নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

খলিল জিবরান এর হৃদয় , ভালবাসা ও নারী বিষয়ক বয়ান ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০





১ ) অনেক নারীই পুরুষের হৃদয়কে ধার করে এবং সামান্য কিছু নারীই

তা অধিকারে রাখতে পারে ।



২ ) যখন একজন পুরুষের হাত একজন নারীর হাত স্পর্শ করে তখন প্রকৃত

অর্থে তারা দুজনেই স্পর্শ করে অনন্তের হৃদয় ।

৩ ) প্রেমিক ও প্রেমিকার মাঝখানে ভালবাসা হল অবগুণ্ঠন ।



৪ ) প্রত্যেক পুরুষই দুজন নারীকে ভালবাসে । একজন হল তার কল্পনার

সৃষ্টি এবং অন্যজনের এখনো জন্ম হয়নি ।



৫ ) পুরুষ নারীর ছোটখাটো ত্রুটিকেও ক্ষমা করে না , তেমনি উপভোগ করে না নারীর সদগুণ গুলো ।



৬ ) তুমি যদি তোমার অধিকারে থাক তাহলে অবশ্যই দাবী করার কিছু নেই ।

৭ ) ভালবাসা প্রতিদিন ভালবাসা নবায়ন করে না , যা পরিণত হয়েছে অভ্যাসে এবং এর

উল্টোদিকেই রয়েছে দাসত্ব ।

৮ ) ভালবাসা হচ্ছে আলোর একটি শব্দ , লেখা হয়েছে আলোর হাতে , আলো নির্মিত

কাগজের উপর ।

৯ ) যাকে তুমি ভালবাস , তুমি তার একজন দাস । কারণ তুমি তাকে ভালবাস এবং একজন দাস ভালবাসে তোমাকে কারণ সে ভালবাসে তোমাকে ।



১০ ) তোমার মন বা আমার হৃদয় কখনোই একমত হবে না যতক্ষণ তোমার মন সংখ্যার ভেতরে এবং আমার হৃদয় ধোঁয়াশার ভিতরে বসবাস করা থেকে বিরত না হয় ।



১১ ) একজন নারী তার মুখের হাসি দিয়েই অবগুণ্ঠন তৈরি করতে পারে ।



১২ ) আমাদের মন হচ্ছে একটা স্পঞ্জ এবং হৃদয় হচ্ছে স্রোতধারা । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের অধিকাংশই দৌড়ানোর চেয়ে শোসন করতে পছন্দ করে ।



১৩ ) নিশ্চিত আনন্দের আকাঙ্ক্ষা হচ্ছে বেদনার একটি অংশ এবং এটা বিস্ময়কর ।



১৪ ) জীবন যখন তার হৃদয়ের কথা বলার জন্য একজন গায়ক খুঁজে পায় না তখন সে উপস্থিত করে একজন দার্শনিক কে তার মনের কথা বলতে ।



অনুদিত - মোস্তফা মীর ।



সংক্ষেপে খলিল জিবরান -



কবি, দার্শনিক ও চিত্রকর। জন্ম১৮৮৩ সাল , উত্তর লেবাননের খৃস্টান অধ্যুষিত পাহাড়ী গ্রাম বিশারীতে। মৃত্যু ১৯৩১ , নিউইয়র্কে ।

খলিল জিবরান সম্পর্কিত কিছু লিঙ্ক -



খলিল জিবরান -এর কবিতা / অনুবাদ: রেজা নুর



কেন লিখি। কাহলিল জিবরান।



এই লিঙ্কে খলিল জিবরান এর বেশ কিছু আঁকা ছবি আছে ।



কাহলিল জিবরানের চারটি অনুগল্প



দি প্রফেট থেকে কিছু উদ্ধৃত্তি



দি প্রফেট (দান বিষয়ে) –



কাহলিল জিবরান



ক বি তাঃ আত্মার গান



সৃষ্টিশীল বাউণ্ডুলেরা







Gibran Kahlil Gibran Biography and Works



Love Unconditional Love



Tumblr খলিল জিবরান



Khalil Gibran ( ফেসবুক ফ্যান পেজ )



Khalil Gibran Quotes



















মন্তব্য ৯১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম পাঠ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ইয়া হু ! খুব ভাল লাগল ভাই :)

আজ আপনিই প্রথম !

ভাল থাকুন দুর্জয় ভাই ।
শুভকামনা রইল । :)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: জিবরানের দারুণ কিছু বাণী পড়লাম। আর লিংক মিলিয়ে বলা যায় প্রায় সম্পূর্ণ পোস্ট। ভালো কাজ হয়েছে।

ধন্যবাদ, মাহমুদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

মাহমুদ০০৭ বলেছেন: খাটলে আরো ভালভাবে দেয়া যাইত ।
বিদ্যুৎ এর সমস্যা টা খুব প্রকট আমার এখানে । সময়ের ও
একটু অভাব হচ্ছে । এই পোস্ট টাই
৪ দিন ট্রাই করার পর পারলাম ।

সামনে উনাকে নিয়ে আরো পোস্ট দিবার ইচ্ছে আছে ।
আজকের টা শুরু কেবল ।


ভাল থাকুন প্রোফেসর । এ মুহূর্তে আপনার গল্পে আছি :)

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: ৪ ) প্রত্যেক পুরুষই দুজন নারীকে ভালবাসে । একজন হল তার কল্পনার
সৃষ্টি এবং অন্যজনের এখনো জন্ম হয়নি ।


কেম্নে কি :| :-*


খুব চমৎকার পোস্ট । লিংক গুলো পাওয়ায় ভাল হয়েছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , মামুন ভাই , ভাবী জানলে কি বলবে সেটাই ভাবতেছি :)

ধন্যবাদ মামুন ভাই :)
ভাল থাকবেন । :)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কাহলিল জিবরান আমার প্রিয়তম কবি! প্রিয় কবির সবকিছুই আমার প্রিয়, তাই আপনার পোস্টও প্রিয় সংগ্রহে নিক্ষেপ করলাম!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! দারুণ ভাবে বললেন ত কবি । :)
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনারে পিলাচ!!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: কোঁচাইয়া লইলাম ভাই :)
ভাল থাকুন ইরফান ভাই :)

শুভকামনা রইল অনেক ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

আমিই মিসিরআলি বলেছেন: প্রথম জানলাম উনার নাম আপনার বদৌলতে
পোষ্ট প্রিয়তে ++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । :)
সামনে আরো আসতাছে ।
ভাল থাইকেন ভাই :)
শুভকামনা রইল ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

খাটাস বলেছেন: এত ভালবাসায় ডুবে গেলাম মাহমুদ ভাই। :D জিব্রান সাহেব কাজ বাদ দিয়ে মনে হয় ভালবাসা নিয়ে একটু বেশি ই চিন্তা করেছিলেন। :D

আমার কাছে ভালবাসা দুইটি মানুষের সামনে অন্ধকার ঘরে জ্বালান মোমবাতির মত। যেখানে প্রথম মোমবাতি টা প্রাথমিক ভালবাসা, যা দুইজন মানুষ ই পছন্দ করলে ও ধীরে ধীরে মোমবাতি টা নিভে যায়।
এর পরের যত গুলো মোমবাতি জ্বালান হয়, তা এক সাথে আর দুইজনের ভাল লাগে না, হঠাত হঠাত সম্ভবত লাগে। এ কারনে দুই জন মানুষ ঐ মোমবাতির সামনে থেকে চলে যায় না।


যদি ও এত ভালবাসা আমার পছন্দ না, তবে ঝাঁঝাল পুষ্টে কসিয়া পিলাচ। B-)
শুভ কামনা মাহমুদ ভাই, এখন ও নতুন গল্পের অপেক্ষায়। :( :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

মাহমুদ০০৭ বলেছেন: কবি মানুষ ভালোবাসার সওদা ত করবই :)

আমার কাছে ভালবাসা দুইটি মানুষের সামনে অন্ধকার ঘরে জ্বালান মোমবাতির মত। যেখানে প্রথম মোমবাতি টা প্রাথমিক ভালবাসা, যা দুইজন মানুষ ই পছন্দ করলে ও ধীরে ধীরে মোমবাতি টা নিভে যায়।
এর পরের যত গুলো মোমবাতি জ্বালান হয়, তা এক সাথে আর দুইজনের ভাল লাগে না, হঠাত হঠাত সম্ভবত লাগে। এ কারনে দুই জন মানুষ ঐ মোমবাতির সামনে থেকে চলে যায় না।


দারুণ বলছেন ত ভাই ! খুব ভাল লাগল কথাটা ।

ইনশাল্লাহ ভাই আর বেশিদিন ওয়েটে রাখব না , গল্প আসছে :)

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চমৎকার ভাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর দেখলাম আপনাকে বস ।
কেমন আছেন ?
:)

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্যপক । পোস্ট শোকেসে । রাইত বিরাইতে কামে লাগবে । ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: হেহেহে , রাইতে মন্ত্রী সাব ডায়লগ ছাড়বো , বুঝি ত আমরা :)
তয় ভাই কবির নামটাও একটু কইয়েন :P

মন্ত্রীর শো কেসেৃ আমি ! পুরাই খুশিতে ফিদা হইয়া গেলাম ভাই :)

ভাল থাইকেন ভাই , শুভকামনা রইল । :)

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

*কুনোব্যাঙ* বলেছেন: কাহলিল জিব্রানের দ্যা প্রফেট পড়ে কেন জানি আমার ভালো লাগেনাই। যদিও অত্যন্ত বিখ্যাত একটি বই। কিন্তু কোন এক বিচিত্র কারণে বইটাতে আমি আগ্রহ পাইনি। তারপর জিব্রানের আর কোন লেখা পড়া হয়নি। দেখি আপনার লিংকগুলো থেকে পড়ার আগ্রহ পাই কিনা। পোষ্ট এবং লিংকের জন্য অনেক ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: এই অংশগুলো '' সেন্ড অ্যান্ড ফোম "" গ্রন্থ হতে নেয়া হয়েছে ।

যদি আগ্রহ পান , তবে অবশ্যই জানাবেন ।
আমি জিবরান কে নিয়ে আরো লিখব ।
ভাল থাকুন ভাই , অনেক দিন পর আসলেন আমার ব্লগে ।
আপনাকে দেখে খুব ভাল লাগল ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

শান্তির দেবদূত বলেছেন: :) ভাল লাগলো। নাম শুনেছিলাম কিন্তু আগে কখনো পড়া হয়নি। এবার পড়া হলো। অকাল প্রয়াণ কবি!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :) আপনাকে দেখে খুব ভাল লাগছে :)
ভাল থাকুন ভাই , উনাকে নিয়ে আরও লিখার প্ল্যান আছে । আশা করি
পাশে থাকবেন :)
শুভকামনা রইল ।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ +++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল অনেক ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মস্তোফা মীর। নামটা দিন দিন অসহ্য লাগছে। অনেক ভালো কাজ করেন। হয়তো তাই।

পোস্ট সোকেসে উঠিয়ে রাখলাম।

ভালো থাকুন, সব সময়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: উনার একটা উপন্যাস পড়েছিলাম । আসলেই উনি ভাল লিখেন ।

প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ ।
ভাল থাকুন সজিব ভাই :)
শুভকামনা রইল ।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

শূন্যবতী বলেছেন: +++++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ :)
ভাল থাকুন এন্ড শুভকামনা রইল :)

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চার নাম্বার কোট পড়ে তো টেনশন খেয়ে গেলাম ভাই !!! :( :( এর আগে জিবরানের লিখা পড়া হয়নাই, আপনার বদৌলতে কিছু পড়া হলো । ধীরে ধীরে সব লিঙ্কই শেষ করবো আশা করি । অনেক ধন্যবাদ । শুভেচ্ছা । +++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , আপনের কথা কি কমু ভাই আমি নিজেই ত .........।
জিবরান সম্পর্কে আরো পোস্ট দিব আশা করি পাশে পাব আপনাকে ।
আপ্নাকেও ধন্যবাদ শাহরিয়ার ভাই ।
ভাল থাকুন , শুভরাত্রি :)

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট মাহমুদ ভাই ।


+++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই :)
ভাল থাকুন , শান্তিতে থাকা হোক :)

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার একটা পোষ্ট মাহমুদ ভাই ! সময় করে লিঙ্ক গুলোতে ঘুরে আসবে !
তার বাণীগুলো খুব মনে ধরেছে , জীবন থেকে নেয়া বলে হয়তো !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

মাহমুদ০০৭ বলেছেন: এটাই ভাই , কি ফিল কইরা এই বান্দায় লিখছে কে জানে !!
ভাল থাকুন অভি ভাই , শুভকামনা রইল অনেক । :)

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “একজন নারী তার মুখের হাসি দিয়েই অবগুণ্ঠন তৈরি করতে পারে।”

সবগুলোই বক্তব্যই খাসা!

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য, মাহমুদ লাকি সেভেন ভাই :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মইনুদ্দিন ভাই :)
মাহমুদ লাকি
তাই ভাগ্য
মাহমুদ কে দেয় ফাঁকি !!

ভাল থাকা হোক । আপনার হাসিমাখা মুখ আসলেই মন ভাল করে দেয় :)

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অদৃশ্য বলেছেন:




চমৎকার পোষ্ট

কয়েকবার আসতে হবে লিঙ্কগুলোতে যাবার জন্য...


শুভকামনা...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: যতবার ইচ্ছে ততবার আসবেন ভাই :)
ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ......

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

গোর্কি বলেছেন:
-সুন্দর শিক্ষণীয় পোস্ট।
-পোস্ট প্রিয়তে রাখলাম লিঙ্কগুলো আরও বিষদভাবে ঝালাই করে নেবার জন্য।

-খুব ভাল থাকবেন সুপ্রিয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই , সামনে আরো দেবার ইচ্ছে আছে ।
সাথে পাব আশা রাখি :)
ভাল থাকুন ভাই , শুভকামনা রইল :)

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: ১১ নাম্বার পয়েন্ট ঠিক আছে। তবে ভালোবাসা , হৃদয় নিয়ে প্রতিটা মানুষের ভাবনাই স্বতন্ত্র ! লিঙ্ক গুলোতে সময় পেলে পরে ঢু মারবো !

বিদ্যুতের সমস্যা আসলেই দারুন ভোগাচ্ছে !!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই আপা , কারেন্ট খুব ভোগাচ্ছে ।

সেটাই , একেকজনের ভাবনা একেকরকম ।
তবে উনার কথাগুলা আসলেই ভাবার মত , যত পড়ি ততই মনে হয় একটা অন্য জগতে চলে যাচ্ছি , বিশেষ করে উনার লিখা ও ছবি একসাথে মিলিয়ে পড়লে ।

ভাল থাকুন আপা । :)
শুইভকামনা রইল ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মাহমুদ০০৭ বলেছেন: শুভকামনা হবে । :)

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: প্রতিটি কথাই ভাবার মতো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই , হাসান ভাই ।
লৌকিক - অলৌকিকের মিশ্রণে গড়া উনার রহস্যময় জগত , খুব কাছে টানে ।

ভাল থাকুন প্রিয় হাসান ভাই ।
শুভকাময়ান রইল অনেক । :)

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

শাহেদ খান বলেছেন: শাহবাগে'র ন্যাশনাল লাইব্রেরি থেকে জিবরানের বইয়ের অসংখ্য পাতা ফটোকপি করিয়ে রাখতাম যখন-তখন... এবং আরও অনেকের। এখনও অফিসে বসে সেইসব পাতাগুলো পড়া হয় মাঝে মাঝে।

জিবরানের কথাগুলো সংক্ষিপ্ত, তাই ঘনত্বও বেশি থাকে; তবু কত সরল আর অকপট। তাই এত ভাল লাগে।

অনেক লিঙ্কসহ সমৃদ্ধ একটা পোস্ট। ভাল লাগা জানবেন, মাহমুদ।

আচ্ছা, নাম নিয়ে একটা প্রশ্ন। কবি'র নামের প্রথম অংশ 'Kahlil'-কে অনেকে 'খলিল' বলে কেন? তার নাম যদি আসলেই 'Khalil' হত, তাহলে কি বাংলায় কেউ 'কাহলিল' বলত বলে মনে হয়? স্রেফ জানার জন্য প্রশ্নটা করা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: জিবরানের কথাগুলো সংক্ষিপ্ত, তাই ঘনত্বও বেশি থাকে; তবু কত সরল আর অকপট। তাই এত ভাল লাগে।

- সংক্ষেপে সারাৎসারটাই বলে দিলেন শাহেদ ভাই :)
ভাল লাগা বুঝে নিলাম :)

হা , বাংলায় অনেকেই কাহলিল লিখছে ।।

কবির ব্যাপ্টাইজ নাম, জিবরান খলিল জিবরান । মধ্যনাম, খলিল । নামের আরবী অক্ষর-ক্রম : খা, লাম-ইয়া এবং লাম । মায়ের সাথে আমেরিকার ম্যাসাচুসেটস স্টেইটের রাজধানী বোস্টনে আসার দুইমাস পর স্কুলে ভর্তি হতে যান। আগে কোনো ফরমাল শিক্ষা না থাকায় তাকে গ্রেডহীন অভিবাসী ছেলেমেয়েদের জন্য বরাদ্দ শ্রেনীতে ভতি করা হয়। ভর্তির সময় তার নাম রেজিস্ট্রেশনে হয় ভুল। ‘খলিল’ -এর জায়গায় লেখা হয়ে যায় ‘কাহলিল।
এই হল ঘটনা :) তাই খলিল লিখলাম । :)

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই , অনেক অনেক ।
আরেকটু নিয়মিত ব্লগে দেখতে চাই আপনাকে :)
শুভকামনা রইল আপনার প্রতি ।



২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

প্রত্যাবর্তন@ বলেছেন: জিবরানের চমৎকার কিছু কথামালা পড়ে জানার ভান্ডার সমৃদ্ধ হল ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
সামনে আরও দেবার ইচ্ছে আছে । আশা করি সামনে পাব আপনাকে :)
ভাল থাকুন ভাই
শুভকামনা রইল অনেক :)

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। প্রতিটি কথাই এক একটি দর্শন!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: হা ভাই । আপনাকে দেখলেই ভাই আপনার ঐতিহাসিক পোস্টের কথা
মনে পরতাছে , এতদিনে ভাই আপনার প্রপিকের সাথে আপনার ব্যক্তিত্বের মিল পাইতেছি ।:P

আসলেই ভাই উনার লিখার গভীরতা খুব বেশি । এই জন্য উনার লিখা ভালা পাই ।
ভাল থাকুন প্রিয় কা ভা ভাই , শুভকামনা রইল অনেক :)

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুণ পোস্ট +++++++ রইল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।
শুভকাময়ান রইল অনেক । :)

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সায়েম মুন বলেছেন: ভাবনাময় কথামালা। খুব ভাল লেগেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

মাহমুদ০০৭ বলেছেন: সামনে আরো ইচ্ছে আছে দেবার ।
জিব্রানের কথামালা আসলেই ভাবনাময় ।
ভাল থাকুন প্রিয় সায়েম ভাই
:)
শুভকামনা রইল অনেক ।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

নেক্সাস বলেছেন: কথাগুলো ভাবছি মাহমুদ ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে ভাল লাগল নেক্সাস ভাই :)
ভাল থাকুন ।
শুভকামনা রইল অনেক ।

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই এরকম একটা সুন্দর লেখার জন্য।আপনি অনেক কেই একজন বিখ্যাত কবির সাথে পরিচয় করিয়ে দিলেন।আপনার মাধ্যমে অনেকেই কাহলিল জীবরান কে জানবে( আমরা বাংলায় খলিল বলি কারণ এটা কমন নাম এবং উচ্চারণ বাংলায় কিন্তু আসল উচ্চারণ হবে কাহলিল এটা লেবানিজ)। আমি প্রথম ওনার নাম জানতে পারি এবং কবিতা পড়ি বুদ্ধদেব গুহের মাধুকরি নামক উপন্যাসে কিন্তু তখন ক্লাস এইট কিংবা নাইনে পড়ি,ওনার কবিতা বোঝার ক্ষমতা ছিলনা। পরে আরো বড় হয়ে পড়ি।আপনি সেই পুরাতন দিনের কথা মনে করিয়ে দিলেন।কিছুদিন আগে আবারো মাধুকরি বইটা পড়লাম এবং এখন মনে হয় পূর্ণাঙ্গ বুঝতে পারলাম বইটাকে।তিনি আজ থেকে ঠিক ১০০বছর আগে জন্মেছিলেন এবং বেঁচেছিলেন মাত্র ৪৮বছর কিন্তু তার কবিতা গুলো খুবই আধুনিক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।

আমি প্রথমে উনার নাম কাহলিল লিখেছিলাম ।
কিন্তু কবি রেজা নূর ভাইয়ের কাছ হতে জানলাম -


কবির ব্যাপ্টাইজ নাম, জিবরান খলিল জিবরান । মধ্যনাম, খলিল । নামের আরবী অক্ষর-ক্রম : খা, লাম-ইয়া এবং লাম । মায়ের সাথে আমেরিকার ম্যাসাচুসেটস স্টেইটের রাজধানী বোস্টনে আসার দুইমাস পর স্কুলে ভর্তি হতে যান। আগে কোনো ফরমাল শিক্ষা না থাকায় তাকে গ্রেডহীন অভিবাসী ছেলেমেয়েদের জন্য বরাদ্দ শ্রেনীতে ভতি করা হয়। ভর্তির সময় তার নাম রেজিস্ট্রেশনে হয় ভুল। ‘খলিল’ -এর জায়গায় লেখা হয়ে যায় ‘কাহলিল।

তাই খলিল লিখেছি । আপনি নিশ্চিত থাকলে ( যে লেবানিজ উচ্চারণ কাহলিল হবে ) আমাকে বলুন আমি অবশ্যই পরিবর্তন করব ।

আসলে আমি নাম বিষয়ে এক্টূ সেনসিটিভ । বরাবর নাম লিখতেই ইচ্ছে করে ( আমাদের ভাষায় যতটুকু শুদ্ধ লিখা যায় । )

ইংরেজরা লিও টলস্টয় লিখে বলে আমিও লিখব এটা মানতে পারি না ।

ধন্যবাদ ভাই । আমি জিব্রান পড়ছি মাত্র সেদিন , আর আপনি ক্লাস নাইনেই প্রথম পড়েছেন । পাঠক হিসেবে আপনি অনেক অগ্রসর ।
জেনে খুব ভাল লাগল ভাই । যে লিখা জীবনকে কিছু দেয় তা অবশ্যই
পড়া উচিত ।

আমি মনে করি মাধুকরি বুদ্ধদেব গুহ অর শ্রেষ্ঠ বই ।

আমার খুব প্রিয় লিখক । বুদ্ধিজীবী রাইটার ।

জিব্রান সবসময়েই আমাদের মাঝে আলোচিত থাকবেন ।
ভাল থাকুন ভাই :)
শুভকামনা রইল ।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ ভাই।আপনি যেটা বললেন নাম নিয়ে সেটা ঠিক আছে আমিও তাই পড়েছি।তবে বুদ্ধদেব গুহ কাহলিল বলেছিলেন।আসলে পার্থক্য আরবী থেকে আমরা যখন বাংলায় বলি।যেমন আমার নামের শেষে মুনির আছে।এটা সঠিক আরবি উচ্চারণ কিন্তু আমরা বাংলায় বলি মনির। দুটোই এক।আমাকে বেশিরভাগ জায়গায় নাম বলে দিতে হয় যে ভাই মুনির লিখবনে।কারন ৯৯%সময় লেখে বলার পরেও লিখে মনির।খলিল আসলে বাংলা আর আরবি কাহলিল।দুটোই এক।
আপনার নামের ব্যাখ্যা এখানে যেটা আপনি বলেছেন।
Click This Link
তবে বায়োগ্রাফি বা উইকি এবং তিনি বেশির ভাগ যে নামে পরিচিত সেটা। দেখুন।
http://www.katsandogz.com/gibran.html
উইকি
http://en.wikipedia.org/wiki/Kahlil_Gibran
নামের বানানের পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলা ও আরবি নামের উচ্চারনে পার্থক্য হয়ে যায়। আসলে এমন কোন বড় বিষয় না। সেজন্যে আমি শুধু ব্রাকেটে বলেছি বাংলা উচ্চারণ।না হলে বলেই দিতাম যে ঠিক করুন।
ইংরেজরা লিও টলস্টয় বলে ইংলিশে কিন্তু আসলে রাশান ভাষায় ট নাই। ওখানে হবে ত।যাই হোক কাহলিল আর খলিল একই।আপনাকে আবারো ধন্যবাদ লেখাটির জন্য।অনেক তথ্য দিয়েছেন।ভাল লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে আন্তরিক ও তথ্যবহুল মন্তব্য করার জন্য । লিঙ্ক
ঘুরে এলাম ।
সামনে উনাকে নিয়ে আরো পোস্ট দিব । আশা করি পাশেই থাকবেন ।
আপনার মন্তব্য পোস্টকে সমৃদ্ধ করল ।
ভাল থাকুন ভাই , অনেক অনেক :)
শুভকামনা রইল আপনার প্রতি ।

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ সব বাণী !

এই পোস্ট টা পড়ে দেখতে পারেন
Click This Link

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: লিঙ্ক ত কাজ করছেনা মাসুম ভাই ।
:) হারিয়ে গিয়েছি... এইতো জরুরী খবর! এমন টা দেখাচ্ছে ।
ভাল থাকুন মাসুম ভাই :)
শুভকামনা রইল অনেক ।

৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

শাহেদ খান বলেছেন: নামের ব্যাপারে এমন পরিস্কার আলাপের জন্য অনেক ভাল লাগা জানবেন, মাহমুদ। তারপর ব্লগার ভোরের সূর্য'র আলোচনায় বিষয়টা আরও বিস্তারিত হল।

এমনটা ভাল লাগে। 8-|

শুভেচ্ছা দু'জনকেই !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে শাহেদ ভাই :)
ব্লগার ভোরের সূর্য ভাইয়ের জন্য পোস্ট খানা আসলেই অন্য মাত্রা
পেয়েছে ।

আমার নিজেরো খুব ভাল লেগেছে । এজন্য উনাকে আবারো খাটি
একখান ধন্যবাদ উপহার দিলাম :)
আপনার মন্তব্যের কারণে ভাললাগার আমেজটা পরিপূর্ণ হল ।
আন্তরিক পরিবেশ আসলেই ভাল লাগে ।

আপনার জন্য রইল হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা ।

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই :)

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার এখানে তো লিংকটা কাজ করছে! জিবরানের খুব দারুণ একটা লেখা লিংকে আছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

মাহমুদ০০৭ বলেছেন: কি জানি ভাই , আবারো ট্রাই করলাম , পেজে যাওয়া যাচ্ছে না ,
বুঝতে পারছি না , কি সমস্যা ।

হয়ত আমার ব্রাউজে সমস্যা হতে পারে ।
লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ মাসুম ভাই :) খলিল জিব্রান কে জানার আরো সুযোগ তৈরি হল সবার জন্য আপনার শেয়ার এ ।
আমি অন্যভাবে চেষ্টা করে দেখি ।
ফিরতি মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ।
ভাল থাকুন মাসুম ভাই :)

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২০

ইমরাজ কবির মুন বলেছেন:

সুন্দর সব কোটেশন

২ ) যখন একজন পুরুষের হাত একজন নারীর হাত স্পর্শ করে তখন প্রকৃত
অর্থে তারা দুজনেই স্পর্শ করে অনন্তের হৃদয় ।
:P :P !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা, এইবার দেহেন কবি কত কামেল আছিল , আগেই জানত
এইভাবেই বর্ষা অনন্তের হৃদয় জয় করব !

ভালো থাকুন মুন ভাই আর আমার জন্য দোয়া রাখুন জ্বরে আক্রান্ত আমি !
শুভকামনা নিরন্তর !

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

তাসজিদ বলেছেন: যাকে তুমি ভালবাস , তুমি তার একজন দাস । কারণ তুমি তাকে ভালবাস এবং একজন দাস ভালবাসে তোমাকে কারণ সে ভালবাসে তোমাকে

কঠিন বাস্তব :( :(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই । তাসজিদ ভাই এটা খুব খাঁটি বাস্তব । :)
ভাল থাকুন প্রিয় ভাই :)
শুভকামনা রইল অনেক ।

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২

সায়েদা সোহেলী বলেছেন: ৭ , ১২,১৪ তে প্লাস দিতেই হয়

ভালোবাসা হচ্ছে ব্যাধি , ভাইরাস ব্যাধি যদি তা শক্তিশালী হয় তবে তা আলতো স্পর্শেই অন্যজনকে আক্রান্ত করবে! ! ----- এস এস :)

লিঙ্ক গুলো তে ক্লিক না করেই মন্তব্য করলাম /:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: খুব সংবেদনশীল কোটেশন গূলো তুলে ধরেছেন ।


সমস্যা নেই , পরে দেখে নিবেন । :)
ভাল থাকা হোক আপু :)
শুভকামনা রইল ।

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বেশ কিছু অমূল্যবাণী ।ওগুলোর ব্যাখ্যা করতে গেলে অনেক পৃষ্ঠা হয়ে যাবে। কিআর বলবো ভাল লেগেছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
ভাল থাকুন :)

৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর।

পুরুষ নারীর ছোটখাটো ত্রুটিকেও ক্ষমা করে না , তেমনি উপভোগ করে না নারীর সদগুণ গুলো ।

তবে এই কথাটা ঠিক না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

মাহমুদ০০৭ বলেছেন: হুম একদম বেঠিক ও না !
:)
আসলে একেকজনের ধারণা তার অভিজ্ঞতায় একেকরকম এই আর কি !
ভাল থাকুন প্রিয় খেয়াঘাট ভাই ,
শুভকামনা রইল অনেক ।

৩৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: ইন্টারেস্টিং ! পেপারে পত্রিকার জন্য জিবরান পরিচিত হলেও তার তেমন কোন লেখা পড়া হয়নি ।

এমনি তেও অনুবাদ সাহিত্য খুব কম পড়া হয়েছে , লিঙ্ক গুলো এক সাথে দেয়া তে ভালই হল , কোন এক সময় পড়া যাবে !

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

মাহমুদ০০৭ বলেছেন: সাথে থাকুন , পড়া হবে জিবরান
:)
ভাল থাকুন আপু , অনেক অনেক ।
শুভকামনা রইল আপনার জন্য । :)

৪০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

আরজু পনি বলেছেন:

োস্ট দেখে আগে প্রিয়তে নিয়ে, লাইক দিয়ে তারপর বসলাম মন্তব্য দিতে... সব মিলিয়ে দারুণ পোস্ট !

অনেকই আছে কোট করার মতো কিন্তু-


পুরুষ নারীর ছোটখাটো ত্রুটিকেও ক্ষমা করে না , তেমনি উপভোগ করে না নারীর সদগুণ গুলো ।


এটা বেশিই পছন্দ হলো ;)


ইলিশ পড়তে এসেছিলাম ... মনে হলো এটা আগে দেখে নেই তারপর আরেক সময় ইলিশ পড়বো ..যদিও জানি আপনার একেকটা গল্প মানের অসাধারণ কিছু ...

অনেক শুভকামনা রইল মাহমুদ ।।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: আমাকে তুমি করে বলবেন আপু ।
:) বয়সে ত এখনো অনেক পিচকা আমি !

হাহাহা , কোটের কথাটা কিন্তু অধিকাংশ সময়েই ঠিক , গুনাবলিতে
পুরুষেরা নারী হতে একটু উপরে থাকতে চায় , আর নারীরা গুণাবলিতে
যদি পুরুষের চেয়ে এগিয়ে থাকে তাইলে এটা নিয়ে ইনফিনিওরিটি কমপ্লেক্সে ভুগে ।
আর ছোটখাটো ত্রুটিকেও ক্ষমা করে না এটা ত বলাই বাহুল্য ।

অকে আপু সময় করে পড়ে নিলেই হল ।
ভাল থাকুন আপুনি । শুভকামনা রইল অনেক । :)

৪১| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৮

বৃতি বলেছেন: প্রিয়তে নিচ্ছি । পোস্টে প্লাস ।

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভকামনা রইল আপনার জন্য । :)

৪২| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৩

অ্যামাটার বলেছেন: জিবরান ভাল লাগে!
তার নাম কি খলিল না কাহলিল? আর জিবরানের জায়গায় অনেকে গিবরানও বলে। কোন্‌টা যে সঠিক :(

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।

নামের ব্যাপারে উপরের দিকের কমেন্ট ( ২৯ , ৩০ নং ) পড়লে আপনি ক্লিয়ার হবেন । ইংরেজিতে গিবরান লিখা হয় ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল অনেক ।

৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: স্কুলের করণিকের ভুলের কারণে খলিল জিবরান কাহলিল জিবরান হয়ে গিয়েছিলন, এটাই ঐতিহাসিক সত্য, যেমনটা আমাদের দেশেও হরহামেশা হয়ে থাকে (উইকিপিডিয়ায় দেখেছি)।
অনেকগুলো লিঙ্ক দিয়েছেন, সময় করে পড়ে নেবার আশা রাখি। তথ্যসমৃদ্ধ লেখা, 'লাইক' দিলাম।
মন্তব্যের মধ্যে ১ নম্বরটাই এক নম্বর।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) ১ নাম্বারটাই ১ নাম্বার জেনে মজা পেলাম :)
ভাল থাকবেন

৪৪| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন: কয়েকটা উদ্ধৃতি আগে জানা থাকলেও বাকিগুলো এখনই জানলাম । ভালো লাগলো পড়তে ।
বাকি লিংকগুলোও পড়ার ইচ্ছে আছে ।

২৩ শে জুন, ২০২০ রাত ১২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ঠিক আছে। :)
শুভকামনা

৪৫| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মিরোরডডল বলেছেন: 'Beauty is not the face, beauty is a light in the heart'
কথাটা সো ট্রু , তারপরও মানুষ সুন্দরের পূজারী ।

'If you love somebody, let them go, for if they return, they were always yours. And if they don't, they never were.'

এটা যদিও সবসময় সত্যি হয়না । অনেক সময় out of sight, out of mind .
দীর্ঘদিন দূরে থাকলে মানুষ সময়ের সাথে বদলে যায় । তাই বলে অতীত মিথ্যা হয়ে যায়না । সেই সময়ের জন্য হয়তো সে তার ছিল । সময়ের সাথে হৃদয় হাত বদল হয় ।

'Tenderness and kindness are not signs of weakness and despair, but manifestations of strength and resolution.'

ট্রু , কাইন্ডনেসকে অনেকেই দুর্বলতা ভেবে ভুল করে । কাইন্ড পিপল অনেক সহনশীল হয় আর সহনশীলতা অনেক বড় একটা গুন ।

অনেক বেশীই বলে ফেললাম । :|

২৬ শে জুন, ২০২০ রাত ১২:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন: হ্যা, তাই ত বলা হইছে আগে দর্শনধারী,পরে গুনবিচারী।
out of sight, out of mind .- এইটা হইলে বুঝবেন ভালবাসা টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে নাই।
সময় হইল সবচেয়ে বর প্রভাবক ও পরীক্ষক।এই জটিল ও কঠিন পরীক্ষায় সবাই পাস করতে পারে না।
না,বেশি হয় না। পড়ার পর যদি ভাবনা তইয়ার না হয়,অইটা ইফেক্টিভ পাঠ হয় না।
ভাল থাকেন
শুভরাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.