নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গল্প - সাকিন

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯


উৎসর্গ - কথা দিয়েছিলাম পরবর্তী গল্পটি তাকে উৎসর্গ করব । উনিও বলেছিলেন উৎসর্গ না করলে খেলুম না!! আমি খেলার ব্যবস্থা রাখলাম । তবে মূল কারণ কিন্তু এটা নয় ।
গল্পের প্রতি তার অসামান্য ভালবাসা , নিবেদিত মনোভাব আমাকে খুব , খুব মুগ্ধ করেছে । এমন করে পরিশ্রম করে কজনে ! আমি অনেক আনন্দ অনুভব করছি তাকে উৎসর্গ করতে পেরে । একদিন তার লিখা জয় করুক
পুরো বাংলাদেশ , পুরো বিশ্ব এই কামনা রেখেই উৎসর্গপাঠ - গল্পপ্রেমিক লেজকাটা বান্দর ওরফে সালেহ তিয়াস ।



রাজার শোভা মুকুটে , এলাকার শোভা নাকি পাগলে । আচ্ছা , কোন এলাকায় কোন পাগল কখন আসে , কিভাবে আসে -কখন যায় তা কি কেউ বলতে পারে ? সমাজের কেউ ত কাউকে দায়িত্ব দিয়ে রাখেনি যে এর হিসেব রাখবে !
আমাদের পাড়ার হোসেন পাগলা মারা গেল - সপ্তাও হয়নি এর মধ্যে পাগল আমদানি - কোথা হতে জুটল - এক পাগলি , যুবতী ! বয়স কত হবে ২৫- ২৬ ? কি অদ্ভুত ! আসল আর না জেনেই হোসেন মিয়ার জায়গা নিয়ে নিল ! ( নাকি জানে ?)
স্কুল মাঠের কোনায় সেই জায়গাটায় তাকে প্রথম দেখলাম যেখানে হোসেন মিয়াও প্রায় বসে থাকত । ( হোসেন মিয়ার জায়গা সে চিনল কিভাবে ! )

বসে বসে সে ভেঙচি কাটছে , বাতাসে খামচি মারছে আর স্কুলের কিছু দুষ্টু ছেলে পুলে দূর থেকে তাকে বালু ছিটাচ্ছে ।
আমি দাঁড়িয়ে দাড়িয়ে দেখছিলাম ।
' দেখছেন কেমন বাইন মাছের মত ফিগার ! যদি এইটা পাগলি না হইত তাইলে ত ...............
না তাকিয়েই আনাস ভাইয়ের গলা বুঝতে পারলাম । উনি উনার ছেলেকে স্কুল হতে নিতে এসেছেন । ডিশ সংযোগ এর ব্যবসা করেন।এর বাইরেও উনার আরেকটা পরিচয় পাড়ার সবাই জানে ।
মেয়েদের ফিগার বিষয়ে উনি পিএইচডি । চোখের রাডারে ধরা সব মেয়েকেই উনি খুটিয়ে দেখেন ।
আনাস ভাইয়ের কথা শুনে আবার মেয়েটির দিকে তাকালাম ।
ঠিকই , মাথা ঠিক থাকলে এর পিছনে কত ছেলে ঘুরত তার হিসেব থাকত না ।
এই পাগলি কোথা হতে আসল ? - আনাস ভাইকে জিজ্ঞেস করলাম ।

হাহাহা , আমি কি জানি ! তোমার কি ধারণা পাগলি এটা আমাকে বলেছে ! গতকাল থেকেই দেখছি ওকে এখানে । - আনাস ভাই বললেন ।

আসলেই । পাগলদের কোন ঠিকানা থাকে না । ঠিকানা থাকলেও না । পৃথিবী ও মহাশুন্যের সবকিছু যেমন কোন লক্ষ্য , কোন ঠিকানা ছাড়াই ঘুরছে , খালি ঘুরছে ,ওরা ঘুরছে বলেই আমরা স্থির আছি , আমাদের লক্ষ্য আছে ,আমাদের ভালবাসা , আমাদের হিংসা - বিদ্বেষ - ক্রোধ , আমাদের সবকিছুর লক্ষ্য আছে , ওই পাগল ! সে ত হতচ্ছাড়া পৃথিবীর মতই । তার কিছু নেই , সেও কারো নয় । জীবন আছে বলেই যেমন বুঝতে পারি আমরা মাটিতে আছি , আমরা পৃথিবীতে আছি , তেমনি পাগল দেখলেই আমরা আশ্বস্ত হই আমরা ভাল আছি , আমরা সুস্থ আছি । আমরা ওদের মত নই । ওরা ঠিকানাবিহীন , আর আমাদের , সুস্থ মানুষের ঠিকানা আছে , আমাদের অস্তিত্ব আছে ।



এরপর হতে , পাড়ার এখানে - ওখানে , পাগলিকে দেখি । কখনো আনমনে কখনো উচ্চস্বরে গান গায় , গালি দেয় , হাসে -কাঁদে , হাপায় - ঘুমায় । কখনো ওকে কটকটি , কখনো চটপটি চেটে - পুটে খেতে দেখি ।
গ্রীষ্ম - বর্ষা , শরত - শীতে , যে সময়ের যে ফল - কিছু না কিছু ওর হাতে দেখি । ভাত - বিরানি তাও দেখি । আল্লাহ কাউকে না খাইয়ে রাখেন না , এ অদ্ভুত মিরাকেলে কথাটা কেবল পাগলিকে দেখেই বিশ্বাস হয় । স্কুলের ছোট ছোট বাচ্চারা আর তাদের মায়েরাও কিছু না কিছু খেতে দেবে । সব পাগলের মত তার ও কোন কোন সময় ' মাথায় গরম ' উঠে , তখন রাস্তা ধরে ভোঁ - দৌড় ! রাস্তার ধারের দোকানিগুলোর চোখ হয় দেখার মত , ভয়ে কারো চোখ বন্ধ , কারো গোল! এই বুঝি পাগলি হামলে পড়ে দোকানের উপর !
একদিন আপাও বলে বসল , তুই পাগলিকে আম কিনে দিস ত !
আমি বললাম , কেন ?
'' আরে পাগলদের দেখলে আল্লাহ ও খুশি হয় ।
হাহাহা , আল্লাহ কাউকে পাগল বানিয়ে খুশি হয় , আবার তাকে দেখলে তাও খুশি হয় ।
আপা ত বলেই খালাস , পাগলদের কিছু দেয়া কি এত সোজা ! যদি কিছু করে বসে ! তারপরও সাহস করে ৩ টা আম কিনে ,মাঝ বরাবর কেটে পাগলির সামনে গেলাম । সেই প্রথম এবং সেই শেষ পাগলির সামনে যাওয়া ।
সেই প্রথম এবং সেই শেষ পাগলির মুখের নকশার দিকে প্রখরভাবে চেয়ে থাকা ।
এলোমেলো , রুক্ষ চুল ও চেহারার ময়লা আবরণের পর্দা সরিয়ে পাগলির মুখের অদ্ভুত অপরূপ যে সৌন্দর্য আমি দেখতে পেলাম তা ভাষায় বর্ণনা করতে পারব না ।
চোখটায় জড়ো হয়ে আছে পৃথিবীর সব মায়া । আমার কেবল একটা কথাই মনে হল , এমন সুন্দর মেয়ে পাগল কেন ! বিধাতার খেয়াল যখন পাগল বানানো তখন কেন মুখের মাঝে রুপের ছটা মেরে দেয়া ? কার জন্য ? কেন পৃথিবীর একঝাক পশুর ভিড়ে রুপের নহর বইয়ে দিয়ে বিপদের সম্ভাবনা চুড়ান্তরুপে বাড়িয়ে দেয়া ? আচ্ছা রাতে ও কোথায় ঘুমায় ? ও কি গোসল করে ? করলে কে করিয়ে দেয় ? ওর শাড়িটা মাঝে মাঝে কে পালটিয়ে দেয় ? জানি না ত !


হঠাৎ সম্বিত ফিরে পেয়ে পাগলিকে বললাম -
- নে আম খা ।
বলামাত্রই কেমন সাবলীলভাবে সব আম আমার কাছ হতে নিয়ে নিল ! ওর পাওনা আম আর কি ! মুড ভাল থাকায় দাঁত বের করে একটা নিস্পাপ সুন্দর হাসি সে আমার দিকে ছুড়ে দিল । খা , খা! - বলে আমি ও একটু হাসলাম ।
এক অদ্ভুত ভাললাগায় আমার মন আচ্ছন্ন হল ।

এভাবেই যাচ্ছিল ক্যালান্ডারের দিন । একদিন পাগলির পেটটা ভয়াবহ উঁচু দেখতে পেলাম । স্পষ্ট বোঝা যাচ্ছে , পেটে বাচ্চা । কে করেছে এমন কাজ ? পুরুষ নামের কোন পশু ? পশুর সাথে কেন তুলনা দিব ?
এমন লোকের চাইতে পশু কি মহৎ ও পবিত্র নয় ?
- দেখছেন , এমন কাজ ও কেউ করতে পারে ! -
আনাস ভাইয়ের চোখটা ভেজা ।

তারপর বুকফাটা প্রখর রোদেলাময় এক দিনে পাগলির কোলে এক ছোট বাচ্চা দেখতে পেলাম । কৌতূহলী অনেকেই বাচ্চাকে দেখার জন্য চেষ্টা করছে। আর তাতে ভয় পেয়ে পাগলি সবার দিকে তাকিয়ে হিস হিস করে
উঠছে , যা ! যা! বলছ্বে , বাচ্চাটাকে হাত দিয়ে চেপে বুকের কাছে ঠেসে ধরছে । বাচ্চাটা কিছুক্ষন পর পর কাদছেও , আমিও সবার মত একপলক বাচ্চাকে দেখে নিলাম । মুখটায় মায়ের আদল , চোখটাও পাগলির মত মায়াময় , মায়াময় জারজ সন্তান ! এতটূকু বাছার কি বুদ্ধি! জারজ বলে বাবার আদল তাই লুকিয়ে ফেলল ! জারজ বাবাকে বাঁচাবার বুদ্ধি শুরুতেই বের করে ফেলল !
মনে একটা প্রশ্ন আসল , আচ্ছা পাগলির ডেলিভারি করাল কে ? জানি না ত !

দুই দিন পর ।

স্কুলের মাঠ টায় জটলা দেখতে পেলাম । কি হল ?

পাগলি তার বাচ্চাকে নিয়ে বসে আছে হোসেন মিয়ার বসার জায়গাটায় ।তাকে ঘিরে আছে একঝাক সুস্থ মানুষ । কিছু মহিলা পাগলির দিকে এগুনোর চেষ্টা করলেই পাগলি বাঘের মত হিংস্র গর্জন ছাড়ছে ।
চোখজোড়া ইটখোলার মত জ্বলছে । আর কোলের বাচ্চাটাকে সযত্নে , মমতায় চেপে ধরে আছে । আজ পাগলিকে মনে হচ্ছে অন্য পৃথিবীর , অন্য কেউ । সে আজ আমাদের নয় ।
ব্যাপারটা কি বুঝতে পারলাম না । পাশের লোককে জিজ্ঞেস করলাম ।
- কি হয়েছে ?
তিনি নিরুত্তর ।
এক মহিলা বলে উঠল , বাচ্চাটা মইরা গেছে ।
ফের বাচ্চাটার দিকে তাকালাম । তাই ত ! বাচ্চাটার মুখের কাছে কয়েকটা মাছি ঘুরঘুর করছে । রুক্ষ চরের মত হয়ে আছে বাচ্চাটার মুখ , এ মুখের কাছে মাছি কি চায় ? কচি ফুলের মত মুখটা কি জারজ বলে পৃথিবীর কাছে হেরে গেল ! কচি মুখটা ঘুমিয়ে ঘুমিয়ে অল্প কিছু চিৎকার করে বিবেকহীন আদালতে নালিশ দিয়ে রায় না নিয়েই চলে গেল ! নাকি জারজের আজন্ম পাপ কড়ায় - ক্রান্তিতে শোধ করে গেল ?

ভালই হল । যে পাগল নয় , যার ঠিকানা ও নেই , তাকে মরতে হয় ।

- পাগল ত , বাচ্চাকে কেমনে দুধ খাওয়াতে হয় জানত না । আহারে ! খুব খারাপ লাগতাছে ! - আরেক মহিলা বলে উঠল ।
পাগলির ভেজা ব্লাউজ দুধের গন্ধ বিলাচ্ছে ।

হায়রে দুধ ! কাজেই যদি না লাগল তবে কেন এই অপ্রয়োজনীয় তরলে স্তন ভরতি হওয়া !
নগ্ন , নির্মম কিছু লেপ্টে গেছে পাগলীর দিকে চেয়ে থাকা অজস্র চোখে । ঝলসানো রোদমাখা তীর প্রখর নিষ্ঠুরতায় বিদ্ধ করে দিচ্ছে চারপাশ ।

এইটারে ত কবর দিতে হইব ! - এক মহিলা বলে উঠল ।

হ্যা , কবর দিতে হবে । এটাকে এটার ঠিকানায় পৌঁছে দিতে হবে ।

স্কুলের ছাঁদে বসে আছে অজস্র কাক , বিরক্তিকর কর্কশ একগেয়ে গলায় ওরা ডেকে যাচ্ছে ।

বিশ্রী , বড্ড বিশ্রী এ আওয়াজ ।









মন্তব্য ১০৫ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এখন ঘুম দেয়ার চিন্তা করছি , ঘুম থেকে উঠেই পড়বো ! অগ্রিম ১ম ভালোলাগা !

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , ঠিক আছে অভি ভাই :)

অপেক্ষায় রইলাম । পড়ে জানাবেন কেমন হল ।

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: পুরো গল্পটা পড়লাম ।অসম্ভব ভালো লেগেছে। পাগলটার জন্য মায়া লেগেছে খুব। যে বিয়ে করতে চায়না সে ও কিন্তু পাগল ই মনে হয় আমার কাছে ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)
ভাল লাগল আপনার মন্তব্য ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার লিখসেন।
পোস্টে অ্যাডেড ছবিটা খুব সুন্দর, কিন্তু গল্পের সাথে মিললো না- আমার মনে হল আর কি।
শুভকামনা ||

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: হা , এমন মনে হয় । তবে আমি মিনিং বের করে নিয়েছি আমার মত করে ।
এই আর কি :)

ধন্যবাদ ইমরাজ ভাই :)
ভাল থাকবেন ।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

কুহক' বলেছেন: ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কুহক ভাই :)

প্রথমবারের মত আপনার আগমনে অনেক শুভাশিস রইল আপনার প্রতি ।

৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্প কথকের আনমনা একটা ভঙ্গি শুরু থেকেই লক্ষ্য করা গেল। 'আচ্ছা রাতে ও কোথায় ঘুমায় ? ও কি গোসল করে ? করলে কে করিয়ে দেয় ? ওর শাড়িটা মাঝে মাঝে কে পালটিয়ে দেয় ? জানি না ত !' কিংবা 'জারজ বলে বাবার আদল তাই লুকিয়ে ফেলল ! জারজ বাবাকে বাঁচাবার বুদ্ধি শুরুতেই বের করে ফেলল ! মনে একটা প্রশ্ন আসল, আচ্ছা পাগলির ডেলিভারি করাল কে ? জানি না ত !'।

এবং এই আনমনা ভঙ্গী শেষটাতে পাঠককেও আনমনা করে দেয়। গল্পটা খুব আপন সুরে বলা, কেন্দ্রবিন্দু কথক ও পাগলি। ছুঁয়ে গেল পুরোটাই।

ভাল হয়েছে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনার মন্তব্য আমার কাছে সবসময় প্রত্যাশিত শঙ্কু ভাই ।

আপনি সবসময় কোন না কোন দিক দেখিয়ে দেন ,
লিখার সময় যা আমাকে আরো ভাল , সচেতন ও মনোযোগী হতে
সহায়তা করে ।

শুভকামনা রইল আপনার প্রতি ।


ভাল থাকবেন প্রফেসর ।

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: পুরো গল্পটা পড়লাম ।অসম্ভব ভালো লেগেছে। পাগলটার জন্য মায়া লেগেছে খুব। যে বিয়ে করতে চায়না সে ও কিন্তু পাগল ই মনে হয় আমার কাছে ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)
ভাল থাকবেন ।

৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ছবি গল্প দুটোই দারুন।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অদ্ভুত সুন্দর করে লেখেন আপনি!
ব্লগে আপনার নিক নতুন হলেও লেখালেখিতে যে নতুন না সেটা বোঝাই যায়।
আর প্রোফেসর শঙ্কুর সাথে সম্পূর্ণ একমত।
ভালো থাকবেন শুভকামনা :)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

মাহমুদ০০৭ বলেছেন: নারে ভাই , নতুনই , ম্যাজিক গল্পে আপনাদের সাড়া না পেলে হয়ত
এসব ছাইপাঁশ লিখার সাহস পেতাম না ।
আপনারা পাশে আছেন বলেই লিখতে কিছুটা সাহস পাচ্ছি ।
ভাল থাকবেন ভাই , শুভকামনা । :)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: নারে ভাই , নতুনই , ম্যাজিক গল্পে আপনাদের সাড়া না পেলে হয়ত
এসব ছাইপাঁশ লিখার সাহস পেতাম না ।
আপনারা পাশে আছেন বলেই লিখতে কিছুটা সাহস পাচ্ছি ।
ভাল থাকবেন ভাই , শুভকামনা । :)

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কেন যেন গল্পের কাহিনী খুব পরিচিত মনে হল। একটু পড়ছিলাম আর মনে হচ্ছিল সামনে কি হবে জানি! লেখাটা কি অনেক আগের মাহমুদ ভাই? কোন ম্যাগাজিনে লিখে পাঠিয়েছিলেন?

কি জানি! আমার ভুলও হতে পারে। গল্পে প্লাস প্রাপ্য আপনার।
+++++++++

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: না ভাই , কোথাও পাঠাইনাই ।

:)
প্লাসের জন্য ধন্যবাদ প্রিয় নাজিম ভাই :)
ভাল থাকবেন ।

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭

লেজকাটা বান্দর বলেছেন: ভাই এইটা আপনি কি করলেন! আমি তো ফান কচ্চি!!!

রিয়েল কাহিনী নিয়ে লেখা নাকি??? পাগলির বর্ণনা পড়ে মনে হল নিজের চোখের সামনে সবকিছু দেখছি। চমৎকার কিছু ভাষার কাজ দেখিয়েছেন গল্পের মাঝে মাঝে। অনেক ভালো লাগলো।

আচ্ছা নেক্সট গল্প দেখি আপনাকেই উৎসর্গ করতে হয়!!!

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: হা রিয়েল । আপনাকে উৎসর্গ করতে পেরে ভালই লাগছে ।

:)

ভাল লাগার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকবেন ।

১১| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৩

খেয়া ঘাট বলেছেন: রুক্ষ চরের মত হয়ে আছে বাচ্চাটার মুখ - দারুন , দারুন ,দারুন।
চমৎকার একটা লাইন।
গল্প পাঠে মুগ্ধ হলাম।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখতে পেয়ে অনেক খুশি হলাম প্রিয় খেয়াঘাট :)
প্লাসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকবেন ।

১২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

বোকামন বলেছেন:





“চোখজোড়া ইটখোলার মত জ্বলছে । আর কোলের বাচ্চাটাকে সযত্নে , মমতায় , প্রবলভাবে আকড়ে ধরে রাখছে । আজ পাগলিকে মনে হচ্ছে অন্য পৃথিবীর , অন্য কেউ । সে আজ আমাদের নয় ।”

এই লাইনগুলোর মাধ্যমে লেখকের লেখনী শক্তি অনুমেয় ......।
কী-বোর্ডে লেখার সময় কিছুক্ষনের জন্য কি হাত নিশ্চল হয়ে যায়নি ?

গল্পটি ভালো লাগলো লিখতে ইচ্ছে করছে না;বলতে ইচ্ছে করছে -

শুধুই কী গল্প !!!!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আমি শুধুমাত্র যদি আপনার এমন
কমেন্ট টা পেতাম , আর কারো কমেন্ট যদি না পেতাম তবুও আমার মন টা ভরে যেত । অনেক ভাল লাগল আপনার কমেন্ট । তৃপ্ত বোধ করলাম ।

লিখতে গিয়ে আমার নিজের মনই বিষণ্ণ হয়ে গেছে ।
এ ধরণের লিখার চেষ্টা তেমন আর করব না ।
শুধুই কী গল্প !!!! না! শুধুই গল্প না , বাস্তব ও । অনেক অনেক ভাল থাকুন প্রিয় বোকামন ভাই । আপনার প্রতি শুভকামনা রইল । ।

১৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: পড়লাম ভাইয়া, মুগ্ধ হয়ে পড়লাম। আপনার বর্ণনার একটা অদ্ভুত শৈলী আছে, সবকিছু জীবন্ত করে দেয়। ভালো লাগা রইল।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
ভাল থেক তুমি ।

১৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দশম ভালোলাগা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি ।
ভাল থাকুন ।

১৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

মামুন রশিদ বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প । অনেক মানবিক । পাগলীর বাচ্চাটার জন্য কষ্ট পেয়েছি ।



সুন্দর গল্পে ভালোলাগা ++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)
ভাল থাকবেন ।

১৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: গল্প ভালো লেগেছে।
পাগল বা মানসিক প্রতিবন্ধী যাই বলি না সবার নিজস্ব একটা জায়গা আছে , আছে গোপন বেদনার একটা জায়গা।
কিছু মানবিক দিকের খোঁজ পেলাম গল্পটায় , কথকের ভাবনাতে।

ভালোই তো , গল্প বা লেখালেখি উৎসর্গ করা হচ্ছে সহ ব্লগারদের মাঝে ! ভালো লাগলো এই আন্তরিকতা!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: অপর্ণা মম্ময় আপনাকে ধন্যবাদ ।
:)
আমার একটু মুগ্ধ হবার প্রবণতা একটু বেশি ।
উৎসর্গপাঠ আমার মুগ্ধতার প্রকাশ

১৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: পাগলীটা আমাদের খাদ্য, আমাদের বিবেক কাকেদের খাদ্য। ফুড চেইন ভাঙবেন না প্লিজ!

ভালো লাগলো গল্পটা।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: না , ফুড চেইন কেউ ভাঙবে না হাসান ভাই ।
এভাবেই ত চলছে , চলবে ।

ধন্যবাদ হাসান ভাই :)
শুভকামনা রইল আপনার প্রতি ।

১৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

হাসির মানুষ বলেছেন: নিজের কলমকে আয়নার সামনে ধরুন। সেখানে যা দেখতে পাবেন তা হল- আপনার কলম ধীরে ধীরে সাহিত্যিকের কলমে রুপান্তরিত হচ্ছে।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: অনেক বড় কমপ্লিমেন্ট করলেন রে ভাই ।
চেষ্টা করব ভাল কিছু করার ।
শুভকামনা রইল ।

১৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬

না পারভীন বলেছেন: এখানেই লেখকের লেখার সার্থকতা , পড়ার পর পাঠক গভীর বেদনায় ডুবে গেল ।


মনটা খারাপ হয়ে গেছে । ++

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা ।
ভাল থাকবেন ।

২০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

অদৃশ্য বলেছেন:





মাহমুদ ভাই

এমন ঘটনা নিয়ে আরো লিখা পড়েছি...সম্ভবত পাগলী পোয়াতি বিষয়টা নিয়ে মুভিও আছে বাংলায়... এমন ঘটনা সামাজিক অবক্ষয়ের চিহ্ন...

আপনার লিখাটি অত্যন্ত সুন্দর হয়েছে... আপনি যেভাবে বললেন, তা চমৎকার... প্রতিটি দৃশ্য সুন্দরভাবেই দাড়িয়ে গেলো...

আনাস ভাইয়ের চরিত্র একানে দারুন একটি ব্যপার... তার ইয়ার্কিরুপ ( খারাপ নয়) ও তার সরলরুপ...

লেখকের আনমনা কথা বার্তা... আকর্ষনীয়...
শেষটাও সুন্দর...

শুভকামনা...

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ঘটনা বাস্তব । ছেলেবেলার ।
আমার ব্লগে আপনার উপস্থিতি দেখতে অনেক ভাল লাগে ভাই :)
আপনার প্রতিও শুভকামনা রইল ।
ভাল থাকবেন ভাই :)

২১| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

বটের ফল বলেছেন: এতো ভালো লিখেন কি করে আপনি? বেশী কিছু বলবোনা। শুধু বলবো-

একগুচ্ছ প্লাস।
++++++++

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: দোয়া করবেন যাতে আরো ভাল লিখতে পারি ।
সবসময় পাশে থাকবেন এই কামনাই করছি ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল আপনার প্রতি ।

ভাল থাকবেন ভাই ।
আপনার প্রতি শুভকামনা রইল অনেক । :)

২২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

এরিস বলেছেন: মন খারাপ না ঠিক, কেমন একটা খেয়ালী আর আনমনা ভাব নিয়ে পুরোটা গল্প বলে গেছেন!! একটা গল্প হিসেবে এই গল্পটাকে কখনোই দেখতে চাইনা আমি। একটা গল্পের মাঝে অজস্র গল্প। একটা পাগলীর গল্প, দুর্বলতার সুযোগ নেয়া এক নরাধমের গল্প, পাগলীর কষ্ট ছুঁয়ে যাওয়া একটা হৃদয়ের গল্প, নির্বাক নির্জীবভাবে পৃথিবীর সব কিছু গিলতে থাকা কিছু আমজনতার গল্প, একটা জারজ সন্তানের গল্প।

মুখটায় মায়ের আদল , চোখটাও
পাগলির মত মায়াময় , মায়াময় জারজ সন্তান ! এতটূকু বাছার কি বুদ্ধি! জারজ বলে বাবার আদল তাই লুকিয়ে ফেলল ! জারজ বাবাকে বাঁচাবার বুদ্ধি শুরুতেই বের করে ফেলল !


নিজেই বলে ফেলুন দেখি এই একটা বাক্য দিয়ে কতো কি বুঝাতে চেয়েছেন!! বিশ্লেষণে যাবো না,এটুকুই বলবো, যা বুঝাতে চেয়েছেন, বুঝাতে পেরেছেন, সম্পূর্ণভাবে।

স্কুলের ছাঁদে বসে আছে অজস্র কাক , বিরক্তিকর কর্কশ একগেয়ে গলায় ওরা ডেকে যাচ্ছে ।

বিশ্রী , বড্ড বিশ্রী এ আওয়াজ ।


হুম। বড্ড বিশ্রী আওয়াজ, কারণ তারা কি বলছে সেটা আমরা বুঝতে পারিনা, বুঝতে চাই না। ওদের কথা ওরাই বুঝে।


ভালোলাগা জেনে রাখবেন। এরকম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনার সুন্দর বাস্তব গল্প আমাকে ছুঁয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সমান্তরালে কলম চালিয়েছেন। যে মানুষটা আজকে প্রথম গল্প পড়লো, সেও পাগলীর কষ্ট বুঝতে পারবে, অন্তত আপনার লেখা পড়ে।

ছবি নির্বাচনও অসাধারণ লেগেছে, আমার কাছে। বিশাল আকাশ আর অপার সমুদ্র থেকে নিজের মতো করে এক টুকরো আকাশ আর সমুদ্র নিজের করে নিয়েছেন। ভালো না লেগে পারেনা। সব মানুষের এমন নিজস্ব একটা পৃথিবী থাকে, খুঁজে নেয়াটা খুব প্রয়োজন।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: যে কয়েকজনের কমেন্ট সবসময় প্রত্যাশা করি তার মধ্যে
আপনিও একজন প্রিয় এরিস ।
আপনার বিস্তৃত পাঠ প্রতিক্রিয়া সবসময় নতুন আঙ্গিকে ভেবে দেখতে
আমাকে সাহায্য করে ।

বিশ্লেষণ মূলক মন্তব্যে সম্মানিত বোধ করছি ।
খুব ভাল লাগছে ।অনেক কৃতজ্ঞ রইলাম আপনার প্রতি ।
ভবিষ্যতেও এভাবে আপনাকে পাশে পাব সহব্লগার হিসেবে এমনটাই আশা রাখছি ।

ছবির দিকেও খেয়াল করেছেন বলে বাড়তি ভাল লাগা । হ্যা , নিজের মত করে একটা পৃথিবী থাকতে হয় , সেই পৃথিবীটা ই তার ঠিকানা ।

২৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

তীর্থক বলেছেন: বাংলা চলচ্চিত্র "চন্দ্রগ্রহনে" একটা পাগলি চরিত্র আছে। বাড়াবাড়ি রকমের করুন চরীত্র।
আপনার লেখায় তেমনি একটা চরীত্র পেলাম। গল্প হিসেবে অসাধারন। গল্পটা পরিপূর্ণতা পেয়েছে বাচ্চাটার মৃত্যু'র মধ্য দিয়ে।
সত্যি করে বলছি, যতক্ষন পর্যন্ত বাচ্চাটার মৃত্যু হয়নি ততক্ষন পর্যন্ত গল্পটিতে বিশেষ কিছু পাইনি।
বাচ্চাটার মৃত্যু হল, "কচি মুখটা ঘুমিয়ে ঘুমিয়ে অল্প কিছু চিৎকার করে বিবেকহীন আদালতে নালিশ দিয়ে রায় না নিয়েই চলে গেল !"

খুব ভালো! বেশি ভালো!
+

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: প্রথমবারের মত আপনার মত একজন পুরনো ব্লগার আমার ব্লগবাড়ী
তে এলেন , খুব ভাল লাগছে । স্বাগতম আপনাকে ।

প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ।
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা । :)

২৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার লেখা ++++++++++

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে । :)
শুভকামনা রইল আপনার প্রতি ।

২৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

সপ্নাতুর আহসান বলেছেন: আপনার এই গল্পটার অদ্ভুত সম্মোহনী ক্ষমতা রয়েছে। শেষ না করে উঠতে পারলাম না। বর্ণনা অসাধারণ। অনেক গুলো লাইন ভাল লেগেছে। তাই আলাদা ভাবে কিছু বললাম না।

শেষে এসে ভীষণ কষ্ট পেলাম।

মায়াময় জারজ সন্তান ! এতটূকু বাছার কি বুদ্ধি! জারজ বলে বাবার আদল তাই লুকিয়ে ফেলল ! এই প্যারাটা খুব-ই ভাল লেগেছে।

ভাল থাকুন। নিয়মিত লিখুন। শুভ কামনা।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ।
ভাল থাকুন এবং লিখুন আপ্নিও ।
শুভকামনা রইল অনেক ।

২৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: ভাল গল্প। "শক্তিশালী" বর্ণনা।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: খুব প্রিয় একজন গল্পকার কে নিজের ব্লগে দেখলে কেমন লাগে জানেন ?
বুঝাতে পারবনা মনের অবস্থা ।
অনেক , অনেক ভাল লাগছে ইছহাক ভাই আপনাকে আমার ব্লগে দেখে ।
স্বাগতম ! স্বাগতম !

মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আপনার প্রতি শুভকামনা রইল অনেক ।

২৭| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন গল্পকারের গল্প পড়লাম । ++++++++++++

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই :)
আপনাকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি ।
ভাল থাকবেন ।

২৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

শায়মা বলেছেন: কি ভয়ানক!!


কষ্টকর!!:(

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

মাহমুদ০০৭ বলেছেন: হ্যা আপি । জীবন এমনই ।
খুব ভাল লাগল আপনি আমার ব্লগে এসেছেন বলে ।
প্রথমবারের মত আগমনে আপিকে স্বাগতম :)

২৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

অদ্বিতীয়া আমি বলেছেন: আনমনা আর একটু নির্লিপ্ত ভাবে বর্ণনার এমন অসাধারণ ভঙ্গি , পড়ার পর মন বিষণ্ণ হয়ে গেল ।
কিছু কিছু লাইন ,অনেক বেশি ভাল লেগেছে । শেষ টুকু কষ্টকর ।
অসাধারণ গল্প , গল্পের পিছনে বাস্তবতা ভয়ানক ।
++++

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: হ্যা , বাস্তবতা ভয়ানক আপু ।
ভাল থাকবেন ।শুভকামনা রইল :)

৩০| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২১

নোমান নমি বলেছেন: অনেক ভালো গল্প,আপনার লেখনী অবাক করা। কেমন ঝরঝরে ভাসা ভাসা। পড়ে আরাম।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় নোমান ভাই :)
ভাল থাকবেন ।

৩১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

শহুরে আগন্তুক বলেছেন: চমৎকার লাগলো ভাই :)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই
ভাল থাকবেন :)

৩২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৯

আমিই মিসিরআলি বলেছেন: শুধু গল্প না ভাই যেন বাস্তব চিত্র দেখলাম
খুব নাড়া দিয়েছে ভিতরে +++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: হ্যারে ভাই , এমন ঘটনা য় স্তব্ধ হয়ে যেতে হয় ।
প্লাসের জন্য ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
আপনার প্রতি শুভকামনা রইল ।

৩৩| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৭

১৯৭১স্বাধীনতা বলেছেন: এমন কাজ ও কেউ করতে পারে

মন খারাপ করানো গল্পে অজস্র প্লাস

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।
আপনি ।
হ্যা ভাই , দুঃখজনক হলেও এমন কাজ কেউ কেউ করে ।

৩৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: না পারভীন বলেছেন: এখানেই লেখকের লেখার সার্থকতা , পড়ার পর পাঠক গভীর বেদনায় ডুবে গেল ।


মনটা খারাপ হয়ে গেছে । +++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু পড়ার জন্য ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল । :)

৩৫| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

সায়েম মুন বলেছেন: আপনার লেখার স্ট্যাইল ভিন্ন। নজরকারা। গল্পে ভাললাগা রইলো। আশা রাখি আরও গল্প পাবো।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

মাহমুদ০০৭ বলেছেন: পাবেন । ছোটগল্প লিখতে ভাল লাগে ।
অন্য স্টাইলে গল্প লিখার চেষ্টা করব । নিজেকে চেখে দেখতে ভালই লাগে আমার ।

সায়েম ভাই , আমার ব্লগে প্রথমবারের মত আসলেন, অনেক ভাল লাগছে ।
নিজের প্রিয় গল্পকারকে নিজের ব্লগে দেখতে পারলে অনেক ভাল লাগে ।
আপনার কাকতাড়ুয়া গল্প আমার ব্লগে পড়া গল্পগুলার মধ্যে এক নাম্বারে রাখব । সেই গল্পের মুগ্ধতার রেশ এখনো লেগে আছে ।
স্বাগতম আপনাকে ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

৩৬| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১১

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লেখক আপনি।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৩৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি তো বলব দুর্দান্ত একটা গল্প। শব্দের গাঁথুনীতেও চলচ্চিত্র হতে পারে এ গল্প তার নমুনা। টাইপো কয়টা না থাকলে ভাল হতো আরো।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনার মন্তব্য আমাকে সবসময় অনেক বেশি অনুপ্রাণিত করে জুলিয়ান দা ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ।
ভাল থাকবেন জুলিয়ান দা ।
শুভকামনা রইল ।

৩৮| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১১

আরজু পনি বলেছেন:

মাহমুদ !
কি ভয়ংকর বাস্তবতা নিয়ে লেখা গল্প !
অসাধারণ !


আহারে...আমার প্রিয় ব্লগার "ডেভিড" এর এই বিষয় নিয়ে একটা গল্প ছিল...অসাধারণ !
যদি কখনো স্বর্গ থেকে মর্তে এসে দয়া করে পোস্টগুলো আনড্রাফট করে তবে দেখাতে পারবো।

২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । :)
ব্লগার ডেভিড মিয়া আনড্রাফট করছে কেন ?
বুঝলাম না ।
আশায় ও টেন শনে থাকলাম ।
এখনি পড়তে পারলে ভাল হত ।
পড়ার কি কোন সিস্টেম আছে আপু ?
ভাল থাকিবেন আপু :)
শুভকামনা রইল অনেক ।

৩৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমতকার লিখেছেন.......... অনেক ++++++++++++

০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ইরফান ভাই , ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন পাশে থাকার জন্য ।
অনেক ভাল থাকুন । :)
শুভকামনা রইল অনেক ।

৪০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

রেজোওয়ানা বলেছেন: গল্পের মানবিক থিমটা খুব ভাল লেগেছে।

মানুষের মধ্যে এমন কিছু নীচুতা-নোংড়ামি থাকে যে মাঝে মাঝে মানুষ হিসেবে খুব লজ্জা লাগে! আমাদের মহল্লায় এমন একজন প্রতিবন্ধী মেয়ে আছে, তার উপর আবার কথা বলতে পারে না! সেই মেয়েটার কোলে একদিন এমন ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, ও যে কিভাবে বাচ্চাটাকে আগলে রাখে দেখলে মাঝে মাঝে চোখে পানি এসে যায়.......

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । আমার ব্লগে আপনার প্রথম আগমনে স্বাগতম ।

মানুষ উঁচুও হতে পারে , নিচুও হতে পারে , তাই মানুষ শ্রেষ্ঠ জীব ।
আমাদের আশেপাশের এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের নাড়া না দিয়ে পারেনা ।

ভাল থাকবেন ।

শুভকামনা রইল অনেক ।

৪১| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:৩০

শাফ্‌ক্বাত বলেছেন: গল্প খুব ভালো লেগেছে। ছাপ রেখে গেলাম!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন ।
শুভকামনা রইল অনেক । :)

৪২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৭

আরজু পনি বলেছেন:

ডেভিড-এর স্বর্গবাসী হতে মন চেয়েছিল । তাই সব ড্রাফট করেছে । তবে মাঝে মাঝে স্বর্গ থেকে ব্লগ নামক মর্তে উঁকি দেয় ;)

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

মাহমুদ০০৭ বলেছেন: মর্তে আসার অপেক্ষায় রইলাম :)

৪৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২

শাহেদ খান বলেছেন: পড়তে পড়তে 'চন্দ্রগ্রহন' মুভিটার কথা মনে পড়ে যাচ্ছিল।

তবে আপনার লেখার স্টাইলে স্বকীয়তা প্রকাশিত। মনিটরে/স্ক্রীণে দীর্ঘ কিছু পড়ার ধৈর্য আমার থাকে না। তবে আপনার লেখাটা একটানে পড়ে গেলাম। অল্প ক'জন ব্লগারের ক্ষেত্রে এমনটা পেয়েছি আমি। আপনার কাছ থেকে সাবলীল লেখনী'র গল্প নিয়মিত আশা করব নিশ্চয়ই।

শুভেচ্ছা, গল্পকার। 8-|

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই ।
একটু অবাক ও হচ্ছি - এত পিছনে এসে সাধারণত কেউ গল্প পড়লেও
কমেন্ট করতে দেখা যায় না ।

সেখানে আপনি আমার প্রতিটা গল্পেই কমেন্ট করেছেন ।
একটা অন্যরকম ভাল লাগা থাকল ।
চন্দ্রগ্রহন' ছবিটা দেখিনি । ভারতীয় বাংলা ছবি ?

পাগলির ঘটনা টা আমার ছেলেবেলার ।

লিখার ব্যাপারে সাবলীলতাই আমার পছন্দ । তবে সবসময় নয় ।
সবারই সময় কম , সেটা একসময় ধৈর্য এ অ প্রভাব ফেলে ।
এর মধ্যেই যে সময় খরচ করে পরেছেন , আন্তরিক কৃতজ্ঞতা থাকল ।
ভাল থাকুন গুণী লিখক ।
শুভকামনা রইল ।

৪৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

তাসজিদ বলেছেন: আসলে এ সমাজ পরে থাকে ভদ্রতার মুখোস। আর সে মুখোস যদি একবার খুলে যেত তাহলে দেখা যেত যে ভেতর তা কুৎসিত, নোংরা আর পঙ্কিলতায় ভরা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: সেটাই - তাসজিদ ভাই ।
ভাল থাকবেন , শুভকামনা রইল ।

৪৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

শাহেদ খান বলেছেন: না। 'চন্দ্রগ্রহন' বাংলাদেশের বাংলা ছবি। মুরাদ পারভেজ পরিচালিত। অভিনয়ে রিয়াজ আর সোহানা সাবা।

ছবিটা গতানুগতিক ধারা থেকে একদম আলাদা। বাজারের এক পাগলী'কে কেন্দ্র করে কাহিনী'র সূত্রপাত, যখন থেকে লোকে হঠাৎ টের পায় যে পাগলী'টা গর্ভবতী। এটা এক ক্লাসিক উপন্যাস থেকে তৈরি করা ছবি।

আমাদের সাহিত্যে অসাধারণ উপন্যাসের কিন্তু অভাব নেই। ফিল্মের গৎবাঁধা স্ক্রিপ্টের পাশাপাশি প্রতিবছর ক্লাসিক উপন্যাসগুলো থেকেও ছবি বানানো হলে একসময় আমাদের সিনেমা'র চেহারা সত্যি পাল্টে যাবে বলে বিশ্বাস করি। শুধু তারাশংকর আর জহির রায়হানের উপন্যাসগুলো থেকেও যদি কেউ সুনির্মিত মুভি বানাতে পারে, ওসব অসাধারণের চেয়ে কম কিছু হবে না !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

মাহমুদ০০৭ বলেছেন: সহমত । ছবিটা দেখার ইচ্ছে রইল ।
উপন্যাস নিয়ে আরও কাজ করা উচিত । তারাশংকর আর সৈয়দ মুস্তফা
সিরাজের লিখা এমনিতেও খুব ভাল লাগে আমার ।

বাংলা সিনেমার সুদিনের প্রত্যাশায় আজো অপেক্ষায় আছি ।
ভাল থাকবেন শাহেদ ভাই ।
:) শুভকামনা রইল ।

৪৬| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৫

ডি মুন বলেছেন: ওরা ঘুরছে বলেই আমরা স্থির আছি , আমাদের লক্ষ্য আছে ,আমাদের ভালবাসা , আমাদের হিংসা - বিদ্বেষ - ক্রোধ , আমাদের সবকিছুর লক্ষ্য আছে , ওই পাগল ! সে ত হতচ্ছাড়া পৃথিবীর মতই । তার কিছু নেই , সেও কারো নয় । জীবন আছে বলেই যেমন বুঝতে পারি আমরা মাটিতে আছি , আমরা পৃথিবীতে আছি , তেমনি পাগল দেখলেই আমরা আশ্বস্ত হই আমরা ভাল আছি , আমরা সুস্থ আছি । আমরা ওদের মত নই ।
ওরা ঠিকানাবিহীন , আর আমাদের , সুস্থ মানুষের ঠিকানা আছে , আমাদের অস্তিত্ব আছে ।


আসলেই পাগলদের কোনো সাকিন নেই। ওরা অনবরত ঘুরছে। আমাদের মতো স্থির নয়।

আমার গ্রামেও একজন পাগলী ছিলেন। তার কথা মনে পড়ে গেল। কে জানে তিনি এখন কেমন আছেন? আদৌ আছেন কি না?

প্রিয়তে নিয়ে রাখলাম। চমৎকার শব্দচয়ন আর বাক্যবিন্যাসে নির্মিত অসাধারণ প্রকাশভঙ্গীর এই গল্পটি।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুন ভাই ।
এই পগল জগতে থেকেও কেমন জগত-বিযুক্ত আবার যুক্ত । পাগল দেখলেই নিজের ভেতর কেমন যেন লাগে ।
ছোটবেলার একটা ঘটনা দিয়েই গল্পটা সাজানো ।

ভাল থাকবেন প্রিয় মুন ভাই / অনেক অনেক হুভকামনা রইল ।

৪৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
B-) মেইল,মেইল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১০

মাহমুদ০০৭ বলেছেন: দিলাম দিলাম :)

৪৮| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৪

মশিকুর বলেছেন:

আপনার অনেকগুলো গল্পের মধ্যে এইটা অন্যতম সেরা একটি গল্প, হয়তো সামুতে যত গল্প আছে তাদের মধ্যেও অন্যতম সেরা। কেন?

গল্পটি ছন্দময়, এক নিমিষে পড়ার মতন, শক্তিশালি প্লট, এক্সসিকিউশন মারাত্নক +

কোন গল্পকারের গল্প পরে যদি কোন পাঠক ১০ মিনিট তব্দা লেগে থাকে তাহলে আমি বলবো সেই গল্পকারের সারা জীবনের গল্প লেখা সার্থক। কিছু লাইন যা গল্পকে ভিন্ন মাত্রা দিয়েছে কয়েকটা উল্লেখ না করে পারছি না...


"আচ্ছা রাতে ও কোথায় ঘুমায় ? ও কি গোসল করে ? করলে কে করিয়ে দেয় ? ওর শাড়িটা মাঝে মাঝে কে পালটিয়ে দেয় ? জানি না ত !"

"মায়াময় জারজ সন্তান ! এতটূকু বাছার কি বুদ্ধি! জারজ বলে বাবার আদল তাই লুকিয়ে ফেলল ! জারজ বাবাকে বাঁচাবার বুদ্ধি শুরুতেই বের করে ফেলল !
মনে একটা প্রশ্ন আসল , আচ্ছা পাগলির ডেলিভারি করাল কে ? জানি না ত ! "

"তাকে ঘিরে আছে একঝাক সুস্থ মানুষ ।"

"কচি ফুলের মত মুখটা কি জারজ বলে পৃথিবীর কাছে হেরে গেল !"

"স্কুলের ছাঁদে বসে আছে অজস্র কাক , বিরক্তিকর কর্কশ একগেয়ে গলায় ওরা ডেকে যাচ্ছে ।"

"বিশ্রী , বড্ড বিশ্রী এ আওয়াজ ।"


ভালো থাকুন :)

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই ।
সামু বা আমার অন্যতম সেরা কিনা জানি না , আপনার ভাল লেগেছে জেনে আমারো ভালো লাগছে । দোয়া রাখবেন যাতে আরো ভাল লিখতে পারি ।
ভাল থাকবেন প্রিয় মশিকুর ভাই ।
শুভকামনা রইল ।

৪৯| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: পাগল দেখলেই আমরা আশ্বস্ত হই আমরা ভাল আছি , আমরা সুস্থ আছি । আমরা ওদের মত নই
মনে একটা প্রশ্ন আসল , আচ্ছা পাগলির ডেলিভারি করাল কে ? জানি না ত!
রুক্ষ চরের মত হয়ে আছে বাচ্চাটার মুখ , এ মুখের কাছে মাছি কি চায় ?

--উপরে ইটালিকে উদ্ধৃত আপনার কথাগুলো সত্যিই অসাধারণ হয়েছে। গল্পের শিরোনামটাও যথার্থ।
গল্পটার সাথে ছবিটার সাযুজ্য মেলাতে পারছিলাম না। ২২ নং মন্তব্যে ছবি সম্পর্কে এরিস এর ব্যাখ্যাটা পেয়ে ভালো লাগলো। লেখকের সাথে তা মিলে যাবে কিনা তা জানিনা, তবে আমার কাছে ব্যাখ্যাটাকে গ্রহণযোগ্য মনে হয়েছে।
উচ্চমানের গল্প। প্রিয়তে রাখলাম।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: এরিস অনেক প্রতিভাবান লেখক , তাই এত সুন্দর করে বলতে পেরেছেন ।

ব্যাখ্যাটা গ্রহণযোগ্য সন্দেহ নেই ।

প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল ।

আপনাকে ব্লগে দেখলেই ভাল লাগে ।

ভাল থাকুন ।
শুভকামনা নিরন্তর

৫০| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকে ব্লগে দেখলেই ভাল লাগে
থ্যাঙ্ক ইউ মাহমুদ, ফর দিস ওয়ান্ডারফুল কম্পলিমেন্ট!

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: :)
ওয়েলকাম

৫১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অটঃ রচনাকালের আগে পরে মুস্তফা সিরাজের রাণীঘাটের বৃত্তা্ন্ত পড়ার সৌভাগ্য হয়েছিল কিনা জানার আগ্রহ ৷

মঙ্গল হোক ৷

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই ।
গতবছর রাণীঘাটের বৃত্তা্ন্ত পড়েছি । আমার খুব প্রিয় গল্প ।

৫২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

নেক্সাস বলেছেন: আপনার গল্প মানেইতো বিচক্ষণ কিছু অবজার্ভেশন। খুব ভাল। প্লট তাও বাস্তবিক ও মানবিক। তেমনি গল্পের গাঁথুনি বলিষ্ঠ, বর্ণনা সাবলীল।

খাঁ খাঁ বেখেয়ালে ওখানে চন্দ্রবিন্দু চলে এসেছে ভাইয়া ঠিক করে দিন।

আর গল্পকার হিসেবে আপনার কাছে একটা পর্যায় আশা ছিল বাচ্চাটি জারজ নয় বরং যে পুরুষরূপী দানব তাকে জন্ম দিয়ে অজ্ঞাত হয়েছে সেই জারজ- এই অপ্রচলিত সত্যটাকে গল্পের চুড়ান্ত মুন্সিয়ানার মাধ্যমে তুলে ধরা। কিন্তু সেটা হয়নি।
তবে গল্প আমাকে মুগ্ধ করেছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই ।
আমি গল্পকে এমন জায়গায় দাড় করত চেয়েছি , যেখান থেকে কিছু প্রশ্নের উদয় হবে । যেমন আপনার প্রশ্ন টাও তেমন একটা ।
যদি এটা আমার মূল ফোকাস হত তবে গল্পকে ওদিকে নিতাম ।
আপনাকে নিয়মিত দেখে ভাল লাগছে ।
নতুনবছরের শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.