন: Thank for the post,++++++++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: থ্যান্কু থ্যান্কু থ্যান্কু
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
Engr. Atiqur Rahman বলেছেন: Thanks for the post,++++++++++++++++++
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
সবুজ মহান বলেছেন: পোস্ট টি কি আপনি লিখেছেন নাকি দেহ পেইজ থেকে শেয়ার করেছেন?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: নিচে কি লেখা আছে?
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
সবুজ মহান বলেছেন: নিচে কি লেখা আছে দেখিছি আমি । পেঁচান কেন ? সোজাসুজি উত্তর দিতে পারেন না ?
শুধুমাত্র '' দেহ'' লেখা দিয়ে কিছুই বুঝা যায় না । আশা করি লেখায় মূল লেখায় আসল লিঙ্কটা যোগ করে দিবেন । আর আপনি যদি ঐ পেইজের অ্যাডমিন হয়ে থাকেন তাহলেও যোগ করে দেয়া উচিত ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: পেচাই নারে ভাই। কথা বলার ধরনই এই রকম। সরি ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন পোস্ট