নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গল্প - দায়

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

উৎসর্গ - ( গল্প - কবিতা ত বটেই , যার ফেসবুক স্ট্যাটাস এ প্রায়ই মুগ্ধ

হই , ভাবি এত চমৎকার করে কিভাবে ভাবতে পারে লোকটা !

প্রিয় ব্লগার নোমান নমিকে । )



এই রিক্সাওলা শুয়োরের বাচ্চারা রোদ একটু বাড়লেই দাম চড়িয়ে দেবে ! ডেকচির চাইতে ডাকনির তেজ বেশি , রোদের চাইতে ভাড়ার টাকার তেজ হুদা সাহেবের হৃদপিণ্ড সিদ্ধ করে ফেলল । ৩০ টাকার ভাড়া ৫০ টাকা ! কি ডাকাত! আসমান ফেটে চামড়া পোড়া গরম নেমে না আসলে , আশেপাশে রিকসা - সিএনজির আনাগোনা থাকলে , হুদা সাহেবের বিবাহ - বার্ষিকী আজ না হলে এবং এ উপলক্ষে তার হস্তিনী অর্ধাঙ্গিনীর

পরিবারের সবাই মিলে দুপুরে খাওয়ার হুকুমত জারি না করলে - ব্যাটার গালে ৮০ সিক্কার থাবড়া লাগিয়ে বুঝিয়ে দেয়া যেত ভাড়া বলে কাকে !



ঠেকায় পড়ে রিক্সায় উঠলেও ভাড়ার অঙ্কটা হুদা সাহেবের হৃদপ্রকোষ্ঠে মাছের কাটা হয়ে অবিরাম খচখচ করতে থাকে । হুদা সাহেব বলে উঠেন , এ জুলুম , এ টাকা হারাম ! তোর পেটে এমন টাকা সইবে না ! রিক্সাওলাও কম কি , গণতন্ত্রের জামানা - হুদা সাহেব ও রিক্সাওলা উভয়ে সমান সমান এক ভোট , প্যাসাঞ্জার যদু , মধু , রাম সাম বলে যাবে আর রিক্সাওলা হুক্কা - হুয়া রবে সায় দিতে যাবে কোন দুঃখে ! হুদা সাহেবের বাউন্সারে রিক্সাওলার সপাটে পুল চালাতেও তাই দেরি হয় না , ''আপনেরে ত আমি জোর কইরা উঠাইনাই , নিজ থিকাই উঠছেন , আর হারাম যদি হজম না অয়ত , তাইলে এত বিল্লিং উডে ক্যামনে , এত গাড়ি চলে ক্যামনে !



এভাবে মুখের উপর জব্দ হয়ে হুদা সাহেবের মন কিছুটা খারাপ হলেও রিক্সাওলার মুখের দিকে তাকিয়ে তা দ্রুত কাটিয়ে উঠলেন । গাল টা খুব ভাঙ্গা , যেন ট্রেন্স , এমনি ট্রেন্স যে নির্ঘাত দেড় সের চাল গালের পরিখায় এটে দেয়া যাবে । শুধু কি তাই ? চোখের মণি দুটো কেমন কুয়োর তল , নোংরা - কালো ময়লা , ভাঙ্গাচুরা ।

এমন চেহারার উৎস কোথায় হুদা সাহেবের তা জানা থাকলেও পুলিশি কায়দায় তা উদঘাটনে তিনি দেরি করেন না , '' তুই নিশ্চয়ই গাজা খাস '' ?

হ । - প্যাডেলের চাকার বেগের সাথে ' হ ' শদটাও ফুস করে বেরিয়ে আসে ।

রহস্যভেদের আনন্দে হুদা সাহেব রিক্সাওলাকে আরো চেপে ধরেন ,'' তা ত দেখেই বুঝা যায়! তোর বউ কিছু বলে না ?

রিকশাওলার দাত বেড়িয়ে আসে । '' বউ কইব কি , মাইরা ভাগাই দিছি ! গাজা লইয়া কতা কইছিল একদিন , দিছি এক্কেরে ! গাজার কাছে বউ কি !

- তোর ছেলেমেয়ে কয়টা ?

আবারো রিকশাওলার হাসি । পোলা কয়ডা নিজেও কইতারি না । বিয়া ত করছিলাম ৫ ডা , অহন এক বউ ও নাই । পোলা রা আছে মনে অয় যার যার মার লগে ।





এরপর এমন বদখত থার্ডক্লাস রিকশাওলার সাথে হুদা সাহেব কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেন । বলবেনই বা কি ! '' এই জাত খারাপের শেষ ! তোরা কি করস তা আমি জানি না ! - হুদা সাহেব

মনে মনে বলেন । '' শালারা এক দিন রিকশা চালাবি ত দশ দিন মটকা মেরে ঘরে পড়ে থাকবি , বউয়ের কামানি খাবি । মদ খাবি , জুয়া খেলবি , সুযোগ পেলেই পাবলিকের গলা কাটবি , হারামির বাচ্চারা ! ''



কবে এরা মানুষ হবে ? অথচ তার তার ছোট ছেলের কিডনি নষ্ট হলে , উত্তর - দক্ষিণ , পূর্ব - পশ্চিম দৌড়িয়েও কারো কিডনি ম্যাচিং হচ্ছিল না , তিনি নিজেই টেস্ট করালেন ।আল্লাহর অসীম দয়ায় কিডনি ম্যাচিং হলে , তিনি দেরি করেন নি । কিডনি দিতে হুদা সাহেবের মা মানাও করেছিলেন । '' আল্লাহর নামে কসম কর , তুই কিডনি দিতে পারবি না , তোর ত আর ও ২ টা ছেলে আছে , ১ টা গেলে যাক , পোলা যখন - তখন হওয়ানো যায় । '' জীবনে সেই প্রথম তিনি মার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছিলেন । বিয়ের পরের দিনগুলো ও কি ভুলবার ! শাদীর ৬ মাসের মাথায় ব্যবসায় লস খেয়ে বউ শিরিন কে নিয়ে কত বেলা তিনি না খেয়ে থেকেছেন । মুখে আলুর ভর্তা গুজে দিয়ে চলেছেন সপ্তাহের পর সপ্তাহ । কই তিনি ত বলেন নি , যা তোর বাপ থেকে টাকা আন ! এর পর যখন খোদার ফজলে চাকরি হল , টাকা - টুকা অনেক হল , তিনি কি চাইলে আরো বিয়ে করতে পারতেন না ? হারামখোর রিকশাওলার মত ? তার চেহারার জৌলুস কি কম ছিল তখন ? শিরিনের মত দামড়া ধুমসী কে পাছায় লাথি মেরে বের করে দিলে কে কি বলত ! কি আশ্চর্য ! রিকশাওলার সাথে এতক্ষণ নিজেকে তুলনা করছেন বলে হুদা সাহেব লজ্জিত হলেন । কই কলার কান্দি , কই ইন্দিরা গান্ধী !

এইসব লোক খারাপের একশেষ ! আজীবন বদমাশ থেকে যাবে , জীবনে ও ভালো হবে না । আসলে ভালই বা কে আছে ! এই দেশে সব চোর - চাটটা , দেশটাকে খেয়ে খেয়ে সব ছিঁড়ে -ছোবড়া করে ফেলল ! এই হারামখোর রিকশাওলা কি জানে রাস্তায় বাহাদুরি করা অমন দশটা মার্সিডিজ তিনি চাইলেই নামাতে পারেন ।

সরকারী চাকরির এমনি বদনসিব যে , তাকে ফকিরের মত রিকশায় চড়তে হয় ,আরাম করব খালি শালার বসেরা ! একেকটা খেয়ে খেয়ে দেশের থালা কানা করে ফেলল !

ভাগ্য ভাল বড় ছেলেটাকে আগেই আমেরিকা পাঠিয়ে দিয়েছি্‌ , রিটায়ার করা মাত্রই হোল ফ্যামেলি আমেরিকায় চলে যেতে হবে , এ দেশে থাকা মানে ভবিষ্যৎ নেই । কিভাবেই বা হবে ? আলো বাতাস পর্যন্ত ঠিক নাই দেশটার । তার বড় ছেলে ঠিকই বলে , বাঙ্গালীর সভ্য হতে আরো ৫০০০ বছর লাগবে !



এসব সাত - পাঁচ ভাবতে ভাবতে হটাত ৭ হাত দূরে থাকা রাস্তার কিনারার একটা জটলার দিকে হুদা সাহেবের দৃষ্টি গেল । আরো কাছে আসতেই তিনি দেখতে পেলেন ,

হাটু ভাজ করে রাস্তায় শুয়ে আছে একজন লোক , সম্ভবত অজ্ঞান , নাকি মারা গেছে ? । তার মাথা হতে রক্তের একটা ক্ষীণ ধারা কিছুদুর পর্যন্ত গিয়ে পিচডালা রাস্তা নোংরা , চটচটে করে রেখেছে ।

লোকটাকে গোল করে ঘিরে আছে একদল মানুষ , এমনভাবে তাকিয়ে আছে যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ডে এই লোকটাই একমাত্র দর্শনীয় বস্তু । জটলার কাছাকাছি গিয়ে রিকশাওলা রিকশা থামিয়ে ফেলল ।



কি হল ? ঘটনা কি ? লোকটা কে ? - রিকশাওলাকে পুলিশ কনস্টেবলের সুরে জিজ্ঞেস করলেন হুদা সাহেব , যেন রিকশাওলাই সব জানে !

ক্যামনে কমু আমি! - রিকশাওলার কণ্ঠে বিরক্তি , রিকশাটা রাস্তার কিনারায় আরেকটু সরিয়ে রেখে - দেহি , আপনে খারান একটু - এ কথা বলেই রিক্সাওলা জটলার ভিতর চটপট ঢুকে গেল ।

হুদা সাহেব কিছু বলার ও সুযোগ পেলেন না ।

কি অবস্থা! একজন লোক রাস্তায় এভাবে শুয়ে আছে কেউ দেখার নেই ! আর লোকগুলো বা কেমন ! হাভাতের মত তাকিয়ে আছে । এতগুলো লোক , একজনও কি লোকটাকে হসপিটালে নিয়ে যেতে পারল না ? দেশ থেকে কি মানবতা উঠে গেল ?কই যাচ্ছে দেশ!

হুদা সাহেবের আক্ষেপে রাস্তার বৈদ্যুতিক তারে বসে থাকা কাকেরাও কা কা করে উঠল ।



একটু পর রিকশাওলা ফিরে এল । তার চোখটা চক চক করছে দেখেই কিনা হুদা সাহেবের হাতের চকমকে ঘড়ির দিকে চোখ গেল এবং সেই সাথে সময় দেখে হোক অথবা অর্ধাঙ্গিনীর আগাম শাসনকম্পের ভয়ে হোক হৃদযন্ত্রটা এক লাফে গলার কাছে এসে যেন আটকে গেল । হুদা সাহেবকে আরো বিব্রত করার আয়োজন সম্পন্ন করতে তার নোকিয়া মোবাইলে মিসেস হুদার কর্কশ মিসকল জুড়ে বসল । ঢোক গিলতে চেয়েও পারলেন না তিনি ।



-তাড়াতাড়ি চল । - হুদা সাহেব তাগাদা দেন ।

লোকটা বাইচা আছে ! হাত দেখছি ! - রিকশাওলার কণ্ঠে উল্লাস ।

-আরে তাড়াতাড়ি যাও , পা চালাও ! -

- আপনে নামেন , বেডারে হাসপাতালে নেওন লাগব ।

- মানে ? আমি কই যাব ?

-আপনে আরেক রিকশা লইয়া যান , অহন নামেন ।

- কি না কি আকাম - কুকাম করছে এই লোক তুমি জান ? এসব নিয়া থানা পুলিশ হইতে পারে , তোমাকে জেলেও ঢুকিয়ে দিতে পারে , একবার হাঙ্গামায় পড়লে তোমার কোন বাপ - ভাই তোমারে নিয়া দৌড়াবে ?



- যা অইব আমার অইব । আপনের কি ? আপনে নামেন ।



আমি কিন্তু ভাড়া দিব না , এখানে নামলে ।

আমি কি আপনের কাছে ভাড়া খুজছি ? তাড়াতাড়ি নামেন দেহি -



তারপর বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের তৃতীয় শ্রেণীর কর্মচারী আজমল হুদা সাহেবের অবয়ব রাস্তায় ছোট হতে হতে মিলিয়ে গেল । হারামখোর রিকশাওলাকে দেখা গেল ডানাওলা বরাহের মত করে

উড়ে যেতে ।























মন্তব্য ১১৩ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৫

আরজু পনি বলেছেন:

চোখের সামনে কেউ এমন করে উৎসর্গ ঝুলাইয়া রাখে :(

দেখেই তো মন খারাপ লাগে :(

আমরা না হয় ভালো লিখতে পারি না, কিন্তু আমাদেরওতো মন আছে :( :((

আচ্ছা, পড়া শুরু করলাম...শেষ হতে সময় লাগবে কতোক্ষণ কে জানে :(

০৮ ই জুন, ২০১৩ রাত ১:০২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , রাগ করবেন না আপু , আপনার নামেও কিন্তু উৎসর্গ পত্র
রেডি করতাছি , খালি একটু অপেক্ষা করেন । :)

আর লিখার কথা বলতাছেন ত , আপনার মত লিখতে পারলে ত কথাই
ছিল না , ব্লগ ফাটাই ফেলতাম !

পড়ে কিন্তু জানাবেন , কেমন হল ।
ভাল না লাগলে কিন্তু কষে বকা দিবেন ।

ভাল থাকবেন আপু । :)

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই রিকশাওয়ালা !

০৮ ই জুন, ২০১৩ রাত ১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: হ রে ভাই ! :)
টিং - টাং , টিং - টাং ।
ভাল থাকবেন ভাই ।

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে গল্পটা।
আপনার লিখার হাত ভালো।

০৮ ই জুন, ২০১৩ রাত ১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি ভাই ।
ভাই আপনাকে কিন্তু দুর্জয় ভাই বলতে পারব না , আপনি আমার কাছে খালি কবি ভাই , ঠিক আছে :) ?
ভাল থাকবেন ভাই ।

৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:২৫

শিব্বির আহমেদ বলেছেন: +

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ শিব্বির ভাই ।
আশা করি সবসময় পাশে থাকবেন । :)

৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:২৯

নাইট রিডার বলেছেন: আপনি এত অসাধারন গল্প লিখেন, আর ৭ মাসে পোষ্ট দিলেন দুটো। আপনি আমাদের কে ঠকাচ্ছেন। X(

আলসেমী ত্যাগ করুন, বেশী বেশী এ ধরনের লিখা লিখুন।

০৮ ই জুন, ২০১৩ রাত ২:১৭

মাহমুদ০০৭ বলেছেন: ৭ মাস না , ৬ মাস । হাহাহাহা ভাই , এর অনেক কারণ আছে ।
১ ) সামু সম্পর্কে আগে সিরিয়াস ছিলাম না ।
২ ) আমি একটু হুইলা কিসিমের , শুধু লিখায় না , যে কোন কাজেই আমি
সবসময় ফিউচার টেন্স ! ধৈর্য শক্তির ও ঘাটতি আছে ।
এই লিখাটা লিখছি ১ সপ্তাহ হবে , এটা একটানে লিখে ফেলছি , কিছুটা দেখেছি , আরো দেখে নিলে হয়ত গল্পটা আরেকটু ভাল হত , অন্তত চেষ্টা
করতে পারতাম ।
ওই যে ধৈর্য শক্তির কমজোরি ! মেরে দিলুম ।
আবার পোস্ট করব করব করতে করতে ৭ দিন গেল , এ জন্য সামুও দায়ী , যখনি মনে করি পোস্ট দিব, তখনই দেখি লগিন হতে পারিনা ।
কে জানে কাল কমেন্ট করতে পারব কিনা ।
আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম ভাই , চেষ্টা করব সবসময় ভাল লিখার জন্য । জানিনা , কতটুকু লিখতে পারব , কিন্তু চেষ্টা অব্যাহত রাখব ।
ভাল থাকবেন ভাই , সবসময় পাশে থাকবেন এই কামনাই করব । :)

৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

আরজু পনি বলেছেন:

নিচের ইটালেক করা অংশটুকু দু'বার এসেছে। ঠিক করে নেবেন প্লিজ।
আবারো রিকশাওলার হাসি । পোলা কয়ডা নিজেও কইতারি না । বিয়া ত করছিলাম ৫ ডা , অহন এক বউ ও নাই । পোলা রা আছে মনে অয় যার যার মার লগে ।

হুদা সাহেবের মা নিজের ছেলরে প্রতি দরদ দেখাতে যেয়ে হুদা সাহেবের সন্তানের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তা বাস্তব্ওে হতে দেখি...এধরণের মুরুব্বীদের প্রতি শ্রদ্ধা কমে যায় :(

আর বউয়ের প্রতি হুদা সাহেবের মনোভাব পছন্দ হয় নি। যদিও বাস্তবের হুদা সাহেবরা এমন মানসিকতারই হয় :(

শেষে রিক্সা ওয়ালার আচরণ প্রত্যাশিত ছিল।

চুলচেরা বিশ্লেষণ কি করতে পারলাম? :P


সব মিলিয়ে অনেক সুন্দর একটা লেখা :D

০৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু , ঠিক করে দিয়েছি । :)
আসলে গল্পটা বাস্তবতা হতেই নেয়া , খণ্ড খন্ড বাস্তবতাকে জোড়া লাগিয়ে আমি গল্প তৈরি করেছি কেবল ।

হ্যা ,

চুলচেরা বিশ্লেষণ হয়েছে , গল্প একদম ফানা ফানা হয়ে গেছে । :)

ভাল থাকবেন আপু , আর আশা করব সবসময় এভাবেই পাশে থাকবেন , ভুল - ত্রুটি দেখিয়ে দিবেন । খারাপ দেখলেই পোস্ট কে
সাইজ করে দিবেন :)
শুভকামনা রইল :)


৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রিকশা ওয়ালা কথন ভাল লেগেছে।

০৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই । :)
ভাল থাকবেন , আপনার বিষয় নির্বাচন আমার খুব ভাল লাগে ,
প্রাসঙ্গিক এবং দরকারি ।
আপনার প্রতি শুভকামনা রইল । :)

৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:১১

ৈজয় বলেছেন:


রিকশা্ওয়ালা যে বিরাট মানবিক তা না।

কারণ তার নাম্বার অব পোলাপানের ঠিক নাই, মাইর ধইর করে বৌ খেদায়, ইতর কোথাকার।

তারপরো গল্পের শেষে রিকশাওয়ালাই হিরো হয়ে গেলো।

অথচ এটাকে কোন আরোপিত বিষয় বলে মনে হয় নি। মনে হয়েছে এটাই বাস্তব।

এখানেই আপনার গল্পের সার্থকতা। আপনি ভাই দুর্দান্ত লিখেছেন। ++++++













০৮ ই জুন, ২০১৩ রাত ৩:১৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনার বিশ্লেষণ টা ভালো লাগল ।

আসলে গল্পটা বাস্তবতা হতেই নেয়া , খণ্ড খন্ড বাস্তবতাকে জোড়া লাগিয়ে আমি গল্প তৈরি করেছি কেবল । এখানে আমার কোন কৃতিত্ব নেই ।

ভাল থাকবেন ভাই । আশা করছি ঠিক এভাবেই সবসময় সঙ্গ দিবেন , ভুল - ত্রুটি দেখিয়ে দিবেন ।

ধন্যবাদ ভাই :) ভাল থাকবেন , শুভকামনা রইল আপনার প্রতি ।

৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:২৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া
প্লাস লন B-)

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত সপ্নবাজ ভাই ।
ভাল থাকুন :)
আশা করি সবসময় কাছে থাকবেন ।

১০| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:২৩

নোমান নমি বলেছেন: উৎসর্গতে বেশ ভাল্লাগছে। তবে গল্পের শেষে দিলে ভালো হতো!
আপনার ম্যাজিক লেখাটা পড়ে বেশ ভালো লাগছিলো। আপনার লেখনী দারুন। কাহিনীতে ভিন্নতা না থাকলেও আপনার লেখার কারনে পড়ে আরাম পাওয়া গেছে।

দেশ টারে খেয়ে খেয়ে সব ছিঁড়ে -ছোবড়া করে ফেলল
এখানে দেশটাকে দিলে বোধহয় পড়তে আরও ভালো লাগবে!
ভালো থাকবেন,শুভ রাত্রি

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২

মাহমুদ০০৭ বলেছেন: আমার উৎসর্গ শুরুতে দিতেই ভাল লাগে । :) আপনাকে উৎসর্গ করতে পেরে আমার খুব ভাল লাগছে । প্রিয় কাউকে উৎসর্গ করার আনন্দই
অন্যরকম ।
ভাল থাকবেন নোমান ভাই :)
আপনার প্রতি শুভকামনা রইল ।

১১| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৫

লেজকাটা বান্দর বলেছেন: অদ্ভুত রাইটিং স্টাইল! আপনার মত রাইটিং স্টাইল এই পর্যন্ত আর কারো দেখলাম না বিশ্বাস করুন! যদিও গল্পটা টিপিকাল ছিল।

নেক্সট গল্প কিন্তু আমারে উৎসর্গ করন লাগব, নাইলে খেলমু না, হুহ!

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , ধন্যবাদ ভাই । এটা আমার স্বাভাবিক স্টাইল , আমি এখন
চেষ্টা করছি এই স্টাইল হতে ধীরে ধীরে বেরুবার ।

ঠিক আছে ভাই কথা দিলাম নেক্সট গল্প লিখলে আপনাকেই উৎসর্গ
করব :) খুশি ত ? :) এবার নিশ্চয়ই খেলবেন :)

১২| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:০৫

আমিই মিসিরআলি বলেছেন: +++++++

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মিসির আলি ভাই :)
ভাল থাকবেন আপনি ।

১৩| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার লেখা। অসাধারণ। খুব ভাল লাগল।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট পেয়ে ভাল
লাগছে । ভাল থাকবেন :) শুভকামনা ।

১৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, বেশ ভাল্লাগসে ||

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ইমরাজ ভাই ।
আপনার জন্য শুভকামনা রইল ।

১৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৩২

না পারভীন বলেছেন: হুদা সাহেবের বউ এর প্রতি মনোভাব ছাড়া সে ও ভাল মানুষ । আর গাঁজাখোর রিকশা আলা হঠাত ভাল মানুষ । অথচ নিজের বউ বাচ্চার খবর রাখেনা ।



প্রাঞ্জল ভাষায় নির্মিত গল্প । অনেক ভাল হয়েছে ।

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আসলে ভাল- খারাপ এর বিষয়টা আপেক্ষিক । মানুষের বিশেষ পরিস্থিতিতে ভাল - কিংবা খারাপ কাজ করার পিছনে অনেক উপাদান কাজ করে । আমার মতে তার মধ্যে শ্রেণীচেতনা একটি
গুরুত্বপূর্ণ উপাদান । রিকশাওলা হুদা সাহেবের জায়গায় যেতে পারলে হুদা সাহেবের মতই আচরণ করবে , লোকটার ব্যাপারটা এড়িয়ে যেতে চাইবে । আমরা হুদা সাহেবকে গল্পে ঘৃণা করলেও বাস্তবে
হুদা সাহেবের মতই আচরণ করব । আমি রিকশাওলাকে গ্লোরিফাই করব না । কিন্তু কথা হচ্ছে , রিকশাওলা দায় এড়ায়না কেন ? মধ্যবিত্তরা যেভাবে বিচ্ছিন্ন অবস্থায় থাকে , নিম্মবিত্ত রা সেভাবে থাকে না ।
নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে তারা একাট্টা হয়ে যে কোন সমস্যার মোকাবিলা করে । বাহ্যিক বিপদ ফেস করার ব্যাপারটা ওদের ধাতে আছে , আর ওরা যে পরিমাণ ডেস্পারেট হতে পারে তা মধ্যবিত্ত চিন্তাও করতে পারবে না ।
জেল , হাসপাতাল ইত্যাদি ব্যপারে তারা অনেক সাহসী । মধ্যবিত্তের পলায়নপর মানসিকতা হতে নিম্মবিত্ত মুক্ত । এ ব্যাপারে আমার আরও বেশ কিছু পর্যবেক্ষণ আছে , কলেবর বেড়ে যাওয়ার আশঙ্কায় করলাম না ।
এ কারণেই দেখা যায় , বিশ্বজিতকে শেষ পর্যন্ত একজন রিকশাওলাই হাসপাতালে নিয়ে যায় , সাংবাদিকরা ফটো তুলতে , ও ভিডিও করতে পারলেও কেউ বিশ্বজিতকে হাসপাতালে নিয়ে যেতে পারে না ।
সাংবাদিকদের এ ব্যাপারটিকে প্রশ্নবিদ্ধ করে সাংবাদিক প্রভাষ আমিন একটি কলাম লিখেছিলেন এবং প্রচুর সমালোচিত হয়েছিলেন । মধ্যবিত্ত নিজ অক্ষে ঘুরে এবং এ অক্ষের প্রতি তার পিছুটান অনেক বেশি ।
এটা অবশ্য আমার পর্যবেক্ষণ , আপনার দৃষ্টিতে হয়ত অন্য ভাবনা খেলা করে থাকতে পারে । গল্পকারের কাজ গল্প বলা , মাস্টারি করা না ! ব্যাখাটা পাঠক বের করে নেবে । আপনার বিশ্লেষণ মুলক মন্তব্য ভাল লেগেছে , আশা করি সবসময় এভাবে পাশে থেকে অভিমত প্রকাশ করবেন । ,
আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

১৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

মামুন রশিদ বলেছেন: সাধারন গল্প, কিন্তু অসাধারন তার মেসেজ । ভালো মানুষ খারাপ মানুষ আসলে আপেক্ষিক ব্যাপার । গলির মোড়ে দাড়িয়ে যে রংবাজ খিস্তি ছুড়ে, তাকেই দেখেছি আরেক ইভটিজাররে ধরে পিঠুনি দিতে । অথচ তথাকথিত ভালো মানুষদের সামনেই একটা স্কুলগামি মেয়েকে টিজ করছিলো, কেউ প্রতিবাদ করেনি ।

আমরা শিক্ষিত ভদ্র মানুষেরা কত ভালোমানুষি জীবন যাপন করি, আমরা কত নর্মস, ভ্যালুজ, এটিকেট বুঝি । কিন্তু সময়ের প্রয়োজনে ঐ অশিক্ষিত অভদ্র নিচ জাতের মানুষগুলো মানবতার ডাকে যখন আমাদের আগেই এগিয়ে যায়, তখন তারাই হয়ে উঠে প্রকৃত মানুষ কিংবা আসল বীর ।

চমৎকার লেখনি, বর্ননায় মুগ্ধ ।++++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

মাহমুদ০০৭ বলেছেন: সেটাই মামুন ভাই আসলে ভাল- খারাপ এর বিষয়টা আপেক্ষিক । মানুষের বিশেষ পরিস্থিতিতে ভাল - কিংবা খারাপ কাজ করার পিছনে অনেক উপাদান কাজ করে । আমার মতে তার মধ্যে শ্রেণীচেতনা একটি
গুরুত্বপূর্ণ উপাদান । রিকশাওলা হুদা সাহেবের জায়গায় যেতে পারলে হুদা সাহেবের মতই আচরণ করবে , লোকটার ব্যাপারটা এড়িয়ে যেতে চাইবে । আমরা হুদা সাহেবকে গল্পে ঘৃণা করলেও বাস্তবে
হুদা সাহেবের মতই আচরণ করব । আমি রিকশাওলাকে গ্লোরিফাই করব না । কিন্তু কথা হচ্ছে , রিকশাওলা দায় এড়ায়না কেন ? মধ্যবিত্তরা যেভাবে বিচ্ছিন্ন অবস্থায় থাকে , নিম্মবিত্ত রা সেভাবে থাকে না ।
নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে তারা একাট্টা হয়ে যে কোন সমস্যার মোকাবিলা করে । বাহ্যিক বিপদ ফেস করার ব্যাপারটা ওদের ধাতে আছে , আর ওরা যে পরিমাণ ডেস্পারেট হতে পারে তা মধ্যবিত্ত চিন্তাও করতে পারবে না ।
জেল , হাসপাতাল ইত্যাদি ব্যপারে তারা অনেক সাহসী । মধ্যবিত্তের পলায়নপর মানসিকতা হতে নিম্মবিত্ত মুক্ত । এ ব্যাপারে আমার আরও বেশ কিছু পর্যবেক্ষণ আছে , কলেবর বেড়ে যাওয়ার আশঙ্কায় করলাম না ।
এ কারণেই দেখা যায় , বিশ্বজিতকে শেষ পর্যন্ত একজন রিকশাওলাই হাসপাতালে নিয়ে যায় , সাংবাদিকরা ফটো তুলতে , ও ভিডিও করতে পারলেও কেউ বিশ্বজিতকে হাসপাতালে নিয়ে যেতে পারে না ।
সাংবাদিকদের এ ব্যাপারটিকে প্রশ্নবিদ্ধ করে সাংবাদিক প্রভাষ আমিন একটি কলাম লিখেছিলেন এবং প্রচুর সমালোচিত হয়েছিলেন । মধ্যবিত্ত নিজ অক্ষে ঘুরে এবং এ অক্ষের প্রতি তার পিছুটান অনেক বেশি ।
আপনার বিশ্লেষণ মূলক মন্তব্য খুব ভাল লাগল মামুন ভাই , সবসময় এমনটাই আশা করব ।
আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল । :)

ভাল থাকবেন ।

১৭| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: চেনা পরিচিত একটা ঘটনাকে কত সুন্দর একটা হিউমার দিয়ে গল্পের ফ্রেমে আটকালেন !

রিকশাওয়ালার ডায়ালগ গুলো খুব এঞ্জয় করছি। হুদা সাহেব রা তো ইশ দেশটার কি হলো , কি হলো করতে করতেই নিরাপদ দুরত্বে গা বাঁচিয়ে চলেন।

গাজা লইয়া কতা কইছিল একদিন , দিছি এক্কেরে ! গাজার কাছে বউ কি !

-- সেইরকম ডায়ালগ ।

গল্পটা আসলেই খুব উপভোগ করলাম । অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা , ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ভাল থাকবেন । আপনার প্রতি শুভকামনা রইল ।

১৮| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০

নাজিম-উদ-দৌলা বলেছেন: সুকুমারের জীবনের হিসাব কবিতার একটা আমেজ পেলাম। রিক্সাওয়ালার মানবিকতাবোধ ভাল লেগেছে। ++++++++

আমারে কেউ কিছু উৎসর্গ করে নারে!!! :(( :(( :(( :(( :(( :(( :((

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: হিসেব কবিতা পড়িনি । দেখি পড়ে নিব ।
ভাই সবুর লন , আপনারে উৎসর্গ না কইরা আমি যাই কই ? :)
আপনি আর প্রফেসর শঙ্কু দুজনেই সামুর আমেজ অনেক বাড়িয়ে দিয়েছেন । আপনার গল্প পড়তে পেরে একজন সহব্লগার হিসেবে আসলেই
গর্ববোধ করি । গল্পে আপনার মত শক্তিমান ও পরিপূর্ণ ব্লগার ব্লগে খুব
কম আছে ।

ভাল থাকবেন ভাই আপনি ।
শুভকামনা ।

১৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর একটি ছোট গল্প ++++

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল কাণ্ডারি ভাই :)
ভাল থাকুন আপনি ।

২০| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: চেনা ঘটনা কিন্তু অসম্ভব সুন্দর গাথুনি...ভালো লিখেছেন..শুভকামনা.+++++++

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু ।
অনুপ্রেরনার জন্য ধন্যবাদ ।
আপনার প্রতিও শুভকামনা রইল । :)
ভাল থাকুন ।

২১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো লেখা :)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই :)
আপনার প্রতি শুভকামনা রইল ।

২২| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সত্য কথাটা, কিংবা বলা যায় কঠোর বাস্তবতার বিষয়টা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরাটা বিশাল কঠিন কাজ। আর সেই কাজটাই আপনি করেছেন। গল্পটা মন ছুঁয়ে গেল তার কারণ আপনার গল্প বলার ধরণ। হুদা সাহেবের গতিময় ভাবনা চিন্তা যথাযথ লেগেছে। শুধু 'হুমুকত' ঠিক করে দেবেন।

গল্প বাস্তব। ভালো লাগল।

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মাহমুদ০০৭ বলেছেন: আপনার মন্তব্য পোষ্টে সবসময়েই নতুন মাত্রা আনে ।
ব্যক্তিগত ভাবে আপনার মন্তব্যে আমি আলোড়িত হই ,
আপনার অন্তর্নিহিত মূল্যায়ন আমার কাছে মূল্যবান ।
আপনার সূক্ষ্মতার বিষয়টা আমাকে আকৃষ্ট করে । আশা করি এভাবে সবসময় পাশে থাকবেন ।

বানান ঠিক করে দিলাম , ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য ।

ভাল থাকবেন ভাই , আপনার প্রতি শুভকামনা রইল । :)

২৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সুন্দর একটা লেখা।
অনেক ভালো লাগলো :)
+++++++

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সপ্নবাজ ভাই :)
আপনার নিকটার নাম আমার খুব ভাল লাগে ।

যদিও আপনাকে না , কারণ আপনি পোড়া কপাইল্লা !
ভাল থাকবেন ভাই , সামনে কিছু ফাটাকপালের
গল্প চাই :)

আপনার জন্য অনেক অনেক শুভকামনা ।

২৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার রাইটিং স্টাইল অনেক ভাল লেগেছে । চমৎকার বর্ণনা আর ডায়ালগ মিলে ভীষণ বাস্তব ।
গল্পের শেষে রিকশাওয়ালার আচরণ , হুদা সাহেবের হকচকিয়ে যাওয়া , চমৎকার লাগছে ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০

মাহমুদ০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভাল লাগল আপনার অনুভূতি জেনে ।
আপনার প্রতি শুভকামনা রইল ।

২৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

সাগর হাসি বলেছেন: এক্সসেলেন্ট হইসে রে ভাই। আমি এমুন লিখবার পারি না :(( :(( :((

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । কাইন্দেন না :) চেষ্টা করুন আপনিও পারবেন । এটা যে একদম আহামরি কিছু হইছে সেটাও না ।

২৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

হাসির মানুষ বলেছেন: আমি কি কিছু বলব??? উপরে সবাই সব বলে দিছে। তবে নতুন ধারা আসতেছে বলে দিলাম। আমি ইংরেজী রাইটিং আরো ভাল করে শিখছি। আপনার অনুবাদক হবো। নোবেল পাবেন। নোবেল। বাংলানিকেতন বানাবেন। আমাদের পোলা মাইয়ারা পড়ব। আমরা গর্ব করবো। সাথে এও বলব “মাহমুদ রহমান আমাদের লেখক”।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , ভাই ত দেখি গাছের আগায় তুলে দিলেন ! খুব শরমিন্দা
হইলাম ।
নিজের ব্যাপারটা ভালই বুঝি । ভাল লিখা বলতে যা বুঝায়
সেরকম কিছু লিখতে আমার আরো অনেক দিন লাগবে ।
ভাল কিছু করতে চেষ্টা ও পরিশ্রম করে যাব ইনশাল্লাহ ।
পাশে থাকবেন , ভুল্ক্রুটি দেখিয়ে দিবেন , এটাই আশা করব সবসময় ।
ভাল থাকবেন ভাই :)

২৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখার ধরন ভালো লেগেছে :) গল্পটাও সুন্দর ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :) আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে ।
পাশে থাকবেন সবসময় এই কামনাই করব ।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

২৮| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার। ভালো লাগল। :)

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩

মাহমুদ০০৭ বলেছেন: যাক গুরু শেষ পর্যন্ত আসলেন :)
আপনি ভাল মন্দ কিছু না বললে ত ভাল লাগে না ।
আপনার ভাল লাগছে এতেই খুশি আমি ।
ভাল থাকবেন । :)

২৯| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো। ফিনিশিংয়ের কম্প্যারিজমটা চমৎকার। তবে রিকশঅলার সাথে মায়াময় পরী উপমাটা মানানসই লাগছে না।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ হামা ভাই ।
হুম , দেখি জুতসই উপমা মাথায় আসলে পরিবর্তন করে দেব ।
আপনার কমেন্টে যথেষ্ট অনুপ্রেরণা পাই , আশা করি এভাবেই পাশে থাকবেন ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

৩০| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: গল্পটি খুব ভালো লেগেছে। ভালো মন্দে মিশিয়ে মানুষ। যাকে মন্দ লাগে তার ভেতর যে সৌন্দর্য আছে সেটা আমাদের মনে থাকে না। আপনি মনে করিয়ে দিলেন। অন্যদিকে একটু সুবিধা পাওয়া লোকজন খুব বেশী আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। সেটাও আবার মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কামাল ভাই ।
ভাল থাকবেন । :)

৩১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০২

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার লেখা। বেশ ভাল লেগেছে ।

১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ।
ভাল থাকবেন ।
নিরন্তর শুভকামনা রইল আপনার প্রতি ।

৩২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চমৎকার গল্প !

মায়াময় পরী কেমন যেন লাগছে, মানানসই লাগতেছেনা ! :|

১১ ই জুন, ২০১৩ রাত ২:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই , :) জুতসই উপমা পেলে পরিবর্তন করে দেব ভাবছি ।
ভাল থাকবেন।

৩৩| ১২ ই জুন, ২০১৩ ভোর ৪:১০

নোমান নমি বলেছেন: প্রিয়তে নিতে চাইছিলাম সেদিন। নেয়া যায়নি। আজকে নিয়ে গেলাম।

১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নোমান ভাই :)
ভাল থাকবেন ।

৩৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: আসতে দেরী করে ফেললাম ভাইয়া। গল্প চমৎকার হয়েছে। আসলে সত্যি বলতে কি গল্প মনে হয় নি, মনে হয়েছে বাস্তব কোন ঘটনা !! পরের গল্পের প্রতীক্ষায় B-)

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । যাক এসেছ এতেই খুশি আমি । :)
পরবর্তী গল্প হয়ত তাড়াতাড়ি ই পেয়ে যাবে ।
ভাল থেক তুমি ;)

৩৫| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

অদৃশ্য বলেছেন:





গল্পটা খুব ভালো লেগেছে আমার...

আপনার এখানে আসতে অনেক দেরি হয়ে গেলো... হঠাৎ কিছুটা ব্যস্ততার জন্য... আশাকরছি আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে সামনে...


শুভকামনা...

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । :)আমার ব্লগে আপনাকে স্বাগতম ।

অবশ্যই আসবেন , আপনাদের অনুপ্রেরণাই আমাকে লিখার উৎসাহ
যোগায় ।
ভাল থাকবেন ।
আপনার প্রতি শুভকামনা রইল ।

৩৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১

আরজু পনি বলেছেন:

৫ মাসে মাত্র ২টা পোস্ট কি একটু কম না ?

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

মাহমুদ০০৭ বলেছেন: অভিভূত হয়ে গেলাম আপু ।
আপনি এভাবে স্মরণ করবেন ভাবতেও পারিনি ।



পোস্ট আসলেই কম ।
আসলে আমি একটু অলস টাইপ , চেষ্টা করছি তা কাটিয়ে উঠার ।
দোয়া করবেন , যেন তা পারি ।
অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল আপনার প্রতি ।

ভাল থাকবেন আপু । :)

৩৭| ২২ শে জুন, ২০১৩ রাত ৩:১৯

আমি তুমি আমরা বলেছেন: তারপর বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের তৃতীয় শ্রেণীর কর্মচারী আজমল হুদা সাহেবের অবয়ব রাস্তায় ছোট হতে হতে মিলিয়ে গেল । হারামখোর রিকশাওলাকে দেখা গেল মায়াময় পরীর মত উড়ে যেতে ।

+++

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন আপনি ।

৩৮| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৯

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: অসাধারণ :)

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মিস্তিরি সাব :) গল্পে লিক - লুক পাইলে মেরামতি কইরা দেয়ন লাগব কিন্তু !

৩৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বাঘ মামা বলেছেন: হুম ! বাস্তবতার একদম কাছাকাছি কিছু......



শুভ কামনা থাকলো

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ বাঘ মামা ভাই :)
আপনার প্রতিও শুভেচ্ছা রইল ।

৪০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৬

অদৃশ্য মূর্তি বলেছেন: কে কোনদিক দিয়ে ভাল কাজ করে বসে তা বোঝা দায়।একজন শুধু পরিবারের কথা চিন্তা করল,আরেকজন পরিবারকে কোন দামই দিলনা কিন্তু বাইরের একটা মানুষের জন্য ঝাপিয়ে পরল।

পোস্টে পিলাচ। :)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: এভাবে ব্যাপারটা খেয়াল করেছেন দেখে ভাল লাগল ।
প্লাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল ।

আশা করি সবসময় পাশে থাকবেন ।
শুভকামনা রইল আপনার প্রতি । :)
ভাল থাকবেন :)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: এভাবে ব্যাপারটা খেয়াল করেছেন দেখে ভাল লাগল ।
প্লাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল ।

আশা করি সবসময় পাশে থাকবেন ।
শুভকামনা রইল আপনার প্রতি । :)
ভাল থাকবেন :)

৪১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:২০

ডিএন বলেছেন: ভাই লেট হইলেো পরতে দারুন হইসে জানতাম ই না লগের ভাই আত ভাল লেখে B-)) B-)) B-)) B-)) B-))

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , আমার ডি এন এ দেহি ভাইয়ে খুইজা খুইজা বাইর কইরা
ফেলাইসে । হেহেহে , সবই ভাইয়ের দোয়া ।
কেমন আছ ভাই :)
ভালা থাইক ।

৪২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

আরমিন বলেছেন: চমৎকার লিখেছেন!
+ +

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আরমিন ।
ভাল থাকুন আপনি । শুভকামনা নিরন্তর ।

৪৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

বোকামন বলেছেন:






আজমল হুদা সাহেবদের প্রয়োজনের তাগিদেই সফেদ রঙের শার্ট গায়ে দিতে হয়।ময়লা ধুলা-বালি লেগে যদি তার উজ্জ্বলতা হারায় তবে সাবান অথবা মার্কেট তো আছেই।

রিকশাওয়ালার ঘামে ভেজা শার্টের কোন রঙ হয়না। তাই যখনতখন গা থেকে খুলে অথবা পড়ে নিতে পারে। .... পর্দার অন্তরালে নয় সকলের সামনে। কখনো তার গা থেকে খুলে ফেলা জামাটি সমাজের দায় অথবা সমাজের প্রতি তার দায়িত্বের প্রকাশ ঘটায়। দায়-দায়িত্ব না বুঝলেও গণ্ডমূর্খ রিকশাওয়ালা অনুভব করতে পারে। তাই হয়তো শেষ পর্যন্ত রিকশাওয়ালাই ভালো মানুষ।


সম্মানিত লেখক,
আপনার গল্পটি পড়ে একজন নিতান্তই নগণ্য সাধারণ বোকামনের ভাবনা ব্যক্ত করলাম মাত্র। এবং সেই সাথে বাইশ-তম ভালোলাগা।। যদিও ভালোলাগা ব্যাখ্যা করা খুবই কঠিন।

[প্রিয় ভাই, আপনার গল্পটি দেখে গিয়েছিলুম। সময় করে আসার ইচ্ছে ছিলো। কিন্তু কর্মব্যস্ততার কামলা ..... তবে অবশ্যই মন্তব্য করতাম কোন একদিন। আপনার বিনয়ী সৌজন্যতার কল্যাণে মন্তব্য এখনই করার সৌভাগ্য হল। অফলাইনে অথবা অনলাইনে, মন্তব্যে অথবা নীরবে আছি পাশেই :-) ]

ভালো থাকুন সবসময় - এই কামনা/দোয়া করি :-)

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় বোকামন ভাই ,
আপনার কমেন্ট পাবার পর সবসময় মন টা অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে যায় , কয়েকবার করে পড়ি , সাথে সাথে কি উত্তর দিব ভেবে পাই না ।
আপনার লিখার ভিতর লুকিয়ে থাকে যাদু ।
খুব ভাল লাগছে এত কর্মব্যস্ততার মাঝেও গল্পে আপনার মূল্যবান মন্তব্য পেয়ে । কৃতজ্ঞ
থাকলাম আপনার কাছে সব সময়ের জন্য ।


হাহাহাহা ,বিনয়ী সৌজন্য নয় বলেন ভালবাসার অত্যাচার ।
আপনার বিরুদ্ধে সবচেয়ে কঠিন অস্ত্রই ব্যবহার করলাম :)
বান্দরকে ত লাই দিয়ে মাথায় উঠাইছেন এইবার ঠ্যালা সামলান । :)

আপনি পাশে আছেন এটা আমাকে অন্যরকম একটা আত্মবিশ্বাস জোগায় । প্রেরণা পাই নতুন কিছু করতে ।
ভবিষ্যতেও আমার লিখার খ্যাতির ভাগ আমার আর নিন্দার ভাগ
আপনার উপর এখনি ন্যস্ত করলাম :)
সবসময় বটগাছের মত আমার পাশে থাকবেন এই কামনাই করব ।

ভাল থাকুন ভাই , অনেক অনেক ভাল ,
আল্লাহ তার আরশের ছায়াতলে আপনাকে রাখুক ।
শুভকামনা রইল নিরন্তর ।

৪৪| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২০

শান্তির দেবদূত বলেছেন: অনেক গ্যাপে ব্লগে আসার পর বুঝতে পারলাম এত গ্যাপ দেওয়া ঠিক হয়নি। অনেক ভাল ব্লগারের ভাল ভাল লেখা মিস করেছি। চমৎকার লেখা, দারুন উপস্থাপনা, সাবলিল ও গতিশীল ভাষার ব্যাবহার এক কথায় দারুন উপভোগ্য গল্প। শুভেচ্ছা রইল।

আপনি দেখি খুবই কম লেখেন? পাঠকদেরও কিন্তু হক আছে লেখকের প্রতি।

আপনাকে একটা ব্যাক্তিগত অনুভূতির কথা বলি, আমি ৩টা সার্কেল মেইনটেইন করে চলি, প্রথমটা হল স্কুলের বন্ধুবান্ধব, দ্বিতীয়টা হল ইউনিভার্সিটির দোস্তরা, তৃতীয়টা হল এলাকার কিছু ভাইব্রাদার যারা মুলত মাস্তান টাইপের ও পলিটিক্যাল ঘেষা। প্রথম দুটি গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ আছে, দেখাসাক্ষাত হয় তবে তৃতীয় গ্রুপটার সাথে ২/৩ বছর পরপর দেখা হয়। তবে আমি হলপ করে বলতে পারি আমার সত্যিকার কোন বিপদে এই তৃতীয়গ্রুপটাই বেশি এগিয়ে আসবে। বিনিময়ে কিন্তু এরা কিছুই চায় না, শুরু ২/৩ বছর পর এলাকায় গেলে, রাস্তায় দেখা হলে চিনতে পেরে শুধু একবার বুকে জড়িয়ে ধরলেই হল। মানুষ বড় অদ্ভুত প্রাণী, বড়ই অদ্ভুত।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :) । আমি মাত্র এই কয়দিন ব্লগে ছিলাম না , এর মধ্যেই
অনেক ভাল ভাল পোস্ট চলে এসেছে ,পড়েও কুলাতে পারছি না ।

অনেক ভাল ভাল ব্লগার এখন চলে এসেছে ।

হ্যা ভাই , আমি একটু অলস আর স্লো , :) তাই লিখা কম । নড়তে চড়তেই দিন যায় আমার । চেষ্টা করছি আরো এক্টিভ হবার ।

আপনি ঠিকই বলেছেন অই যে একটা কথা আছে না ,

আপনা থেকে পর ভালা ,
পরের থেকে জঙ্গল ভালা !

বিপদে আপন মানুষদের কদাচিৎ পাওয়া যায় ।

আপনার মত গুণী একজন ব্লগারের উপস্থিতি আমার অনুপ্রেরণা আরো বাড়িয়ে দিল । আনন্দিত অ সম্মানিত বোধ করছি ।
আমার ব্লগে কমেন্ট করা আপনিই সবচেয়ে পুরনো ব্লগার ।

আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন , উৎসাহ জোগাবেন , ভুল - ভ্রান্তি দেখিয়ে দিবেন ।

ভাল থাকবেন ভাই , আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল ।
:)

৪৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

শাহেদ খান বলেছেন: শেষ লাইনটা দুর্দান্ত !

মানুষগুলোর মানসিকতা চমৎকারভাবে ফুটিয়ে তুললেন, মাহমুদ ! শেষটায় সত্যি অভিভূত হয়েছি !

এই গল্পের নামকরণের ব্যাখ্যাটা বলবেন? মানে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাইছি।

আমার অনেক ভাল লাগা জানবেন। শুভকামনা, সবসময়ের। এবং, আপনি অনুসারিত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই ।

একটা বাস্তব ঘটনা দিয়েই বলি ।
বিশ্বজিৎ কে রিকশাওলা হাসপাতালে নিয়ে গেল , কেন ?
যদি না নিয়ে যেত তাহলে কি হত ?
নিইয়ে যাওয়াতে আমরা বাহবা দিই , কিন্তু যারা এগিয়ে আসেনি তাদের কি আমরা খারাপ বলব ? বললে কোন যুক্তিতে বলব ?
এখানে ত বিপদ ও আছে ।
আমরা কি এখন বলব রিকশাওলা মানবতা বোধ থেকেই দায়িত্ব অনুভব করছে
নিজের কাঁধে ? সে ত একই সাথে বিপদের খড়গ ও মাথায় নিল !
যারা এড়িয়ে গেল তাহলে তাদের কি মানবতা বোধ নেই ? নাকি থাকার পরও বিপদ মাড়াতে চায়নি ?
নাকি রিকশাওলার মান বতা বোধ মধ্যবিত্ত শ্রেণীর চেয়ে উঁচু ? এতই
উঁচু যে সে বিপদ কেয়ার করে না ?
আবার শুরুতে আসি ।
ধরেন কোন লোক রাস্তায় পড়ে আছে ।
তাকে হাসপাতালে নিতে হবে । নিবার দায়িত্ব কার নেয়া উচিত এবং নেবার
দায়টা প্রকৃতপক্ষে কার ?
আমরা ত সব কাজের দায় ই কারো না কারো ঘাড়ে চাপাচ্ছি ।
প্রশ্ন আসে - আসলে দায়টা কার ?
সব কিছু মিলে গল্পের নাম দায় রাখলাম ।

অনুসরণে কৃতজ্ঞতা রইল ।

আপনার প্রতিও অনেক অনেক শুভকামনা রইল ।

ভাল থাকুন শাহেদ ভাই - অনেক , অনেক । :)





৪৬| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২২

বৃতি বলেছেন: আপনার লেখা অসাধারণ । এই ব্লগের ট্যালেন্টেড ব্লগারদের মাঝে আপনি একজন । শেষের লাইনটা ম্যাজিকাল মনে হল-এর থেকে সুন্দর উপমা বোধহয় আর হতে পারত না । অনেক শুভকামনা আপনার জন্য ।

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে । চেষ্টা করব সবসময় ভাল লিখা উপহার দেবার ।
আপনিও ভাল থাকুন । শুভকামনা রইল আপনার প্রতি । :)

৪৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

একজন সৈকত বলেছেন:
অনেক ভালো লাগলো... তার কিছুটা তাই জানিয়ে গেলাম। ভালো থাকুন। বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ।

আপনার কথা আমাকে স্পর্শ করল , আমার ব্লগ বাড়িতে আপনাকে
সবসময়ের জন্য স্বাগতম ।

ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল । :)

৪৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

মশিকুর বলেছেন:
রিক্সাওয়ালা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে, অন্যের জীবনের মূল্য সেই ভালোই জানে। তাছারা রিক্সাওয়ালা অনেকের সাথে সহজেই মানিয়ে নিতে পারে। অপরদিকে হুদা সাহেবও ৫-৬ টা বিয়ে করতে পারেন না অথবা গাঁজা খেয়ে পড়ে থাকতে পারেন না দিনের পর দিন। বাস্তবতার কারনেই তিনি দেশ ছাড়তে চান(যেকোনো ভাবে)।

লেখাটা বাস্তবতার ছোঁয়া পেয়েছে। চরিত্র গুলো ঠিক মত ক্লিক করেছে। আসলে দোষ গুন মিলিয়েই আমরা মানুষ। ভালো/খারাপ মানুষ না বলে বৈচিত্র্যময় বলাই ভালো। কারন আমার কাছে যে অশুদ্ধ, তার নিজের কাছে সে কিন্তু শুদ্ধ। কোন ঘটনায় সাবাই যদি একই রকম প্রতিক্রিয়া দেখাতো, তাহলে কোন গল্প/উপন্যাস লেখা হতো না।

তবে গল্প ভালো লাগছে অন্য কারনে। ভালো লাগছে কারন প্রতিটা চরিত্রে দোষ গুনের সংমিশ্রণ থাকায়। বাংলা ছবির নায়কের মত না।

শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

মাহমুদ০০৭ বলেছেন: আপনার কমেন্ট সবসময়েই ভাল লাগে । একদম সোজা ব্যাটে নক ।

ভালো/খারাপ মানুষ না বলে বৈচিত্র্যময় বলাই ভালো। কারন আমার কাছে যে অশুদ্ধ, তার নিজের কাছে সে কিন্তু শুদ্ধ। কোন ঘটনায় সাবাই যদি একই রকম প্রতিক্রিয়া দেখাতো, তাহলে কোন গল্প/উপন্যাস লেখা হতো না।
- পুরাই একমত ।

হাহাহ , জীবন টা ছবির নায়কের মত হলে ভালই লাগত ।

ভাল থাকুন প্রিয় মশিউর ভাই :)
নতুন বছর খুবই ভাল কাটুক আপনার । জীবনে যা চান তাই যেন পেয়ে যান আপনি আল্লাহর কাছে - এই দোয়া থাকল ।

৪৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

মশিকুর বলেছেন:
ও... নামকরনটাও ভালো হইছে..

"যার দায় যেখানে সেখানেই সে একটিভ।" -এটাই আসলে একলাইনে পুরো গল্পটা।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: একদম আসল জায়গায় নক ।
অনেক ভাল লাগল ভাই ।
খুব সংক্ষেপেই সারমর্ম বলে দিলেন ।

আপনার বরিশালে তোলা ছবিটা কিন্তু পুরাই সেরকম । :)



ভাল থাকুন ভাই :)

৫০| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৫

ডি মুন বলেছেন: কি না কি আকাম - কুকাম করছে এই লোক তুমি জান ? এসব নিয়া থানা পুলিশ হইতে পারে , তোমারে জেলেও ঢুকিয়ে দিতে পারে , একবার হাঙ্গামায় পড়লে তোমার কোন বাপ - ভাই তোমারে নিয়া দৌড়াবে ?

- যা অইব আমার অইব । আপনের কি ? আপনে নামেন ।


গল্পটা চমৎকার। একটা টানটান ভাব আছে। আরো অনেককিছু আছে যা ভাবনার খোরাক।

ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

মাহমুদ০০৭ বলেছেন: খাইছেরে !
মহান ব্লগারের উত্তর না দিয়া এতদিন বইয়া আছিলাম ;)

মুন ভাইয়ের ভাল লাগায় আনন্দিত ।
গল্পটা র প্রিন্টেড ভার্শন খুব শীঘ্রই আসিতেছে ;)

ভাল থাকবেন প্রিয় মুন ভাই ।
শুভকামনা।

৫১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

প্রবাসী পাঠক বলেছেন: এই গল্পটা অনেক বার পড়েছি কিন্তু কমেন্ট দেয়া হয় নি।


কেমন আছেন মাহমুদ ভাই? :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

মাহমুদ০০৭ বলেছেন: খাইছেরে ! তং বং গল্পই অনেক বার পরলেন ;)
আমি ভাল আছি ভাই আপনি কেমন আছেন ?
এখনই জানায়া যাইয়েন ;) টেনশন লাগতেছে আপ্নারে লইয়া ।
ডূবাই কি বেশি গরম পড়ছে :P :P

৫২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: এখানে নির্বাসিত দখিনহাওয়া নীল নিঃশ্বাস ছেড়ে বলে-
আমার জানালা ফিরিয়ে দাও... আমার দরজা ফিরিয়ে দাও...
আমার আমিকে ফিরিয়ে দাও...

এখানে আমি আছি আমিহীন, বুননবিহীন আছে বাবুইবাসা
ধানহীন খটখটে শালিকঠোঁট, বাঁশিহীন আছে মেঠো রাখাল
দাসীহীন আছে অন্দরমহল

গাঙগহিনের বিলাপ আছে, গাঙচিলেদের বেদন আছে
আর্তনাদের পরান আছে, হাওড়হাওয়ায় কাঁদন আছে
খরায় পোড়া জমিন আছে

আমায় এবার ফিরিয়ে দাও- তোমাদের টান তুলে নাও
এবার জননীআঁচল হবো, কৃষ্ণমাটির লাঙল হবো
দখিনহাওয়ার ফানুস হবো, আবার আমি মানুষ হবো।

বিঃদ্রঃ কবিতাটা আমার লেখা না কিন্তু। আর বানান ঠিক করে লিখেন। অনেক বানান ভুল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনি যা বলবেন তাই হবে :P
আপনার কবিতা ভাল লেগেছে। B-) :D

৫৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

প্রবাসী পাঠক বলেছেন: ভুলে-ভরা আমার জীবন, প্রতিটি পৃষ্ঠায় তার
অসংখ্য বানান ভুল
এলোমেলো যতিচিহ্ন; কোথাও পড়েনি ঠিক
শুদ্ধ অনুচ্ছেদ
আমার জীবন সেই ভুলে-ভরা বই, প্রুফ দেখ
হয়নি কখনো।
প্রতিটি পাতায় তাই রাশি রাশি ভুল, ভুল
কাজ, ভুল পদক্ষেপ
আমার জীবন এ আগাগোড়া ভুলের গণিত,
এই ভুল অঙ্ক আমি সারাটি জীবন ধরে কষে কষে
মেলাতে পারিনি
ফল তার শুধু শূন্য, শুধু শূন্য, শুধু শূন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! আপনার এই কশাধারণ কবিতা পড়তে পেরে আপ্লুত হলুম ;)
আপনি এত্তু এত্তু প্রতিভা কুথাই রাখেন ;) ?
শুভকামনা জানবেন ।

৫৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

প্রবাসী পাঠক বলেছেন: নিশ্চিত থাকতে পারেন এগুলো একটাও আমার লেখা কবিতা না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

মাহমুদ০০৭ বলেছেন: আমি ১০০০০০০০০০০০০ % নিশ্চিত এ কবিতা আপনার না হয়ে যায় না ;)
নিশ্চয়ই কেউ কপি মেরে দিয়েছে ;)

৫৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: যা অইব আমার অইব । আপনের কি ? আপনে নামেন -- রিক্সাওয়ালার এমন বোল্ড আউট মার্কা মন্তব্যে চমৎকৃত হ'লাম।
গল্পের অন্যান্য ডায়ালগও চমৎকার হয়েছে।
মধ্যবিত্তের পলায়নপর মানসিকতা হতে নিম্মবিত্ত মুক্ত -- ১৫ নং মন্তব্যের উত্তরে দেয়া আপনার এ কথাটার সাথে আমি একমত।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

মাহমুদ০০৭ বলেছেন: এবার অবাক হইনি । তবে মন্তব্য সহ পড়েছেন জেনে ভাল লাগছে /। :)
ভাল থাকবেন । অনেক শুভেচ্ছা রইল ।

৫৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

খায়রুল আহসান বলেছেন: আমি সবসময় সব মন্তব্যই পড়ে থাকি। শুধু নিজের নয়, সবার লেখাতেই। অনেকের চৌকষ মন্তব্য আমাকে আকর্ষণ করে।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

মাহমুদ০০৭ বলেছেন: হা , এখানকার একজন ব্লগার মনে হয় বলেছিলেন , পোষ্ট যদি পোলাও - বিরানী হয় , মন্তব্য হচ্ছে খাওয়ার পরে দই ।
মন্তব্য ব্লগিং এর প্রাণ ।
আপনাকে দেখে আবারো ভাল লাগছে ।
ভাল থাকবেন /
শুভরাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.