নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আউলা মাথার বাউলা কথন :) পড়লে কোন নেকি নাই :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১

১ )শব্দের যদি হত্যা করার ক্ষমতা থাকত তাহলে বাংলাদেশে প্রতিদিনই কয়েক লাখ মানুষ মারা যেত ।

২ ) সিংহ শুধুমাত্র সিংহ , বিড়াল শুধু বিড়াল । সিংহ চাইলেও বিড়াল হওয়া

সম্ভব না । তেমনি বিড়াল ও যা আছে তাই থাকবে । এই পৃথিবীর সব প্রাণি

যা আছে তাই থাকবে । কিন্তু মানুষ বাঘ , সিংহ , কুকুর , বিড়াল , শুঁকর । ছুঁচো সব হতে পারে , সব । তাই মানুষ সবার সেরা জীব ।

৩ ) কলম থাকলেই লিখতে হবে এমন নয় । কলম যখন লিখতে চায় তখনই লিখা উচিত ।

৪ ) ডুবন্ত মানুষকে একদম ডুবিয়ে ফেলাই মানুষের কাজ ।

৫ ) প্রতিভা সব কিছু অগ্রাহ্য করতে চায় ।

৬ ) অনেকে বলে নারীকে বুঝা কঠিন । অথচ নারী কেন মানুষ চেনাই সাগর সেচার মত কাজ । তাই এখন মানুষ চেনা ছেড়ে দিয়েছি ।

৭ ) প্রকৃতির চেয়ে মানুষই আমাকে বেশি টানে । প্রকৃতির সৌন্দর্য বোধের ব্যাখ্যা মানুষের নিজের তৈরি । মানুষ তার চিন্তা দ্বারা গোবরকেও পৃথিবীর সবচে সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারে ।



৮ ) লেখকরা স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী । ভাল লেখক হতে গেলে এ ২ টা গুন থাকতেই হবে ।

৯ ) বিনয়ী গর্দভ অপেক্ষা উদ্ধত প্রতিভাবান আমার কাছে অধিক পছন্দের ।

১০ ) নিরপেক্ষতা বলে আসলে কিছু নেই । আমরা সবাই কোন না কোন পক্ষ ।



১১ ) পাগল ও শিশু নির্মল ভাবে হাসতে পারে ।

শিশু পারে কারন সে জীবনের জটিলতা জানে না ।

পাগল পারে কারণ সে জীবনের জটিলতা বোঝে না ।

১২ ) জীবের পূর্ণতা মৃত্যুতে । মৃত্যুর জন্মই হয়েছে জীবের অসম্পূর্ণতা কে সম্পূর্ণ করার জন্য । প্রত্যেক জীবন ব্যর্থ । ঠুনকো কিছু সাফল্যে অনেকেই নিজেকে সার্থক ভাবে অথচ এই সাফল্য নিজের অনেক ব্যর্থতা ও অন্য আরও অনেক কে অনেক কিছুকে নিদারুণ ব্যর্থতায় ঠেলে দিয়ে পাওয়া ।

১৩ ) যা দেখছ তা সত্য নয়

যা দেখছনা তা সত্য



সত্য থাকে যুক্তির ওপারে

মিথ্যা আছে সত্যির আকারে

এবং সত্য জানতে, বুঝতে , শিখতে শিখতে

জায়গা হবে পরপারে ।।



১৪ ) মানুষ চিন্তায় যতটা স্বাধীন ,লেখায় ততটুকু স্বাধীন না ।



১৫ ) রাতের চট্টগ্রাম ষোড়শী যুবতীর মতই বাধ ভাঙ্গা সৌন্দর্যের আঁধার ।



১৬ ) সচারাচর তাদেরকেই ওই বিষয়ের শিক্ষক হতে দেখা যায়

যারা ওই সংশ্লিষ্ট বিষয়ে পুরো বা আধা অজ্ঞ ।



১৭ ) ধার দেয়া টাকা খুব কমই ফেরত আসে । আর ধার দেয়া থেকে জীবনের অনেক মূল্যবান জিনিস শিখা যায় ।

১৮ ) ছোট চোরকে সবাই পিষে মারে । বড় চোরকে সবাই সালাম জানায় - নেতা বানায় । চোর হইলে বড় চোর হওয়া ই উত্তম ।

১৯ ) জীবনবাদী কাউয়া বহুত আচ্ছে হাঁয়

সাইজ সমজে কে লিয়ে

প্যাকেটিং , মার্কেটিং এন্ড এভ্রিথিং

বিলকুল সহি করতা হায় ।।



২০ ) এ দেশ মগের মুল্লুক বা উদ্ভট উঠের পিঠ কোনটাই না । এটা আরও অদ্ভুত কিছু ।

২১ ) পরাধীন স্বপ্নজগৎ তবু স্বপ্ন দেখি ।





ভাল থাকুন সবাই ।

মন্তব্য ৮১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। দার্শনিক পোস্ট ।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)
আইজ প্রথম কমেন্ট আপনের ।
তাই আরেকটা ধইন্না ।
ভাল থাকবেন । শুভকামনা রইল ।

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: অসাধারণ +++++

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
হে হে!

তা এই বিখ্যাত সব বানীগুলা কি আমাদের মাহমুদ ভাইয়ের দেওয়া নাকি? দার্শনিক হওয়া ধরছেন নি? ছ্যাকা খাওয়ার লক্ষন! ;)

ধার দেয়া থেকে জীবনের অনেক মূল্যবান জিনিস শিখা যায় । অতি সত্য কথা! নিজের অভিজ্ঞতা আছে রে ভাই। :(

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: হেহেহেহে !
নেই কাজ ত দর্শন ভাজ !!
জাতিরে কিছু গিলান লাগে ত মাঝে মাঝে :)
ভাল থাকবেন ভাই :)

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত ! প্রথম বাণীতে বেশী ভালো লাগা !

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)
ভাল থাকবেন ।

৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৪

খেয়া ঘাট বলেছেন: ২ ) সিংহ শুধুমাত্র সিংহ , বিড়াল শুধু বিড়াল । সিংহ চাইলেও বিড়াল হওয়া
সম্ভব না । তেমনি বিড়াল ও যা আছে তাই থাকবে । এই পৃথিবীর সব প্রাণি
যা আছে তাই থাকবে । কিন্তু মানুষ বাঘ , সিংহ , কুকুর , বিড়াল , শুঁকর । ছুঁচো সব হতে পারে , সব । তাই মানুষ সবার সেরা জীব- অনেক গভীর,,,,,,,অনেক অনেক অনেক গভীর।

+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

অনেকে হুমায়ুন আযাদের লিখা বলে ভুল করতে পারে।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: খাইছে ! আজাদ মিয়াহ কি কইছে ভাই :)
আমারে আবার কপি করছেনি ?
প্লাসের জন্য ধইন্না :)
ভাল থাকবেন ভাই :)

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: উক্তি গুলো বক্তার নাম সহ দিলে ভালো হত।
প্রকৃতির চেয়ে মানুষই আমাকে বেশি টানে । প্রকৃতির সৌন্দর্য বোধের ব্যাখ্যা মানুষের নিজের তৈরি । মানুষ তার চিন্তা দ্বারা গোবরকেও পৃথিবীর সবচে সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারে । =p~ =p~

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

মাহমুদ০০৭ বলেছেন: বক্তার নাম মাহমুদ ০০৭
উনাকে বর্তমানকালের সেরা দার্শনিকদের একজন বলে গণ্য করা হয় ।
:) :)
নিয়মিত উনার দরবারে হাজিরা দিলে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন !!
ধন্যবাদ আপু :)

৭| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

পাকাচুল বলেছেন: সচারাচর তাদেরকেই ওই বিষয়ের শিক্ষক হতে দেখা যায়
যারা ওই সংশ্লিষ্ট বিষয়ে পুরো বা আধা অজ্ঞ =p~ =p~ :P :P

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , ঠিক না স্যার ? :)

৮| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

মোঃ ইসহাক খান বলেছেন: কয়েকটি অংশ খুব সুন্দর লেগেছে।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে অনেক ভাল লাগছে ইছহাক ভাই ।
ভাল লাগার জন্য ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
আপনার প্রতি অনেক শুভকামনা রইল :)

৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: "কলম থাকলেই লিখতে হবে এমন নয় । কলম যখন লিখতে চায় তখনই লিখা উচিত ।"

প্রচন্ড ভাবে সহমত।

তিনার দরবারে নিয়মিত হাজিরা দিয়ে অশেষ জ্ঞান হাসিল করবার ইচ্ছা রাখি।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , উনি অনেক ভাল ,অশেষ জ্ঞান বিনা - মূল্যে দেন !!
নিয়মিত হাজিরা ও ভেট দিলে অশেষ ফায়দা হাসিল হবে। :)
শুভকামনা রইল তোমার প্রতি ।

১০| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

সায়েম মুন বলেছেন: দার্শনিক কথাগুলো অনেকটাই খাপে খাপ।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

১১| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কথন প্রায় সব কয়টাই ভালো লাগছে।
সত্য কথন।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: কবির ভাল লাগছে জেনে আমারও খুব ভাল লাগা ।
ভাল থাকবেন ভাই :)
শুভকামনা রইল আপনার প্রতি ।

১২| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

বোহেমিয়ান বলেছেন: সুন্দর !!

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

মাহমুদ০০৭ বলেছেন: খুশি হলাম বোহেমিয়ান ।
ভাল থাকবেন ।

১৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

লেজকাটা বান্দর বলেছেন: কয়েকটা ডায়লগ খুব ভালো লাগলো, একটা ফেসবুকে শেয়ার দিয়েছি, আর ১১ নম্বরটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর পোস্ট দেবার জন্য।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে প্রিয় তিয়াস ভাই ।
:)
আপ্নাকেও ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য ।
শুভকামনা রইল ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর এবং সত্যও বটে।


রাতের চট্টগ্রাম অনেক সুন্দর নাকি? জানি না।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা হাসান ভাই , আসলেই সুন্দর ।
এটা বলার কারণ হয়তবা হতে পারে -
চট্টগ্রামের প্রতি আমার দুর্বলতা আছে । ওখান হতেই মুগ্ধতা বোধের
জন্ম হতে পারে ।
সৌন্দর্য দেখেও মুগ্ধতা বোধের
জন্ম হতে পারে ।

আমার ক্ষেত্রে কোনটা ক্রিয়াশীল সেটা আমার নিজের কাছে স্পষ্ট নয় ।
নাকি একটা , নাকি উভয়টাই ।
সৌন্দর্য - পূজারী যে কোন মানুষের কাছে রাতের চট্টগ্রাম ভাল লাগবে
এটা আমার বিশ্বাস ।

ভাল থাকবেন হাসান ভাই :)
শুভকামনা রইল ।

১৫| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল কথামালা।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রফেসর ।

ভাল থাকবেন ভাই :)
শুভকামনা রইল ।

১৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫

ইমরান নিলয় বলেছেন: সুন্দর কিছু লাইন আছে।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই :)
ভাল থাকবেন ।

১৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

রহস্যময়ী কন্যা বলেছেন: সবগুলোই ভালো লেগেছে :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু :)
ভাল থাকবেন ।

১৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


৪ নং, ৮ নং ও ১৪ নং দারুন বলেছেন

++++++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই :)
ভাল থাকবেন ।

১৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

বোকামন বলেছেন:





সম্মানিত লেখক,
পুরো পোস্টের সারমর্ম বলে দিচ্ছে ৭নং কথনটি। আউলা মাথার বাউলাদের কাছ থেকেই গভীর জীবন দর্শনের ব্যাখ্যা সরল হয়েছে। বিষয়টি আপনিও জানেন।

পরাধীন স্বপ্নজগৎকে স্বপ্ন দেখেই স্বাধীন করা সম্ভব।

মূল্যবান পোস্টে আমার মন্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছিনা।

খুব ভালো থাকুন, শুভকামনা রইলো।।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: বোকামন ভাই , যখনই আপনার কমেন্ট পাই তখনই একটা অন্যরকম
ভাল লাগা কাজ করে । আপনার মন্তব্যে সবসময়েই কোন না কোন কিছু উম্মোচিত হয় ।
পরাধীন স্বপ্নজগৎকে স্বপ্ন দেখেই স্বাধীন করা সম্ভব। - সহমত ।
স্বপ্ন তাই দেখতে হয় ।

খুব ভাল থাকুন , বোকামন ভাই । :)

শুভকামনা নিরন্তর ।

২০| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

এ্যাপোলো৯০ বলেছেন: আপনি কি চট্টগ্রামের নাকি? সবগুলোই অনেক সুন্দর হয়েছে। শেয়ার করতে পারি কি ?

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: হ্যা , চট্টগ্রামের ভাই :)
অবশ্যই পারেন ।
ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

২১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:১৮

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর এবং সুন্দর । সরল কিন্তু সত্যি ।

মহামহোপাধ্যায় বলেছেন:

তিনার দরবারে নিয়মিত হাজিরা দিয়ে অশেষ জ্ঞান হাসিল করবার ইচ্ছা রাখি।
আমিও ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , ধন্যবাদ আপু । :)

আমার চেয়ে আপনি আরো বেশি জানেন , এটা আমি ভালই জানি ।
ভাল থাকবেন , অনেক শুভকামনা রইল আপনার প্রতি ।
:)

২২| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪

আমিনুর রহমান বলেছেন:


অতি সত্য কথা +++

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই :)
আমার ব্লগে আপনাকে স্বাগতম :)
ভাল থাকবেন ।

২৩| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সত্য কথন ++++

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

২৪| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১১

বৃতি বলেছেন: ৭, ১৬ নিয়ে কিছুটা দ্বিমত আছে । অনেকগুলো বেশ পছন্দ হয়েছে । আউলা মাথার বাউলা কথনে প্লাস ।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: দ্বিমত থাকতেই পারে । অভিজ্ঞতা ও উপলব্ধিভেদে ভাবনা ভিন্ন হবে ।
ব্যাপার না :)
প্লাসের জন্য ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল :)

২৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! চমৎকার দর্শন। প্রায় সবগুলোর সাথেই সহমত প্রকাশ করছি।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর আসলেন গুরু !
রাগ করছি কিন্তু ।

গুরু ছাড়া ছাত্রের কি ভাল লাগে ?
আপনারে খুব মিস করতাছিলাম ।

সহমতের জন্য ধন্যবাদ :)
ভাল থাকবেন গুরু ।
শুভকামনা রইল অনেক । :)

২৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০

সপ্নাতুর আহসান বলেছেন: ৮, ৯ নং পয়েন্ট এ বিশেষ ভাল লাগা।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা ।

২৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

এ্যাপোলো৯০ বলেছেন: আমি পতেঙ্গা ছিলাম ১৮ বছর :) জন্মসুত্রে চিট্টাগং এর :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০২

মাহমুদ০০৭ বলেছেন: বাহ !
একদম সুন্দর জায়গাটা তেই ছিলেন ।

আমিও ভাই চিটাগং :)

ভাল লাগল জেনে ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

২৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১

রাজু মাষ্টার বলেছেন: পাগল ও শিশু নির্মল ভাবে হাসতে পারে ।
শিশু পারে কারন সে জীবনের জটিলতা জানে না ।
পাগল পারে কারণ সে জীবনের জটিলতা বোঝে না ।


মানুষ তার চিন্তা দ্বারা গোবরকেও পৃথিবীর সবচে সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারে

+++

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রাজু মাস্টার ভাই :)
ভাল থাকবেন ।

২৯| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৩

আরজু পনি বলেছেন:

৮ ) লেখকরা স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী । ভাল লেখক হতে গেলে এ ২ টা গুন থাকতেই হবে ।
৯ ) বিনয়ী গর্দভ অপেক্ষা উদ্ধত প্রতিভাবান আমার কাছে অধিক পছন্দের

এদুটো বেশ মনে ধরেছে।

পোস্টটা আগেই দেখা মন্তব্য দেয়া হয় নি ব্যস্ততায়।

শুভকামনা রইল।।

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মাহমুদ০০৭ বলেছেন: যাক কমেন্ট দিছেন তাতেই খুশি , এমনেও পড়লে কোন নেকি নাই
পোস্ট :)

ভাল থাকবেন আপু ।
শুভকামনা রইল অনেক ।

৩০| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

অদৃশ্য বলেছেন:





মাহমুদ ভাই

কি লিখলেন এসব... পড়ছি আর ভাবছি...



শুভকামনা...

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মাহমুদ০০৭ বলেছেন: অদৃশ্য ভাই !
ভাই বেশি ভাইবেন না , বেশি ভাবলেই ভেজাল :)
ভাল থাকবেন ভাই :)
শুভকামনা আপনার প্রতিও :)

৩১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭

রোকেয়া ইসলাম বলেছেন: ভালই বলেছেন ভাইয়া.........।
খুব ভাল লাগলো পড়তে। প্রতিটা পয়েন্টই ভাল লিখেছেন।
পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম.........

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু :)
ভাল থাকবেন :)
শুভকামনা ।

৩২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

জুন বলেছেন: আউলা মাথার বাউলা কথন হলেও কথাগুলো মুল্যবান :)
+

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জুন আপু ।
ভাল থাকবেন :)
শুভকামনা রইল আপনার প্রতি ।

৩৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: তাই মানুষ সবার সেরা
অসাধারন ভাবনা
ধন্যবাদ

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

৩৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ ভাল পর্যবেক্ষণ ও দার্শনিক মন্তব্য । চমৎকার

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৩৫| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

তীর্থক বলেছেন: মহীয়সী ব্যক্তিদের বাণী পড়ছি মনে হল। কিন্তু এক ব্যক্তিই সব বাণী দিয়ে গেলে অন্যদের কি হবে। ব্যবসা ত লাটে!!!!

১ ) শব্দের যদি হত্যা করার ক্ষমতা থাকত তাহলে বাংলাদেশে প্রতিদিনই
কয়েক লাখ মানুষ মারা যেত।"এটার ব্যাখ্যা চাই।

৮ ) লেখকরা স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী । ভাল লেখক হতে গেলে এ ২ টা গুন থাকতেই হবে।" সহমত।

১১ ) পাগল ও শিশু নির্মল ভাবে হাসতে পারে ।
শিশু পারে কারন সে জীবনের জটিলতা জানে না ।
পাগল পারে কারণ সে জীবনের জটিলতা বোঝে না ।" দারুন ব্যাখ্যা। ভালো লাগলো।

১৬ ) সচারাচর তাদেরকেই ওই বিষয়ের শিক্ষক হতে দেখা যায়
যারা ওই সংশ্লিষ্ট বিষয়ে পুরো বা আধা অজ্ঞ ।" মানতে পারলাম না।

১৯ ) জীবনবাদী কাউয়া বহুত আচ্ছে হাঁয়
সাইজ সমজে কে লিয়ে
প্যাকেটিং , মার্কেটিং এন্ড এভ্রিথিং
বিলকুল সহি করতা হায় ।।"এটার ব্যাখ্যা চাই।

২১ ) পরাধীন স্বপ্নজগৎ তবু স্বপ্ন দেখি ।" এটা প্রচার করার মত একটা বাণী।

পোষ্টে ভালোলাগা!



২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: মহীয়সী ব্যক্তিদের বাণী পড়ছি মনে হল। কিন্তু এক ব্যক্তিই সব বাণী দিয়ে গেলে অন্যদের কি হবে। ব্যবসা ত লাটে!!

হাহাহাহা , ভাই যুগটাই ত মনোপলি বিজনেসের :)

প্রথম টার ব্যপারে বলছি ।
মানুষ কে এখন আর মানুষ হিসেবে দেখা হয় না , ভাবা হয় না ,
মানুষের এখন পরিচয় ডান , বাম , দল , মত , ধর্ম ইত্যাদির আকারে ।
এটাই এখন মানুষের বড় পরিচয় , একমাত্র পরিচয় ।
আর এক মতের দল আরেক মতকে দেখতে পারে না , সহাবস্থান করতে চায় না , চায় শুধু নিশ্চিহ্ন করতে ।
অন লাইন ও অফলাইনে মানুষের শাব্দিক নৃশংসতা দেখে আমি স্তম্ভিত হই , যথাযত ক্ষমতা ও পরিবেশ পেলে অনেক লোকই এরশাদ সিকদার এর চেয়ে কম না বরং অনেক বেশিই কর্মক্ষমতা দেখাবে । নিশ্চিতভাবেই বলা যায় । ক্ষমতা পেলে পিঁপড়াও হাতির মত পিষে মারে এরকম উদাহরণ আশা করি আপনার সামনেই অনেক অনেক আছে ।
এমন নৃশংসতার উদ্ভব কোথা হতে হয় ? ভেবে পাই না ।
যাদের ক্ষমতা অ পরিবেশ নেই , শব্দের মধ্য দিয়ে তাদের অবদমিত
নৃশংসতা প্রকাশিত হয় ।

দ্বিমত পোষণের অবকাশ আছে । ব্যতিক্রম ও অনেক আছে ।
কিন্তু ব্যতিক্রম রাই দিন দিন ব্যতিক্রম হয়ে যাচ্ছেন , ভয়ের ব্যাপার সেটাই ।

১৬ নং কঠোর বাস্তবতা বাংলাদেশের জন্য ।
যার যেখানে থাকার সে সেখানে থাকে না , বাংলার টিচার পড়ায় উচ্চতর গনিত !
ইতিহাসে মাস্টার্স করা লোক স্কুলে পড়ায় রসায়ন ।
গ্রাম বাংলার স্কুল - কলেজের খবর নেন , এমনই চলতাছে ।
এবার সংশ্লিষ্ট বিষয়ের কথা বলি । টিচার কারা হচ্ছে এখন ,
যার কোন দিকে গতি নাই । টিচার প্রফেসনে এখন তেমন কোন মেধাবিই ঢুকে না ।
আর একজন টিচারকে ওই বিষয়ে সবসময় আপডেট থাকতে হয় , গেনের (দুঃখিত সঠিক শব্দটি টাইপ করতে পারছি না ) চর্চা চালিয়ে যেতে হয় ,
কে করতাছে , পাস করার পর অধিকাংশ শিক্ষকই এ ব্যাপারে খ্যামা দেন ।

তাদের কাছে ছাত্র আর কি শিখবে , উলটা অনেক জায়গায় ছাত্রের থেকেই তাদের অনেক কিছু সিখার আছে ।

ভাল শিক্ষক আর বাঘের দুধ এক জিনিস এখন ।
এই কথাটা কে আরো বিস্তৃত অর্থে নিতে পারবেন ।
সীমাবদ্ধ গেনচর্চার কারণে অনেক শিক্ষক নতুন কিছু সম্পর্কে জানেন না , কারো মাধ্যমে জানলেও সেটা আবার সহ্য করতে পারেন না । ( ইগোতে বাধে )

এই সমস্যা অনেক দেশের শিক্ষকের ই আছে ।

১৯ নং দিয়ে রাষ্ট্র , নষ্ট ব্যক্তি , ( বিশেষ অর্থে ব্যবসায়ী ) মিডিয়া ও কর্পোরেট পলিসির ভণ্ডামিকে বুঝিয়েছি ।

অনেক ভাল লাগল ভাই পোস্টে খুটিয়ে নজর বুলিয়েছেন বলে ।

ভাল থাকবেন অনেক ।
শুভকামনা রইল আপনার প্রতি । :)

৩৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১

না পারভীন বলেছেন: বিনয়ী গর্দভ অপেক্ষা উদ্ধত প্রতিভাবান আমার কাছে অধিক পছন্দের






বিনয়ী হওয়া সহজ ব্যাপার না । এটা রীতিমত বিলুপ্ত প্রায় গুন । পোস্টে ভাল লাগা । অনেক ভাল লাগা ।

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

মাহমুদ০০৭ বলেছেন: এখন সবাই বিনয়ী , তার হতে উচ্চের প্রতি , তার থেকে ক্ষমতাবান দের প্রতি ।

প্রকৃত বিনয়ী এখন হাতের কড়ায় গুণা যাবে ।

গর্দভ জি হুজুর মারকা বিনয়ীর চাইতে আমার কাছে আমার সাথে মুখের
উপর সত্যিটা বলতে পারবে এমন উদ্ধত প্রতিভাবান আমার কাছে পছন্দের ।
কারণ আমি তার কাছ হতে কিছু না কিছু শিখছি ।

ধন্যবাদ আপু ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৩৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

শহুরে আগন্তুক বলেছেন: বিরাট পর্যবেক্ষণ =p~

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: হেহেহে , কি খবর ভাই ,
ব্লগে কি করেন :)

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

সাগর হাসি বলেছেন: পাকাচুল বলেছেন: সচারাচর তাদেরকেই ওই বিষয়ের শিক্ষক হতে দেখা যায়
যারা ওই সংশ্লিষ্ট বিষয়ে পুরো বা আধা অজ্ঞ =p~ =p~ :P

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

মাহমুদ০০৭ বলেছেন: হাসেন ক্যান :)

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

শহুরে আগন্তুক বলেছেন: কী যে করি সেটাই ভাবি আর কি :)

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , ব্লগ দেখি আপনার উপর পড়ে গেছে :প

৪০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

খায়রুল আহসান বলেছেন: ৩, ৭, ৯ ও ২০ নম্বর দর্শন খুব ভালো লেগেছে। আউলা মাথার বাউলা কথনগুলো বেশ মনে ধরেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

মাহমুদ০০৭ বলেছেন: :) ধন্যবাদ রইল ।
ভাল আছেন নিশ্চয়ই ?

৪১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ! ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.