নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

কাজী নজরুল ইসলাম - বিদ্রোহীর আড়ালে ঢাকা মানবতাবাদী সূর্য

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

উৎসর্গ - ( সব ক্ষেত্রেই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কিছু মানুষ দেখা যায় । ব্লগেও তেমনি কিছু মানুষ আছেন । অমানুষিক পরিশ্রম করে তারা ভাল পোষ্টের সন্ধান দেন , ভাল ব্লগার খুজে খুজে বের করেন ।
তাদের মধ্যে একজন আছেন যিনি দীর্ঘদিন ধরেই খুশিমনে এমন দায়িত্ব পালন করে যাচ্ছেন - আরজুপনি আপু , তাকেই আমি শ্রদ্ধাভরে পোস্টটা উৎসর্গ করলাম । আপু , আপনার ব্লগের প্রতি নিবেদিত মনোভাব
আমাকে মুগ্ধ করেছে ।)




যে কোন কিছুর সঠিক বিশ্লেষণ ও নির্ভুল অনুধাবনের রসায়ন রাস্তা টা আমরা এখনো ঠিক চিনে নিতে শিখিনি । শিখিনি বলেই উপরিতল দেখেই চটপট ফাইনাল রায় দেবার বহুলচর্চিত সুবিধাভোগী ব্যবসার ফাদ হতে বের হওয়ার মোক্ষম দাইয়াই নিয়ে আমাদের ভাবতে দেখা যায় না । ফলে অনেকের মত আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ও সে ফাদে ও ছাঁচে পড়ে ষোল আনা '' মানবতাবাদী '' হতে শুধু ''বিদ্রোহী '' কবি হয়ে যান ।
বাঁধাধরা সমাজের প্রচলিত ভণ্ডামি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেই কি যে কেউ বিদ্রোহী অভিধায় ভূষিত হবেন ? সত্য ও সুন্দরের প্রতি থাকে যদি কারো শর্তহীন আনুগত্য তবে কি তার মস্তকে পরিয়ে দিতে হবে "'বিদ্রোহী'' তাজ ?নজরুল তবে কি ? তিনি কি বিদ্রোহী নন ? তিনি নিজেই ত নিজেকে '' মহাবিদ্রোহী বলে গেছেন !


তিনি বিদ্রোহী অবশ্যই , তিনি মহাবিদ্রোহের রণতুর্যবাদক । হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে ন্যায্য ও পবিত্র ক্রোধের পিতৃপুরুষ তিনিই । নিপীড়িত জনগোষ্ঠীর পুরোহিত হয়ে অবলীলায় তিনি মন্ত্রপাঠ করেন ,
যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস
যেন লেখা হয় আমার রক্তলেখায় তাদের সর্বনাশ ।।

মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেইদিন হব শান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত ।।

তার এই বিদ্রোহের উৎসবৃক্ষ তার সাম্যবাদী - মানবতাবাদী মন । মানুষকে ভালবাসেন বলেই , মানুষকে ন্যায্য অধিকারে বিশ্বাস করেন বলেই কবিকে বলতে শোনা যায় -
যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই ,
করি সেথায় বিদ্রোহ
ধামাধরা ! জামাধরা
মরণ - ভীতু চুপ রহো ।

নজরুল ইসলাম হলেন মানবতাবাদী সূর্য । সাম্যবাদী নজরুল , প্রেমিক নজরুল , বিদ্রোহী নজরুল , দার্শনিক নজরুল , সংগ্রামী নজরুল হলেন নজরুল নামক মানবতাবাদী সূর্যের একেকটি উজ্জ্বল কিরণ ।
নজরুল পৃথিবীর সব মানুষের , নজরুল ইসলামের সবকিছুই মানুষের জন্য । নজরুল বলে গেছেন ,''স্রষ্টাকে আমি দেখিনি , কিন্তু মানুষকে দেখেছি । ধুলিমাখা পাপলিপ্ত , অসহায় দুখী মানুষই একদিন বিশ্ব নিয়ন্ত্রিত করবে , এই ধূলার নিচে স্বর্গ টেনে আনবে , এ আমি মনে প্রানে বিশ্বাস করি । ''
'

তাই ত কবির দেশ কল্পনায় ছিল শুধু মানুষ । বঙ্কিম যেখানে দুর্গারুপে দেশ কল্পনা করেছেন , মাতৃদেবী রুপে রবীন্দ্রনাথ দেশের কথা ভেবেছেন , সেখানে নজরুল দেশের কথা বলতে ভেবেছেন দেশের মানুষ ।
আবু জাফর শামসুদ্দিন এর ভাষায় , '' তার দেশের ধারনায় একটা ভৌগোলিক সীমাবদ্ধতার এক বিগ্রহ রুপের কল্পনা ছিল না । দেশ বলতে তিনি বিশেষভাবে দেশের মানুষই বুঝিয়েছেন । অবশ্য দেশের প্রকৃতি , দেশের নদী - নালা ,পাহার - পর্বত , আকাশ - মাটি - সাগর - অরণ্য তার সাহিত্যে অনেক স্থান জুড়ে রয়েছে বটে , কিন্তু সে প্রধানত দেশের মানুষের প্রয়োজনেই মাত্র স্থান লাভ করেছে । তার দেশপ্রেম দেশের একটা বিগ্রহ রুষ্ট বন্দনা গান নয় ।দেশের মানুষের সুখ - দুঃখ , আনন্দ - বেদনার রুপায়নেই তার দেশপ্রেম অভিব্যক্ত । '' ( নজরুল সাহিত্যে দেশপ্রেম , আবুল কালাম শামসুদ্দিন , দৃষ্টিকোণ , পৃষ্ঠা - ৮১ - ৮২ । )
অবশ্য নজরুলের কিছু - কবিতা গানে দেশকে মাতৃরুপে কল্পনার প্রকাশ ও আছে , তবে তা অতি সীমাবদ্ধ ক্ষেত্রে ।



আমাদের অন্তর্নিহিত সুগভীর পাললিক সংস্কৃতির মাদকরসের সবটাই নজরুলে পরিস্ফুট । দেশের মানুষকে ভালবেসে নজরুল দেশপ্রেমী হয়ে বিশ্বপ্রেমী হয়েছেন , নিজের ভেতর অনুভব করেছেন সমগ্র মানবজাতির
আত্মমর্মকথা । মানবজাতির কল্যাণে কবি সবসময় হানাহানিমুক্ত সম্প্রীতিময় পৃথিবীর কামনা করেছেন , যেখানে থাকবেনা -

নাই - ক এখানে কালা - ধলার আলাদা গির্জা - ঘর
এই যে স্বর্গ , এই যে বেহেশত এখানে বিভেদ নাই
যত হাতাহাতি হাত রেখে মিলিয়াছে ভাই ভাই ।


আমাদের সংস্কৃতির বিভিন্নতা , বৈচিত্রতা ও আপাত বিভেদতার মাঝে মানবতাবাদের যে ধমনিপ্রবাহ বিদ্যমান কেবলমাত্র নজরুল ই তা পরিপূর্ণ ভাবে উপলব্ধি করতে পেরেছেন ।নজরুলের ব্যক্তিজীবন ও সে রক্তপ্রবাহের জারকরসে পরিপুষ্ট ।নজরুলকে তাই শুধু শিক্ষিত সমাজে আবদ্ধ থাকতে দেখা যায়নি । চটকলের বাঙালি কুলিদের আমন্ত্রণে নজরুলকে তাদের মাঝে কবিতা পড়তে দেখা যায় । নজরুল কে পাওয়া যায় কৃষকের মাঝে বক্তৃতা দিতে ।নজরুল ইসলাম তার সমগ্রতার কারণেই বাঙ্গালীর মহান
সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক । শুধুমাত্র বিদ্রোহী শিরোপায় তাকে নামাঙ্কিত করা , পুরো বাঙালী জাতির গৌরবময় সাংস্কৃতিক সূর্যছবিকে আড়াল করার প্রচেষ্টার নামান্তর । আর তাতে ক্ষতি আমাদেরই ।
আমাদের আত্মপরিচয় সন্ধানে , আমদের সংস্কৃতির মূলমর্ম উদঘাটনে নজরুলের কাছে আমাদের ফিরতেই হবে ।

জয় হোক নজরুলের , জয় হোক বাঙ্গালীর ।




মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন:
জয় হোক নজরুলের চেতনার , জয় হোক বাঙ্গালীর ।

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: জয় হোক নজরুলের চেতনার , জয় হোক বাঙ্গালীর
ধন্যবাদ অভি ভাই ।
ভাল থাকবেন ।

২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

বাঘ মামা বলেছেন: কবি নিয়ে কথন ভালো লাগলো



ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০২

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বাঘ মামা ভাই :)
ভাল থাকবেন ।

৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট। ভালো লাগল। দ্রোহের কবিকে নিয়ে লিখেছেন দেখে ভালো লাগল। আশা করি সামনে এমন পোষ্ট আরো পাব।

যে বানানটির ব্যাপারে জানতে চেয়েছেন তার সঠিক বানান খুব সম্ভবত পিতৃপুরুষ। অনেক শুভেচ্ছা রইল।

আর আরজুপুনি আপুর প্রতি আমারও অনেক শ্রদ্ধা হইল।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ গুরু ।
বানান ঠিক করে দিয়েছি ।

আপনি আর আরজুপনি আপুর কথা আর কি বলব ।
আপনাদের মানসিকতাকে শুধু হৃদয় দিয়ে শ্রদ্ধা জানাতে হয় ।
কবি নজরুল নিয়ে আরো লিখার ইচ্ছে আছে ।


আপুর প্রতি আবারো শ্রদ্ধা জানাচ্ছি ।
আপনার প্রতিও ।
আমার ব্লগীয় জীবনের প্রদীপ আপনিই নতুন করে জালিয়েছেন ।
ভাল থাকবেন কাল্পনিক ভালবাসা ভাই :)

নিকনাম টা আপনার মতই রোমান্টিক :)

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর পোস্ট!!!


প্লাস অবশ্যই +++++++++++


:) :) :)

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ ও ধন্যবাদ ইরফান ভাই :)
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল আপনার প্রতি ।

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫

~মাইনাচ~ বলেছেন: সুন্দর পোষ্ট

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাইনাচ ভাই :)
ভালো থাকবেন :)

৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার একটা পোষ্ট। লাইকড ইট!

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :)
ভাল থাকবেন । আপনার প্রতি শুভকামনা রইল ।

৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২০

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর লিখা, চমৎকার সব ছবি সংযোজন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: খাইছে ! প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২২

খেয়া ঘাট বলেছেন: আমাদের অন্তর্নিহিত সুগভীর পাললিক সংস্কৃতির মাদকরসের সবটাই নজরুলে পরিস্ফুট । দেশের মানুষকে ভালবেসে নজরুল দেশপ্রেমী হয়ে বিশ্বপ্রেমী হয়েছেন , নিজের ভেতর অনুভব করেছেন সমগ্র মানবজাতির
আত্মমর্মকথা । মানবজাতির কল্যাণে কবি সবসময় হানাহানিমুক্ত সম্প্রীতিময় পৃথিবীর কামনা করেছেন , যেখানে থাকবেনা -

নাই - ক এখানে কালা - ধলার আলাদা গির্জা - ঘর
এই যে স্বর্গ , এই যে বেহেশত এখানে বিভেদ নাই
যত হাতাহাতি হাত রেখে মিলিয়াছে ভাই ভাই ।

কী সুন্দর কথা।
মানবতার জয় হোক। সত্যের জয় হোক।






২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৯

মাহমুদ০০৭ বলেছেন: মানবতার জয় হোক। সত্যের জয় হোক।

অনেক অনেক ধন্যবাদ খেয়াঘাট ভাই ।
ভাল থাকবেন ।

৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৩৪

আর.হক বলেছেন: নজরুল মানেই চেতনা, নজরুল মানেই প্রেরণা।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: নজরুল মানেই চেতনা, নজরুল মানেই প্রেরণা।
নজরুলের জয় হোক ।
ভাল থাকবেন হক ভাই :)

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩৩

দুরন্ত-পথিক বলেছেন: আমার প্রিয় লেখক যে মানবতার গান গেয়েছেন সবসময় আর তরুন দের জন্য দিয়েছেন প্রেরণা।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: নজরুল বাঙ্গালীর প্রেরণার উৎস ।

১১| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি নজরুল ছিলেন মানবতা বাদী কবি ।বিশ্বমানবতার অগ্রদূত।তার কবি সত্তার চেয়ে মানবতা সত্ত্বা কিন্তু কম নয়।সুন্দর পোস্ট ভাল লাগলো ।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
ভাল থাকবেন ।

১২| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:০৮

ডি মুন বলেছেন: পোস্ট পড়ে মন ভরলনা বলে দুঃখিত :(

কেমন যেন কেবল শুরু হতে হতেই শেষ হয়ে গেল
আশাকরি পরবর্তীতে আরো অনেক তথ্যবহুল হবে ,

তবে ছবিগুলো খুব ভালো লেগেছে ধন্যবাদ ।

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪

মাহমুদ০০৭ বলেছেন: কি আর করা ভাই :)
হ্যা পোস্ট বড় করা যেত । ইচ্ছে করে কলেবর বাড়াইনি ।
শুধুমাত্র মূল বিষয়টিতে আলোকপাত করা আমার উদ্দেশ্য ছিল ।
ধন্যবাদ ভাই আপনাকে ।
ভাল থাকবেন ।

১৩| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

বিদ্রোহী কবিকে নিয়ে লেখাতে আপনাকে প্লাস +++++++ ও পোস্টে প্লাস থাকছেই।

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা কান্ডারী ভাই । :)

ভাল থাকবেন ।

১৪| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: পোস্টের শিরোনাম বিদ্রোহের আড়ালে ঢাকা মানবতাবাদী সূর্য আমার খুবই ভাল লেগেছে। আমার কাছে মনে হয় কাজী নজরুল ইসলামকে "বিদ্রোহী কবি" তকমা লাগিয়ে দিয়ে তার প্রতিভাকে অনেক ছোট করে দেওয়া হয়। উনি প্রেম, আধ্যাত্মিক চিন্তাভাবনা, মানবজীবন, প্রকৃতি, দেশ, সমাজ, ধর্ম সহ আরও নানান বিষয়ে অসংখ্য অসাধারন গান, কবিতা ইত্যাদি লিখে গেছেন।

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই ।
বিদ্রোহী তকমা লাগিয়ে দিয়ে আমরা নজরুলের আসল রূপটাকেইআড়াল
করে ফেলছি ।
ভাল থাকবেন ।

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা লেখা। আমরা শুধুমাত্র নজরুলের বিদ্রোহী স্বত্তাটা দেখি। কিন্তু তাকে যে দুখুমিয়া বলা হত এটা ভুলে যাই। ভুলে যাই কবির কোমল এবং সংবেদনশীল মনের কথা। রাজীব হাসানের একটা স্ট্যাটাস এখানে উল্লেখ্য,

"যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!"

আজ আপনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে সব আগুনমুখী সব কবিতা পোস্ট হচ্ছে। হবে না? আপনি যে 'বিদ্রোহী কবি'।
ভেবে কষ্ট লাগে, সবাই আপনার দ্রোহটাই দেখল, সেই খ্যাপাটে, ষাঁড়ের মতো শিং উঁচিয়ে তেড়ে আসার ভঙ্গিটাই দেখল। কিন্তু এর আড়ালে শিশিরভেজা আর্দ্র, কার্পাস তুলোর মতো নরম হৃদয়টা দেখল না! অথচ আপনিই বলেছেন, 'আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাত টাকে আচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনদিনই নেই।'

আমার কাছে আপনি মোটেও বিদ্রোহী কবি নন। শোকে-দুঃখে যাপিত জীবনের এক ব্যথিত কবি। পুত্রের মৃত্যুশিয়রে বসেও যার কলম চলে অবিরাম। পুত্রের মৃত্যুর পর যার হুঁশ ফেরে। তিনি লেখেন, "তোমার মৃত্যুশিয়রে বসে 'বুলবুল-ই-শিরাজ' হাফিজের রুবাইয়াতের অনুবাদ আরম্ভ করি। যেদিন অনুবাদ শেষ করে উঠলাম, সেদিন তুমি আমার কাননের বুলবুলি উড়ে গেছ।"
আমার মনের পর্দায় অসহায় এক পিতার ছবি ভেসে ওঠে, যার দু চোখপ্লাবি অশ্রুর বান।

আপনিই লিখেছেন, ‌'আমি নেতা হতে আসিনি, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব ও অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।'

আপনি তাই আমার কাছে শুধুই দুখু মিয়া, দুখু মিয়া!

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: হামা ভাই , আপনার দীর্ঘ কমেন্ট পোস্টকে সমৃদ্ধ করল ।
নানা বীক্ষণে , সামগ্রিকভাবেই কবি নজরুলকে আমাদের মূল্যায়ন করতে হবে । আমরা শুধু উনার এক দিক দেখব কেন ?

দুখু মিয়া সারাজীবন দুখুমিয়াই রইলেন ।
তাই হয়ত আমাদের মূল্যায়নেও উনি দুখু থেকে যাচ্ছেন ।

ধন্যবাদ হামা ভাই ।
ভাল থাকবেন ।
অনেক ভাল লাগছে হামা ভাই দীর্ঘ ও মূল্যবান একটা মন্তব্য করায় ।

১৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩২

সপ্নাতুর আহসান বলেছেন: জয় হোক নজরুলের , জয় হোক বাঙ্গালীর
কবির প্রতি শ্রদ্ধা।

১৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০০

মাহমুদ০০৭ বলেছেন: কবির প্রতি শ্রদ্ধা। - আমারও ।
ধন্যবাদ আহসান ভাই ।
ভালো থাকবেন ।

১৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:

নজরুলকে নিয়ে লেখা পোস্ট দেখেই পড়ে শেয়ার নিতে এসেছিলাম।
কিন্তু নিজের নাম দেখে আর ততক্ষণাৎ মন্তব্য করতে অস্বস্তি হচ্ছিল।

আমাকে এভাবে আন্তরিকতা দেখানোর জন্যে আমি সত্যিই কৃতজ্ঞ।

আশা করি সামনেও প্রিয় নজরুলকে নিয়ে আপনার লেখা চলবে।
ভালো থঅকুন মাহমুদ।।

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২

মাহমুদ০০৭ বলেছেন: অস্বস্তির কি আছে আপু ! আপনারা উৎসাহ দিচ্ছেন বলেই ত লিখতে
সাহস পাচ্ছি , ভালো লাগছে ।
ইনশাল্লাহ নজরুল কে আরো লিখব ।
ভাল থাকবেন আপু ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

১৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫৫

বোকামন বলেছেন:






দারুণ ! চমৎকার একটি পোস্ট
কৃতজ্ঞতা জানাচ্ছি


শোষিত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত দারিদ্র্যক্লিষ্ট মানুষের জয়গান গেয়েছেন নজরুল।
মেহনতি মানুষের শ্রমে-ঘামে নজরুল আছেন।
সাম্যের কবি থাকবেন মানবতার শোষণ ও নিপীড়নকারীদের বিরুদ্ধে প্রতিটি সংগ্রামে।
নজরুলের ব্যাপকতা বিদ্রোহের মধ্যে থাকলেও তিনিই লিখেছেন-

“যুগে যুগে এ পাষাণে বাসিয়াছো ভালো,
আপনারে দাহ করি’ মোর বুকে জ্বালায়েছ আলো
বারে বারে করিয়াছো তব পূজা-ঋণী
চিনি প্রিয়া চিনি তোমা’ জন্মে জন্মে চিনি চিনি চিনি”


বিদ্রোহী প্রেমিকের প্রেমে অপূর্ণতা নেই, থাকেনা।


নজরুলকে আমাদের চেনা এখনো রয়েছে অনেক বাকি, তাই আমাদের অনেক অনেক বেশী নজরুল চর্চা করা উচিত।

খুব খুব ভালো থাকুন। এমনই পোস্টে নজরুল ফিরে আসুক বার বার।
ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: প্রথমবারের মত আমার ব্লগে কমেন্ট করলেন ।
স্বাগতম আপনাকে বোকামন ভাই :)


নজরুলকে আমাদের চেনা এখনো রয়েছে অনেক বাকি , - হ্যা , বোকামন
ভাই , আর চিনতে হবে আমাদের তাগিদেই ।

ভাল থাকবেন ভাই :)
আপনার প্রতি শুভকামনা রইল ।

২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন পোস্ট।
পরীক্ষা ভেজালে দেখা হয়নি আগে।
দারুন।

নজরুলের গান গুলো কাল পেরিয়েও কত আধুনিক।
আর কবিতা তো গায়ে কাঁপন ধরায়, ধরাবে প্রজন্ম থেকে প্রজন্মে।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি ভাই :) নজরুল বাঙ্গালীর জীবনে ওতপ্রোতভাবে মিশে
আছেন , থাকবেন ।
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

২১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৭

মাক্স বলেছেন: সুন্দর পোস্ট!

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ।
আরে ! আমার ব্লগে আপনার প্রথমবারের মত আগমনে অনেক খুশি হলাম । স্বাগতম আপনাকে ।
ব্লগে আপনার সগৌরব উপস্থিতি ভালই লাগে ।

ভাল থাকবেন ভাই :)

২২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০০

অদৃশ্য বলেছেন:



আপনার লিখাটি চমৎকার হয়েছে, খুবই ভালো লাগলো আমার...

তবে হাসান ভাই যা লিখলেন তা দারুন কথা... তিনি আমাদের দুখু মিয়া, তার দুখের প্রেম ভালোবাসা ও দুখ থেকেই দ্রোহ... তিনি আসলে কোমল মনের মানুষ ছিলেই বলেই ওভাবে লিখতে পেরেছিলেম, অন্যের কষ্ট, অন্যায়, অত্যাচার এসব তাকে দারুনভাবে নাড়া দিতো, সহ্য করতে পারতেন না বলেই তিনি ওভাবে লিখতে পেরেছিলেন...

তাই দুখু মিয়ার প্রতি ভালোবাসাটা সমসময়ের জন্য অটুট থাকুক... আমরাও দুখু মিয়ার মতো অনুভব করতে শিখি... তা নরম কোমল প্রেমময় ভালোলাসাময় বা দ্রোহময় যাই হোক না কেন...


লিখতে থাকুন
শুভকামনা...

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য ভাই :)
আপনার মন্তব্যে অনেক অনুপ্রেরণা পেলাম ।
ধন্যবাদ পাশে থাকার জন্য ।
আপনার প্রতিও শুভকামনা রইল ।
ভাল থাকবেন ।

২৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল পোস্ট।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রফেসর :)
এতদিন কোথায় ছিলেন ?

২৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া , প্রিয় কবিকে নিয়ে অনেক সুন্দর পোস্ট ।

ছোট বেলা যখন টু কিংবা থ্রি তে পড়ি তখন বাবা কিনে দিয়ে ছিল ছোটদের নজরুল । সেখান থেকে বাবা আমাদের পড়ে শোনাত কবিতা ,আবার আমরা বাবাকে পড়ে শোনাতাম । তার অসাধারণ সব কবিতা তখন থেকেই পড়া ।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই । সেই ছোটবেলা হতে নজরুল , বড়বেলাও নজরুল ।
নজরুল আমাদের জীবনের সাথেই জড়িত থাকবে ।
আছে ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু । :)
ভাল থাকবেন ।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

গোর্কি বলেছেন:
-কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।
-সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ জানুন।

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও গোর্কি ভাই ।
ভাল থাকবেন । শুভকামনা নিরন্তর । :)

২৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট আগে দেখি নাই ...
আপনার মাইনুল ভাইকে দেয়া লিঙ্ক ধরে এলাম ।।

পোস্ট এ ভাললাগা এবং +++++++

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা , আপনাকে আমার ব্লগবাড়িতে দেখে ভাল লাগল ।

ভাল থাকবেন । শুভকামনা ।

২৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “তিনি বিদ্রোহী অবশ্যই, তিনি মহাবিদ্রোহের রণতুর্যবাদক। হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে ন্যায্য ও পবিত্র ক্রোধের পিতৃপুরুষ তিনিই।”

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাইনুল ভাই :)
ভাল থাকবেন ।
আমার ব্লগ বাড়িতে আপনার উপস্থিতি আমাকে আনন্দিত করল ।
শুভকামনা রইল ।

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ পোস্ট ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । ভাই দেখি বেছে বেছে একদম পুরনো পোষ্টে চলে আসলেন ।
খুব ভাল লাগল ভাই ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল আপনার জন্য :)

২৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

খায়রুল আহসান বলেছেন: হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে ন্যায্য ও পবিত্র ক্রোধের পিতৃপুরুষ তিনিই -- অসাধারণ একটি পর্যবেক্ষণ!
শুধুমাত্র বিদ্রোহী শিরোপায় তাকে নামাঙ্কিত করা , পুরো বাঙালী জাতির গৌরবময় সাংস্কৃতিক সূর্যছবিকে আড়াল করার প্রচেষ্টার নামান্তর -- একদম ঠিক কথা। এমন একটা সূক্ষ্ম পর্যবেক্ষণকে পাঠকের সামনে তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)
সিরিয়ালি আগাচ্ছেন বোঝা যাচ্ছে ।
কাজী নজরুল কে নিয়ে আরো অনেক কাজ বাকি আছে ।
শুভেচ্ছা রইল /।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.