নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ইমন জুবায়ের ও আমার , যাপিত জীবনের জন্য এলিজি ।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪









We were born into the world

One day

The sun in the late afternoon

Will beck on us to the window

By chance we shall spiritualize

An unusual sunset

- Boris Pasternak



অনেকদিন পর সেদিন সকালে ব্লগে ঢুকে দেখি ইমন জুবায়ের নেই ।

মুহূর্তেই মাথাটা ঘোলা হয়ে গেল , আর কিছু ভাবতে পারছিলাম না ।

আমি উদাসশুন্য হয়ে গেলাম । পাশে ছিল শুভ । ওর পিসি থেকে ব্লগে

ইন করেছিলাম ।

শুভ বলল - কি হয়েছে ?



আমি বললাম - ইমন জুবায়ের নেই !



তারপর থেকে ইমন জুবায়ের নিয়ে একের পর এক পোস্ট এল , আমি গোগ্রাসে পরে গেলাম । ইমন জুবায়ের এর ছবি দেখা সেই প্রথম ।



মাথায় বার বার একটা নাম ভাসছিল ।



ইমন জুবায়ের ! ইমন জুবায়ের !



শুভ বলল - ভাই দেখেন ইমন ভাই মরছে কতজনে কত পোস্ট দিচ্ছে ।

আমি মরলে কেউ খবর ও নিবেনা ।



আমি চমকালাম । কারণ একথা সত্যি । আমি মনে মনে বললাম -

কিন্তু তোমার মা কাঁদবে , হাউ মাউ করে । আর কেউ না কাঁদুক , মা কাঁদে।

জানে অর্থহীন , তবু কাঁদে । জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদবে ।কিভাবে কেঁদে কেঁদে যাবে তুমি কল্পনাও করতে পারবে না !





আমি জানি । আমি এমনটা অনেক দেখেছি । দেখব ও ।



এই ত সেদিন কাদের মোল্লার ফাসি দেবার আগের দিন আমার প্রতিবেশী

জলিল ভাই এর বস্তাবন্দি লাশ নদীতে পাওয়া গেল । জমি নিয়ে প্রভাবশালী দের সাথে তার বিরোধ ছিল । ওরা জলিলকে বলল - ৩ দিনের মাথায় দেখে । দেখে নিয়েছে বটে !





জলিয়ের লাশ ঠিক এইভাবে পাওয়া গেছে - জিহবা নেই , কান নেই , হাত নেই , লিঙ্গ নেই , বুকের পাজর ভাঙ্গা । শরীরে ছ্যাকার দাগ আছে , হাঁটুর হাড্ডিটা ভাঙ্গা আছে । সবকিছু মিলে ফাইনালি এই জলিল ।



মর্গে লাশ সনাক্ত করতে হবে । কে যাবে ? পুলিশ বলল মাত্র একজন যান । সবাই যাওয়া ঠিক হবে না । সবাই বলল - হ্যা , সবার যাওয়া ঠিক হবে না ।



মা তখন পা বাড়াল । বউ দাঁড়িয়ে । প্রসব বেদনা সহ্য করা মা সেদিনও

অসীম ধৈর্যের পরিক্ষা দিলেন । নতুন করে চিনে নিলেন ছেলেকে।



আমার মা বললেন , জলিলের মা প্রতিদিন কাঁদে । আমার খুব খারাপ লাগে রে ।

আমি বললাম - হু ।



মা বললেন - তুই কোথাও একা একা যাবি না ।



আমি বলি - আচ্ছা ।

মা বললেন - দিনকাল খুব খারাপ । মানুষ আর মানুষ নেই ।

আমি বলি - হু ।



মা বললেন - গণ্ডগোল এর মধ্যে একদম থাকবি না ।

আমি বলি - আচ্ছা ।



মা বললেন - খুব চিন্তা করি তোর জন্য । মন টা কাপে । তুই ত আলাভোলা। হাটার সময় হুশ থাকে না তোর । দেখে শুনে চলিস ।



মা বললেন - তোকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিছি । আল্লাহই তোকে দেখবেন ।









আমি বলি - আচ্ছা । তুমি ভেবনা মা। আমি ঠিক আছি । আমি সাবধানে আছি ।



মনে মনে বললাম - সব কিছু থেকে আমি পালিয়ে আছি । কোন চিন্তে নেই । বোমা ফুটলে আগেই খবর পাই । আমি আর সেই রাস্তায় যাই না ।

আমি নিরাপদে আছি । এইত আমি ব্লগে ফেসবুকে তামাশা করি ।



আমি কোন খেলায় নেই ,গ্যালারিতেও নেই ।আমি ভাল আছি । ভাল থাকা আমির ইমন জুবায়েরের কথা মনে পড়ে । আহ ! ইমন জুবায়েরের জীবন !

রাস্তার টোকাই - তার জীবন ও জীবন , ইমন জুবায়ের এর টাও জীবন ।

কত ফারাক ! এই শুভ ভেবে দেখ কত ফারাক ! ১৫০০ পোস্ট । জীবন

কিভাবে ইমন জুবায়ের কে তাড়িয়ে নিয়ে গেল । ইমন জুবায়ের

এমন এক সমুদ্রে পড়েছিলেন , তার কোন তলা নেই । জ্ঞানের ভেতর ভ্রম আছে ,

বিভ্রম , মায়া আছে , । ছল ও আছে । জানা মানে আরো জানা , খালি অতল , বিদিশার নিশার মত অন্ধকার । মানুষ প্রথমে এটা টের পায় না ।

কারণ জ্ঞান সুড়ঙ্গমুখে অপার আনন্দ ঝিলিমিলি করে ।পরমানন্দে

চলে অবগাহন । সে সাঁতরাতে থাকে , হাতড়াতে থাকে ।

হাতরিয়ে হাতরিয়ে যাও হে পথিক , হাহাহ । তুমি আর পথের দেখা পাবে নাকো । কিভাবে পাবে ?





মুসা নবী ( আং ) এক মজলিশে বললেন - আমি সবচেয়ে জ্ঞানী ।

আল্লাহ বরদাস্ত করলেন না । বললেন - হে মুসা ! তোমার চেয়েও জ্ঞানী আছে । তোমার ত ইলমে লাদুন্নি ( গোপন জ্ঞান ) নেই । তা আছে খোয়াজ

খিজিরের( আং ) কাছে । মুসা খিজিরের ( আং ) এর কাছে গেলেন । সে আরেক কথা ।





সমুদ্র হতে পাখি কেবল তার ঠোঁটের আজলা পর্যন্ত পানি নিতে পারে ।

আল্লাহ বলেন - হে মানুষ ! তোমার জ্ঞান ও এরুপ ।পাখির মত । এর বেশি তুমি নিতে পারবে না ।



তারপর ও এই জ্ঞানের দিকে আল্লাহ মানুষকে ঠেলে দেন । হযরত মুহাম্মদের ( সং ) প্রতি আল্লাহর প্রথম নাজিল কৃত আয়াত ই হল '' পড়'' ।



আর কিতাবের এখানে - ওখানে বার বার জ্ঞান অর্জনের তাগিদ । নবী বললেন - দরকার হলে সুদূর চীনে যেতে । ত মানুষ জ্ঞান নিতে থাকে । সে জ্ঞানের কি দাপট ।কোথাও অর্থনীতিকে নাকচ করে হিসেব বিজ্ঞান ,

কোথাও সমাজবিজ্জান কে ভেংচি কাটে নৃতত্ত্ব । পাখির ঠোঁটে আটা জ্ঞানে জ্ঞানে মানুষ গিট্টু লাগিয়ে ফেলে । মহান আল্লাহ সেই খেলা পরমানন্দে উপভোগ করেন । হাহাহহ , না বাপু এই খেলায় থাকতে আমি রাজি না। এ খাঁচা ভাঙব না । এই বোচকা টানতে আমি রাজি নই ।খেলব না খেলা - আড়ি , আড়ি ।















আমি তখন নিঃশ্বাস ফেলতে সাহিত্ত্যে চলে আসি । ওমা ! এখানেও দেখি খেলা । কবিগুরু নিজেই খেলছেন - '' আমি পরানের সাথে খেলিব আজিকে

মরণখেলা , নিশীথ বেলা । '' বাবারে ! রবীন্দ্রনাথের খেলার মূলধন কি ছিল ? -

সাহিত্যকর্ম ? ব্যক্তি রবিন্দ্রনাথ ? শান্তিনিকেতন ?

মূলধন যাই হোক রবিন্দ্রনাথ জিতে গেছেন । তার শেয়ার মূল্য উত্তরোত্তর

বৃদ্ধি পাচ্ছে । জীবিতকালে ঝাটা - জুতা খেলেও এখন তিনি বাঙ্গালির

কাছে নমঃ নম: ।



ইমন জূবায়ের ও জিতে গেছেন । ভদ্রলোক নির্মোহ ছিলেন , নির্লোভ ছিলেন , সর্বোপরি ঘোরে ছিলেন । ঘোরে থেকেই মরণ ঘরে চলে গেছেন ।



আমি কি করলাম ? একখান অবিস্মরণীয় গাইড ও বের করলাম না !

তখন গাইডের পেছনে আমিও বলতে পারতাম - '' আমি এমন কি করিলাম যার জন্য এদেশের মানুষ আজীবন আমাকে স্মরণ করবে ? ""

হাহাহা । জীবনের ছাপ কোথাও রাখা হচ্ছে না । প্রবাহমান কালের

স্রোতে আমিও কচুরিপানার মত ভেসে যাব । আরো লাখ লাখ , কোটি কোটি

মানুষের মত । গেলে গেলাম । দুঃখ নেই । জীবন কালে নিজআত্মা

নিজ কব্জায় থাকলেই হল । what shall it profit a man if he gain the whole world and loss his own soul .



অমরকান্তি রোদ্দুর হতে চেয়েছে । আমিও চেয়েছিলাম একসময় । এখন ছায়া ও হতে চাইনা । খেলাঘরে তাই আমি যাচ্ছি না । দরকার নেই । যাব না । ইমন জুবারের শত ডাকলেও ।

ডান দিকের ছবিটা তাই দেখেও দেখব না । তার চেয়ে বরং চাঁদকে রুটি বানিয়ে ভাজি দিয়ে খেয়ে ফেলব । সূর্যকে বেলা বিস্কুট বানিয়ে চায়ের সাথে চুবিয়ে খাব । আমি আল মাহমুদের পাখির মত বন্য হব । সেটাই ভাল ।

তবু খেলব না , খেলব না । কেন খেলব ?when we are born , we cry that we are come, To this great stage of fools . KING LEAR. বোকাদের সাথে কে খেলে ?







হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে

জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।



এদিকটায় আমিও ভাল থাকি ।

জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব ।



Any man's death diminishes me

Because I am involved in mankind.

- John Donne

































মন্তব্য ৯৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

শায়মা বলেছেন: হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে
জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।

এদিকটায় আমিও ভাল থাকি ।
জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব ।


ইমনভাইয়াকে যারা চিনেছিলো কেউই তাকে কখনও ভুলতে পারবেনা ভাইয়া।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

মাহমুদ০০৭ বলেছেন: হাতছানি মারাত্মক !

ভাল থাকা হোক আপুনি ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম। অনেক সুন্দর করে সাবলীনভাবে লেখে গেছে। তার মাঝে মাঝে কিছু কাহিনী, স্মৃতি, সত্য ঘটনা, নবী, কবি, রবি, খেলা, অমরকান্তি.....সব উপস্থাপন লেখার সাথে মিশে গেছে।

লেখাটি পড়ে মার কথা মনে পড়ে গেল। আমিতো মা'কে হারিয়েছি তাই, আমি মরে গেলে আমার মা’ও কাঁদবে না। বাকিদের কথা জানি না!

আর ইমন ভাইয়ের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমি প্রায় নতুন। তাই এখন আস্তে আস্তে পড়ছি, জানছি আর মিস করছি। ওপারের জগতে উনি শান্তিতে থাকুক।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: মাকে হারানোর ভয় আমার ভেতরে খুব কাজ করে ।

আপনার জন্য সমবেদনা রইল ।

সবাইকেই যেতে হয় তবু কেন মার অভাব পুরণ হয় না !

মা কেন এত ভালবাসে !!

ভাল থাকুন সুমন ভাই ।

শুভকামনা রইল ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

আমি সাজিদ বলেছেন: ইমন জুবায়ের বেঁচে থাকুক শত শালিকের চোখে…

ছুঁয়ে গেলো লেখাটা।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই ।
আপনাকে দেখতে পেয়ে ভাল লাগছে :)
ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে


চমৎকার লিখেছেন

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
আল্লাহ আপনাকে ভাল রাখুন ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

আমিই মিসিরআলি বলেছেন:
পড়ার সময় কিছুটা বিষণ্ণতায় পেয়ে বসল

অনেকটা যেন মনের আক্ষেপের দ্বারা তাড়িত হয়েই এই লেখাটার প্রকাশ

পোষ্টে +

প্রিয় মাহমুদ ভাই আল্লাহ্‌ আপনার সহায় হন

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

মাহমুদ০০৭ বলেছেন: হা ভাই ।

নিজের কিছু কথা লিখলাম এই আর কি ।
ভাল থাকুন মিসির ভাই ।

শুভকামনা রইল আপনার প্রতি ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮

অপু তানভীর বলেছেন: আপনার লেখাটা পড়ে ভাল লাগলো, আসলেই একটা সত্য কথা বলেছেন । ইমন জুবায়েরের জন্য যত পোষ্ট এসেছে যত গুলো অনুভুতি এসেছে আর কারি বেলায় এমন টা আসবে না । এখানেই পার্থক্য ইমন ভাইয়ের সাথে আর আর অন্য সবার !

হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে
জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।

এদিকটায় আমিও ভাল থাকি ।
জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব ।

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: তুচ্ছ হয়ে বাঁচতে ভাল লাগে না । তবু তেলাপোকা জীবন ।
ইমন ভাই বেঁচে থাকতে তার যতটুকু পাওয়ার তাকে তা দেওয়া গেলে
এটা আমাদের জন্যই ভাল হত । উনাকে এই আমরাই বাধ্য করেছি
ডয়েচ ভেলে সেরা ব্লগার প্রতিযোগিতা হতে নাম প্রত্যাহার করতে ।
এই সামুতে অনেক দিন পুরানা সব পোস্ট পড়লাম । একজন থাবা বাবা লিখছে উনার পোস্ট পড়লে নাকি ঘুম আসে ! কেউ কেউ বলে
হালায় এত টাইম পায় কই ? কাম কাইজ নাই ? যারা বলে তাদের কে আবার ধোপার কাপড়ের মত নিংড়ালেও একফোঁটা কাজের জিনিস বের হবে না । কথা বলার সময় সবাই সোয়া সের । পারলে উনাকে
কাদাপানিতে চূবানোর জন্য অনেকেই ব্যস্ত ছিল । উনার অন্তর্মুখী চরিত্র আর নির্মোহতা উনাকে বাচিয়ে দিয়েছে ।
কিন্তু সবাই ত আর উনার মত না । মানুষের সংবেদনশীলতা একেকজনের একেক রকম । কেউ দিনের দিনের পর দিন মাছির মত
বিরক্ত করতে থাকলে সবাই তা সহ্য করতে পারে না । আরেকজন
ইমন জুবায়ের তৈরি হবার পরিবেশ এই আমরাই রুদ্ধ করে রেখেছি ।
বিষয়টা ভেবে দেখা উচিত ।

কি লাভ , এত শ্রদ্ধা ভালবাসা ত ইমন ভাই দেখতে পারল না বেঁচে থাকতে উনাকে কি এর দশ ভাগের এক ভাগ ও দেয়া হয়েছে ? মরে
গেছে এখন সবাই জয়মাল্য দিচ্ছি ।
কিন্তু ইমন জুবায়ের এর অভাব এখন
সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে । আর কি আরেকটা ইমন জুবায়ের আসবে ?

কিছু মনে করবেন না অপু ভাই , আপনার কমেন্টের উছিলায় মনের কিছু জমানো কথা বলে ফেললাম ।

আপনি অন্তত ইমন ভাই বেচে থাকতে ই আপনার ভাললাগা র কথা উনাকে জানাতে পেরেছেন । এটা আপনার পরম সৌভাগ্য ।
আমার সেই সুযোগ নেই ।
ইমন জুবায়ের সৃতি মুলক একটা পোস্ট সঙ্কলন ও করেছেন আপনি ।
সে জন্য আপনাকে আমার পক্ষ হতে ধন্যবাদ জানাচ্ছি । আপনি এ কাজের মাধ্যমে তার প্রতি যথার্থ সম্মান দেখিয়েছেন । রিসেন্ট ও
একটা লিখা লিখেছেন উনার ব্যাপারে ।

আমার পোস্টে ও আপনি ইমন জুবায়ের নাম দেখেই এসেছেন , কমেন্ট করেছেন । যদিও আমার পোস্ট টা ইমন ভাইকে কেন্দ্র করে নিজের কথামালাই ।

ইমন জুবায়ের ভাইয়ের প্রতি আপনার এই ভালবাসা সত্যিই প্রশংসার
দাবিদার ।

আল্লাহ আপনার এই ভালবাসার উসিলায় তাকে বেহেস্ত নসিব করুক । আমিন ।

ভাল থাকুন অপু ভাই ,
আপনার প্রতি অনেক শুভকামনা রইল । :)


৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৯

মামুন রশিদ বলেছেন: জ্ঞানের ভেতর ভ্রম আছে , বিভ্রম , মায়া আছে , । ছল ও আছে । জানা মানে আরো জানা , খালি অতল , বিদিশার নিশার মত অন্ধকার । মানুষ প্রথমে এটা টের পায় না ।
কারণ জ্ঞান সুড়ঙ্গমুখে অপার আনন্দ ঝিলিমিলি করে ।পরমানন্দে
চলে অবগাহন । সে সাঁতরাতে থাকে , হাতড়াতে থাকে ।


চমৎকার প্রকাশ । ইমন জুবায়ের ভাই যে জীবন বেছে নিয়েছিলেন, তা আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় । জীবন সংসারের আনন্দ লোভ খ্যাতি উপেক্ষা করে তিনি হেটে গিয়েছেন জ্ঞানের পথে । তাইতো তিনি ঋষি ।

হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন ।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই মামুন ভাই । কেমন ব্যর্থ জীবন কেটে যায় ।

ভাল থাকুন প্রিয় মামুন ভাই ।
শুভকামনা রইল । :)

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর লিখা হৈসে মাহমুদ ভাইয়া, চমৎকার ||

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মুন ভাই :)
ভাল থাকুন আপনি ।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: চমৎকার লিখেছেন। অপূর্ব!!!!! লেখার স্টাইলটা দারুন।
"প্রবাহমান কালের
স্রোতে আমিও কচুরিপানার মত ভেসে যাব । "

"কোনো মানুষ পৃথিবীতে আসে মানুষের নাম মনে রাখে, আবার কোনো মানুষ পৃথিবীতে আসে যাদের নাম মানুষে মনে রাখে।" ইমন ভাই শেষকাতারের লোক।
বেঁচে থাকবেন সময়ে, বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট ভাই :)
ভাল থাকুন শুভকামনা রইল ।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

জুন বলেছেন: when we are born , we cry that we are come, To this great stage of fool শেক্সপিয়ার অমর একটি বানী শুনিয়েছিলেন কিং লিয়ারের মুখ দিয়ে।
আপনিও অসাধারন লিখেছেন মাহমুদ ।
+

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু ।
ভাল থাকুন ।
শুভকামনা রইল :)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন একটা পোষ্ট..
জুবায়ের ভাই বেঁচে থাকুন আমাদের মাঝে,
বেঁচে থাকুন আপনিও,আলো ছড়িয়ে..

ধন্যবাদ ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ আপনাকে ।
কিছু করে যেতে পারলে ভালই লাগবে ।

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল । :)

১২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এলোমেলো জ্ঞানের পসরায় ঘুরতে পেরে ভালই লাগলো ।

জ্ঞানের ভাষা সব সময়ই কঠিন হয়,নাকি আমারই কেবল বুঝতে সমস্যা হয় ? :(

when we are born , we cry that we are come, To this great stage of fools . KING LEAR.

মজা পেলাম ভাই :)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহহ , আপনি বেশ ভাল ই বুঝেন , আপনার সেরাটা এখনো আপনি দেন নি ।

ধন্যবাদ মন্ত্রি ভাই :)

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল ।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

মশিকুর বলেছেন:
'এইত আমি ব্লগে ফেসবুকে তামাশা করি।'>> এটা আসলেই সত্যি!! আমরা সেফ জোনে থেকে তামাশাই করি মাত্র।

'' আমি এমন কি করিলাম যার জন্য এদেশের মানুষ আজীবন আমাকে স্মরণ করবে?">> ফানি পার্ট, ব্যাপারটা অনেক দিন পর মনে পড়ল। শালা একটা গাইড বই বের করছে, আর দুই পেজ পরপর লিখে রাখছে এই কথা। শালা তোর এই কথার জন্যই মানুষ আজীবন তোরে মনে রাখব :)
***************

আসলে আপনার লেখায় অনেক কিছুর সন্নিবেশ ঘটেছে এবং সবই ইমন ভাইকে কেন্দ্র করে+++ একটা ইস্যুকে কেন্দ্র করে পোস্ট আসতে আসতে একসময় সে ইস্যুর প্রতি বিরক্তি এসে যায়। কিন্তু বাতিক্রম শুধু ইমন ভাইয়ের পোস্ট গুলোর ক্ষেত্রে। ও হ্যা মা কে নিয়ে লেখা পোস্ট গুলোতেও কোন বিরক্তি লক্ষ করিনি।

দর্শন, কবি, সাহিত্য, ধর্ম, সৃতি, আত্নকথন, মাকে নিয়ে লেখা কিছুই বাদ যায়নি আপনার লেখায়। ইমন ভাইকে নিয়ে এমন লেখাইতো চাই। ইমন ভাইও যেমন কিছুই বাদ দেননি তার লেখায়।

ইমন ভাই ভালো থাকুন না ফেরার দেশে।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

মাহমুদ০০৭ বলেছেন: হহাহ , ব্যাপারটা খুব মজা দিত আমারে ভাই , এখনো দেয় ।
সেই কারণে মনে হয় নাম দিছে অবিসস্মরণীয় !

ইমন ভাইও যেমন কিছুই বাদ দেননি তার লেখায়। - এইভাবে হাত খুলে লিখতে পারলে যে কারো রই ভাল লাগে । ইমন ভাই সার্থক ।

ভাল থাকুন প্রিয় মশিকুর ভাই ।
শুভকামনা রইল । :)

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো লেখা। ভালো থাকুন ক্ষণজন্মা ইমন ভাই। তিনি এক জীবনই কাটিয়েছেন বটে। তার মতো করে কয়জন বেঁচে থাকাকে অর্থপূর্ণ করতে পারে? আমরা কেউ হয়তো ৮০ বছর বাঁচতে পারি, তার মধ্যে বিশাল এক অংশ চলে যাবে ঘুমে, আয়েশে, অসুস্থতায়। ইমন ভাই মৃত্যুর আগের দিন পর্যন্তও সৃজনশীল ছিলেন। ইমন ভাইয়ের এই ৪৫ বছরের জীবনের ব্যাপ্তি অনেক ৯০ বছর বেঁচে থাকা মানুষের চেয়েও বেশি।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: তিনি এক জীবনই কাটিয়েছেন বটে। তার মতো করে কয়জন বেঁচে থাকাকে অর্থপূর্ণ করতে পারে? আমরা কেউ হয়তো ৮০ বছর বাঁচতে পারি, তার মধ্যে বিশাল এক অংশ চলে যাবে ঘুমে, আয়েশে, অসুস্থতায়। ইমন ভাই মৃত্যুর আগের দিন পর্যন্তও সৃজনশীল ছিলেন। ইমন ভাইয়ের এই ৪৫ বছরের জীবনের ব্যাপ্তি অনেক ৯০ বছর বেঁচে থাকা মানুষের চেয়েও বেশি। - আসলেই ।

মাঝে মাঝে মনে হয় এইভাবে মরে যাবেন বলেই হয়ত এমন ভাবে লিখে
গেছেন , লিখে যেতে পেরেছেন ।

কুলাঙ্গার গুলা ঠিকই বেঁচে থাকে , ভাল মানুষ গুলা খালি থাকে না ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

সকাল রয় বলেছেন:

হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে
জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন আপনি ।
শুভকামনা ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার পোষ্ট ভাইয়া

হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

মাহমুদ০০৭ বলেছেন: ভাল থাকুক ইমন ভাই ।
ভাল থাকুন আপনিও ।
শুভকামনা রইল অনেক । :)

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

অন্তরন্তর বলেছেন:

সবাইকেই যেতে হবে আজ বা কাল। পৃথিবীতে
পায়ের ছাপ রেখে যাওয়া মানুষের সংখ্যা অতি
নগণ্য। বেশীরভাগ সংখ্যা আর হাতে গোনা কয়েকজন
মানুষ।
খুব সুন্দর করে আপনার মনের ভাব প্রকাশ করেছেন।
ইমন জুবায়ের ভাই যেখানে আছেন সেখানে ভাল থাকুক।
সৃষ্টিকর্তা উনাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনার সাথে আমিও দোয়া রাখলাম ।
ভাল থাকুন আপনি ।
শুভেচ্ছা ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

ইখতামিন বলেছেন:
ওপারের জগতে আপনি ভালো থাকুন, হে ইমন জুবায়ের !

অসম্ভব সুন্দর লেখাটা। অনেক কিছুর সংমিশ্রণ রয়েছে এখানে।


অঃটঃ
বহু বছর হয়ে গেলো বেলা বিস্কুট খাওয়া হয়নি। আপনি শেষবার কত সালে বেলা বিস্কুট খেয়েছেন, জানতে পারি? :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: খাবার মত যদি বলি আমারো দেরি হয়েছে ।
বড় সাইজের বেলা পছন্দ করি আমি , জোঁকে নুন লাগার মত
চায়ে চুবালেই কেমন পুতায়ে যায় ;)

তবে খাওয়া হচ্ছে মাঝে মাঝে ই , ছোট সাইজের আর পাউন্ড
বেলাটা । কেন যেন আগের মত আর স্বাদ পাই না ।

বদ্দা অনে কি চাটগাইয়া না :)

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল আপনার জন্য ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

উদাস কিশোর বলেছেন: অনেক ভাল লিখেছেন ।
বাম পাশ টা ছুয়ে গেল ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

মাহমুদ০০৭ বলেছেন: এবং আপনার মন্তব্যে আমার ও ..............

ভাল থাকুন ভাই ।

শুভকামনা রইল ।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

একজন ঘূণপোকা বলেছেন: ইমন ভাই ভাল থাকুন

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

মাহমুদ০০৭ বলেছেন: আমিন !

ভাল থাকুন ভাই :)

২১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

বটবৃক্ষ~ বলেছেন:





অমরকান্তি রোদ্দুর হতে চেয়েছে । আমিও চেয়েছিলাম একসময় । এখন ছায়া ও হতে চাইনা । খেলাঘরে তাই আমি যাচ্ছি না । দরকার নেই । যাব না । ইমন জুবারের শত ডাকলেও ।
ডান দিকের ছবিটা তাই দেখেও দেখব না । তার চেয়ে বরং চাঁদকে রুটি বানিয়ে ভাজি দিয়ে খেয়ে ফেলব । সূর্যকে বেলা বিস্কুট বানিয়ে চায়ের সাথে চুবিয়ে খাব । আমি আল মাহমুদের পাখির মত বন্য হব । সেটাই ভাল ।
তবু খেলব না , খেলব না ।




অনেক চমতকার করে লিখেছেন ভাইয়া, মন ছুয়ে গেল!!

ইমন ভাইয়ের প্রতি শ্রদ্ধা!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ইমন ভাই ভাল থাকুক ।
ভাল থাকুন আপনিও ।
শুভকামনা রইল ।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

অর্থনীতিবিদ বলেছেন: ইমন জুবায়েরের প্রতি আপনার এই শ্রদ্ধাবোধ দেখে ভালো লাগলো।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । আমাদের সবার ই ইমন ভাইয়ের প্রতি শ্রদ্ধা আছে ।
ভাল থাকুন ।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

রাশমী বলেছেন: ভাল থাকবেন ইমন জুবায়ের !!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

মাহমুদ০০৭ বলেছেন: ভাল থাকুন ইমন ভাই ।


আপনার জন্য শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

ইমন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন আপনিও ।
শুভকামনা রইল ।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কয়েকবার পড়লাম । ভাল লেগেছে। শ্রদ্ধেয় ইমন জোবায়ের ভাই আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: আমাদের সবার জন্যই তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ভাল থাকুন সেলিম ভাই ।
শুভকামনা রইল আপনার জন্য :)

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মন খারাপ করা ভালো একটা লেখা পড়লাম।জলিলের ঘটনাটা মনটা আরও বিষিয়ে দিল!

ইমন ভাই ভাল থাকুন

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: এর কয়েক মাস আগে জলিল কে অনর্থক ডিবি - পুলিশ ধরে নিয়ে যায় ।
২ লাখ টাকা দিলে ছেড়ে দেয় । বেঁচে থাকতে শুধু দুর্ভোগই পোহাল লোকটা ।

ভাল থাকুন মাসুম ভাই ।

শুভকামনা রইল আপনার প্রতি ।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে ইমন ভাইকে খুব মিস করি। এটা স্বীকার করতে লজ্জা নেই যে আমার মত শত শত ব্লগারের সামুতে আসা এবং ব্লগিং চালিয়ে যাবার পেছনে ইমন জুবায়ের ভাইয়ের বিশাল অবদান আছে। কত কিছু যে জেনেছি তাঁর পোস্টগুলো থেকে!! ইমন ভাইয়ের অভাব কখনই পূরণ হবার নয়। তিনি ছিলেন জীবন্ত এক এনসাইক্লোপিডিয়া। সামুর সংকলিত পাতায় মানসম্মত পোস্ট খরার দিনে ইমন ভাই ছিলেন পরম নির্ভরস্থল।

ভাল লাগল ইমন ভাইকে নিয়ে লেখা আপনার এলিজি, সাথে সাথে অনেক কথা বলে গেছেন সাহিত্য জীবনদর্শন যাপিত জীবন। পোস্ট প্রিয়তে নিলাম।

ভাল থাকুন প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা থাকল ভাই ।

ইমন জুবায়ের ভাই আমারও অনুপ্রেরণা ।
অনেক কেই গর্ব করে বলেছি ইমন ভাই সামুতে ব্লগিং করে , আজ নিজেও করছি । ইমন ভাই এই ভাল লাগা টূকু সৃষ্টি করে দিয়ে না গেলে
হয়ত আমি ও আজ ব্লগিং করতাম না । আমার লিখালিখির ইচ্ছে ছিল না ,
চিন্তাও করিনি লিখব ।

ইমন ভাই সবসময়েই অনুপ্রেরণার উৎস হয়ে রইবেন , আমাদের সবার মাঝে ।


ভাল থাইক ভাই , অনেক শুভকামনা রইল ।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

মিমা বলেছেন: ওপরে কিছু অংশ কোট করতে গিয়েছিলাম। সেখানেই বাঁধল বিপত্তি! কোনটা ছেড়ে কোনটা করি! ইচ্ছে করছিলো পুরো লেখাটিকেই কপি-পেস্ট করে আমার মন্তব্যে তুলে নেই। দুর্ভাগ্য, সেটা করা যাচ্ছে না। :(

দর্শন দিয়ে পাঠক কে মুগ্ধ করা বেশ কঠিন কাজ। কিন্তু, লেখায় দর্শনের চমৎকার কিছু উপাদান গুলোকে তুলে ধরায় যে সূক্ষ্মতার পরিচয় আপনি দিয়েছেন, তাতে আমি প্রশংসার শুরু-শেষ বুঝে উঠতে পারছিনা। :D

পুরো পোস্ট কপি-পেস্ট করতে পারিনি যেহেতু, পোস্ট টাকেই তুলে নিয়ে গেলাম, প্রিয় পোস্ট গুলোর মধ্যে এটাকে রাখতে পারায় আমি কৃতজ্ঞ।

ভালো থাকুন, এমন আরও অনেক লেখা চাই।
শুভকামনা। :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

মাহমুদ০০৭ বলেছেন: প্রশংসার শুরু-শেষ বুঝে উঠতে পারছিনা - এই কথা বলে আপনি
সেরা প্রশংসাটাই করে ফেললেন । আপনার মন্তব্যে অনেক ভাল লাগা ।

এত সুন্দর করে মন্তব্য করেছেন সেই তুলনায় আমার মন্তব্য খাপছাড়া
ও গতানুগতিক হয়ে গেল ।

প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা ।

আপনি মেধাবী ও বিচক্ষণ , আপনার মত ব্লগার এই ব্লগে খুব দরকার

আপনি নিয়মিত লিখে যাবেন এই প্রত্যাশা রইল ।

ভাল থাকুন আপনি , অনেক অনেক ।

শুভকামনা রইল । :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

মাহমুদ০০৭ বলেছেন: আর হ্যা , দর্শন বিভ্রান্তিকর আর বিভ্রান্তিকর বলেই আকর্ষণীয় :)

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা রইলো।

স্মৃতিচারণে ভালোলাগা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় লিখক ।

ভাল থাকুন আপনিও । শুভেচ্ছা ।

৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার পোস্ট।

ইমন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
আপনাকে দেখে ভাল লাগছে ।

ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

ইখতামিন বলেছেন:
না.. গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। থাকা হয় ঢাকাতেই।

আপনাকেও অনেক শুভকামনা রইলো। :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ভাই :)
ভাল থাকবেন ।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: স্বল্প সময় হলেও ইমন ভাই জীবনটাকে অর্থবহ করে তুলেছিলেন। লেখনীর মাধ্যমে বিলিয়ে গেছেন জ্ঞানগর্ভ।
আপনার পোস্টেও অনেক ভাললাগা। ভাল থাকুন মাহমুদ। লিখতে থাকুন সব সময়।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনার প্রতিও শুভকামনা রইল
প্রিয় সায়েম ভাই :)

ভাল থাকুন ।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

অনিকেত রহমান বলেছেন: হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে
জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।

এদিকটায় আমিও ভাল থাকি ।
জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব ।

ভালো লিখেছেন।। ভালো লাগা রইল।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অনিকেত ভাই ।

ভাল থাকুন আপনি ।

শুভকামনা রইল । :)

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

একজন সৈকত বলেছেন:
ইমন ভাইয়ের মৃত্যু মহিমান্বিত, যেমনটি ছিল উনার কর্মজীবন। আমার মনের মধ্যে এক গোপন তৃপ্তি আছে যে উনি আমার প্রথম দিকের এক পোস্টে মন্তব্য করেছিলেন। খোদা উনাকে ভালো রাখুন।
আপনার এই লেখা নিয়ে আমি বলার কিছু নেই। অন্যগুলোর মতোই অসাধারন।
তবে সত্যি বলতে কি, সব ছাপিয়ে আমাকে যা ঘিরে ধরেছে টা হলো আপনার প্রতিবেশী জলিলের বীভৎস মৃত্যু আর তার মায়ের কান্না-
এ কেমন পৃথিবী-সমাজ- বাস্তবতা আমাদের চারিপাশে?
নাহ, মনটা অনেক খারাপ থাকবে অনেক ক্ষন -

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই ভাই আপনি অনেক ভাগ্যবান । অনেকেই তাদের ব্লগে উনার কমেন্টের প্রত্যাশা রাখত ।

জলিলকেএর কয়েক মাস আগে অনর্থক ডিবি - পুলিশ ধরে নিয়ে যায় ।
২ লাখ টাকা দিলে ছেড়ে দেয় ।

এই হল আম - জনতার জীবন কাহিনী। এই কাহিনীর কোন শেষ দেখি না ।

ভাল থাকুন ভাই।

অনেক শুভকামনা আপনার জন্য । :)

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইমন ভাই ব্যক্তিগত পরিচয়ে পরিচিত ছিলেন না।
কিন্তু তার ব্লগ পড়তাম।
কিন্তু এই লোকটার মৃত্যু নাড়িয়ে গেছে ভীষণভাবে।
কয়েকদিন মনে হত, এ হতে পারে না, নিশ্চয় কোন দুঃস্বপ্ন দেখছি।
এখনো মানতে পারি না, এই ব্লগ নিবেদিতপ্রাণ মানুষটি নেই।
তার আহরিত জ্ঞানের সামান্য বিতরনে আমাদের কতটা আপন হয়ে গেছিলেন, এটা ভাষাতীত।


মায়ের সাথে কথাবার্তাগুলো তো সমসাময়িক প্রেক্ষাপট কে ও বর্ণনা করে।
আমাদের অনিশ্চিত জীবন, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও নেই।
কেউ জানি না, কখন কোন রোষে কিংবা অন্যদের সংঘাতের ফাদে জলিলের মত মরে যাই। এই সময়ে অস্বাভাবিক মৃত্যুটা বড্ড স্বাভাবিক।

আমার মাও এমন। বৃদ্ধা মা আমার, নিজের অনেক কিছুই ভুলে যান।
স্মৃতি শক্তি ক্রমঃশ লোপ পাচ্ছে।
কিন্তু ভুলেন না ছেলে কে নিয়ে চিন্তিত হবার ব্যাপারটা।
দেশের এই অবস্থা, বের হোস না। রাস্তা পার হোস দেখে শুনে।
কোন জটলা দেখলে দাড়াবি না। এইসব।
আসলে সব মায়েরা এমন।

বিবিধ প্রাসঙ্গিকতায় চমৎকার পোস্ট। কিছু অংশ আবেগি করে, কিছু অংশ চোখে জল আনে। আহা, ইমন জুবায়ের ভাই! স্বল্প পরিসরে কত বড় একটা রেখাপাত টেনে গেলে তুমি। এই নিঃশব্দ চলে যাওয়া এখনো বেদনাতুর করে, আমাদের ভালো লাগার ভূবনে শূন্যস্থান একটা চিরকালিন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

মাহমুদ০০৭ বলেছেন:
আমার মাও এমন। বৃদ্ধা মা আমার, নিজের অনেক কিছুই ভুলে যান।
স্মৃতি শক্তি ক্রমঃশ লোপ পাচ্ছে।
কিন্তু ভুলেন না ছেলে কে নিয়ে চিন্তিত হবার ব্যাপারটা।
দেশের এই অবস্থা, বের হোস না। রাস্তা পার হোস দেখে শুনে।
কোন জটলা দেখলে দাড়াবি না। এইসব।
আসলে সব মায়েরা এমন।
- মাঝে মাঝে ভাবি মায়েরা এমন হয় কেন ?

একটু কম ভালবাসলে কি ক্ষতি হত ?

ইমন ভাইকে তার কাজের দ্বারাই স্মরণ করা হবে । এমন সৃজনশীল
মানুষগুলাই খুব কম হায়াত পায় কেন ? । উনি যদি বেঁচে থাকতেন তাহলে এতদিনে কত কিছু পেতাম ।

আহা, ইমন জুবায়ের ভাই! স্বল্প পরিসরে কত বড় একটা রেখাপাত টেনে গেলে তুমি। এই নিঃশব্দ চলে যাওয়া এখনো বেদনাতুর করে, আমাদের ভালো লাগার ভূবনে শূন্যস্থান একটা চিরকালিন।

- অনেক সুন্দর করে বলেছেন দুর্জয় ভাই ।

আপনার মন্তব্যে অনেক ভাল লাগা রইল ।

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল । :)

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

আলোর পরী বলেছেন: কি অসাধারণ লেখা , বুকের মাঝে হাহাকার ছড়িয়ে যায় ।
"
এদিকটায় আমিও ভাল থাকি ।
জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব । "

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আলোর পরী ।
অনেক দিন পর ব্লগে এলেন বোধ হয় ।

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: লিখাটা কেমন অদ্ভুত । একবার একটা ঘোরের দিকে টেনে নিয়ে যায় আবার পরক্ষণেই টেনে নামায় বাস্তবে । এই এখনই বিদ্রুপে ঠোঁট বেঁকে যায়, আবার কোথায় যেনও আঘাতও লাগে । ক্ষুদ্র গল্পের রেশ দিয়ে একজন শ্রদ্ধেয় মানুষকে শ্রদ্ধা জানানোর এমন ভঙ্গিটা অপূর্ব ! অনেক ভালো লাগলো ভাই ।

পরলোকে তিনি ভালো থাকুন । আমাদের ক্ষুদ্রতাকে ক্ষমা করুন !

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

মাহমুদ০০৭ বলেছেন: পরলোকে তিনি ভালো থাকুন । আমাদের ক্ষুদ্রতাকে ক্ষমা করুন !
অনেক সুন্দর করে বলেছেন ভাই ।

শান্তিতে ঘুমাক ইমন ভাই ।

ভাল থাকুন প্রিয় আদনান ভাই । আশা করব আর ভোগান্তিতে পড়বেন না :)

শুভকামনা রইল ।



৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

শাহেদ খান বলেছেন: চমৎকার লাগল ভাবনাগুলোর অনর্গল প্রকাশ !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: আর আমার ভাল লাগছে প্রিয় শাহেদ ভাইকে দেখতে পেয়ে :)

ভাল থাকুন ভাই ।

শুভকামনা রইল ।

৩৯| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে ইমন জুবায়েরের আগমন ঘটেছিল আমার থেকে কয়েক মাস পরে। তাঁর অসাধারণ পোস্টগুলো নিয়মিত পড়তে চেষ্টা করতাম। তাঁর পোস্টের পাঠকসংখ্যা নগণ্য ছিল, যদিও তিনি অন্যান্যদের পোস্টও প্রচুর পড়তেন; আমার পোস্টের গুটিকতক পাঠকের মধ্যে তাঁকে প্রায় নিয়মিতই পেতাম। ২০০৮ সালে ব্লগের সেরা লেখাগুলোর একটা সম্ভার সাজানো হয়, যেটি ব্রিগেড সিক্সটিন বা ফিফা-গণ করেছিলেন। সেই স্টিকি পোস্টে ইমন জুবায়েরের পোস্ট আমিই প্রথম সাজেস্ট করি (এবং তিনিও আমার পোস্ট সাজেস্ট করেছিলেন); অন্য কেউ তাঁর আর কোনো পোস্ট সাজেস্ট করেছিল কিনা মনে পড়ে না।

ইমন জুবায়েরের পোস্টের পাঠকসংখ্যা কম হলেও যাঁরা তাঁর পোস্ট পড়তেন, তাঁরা ঠিকই চিনেছিলেন- ইমন জুবায়ের একটা রত্ন। তিনি কোনো সেলিব্রেটি ছিলেন না, কোনো ‘বিখ্যাত’ ব্লগার ছিলেন না।

কিন্তু ব্লগারগণ ধীরে ধীরে রত্ন চিনতে শুরু করেন। তিনি কোনো সেলিব্রেটিতে পরিণত হন নি, কোনো ‘বিখ্যাত’ ব্লগারও হোন নি, কিন্তু তিনি ছিলেন এক অনন্যসাধারণ প্রতিভার অধিকারী প্রজ্ঞাবান ব্লগার। তাঁর পোস্টে শত শত কমেন্ট না পড়লেও তাঁর পোস্টগুলো ছিল বিষয়বৈচিত্র্যে অনন্য ও তথ্যসমৃদ্ধ এবং অমূল্য জহরতে পরিপূর্ণ। শেষ পর্যন্ত তিনি ডয়চে ভেলে’তে উঠে আসেন।

জীবদ্দশায় প্রাপ্য সম্মান বা মূল্যায়ন প্রাপ্তি আমাদের দেশে বিরল। ইমন জুবায়েরের ক্ষেত্রে সেই বিরল ঘটনাটিই ঘটলো। তিনি মরে যাবার পর মানুষ তাঁকে চিনতে পারে; তিনি অমর হয়ে ওঠেন।

***

ইমন জুবায়ের এই পোস্টের উপলক্ষ মাত্র- এটা আমার অধীত জ্ঞান এ পোস্ট থেকে। বেঁচে থাকার আকুতিটাকেই আমি প্রধান উপজীব্য বিষয় হিসাবে এই পোস্টে চিহ্নিত করেছি। ইমন জুবায়ের অনাগত বহুকাল ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। মাহমুদ রহমানের বুকেও তিনি চিরঞ্জীব। কিন্তু মাহমুদ রহমান কতদিন বাঁচবেন- তাঁর বেঁচে থাকার বেসাতি কতখানি সঞ্চিত হয়েছে? ----এভাবে চলতে থাকে সূক্ষ্ম ও তীক্ষ্ণ বোধ বিশ্লেষণের মধ্য দিয়ে পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত।

“জীবনের ছাপ কোথাও রাখা হচ্ছে না। প্রবাহমান কালের স্রোতে আমিও কচুরিপানার মত ভেসে যাব। আরো লাখ লাখ, কোটি কোটি মানুষের মত। গেলে গেলাম। দুঃখ নেই। জীবন কালে নিজ আত্মা নিজ কব্জায় থাকলেই হল।” -- এখানে আক্ষেপ, অভিমান, সংশয়- সবকিছুই লেখকের মন থেকে বেরিয়ে পড়ে। -- তিনি চান তিনিও বেঁচে থাকুন- রবীন্দ্রনাথের মতো, ইমন জুবায়ের মতো। কিন্তু দৃঢ়তার সাথে আস্থাহীনতাই শেষ পর্যন্ত তাঁকে সন্দিগ্ধ করে তোলে।

***

চমৎকার একটা লেখা পড়লাম। আগেও কোনো কোনো পোস্টে বলেছি, আপনার একটা নিজস্ব স্টাইল আছে। লেখার ভিতরে রম্যরস থাকে, রম্যের গভীরে থাকে গভীর আক্ষেপ অথবা বেদনাবোধ। আমার খুব ভালো লাগে। আফসোস হয়- এমন করে আমিও কেন লিখতে পারি না।

কমেন্ট অনেক লম্বা হয়ে গেলো মাহমুদ ভাই। রিভিশন দেয়ার সময় পেলাম না। ভুল কিছু থেকে থাকলে ওটাই সই ;)

ভালো থাকুন।

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

মাহমুদ০০৭ বলেছেন:
ঠিকই ধরেছেন - ছাই ভাই । ইমন ভাইকে কেন্দ্র করে নিজের
কথাই বলে ফেলেছি । '' সোনার তরী '' র নৌকা কেবল ফসল নেয়
ব্যক্তিকে নেয় না । এটাই বাস্তবতা , এটাই ট্র্যাজেডি ।
আমিও চাই এই পৃথিবীর বুকে আচড় কাটতে ।

আমার যাপিত জীবনের জ্বালা - যন্ত্রণা পেরিয়ে তা করতে পারব কিনা - কে জানে !!

ইমন জুবায়ের ভাইকে ঈর্ষা করি । উনার মত হতে পারলে খুবই ভাল হত - সার্থক একটা মানব জনম । বলতে ইচ্ছে করে - এমন মানব জনম কি হবে ?


স্টাইল টা আমার মতে , নিজ মনোভঙ্গিটা , নিজ কন্ঠস্বর টা লেখায় চাপিয়ে দিতে পারলে নিজস্ব একটা স্টাইল তৈরি হয়ে যায় ।
অন্যের কণ্ঠে নিজের কথা বলতে গেলেই বিপদ ।

কিছু কিছু কমেন্টের রিভিশন লাগে না - আপনার মন্তব্য হৃদয়ে নিলাম ।

ব্লগে আপনার মত কিছু মানুষের সাথে পরিচিত হতে পারে আমি গর্বিত । লেখার ভেতর জীবনকে জীবন দিয়ে
ছোঁয়ার যে আনন্দ - তা আপনার লেখার ভেতর দিয়ে পেয়েছি ,
অনেক কিছু শিখেছি আপনার কাছ হতে , ব্লগে যাদের জন্য আসি তাদের ভেতর আপনি ও একজন ।

ভাল থাকুন প্রিয় ছাই ভাই , অনেক অনেক ।
আর মনের মাধুরি মিশিয়ে এভাবে লিখে যান , পূর্ণ হোক , সার্থক হোক আপনার প্রিয় রাফখাতা ।






৪০| ০৫ ই মে, ২০১৪ রাত ৩:৪২

রেজওয়ান তানিম বলেছেন: ভালো লাগল এই পোস্টটি

ইমন ভাইয়ের কথা মনে হয় এখনো।

আশা করছি তিনি অনন্ত সুখে আছেন

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি ।
আপনাকে দেখে ভাল লাগছে ।
ওপারে ইমন ভাই শান্তিতে থাকুক ।
]

আপনার প্রতি শুভকামনা রইল ।

৪১| ২১ শে জুন, ২০১৪ রাত ১:০৪

ডি মুন বলেছেন: হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে
জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।

এদিকটায় আমিও ভাল থাকি ।
জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব ।

Any man's death diminishes me
Because I am involved in mankind.
- John Donne


ইমন জুবায়ের কে আমিও মনে রেখেছি। ইমন জুবায়েরদের ভোলা যায় না।

২৪ শে জুন, ২০১৪ রাত ১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: তার এবং তার মত মানুষদের আমরা যেন যথাযথ সম্মান
ও মর্যাদা সবসময় দিয়ে পারি - এই হোক কামনা ।

ভাল থাকবেন প্রিয় গল্পকার ।
শুভকামনা ।

৪২| ২৫ শে জুন, ২০১৪ রাত ৩:০৬

ডি মুন বলেছেন: আমি কোন খেলায় নেই ,গ্যালারিতেও নেই ।আমি ভাল আছি । ভাল থাকা আমির ইমন জুবায়েরের কথা মনে পড়ে । আহ ! ইমন জুবায়েরের জীবন !

রাস্তার টোকাই - তার জীবন ও জীবন , ইমন জুবায়ের এর টাও জীবন ।
কত ফারাক ! এই শুভ ভেবে দেখ কত ফারাক ! ১৫০০ পোস্ট । জীবন
কিভাবে ইমন জুবায়ের কে তাড়িয়ে নিয়ে গেল । ইমন জুবায়ের
এমন এক সমুদ্রে পড়েছিলেন , তার কোন তলা নেই । জ্ঞানের ভেতর ভ্রম আছে , বিভ্রম , মায়া আছে , । ছল ও আছে । জানা মানে আরো জানা , খালি অতল , বিদিশার নিশার মত অন্ধকার । মানুষ প্রথমে এটা টের পায় না ।[/sb

আবারো লেখাটা পড়ছি। আবারো কমেন্ট করছি। হয়তো ভবিষ্যতেও করবো। আশাকরি, ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন।


ইমন ভাই যে আমার কতোটা জুড়ে আছেন - বলে বোঝানো যাবে না। যেদিন ইমন ভাইয়ের একটা পোস্ট পড়ে তার লেখালিখির সাথে আমার পরিচয় ঘটে আর আমি ভাবছিলাম যাক, অন্তত আরেকজন ভালো লেখককে পেলাম যার লেখায় আমি নিজেকে খুঁজে পাবো। আশ্রয় পাবো। আমার ভালো লাগবে।

কিন্তু কি আশ্চর্য! সেদিনই জানলাম তিনি পৃথিবীতে নেই। চলে গেছেন। পৃথিবীটা আসলে ভালো মানুষদের থাকার যায়গা নয়। তাই তিনি হয়তো অন্য পৃথিবীতে চলে গেছেন।

কষ্ট পেলাম। ভীষণ কষ্ট। মুক্তমনা, সহজ, সরল কিন্তু অসম্ভব রকমের জ্ঞানী, সেই সাথে ভয়াবহ রকম নির্লিপ্ত, নির্বিকার। এমন আর একজন মানুষ আগামী এক শতাব্দীতেও শুধু বাংলাদেশে কেনো সমগ্র পৃথিবীতে জন্মগ্রহণ করবেন কি না, জানিনা। কষ্ট পেলাম। বড় কষ্ট পেলাম সেদিন।

ইমন জুবায়ের নামে আমার মনের মধ্যে একটা ঘর তৈরি হয়েছে। সেখানে ইমন জুবায়ের থাকেন। তিনি ভালো আছেন। আমি তাঁকে ভালোবেসেছি। আমার আপনার মতো অনেকেই তাঁকে ভালোবাসে। তিনি ভালো থাকবেনই।

তার লেখা পড়ি । চোখে জল আসে। চোখের জল মুছে আবার পড়ি। আবার চোখে জল আসে। অবাধ্য নোনাজল। বড্ডো বেয়াড়া।

ইমন জুবায়ের তো আমার কিছু হয় না। তাঁকে দেখিনি কোনোদিনও। আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টেও ছিলেন না। আমার লেখা তিনি কোনোদিনও পড়েননি। তাহলে কেন ভালোবাসি তাঁকে?

ভালোবাসি। কেননা, ইমন জুবায়ের একজন মানুষ। পৃথিবীতে মানুষের সংখ্যা যখন ভীষণভাবে কমে আসছে তখন আমি একজন মানুষের দেখা পেয়েছিলাম। তিনিই ইমন জুবায়ের।

অনেকটা বলে ফেললাম, তবু কিছুই বলিনি। আবার আসবো। এই পোস্টেই। আবারো বলবো। ইমন ভাইকে নিয়ে এইরকম লেখাগুলো খুঁজি। আপনার মতো দরদী হৃদয়ের মানুষ খুঁজি। ইমন জুবায়েরদের খুঁজি।

সংকোচে থাকি তাই আলাপ করি না। কিন্তু জানবেন আপনাদের ভীষণরকম ভালোবাসি। আপনারা লিখুন। আমার মতো একজন অধম নগন্য পাঠকের জন্যে হলেও , প্লিজ আপনারা লিখুন।

ভালো থাকুন প্রিয় মাহমুদ ভাই। অতি দীর্ঘ এ মন্তব্যের অপরাধ নিজগুণে ক্ষমা করুন।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২

মাহমুদ০০৭ বলেছেন:
ভালোবাসি। কেননা, ইমন জুবায়ের একজন মানুষ। পৃথিবীতে মানুষের সংখ্যা যখন ভীষণভাবে কমে আসছে তখন আমি একজন মানুষের দেখা পেয়েছিলাম। তিনিই ইমন জুবায়ের।

- জানিনা আরেকটা ইমন জুবায়ের এই জাতির জীবনে আসবে কিনা । তবে না আসাই ভাল ।উনার মত মানুষের যথাযথ মূল্যায়ন আমরা কখনোই করব না । মরে গেলে ফুল দেব কেবল । সে ফুলে কিছু সত্যের সাথে অনেক মিথ্যে মেশানো থাকবে ।

সাত -পাঁচে না থাকা এই লোক অ আমাদের কাছ হতে ছাড় পায়নি । কপি পেস্ট লেখা । নেট ঘেটে ২ মিনিট ম্যাগি নুডলসের মত চটপট নামানো যেতে পারে চাইলেই ।
ডয়েচ ভেলে ইমন জুবায়ের কেন ? কত কথা ! কয়টাই বা বলা যায় । পেছনে ঘাটলে এমন অনেক কিছু আপনি নিজেই দেখতে পাবেন ।


খুব ইচ্ছে হয় সারাদিন লিখি ।লিখে লিখে জীবন কাটাই ।
কিন্তু হায় জীবন - জীবিকার সময়কীট টা সব খেয়ে ফেলছে ।
কিছুই করা হচ্ছে না জীবনে । দিনকে দিন সব জটিল - কঠিন
কঠোর , নির্মম হয়ে যাচ্ছে ।

দুপুরে বট গাছের তলায় চিত হইয়া শুইতে বড্ড সাধ হয়।
কিচ্ছু ভাবিব না । পাখির ডাক কান পাতিয়া শুনিব । শাহ আব্দুল করিমের গান গুনগুনাইয়া গাহিব । এক চিমটি দুই চিমটি নীল আকাশের মেঘ খাইব ।

তাও পারি না । । শার্ট - প্যান্ট ইন করা মেকি
ভদ্রলোককে পাছে লোকে যদি কিছু বলে! কিন্তু ইচ্ছে আছে
একদিন ঠিকই মাটি মাখা জীবনে নিজেকে নিয়ে যেতে পারব ।

প্রিয় মামুন ভাই ।
নানাকারণেই আমরা লিখি ।
আমরা অতৃপ্ত - তাই লিখি ।কিছু বলার জন্য লিখি ।
বলে লুকাবার জন্য লিখি । লিখতে হয় তাই লিখি ।
তাই অবশ্যই আসবেন । নিজের জন্য আসবেন । আমাদের জন্য আসবেন । আত্মার গান গাইতে যে হবেই ! কোন দ্বিধা করবেন না । আপনি এভাবে লিখেছেন বলেই নিজের রুদ্ধ কপাট
অনেক দিন পর মেলে দিলাম । বাতাস আসুক ।

আমি সাধারণ ত আমার ভাল লাগা গল্পে বিস্তৃত মন্তব্য করতে পছন্দ করি ।
করি কারণ - আমার যা যা মনে হয় তা আমি প্রকাশ করতে চাই । ওটা গল্পকারের প্রাপ্য বলে বিশ্বাস করি ।
আমি চাই আমার ভাললাগাটা লেখক জানুক । আমি জানি
এটাই একটা লেখকের আসল সম্পদ । তার প্রাপ্যটা তাকে না দেয়া পর্যন্ত শান্তি পাইনা । আপনার যে সব গল্প আমার ভাল লেগেছে - তাতে আমি আমার কাজটি করতে পারিনি । সেজন্য আমি লজ্জিত ও দুঃখিত ।

এ বছর তেমন সময় পাচ্ছিনা । সঙ্কলনের কাজটা নেয়ার পর
সময় আরো কমে গেছে । গল্প প ড়ার পর দ্রুত আরেকটা পড়তে হয় ।
ভাল কমেন্ট করার জন্য যে স্থির মানসিকতা অ সময়টা থাকতে হয় সেটার অভাব হেতু সম্ভব হচ্ছে না ।/ তবে জমিয়ে রেখেছি । সময় হলেই নিজের কথা নিজের মত করে অবশ্যই
বলে আসব ।

অনেক অনেক শুভকামনা রইল প্রিয় মামুন ভাই ।
গল্প লিখে যান । পাশেই আছি ।








৪৩| ২৫ শে জুন, ২০১৪ সকাল ৮:৪৬

আদ্রিতা বলেছেন: +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আদ্রিতা ।

ভাল থাকবেন আপনি ।

৪৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

ডি মুন বলেছেন: হে ইমন জুবায়ের ! আপনি ভাল থাকুন । ওপারের জগতে
জানার যন্ত্রণা নেই , ছটফটানি নেই । আপনি শান্তিতে থাকুন ।

এদিকটায় আমিও ভাল থাকি ।
জেনে রাখুন আমি আপনাকে মনে রাখব ।

Any man's death diminishes me
Because I am involved in mankind.
- John Donne



এমন বিষণ্ণতায় ইমন জুবায়েরকে মনে পড়ে। খুব উচ্ছলতায় আচমকা চুপসে যাই। আমার ভুলো মন তবুও সর্বদা ইমন জুবায়েরকে মনে পড়ে।


উফ, ইমন জুবায়েরকে বড্ডো বেশি মনে পড়ে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

মাহমুদ০০৭ বলেছেন: ইমন জুবায়ের সবার মনের মানুষ হতে পারে না । কারো
কারো পারে । খুব কম লোকের পারে । আপনি তাদের একজন
দোয়া করি একদিন অনেক বড় মাপের মানুষ হোন ।

মানুষকে ভালবাসা - এইটা যে সে পারে না , খুব কম লোকই পারে । আপনি তাদের একজন হোন ।

৪৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২০

ডি মুন বলেছেন: জীবনের ছাপ কোথাও রাখা হচ্ছে না । প্রবাহমান কালের
স্রোতে আমিও কচুরিপানার মত ভেসে যাব । আরো লাখ লাখ , কোটি কোটি
মানুষের মত । গেলে গেলাম । দুঃখ নেই । জীবন কালে নিজআত্মা
নিজ কব্জায় থাকলেই হল । what shall it profit a man if he gain the whole world and loss his own soul .



ইমন ভাইকে খুব মনে পড়ে মাহমুদ ভাই।
আপনার এই পোস্ট যতদিন থাকবে, আমাকে আসতেই হবে। একবার, দুইবার, .... বহুবার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: বলার কোন ভাষা পাচ্ছি না প্রিয় মুন ভাই
, আপনার যখন ইচ্ছে হবে তখনই আসবেন ।


ভাল থাকুন ।

শুভকামনা রইল ।

৪৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৯

ডি মুন বলেছেন:

জীবনের ছাপ কোথাও রাখা হচ্ছে না । প্রবাহমান কালের
স্রোতে আমিও কচুরিপানার মত ভেসে যাব । আরো লাখ লাখ , কোটি কোটি
মানুষের মত ।


ইমন ভাইকে ভীষণ মনে পড়ে, মাহমুদ ভাই
সবকিছু কেমন যেন এলোমেলো লাগে !!

৪৭| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: একজন অসাধারণ গুণী ও মেধাবী ব্যক্তিকে নিয়ে আরেকজন গুণী ব্যক্তির একান্ত ভাবনা এবং তার সাবলীল বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। আপনার স্বকীয় প্রকাশ শৈলী এ লেখাটার প্রাণ। লেখার মাঝে মাঝে যে জীবন ঘনিষ্ঠ দর্শন বুলেটের মত ছুঁড়েছেন, তা পাঠকের করোটীতে গিয়ে বিঁধে। যেমনটি ৩৯ নম্বর মন্তব্যে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেনঃ আপনার একটা নিজস্ব স্টাইল আছে। লেখার ভিতরে রম্যরস থাকে, রম্যের গভীরে থাকে গভীর আক্ষেপ অথবা বেদনাবোধ -- আমিও তার সাথে একমত।
কিছু বোদ্ধা পাঠকের গভীর পর্যবেক্ষণমূলক মন্তব্যও ভাল লেগেছে এবং সেগুলোতে 'লাইক'। যেমনঃ ২,৩৭, ৩৯, ৪২ নং মন্তব্য।

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আগের পোস্টগুলোয় আপনাকে দেখতে পেয়ে আনন্দিত হতাম , এবার আনন্দের সাথে ইমন ভাইয়ের জন্য একটু বিষাদ ও জেগে উঠছে । মন অন্যরকম হয়ে গেল । ভাবতে অবাক লাগে এই পোস্ট লিখেছি তিন বছর হয়ে গেছে এখন একজন পাঠক এসে তিন বছর পর পড়ে গেল ।
ব্লগে এসে কিছু গুণী মানুষের সংস্পর্শে নিজে সমৃদ্ধ হয়েছি , তাদের প্রতি আমার ঋণের শেষ নেই । তার মধ্যে প্রিয় ছাই ভাইও
অন্যতম । আপ্নিও আমার মনের ঘরে বসত গাড়তে শুরু করেছেন । ব্লগিং এ বোধ হয় এই হয় ।

আপনার সুলিখিত মন্তব্যে আর একবার সৃষ্টিকর্তার প্রতি মাথা নোয়ালাম। এত ভার বইবার ক্ষমতা নেই তা জানি।
ভাল থাকুক প্রিয় ইমন ভাই ।
আপনার প্রতিও অনেক অনেক শুভকামনা রইল ।
কলম লিখে যাক হৃদের টানে ।

৪৮| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৬

খায়রুল আহসান বলেছেন: আমি ছিলাম এ লেখাটার ৬০০তম পাঠক এবং ১০ম "লাইক" প্রদানকারী। :)

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ' দুটাই দেখি স্ট্রেট ফিগার। :)
আপনি পড়ার পর আরো ১৫ বার পাঠ হল - আপনার সৌজন্যে :)
লাইক ও পড়ার জন্য অশেষ ধন্যবাদ /

৪৯| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: আপ্নিও আমার মনের ঘরে বসত গাড়তে শুরু করেছেন । ব্লগিং এ বোধ হয় এই হয় -- অভিভূত হ'লাম।
ধন্যবাদ, আন্তরিক।

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা স্যার :)
শুভরাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.