নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মিক্স প্যাকেজ - ন্যানো গল্প / অণুগল্প /চোঙ্গাগল্প / অনুপদ্য / কবিতা

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

পোস্ট টি ভাগ ভাগ করে দেয়া আছে । চাইলে স্কিপ করে পড়ার সুবিধা

আছে ।

নিবেদন - প্রিয় মানুষ ব্লগার মিসির আলি ভাইকে।



ন্যানো গল্প



১ ) কাঁক



বাচ্চা কাক তার মাকে বলে - আচ্ছা মা ! মানুষ আমাদের ঘৃণা করে কেন ?

মা ;- মানুষকে কাচকলা দেখিয়ে দিব্যি টিকে আছি ত তাই । শেষ করে দিতে পারলে দেখতি - জাদুঘরে রেখে সম্মান জানাত ।



২ ) ইতিহাস

পিপড়াকে ইতিহাস লিখতে বলা হল ।

জবাবে পিপড়া - ওরে বাবা ! ওটা বরং মানুষেরই থাক ।



৩ ) নিরামিষ তরকারির অভিযোগ :-

এত ভাল সহজপাচ্য উপকারি পাঁচমিশালি তবু লোকে আমায় নিরামিষই

ডাকে !

৪) ফেসবুক স্ট্যাটাস - আগে আমি ব্যবহৃত হতাম এখন আমি ব্যবহার করি !



৫ ) ধনী হবার রহস্য



ছেলে - বাবা ! তুমি কিভাবে ধনী হলে ?

বাবা হাসলেন । আমি ছিলাম আলিবাবার মত । ডাকাতের পিছন পিছন ঘুরতাম । শেষে শিখলাম চিচিং ফাঁক !



৬ ) সেরা



জনৈক সাহিত্যবোদ্ধা - সেক্সপিয়ার এর সবচেয়ে সেরা লিখা কোনটা বলে আপনার মনে হয় ?

সৈয়দ মুজতবা আলি - হ্যামলেট । ঐ একটাই পড়েছিলুম কিনা !



জনৈক সাহিত্যবোদ্ধা - সেক্সপিয়ার এর সবচেয়ে সেরা লিখা কোনটা বলে আপনার মনে হয় ?

আমি - জুলিয়াস সিজার । উনার লিখক জীবনের সেরা বাক্য হচ্ছে '' ব্রুট্টাস তুমিও ! "'

জনৈক সাহিত্যবোদ্ধা - সেকি ! কেন ?

আমি -মীরজাফরের দেশের লোক কিনা ! ওটাই সবচেয়ে বেশি বাজে !



৭ ) প্রয়োজন

- আচ্ছা আমেরিকা ! আপনি সবসময় শোষণ করেন কেন ?

- প্রয়োজনে !

- সেকি ! প্রয়োজনে কেউ শোষণ করে নাকি ! শোষণ মানেই ত অতিরিক্ত !

- আপনি আমাকে জিজ্ঞেস না করে পিপড়ার দিকে তাকালেই পারতেন ।

পিপড়া কেন ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করে ?



আমার জানা আছে ১) হাতি কাঁদায় পড়লে চামচিকাও লাথি মারে ।

২ ) গরীবের বউ সবার ভাবি হয় ।



৮ ) জীবন কি ?

- প্রথম ২৫ বছর পাগলামি , পরের ২৫ বছর সংগ্রাম , বাদ বাকি বছরগুলো অনুতাপ ।



৯ ) তালিকা

এক পোকা আরেক ভিন্ন জাতের পোকাকে জিজ্ঞেস করল , কেমন আছেন ?

- খুব ভাল ! এই ত কিছুদিন আগেই আমার এক পুত্রবধু শখানেক নাতির জন্ম দিল । আরেক পুত্রবধুও দিব দিব করছে । সব মিলিয়ে এখন আমার পরিবারের সংখ্যা ৫০০০। দোয়া রাখবেন ।

বছরখানেক পর আবার দুজনের সাক্ষাত হল । আগেই মতই পোকাটি জিজ্ঞেস করল - কেমন আছেন ?

- খুব খারাপ ! আমার পরিবারের কেবলমাত্র ৫ বাদে বাকি সবাই মারা গেছে । আমরাও কখন মরি কে জানে !



- বলেন কি ! এমন অবস্থা কিভাবে হল ?

- গতবার মানুষের উপকারি পতঙ্গের তালিকায় ছিলাম , এবার অপকারি

তালিকায় !



১০ ) আসল কথা



মাটিকে জিজ্ঞেস করা হল - আপনি এত হাসেন কেন ?

মাটি - হাসব না ? সবার কি বাহাদুরি অথচ কদিন বাদে আমার কাছেই

সবাই আসে !

১১ ) - ক্লাসিক সাহিত্য কাকে বলে ?

- যার নাম শুনলে সবাই নম নম করে কিন্তু কেউ পড়ে না ।



১২ ) প্রশ্ন - হিটলার কখন বিখ্যাত হবে ?

উত্তর - যখন জার্মানি ইতিহাস লিখবে ।



১৩ ) ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ?

- গানের ক্যাসেটে ।

১৪ ) বিশ্বকবি



বিশ্বকবি রবীন্দ্রনাথ কি ফুটবল খেলতেন ?

- হ্যাঁ ।

কোন পজিশনে খেলতেন ?

- স্ট্রাইকার ।

কবি খেলার সময় প্রায়ই বলতেন ' বল দাও মোরে বল দাও ''

এতে কবির গোল করার নিমিত্তে আকুতি প্রকাশিত হইয়াছে ।



অণুগল্প

১ ) নাদুপটকার গল্প



এক যে ছিল নাদুপটকা ।সবাই নাঙ্গাকাল হতে বুড়ো , খোঁড়া ,মোটা নাদুপটকাকে দেখে আসছে । নাদুপটকা নাম কেন জানেন ? তার পেট টা ছিল ঢোলের

মত বিরা আআআআট বড় । প্রতিদিন সন্ধ্যেয় গ্রামের সবাই নাদুপটকাকে ঘিরে ধরত , ছেলে - বুড়া , কিশোর - যুবা , গোওও ও ও ল করে । অই যে শিক্ষিত সমাজ বলে না - জাদুবাস্তব , পরাবাস্তব , বাস্তব, আদিভৌতিক এমন সব গল্প রসিয়ে বানিয়ে ফুলিয়ে ফাপিয়ে ছেড়ে দিত । সবার হাসতে হাসতে চোখের পানি , নাকের পানি এক হত । এক গল্প শেষ ত , নাদুপটকা দম ছাড়ত হাআআ করে ।

নানা ! গল্প বলেন না ! ]

আর না নাতি ! শইল্যে যুইত পাই না !



দুয়েকবার খোসামুদ্দি করলে নাদুপটকা আবার গল্প বলত । সবাই হাসত । রাত হত ।গল্প সভা ভাঙত । আবার পরদিন সন্ধ্যেয় ।

হঠাৎ একদিন কেউ এলনা । পরের দিন , পরের দিন , একসপ্তাহ , দুইসপ্তাহ । ব্যাপার কি ! নাদুপটকা অস্থির হয় । খুড়িয়ে খুড়িয়ে ঘরের বাইরে বের হয় । রাস্তা ধরে হাটতে থাকে , কিছুদুর গেলেই বাজার ।

ওমা ! চায়ের দোকানে ভিড় কেন ? ঐ ত ওরা সবাই ! । নাদুপটকা

কাছে গিয়ে দেখে , চারকোনা একটা বাক্স , বাক্সের ভেতর একটা মেয়ের

মুখ , মুখ থেকে গলগল করে কথা বেরুচ্ছে । গাইছে - গান গাইছে । সবাই হা করে ওদিকে তাকিয়ে আছে , কোন কথা নেই , কেউ তার দিকে তাকাল পর্যন্ত না ।

নানাও হা করে অনেকক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে থাকে , ৮০ বছর বয়সের জীবনে কখনো এমন অবাক হন নি তিনি । কিভাবে এতটুকুন

বাক্সে এতবড় মেয়েটা ঢুকল , আবার গান ও গাইছে , কিভাবে ? খুব ভেবে ও তিনি এমন তেলেসমাতির কূলকিনারা ভেবে পান না।



অনেকক্ষণ পর নাদুপটকার দিকে এক বাচ্চা ছেলের চোখ গেল ।



- আরে নানা ! বসেন , বসেন !

- এইটা কিরে ? নানা জিজ্ঞেস করেন ।

- আল্লাগো ! চিনলেন না নানা ! এইটা টিভি । পনের দিন হইল হাশেম

ভাই আনছে । যেই সুন্দর সুন্দর সিনারি দেখায় নানা !

ও ! - কেন যেন নানার চোখে জল এল ।

সে রাতেই তিনি মারা গেলেন ।



অণুগল্প

২ )

রাস্তা হতে বেশ খানিকটা দূরে বড় একটা গাছের আড়ালে লোকটা দাঁড়িয়েছিল । হাতে পাথরের একটা টুকরা । বেশ কিছুক্ষণ পর

রাস্তা ধরে একজনকে আসতে দেখা গেল । তাকে দেখা মাত্রই গাছের আড়ালে দাঁড়ানো লোকটা নড়েচড়ে উঠল । আরেকটু কাছে আসুক সোজা কপাল বরাবর মারা যাবে - ভাবল লোকটা ।হঠাৎ

তার পাথর ধরা হাতটায় কারো স্পর্শ টের পেলেন ।

আরে আরে করেন কি ! পাথর দিয়ে মারবেন না - বলতে বলতে আগন্তুক

তার হাত থেকে পাথরটা কেড়ে নিল ।



হাতের নাগালে চলে এসেছিল ঠিক

মারার মুহূর্তেই ....... ক্রমশ দূরে চলে যাচ্ছে ...লোকটার মেজাজ একদম চড়ে গেল ।



কে আপনি ? এমন করলেন কেন ? - কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল লোকটা ।



- আপনি কখনো পাথর দিয়ে মারবেন না । পাথরকে পাথরের মত থাকতে

দিন ! আপনি কি জানেন মানুষের গায়ে পাথর লাগলে পাথর ব্যথা পায় ।

সন্দেহ নেই পুরাই পাগল । - লোকটা মনে মনে বলে এবং হেসে দেয় ।



- আপনি হাসছেন ? আপনি কি পবিত্র গ্রন্থে পড়েন নি পাথরের জীবন

আছে ? সেও কাঁদে !

তারপর আগন্তুক পাথরটা নেড়ে - চেড়ে দেখল অনেকক্ষণ , শেষমেষ হতাশ

হয়ে পাথরটা লোকটার হাতে দিয়ে বলে - না ! এটা না !



এতক্ষণ কি দেখলেন ? হীরে ভেবেছেন নাকি ? - লোকটার কণ্ঠে ব্যঙ্গ ।



- না ! আমি কাবিলের পাথর খুজছি ।

- মানে ? লোকটা অবাক ।



- কেন পবিত্র গ্রন্থে পড়েন নি কাবিল হাবিলকে পাথর মেরে হত্যা করেছিল ? কিন্তূ পাথরটার কি হল তার কোন উল্লেখ নেই । হঠাৎ কাঁদতে শুরু করে

আগন্তুক ,ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে -

আমি সেই পাথরটা খুজছি । এত খুজা খুজলাম তবু তারে পাই না ।



লোকটি হাউমাউ করে কাঁদতে থাকে ।







চোঙ্গা গল্প কি ?



ক্ষুদ্র অবয়বের হাল্কা , কৌতুকপ্রদ , ব্যঙ্গাত্মক গল্প । অন্তধর্মে হাসি ও ব্যঙ্গ

প্রধান , তবে হাসিটা উপরি ,ব্যঙ্গটাই আসল ।



প্রথম উদ্ভাবক চৌধুরী জহুরুল হক । প্রথম লিখা ১৯৬৬ সালে ।









‘চোঙ্গাগল্প’ নামটি গ্রহণ করার ক্ষেত্রে অন্য যে দিকদর্শী ভাবনা লেখককে অসাধারণভাবে উদ্বুদ্ধ করেছিল তাঁর মধ্যে রয়েছে চট্টগ্রামের আঞ্চলিক শব্দ ‘চুঁয়া’র (চোঙ্গার) বহুমুখী অর্থসৃজনী ক্ষমতা, বিশেষ করে ‘চুঁয়া (চোঙ্গা) ‘ফু দেঅনি চুঁয়া’ (ফু দেয়ার চোঁঙ্গা), চুঁয়াখেলা’ (চোঙ্গাখেলা), ‘ম্যাজিকের চুঁয়া’ (ম্যাজিকের চোঙ্গা) ও চোঙ্গা ফুঁকার অনুষঙ্গ।



লেখকের কথা:



১. চোঙ্গার মধ্য থেকে উদ্দিষ্ট বস্তুকে দেখতে হলে এক চোখেই দেখতে হয় আর সে দেখাটা হয় তীক্ষ্ম লক্ষ্যমুখী এবং তাতে স্পষ্ট হয়ে ওঠে বিশেষ বৈশিষ্যের রূপ-প্রকৃতি। ‘চোঙ্গাগল্প’ হবে সমাজের এ জাতীয় নানা অসংগতি-ভান-ভন্ডামি-মূঢ়তা আর স্ববিরোধিতার খন্ড বৈশিষ্ট্যের পর্যবেক্ষণ-প্রত্যক্ষণের শিল্পত রূপায়ণ।



২. চোঙ্গা ঝিমিয়ে পড়া আগুনকে তাতিয়ে তোলার জন্য ব্যবহৃত হয়। ভেবেছিলাম, চোঙ্গাগল্পের কাজ হবে, সাহিত্যের বেদনা-ভারাক্রান্ত স্যাঁতসেঁতে আবেগ ও ভাবপ্রবণ সমাজভাবনাকে আঘাতে আঘাতে চকিত রা, তাতিয়ে তোলা- চাঙ্গা করা।



৩. মাইকের বহুল প্রচলনের আগে ‘চোঙ’ বা ‘চোঙ্গা’ ছিল বক্তব্যকে দূরে পৌছে দেবার বাহন। মনে করেছিলাম, চোঙ্গা গল্প হবে হাস্য-রঙ্গ-ব্যঙ্গ প্রবণ বক্তব্যবাহক কথাসাহিত্যের একটি নব আঙ্গিক।



৪. ‘চোঙ’ বা ‘চোঙ্গা’ কখনো কখনো ম্যাজিশিয়ানদের ম্যাজিকের বাহনও হয়। সেই ক্ষেত্রে ‘চোঙ’ বা ‘চোঙ্গা’ হয় রহস্যময় এক নাটকীয় চমকের আধার। অতএব, চোঙ্গাগল্প হবে কৌতূহল উদ্দীপক নাট্যকীয় চমক সৃজনের গল্প।



৫. টেডী অর্থে যা বোঝায় চোঙ্গা গল্প হবে অনেকটা সে ধরনের- টাইট টাইট মূলের উপর সামান্য মাত্র ভাষা এবং ভাব-ভাবনার প্রলেপ।





চোঙ্গাগল্প খর্বাকৃতি গল্প। বস্তুত ছোট না হলে চোঙ্গাগল্প হবে না।



সর্বনিম্ম ছোটত্বের সীমারেখা নির্ণয়ের জন্য চোঙ্গা প্যান্টের মুখের কথা ভাবুন। অথবা যদি হঠাৎ সৌভাগ্যক্রমে কোন চোঙ্গাকে দেখা যায় তবে একচোখে দেখে নিন।



চোঙ্গা গল্পের বিষয়বস্তু হবে সাধারণ হালকা। কৌতুকপদ অথবা ব্যাঙ্গাত্মক। দাঁত মুখ খিঁচিয়ে চিন্তা করার মতো বিষয় নিয়ে চোঙ্গাগল্প না লিখলেই ভালো।



কারণ এতে চোঙ্গাগল্পের স্বভাব ধর্ম নষ্ট হবার সম্ভাবনা আছে।





উনার কিছু গল্প







১ ) শর্ত সাপেক্ষে



রাত্রে শোবার ঘরে শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছিলেন ভদ্রলোক।

স্ত্রী বললেন: এই শুনছো? তোমাকে তো একটা কথা বলা হয়নি।

: কী কথা?

: ছোটোখাটো একটা বিপ্লব ঘটে গেছে।

: কোথায়? কখন?

: খবর পেলাম আজই। তোমার বন্ধুর বোন শায়লা কাপড়-চোপড় আর যাবতীয় স্বর্ণ অলংকারসহ চট্টগ্রাম চলে এসেছে। ও আর ঢাকায় যাবে না। বলেছে, পড়াশোনা করবে এখানেই এবং কখনোই শ্বশুড় বাড়িতে ফিরবে না। স্বামী যদি চাকরি নিয়ে চট্টগ্রামে চলে আসে তো ভালো, না হয় তাকেও ত্যাগ করবে।

: ওদের প্রতিক্রিয়া কী?

: এই সব কথা শুনে ওর শাশুড়ি সাফ বলে দিয়েছেন, শায়লাকে কোন অবস্থাতেই আর ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে না। কেউ যদি ওকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়- শায়লার শাশুড়ি আত্মহত্যা করবেন।

: ভারি মুশকিল তো। শায়লা কী বলেছে?

: বলেছে, ও নিজে থেকে যদি শ্বশুর বাড়ি যায় ওর শাশুড়ি সত্যি সত্যি আত্মহত্যা করেন, তাহলে ও মত পরিবর্তন করতে পারে।

: তার মানে?

: ও আবার শ্বশুড় বাড়িতে ফিরে যাবে।



২ ) একাল-সেকাল



প্রথম পর্ব



“খোকন আমার, খোকন আমার, মুক্তো আমার হীরে”



প্রথম সন্তানকে কোলে নিয়ে সুর করে কবিতা আবৃ্ত্তি করেছিলেন জরিনা বেগম।



শেষ পর্ব



: হারামজাদা, শুয়োরের বাচ্চা, তোরা আমায় জ্বালিয়ে মারলি।



অষ্টম সন্তানকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বললেন ভদ্র মহিলা।





৩ ) সম্বোধন



প্রখ্যাত এক চিত্রকরের সঙ্গে খ্যাতিমান এক কথাশিল্পীর প্রথম পরিচয় ঘটে এক ক্লাবে। দু’জনই আমুদে আড্ডাবাজ।

আলাপ জমে উঠল অল্প সময়ে।

অর্ডার মতো পানীয় এল।

এক পেগ খাওয়ার পর চিত্রকর কথাশিল্পীর পিঠ চাপড়ে বললেন: আমি কিন্তু আপনাকে তুমি বলব।

দ্বিতীয় পেগ খাওয়ার পর চিত্রকর বললেন: তোমাকে আমি তুই বলব।

: বলবেন।

তৃতীয় পেগ খাওয়ার পর চিত্রকর বললেন: তোকে আমি শালা বলে ডাকব।

কথাশিল্পী বললেন: শালা!



আমার দুটি চোঙ্গাগল্প



১ ) তোমার উপন্যাস ৭ চ্যাপ্টারে কেন ?

- জানেন ত মামা , মিলান কুন্ডেরার প্রিয় সংখ্যা ৭ ।

তিনি ৭ চ্যাপ্টারে উনার উপন্যাস শেষ করেন ।

যেহেতু আমি উনার ভক্ত আর ৭ সংখ্যাটি লাকি তাই আমিও .............

- রাবিশ ! এসব থার্ডক্লাস সেন্টিমেন্ট নিয়ে এখনও বসে আছ ? আমার গেঞ্জির দিকে তাকাও ...

- মামা ! তোমার গেঞ্জিতে তে ৭ টা ৭ !

- হুম ! তোদের এই সব ফালতু কুসংস্কারের প্রতিবাদ স্বরূপ আমি আমার গেঞ্জিতে...



২ )



- সকালে কি খাইছ ?

- ভাত

- দুপুরে ?

- ভাত ।

- রাতে ?

- ভাত !

- রাবিশ ! এই কারণেই বাঙালি গেল !







অনুপদ্য



১) যত ভুল

তত ফুল !



২) সোনাবতি রাজকইন্যে

কুথায় তুমার ঘর

তুমার লাগি পইড়া থাকে

আমারি অন্তর ।।



৩ )



ওহে পরী !

আমি রক্ত হয়ে ঝরি !



৪) নাগর আলি ভালবাসা

মিছে কথা , মিছে আশা !!



৫) ভালবাসি

তাই কাছে আসি ।



৬) রক্ত ছেঁচে মুনাফা বাড়ায় যারা

অমোঘ নিয়মে বেঘোরে মরে তারা ।



৭) এখনও আজান হয় , নড়ে পাখির ঠোঁট

কেউ ত বলে না , ওঠ বাবা ! উঠ ।



৮ ) মশা ত আমার চতুর প্রেমিকা, রক্তে আকিছে চুমা

তাহারি পরশে প্রতিটা রজনী কাটিতেছে অরঘুমা !!

মশা দিতাছে প্রেমের পদ্ম আমি নাহি পারি নিতে

তথাপি মশা দিতাছে আশা মনোরম সঙ্গীতে !!



আমারে মশার লাগিছে ভাল মশারীও তা জানে

খুলিয়া রাখিছে তাহারি ফটক স্থানে স্থানে ।।



৯ ) ভালামন্দে কাটাকাটি নাই অন্তে আদিতে ফাঁকি

আমি মানুষের মেলে বয়া আকাশে তাকায়া থাকি ।



কবিতা - আমি





আমি যন্ত্রণার, আমি উপেক্ষার

আমি সত্যের মত বদমাশ।।

আমি ক্যান্সার, আমি দাবানল

আমি উদ্ধত বুনো বর্বর

আমি কর্কশ

আমি হিংস্র

আমি সঞ্চিত বিষ- মিশ্র,



আমি চেঙ্গিস

আমি তৈমুর

আমি তপ্ত – গোলাতে ভরপুর।।

আমি বেদনার

আমি হতাশার

আমি রক্ত – কৃষ্ণ – কদাকার।।



আমি নষ্ট, আমি ভালগার

আমি দুঃখ – বিনাশী ওলগার,

আমি দানিয়ুব, আমি পদ্মার

আমি সৃষ্টি – পিয়াসী স্রষ্টার !!



আমি ক্রীতদাস

আমি শয়তান

আমি নোংরা গুটানো আচকান,



আমি উম্মাদ

আমি বজ্র

আমি শান্তির -ক্ষেপণাস্ত্র !!



আমি হিল্লোল

আমি কল্লোল

আমি কুসুমিত মোতি- মখমল,

আমি উজ্জ্বল

আমি উচ্ছল

আমি মৃত্যুঞ্জয়ী শতদল।।



আমি শিল্পী

আমি জ্যাকশান

আমি চিত্রা পারের সুলতান

আমি মর্মর

আমি ভাস্কর

আমি সম্রাট সা-জাহান ।





সবাইকে বিজয়ের শুভেচ্ছা ।



















মন্তব্য ১১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

আমিই মিসিরআলি বলেছেন: আবার আইতাছি আওয়াজ দিয়া গেলাম ;) ;)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: উকে উকে :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

এম মশিউর বলেছেন: এক প্যাকেজে এতো কিছু! :)

ভালো তো! :-B

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: প্যাকেজ সম্পর্কে মন্তব্য করুন । ;)

ভাল থাকুন মশিউর ভাই :)
আপনাকে দেখে খুবই ভাল লাগছে ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: লাইক +শো কেসড

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সাইবার ভাই :)
আপনার নিকটা খুব পছন্দ হল ।

ভাল থাকুন এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি ।
:)

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কত লিখেছেন গো , দুই একটা বাদে সবগুলোর জন্য ++++++++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: হ্যা গো ;)

হাহাহ ভাই একটু মজা নিলাম :) গো শব্দটা দেখলেই গো গো করতে ইচ্ছে করে !

বাচ্চাটা খুব কিউট ত !

ওকে আমার আদর দিয়েন :)

ভাল থাকুন ভাই :)
আপনাকে দেখে খুব ভাল লাগছে ।

শুভকামনা রইল আপনার প্রতি ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

মামুন রশিদ বলেছেন: পুরা অস্থির পোস্ট ;)

ন্যানো গল্প, অনু গল্প, অনুপদ্য, কবিতা- কোনটা রেখে কোনটা পড়ি দশা । সবগুলাই রসালো :-B

এর মাঝে আবার চুঙ্গাগল্পের সাতকাহন ।

জমিয়ে দিয়েছেন ব্রো.. B-) B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ ,মামুন ভাই :)
কমেন্টে মজা পাইলাম ।

দিলাম জমাইইয়া , রাখে আল্লাহ মারে কে ;)

ভাল থকাউন প্রিয় মামুন ভাই :)

শুভকামনা এবং শুভকামনা :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

মাহমুদ০০৭ বলেছেন: থাকুন হবে ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

সব কয়টা ন্যানো গল্প, অনুগল্পই ভাবিয়ে গেছে। সহজ, ছোট্ট বর্ণনায় একটা মেসেজ দিয়ে যাওয়ার চেষ্ঠা। কিছু ক্ষেত্রে লেখকের রসবোধ ও দেখার মত।
এক কথায় দূর্দান্ত।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি । জানিনা আপনাকে কতটুকু ভাবাতে , নাড়াতে পেরেছি ।
ফসল ফলাতে চাই , নিস্ফলা মাঠের কৃষক হলে আফসোসের যে সীমা
থাকবে না ।

ভাল থাকুন ভাই , যে কোন ভুল - ত্রুটি সরাসরি দেখিয়ে দেবার জন্য
আন্তরিক ভাবেই অনুরোধ জানিয়ে রাখলাম ।

শুভকামনা নিরন্তর :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: উল্টো থেকে বলি,
কবিতা: আমি- তেমন না!
অণুপদ্য:
১, ৩, ৪, ৫ = খুবই কমন। একদম সস্তা। ভাল লাগেনি।
২, ৮ = ফাউ।
৬, ৭, ৯ = খুবই সুন্দর। প্লাস প্লাস।

আপনার চোঙ্গা দু'টো ভাল লাগেনি। উনারটা নিয়ে নো কমেন্ট।

অণুগল্প:
২ = গুড।
১ = মনে হয় টেলিভিশন মুভি দেখে গল্পটার সৃষ্টি। প্রতিফলন। তাই ভাল লাগেনি।

ন্যানো গল্প (আডিয়াটা ভাল লেগেছে):
১, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ = ভাল হয়েছে। প্লাস, প্লাস।
১২, ১৩, আমার জানা আছে, ৪ = ভাল লাগেনি।
৩, ২ = মেটামুটি।

ভাল থাকবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: টেলিভিশন দেখিনি । ফলে বুঝতে পারছি না প্রতিফলন কিনা ।
এটার উৎস সমাজের প্রতিফলন । গ্রামের এমন অনেক জনপ্রিয় বুড়া - বুড়ি ছিল যারা গ্রামবাসীর কাছে গল্প বলার জন্য বিখ্যাত ছিল ।
তারা ছিল গ্রামবাসীর বিনোদনের উৎস । টিভি আসার পর তাদের প্রয়োজন ফুরিয়েছে । এই সময়কে ধরে রাখার জন্য অনুগল্প লিখলাম ।

সুমন ভাই , কি বলব আপনার মন্তব্য এত ভাল লাগছে , সামনে থাকলে
আপনাকে জড়িয়ে ধরতাম । আপনার মন্তব্যে লক্ষ লাইক ।
এভাবে খুঁটিয়ে পড়া এবং খুটিয়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ থাকল । ভবিষ্যতেও আপনি এভাবে বলে যাবেন এমন
প্রত্যাশা রইল ।

ভাল থাকুন ভাই :)
শুভকামনা ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

ইয়েন বলেছেন: এতকিছু!!! বুজছি হরতাল আর অবোরোধে বেচা বিক্রি কম তো তাই পাইকারি হারে! দিয়েছেন .... কবিতাটা গম হয়েছে ;) ...

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: হেহেহ ভাই , এত তাড়াতাড়ি বুঝলা ক্যামনে ;)
ভাল থাইক ।
শুভকামনা ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

হু বলেছেন: ভাল লাগল

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন :)
শুভকামনা ।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মশিকুর বলেছেন:
ভাই মনেহল পেপার পড়লাম। শুক্রবারের সাহিত্য পাতা। একটা সাহিত্য কুইজ আর একটি ধাঁধা দিলেই সোনায় সোহাগা হত। পুরাই অল রাউন্ডার পোস্ট। কি মন্তব্য করবো বুঝতেছি না, ভুলে গেছি।

প্রথম দিকের গুলা দার্শনিক দার্শনিক কথা বার্তা লাগছে। কয়েকটা বুঝি নাই। ন্যানো গল্প বিশ্বকবি> ফুটবল ভালো লাগছে। অনুগল্প জমে নাই। চোঙ্গাগল্পের সাতকাহন সবচেয়ে ভালো লাগছে। আপনার চোঙ্গাগল্প প্রথমটা সবচেয়ে ভালো হইছে। অনুপদ্য সবগুলাই জটিল হইছে। কবিতা পড়ি নাই, হাপিয়ে গেছি।

আপনি আজ পোস্ট দিবেন আমার কেন যেন সন্দেহ হচ্ছিল। একবার মনে হয়েছিল ফেসবুকে জিজ্ঞেস করি। যাইহোক ভাই গল্প চাই, আপনার কাছে গল্প চাই:(

শেষে কি আর বলবো। পত্রিকা খুলে ফেলেন। সব বিভাগ আপনি একাই চালাতে পারবেন। হা হা। শুভকামনা।।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনার বলার স্টাইল টা আমার খুব পছন্দ ! :)
তাইলে পত্রিকা খুলেই ফেলি , কি বলেন !

হাহা , ভাল থাকুন ভাই , শুভকামনা রইল :)

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

কয়েস সামী বলেছেন: অর্ধেকটা পড়লাম। বাকিটা পরে পড়ব। গুড নাইট ব্রাদার।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনার প্রতিও শুভকামনা রইল ভাই ।
ভাল থাকা হোক ।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

শায়মা বলেছেন: বিশ্বকবি রবীন্দ্রনাথ কি ফুটবল খেলতেন ?
- হ্যাঁ ।
কোন পজিশনে খেলতেন ?
- স্ট্রাইকার ।
কবি খেলার সময় প্রায়ই বলতেন ' বল দাও মোরে বল দাও ''
এতে কবির গোল করার নিমিত্তে আকুতি প্রকাশিত হইয়াছে ।



হাহাহাহা :P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহহ , ভাল থাকুন আপুনি , শুভকামনা রইল ।
( কবি গুরু কিন্তু পেলের চাইতেও গোল বেশি করছিলেন - আনফিসিয়াল
রেকর্ড ! )

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রিয়তে নিলাম । ধীরে সুস্থে বুঝে বুঝে রস আস্বাদনের জন্য । আপাতত প্রতিবাদ জানালাম, যে গল্পটা লিখছিলেন সেটা না পাওয়ার জন্য । X(

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক দুঃখিত ভাই , কি আর বলব ।

২৩ তারিখের পর আজ লগিন হতে পারলাম । দেরিতে জবাব দেবার জন্য দুঃখিত ।

:)

পাইবেন ভাই পাইবেন গলপ , অই একখানই ত মূলধন :P

ভাল থাকুন ভাই :)

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

সায়েম মুন বলেছেন: পোস্টটা প্রিয়তে না নিলে গোনা হবে। বেশ হাসলাম। সেই সাথে মার্ল্টিফাংশনাল অনুভূতির সৃষ্টি হলো। চমৎকার পোস্টে অনেক ভাললাগা। শুভরাত্রা মাহমুদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: দুঃখিত সায়েম ভাই , ৬ দিন লগিন হইতে পারি নাই । গতকাল পেরেছি :) এই কয়দিন খুব খারাপ লেগেছে ।

ভাল লাগলেই খুশি :)

ভাল থাকুন প্রিয় সায়েম ভাই :)
শুভকামনা ।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভিন্নধর্মী একটা পোষ্ট পেলাম আপনার কাছ থেকে। চুঙ্গা গল্পের ব্যাপারটা জানা ছিল না। বেশ ইন্টারেস্টিং! আপনার প্রচেষ্টাও মন্দ নয়। ভালো লেগেছে :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: স্টকে আরো মাল আছে গুরু ;)
হাহাহ , ভাল থাইকেন ভাই
শুভকামনা । :)

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাপরে ! এতো দেখছি কমপ্লিট প্যাকেজ,সাহিত্যের পসরা সাজিয়ে বসে আছেন ।

পড়লাম , কাল বিস্তারিত কমেন্ট করবো । :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: ভাই মাউস ও ডিস্টার্ব করে , কি করিতাম ।
সব কিছু মিলাইয়া বাতিল মালে পরিনত হইতাছি ।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ন্যনোগল্প জিনিসটা লাইক হইছে!

চোঙ্গাগল্প নিয়া আজকেই প্রথম জানলাম!

পোস্ট টা আলাদা আলাদা করে দিলে ভালো হত মনে হয়! একসাথে সবকিছু হওয়ায় কেমন খিচুড়ি টাইপ হইয়া গেছে। খিচুড়ি কিন্তু টেস্টি হইছে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ।খিচুড়ি ভাল লাগায় আমিও আনন্দিত :)
কষ্ট কম হবার জন্য সব একসাথে ছাইড়া দিছি । :)

আপনাকে দেখে ভাল লাগছে । লগিন সমস্যার জন্য উত্তর দিতে দেরি হল।
দুঃখিত ভাই ।

ভাল থাকুন মাসুম ভাই ।
শুভকামান রইল ।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২২

আমিই মিসিরআলি বলেছেন: পুরাই অস্থির :-/
যার পূর্ণাঙ্গ মজা নিতে আমার মত পাব্লিকের আরও কিঞ্চিৎ সময় লাগবে :#)
এই রকম মিক্স প্যাকেজ পোষ্ট যা কিনা আমার প্রথম বারের মত দেখা, প্রিয় কাদের ভাই থুক্কু ( ;) ) মাহমুদ ভাই আপনার পক্ষেই সম্ভব :) :)

আর আমায় নিবেদন করায় আমি #:-S B:-) :D :#>
শেষটায় যারপরনাই আনন্দিত !:#P !:#P !:#P !:#P
সাথে কিছুটা আবেগেআপ্লুত :((

আপনাকে ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে ভালো থাকুন , সুস্থ থাকুন আর ভালো ভালো লেখা আমাদের উপহার দিন :) :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

মাহমুদ০০৭ বলেছেন: আইসার পক্ষে হগলেই সম্ভব ভাই :)

ভালা থাইকেন ভাই :)
শুভকামনা ।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ?
- গানের ক্যাসেটে ।
হুম ;)

এক পোস্টে এত্ত কিছু ! আমিতো ৭-৮টা পোস্টের কাজ সারায়ে দিতে পারতাম !!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

মাহমুদ০০৭ বলেছেন: প্রথমেই ক্ষমা চাচ্ছি দেরি করে উত্তর দেবার জন্য ।

সামু আমারে পাইছে ;)

সবুর লন ভাই সামনে এই পস্ট রে দশ পোস্ট বানাই ফেলমু , মাথায়
রাখিলুম :)

ভাল থাকেন ভাই । :)

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

লাবনী আক্তার বলেছেন: আমি হিল্লোল
আমি কল্লোল
আমি কুসুমিত মোতি- মখমল,
আমি উজ্জ্বল
আমি উচ্ছল
আমি মৃত্যুঞ্জয়ী শতদল।।

ব্যতিক্রম ধর্মী পোস্ট। ভালো লাগা রইল অনেক।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন :)
নতুন বছরের শুভেচ্ছা ।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন:
মিক্স প্যাকেজ - ন্যানো গল্প / অনুগল্প /চোঙ্গাগল্প / অনুপদ্য / কবিতা


ওরি আইডিয়া , আপাতত ন্যানো গল্প , আর অনুগল্প পড়লাম !
মাইক্রোগল্প ও লিখে ফেলান ;) ;)

আবার আসবো সময় করে বাকীগুলার স্বাধ নিতে !

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: হহাহ , বাকি গুলার স্বাদ না নিলে নিয়া ফেলাম জলদি ;)

আপনাকে দেখে ভাল লাগছে , ভাল থাকবেন অভি ভাই :)
শুভকামনা ।
নতুন বছরের শুভেচ্ছা ।

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: শেষের কবিতা কাজী নজরুলের বিদ্রোহী কবিতার স্টাইলে। পড়ে ভাল লেগেছে।হাসতে পারলাম। রবীঠাকুর ভালস্ট্রাইকার হওয়াতেই নোবেল জয় করতে পেরেছিলেন।


গল্প কবিতা রম্য সব। ভাললেগেছে মাহমুদ০০৭।


চমৎকার :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , অনেক মজা পাইলাম কমেন্টে ।

ভাল থাকুন সেলিম ভাই
নতুন বছরের শুভেচ্ছা । :)

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ন্যানোগল্প কয়েকটা বেশ উইটি, দার্শনিক ভাবযুক্ত, কিছু সাধারণ আর দুটো পেলাম আগেই পড়া। ক্লাসিক উপন্যাস আর বল দাও।

অণুগল্প ভালো লেগেছে। চোঙ্গাগল্প চমৎকার। তবে ভাতের গল্পটায় কিছ খুঁজে পেলাম না। অণুপদ্য ভালো। আর কবিতাটা বেশ ভালো।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

মাহমুদ০০৭ বলেছেন: ক্লাসিক উপন্যাস আর বল দাও এগুলা জেনারেল কথা , অনেকেই বলে
তারপর হিটলার এর টা । আমি জাস্ট নিজের মত করে সেট আপ করলাম ।

দুঃখিত হাসান ভাই , টানা ৬ দিনের মত লগিন হতে পারিনি , পারার পর
ও ঝামেলা যাচ্ছে , খুব বিরক্ত লাগে এখন , ঠিক হয়ে যাবার কোন লক্ষণ
ও দেখি না ।

উত্তর দিতে তাই দেরি হয়ে গেল ।

ভাল থাকুন , নতুন বছরের শুভেচ্ছা ।

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কত কথা জানে রে!
আমি তো শিরোনাম পড়তেই অর্ধেক সময় চলে গেছে... ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহ হা রসিয়া কথনে আনন্দ পাইলাম ;)

৪৮ ঘন্টা সময় হাতে নিয়া পরিবেন অধমের এই অনুরোধ রইল ।

:)

ভাল থাকুন ভাই , আশা করি কলকাতা ভ্রমণ আনন্দেই কেটেছে :)

নতুন বছরের শুভেচ্ছা ।

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রথমেই ন্যানো গল্পের ব্যাপারে বলি , এইখানে বেশ কয়েকটি ন্যানো অত্যন্ত টাচের ছিলো , যেমন কাক,মাটি,পোকা হিটলারকে নিয়ে যেগুলা লিখেছেন সেগুলা ।
পাশাপাশি কয়েকটা বেশ দূর্বল এবং অতীতে অনেকবার শোনা হয়েছে এরকম ছিলো । যেমন,পিপড়া , আমেরিকা নিয়ে এইগুলা ছিলো খুব দূর্বল , আর ও প্রিয়া ও প্রিয়া , ধনী হবার রহস্য,রবীন্দ্রনাথ এইগুলা আগেও অনেকবার শোনা ।

ভালোগুলোর সাথে দূর্বল গুলো মিশানোর ফলে ন্যানো অংশের মান কমে গেছে , এবং আশা করি সব চাইতে বেশী সমালোচনা ঐ অংশ নিয়েই হবে !

অনুগল্প এক টা ভালই হইছে , তবে শেষটা মন মতো হয় নি , হটাৎ কেন নানা মারা গেলেন বিষয়টা আরেকটু স্পষ্ট করা যেত । তবে যেহেতু এটি একটি অনু গল্প ( শেষ হয়েও যা হয় না শেষ ) সে হিসেবে ইটস ওকে !

অনুগল্প দুই এর সারমর্ম আমি বুঝিনি !

চোঙ্গাগল্পের ডেফিনিশনটা চমৎকার লেগেছে । উনার চোংগাগল্প প্রথম দুইটা অসাধারণ ছিলো , লাস্টেরটা বেশ আরোপিত মনে হইছে , ভাল্লাগে নাই ।

আপনারটার খেত্রেও প্রথমটা ভাল্লাগছে , দ্বিতীয়টা লাগে নাই ।

আর অনুপদ্য চমৎকার হইছে ।

এখনও আজান হয় , নড়ে পাখির ঠোঁট
কেউ ত বলে না , ওঠ বাবা ! উঠ ।


দুই লাইনের পদ্য অনেক কিছু বলে দিচ্ছে,অসাধারণ ।

বিজয়ের শুভেচ্ছা ! পোস্টের ফরমেটটা বেশ পছন্দ হৈছে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ১ ) এই যে মানুষ তার কাছে গল্প শুনতে আসত , এতেই
নানা বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পেত ।

যখন বুঝে গেছে সে সবার কাছে মূল্যহীন হয়ে গেছে , নানা আর শোকটা
সামলাতে পারেনি । শোকটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ।

২) অনুগল্প দুই এর সারমর্ম হচ্ছে - ইতিহাসে সবসময় মূল্যবান মানুষের
ঘটনার দেখা মেলে , ইতিহাস সব সময় গুরুত্বপূর্ণ মানুষের , রাজা রাজড়াদের , এতে সাধারণ মানুষ নেই । কেন ? কারণ ইতিহাসবিদের
কাছে তার কোন মূল্য নেই , সে তুচ্ছ ।
তাই কারো কাছে মূল্যবান অথচ সামগ্রিকভাবে তুচ্ছ এমন কোনো

বস্তু বা মানুষের দেখা ইতিহাসে মেলে না । আরো কিছু ভাব আছে ঠিক
গুছিয়ে বলতে পেরতেছিনা বলে বললাম না ।


ন্যানো গল্পের উথান - পতন আছে । কিছু ক্ষেত্রে জেনারেল জিনিস কে

আমি জাস্ট নিজের মত করে সেট আপ করলাম ।

সবচেয়ে ভাল লেগেছে আপনার প্রতিক্রিয়া ।

ব্লগে এটাই চাই ।

সঠিক মনোভাব যদি জানতে না পারলাম ব্লগে এসে লাভ কি ?

ব্লগিং এর মজা এটাই । হহাহা , ফরমেটের রহস্য কিন্তু আপনার জানা । ;)
বিজয়ের শুভেচ্ছা এবংনতুন বছরের শুভেচ্ছা এবং ব্যক্তিগতভাবেও
শুভেচ্ছা প্রিয় মন্ত্রি ভাইকে :)

ভাল থাকুন অনেক অনেক ।
শুভকামনা রইল ভাই :)









২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অনেক কিছুর স্বাদ একবারে ! অনেক ফরম্যাট তো এই প্রথম দেখালাম । মজা পেয়েছি সন্দেহ নাই !

একটু একটু করে বলি, ন্যানো গল্পগুলোকে প্রথমে কৌতুক মনে হয়েছিলো, কিন্তু ভিতরের বিদ্রুপ আর খোঁচাটা পেয়ে লেখকের রসবোধের প্রশংসা না করে পারছি না । তবে রবিন্দ্রনাথের টা খুবই হতাশ করেছে ।

প্রথম অনু গল্প পড়তে গিয়ে এইচএসসি পড়ার সময় একটা পড়া একটা ইংরেজি গল্পের কথা মনে পড়ে গেলো । কিন্তু এই গল্পে কিছুই মজা পাইনা । অনেক কাঁচা মনে হয়েছে লিখাটা ।

দ্বিতীয় অনুগল্পটা চমৎকার , সৃষ্টিশীল । আপনার ছাপটাও নজরে আসে ।

চুংগা গল্প এর আগে পড়িনি , জানতামও না, তাই সবার আগে কৃতজ্ঞতা । চৌধুরী জহুরুল হক এর গল্প নিয়ে কিছু বললাম না । আপনার গল্পের ব্যাপারে, প্রথমটা ভালো লাগেনি , খাপছাড়া লেগেছে ! দ্বিতীয়টা মজা পেয়েছি ।

অনুপদ্য মজার । আর কবিতা, সুন্দর, আবৃত্তি করে শুনতে আরও ভালো লাগবে নিশ্চয়ই!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

মাহমুদ০০৭ বলেছেন: শেষের দিক দিয়ে বলি -

কবিতা পুরাই নজরুলের মত লাগবে ;)

আমারো প্রথমটার মেকানিজমে খাপছাড়া লাগছে ।

প্রথম অনুগলপটা একটা সময়কে ধারণ করার জন্য লিখা , যে সময়টাতে নাদুপটকারা ছিল , এখন নেই । আপনি যে গল্পটার কথা বলছেন বুঝতে পারছি , অই যে শেষে গল্প বলতে পারে না , নির্বাক
থাকে ( নাইজেরিয়া ) ।

হাহাহ , রবি ঠাকুরকে স্ট্রাইকার বানাই দিলাম , মাইন্ড কইরেন না :P

দেরি করে উত্তর দেবার জন্য দুঃখিত ভাই :) সামুতেই ভাই একবার আসতে পারি একবার পারি না এই অবস্থা ।

আপনার পাঠ প্রতিক্রিয়া খুব খুব ভাল লাগল । সবসময় এভাবেই
নিজের মনোভাব প্রকাশ করবেন ।

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।
নতুন বছরের শুভেচ্ছা :)




২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

বোকামন বলেছেন:








অনেক কথা, হরেক রকম ভাবনা । পড়তে হবে, ভাবতে হবে সেখান থেকে কিছু আমার মত মূর্খদের জন্য বের করে নিয়ে আসতে হবে । জানেনইতো খুবই কম জানা পাঠক । সময়সাপেক্ষ... তাই বুকমার্কড করে রাখলুম । অবশ্যই সময় করে পুরো পোস্টটি পড়বো ... আশা রাখছি কিছু শিখতে পারবো ।

কেবল পাঠক নয় ! আজকাল লেখক-গণও ব্যস্ত হয়ে পড়ছেন । তাই সব ন্যানো-ফেনো-চোঙাদের ভীর দেখা যাচ্ছে ... হাহ হা :-)
ছোট হলেও, তবুও কি পাঠক বুঝতে চাইছে তাৎপর্য !

কবি বা গল্পকার যেনো ন্যানো না হয়ে যান সাধারণ পাঠক এই কামনাই করছি :-)
সালাম ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , মজা পেলাম ভাই ।
না ভাই , নিজে ন্যনো বা চোঙ্গা হচ্ছি না , তবে মাঝে মাঝে এমন রুপে আমাকে দেখা যাবে :)

তাৎপর্য বুঝলেই সার্থকতা । :)

সালাম ।

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

বোকামন বলেছেন:
ক্লাসিক সাহিত্য থেকে ক্লাসিক শব্দটি মাইনাস করলেই ক্লাসিক সাহিত্য পাওয়া যায় .... হা হাহা হা :-)
ভালো থাকবেন । এবং লিখে যাবেন ...।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

মাহমুদ০০৭ বলেছেন: ইনশাল্লাহ ভাই :) এমন একজন ভাই পাশে আছে বলেই লিখার আনন্দ
আরো বেশি করে পাই । নতুন বছরের শুভেচ্ছা । :)

( সমস্যার কারণে দেরি হইল উত্তর দিতে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । )

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

জুন বলেছেন: ন্যানো আর চোঙ্গা গল্প পড়ে খুব মজা পেলাম মাহমুদ০০৭ :)
তুমিও ব্রুটাস :-*
+

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

মাহমুদ০০৭ বলেছেন: হায় হায় আমারেও ব্রুটাস বানায় দিলেন ! :P

হাহ , মজা পাইলাম ।
ভাল থাকেন আপু । নববর্ষের শুভেচ্ছা । :)

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মোঃ ইসহাক খান বলেছেন: একটু পর পর ক্রমাগত, চমকপ্রদ যেসব পরিবর্তন ঘটালেন, অ্যাঁস্টোনিশড না হয়ে উপায় থাকে না।

অশেষ সাধুবাদ রেখে যাচ্ছি।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় লিখক ।
ভাল থাকুন

নববর্ষের শুভেচ্ছা :)

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

অদৃশ্য বলেছেন:





অদ্ভুত এবং অপুর্ব...



শুভকামনা...

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখতে পেয়ে ভাল লাগল ভাই ।
সামুর সমস্যার জন্য উত্তর দিতে দেরি হল ভাই , কিছু মনে করবেন না
ভাই ।

ভাল থাকুন ভাই , নতুন বছরের শুভেচ্ছা । :)

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার পোস্ট! শুধু চমৎকার না, মেলা বেশী চমৎকার! কয়েকটা তো অসাধারণ! চোঙ্গা গল্প সম্পর্কে জানা হল!

পোস্ট প্রিয়তে!

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাহমুদ০০৭ বলেছেন: কবির প্রিয় লিস্টে যাইতে পেরে খুব ভাল লাগতেছে :)

ভাল থাকুন ইফতি ভাই
নতুন বছরের শুভেচ্ছা :)

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

মহামহোপাধ্যায় বলেছেন: মাহমুদ ভাই, আপনার মিক্স প্যাকেজ পড়লাম। ভাল লাগল। ন্যানো, অনু আর চোঙ্গা গল্পগুলোর কয়েকটা দারুণ ছিল। সত্যি বলতে চোঙ্গা গল্প ব্যাপারটার সাথেই নতুন করে পরিচিত হলাম। নাদু পটকাদের জন্য কষ্ট রইল।

শুরুতে এইটা পড়ে অনেকক্ষণ হেসেছি =p~ =p~ =p~ =p~ =p~

মানুষকে কাচকলা দেখিয়ে দিব্যি টিকে আছি তো তাই । শেষ করে দিতে পারলে দেখতি - জাদুঘরে রেখে সম্মান জানাত ।

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: ভালা থাইক ভাই :)
নতুন বছরের শুভেচ্ছা ।

৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুধু ন্যানো গল্প গুলো পড়লাম
খুব খুব ভালো লাগলো :D
বেশ মজার

চোঙ্গাগল্প নামে কিছু আছে জানতাম না
নতুন শিখলাম ভালো লাগলো

পুরো পোস্টে ভালো লাগা +++++++

এখন সময় পেলাম না

প্রিয়তে নিয়ে রাখলাম

ফ্রী হলে পড়ে

প্রশংসা এবং সমালোচনা করে
মন্তব্য করবো

শুভ কামনা :)

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: অপেক্ষায় থাকলাম তাহলে ভাই ।
:)

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা :)

৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬

রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে থিয়াগো সিলভা টা কে সেটা একটু দেখে আসবেন :P

Click This Link

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: শরম পাইয়া প্রিয়তে নিলাম ভাই :)
অনেক অনেক ধন্যবাদ । আর ও অনেক দূর এগিয়ে যেতে চাই ।
ভাল থাকুন ভাই ।
নতুন বছরের শুভেচ্ছা ।

৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চোঙ্গা গপ প্রথম পড়লাম। সবগুলাই অসাধারণ হইসে।

শুভেচ্ছা মাহমুদ ০০৭

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি :)
নতুন বছরের শুভেচ্ছা ।

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ইখতামিন বলেছেন:
দারুণ লাগলো মিক্স প্যাকেজ :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকুন । নতুন বছরের শুভেচ্ছা ।

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শাহেদ খান বলেছেন: চমৎকার একটা পোস্ট ! অভিনব !

মুগ্ধ হওয়ার মত অনেকগুলো উপকরণ নিয়ে লেখা। হিউমারের বিচারে কোনওটা উপরে, কোনওটা নিচে যাবে হয়তো - কিন্তু প্যাকেজ হওয়াতে সবটা মিলে খুব দারুণ লাগল আমার ! :)

অনেক অনেক শুভকামনা, প্রিয় গল্পকার !

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: হা একটু উঠানামা আছে , ইচ্ছে করেই দিছি , বাতিল
মাল গছায়া দেয়ার অপচেষ্টা বলতে পারেন :P

আপনাকে দেখে খুব ভাল লাগছে :)

৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

শাহেদ খান বলেছেন: আর 'চোঙ্গাগল্প'র বিষয়ে অবতাড়না আর পরিচিতি'র জন্য আলাদা করে ভাল লাগা জানাচ্ছি ! +++

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগা বুঝে নিলাম :)
আপনি মনে হয় একটু ব্যস্ত এখন , ব্লগে কম দেখি । এইবারের কবিতা ত ভাই
খুব ভাল লাগছে । নস্টালজিক ভাবে আক্রান্ত হইলাম পড়ার পর।

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই :)

ভাল কাটুক নতুন বছর :) শুভেচ্ছা ।

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

বৃতি বলেছেন: অনেককিছুর একসাথে পরিবেশনা! Like a buffet!
চোঙ্গা গল্প সম্পর্কে কোন ধারণা ছিল না আগে।
চমৎকার পোস্ট!!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)
ভাল কাটুক নতুন বছর ।
শুভেচ্ছা রইল :)

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: অনেক ভাল লাগল আপনার মন্তব্য ।
আপনার প্রতিও ভাই শুভেচ্ছা রইল :)
শুভকামনা সবসময়ের জন্য ।

৪২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন আগে সোমহেপির (সম্ভবত) একটা লেখা পড়ে এরকম অবাক হয়েছিলাম...

পুরাই পুষ্টিকর খিচুরি পোস্ট :D :D

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: হহাহ , খিচুরি সবসময় ভালই হয় ।

হিতকর :P

ভাল থাকেন আপু , শুভকামনা রইল ।

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লাগলো বিশেষ করে রবীঠাকুরের টা। আমি উনার সাথে ফুটবল খেলতে আগ্রহী !

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ইস আরো যদি আগে আসতেন !
উনি ত অবসর নিয়া ফেলছেন ভাই ;)
আমার ব্লগে স্বাগতম আপনাকে ।
ভাল থাকুন ভাই :)

নতুন বছরের শুভেচ্ছা এবং সবসময়ের শুভকামনা রইল ।

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

অনিকেত রহমান বলেছেন: আপনার মিক্স প্যাকেজ পড়লাম।। খুব ভালো লাগলো
বেশ মজার।।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অনিকেত ভাই :)

আমার ব্লগে স্বাগতম আপনাকে ।
ভাল থাকুন :)
নতুন বছরের শুভেচ্ছা ।

৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একের অনেক ,,,,,,,,,,,,,,,,,,,,, চমৎকার,,,,,,,,,,,

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা ।
ভাল থাকুন
নতুন বছরের শুভেচ্ছা । :)

৪৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

একজন সৈকত বলেছেন:
ন্যানো গল্প ১,২,৫,৯, ১১ ও ১২ অসাধারন।২টি অনুগল্পই এবং ২য় চোঙ্গা গল্পটি সেইরকম। মাথায় এত আইডিয়া আসে কি করে ? :)
কামাল ভাইয়ের পোস্টে ছোটগল্পের উপর আপনার মন্তব্যদ্বয় ভালো লেগেছে।
ভালো থাকুন অনেক আর নববর্ষের শুভেচ্ছা নিন।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ ভাই , চুদুর বুদুর মাথা ত , তাই যা বাহির হয় তাই সাপ্লাই:P

আপনাকে দেখে ভাই ভাল লাগছে :) কেমন আছেন ?

ভাল থাকুন ভাই , নববর্ষের শুভেচ্ছা রইল আপনার প্রতি :)

৪৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: মিক্সড প্যাকেজ ভালো পাইলাম অনেক ভাইয়া :)

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ?
- গানের ক্যাসেটে ।
=p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: মিক্সড প্যাকেজ এর এটাই সুবিধা কিছু না কিছু ভাল লাগবেই:P

খিচুড়ি খুব ভাল জিনিস !

এইবার ত অনেক দিন পর এলেন ব্লগে :)

ভাল থাকুন আপু , নববর্ষের শুভেচ্ছা আপনার প্রতি :)

শুভকামনা রইল ।

৪৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: ব্লগে আসাই হয়না এখন ভাইয়া,
কিন্তু নিউ ইয়ারে ব্লগে ঢুকবো না তা কিভাবে হয় বলেন?? :)
তাই ব্লগে এসেই সবার বাড়িতে উকি মেরে গেলাম,

আপনিও ভালো থাকুন ভাইয়া :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: এই বছর থাকতে হবে কিন্তু :)

ভাল থাকুন আপু , শুভকামনা :)

৪৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

নোমান নমি বলেছেন: বেশ বৈচিত্রময় পোষ্ট।
চোঙ্গা গল্প প্রথম পড়েছিলাম বছর চারেক আগে। বেশ অবাক এবং মুগ্ধ হয়েছিলাম। চোঙ্গা গল্পের প্রতি অন্য ধরনের একটা দুর্বলতাও তৈরি হয়ে গিয়েছিলো। আপনার এই পোষ্টটি ভালো লাগলো অনেক। ভালো থাকবেন মাহমুদ ভাই।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে ভাল লাগছে নোমান ভাই ।

চোঙ্গা গল্প আপনার হাতে খুবই ভাল আসবে , কয়েকটা লিখার অনুরোধ
রাখলাম । :)

ভাল থাকুন ভাই , শুভকামনা থাকল ।

৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

অপ্রচলিত বলেছেন: ওরেবাব্বা! কি বিশাল বৈচিত্র্যময় একটি দারুণ পোস্ট। অসম্ভব রকম ভালো লাগল এই কিম্ভূতকিমাকার ( :P ) পোস্টটা পড়ে।

সবগুলো যদিও ভালো লাগে নাই।

অনুগল্প দুটাই অনেক ভাল্লাগসে। + আর + :)

চোঙ্গা গল্পের কথা এই প্রথম শুনলাম। হালকা সুরে বলা বিদ্রুপপূর্ণ গল্পগুলো সবগুলোই চমৎকার।

অনুপদ্য ৭, ৮ আর ৯ খুব খুব ভালো লাগল। বাকিগুলো মোটামুটি।

আপনার ব্যতিক্রমী কবিতা কেন যেন ভালো লাগল না। তবে সব ভালো লাগতেই হবে এমন কোন কথা নিশ্চয়ই নেই।

আর ন্যানো গল্প। কয়েকটা সত্যিই অতুলনীয়। বিশেষ করে ১, ২, ৬, ৭, ১১, ১২, ১৪।

কিছু কি বাদ পড়ল? যাই হউক, পরিশেষে আপনার জন্য ছোট একটি ধাঁধা। এই অসাধারণ পোস্টটি দেওয়ার জন্য আপনাকে কতগুলো প্লাস দেওয়া যায় বলতে পারেন?

ভালো থাকুন সবসময়। এমন দুর্দান্ত আরও অনেক পোস্ট উপহার দিবেন নিকট ভবিষ্যতে এই কামনায়। আর ও হ্যাঁ, নতুন বছরের একরাশ শুভেচ্ছা নিতে ভুলবেন না যেন ;)


০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

মাহমুদ০০৭ বলেছেন: সেটাই !

সব ভাল লাগা কখনোই যাবে না , রুচি বিভিন্ন । ;)


এখানে ভাল মালের সাথে কিছু বাতিল মাল ও ধরিয়ে দেয়া হয়েছে ,
এটা গছানোর একটা চমৎকার উপায় । :P

এক সাগর প্লাস দিতে পারেন :)

আপনার সৎ মতামতে খুশি হলাম ভাই । সঠিক প্রতিক্রিয়া আমার - আপনার সবার জন্যই ভাল ।

সামনেও আসিতেছে দুর্দান্ত ! আমাকে এখন দুর্দান্ত রোগে পাইয়াছে ।
ভাল থাকুন ভাই , অনেক অনেক শুভকামনা রইল । :)

৫১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

নাছির84 বলেছেন: কত বৈচিত্র ! সময় নিয়ে পড়ছি....

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: আচ্ছা ভাই :)
অনেক দিন পর দেখলাম আপনাকে । কেমন আছেন ?
ভাল থাকুন ভাই । শুভকামনা রইল ।

৫২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

একলা ফড়িং বলেছেন: কত্তকিছু!!! অনেকক্ষণ ধরে পড়লাম! ন্যানো গল্প, চোঙ্গা গল্প আর অনুপদ্যগুলো বেশি ভালো লেগেছে :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

মাহমুদ০০৭ বলেছেন: থ্যাঙ্কু , থ্যাঙ্কু :)

ভাল লাগল আপনার কমেন্ট ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল । :)

৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ভিন্ন ধর্মী পোস্ট বলতেই হবে ।

বেশ অনেকগুলো ন্যানো গল্প, অনুপদ্য ভাল লেগেছে ।অনুগল্প ভাল লেগেছে তবে দ্বিতীয়টার অর্থ বোঝা গেল না । চোঙ্গা গল্প , নতুন পড়লাম । আপনার লেখা চোঙ্গা গল্প মিনিংফুল মনে হয়নি । কবিতা ভাল লাগেনি , বিদ্রোহীর নকল লেগেছে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

মাহমুদ০০৭ বলেছেন: অনুগল্প

দ্বিতীয়টায় ব্যক্তিক ইতিহাস বোধের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে । ইতিহাস
শাস্ত্রে কয়েকটি নির্দিষ্ট ঘটনাবলীর প্রতি প্রকাশ্য প্রকট অভিব্যক্তি প্রকাশিত - যা বিশেষ দৃষ্টিভঙ্গি অনুসারে দেখা ।

অই চোখের নিক্তিতে গোনা তুচ্ছ বিষয়ের ঠাই মেলে না ইতিহাসের নৌকায় -
তা জনজীবনে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ! ইতিহাসে তাই সাধারণ
মানুষের কণ্ঠস্বর খুজে পাওয়া যায় না ।

আমার চোঙ্গা গল্প গুলা হিউমারের বিচারে হাল্কা , কবিতায় বিদ্রোহীর
স্টাইল অনুসারিত । তবে ভাব বিচারে বিদ্রোহী কবিতার সাথে আমার কবিতার মোটা দাগে পার্থক্য আছে । বিদ্রোহী কবিতায় আবেগের সাথে যুক্তির বাধন জোরালো , বিদ্রোহী র আমি তে আবহমান বাংলার দার্শনিক ও ইতিহাসগত কিছু প্রজম্মজাত উপাদানের উল্লেখ ও তাদের মেলবন্ধন চোখে পড়ে । ওখানকার '' আমি '' টা সার্বিক এবং বহুকেন্দ্রমুখী ।



আমারটায় স্রেফ আবেগ , ব্যক্তিগত কিছু এলেমেলো অভিক্ষেপ বলতে পারেন ,
আমার আমি কেবল আমার আমির ঘেরাটোপেই ঘুরপাক খেয়েছে ।

সৎ পাঠ প্রতিক্রিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । খুব ভাল লাগা রইল
আপনার কমেন্টে এই কারণে । ব্লগে এমন টাই হওয়া উচিত ।
এতে লিখকের জন্য সুবিধা হয় ।

ভাল থাকুন আপু , অনেক অনেক :)
শুভকামনা নিরন্তর ।

৫৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছেঃ
ন্যানোগল্পঃ ১১ ) - ক্লাসিক সাহিত্য কাকে বলে ?
'চোঙ্গাগল্প' সম্পর্কে লেখকের কথা।
'উনার কিছু গল্প' -- 'শর্ত সাপেক্ষে'।
অনুপদ্য -- ২,৩,৫
"কবিতা - আমি" -- এক কথায় অসাধারণ!

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহ , আবারো আনন্দ পেলাম। অনেকদিন পর আপনি পুরনো পোস্ট জাগিয়ে দিলেন।
ভাল লাগা জানানোয় আনন্দিত হলাম।
ভাল থাকবেন স্যার।
শুভরাত্রি।

৫৫| ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: নিস্ফলা মাঠের কৃষক হলে আফসোসের যে সীমা থাকবে না (৬ নং মন্তব্যের উত্তরে)-- সোনালী ফসলে ভরে উঠুক আপনার সবুজ কাব্যক্ষেত্র!

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: আমিন :)
আপনার দোয়া কবুল হোক।
আপনার প্রতি শুভকামনা রইল স্যার।
আল্লাহ আপনাকে ভাল রাখুক।

৫৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: আমি কয়েক্টা গল্প লিখেছিলাম। বুঝে উঠতে পারসিলাম না যে, গল্পগুলো কে সঠিক কোন লেভেলে ফেলব? অনুগল্প, মিনি গল্প? নাকি অন্য কোন? চোঙা গল্পের সঙ্গা দেখে মনে হলো অগুলো চোংগা গল্পের অর্ন্তগত নির্ধিয়ায়। আমন্ত্রণ রইলো আমার ছোট্ট ব্লগে। আপনার উপদেশ পেলে আমার লেখা গল্পের শিরোনাম পালটিয়ে চোংগা গল্প দিতে পারি। শুভ কামনা।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনার ব্লগ ঘুরে আস লাম । আপনার লেখা পড়ে ভাল লেগেছে। আনন্দিত হয়েছি। ভাল লিখেন আপনি।
চোঙ্গা বিষয়ক ভাবনায় আপনি ঠিক আছেন । শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.