নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও অন্যান্য বিষয়ে মরমি কবি খলিল জিবরান

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

নিবেদন - মাননীয় মন্ত্রী মহোদয় করকমলে ছাড়া আর কাকে !! অত্যন্ত প্রিয় একজন মানুষ ।



১) কবিতা নয় একটি ব্যাখ্যাকৃত মতামত । এটা একটা সঙ্গীত যা বৃদ্ধি পায় একজন আহতের রক্তক্ষরণ থেকে অথবা মুখের একটু হাসি থেকে ।











২ ) একজন কবি হচ্ছে একজন সিংহাচ্যুত রাজা বসে আছে তার রাজপ্রাসাদের ছাইয়ের ভিতরে , চেষ্টা করছে ছাইয়ের ভিতর থেকেই একটা প্রতিমূর্তি তৈরি করতে ।



৩ ) কবিতা হচ্ছে অভিধানের যতিচিহ্নসহ আনন্দ , বেদনা ও বিস্ময়ের ভাগাভাগি ।

৪ ) ব্যর্থতার ভিতর একজন কবি তার হৃদয়ের সঙ্গীতের জননীকে অনুসন্ধান করবে ।













৫ ) একবার আমি এক কবিকে বলেছিলাম আপনি মারা না যাওয়া পর্যন্ত আমরা আপনার

বিশিষ্টতা সম্পর্কে কিছু জানব না । তিনি উত্তরে বললেন হ্যা , ঠিকই বলেছেন । মৃত্যু

হচ্ছে সবসময়েই প্রকাশকারী । বস্তুতপক্ষে আপনি যদি আমার বিশিষ্টতা জানতে চান জিভের চাইতেও আমার হৃদয়ে এবং অধিক রয়েছে আমার হাতের চেয়েও আমার আকাঙ্ক্ষায় ।



৬ ) কবিতা হচ্ছে বিচক্ষণতা যা হৃদয়কে মোহিত করে । বিচক্ষণতা হচ্ছে কবিতা যা মনের ভিতর গান গায় । যদি আমরা মানুষের হৃদয়কে মোহিত করতে পারি এবং একই সাথে তার মনের ভিতরে গান গাই তাহলে সত্যের ভেতর সে বেঁচে থাকবে ঈশ্বরের ছায়ায় ।











৭ ) কবিতার কাছে চিন্তা হচ্ছে সবসময় হোঁচট খাওয়া পাথর ।



৮ ) যদি আমাকে বলা হয় একটা কবিতা লিখার ক্ষমতা ও একটা কবিতা না লিখার পরমানন্দের কোনটা আমি পছন্দ করব তাহলে আমি পরমানন্দ বেছে নেব । এটা উন্নততর কবিতা ।









৯ ) মৃত্যু বৃদ্ধদের নিকটবর্তি নয় , নবজাতকের চেয়ে ।

১০ ) ভুলে যাওয়া বাস্তবতা মারা যেতে পারে ।



১১ ) তুমি কোন মানুষের বিচার করতে পার না , তার সম্পর্কিত

জ্ঞানের ঊর্ধ্বে উঠে এবং দেখো কি কি পরিমাণ ক্ষুদ্র তোমার জ্ঞান ।



১২ ) দ্বন্দ্বের প্রকৃতি হচ্ছে বিশৃঙ্খলা কিন্তু বিশৃঙ্খলার আকুল আকাঙ্ক্ষা হচ্ছে

শৃঙ্খলা ।

১৩ ) সৌন্দর্যের উপর না আছে ধর্ম , না আছে বিজ্ঞান ।



১৪ ) সেই প্রকৃত মহৎ মানুষ যে কারো উপর প্রভুত্ব করবে না এবং কারো

প্রভুত্ব মেনে নেবে না ।

১৫ ) সম্ভবত সময়ের সংজ্ঞা হল কয়লার ভেতরে হীরা ।



১৬ ) অপেক্ষা হচ্ছে সময়ের ক্ষুর ।



১৭ ) প্রয়োজনের অন্য নাম হচ্ছে অপরাধ অথবা একটা অসুখের রুপ ।



১৮ ) মানুষ মুলত দুইজন । একজন অন্ধকারে জাগ্রত , অন্যজন আলোর ভেতরে ঘুমন্ত ।



১৯ ) খরগোশের চেয়ে রাস্তা সম্পর্কে অধিক বলতে পারে কাছিম ।



২০ ) শিল্পকলা হল প্রকৃতি থেকে অসীমের দিকে যাওয়ার একটা সিঁড়ি ।



২১ ) একজন দার্শনিক একজন ঝাড়ুদারকে বলল , তোমার জন্য আমার দয়া হয় । তোমার কাছ যেমন শক্ত , তেমন নোংরা । ঝাড়ুদার বলল ,

ধন্যবাদ জনাব , কিন্তু আপনি বলুন আপনার কাজ কি ? উত্তরে দার্শনিক

বলল , আমি মানুষের মন নিয়ে গবেষণা করি , তার কর্ম । তার আকাঙ্খা। তারপর ঝাড়ুদার তার কাজে লেগে গেল এবং হাসতে হাসতে বলল , আপনার জন্য ও আমার করুণা হয় ।



২২ ) একজন বিত্তশালী ব্যক্তি বললো (প্রফেটকে), দান করা সম্পর্কে আমাদের কিছু বলুন।

আর তিনি উত্তরে বললেন:

তোমাদের ধনসম্পত্তি থেকে যখন তোমরা কিছু দান করো তখন সামান্যই দাও।

যখন তোমরা তোমাদের নিজেদেরকে দাও তখনই সত্যিকার কিছু দাও।

কারণ তোমাদের ধনসম্পদ কী? সে সব তোমরা পাহারা দিয়ে রাখো, যেন আগামী কাল প্রয়োজনের মুহূর্তে তোমরা তা পেতে পারো।

আর আগামীকাল? যে অতি-দূরদর্শী কুকুর পবিত্র নগরীর পথে তীর্থযাত্রীদের অনুসরণ করার সময় দিকচিহ্নহীন বালুরাশির মধ্যে হাড়গোড় পুঁতে রাখে তোমাদের অবস্থাতো ঐ রকমই হবে।

আর প্রয়োজনের আশঙ্কা ওই প্রয়োজনটি ছাড়া আর কিছু কি?

তোমাদের কূপ যখন পূর্ণ তখন তৃষ্ণার্ত হয়ে পড়ার আশঙ্কা কি সেই তৃষ্ণা নয়, যা কখনো মেটানো যায় না?

কিছু মানুষ আছে তারা তাদের প্রচুর সঞ্চয় থেকে খুব সামান্য দান করে, আর তারা দান করে স্বীকৃতি লাভের জন্য, আর তখন তাদের গোপন আকাঙ্খা তাদের দানকে অস্বাস্থ্যকর করে গেলে।

আর কিছু মানুষ আছে যাদের সঞ্চয় খুব সামান্য কিন্তু তাদের সবই তারা দান করে।

এরাই জীবন এবং জীবনের প্রাচুর্যে আস্থাবান, আর এদের সিন্দুক কখনোই শুন্য হয় না।

আর কিছু মানুষ আছে যারা দান করে সানন্দে, আর ওই আনন্দই তাদের পুরস্কার।

আর কিছু মানুষ আছে যারা দান করে বেদনার সঙ্গে, আর ওই বেদনা হল তাদের অগ্নিদীক্ষা।

আর কিছু মানুষ আছে যারা দান করে, আর ওই দানের সময় কোন বেদনা অনুভব করে না, তারা তার মধ্যে কোন আনন্দও খোঁজে না, ওই দানের সময় কোন পূণ্য সঞ্চয়ের কথাও তারা ভাবে না;

তারা দান করে ওইভাবে যেভাবে ওই উপাত্যকার চিরহতিৎ গুল্ম তার সুন্দর ঘ্রাণ মহাশুন্যে ছড়িয়ে দেয়।

এই রকম মানুষদের হাতের মধ্য দিয়েই বিধাতা কথা বলেন, আর তাদের চোখের পেছন থেকে তিনি ধরণীর দিকে তাকিয়ে স্মিত হাসেন।

চাইলে পর দান করা ভালো, কিন্তু না চাইতে, উপলব্দি ক’রে, দান করা আরো বেশি ভালো।

আর মুক্তহস্ত মানুষের কাছে গ্রহীতার অন্বেষণ দানের আনন্দের চাইতেও বেশি আনন্দদায়ক।

আর দান না করে নিজের কাছে ধরে রাখার মতো তোমার কাছে কিছু রাখা কি উচিত?

তোমার যা কিছু আছে সবইতো একদিন দিতে হবে।

অতএব, এখনই দাও, দেওয়ার কাল তাহলে তোমারই হবে, তোমার উত্তরসূরীদের না তোমরা প্রায়ই বলো, আমি দেবো, কিন্তু কেবলমাত্র যোগ্য ব্যক্তিকে দেবো।

তোমার বাগানের ফলের গাছগুলি কিন্তু তেমন কথা বলে না, তোমার চারণক্ষেত্রের পশুরাও না।

তারা দেয় যেন তারা বাঁচতে পারে, কারণ না দিয়ে ধরে রাখলে তারা নিজেরা ধবংস হয়ে যাবে।

নিশ্চয়ই যে মানুষ তার দিবস-যামিনী প্রাপ্তির যোগ্য সে তোমার কাছ থেকেও সব কিছু পাওয়ার যোগ্য।

আর যে জীবনের মহাসাগর থেকে পান করার যোগ্যতা অর্জন করেছে তার নিশ্চয়ই তোমার ছোট্ট স্রোতস্বিনী থেকে তার পেয়ালা ভরে নেবার যোগ্যতাও আছে।

আর গ্রহণ করার মধ্যে যে সাহস, যে আস্থা, যে করুণা আছে তার চাইতে বড়ো কোনো মরুভূমি কি কোথাও দেখা যাবে?

আর তোমরা কারা যে তোমাদের জন্য মানুষ তাদের বক্ষ বিদীর্ণ করবে, তাদের অহংকারের পর্দা উন্মোচিত করবে, যেন তোমরা তাদের মূল্য খোলাখুলি ভাবে তাদের দেখতে পারো আর তাদের অহঙ্কারকে দেখতে পারো কোনো রকম লজ্জাবোধ দ্বারা না আক্রান্ত অবস্থায়?

প্রথমে দ্যাখো তোমরা দাতা হবার যোগ্যতা অর্জন করেছো কি-না, দান করার একটা হাতিয়ার হয়ে উঠছো কি-না।

কারণ, যথার্থই, জীবন দান করে জীবন, আর তোমরা যারা নিজেদেরকে দাতা মনে করো তোমরা আসলে শুধু সাক্ষী।

আর তোমরা যারা গ্রহীতা- তোমরা সবাই তো গ্রহীতা- তোমরা কৃতজ্ঞতার কোন দায় অনুমান করে নিও না, পাছে এর মাধ্যমে তোমরা তোমাদের কাঁধে একটা জোয়াল চাপিয়ে দেবে, আর যে দান করেছে তার কাঁধেও,

বরং দাতার সাথে এক সঙ্গে তার দানের ঊর্ধ্বে উঠে যাও, যেন পাখায় ভর দিয়ে;

কারণ তোমার ঋণ সম্পর্কে অতিসচেতনতার অর্থ হবে তাঁর ঔদার্যে সন্দেহ করা, যার মাতা হলেন মুক্ত হৃদয়ের ধরণী, আর পিতা বিধাতা।



অনুদিত - মোস্তফা মীর



এ বিষয়ক আমার আগের পোস্ট



খলিল জিবরান এর হৃদয় , ভালবাসা ও নারী বিষয়ক বয়ান ।



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।







মন্তব্য ৮৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
১৩ ) সৌন্দর্যের উপর না আছে ধর্ম , না আছে বিজ্ঞান । - তা যা বলেছেন, বেস্ট ১ !!

নাইস পোস্ট মাহমুদ ভাইয়া ||

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: :)

আপনি দেখি নাম্বার ওয়ান !স্পেশাল অভিনন্দন আমার পক্ষ হতে । :)
ভাল থাকুন ভাই ।

শুভকামনা রইল ।


২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত পোষ্ট মাহমুদ ভাই ! ব্লগে লগইন করা মাত্র এমন একটা পোষ্ট দেখা সৌভাগ্যের ব্যাপার !
বানীগুলোর মত ছবিগুলোও যথেষ্ট মনোযোগ আকর্ষী !

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

মাহমুদ০০৭ বলেছেন: তাইলে ত ভাই আমার জন্য ও এটা সৌভাগ্যের ব্যাপার :)
ভাল লাগছে জেনে আমারও ভাল লাগল :)

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

মামুন রশিদ বলেছেন: কাহলিল জিবরান (আমরা এভাবেই পড়েছি) নিয়ে দারুণ পোস্ট । কবিতা বিষয়ক বানীর পাশাপাশি তার আঁকা ছবিগুলো দেখে ভালো লেগেছে ।

কাহলিল জিবরান যখন নোবেল পেলেন (৯২ বা ৯৩সালে), উনাকে নিয়ে সবার বেশ আগ্রহ জাগে । তখনই উনার বেশকিছু কবিতার বই বাংলায় অনুবাদ হয় । সেই বইয়ে কবিতার পাশাপাশি উনার আঁকা ছবিগুলো থাকতো । কবিতা পড়ে খুব ভালো লাগতো, এখন পড়া হয়না অনেক বছর ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মাহমুদ০০৭ বলেছেন: একটু ভুল হচ্ছে মামুন ভাই । উনি মারা গেছেন ১৯৩১ সালে । আমি যতটুকু জানি উনি নোবেল পান নি ।


সময় করে পড়ে দেখিয়েন মামুন ভাই :)

অনেক শুভকামনা রইল প্রিয় মামুন ভাইয়ের জন্য :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট। পোস্টে +++++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আনারুল ভাই :)
ভাল থাকুন , শুভকামনা রইল আপনার প্রতি ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: খলিল জিবরান সবগুলো বাণী আজকেই পড়া হলো, এর আগে পড়া হয়নাই,
সবগুলাই চমৎকার তবে ১৯ নম্বর বাণীটা রে মাইনাস X(( X((
এইটা না দিলেও পারতেন ভাইয়া X(( /:)

তবে আপনার পোষ্টে অবশ্যই ++++++

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

মাহমুদ০০৭ বলেছেন: অভিযোগ জিব্রান ভাইকে পাঠানো হইল :P

কি আর করা উনি বলল এটা দিতেই হবে আর কি করা ! তাই দিলাম ।
ভাল থাকবেন আপু ।
শুভকামনা রইল । :)

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নাইস পোস্ট।

হ্যাপি নিউ ইয়ার।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি :)
ভাল লাগছে আপনাকে দেখে ।

আপ্নাকেও নববর্ষের শুভেচ্ছা ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

মামুন রশিদ বলেছেন: আপনি ঠিক বলেছেন মাহমুদ । স্মৃতি থেকে লেখা, তাই একটু ভুল হয়ে গিয়েছে । ৯২-৯৩ সালে কোন মিশরিয় লেখক মনে হয় নোবেল পেয়েছিলেন । আর ঐ সময়েই আমার কাহলিল জিবরান পাঠ ।

শুধরে দেয়ার জন্য ধন্যবাদ ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

মাহমুদ০০৭ বলেছেন: আমাদের সবার ই ভুল হয় ভাই :) আমি নিজে আরো বেশি ভুল করি ।
বিভিন্ন জায়গায় কমেন্টে আপনার রেফারেন্স দেখে অনেক কিছু জানা হয় । যেমন একটু আগেও ব্লগার বোকা মানুষ বলতে চায় এর পোষ্টে ।

:)
ভাল থাকুন প্রিয় মামুন ভাই ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: যদি আমাকে বলা হয় একটা কবিতা লিখার ক্ষমতা ও একটা কবিতা না লিখার পরমানন্দের কোনটা আমি পছন্দ করব তাহলে আমি পরমানন্দ বেছে নেব ।

যাক শান্তি পেলাম । আমি তাহলে এখন পরমানন্দেই আছি ।

এমন একটা পোস্ট আমাকে উৎসর্গ করলেন ভাই যার বেশীরভাগরেই অর্থ আমি বুঝি নাই !

আর আমাকে আপনার প্রিয় মানুষের তালিকায় স্থান করে দিয়ে ঋণী করে ফেললেন , যদিও আমি নিশ্চিত আপনার প্রিয় মানুষের তালিকাটি অনেক অনেক লম্বা ! :D

ভালো থাকবেন ভাই ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , মন্ত্রীর মতই কমেন্ট ;)

পরমানন্দ থিকা কবিতার আনন্দে আসা চাই :)

হাহহ , আর কইতে হইব না , আপ্নে কি ভালাই জানি :)

ভাল থাকুন মন্ত্রী সাহেব :)
শুভকামনা রইল ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: অসাধারণ পোস্ট!! গ্রেট ওয়ার্ক। প্রতিটি পয়েন্ট সুন্দর। ২২ নং টা পড়িনি, পরে পড়ব।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :)
ভাল থাকুন /
শুভকামনা রইল ।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। অনেক কিছু জানা গেল। দারুণ দারুণ কথার ভান্ডার আর দর্শন। ভাল লেগেছে। :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)
ভাল থাকুন /
শুভকামনা রইল ।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

মিমা বলেছেন: হয়ত তোমাকে হারিয়ে ফেলেছি,
নয়ত গিয়েছি হেরে,
থাক না ধ্রুপদী অস্পষ্টতা,
কে কাকে গেলাম ছেড়ে।


হেলাল হাফিজের সাথে আমার প্রথম পরিচয় এ চারটি লাইন দ্বারাই। এবং প্রথম পরিচয়েই আমি কুপোকাত, তার সহজ সাধারন সরল চরণের তীব্র আঘাতে আমি আসক্ত হয়ে যাই। নেশাগ্রস্থের মতো প্রতি মুহূর্তকে সাজাতে তাঁর কাছে ছুটে যাই, তিনি আমাকে প্রতিবার কিছু শব্দ দিয়ে শান্ত করেন। শব্দের শক্তি নিয়ে আমি তখন থেকেই সন্দিহান।
তাঁর শব্দগুলো আমার মতো নিরাশ্রয়দের সাথে কখনো ছলনা করতে জানেনা! কবিতা নিয়ে তাঁর মন্তব্য যেন শুধু কোন ধারনা নয়, একেকটি অমোঘ সত্য!

এমন সব মন্তব্যের সংকলন পোস্টে মন্তব্য করতেই তো ভয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এমন চমৎকার জিনিস উপহার দেবার জন্যে।
নতুন বছরের অনেক শুভকামনা। হেলাল হাফিজের শব্দগুলোর মতই সুন্দর কাটুক আপনার নতুন বছর।
শুভকামনা। :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহা যিনি এত সুন্দর করে কমেন্ট করতে পারেন তার ভয় কিসের ?
বরং এমন করে মন্তব্য করবেন । খুব ভাল লেগেছে আপনার প্রতিক্রিয়াটি ।

প্রথম বারের মত আমার ব্লগে আপনার আগমনে স্বাগত জানাচ্ছি ।

আপ্নার ও প্রতিটা দিন ভাল কাটুক। শুভকামনা রইল ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: নাহ এই পোস্ট একবারে হজম করতে নেই, প্রিয়তে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে এর রস আস্বাদন করতে হবে। যতদিন যাচ্ছে আপনার পড়াশোনার উপর শ্রদ্ধা জমে যাচ্ছে ভাই।


ভাল থাকুন শুভ কামনা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: হ নিজের কথা আর কইবা না , আমি জাইনা উল্টাইয়া লাইলাম !
তাড়িয়ে তাড়িয়ে খাও ভাই , খেজুর রসের টেস্ট পাইবা ;)

জমায়া বাংলাদেশ ব্যাঙ্কে থুইয়া রাহন যাইব নি খবর লও :P

ভাল থাক ভাই , অনেক অনেক শুভকামনা থাকব সবসময়ের জন্য । :)

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস পোষ্ট মাহমুদ ভাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । ভাল আছেন নিশ্চয়ই ? :)
শুভকামনা আপনার জন্য ।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

শরৎ চৌধুরী বলেছেন: মনটা ভ'রে গেল। অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখতে পেয়ে ভাল লাগছে । :)
ভাল লেগেছে জেনে খুশি হলাম ।

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল ।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ পছন্দ হলো পোস্টটা। এই ধরনের পোস্টের প্রতি আমার বিশেষ আগ্রহ থাকে সবসময়।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই ।
আপনাকে দেখলে সবসময় ভাল লাগে ।

ভাল থাকুন ভাই ।

:)

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি আর কবিতা নিয়ে চমৎকার কিছু ব্যাপার উল্লেখ করেছেন । প্রচুর লেখা পড়া করেন বোধ হয় । তাইএত বেশি জানেন । চালিয়ে যান। দারুণ সম্ভাবণা দেখা যাচ্ছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: হহাহ , আমি ত জাস্ট টাইপ করলাম । এটা কোন ক্রিয়েটিভ
ওয়ার্ক নয় ।

একেক জন একেক দিকে জানেন । এই পৃথিবীতে কেউ কারো চেয়ে কম নয় ।
না জানলেও সমস্যা নেই । উপলব্ধিটাই আসল ।

সম্ভাবনা কিসের ভাই ? :)


যা হোক এটা নিয়ে মাথা ঘামাই না এবং ভবিষ্যতেও
ঘামানোর '' সম্ভাবনা '' নেই । নিজের মত করে লিখতেই আমি পছন্দ করি ।

ভাল থাকুন সেলিম ভাই :)
ফিরতি মন্তব্যের জন্য আপনাকে আবারো ধন্যবাদ ।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

অনিকেত রহমান বলেছেন: অসাধারণ একটা পোষ্ট প্রায় ৩০ মিনিট ধরে পড়লাম।। কিছু কিছু কথা মাথার ভিতরে পুরা গেঁথে গেছে।।

এ বিষয়ে আগের পোষ্টটা সমায় করে পড়ে নিব।।

আশা করছি এ বিষয়ে আরও কিছু পোষ্ট পাব।।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অনিকেত ভাই :)

হা আরো দেব ইনশাল্লাহ ।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে ।

ভাল থাকুন ভাই :)

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

এম মশিউর বলেছেন: মানুষ মুলত দুইজন । একজন অন্ধকারে জাগ্রত , অন্যজন আলোর ভেতরে ঘুমন্ত ।


আমি কোন প্রকার বুঝলাম না।


তবে পোস্ট মারাত্মক হইছে। অবশ্যই প্রিয়তে। ;)

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনি দুইদিকেই আছেন ! ;)

হেহেহ ধন্যবাদ মশিউর ভাই ।
ভাল থাকুন । শুভকামনা রইল ।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক সুন্দর পোস্ট!

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ।
ভাল থাকুন :)

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

শায়মা বলেছেন: বাহ আমার জ্ঞানী ভাইয়াটা!!


অনেক অনেক জ্ঞান আহরন করিলাম।


অনেক অনেক ভালো লাগা ভাইয়ামনি।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: আমি হলাম কপি পেস্ট জ্ঞানী

আমার চেয়ে গুগল মামা আরো বেশি জ্ঞানী :P

ভাল থাকুন আপুনি ,
শুভকামনা রইল ।, :)

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

জুন বলেছেন: আর কিছু মানুষ আছে যারা দান করে সানন্দে, আর ওই আনন্দই তাদের পুরস্কার।
আর কিছু মানুষ আছে যারা দান করে বেদনার সঙ্গে, আর ওই বেদনা হল তাদের অগ্নিদীক্ষা।

এই লাইনটা আমাদের কোটিপতি শিল্পপতিদের পড়ানো উচিত।
কাহলিল জিবরান এর এই উদ্ধ্বৃতি গুলো অসাধারন। আর আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ মাহমুদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: আর কিছু মানুষ আছে যারা দান করে সানন্দে, আর ওই আনন্দই তাদের পুরস্কার।
আর কিছু মানুষ আছে যারা দান করে বেদনার সঙ্গে, আর ওই বেদনা হল তাদের অগ্নিদীক্ষা।
এই লাইনটা আমাদের কোটিপতি শিল্পপতিদের পড়ানো উচিত।

- আসলেই ।

ধন্যবাদ আপু ।

ভাল থাকুন ।
শুভকামনা রইল ।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু ।

ভাল থাকুন ।
শুভকামনা রইল । :)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

রাবার বলেছেন: শায়মা বলেছেন: বাহ আমার জ্ঞানী ভাইয়াটা!!

আমিও অনেক অনেক জ্ঞান আহরন করিলাম :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: আমিও রাবার লইলাম :)
যদিও কোন কাজে লাগব জানি না !

ভাল থাকবেন ।
শুভকামনা রইল :)

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মাইনাচ, আমার প্রিয়তম জিবরান রে নিয়ে কেউ কিছু লেখলে আমার শরীর জ্বইলা উঠে! X( X( , হেরে নিয়ে টানাটানি করেন ক্যান, আর কবি নাই পৃথিবীতে?

জিবরান নিয়ে লেখা আপনার শেষ পোস্ট আমি প্রিয়তে নিলাম, আর লেখবেন না, হুঁশিয়ার, সাবধান!

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: ইয়ে মানে কবি সাহেব , আসলে উনাকে নিয়ে লিখলে আপনি হিংসায় জ্বলে জ্বলে আরো
বেশি করে কবিতা লিখবেন তাই আর কি ! :P

ইয়ে আনে কবি আরো যে লিখা সাধ ছিল !

ভাল থাকুন কবি :)
অনেক মজা পেলাম কমেন্টে ।
শুভকামনা রইল :)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: পোস্টটা মনটাকে আদ্র করলো। প্রিয়তে রাখলাম। সময় করে আরও পড়া যাবে। :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই :)
আপনাকে দেখে ভাল লাগছে :) প্রিয়তে নেয়ার জন্য ধইন্না :)
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল ।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

অরুদ্ধ সকাল বলেছেন:

কবিতা হচ্ছে অভিধানের যতিচিহ্নসহ আনন্দ , বেদনা ও বিস্ময়ের ভাগাভাগি ।


অনেক ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ভাই ।
ভাল থাকুন :)

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: জিবরানের প্যারাবল বরাবরই চিন্তার খোরাক যোগায়। ভালো পোস্ট।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।
শুভকামনা রইল :)

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

শুঁটকি মাছ বলেছেন: সম্ভবত সময়ের সংজ্ঞা হল কয়লার ভেতরে হীরা ।

এইটা মাথায় রাখতে হবে। :( :( :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: জি !
ভাল থাকুন আপনি :)

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

আমিই মিসিরআলি বলেছেন: শিল্পকলা হল প্রকৃতি থেকে অসীমের দিকে যাওয়ার একটা একটা সিঁড়ি

বাহ, অসাধারণ কথা । প্রত্যেকটা কথাই মনে ধরছে এবং বাস্তবিক অর্থ বহনকারী ।

মাহমুদ ভাই আপনার মাধ্যমে ওনার মত গুণী মানুষের বাণীর সাথে পরিচয়ের সুযোগ ঘটলো ।

অনেক অনেক ধন্যবাদ এরকম একটা পোষ্টের জন্যে ।।
ষষ্ঠ প্লাস ++++++

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ মিসির ভাই :)
ভাল থাকুন ।
শুভকামনা রইল ।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

খেয়া ঘাট বলেছেন: বড়ই জটিল জিনিস।
সবকিছু ভালো বুঝিনা।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: জিব্রান এমনিতেই ভাবায় । আপনাকে দেখে ভাল লাগছে :)

ভাল থাকুন প্রিয় ভাই। শুভকামনা রইল । ।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

আজরাইল ভাই বলেছেন: :) সুন্দর

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)

তবে আপনার নিক আর নাম দেখে খুব ভয় পাইছি !

ভাল থাকুন ভাই ।

শুভকামনা ।

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: যদি আমাকে বলা হয় একটা কবিতা লিখার ক্ষমতা ও একটা কবিতা না লিখার পরমানন্দের কোনটা আমি পছন্দ করব তাহলে আমি পরমানন্দ বেছে নেব । এটা উন্নততর কবিতা ।

++++

১২,১৬,১৯,২০

বেশি ভালো লাগলো

পোস্টে +

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

মাহমুদ০০৭ বলেছেন: :)

অনেকেই দেখি এই কোটেশন টা পছন্দ করেছে ।

ভাল থাকুন রাসেল ভাই ।

শুভকামনা রইল ।

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

আজরাইল ভাই বলেছেন: ভিতু কিনা তাই এমুন নাম :-*

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহহ , মজা পাইলাম ভাই ।
যাক আমারও ডর লাগ্লে আপ্নারে স্মরণ করমু ।

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল । :)

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মানুষ মুলত দুইজন । একজন অন্ধকারে জাগ্রত , অন্যজন আলোর ভেতরে ঘুমন্ত ।

-আর তাই হয়তো আমাদের আশপাশে দেখি দু মুখো সাপের মতো কিছু মানুষ, সময়ে যারা নিজেদের চরিত্রও পালটাতে পারে। এমন কি নিজেও কখনো কখনো অনুভব করি আমাতে বিরাজমান সত্ত্বা দুটিই।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

মাহমুদ০০৭ বলেছেন: মানুষের ভেতর সবকিছুই আছে । কিছু ব্যক্ত হয় , কিছু সুপ্ত এই আর কি ।
ভাল থাকুন জুলিয়ান দা ।
শুভকামনা রইল ।

৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৭

মশিকুর বলেছেন:
১/ যারা কবিতা লিখতে পারেন না, তাদের 'হৃদয়ের রক্তক্ষরণ' অথবা 'মুখের হাসি' কোনটাই কি নেই?? :( :( :(

২/ "কবি হচ্ছে একজন সিংহাচ্যুত রাজা">> এর মানে কি কবি হওয়ার আগে সিংহাসন অক্ষত ছিল??

৭/ কবিতার কাছে চিন্তা হচ্ছে সবসময় হোঁচট খাওয়া পাথর ++++

৯/ মৃত্যু বৃদ্ধদের নিকটবর্তি নয়, নবজাতকের চেয়ে।>> এয়ার ব্যপারে দুই এক লাইন বলুন।

১১/ ++++

১৫/ যারা এটা বিশ্বাস করে তারা রোবট(নিজস্ব মতামত)

১৭/ একমত না। আমার কাছে এটা একটা অজুহাত বলে মনেহয়।

(১৮-২১) একযোগে প্লাস।

২২/ কোন একসময় পড়লে মন্তব্য করবো, নাও করতে পারি :)

একটা প্রশ্ন?? সব কবির জীবনে নাকি একটা কবিতা লেখার আক্ষেপ থেকেই যায়?????

এমন পোস্ট দিতে থাকেন। অনেক কিছু জানলাম। সময় করে পূর্বের পোস্টটা পড়ার চেষ্টা করবো। খলিল জিবরান রক্স।

শুভকামনা।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

মাহমুদ০০৭ বলেছেন: খলিল জিবরান রক্স। - অবশ্যই ! আমি উনার দিওয়ানা বলতে পারেন ।;)

প্রশ্নের উত্তর -

সৃষ্টিশীল মানুষ খুব কমই পরিতৃপ্ত হয় , বা হয় না বলা চলে । সৈয়দ
সামসুল হক নাকি একটা লিখা লিখার চেষ্টা করতাছেন সেই ১৯৫৩ সাল
হতে । এখনো পারেন নি । পারবেন না বলে মনে হচ্ছে আমার ।

১৭ )অসুখের রুপ - এটা যাপিত জীবন দিয়েও ফিল করা যায় ।
আমরা যা প্রয়োজন মনে করি তার সব কিছুই কি আসলে প্রয়োজনীয় ? চীনের একজন কিডনি বিক্রি করে আইফোন কিনল । আইফোন কি এতই প্রয়োজনীয় ?

আর প্রয়োজন হতে অপরাধ অহরহই জন্ম নিচ্ছে , নিবে ।

একটা প্রশ্ন আসলেই ভাবার আছে । ভালভাবে জীবন যাপন করতে আমাদের আসলে কতটুকু প্রয়োজন ?

আসলে সব কথাকেই আপনি অনেক চোখ দিয়ে দেখতে পারবেন ।
এক চোখে যেটা সঠিক বলবে আরেক চোখ সেটা ভুল বলবে ।

১৫ ) নং কথাটা একজন সৃষ্টিশীল মানুষের দৃষ্টিকোণ হতে দেখি ।
অনেক কিছু ত্যাগ আর অপচয়ের ফলে মূল্যবান কিছু সৃষ্টি করা যায়। ঠিক যেন কয়লা হতে হীরা ।
সফল হতে গেলে আগে ব্যর্থ হতে হয় ।

১৬ ) কবিকে বিশ্ব - ভুগোলের অধীশ্বর হতে গেলে সিংহাসনচ্যুত হতে হবে , হতে হবে ইবনে বতুতা , হাটতে হবে পৃথিবীর পথে । তবেই না কামিয়াবি ! আর তা করতে গেলে নিজ সিংহাসনের মায়া ছাড়তে হবে ।
প্রকৃতপক্ষে একজন খাটি কবিকে অনেক কিছু হতেই চ্যুত বা বিচ্যুত হতে হয় ।


কাল চিন্তা করছিলাম - যদি কবির হাতে দেশ শাসনভার পড়ে ,
তাইলে দেশের হালত কেমন হবে ? হাহাহহ !

১ ) যারা কবিতা লিখতে পারেন না তাদের 'হৃদয়ের রক্তক্ষরণ' অথবা 'মুখের হাসি' হচ্ছে কবির কবিতার উৎস । তবে সেটা
আগে কবির অনুভূতিতে জারিত হতে হয় । তারপর কবি সেটা পরিবেশন করেন ।

সাথে নিজের হৃদয়ের রক্তক্ষরণ' অথবা 'মুখের হাসি' ত আছেই !


৯ ) নং কথাটি একটা প্যারাডক্স ।
মৃত্যু বৃদ্ধ, নবজাতক উভয়ের নিকট সমান নিকটবর্তী । এক সেকেন্ডের নাইরে ভরসা !

একটা কথা ভেবে হাসি পাচ্ছে । বল ল জিব্রান ব্যাখ্যা করতাছি আমি !
হাহাহ ! মজা না মশিকুর ভাই ? :)

আপনার কমেন্ট সবচেয়ে ভাল লাগল ।
ভাল লাগল এই কারণে আমাদের ভেতর একটা নম নম ভাব আছে ।
রবীন্দ্রনাথ বলছে ! বাবারে তাইলে সেই ঠিক !
জিব্রানের এই কথা গুলা আমি বললে হয়ত আমাকে ধুয়ে ফেলা হত ;)
নিজের কথাকে এইভাবে আমরা নামের ভয়ে চেপে যাই । আপনি তা করেন নি ।

মশিকুরের যে একটা নিজস্ব অস্তিত্ব আছে , তার ভাবনা টা আমি আপনার কমেন্টে টের পেলাম । এই ত চাই !

আপনার প্রতি ও অনেক অনেক শুভকামনা ।
আজ রাতে পোস্ট দিচ্ছি । পড়ার আগাম আমন্ত্রণ রইল ।

ভাল থাকুন ভাই :)








৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

মোঃ ইসহাক খান বলেছেন: অনেকগুলো কথাই স্পর্শ করার মত।

শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই ।
ভাল থাকুন প্রিয় লিখক ।
শুভকামনা ।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: কিছু বুঝছি, কিছু বুঝি নাই। কিছু ভাল লাগছে, কিছু লাগে নাই। সব মিলিয়ে চমৎকার পোস্ট।


ও, খরগোশ আর কচ্ছপেরটা সবচেয়ে ভাল বুঝছি। ছোট বেলা থেকে গল্পটা জানি তো, তাই। বোঝার পর মনে হল, যাক আমি তাইলে বেশি নির্বোধ না। ;) ;) ;) ;) ;)

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: কিছু বুঝছি, কিছু বুঝি নাই। কিছু ভাল লাগছে, কিছু লাগে না ।
হাহাহ , সবার ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য ভাই :)

:P :P হাই থট নিয়ে জিব্রান ই থাকুক ।

অনেক দিন পরে আপনাকে দেখলাম ভাই :) নিয়মিত দেখতে চাই আপনাকে ।
ভাল থাকুন ভাই , শুভকামনা রইল । ।

৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: অনেক ভাল লাগল

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা ভাই ।

আপনার নিকের ছবিটি দেখেও ভাল লাগল । সম্ভবত ৬৯ এর আন্দোলনে
র ।

ভাল থাকুন ভাই । শুভকামনা রইল আপনার প্রতি ।

৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

রাবেয়া রব্বানি বলেছেন: কিছু পোষ্ট ৃতজ্ঞতা বাড়ায় । অনেক ধন্যবাদ ও ৃতজ্ঞতা পোষ্টটির জন্য।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ও ।

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি ।

ভাল থাকুন । শুভেচ্ছা রইল । :)

৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: বেশ ভাবার মত প্রত্যেকটা ।যদিও দার্শনিক কথা আমার মাথার উপর দিয়ে ফ্লাই করে যায় । আবারও পড়ার ইচ্ছে রইল ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ফ্লাই কে ধরার ট্রাই করলে আমি নিশ্চিত আপনি পারবেন ।

অনেক দিন পর দেখলাম আপনাকে । আশা করি ভালই আছেন ।

ভাল থাকুন এবং আন্তরিক শুভকামনা রইল আপনার প্রতি :)

৪২| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: জিবরানের অনেক লেখাই পড়া হয় ৷ অনেক আগে পড়তে গিয়ে তার লেখা অনুবাদের দুঃসাহস হয়েছিল ৷ পরে আর সাহসই হয়নি ৷ তখন অনেক অনেক হেভিওয়েট ব্লগার লেখতেন ৷ সামুতে তখন আমি পাঠক আইডি খোলা হয়নি ৷ পরে নেটে খুজতে গিয়ে সামুতেই বেশ কিছু অনুবাদ বা আলোচনা পেয়ে যাই ৷


এবার পেলাম আপনার পোস্টে ৷ তাই মাঝে মাঝে রেফারেন্স হিসেবে আসা হবে তাও আবার মীর’দার অনুবাদই ৷ সংগ্রহে রাখার মতন পোস্ট ৷



কষ্টের জন্য ধন্যবাদ ৷

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই । আপনার অনুবাদ সামুতে দিলে ভাল হয় ।
জিবরান আমার প্রিয় , এ সংক্রান্ত আর ও পোষ্ট করার ইচ্ছে আছে ।
ভাল থাকবেন । :)

৪৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:১২

জেরিফ বলেছেন: দেরী করে আসলাম দুঃখিত ।

অনেক কিছু গেঁথে গেলো মনে , চমৎকার ভাষা শৈলী । পোস্টে ভালো লাগা রইলো । শুভ কামনা ।

৩১ শে মে, ২০১৪ রাত ৯:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জেরিফ ।
ভাল থাকুন ।

৪৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

খায়রুল আহসান বলেছেন: মানুষ মুলত দুইজন । একজন অন্ধকারে জাগ্রত , অন্যজন আলোর ভেতরে ঘুমন্ত --আমার কাছে এটাকেই বেস্ট মনে হয়েছে। তব সবগুলো উদ্ধৃতিই ভাবনার খোরাক জোগায়।
সুন্দর পোস্ট। + +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ স্যার । ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.