নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মিক্স প্যাকেজ - অণুগল্প , চোঙ্গা গল্প , অনুপদ্য , কবিতা , আউলা মনের বাউলা কথন

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

অণুগল্প

মরুভূমিতে ঘুরছে পরিবার সহ এক যুবক ,কোন কাফেলা বা মরূদ্যানের দিশে না পাওয়ায় চিন্তিত। এরি মাঝে উট , বউ , তার কোলে থাকা ছোট
বাচ্চাটা এবং সে নিজে খুবই দুর্বল হয়ে পড়েছে । খাবার আছে অল্প , পানিও এক মশক । উট টি ভালই চলছিল , হ ঠাৎ বসে পড়ল। যুবকের ডাকহাকেও নড়ল না । এবার সে উটের পিঠ থেকে নামল । তার
চোখ বরাবর তাকাল । তাতে পানির মিনতি। যুবক তখন মশকের অর্ধেক পানি উটটিকে খাইয়ে দিল । উটটি আবার চলতে শুরু করল ।

২ দিন পর ।
খাবার শেষ ।কিছুর দেখা নেই - না কাফেলা না মরূদ্যান। পানি আছে
খুবই অল্প , সেদিনের অর্ধেক পানির চার ভাগের এক ভাগ । মন্থর গতিতে
চলছে ওরা ।দুপুরের দিকে পানির জন্য বাচ্চা টা কেঁদে উঠল । বউ তখন
স্বামীর চোখের দিকে তাকাল । যুবক নীরবে সায় দিল । পানি
খাওয়াতে যাবে ঠিক সেই মুহূর্তে এক মর্মভেদী চিৎকার করে উটটি বসে গেল ।
পানি চায় । যুবক তার বউয়ের হাত থেকে পানির মশক ছিনিয়ে নিল। তারপর উপুড় করে ঢালতে লাগল উটের মুখে , যতক্ষণ না জমে থাকা শেষ ফোটাটিও শেষ হল ।


চৌধুরী জহুরুল হকের ৩ টি চোঙ্গাগল্প - কাবুলিওয়ালা , পরীক্ষা , পেয়ারা

* কাবুলিওয়ালা *

শুরু

আমার ছোট মেয়ের নাম মিনি। মিনি ভীষণ দুরন্ত। দু-দন্ড এক জায়গায় স্থির থাকতে পারে না। তার মা ধমকে কোনো কোনো সময় চুপ করে বসিয়ে রাখেন, কিন্তু আমি তা পারি না। আমার ভালো লাগে না।

সকালে ঘুম থেকে উঠে মিনি বেরিয়ে যায়, তারপর এ ঘর থেকে ও ঘর- এখান থেকে সেখান- এমনি করে সময় কাটায় আর একের ফাঁকে এক একটা মজার খবর দিয়ে যায়।
আমি একটা গল্প লিখছিলাম। এমন সময় মিনির চিৎকার কানে এলো: কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা।

মধ্যের কথা

গল্পের নাম কাবুলিওয়ালা। উত্তম পুরুষে বলা- আর ‘মিনি’ ও আছে। ব্যাপারটা কী? দিনে-দুপুরে পুকুর চুরি? সাহস তো কম নয়? কিন্তু- কিন্তু সে কাবুলিওয়ালার লেখক ছিলেন রবীন্দ্রনাথ আর এ কাবুলিওয়ালার লেখক চৌধুরী জহুরুল হক।

ইতি

হাঁ, কী বলছিলাম।
মিনির চিৎকার কানে এলো: কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা।
বুকটা ধড়াস করে উঠলো। কাগজ-কলম ফেলে লাফের পর লাফ দিয়ে বাবুর্চিখানায় গিয়ে ঢুকলাম। এক হাজার টাকা।

আপনারা তো জানেন না, কাবুলিওয়ালা মিনির কাছে আসে নি- মিনির বাপের কাছে এসেছে।



* পরীক্ষা *

প্রেমিকা প্রেমিককে প্রশ্ন করলো: আচ্ছা তুমি কি আমায় সত্যি ভালোবাস? আমার কিন্তু বিশ্বেস হয় না।
প্রেমিক বললো : ঠিক আছে তাহলে পরীক্ষা করো।
: যদি বলি দোতলার ছাদ থেকে লাফ দিতে, পারবে?
: পারবো না। কারণ তাহলে আমি পাশ করবো কিন্তু ফল ভোগ করতে পারবো না।
: খুব ভালো কথা। ধরো প্রাইজবন্ডে বিশ হাজার টাকা পেলে তুমি, আমি দশ হাজার চেয়ে বসলাম। দেবে?
: দেবো।
: কিংবা ধরো, তোমার চাকরি হয়ে গেল। প্রথম পাওয়া মাইনে থেকে অর্ধেক আমি চেয়ে বসলাম। হাসি মুখে দিতে পারবে?
: অবশ্যই।
প্রেমিকা বললো: ধরো কোন সময় তোমার পাঞ্জাবির পকেটে মাত্র পাঁচশ টাকা আছে, তা থেকে তিনশ’ টাকা চাইলাম আমি। দিতে পারবে?
জরুরি টাকাটায় নায়িকার চোখ পড়েছে দেখে নায়ক এবার বিব্রতবোধ করলো। মুর্হুতেই সামলে নিল সে: কেন পারবো না? একশোবার পারবো। তবে পরীক্ষার ডেটটা পিছিয়ে দিলে খুশি হতাম।


* পেয়ারা *

ভদ্রমহিলা আমাকে বললেন: ওই পেয়ারাটা পেড়ে দিতে পারেন?
: পারি না।
: দূর আপনি কোনো কাজের না।
বললাম : একটা গল্প শুনবেন?
: প্রতিশোধ স্পৃহা থাকলে বলার সুন্দর সুযোগ ছিল, ‘শুনবো না’। বলুন, আমি শুনবো এবং সানন্দে শুনবো।
: অনেক দিন আগে এক ভদ্রমহিলা আমার বন্ধু এবং আমাকে বাগান থেকে কিছু বেলি ফুল আনতে বলেছিলেন। কে কার আগে এনে ভদ্রমহিলাকে খুশি করবো এই প্রতিযোগিতায় পড়ে আস্ত ফুলের গাছটাই আমি তুলে এনে রেখেছিলাম ভদ্রমহিলার সামনে।
: অথচ আর্শ্চয! আজ আমাকে পেয়ারাটা পেড়ে দিচ্ছেন না!
: দিতাম, যদি সেদিন থাকতো। সে বয়স!

অনুপদ্য
চলছে চলুক

মরছে প্রজা, পুড়ছে প্রজা
হাসছে রাজা , চলছে বেশ;
শুনতে থাকো, দেখতে থাকো
যাক না চুলোয়- বাংলাদেশ !!

কবিতা

স্বাধীনতা


স্বাধীনতার কালা পানি খাইতে গিয়া
মইরা গেছে বহুত মানুষ ।।
লুকমানে কয় জায়গা – জমি , আমার পুলা ,
হাত, চোখ , ট্যাঙ সবডি গেছে
মাগার আমার সার্টিফিকেট
লইয়া ভর্তি হইছে সদুর নাতিন ।
চাকরী গিলছে লুফার জাফর ।।
ঐ মান্দার পোঁ
তরে পাঠাইছে কোন হালায় ?
কি ব্যবসা আমার সনে ?
আমার ভাতা কই ?
কম্বল কই ?
আমি সাক্ষাতকারের মায়রে …।
আমি চ্যানেল ব্যবসার মায়রে ……।

আমি কি বলব ?
কি বলব আমি ?
আমি কি বলব
রুদ্রের মত
জাতির পতাকা খামচে ধরেছে বুনো শকুন ?
নাকি শকুনেরা শবদেহ টানাটানি করে ?
নাকি
আমার স্বপ্নেরা ধর্ষিত হবার পরও
নাকি সুরে মঞ্চে বলব
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা , অবিনাশী গান ?
নাকি বলব
আসুন চাচা !
খুলে বসি
স্বাধীনতা বিক্রয় প্রাইভেট লিমিটেড !!
অথবা চ্যানেলে – চ্যানেলে
দাঁতাল – শুয়োরের মত মস্ত ঘাড় নেড়ে বলব
স্বাধীনতা তুমি বসুন্ধরা সিটি,
স্বাধীনতা তুমি কে এফসি চিকেনের
অবারিত সুখ ,
স্বাধীনতা তুমি দখলি নদী – নালা খাল – বিল জায়গা – জমির
শিল্পিত নান্দনিক রসনা তৃপ্তি !!!

এভাবে আর ও অনেক কথা
প্রতিটা হতাশ রক্ত- কনা
বলতে চায় ।
বলতে চায়
তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা
আমাকে আর কতটা কি করতে হবে ?
আর কতটা কি করলে
লুট হয়ে যাওয়া সুন্দর স্বপ্নগুলো
নগর - গ্রামে প্রতি নীড়ে ফিরে আসবে ?

আমি কিছুই বলতে পারলাম না ।
অথবা বলতে ইচ্ছেই হল না !!

কবিতা - মরণ - গীত

উইড়া যাইব মোর
বুকের কইতর ,
খটাস পাখি-
তবু পখ – খির মত
ফুড়ুৎ যে অন্তর ।
সোনাদানি আগরবাতি
নিশানা দেখাইলি
বন্ধু ,
কোরানে – পরণে,
লোবানে মরণে
অন্তর -
কিতা জ্বালাইলি ।
সোনারূপা দেহখানি
সাদাতে মোড়াইলি ।
কেমনি করিয়া
বন্দে
খাটিয়ে শুয়াইলি ।
সোহাগী পরাণ রে
বাইন্দা
মাটিয়ে মিশাইলি ,
হায়রে -
মাটিয়ে মিশাইলি ।।

যাইবা যদি
বন্দে ক্যানরে
মায়াতে ফেলাইলি ,
ক্যানরে -
মায়াতে ফেলাইলি।।

আউলা মনের বাউলা কথন


১ ) লিখা ভয়ঙ্কর কারণ লিখার পিছনে লিখকের মৃত্যু লিখা থাকে ।
২ ) সত্যে অনেক আরোপিত উপাদান থাকে ।
৩ ) নদী ব্যক্তিত্বকে তেমন গ্রাস করতে পারে না , কিন্তু সমুদ্র মানুষকে
একদম তুচ্ছ বানিয়ে দেয় ।
৪ ) বুদ্ধি শেষ পর্যন্ত হৃদয়ের বাইরে যেতে পারে না ।

৫ ) আমার আমিটাকে আমার খুব জটিল মনে হয় , ভাবনায় ফেলে ।
আমার ভেতর আমি বাস করি নাকি অন্য কেউ ? আমার আমি কি শুধুই
আমার নাকি ? আমার বলতে কিছু আছে নাকি হাসান রাজার মত
আমি কিছু নয় রে আমি কিছু নয়
ভিতরে-বাহিরে দেখি শুধু দয়াময়.. .

মনসুর হাল্লাজের ''আমি '' আবার পরম এর সাথে মিশে যায় ।
আমির নানারকম ব্যাখ্যা আছে । কিন্তু আমার যেটা মনে হয় কিছুটা নিজস্ব আমির দরকার আছে । হই আমি একফোঁটা জল , গ্রাস করুক সমুদ্র , তবুও ত অই এক ফোটা আমার ।



৬ ) চিন্তাও চিন্তা সৃষ্টি করতে পারে ।

৭ ) সব কিছুর মত চিন্তাও আগ্রাসী ।

৮ ) আমার সবচেয়ে বড় ভয় নিজেকে ।

৯ ) মা হচ্ছে সভ্যতার জন্মদাত্রী এবং পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ।

১০ ) মানুষ যাকে পরাজিত করতে পারে না , তাকে ভয় করে এবং যাকে
পরাজিত করতে পারে তাকে ঘৃণা করে ।

১১ ) একজন বড় লিখক কখনোই পুরোপুরি মৌলিক হতে পারেন না । কিছুটা পারেন , অনেক খানি পারেন ।
তার মৌলিকত্ব অনেক কিছুর সাথে মিশে থাকে । কিন্তু সাধারণত যেটা
মনে করা হয় সব কিছু তিনি হাওয়া হতে পয়দা করেছেন , এর আগে কিছুই ছিল না , অরকম কোন ব্যাপার ঘটে না । তাই বড় লিখকের মৌলিক জায়গাটা খুজতে হলে আপনাকে ও দীক্ষিত
পাঠক হতে হবে ।

১৩ ) একজন লিখকের ভিতর অনেকের কথাই সুপ্ত থাকে । থাকতে পারে তার জনগোষ্ঠীর হৃদয়ের ভাষা , আবেগের ভাষা , যুক্তির ভাষা ।
সার্বিক কিছু বিশ্বজনীন অনুভুতি ও লিখক ধারণ করতে পারেন ।
যখন পাঠক লিখায় নিজের চিন্তা , ভাষা , আবেগ খুজে পায় তখন বলে বাহ
! সাধু সাধু !

অই লিখক খুব দুর্ভাগা যার চিন্তাস্রোত বিশাল জনগোষ্ঠীর আবেগ ও মননশীলতার উরধে অথবা বিপরীত ।তারা তাদের প্রাপ্য পান না , পাবার সম্ভাবনা ও খুব কম ।





১৪ ) চিন্তার সবসময় পযায়ক্রমিক ধারাবাহিকতা আছে ।

১২ ) আমাদের দেশে দেবতা আর অসুরের মাঝামাঝি কিছু নাই ।

১৩ ) যিনি যত বড় লিখক তার মনে দ্বন্দ্ব ও অনেক বেশি ।

১৪ ) মানুষ সাধারণত তার প্রতিভার ১০ ভাগের এক ভাগ কলমে ঢালতে
পারে। পুরোপুরি কেউ পারেন না ।

১৫ ) অনেকে ভাবেন কঠিন , জটিল ও নির্মম সত্য দাঁত , মুখ খিচিয়ে
বলতে হবে / সিরিয়াস মুডে বলতে হবে । অসব কথা হাল্কা চালেও
বলা যায় । আমার হাল্কা চাল্টাই পছন্দ । এটার আরেকটা সুবিধা আছে ।
মানুষ কথাটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করে না ।

১৬ ) আপনার দৃষ্টিভঙ্গি অনুসারেই ফাইনালি আপনার জীবন নির্ধারিত
হবে ।

১৭ ) সবকিছুকে ভালবাসা মানুষের সবচেয়ে বড় গুন । এটার চর্চা
করা উচিত । পিপড়াকেও ভালবাসুন , দেখুন জীবন কেমন পালটে গেছে

১৮ ) বুদ্ধি , প্রজ্ঞা ও হৃদয়ের ত্রিমুখী সঙ্ঘাত সবসময়েই উপভোগ্য ।
মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ খেলা এইটাই ।

১৯ ) লিখাও এক ধরনের ফাঁকি এবং খেলা ।

২০ ) গল্প লিখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যা বিশ্বাস করি না তাও লিখা যায় , যা বিশ্বাস করি তাও লিখা যায় । ইচ্ছেমত নিজেকে ছিড়ে - ফুড়ে দেখার , যাচাই করার সুযোগ আছে ।


২১ ) মানুষকে ২ ভাবে দেখতে হয় । ১ ) কাছে ২ ) দূরে ।

মাঝামাঝি দেখাটা খুব বিপদজনক ।

২২ ) সত্য কখনো চাপা থাকে না ! - এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা ।

২৩ ) মানুষ ভাবে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি । ( শ্রেষ্ঠ ) কথাটা বলেও থামতে হল । পিপড়া ও হয়ত এ কথা ভাবে । হয়ত ভাবে হাতিও ।
তবে মানুষ হিসেবে এ কথা টা বলতে পারি মানুষ সৃষ্টি করে আল্লাহ
অনেক তৃপ্তি পেয়েছেন । এমন একটা বুদ্ধিমান জীবের সাথে খেলার
মজাটাই আলাদা ।

২৪ ) লিখা মাত্রই প্রকাশিত হতে চায় ,উম্মুক্ত হতে চায় । কেন ?
প্রকাশিত হওয়াটাই তার ধর্ম । যেভাবে আল্লাহ বিশ্বজগত সৃষ্টি করেছেন
তার প্রকাশিত হওয়ার প্রয়োজনে ।

২৫ ) দর্শন বিভ্রান্তিকর আর বিভ্রান্তিকর বলেই আকর্ষণীয় ।

২৬ ) ইতিহাসের ও শেষ কথা বলে কিছু নেই ।

২৭ ) মানুষের চেয়ে কোন কিছুই আমাকে বিস্মিত করতে পারে না ।

২৮ ) মানুষ চাইলে এক জীবনে অনেক জীবন যাপন করতে পারে ।
২৯ ) প্রত্যেক খাটি কবি সাহিত্যিক হচ্ছে নদীর মত , তারা নদী , উপনদী
, শাখা নদী হয়ে পুরো ভুমন্ডল ছেয়ে আছে এবং সকলেরই লক্ষ্য সমুদ্রে
পৌঁছানো ।

৩০ ) নিজের ভাষাকে কখনো হারাতে দেবেন না , যদি হারায় আপনার
অস্তিত্ব ও বিলীন হবে ।

৩১ ) লিখক কেন এত লিখেন ?

এর অন্যতম একটা উত্তর হতে পারে লিখার মাধ্যমে তারা নিজেকে
খুজে খুজে দেখেন , হাতরিয়ে হাতরিয়ে নিজের ধমনী স্পর্শ করার চেষ্টা করেন ।

৩২ ) লেখার উদ্দেশ্য কি ?

এর অন্যতম একটা উত্তর হতে পারে''

৩৩ ) আমি শয়তানকে ভালবাসি । কারণ শয়তান শক্তিশালি ও সৃজনশীল।

৩৪ ) গরু ভুলে যায় তার দুইটা শিং আছে । সে সবসময় নিরীহ , তাকে এই নিরীহ থাকবার খেসারত দিতে হয় । মানুষ তাকে ভালমত খাটায় এবং এত ভালভাবেই খাটায় যে খেটে খাওয়া মানুষের নাম হয়ে গেছে কলুর বলদ । সবশেষে তার প্রতিটা অংশ মজা করে খাওয়া হয় । তাই নিরীহ
থাকা উচিত না , থাকলে আপনার অবস্থাও গরুর মত হবে ।

৩৫ ) কাককে মানুষ ঘৃণা করে কারণ সে মানুষের ছলাকলা বুঝতে পারে ।
মানুষ কুকুরে খুশি কারণ সে নামমাত্র মুল্যে কুকুরের বিশ্বস্ততা কিনতে পারে ।

৩৬ ) চুরি করাটা গুরুত্বপূর্ণ না , চুরির কলাকৌশল টাই গুরুত্বপূর্ণ ।চুরিকে
তাই ভয় পেতে নেই । কিভাবে করবেন তাই নিয়ে ভাবুন । বেড়ালের মত
চুরি করতে পেরেছিল বলেই ম্যারাডোনার গোলের নাম ''ঈশ্বরের '' গোল ।

৩৭ ) পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা মার্কেটিং করে খাওয়ানো যাবে না । আজ যদি নালার পানিকে '' যৌনশক্তি বর্ধক '' বলে কেউ বেচা শুরু করে মানুষ তাই কিনবে ।


৩৮ ) যখন যা বিশ্বাস করুন তাই লিখুন , নিজের বিশ্বাসকে লুকাতে নেই ,
এটা আপনার লিখা টিকে যাওয়ার ও একটা সম্ভাবনা ।

৩৯ ) নারীকে ভালবাসার মধ্য দিয়ে আল্লাহকে উপলব্ধি করা যায় ।

৪০ ) যে ভালবাসায় শ্রদ্ধা থাকে না , সে ভালবাসা মেকি ।

এরুপ পোষ্ট
আউলা মাথার বাউলা কথন পড়লে কোন নেকি নাই


মিক্স প্যাকেজ - ন্যানো গল্প / অনুগল্প /চোঙ্গাগল্প / অনুপদ্য / কবিতা






মন্তব্য ১৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

আমিই মিসিরআলি বলেছেন: পরথম কিনা জানিনা দিয়া গেলাম আইতাছি আবার ;)

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: আহেম আহেম ;)

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

অনিকেত রহমান বলেছেন: অনু গল্প গুলো ভালো লেগেছে।। * পরীক্ষা টা মজার ছিল।।

অনুপদ্যটি অল্প কথায় দারুন কবিতা হয়েছে।।
আউলা মনের বাউলা কথন গুলোও অসাম ছিল।।

ভালো লাগা রইল।।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় অনিকেত ভাই :)

আপনাকে দেখে ভাল লাগছে ।

আপনিও ভাল থাকুন । শুভ রাত্রি । :)

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

মশিকুর বলেছেন:
অনুগল্পে যুবকের চিন্তা সুদূরপ্রসারী। ভালো লাগছে।

বাকি গুলা কালকে পড়ব। ভালো থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় মশিকুর ভাই :)

আপনার বিস্তৃত পাঠ প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম ।
ভাল থাকুন । শুভ রাত্রি :)

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

এম মশিউর বলেছেন: জিনিস তুলে রাখলাম। সময় মত এর সদব্যবহার হবে। ;)

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: দেখি কেমুন ব্যবহার করতে পারেন ;)

ভাল থাইকেন মশিউর ভাই :)

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

সায়েদা সোহেলী বলেছেন: মানুষ চাইলে এক জীবনে অনেক জীবন যাপন করতে পারে আর তাই মানুষের চাইতে কোন কিছুই আমাকে বিস্মিত করে না ।


আউলা মাথার বাউলা কথন পড়ে কোন নেকি নাই আজাইরা মাথা ঝিমঝিম করে /:) সিন্দুকে রাইখা দিলাম ।

প্লাস দেওয়ার ট্রাই করেছিলাম সেইটা ও খালি ঘুরতে থাকে X(

শুভকামনা

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ , প্লাস বুঝে নিলাম ।
আমি নিজেও কাউকে প্লাস দিতে পারি না ।

ভাল থাকুন আপনি ।

শুভকামনা রইল । :)

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

খেয়া ঘাট বলেছেন: ৪ ) বুদ্ধি শেষ পর্যন্ত হৃদয়ের বাইরে যেতে পারে না ।

৩৫ ) কাককে মানুষ ঘৃণা করে কারণ সে মানুষের ছলাকলা বুঝতে পারে ।
মানুষ কুকুরে খুশি কারণ সে নামমাত্র মুল্যে কুকুরের বিশ্বস্ততা কিনতে পারে

এদুটোই সবচেয়ে বেশী ভালো লেগেছে।
+++++++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট ভাই :)
ভাল থাকুন ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: উইড়া যাইব মোর
বুকের কইতর ,
খটাস পাখি-
তবু পখ – খির মত
ফুড়ুৎ যে অন্তর ।


গল্পগুলো খুব ভালো লাগলো
+++++++++++++

ইতিহাসের ও শেষ কথা বলে কিছু নেই


শুভ কামনা কবি সাহিত্যিক আর গল্পকারের জন্য

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

মাহমুদ০০৭ বলেছেন: চৌধুরী জহুরুল হকের চোঙ্গাগল্প গুলো কিন্তু খুবই মজার । বই আছে উনার নামে , পড়ে দেখতে পারেন ।

হাহাহ আমি ভাই কবি না , সবার একটু - আকটু অভ্যাস থাকে , আমিও
তেমন । কবিতার বেহাল অবস্থা নিজেই টের পাইতেছি ।

তবে শুভকামনা মাথায় নিতে ভুলছি না :)

ভাল থাকুন প্রিয় রাসেল ভাই , অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৫

মামুন রশিদ বলেছেন: চোঙ্গা গল্পের প্রেমে পড়ে গেছি! অসাধারণ ;) অনুপদ্যগুলোও চমৎকার হইছে । আর আউলা মনের বাউলা কথনে ভাবনার প্রচুর খোরাক আছে ।

সব মিলে অনবদ্য ।

গল্প লেখা ছেড়ে দিলে হবে না ভাইডি । এগুলোর পাশাপাশি গল্পও চলুক ।

শুভকামনা মাহমুদ :)

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , মামুন ভাই দেখি আসল জায়গায় হাত দিয়ে ফেলছেন :P
দেখি এই মাসের শেষে একটা লিখার চেষ্টা থাকবে ইনশাল্লাহ ।

ভাল থাকুন প্রিয় মামুন ভাই , এবার দেখা হইল না বলে মন খারাপ ।
ইনশাল্লাহ সামনে আশা রাখি '' হবেই '' :)

শুভকামনা রইল অনেক :)

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আউ-বাউলা কথন পরে পড়বো।
এর আগের গুলা পড়সি, সুন্দর-মজার হৈসে।(১/উটেরটা বুঝি নাই) ||

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: এখানে জীবনের একটা বিশেষ দিক তুলে ধরা হয়েছে ।
যে সঙ্কট মোকাবেলা করতে গিয়ে নিজের ছেলেকে পানিবঞ্চিত করা
হচ্ছে ।

মরুভূমিতে এই উটের উপরই
তিন মনুষ্য প্রাণীর বাঁচা - মরা নির্ভর করছে ।বিচক্ষণ যুবক তাই সঠিক সিদ্ধান্ত
নিতে দেরি করেনি । বেদুইনরা কিন্তু এমনি করত এই পরিস্থিতিতে ।

ভাল থাকুন প্রিয় ইমরাজ ভাই ।

অনেক শুভকামনা রইল আপনার জন্য । :)

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: বুকমার্ক করে রাখলাম ! পড়মু

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ওকে মাসুম ভাই :)

ভাল থাকুন ।

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: পড়লাম ।চমৎকার কিছু কথা আর দারুণ সব উপলব্ধি উল্লেখ করেছেন । ভাল হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
ভাল থাকুন আপনি :)

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

কয়েস সামী বলেছেন: চমৎকার হইসে ভাইজান। সবচে বেশি ভাল্লাগসে অনুপদ্য আর কবিতা দুইটা।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সামি ভাই ।
ভাল থাকুন আপনি ।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

মশিকুর বলেছেন:
শুধু "আউলা মনের বাউলা কথন" নিয়া কমেন্ট করিঃ

২) সত্যে অনেক আরোপিত উপাদান থাকে।>> তাইলে সেটা সত্য হইল কেমনে। সেটাতো মিথ্যার চেয়েও খারাপ।

৩) নদী ব্যক্তিত্বকে তেমন গ্রাস করতে পারে না , কিন্তু সমুদ্র মানুষকে
একদম তুচ্ছ বানিয়ে দেয়।
>> এইটা ভালো। এখানে নদী, সমুদ্র দিয়ে কি বিশেষ কিছু বুঝিয়েছেন?

৬) চিন্তাও চিন্তা সৃষ্টি করতে পারে।>> চিন্তাতো চিন্তার সৃষ্টি করবেই। আমি মনেকরি সমাধানও চিন্তার সৃষ্টি করে।

৭) সবকিছুর মত চিন্তাও আগ্রাসী।>> চিন্তাতো সবচেয়ে বেশী আগ্রাসী। আর এখানে সব কিছু কি? যেকোনো কিছু? যেকোনো কিছুর ভিতরে কিছুটা আগ্রাসী উপাদান থাকে(ই)।

৯) মা হচ্ছে সভ্যতার জন্মদাত্রী এবং পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়।>> এখানে অনেক কিছু বলা যায়। তাইলে সারাদিন লেগে যাবে। সুযোগ পেলে পরে..

১০) মানুষ যাকে পরাজিত করতে পারে না, তাকে ভয় করে এবং যাকে
পরাজিত করতে পারে তাকে ঘৃণা করে।
>> মানুষ যাকে পরাজিত করতে পারে না, তাকে হিংসা করে এবং যাকে পরাজিত করতে পারে তাকে ঘৃণা করে।(আমি অবশ্য হিংসা, লোভ খারাপ ভাবে দেখি না। )

১১) একজন বড় লিখক কখনোই পুরোপুরি মৌলিক হতে পারেন না। কিছুটা পারেন, অনেক খানি পারেন। তার মৌলিকত্ব অনেক কিছুর সাথে মিশে থাকে। কিন্তু সাধারণত যেটা মনে করা হয় সব কিছু তিনি হাওয়া হতে পয়দা করেছেন, এর আগে কিছুই ছিল না, অরকম কোন ব্যাপার ঘটে না। তাই বড় লিখকের মৌলিক জায়গাটা খুজতে হলে আপনাকে ও দীক্ষিত
পাঠক হতে হবে।
>> এটাতেও অনেক বড় কমেন্ট হবে। তাই আলাদা কমেন্ট করার ইচ্ছা আছে। দেখি মুড ঠিক থাকে কিনা।

১৩) একজন লিখকের ভিতর অনেকের কথাই সুপ্ত থাকে। থাকতে পারে তার জনগোষ্ঠীর হৃদয়ের ভাষা, আবেগের ভাষা, যুক্তির ভাষা। সার্বিক কিছু বিশ্বজনীন অনুভুতি ও লিখক ধারণ করতে পারেন। যখন পাঠক লিখায় নিজের চিন্তা, ভাষা, আবেগ খুজে পায় তখন বলে বাহ! সাধু সাধু!>> একটি নিম্নমানের লেখাতেও কিছু না কিছু থাকতে বাধ্য। উচ্চমানের পাঠক সেটা ধরতে পারেন। আর নিম্নমানের পাঠকের কাছে রবি ঠাকুরও তুচ্ছ। তবে সাধারন পাঠকের ব্যাপারে আপনার কথা খাটে।

অই লিখক খুব দুর্ভাগা যার চিন্তাস্রোত বিশাল জনগোষ্ঠীর আবেগ ও মননশীলতার উরধে অথবা বিপরীত। তারা তাদের প্রাপ্য পান না, পাবার সম্ভাবনা ও খুব কম।>> ওই লেখক আসলেই দুর্ভাগা যদি সে জনপ্রিয়তার জন্য লিখে থাকেন। যেকোনো লেখকই যদি জনপ্রিয়তার জন্য লিখে থাকেন তাহলে তাকে পরিপূর্ণ লেখক বলা যায় না। তাকে বরং তাসলিমা নাসরিন/ সালমান রুশদি বলে গালি দেয়া উচিৎ। প্রকৃত লেখকরা নিজের জন্য লিখেন এবং দয়া করে সাবার মাঝে ছড়িয়ে দেন।

১২) আমাদের দেশে দেবতা আর অসুরের মাঝামাঝি কিছু নাই।>> বলেন কি??? ভিকটিম আর সুবিধাবাদী বাদ দিলেন কেন? এরাইতো সংখ্যায় সবচেয়ে বেশী!!!

১৪) মানুষ সাধারণত তার প্রতিভার ১০ ভাগের এক ভাগ কলমে ঢালতে
পারে। পুরোপুরি কেউ পারেন না।
>> আমি অন্য রকম মনেকরি। লেখক যখন লিখতে বসে তখন তার প্রতিভার কয়েকশো গুন কলমে ঢালতে পারেন। লেখা শেষে লেখক নিজেই দ্বিধায় পরে যান যে লেখাটা সত্যিই তিনি লিখেছেন কিনা। কারন লেখার সময় সততা, দায়িত্ববোধ তার কাঁধে ভর করে, যেটার(সততা/দায়িত্ববোধ) ব্যবহার ব্যাক্তি জীবনে লেখক নিজেই করেন না অথবা না করেও জীবন চালিয়ে নেয়া যায়।

২১) মানুষকে ২ ভাবে দেখতে হয়। ১) কাছে ২) দূরে।
>> মানুষকে আসলে দূর থেকে দেখতে হয়। কাছে গেলেনতো সম্পর্ক শেষ। মানুষকে বেশী বোঝার চেষ্টা করতে হয় না। তবে নিজেকে দেখতে হয় কাছ থেকে। অথচ সাবাই অন্যের অন্তরে প্রবেশের জন্য কতইনা চেষ্টা করে, নিজের অন্তরে এক দিনের জন্যও প্রবেশ করেনা।

মাঝামাঝি দেখাটা খুব বিপদজনক।>> তবে আপনার দৃষ্টিভঙ্গির সাথেও একমত।

২২) সত্য কখনো চাপা থাকে না! - এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।>> সত্য উদ্ঘাটিত হইবার আগেই রোগীটি মারা যায়। তাই হয়তো এমন মনেহয়।

৩৭) পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা মার্কেটিং করে খাওয়ানো যাবে না। আজ যদি নালার পানিকে ''যৌনশক্তি বর্ধক'' বলে কেউ বেচা শুরু করে মানুষ তাই কিনবে।>> আমি অমানুষ(নিশ্চিত)

*********************************************************************
বাকিগুলার ব্যাপারে কোন মতামত নাই, খাপেখাপে মিলে গেছে বলা চলে। দুই-একটায় আবার কোন মন্তব্য নাই।

আজকাল বড় কমেন্ট করতে লজ্জা করে!!! জানি না কেন??? ভাবনার বিষয়। তবে দোষ আপনার। এত জিনসের পোস্ট কেউ দেয়? মাইনাস এরপর এমুন করলে সোজা রিপোর্ট করমু।

পোস্ট ভালো লাগে নাই কইলে বিশ্বাস করবেন???

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

মাহমুদ০০৭ বলেছেন: সত্য মিথ্যা দুটাই আপেক্ষিক ।

ইতিহাসের কথায় আসি । ধরেন ইতিহাসের একটা তথ্যকে আপনি সত্য বলে জানেন । এটাকে সত্যরূপে প্রতিষ্ঠিত করার জন্য কিছু উপাদান ব্যবহৃত হয়েছে । এখন উপাদান বা উৎস যদি পরবর্তীতে মিথ্যা বলে চিহ্নিত হয় তাহলে
সত্যটাও মিথ্যা হয়ে গেল ।
আবার অনেক ব্যাপারে বৈজ্ঞানিক কিছু সত্য ও ।

আবার ধরেন হৃদয়ের সায় দেয়া অনেক কথাকে আপনি সত্য বলে মনে করেন । এখন আপনার হৃদয় কিন্তু আপনাকে বিভ্রান্ত করতেও পারে ।
আবার ধরেন একজনের কাছে মেয়েরা হল ছলনাময়ী । এটা তার কাছে সত্য । এটার পিছনে তার কিছু বেজমেন্ট কাজ করছে । তেমনি যার কাছে ছলনাময়ী নয় তার ও কিছু বেজমেন্ট আছে ।

পলিটিক্স বা মিডিয়া সত্য বলে আপনার কাছে যা দাড় করাচ্ছে তার পিছনেও কিছু আরোপিত অভিলাষ থাকে । গোয়েবলস ত বলেই গেছেন মিথ্যা ১০ বার বললে সত্য হয় ।

যুক্তি দিয়ে সত্ত্যে পৌঁছানোর একটা চেস্টা মানুষ করে থাকে । ঈশ্বরে বিশ্বাস / অবিশ্বাস এর কথাই ধরুন । যুক্তি দিয়ে দুদিকেই সাপোর্ট দেয়া যায় । মানুষ এক টা দিক বেছে নেয় ।
এখন আপনি বলতে পারেন এটা বিশ্বাস । এই বিশ্বাস টাই কিন্তু আপনার কাছে সত্যি । সত্যি মনে করেন বলেই মানেন বা মানেন না । আর এটার পিছনেও কিছু উপাদান বেজমেন্ট হিসেবে কাজ করতেছে । উপরের ব্যাপারগুলির খেত্রেও এটা সত্য ।
আরও অনেক কথা বলা যাবে এ বিষয়গুলা নিয়ে ।

৩ ) না সরাসরি নদী সমুদ্র বুঝিয়েছি । এটা আমার একটা ইনার ফিলিং উল্লেখ করলাম ।

৬ ) আমি মনেকরি সমাধানও চিন্তার সৃষ্টি করে। - আপনার এ কথায় ভাবনার উপাদান পেলাম । প্লাস ।

৭ ) আমি মনে করি যে কোন সজিব বস্তুর ভেতর এই আগ্রাসী উপাদান থাকে ।

৯ ) বলে শেষ করা যাবে না । আলিফ লায়লার কাহিনি হবে । তবে আমি কিন্তু সাথে নেপলিয়ন কে পাচ্ছি ;)

১০ ) হিংসা করতে পারে , নাও পারে । কিনতু ভয়টা থাকেই । সুপ্ত বা অব্যক্ত বা প্রকাশিত যে কোন ভাবে কিছু না কিছু পরিমানে । ধরেন কোন কেউ খুব আকাম - কুকাম করে , গডফাদার টাইপ । আপনি তাকে হিংসা নাও করতে পারেন ,
হয়তবা আপনি তাকে শ্রদ্ধাও করেন ( অনেকের কাছে কিন্তু এরকম লোক খুবই শ্রদ্ধার , ভক্তি করে ) , কিন্তু আপনি তাকে ভয় পাবেন এটা নিশ্চিত । এরপর ধরেন অনেকে পীর কে ভক্তি করে ভয় থেকে , মনে করে না মানলে গজব পড়বে ।
মনে মনে পারলে পীরের গদি উলটে দেয় ।


১১ ) আগে জানান একমত নাকি একমত না ?

১৩ ) কিছু না কিছু বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটাও একটা ব্যাপার । স্রেফ টাইপ করা অক্ষর ও কিছু না কিছু ।

সাধারন পাঠকের ব্যাপারে আপনার কথা খাটে। - শুধু সাধারণ না , অনেক বোদ্ধা পাঠকের জন্য ব্যপারটা খাটে । ধরেন - হুমায়ুন আজাদের কাছে সুধিন দত্ত প্রিয় কবি । কারণ তিনি তার মননশীলতায় সুধীনবাবুকে বুঝতে পারেন , তার মানস
ইন্দ্রিয় - অনুভুতি তিনি সুধীনে খুজে পান । রবিবাবুর অই জিনিসই আমাদের নিকট প্রিয় যা আমাদের হৃদয়কে মথিত করে । রবিবাবু যে জায়গায় বুদ্ধির চূড়ান্তসীমা স্পশ করেছেন , অই সব রচনাবলি র নাম আমাদের মুখে শোনা যায় না , গুটিকয়েক
বাদে ।

পাঠক যার লিখায় নিজের চিন্তা, ভাষা, আবেগ খুজে পায় সাধারনত সেই ই তার প্রিয় হয় । হুমায়ুন , শরৎচন্দ্রের ক্ষেত্রে এটাই ঘটেছে । তারা জনসাধারণের আবেগে টোকা দিয়েছেন ।
আরেকটা হয় , যারা আপনার ভাবনাকে নাড়িয়ে দেয় , তারা প্রিয় হয় ।
সেক্ষেত্রেও আপনার মন আগে থেকেই নড়বার জন্য প্রস্তুত থাকে , সঠিক লজিকটা খুজে পান না , লিখক সেই যোগসূত্রটা আপনাকে ধরিয়ে দেন । অথবা তার যুক্তির কাছে আপনার যুক্তি কে খেলো মনে হয় আপনার , ভুলটা বুঝতে পারেন ।
অথবা আপনি যা মানতে চান বা চান না কিন্তু অই ব্যাপারে দ্বিধায় থাকেন । লিখক
আপনার ঐ জায়গাটা পরিষ্কার করে দেন । তখনই আপনি পরিবর্তিত হন ।
নড়তে রাজি না থাকলে কিন্তু আপনি তার বিপক্ষে চলে যান । এর বাইরেও অনেক কথা থাকে ।

মোট কথা যে লিখক আপনার ইন্দ্রিয় স্পর্শ করতে পারে না , তিনি কখনোই আপনার কাছে প্রিয় হবেন না ।

- অই লিখক খুব দুর্ভাগা যার চিন্তাস্রোত বিশাল জনগোষ্ঠীর আবেগ ও মননশীলতার উরধে অথবা বিপরীত। তারা তাদের প্রাপ্য পান না, পাবার সম্ভাবনা ও খুব কম । - এটার ব্যাপারে একটা উদাহরন দেই । সুধীন দত্ত আমাদের কাছে জনপ্রিয় না ।
উনি যেভাবে চিন্তা ও দর্শন কে কবিতায় ডিল করেছেন সেটাই উনাকে জনপ্রিয়তার জনস্রোত হতে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভবিষ্যতে এই ব্যাপারে প্রবন্ধ লিখার ইচ্ছে আছে।

ওই লেখক আসলেই দুর্ভাগা যদি সে জনপ্রিয়তার জন্য লিখে থাকেন - দুর্ভাগা কি অর্থে ? পাঠকের অর্থে নাকি লিখকের ? লিখকের যদি নিয়ত থাকে যে লিক্ষা টাকা কামাব তাইলে সমস্যা কি ? সে যদি ভাবে কালজয়ের মায়রে বাপ
তাইলে আর বলার কি থাকতে পারে ! ।

রুশদির ব্যাপারে দ্বিমত আছে । উনি শক্তিশালী সাহিত্যিক আপনি পছন্দ করেন আর না করেন । যার যেটা প্রাপ্য তাকে সেটা দেয়া উচিত । আপনি অটা বলতে পারেন সে জনপ্রিয়তার উপাদান গুলাকে ব্যবহার করতে চেয়েছে ।
তসলিমা থেকেও অনেক কিছু গ্রহণ করার আছে । আমি যদি তাকে মন্দের জন্য গালি দিতে পারি তাহলে ভালর জন্য ও প্রশংসা করা উচিত ।

১২) আমাদের দেশে দেবতা আর অসুরের মাঝামাঝি কিছু নাই। - ভিকটিম আর সুবিধাবাদী কিংবা নিরীহরা হল দেবতা আর অসুরের ভোক্তা অর্থাৎ আমরা । । আমরা যাকে ভালবাসি তার সাত খুন মাফ আর যাকে দেখতে না পারি
সে রাক্ষস , সে খুব খারাপ । মুলত এই দৃষ্টিভঙ্গিকেই ফুটিয়ে তোলার জন্য এ বাক্য ।

১৪ ) লেখক যখন লিখতে বসে তখন তার প্রতিভার কয়েকশো গুন কলমে ঢালতে পারেন। - কক্ষনো পারবে না । যা তার নাই সেটা সে দিবে কিভাবে ?
পুরোপুরি দেয়াটাও অসম্ভব । এই যে এত ফর্মেট কবিতা , গল্প , মুক্তগদ্য হাবিজাবি , এসব কেন ? মানুষ এক ফর্মেটে সব কথা বলতে পারে না , যথারথরুপে প্রকাশ ঘটে না । তারপর ও আরো অনেক ভাবনা থাকে
যা শব্দে আসতে চায় না । অনেকেও অবস্থার চাপে অনেক ভাবনা প্রকাশ করা হতে বিরত থাকেন । আবার সবকিছুকে শিল্পে জারিত করা ও কঠিন কাজ , বলা যায় পারা যায় না ।
ভাষা কাঠামোর চেয়ে ভাবনা এগিয়েথাকলে তাও সমস্যা । মধুসূদনের ইংরেজি বাংলার চেয়েও পলিশ । ভাষাকে গড়তে হয়েছিল বলে তিনি তার মেধাকে ওইভাবে প্রস্ফুটিত করতে পারেন নি । আপনি হয়ত
রবিন্দ্রনাথ এর কথা বলবেন । কিন্তু রবিন্দ্রনাথ এর সামনে বঙ্কিম , বিদ্যাসাগর , বিহারিলাল , এবং মাইকেল নিজেও উপস্থিত ছিল ।
ছোট গল্প লিখতে গিয়ে এমন কি রবিন্দ্রনাথ ও আক্ষেপ করে বলেছিলেন - ভাষাকে গড়ে নেয়ার যে সমস্যা তা যে গড়ে সেই বুঝতে পারে । আমি যদি মোপাসার মত তৈরি ভাষা পেতাম তাহলে আমার অনেক সুবিধা হত ।
আর রবীন্দ্রনাথ ভাষাকে একটা পর্যায়ে এনেছিলেন বলেই তিরিশের পাঁচ কবি অইভাবে লিখতে পেরেছিলেন ।
বুদ্ধদেব কে দিয়েও অনেক কিছু আচ করা যায় । তার যে মনীষা তার ছোটগল্পে সেটা অনেকাংশেই অনুপস্থিত । অথচ তিনি তার চেয়ে বেশি দেবার সামর্থ্য সন্দেহাতীতভাবেই রাখতেন ।


লেখা শেষে লেখক নিজেই দ্বিধায় পরে যান যে লেখাটা সত্যিই তিনি লিখেছেন কিনা। -
লিখার কোন কিছুই দৈব বা আকস্মিক নয় । লিখাটাকে যদি তরকারি রান্নার সাথে তুলনা করি , তাহলে তরকারীর উপাদান যথা - তেল , নুন মরিচ মশল্লা , আদা পিয়াজ , সব্জি ওসব লিখকের মাথাতেই থাকে । রান্নার পুরো
মিথস্ক্রিয়াটা লিখকের মাথাতে ঘটে । লিখক যখন তরকারি রেধে ফেলেন তখন দ্বিধায় পড়েন এ জন্য যে আমি যেভাবে চাইছিলাম ঠিক সেভাবে হল কিনা ? রান্না করার পর ও যেমন একটা খুঁতখুঁতানির ভাব থেকেই যায় ।
যার ফলে জিজ্ঞেস করতে হয় রান্না কেমন হয়েছে রে ? :)
এ বিষয়ে '' মার্জিনে মন্তব্য '' নামক বইতে সৈয়দ সামসুল হক কিছু কথা বলেছিলেন , পড়ে দেখতে পারেন ।
আমিও তার এ ব্যাপারে অভিমত সমর্থন করি ।

২১ ) দূর থেকে দেখলে ষোলো আনার বার আনাই বুঝবেন না । কেউ যদি তার হৃদয়ের দরজা আপনার জন্য খুলে না দেয় , তাহলে আপনি তাকে চিনবেন কিভাবে ? তাই কাছে যেতে হয় - তার হৃদয়ের দরজায় ঢুকে
অন্দরমহলে প্রবেশ করতে হয় । তখন অনেক কিছুই দেখবেন যা আপনি ভাবেন নি ।

আর কাছ হতে দেখলে অনেক কিছুই ধরা পড়ে না , সেটার জন্য দুরে গিয়ে লক্ষ্য করতে হয় । দুটাই জরুরি ।

২২ ) অনেক সত্য ত চাপা পরেই গেছে ! ইতিহাসের অনেক সত্য কে '' বোধ হয় '' '' হয়তবা '' '' ধারণা '' করা হয় এভাবে অভিহিত করতে হচ্ছে । সোর্স চিরতরে শেষ ।
অনেক ক্ষেত্রে সোর্স পাওয়া গেলেও সেটার ব্যাখ্যা বিভিন্ন রকম হবে । সেক্ষেত্রে কোনটা সত্য ?

৩৭ ) হাহা অমানুষ কেন ভাই ? :P

বড়ই কমেন্টে লজ্জা করার কিছু নাই । আমরা এখানে জানতে , বুঝতে এবং শিখতেই এসেছি । পারস্পরিক মিথস্ক্রিয়ায় জানার সুযোগ ব্লগ তৈরি করে দিচ্ছে । এটাকে কাজে লাগানো উচিত ।

হাহহ মিক্স মনে হয় অতিসত্বর আর দিচ্ছি না , মাল মশলা শেষ !
তাই মামলা থেইকা বাইচা গেলাম । :)

পোস্ট ভালো লাগে নাই কইলে বিশ্বাস করবেন??? - আপ্নে যহন কইতাছেন করলাম :)

ভাল থাকুন প্রিয় মশিকুর ভাই , অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।


















১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

ইখতামিন বলেছেন:
গিয়ান গর্ভ পোস্ট সিন্দুকে তালা দিয়া রাখা ভালা

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

মাহমুদ০০৭ বলেছেন: সেটাই !!

ভাল থাকুন ইখতামিন ভাই ।

শুভকামনা রইল । :)

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

খাটাস বলেছেন: বহুত ধরণের প্যাকেজ বদ্দা । ভাল লাগছে :) বক্সে ও রাইখা দিলাম ।
বাউলা কথন গুলো তে আলাদা আলাদা ভাবে ভাল লাগে। তবে সব গুলো র পক্ষে আছি কিনা এখন ও জানি না, তবে চোখের দেখায় সব ই ভাল লেগেছে, সব গুলো মন দিয়া দেখার সময় পাই নি। আইসা দেখব। :)
আর কাক কিন্তু আমার প্রিয় পক্ষি ছোট থেকে :) :D
ভাল থাকেন। :)

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: হাহা , কাক তোমার পছন্দ জাইনা খুশি হইলাম । আমিও অনেক
পছন্দ করি । অর চতুরতা রে উপভোগ করি । তোমার লগে ত দেহি মিল্লা
গেলগা ;)

সব কিছুতে ভাই একমত হঅনের জরুরত নাই , আমি এক দিক ভাইবা
কইছি , তুমি আরেকদিক ভাইবা কইবা , এইত !

যাই হোক পরে তোমার প্রতিক্রিয়া জানাইও

ভালা থাইক ভাই :)

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

নষ্ট কাক বলেছেন: চমৎকার লাগছে !

তবে, অনুগল্প টা বেশি ভালো ছিল :) +++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নষ্ট কাক ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা ।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: অনুগল্প

মরুভূমিতে ঘুরছে পরিবার সহ এক যুবক ,কোন কাফেলা বা মরূদ্যানের দিশে না পাওয়ায় চিন্তিত। এরি মাঝে উট , বউ , তার কোলে থাকা ছোট
বাচ্চাটা এবং সে নিজে খুবই দুর্বল হয়ে পড়েছে । খাবার আছে অল্প , পানিও এক মশক । উট টি ভালই চলছিল , হ ঠাৎ বসে পড়ল। যুবকের ডাকহাকেও নড়ল না । এবার সে উটের পিঠ থেকে নামল । তার
চোখ বরাবর তাকাল । তাতে পানির মিনতি। যুবক তখন মশকের অর্ধেক পানি উটটিকে খাইয়ে দিল । উটটি আবার চলতে শুরু করল ।

২ দিন পর ।
খাবার শেষ ।কিছুর দেখা নেই - না কাফেলা না মরূদ্যান। পানি আছে
খুবই অল্প , সেদিনের অর্ধেক পানির চার ভাগের এক ভাগ । মন্থর গতিতে
চলছে ওরা ।দুপুরের দিকে পানির জন্য বাচ্চা টা কেঁদে উঠল । বউ তখন
স্বামীর চোখের দিকে তাকাল । যুবক নীরবে সায় দিল । পানি
খাওয়াতে যাবে ঠিক সেই মুহূর্তে এক মর্মভেদী চিৎকার করে উটটি বসে গেল ।
পানি চায় । যুবক তার বউয়ের হাত থেকে পানির মশক ছিনিয়ে নিল। তারপর উপুড় করে ঢালতে লাগল উটের মুখে , যতক্ষণ না জমে থাকা শেষ ফোটাটিও শেষ হল ।



:(:(:(

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: আমারও মন খারাপ :(

ভাল থাকুন আপুনি :)

শুভকামনা রইল ।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: আরো একটি চমৎকার পোস্ট! ধন্যবাদ।
প্রথমে প্রতিটি অনু বানান ঠিক করেন। অণু হবে। অর্থ বদলে যায়। শিরোনামে আছে তাই গুরত্ব দরকার।

অণু + চোঙ্গা গল্প ভাল হয়েছে।
অণুপদ্য চলছে, স্বাধীনতা, মরণ গীত বেশ হয়েছে। তবে স্বাধীনতা কবিতায় গালি না থাকলে পড়তে ভাল হত। আমার কাছে, কবিতার মধ্যে গালি পড়তে ভাল লাগে না। গল্পে চলে।

আউলা কথা, ব্যপক চিন্তার বহিঃপ্রকাশ। যুক্তি ও বাস্তবতা আছে। আছে সময়ের দাবি।
তবে, ২২ এবং ৩৯ আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। সত্য প্রকাশ হয়, বের হয়েই যায়।
আর নারী না, শিশু বা সন্তানকে ভালবাসার মধ্য দিয়ে আল্লাহকে উপলব্ধি করা যায় ।

ভালো থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ঠিক করে দিলাম সুমন ভাই ।
ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ । ভুল হবার জন্য ক্ষমাপ্রার্থী ।

স্বাধীনতা - কবিতা
এই ভঙ্গিতে লিখা হয়েছে - একজন বস্তিতে থাকা গরীব মুক্তিযোদ্ধার
সাক্ষাৎকার নিতে গেছে একটা টিভি চ্যানেলের কোন সাংবাদিক ।
তখন উনি যে ভঙ্গিতে - ভাষায় ডিল করবে এমন একটা কল্পনারুপ
নিয়ে লিখা । ভাষায় গালির ব্যাপারটাও অই জায়গা থেকে ।

২২ এর ব্যাপারে বলতে হয় ইতিহাসের অনেক সত্যই কিন্তু চাপা করে গেছে , আপনি এখন চাইলে কেবল অনুমান করতে পারেন কিন্তু
সঠিক এটা বলতে পারবেন না । সোর্স ভালভাবে চাপা পড়লে সত্য
অনুদ্ঘাটিত ই থাকবে । আমাদের আশে - পাশেও এমন অনেক ঘটনা
ঘটছে যার হদিশ কেউ পাবে । কিছু উদাহরণ দিতে ইচ্ছে হচ্ছিল
কিন্তু মশিকুর ভাইকে উত্তর দিয়েই শক্তি শেষ :)

৩৯ ) কে আরো অনেক বিস্তৃত করা যায় - বলা যেতে পারে বিশ্ব জগত কে ভালবাসার মধ্য দিয়ে আল্লাহকে উপলব্ধি করা যায় । ওটা ইনার
ফিলিং থেকে বললাম ।

আপনার গঠনমূলক মন্তব্যে খুশি হলাম । আশা করি এভাবেই
পাশে থাকবেন সবসময় ।

ভাল থাকুন সুমন ভাই , শুভকামনা রইল আপনার প্রতি :)

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

উদাস কিশোর বলেছেন: অণু চোঙ্গা গল্প গুলা চমত্‍কার

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । আমার ব্লগে স্বাগত জানাচ্ছি আপনাকে ।
ভাল থাকুন আপনি :)
শুভকামনা রইল ।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সত্যিই প্যাকেজ আয়োজন। ভালো না লাগার কোন কায়দাই রাখেন নি ;)

সবগুলোই উপভোগ্য। অনুপদ্যটি অসাধারণ। ভদ্রমহিলার চোঙ্গাগল্পটিও মন্দ নয়। প্রথম গল্পটিও সুন্দর সাজিয়েছেন। একটি বৈচিত্রময় লেখার ভাণ্ডার!

নিচে নম্বর দিয়ে যা লিখেছেন, তা অসাধারণ। দ্বিমত করার কিছুই নেই। মা-ই বিশ্ববিদ্যালয়। গণেশ মায়ের চার পাশে ঘুরেই বলেছিলো, আমার বিশ্ব দেখা হয়েছে।

অনেক শুভেচ্ছা আপনাকে, মাহমুদ০০৭ :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

মাহমুদ০০৭ বলেছেন: সবসময়েই ভাল না লাগাকে বেকায়দায় ফেলতে চাই যে ;)

আপনার হাসিমুখ দেখলে কেন জানি মনটা খুব ভাল হয়ে যায় , আপনাকে আমার ব্লগে তাই দেখলেই খুশি হই । :)
আপনি ত প্রপিক দিয়েই কামাল করে দিচ্ছেন ;)

ভাল থাকুন আপনি ।
আল্লাহ আপনার সহায় হোন ।
শুভকামনা । :)




২১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকারভাবে তুলে ধরেছেন,,,,,,,,,,,,

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা ।
:)

আপনি আমার ব্লগের ফার্স্ট কমেন্টার । আপনার হয়ত মনে নেই ।
আপনাকে দেখলেই সে কথা স্মরণ হয় । কেমন আছেন ?

ভাল থাকুন আপনি ।

একরাশ শুভকামনা আপনার জন্য ।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: সবকটাই ভাল লাগছে ।

কবিতা দুটো অসাধারণ আর বিশেষ করে অনুপদ্যটায় তো আমাদের হাহাকারের চিত্র ফুটে উঠেছে ।

আর আউলা মনের বাউলা কথনে ++++++++

৪ - বুদ্ধি শেষ পর্যন্ত হৃদয়ের বাইরে যেতে পারেনা ।
- অনেক সময় মনে হয় কিছুটা রবোটিক হলে এটা সম্ভব হতেও পারে ।

১২ - আমাদের দেশে দেবতা আর অসুরের মাঝে সম্ভবত কিছু চামচার অবস্থান লক্ষণীয় । আর এইকারনেই বোধহয় অসুরেরই জয়জয়কার ।

একটা জিনিস সবসময়ই মনে হয় মানুষের চিন্তা শক্তির ক্ষমতা সীমাহীন । তাইতো ওস্তাদে কইছিল - ''মানুষে হবে মাধুর্য ভজন তাইতে মানবরূপে গঠলেন নিরঞ্জন'' ।
''আপন সুরতে আদম গঠলেন দয়াময় নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়'' ।।


মাহমুদ ভাই আপনার এই ব্যতিক্রমি এই মিক্স প্যাকেজ পোষ্ট বরাবরই ভালো লাগে ।
তাইতো প্লাস দেই ঘুরে ফিরে ++++++++++
ভালো থাকবেন ।। :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: বুদ্ধি শেষ পর্যন্ত হৃদয়ের বাইরে যেতে পারেনা ।
- রবোটিক হইলেও মনে সায় না দিলে করে না ।

১২ এর ব্যাপারে মশিকুর ভাইয়ের কমেন্টে বলছি ।

লালনের গানের একটা বিরাট অংশ জুড়ে আছে আদম , নবী , ইবলিশ
ও আত্মসত্ত্বা বিষয়ক তত্ত্ব । এসবে যে দৃষ্টিভঙ্গি পাওয়া যায় ,
তা মনসুর হাল্লাজের '' আমি '' তত্তে নিহিত । লালন নিজে এক গানে বলে গেছেন - মনসুর হাল্লাজ ফকির সে ত / বলেছিল আমি সত্য
/ সই পলো সাইর আইন মত / শরায় কি তার মর্ম পায় / আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয় / ।।



মানুষে হবে মাধুর্য ভজন তাইতে মানবরূপে গঠলেন নিরঞ্জন'' ।
''আপন সুরতে আদম গঠলেন দয়াময় নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়'' ।। এর পরের লাইন হচ্ছে -

আল্লা আদম না হইলে / পাপ হইত সেজদা দিলে / সেরেক পাপ যাকে বলে / এই দীন দুনিয়ায় ।।

ত এই সব স্তবক দ্বারা মুলত ইবলিশ কে কেন আল্লাহ আদমকে সিজদা
করতে বললেন তার দিকে ইঙ্গিত আছে ।

আদম সুরতে স্রষ্টা আছে বলেই ইবলিশ কে সিজদা করার আদেশ করা হয়েছিল ।

আরেক গানে লালন বলেন - আদমের কলেবে খোদা । খোদা বিরাজে ।

প্রসঙ্গক্রমে বলে রাখি এর বিপরীত দর্শন ও কিন্তু আছে ।
ভাল থাকবেন মিসির ভাই :) অনেক অনেক :)

হৃদয়ের উষ্ণতা রইল আপনার প্রতি ।







২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: উপনিষদেও পরমাত্মাকে একমাত্র সত্য বলে ধরা হয়েছে সেখানে পরমাত্মায় জীবাত্মার লীন হওয়াটাই একমাত্র কাম্য বলে ধরা হয়েছে ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

মাহমুদ০০৭ বলেছেন: আমি আমার কিছু অপছন্দের শব্দের একটি। আমরা পৃথিবীতে যখন বাস করতে আসি তখন আমির সাথে যুক্ত হয় সন্তান, স্ত্রী,বন্ধু-বান্ধব,স্বজন। জন্মের আগে এবং মৃত্যুর পরে আমি বলে কিছু থাকলেও থাকতে পারে কিন্তু জীবিত অবস্থায় আমি বলে কিছু নেই।’
-আমি, হুমায়ূন আহমেদ, অন্য প্রকাশ-২০১১

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনুপদ্যটা চমৎকার হইছে , কবিতাগুলোও ভালই হইছে । তবে প্রথম কবিতাটাকে অযথাই দীর্ঘায়িত করেছেন বলে মনে হয়েছে ভাই ।

পেয়ারা ভাল্লাগছে । আবোল তাবোল কথাগুলো বরাবরের মতোই আবোল তাবোল ছিলো না , হাই থট লেগেছে ঐগুলার বেশীরভাগই আমার কাছে ।

কাবুলিওয়ালা ভাল্লাগে নাই মোটেও , উটেরটা মোটামোটি লাগছে , কেউ তার ছোট্ট সন্তানকে না খাইয়ে উটকে শুধুমাত্র অনুগল্পতেই খাওয়াবে,বাস্তবে মনে হয় পারবে না ভাই ।

মরণ গীতটা অসাধারণ লাগছে , মৃত্যু রিলেটেড যেকোন কিছুই আমার ভাল্লাগে । :)

ধন্যবাদ ভাই । ইদানিং আপনি দেখি একটার পর একটা পোস্ট দিয়েই যাচ্ছেন , কাহিনী কি ? এইমাসেই তো মনে হয় হাফ সেঞ্চুরি করে ফেলবেন । :-P

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: কবিতায় আমার অবস্থা এমনিতেও তং বং:P
মাথা পাইতা নিলাম :)

উটের টা সত্যি , এমন ঘটনাই চলেছে যুগের পর যুগ , এসব ইতিহাস হতে নেয়া ।

ঘটনাটা বিচক্ষণতার পরিচয় ও দেয় । ঊট বাঁচলে মরুভুমিতে
তাদের বাঁচার ও সম্ভাবনা থাকে । আর উটের গলা রিজার্ভ ট্যাংক ।
দরকার হলে উটকে তার গলার পানি ছাড়তে বাধ্য করা হত । অই পানি তারপর পান করা হত ।

নারে ভাই , এই মাসে আর একটা পোস্ট দিয়ে আর দিচ্ছিনা আপাতত
ওলাবিবির নজর লাগিছে , সার্টিফিকেট চায় । :)
যদিও ওলাবিবিদের কোন বংশ - পরিচয় নেই ।

ভাল থাকেন মন্ত্রী ভাই ।
শুভকামনা রইল :)

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

বেঈমান আমি. বলেছেন: আপনি তো দেখি ব্যাপক প্রতিভা।অল ইন ওয়ান।কবিতা গল্প পদ্য সব কিছু মিক্সড। ;)

আপনারে অনুসরন করলাম। আই এম ফ্যান অফ জিনিয়াস পিপল। গুড নাইট। :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: নারে ভাই , এই প্ল্যাটফর্মে গুনী মানুষের অভাব নাই । অই তুলনায় আমি কিছুই না ।


পাঠকের ভাল লাগা টা উৎসাহ জাগায় কিছু লিখতে ।

অনুসরণে কৃতজ্ঞতা রইল । ভাল কিছু লিখার চেষ্টা থাকবে সবসময় ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল :)

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

বৃতি বলেছেন: অণুগল্প, অনুপদ্য, কবিতা, আউলা মনের বাউলা কথন-সবগুলো ভিন্ন স্বাদের উপস্থাপনা। যে কারণে পড়ার পর ভাল লাগার রেশটা বেশিক্ষণ থাকছে না। আমার কাছে মনে হচ্ছে এগুলোকে আলাদা করে পোস্ট দিলে প্রানবন্ত লাগবে বেশি।

শুভকামনা মাহমুদ ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: তা ঠিক ।
তবে আমার মনে হয় গ্যাপ দিয়ে পড়লে সমস্যা হবে না ।
সামুতে আমরা বেসিক্যালি পড়ার সময় গল্প , কবিতা , প্রবন্ধ সিরিয়ালি
পড়ি । অই বিবেচনায় দেয়া ।

আর আসল ব্যাপার হচ্ছে আমার ঘন ঘন পোষ্ট করতে আলসেমি লাগে ।
তাই সব একেবারেই দিয়ে দেই :)

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল :)


২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পরিপূর্ণ অনুভবের প্যাকেজ!
আওলা মনের কথন বেশ উপভোগ করেছি!
মাঝরাতে পড়ার জন্য পারফেক্ট পোষ্ট!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

মাহমুদ০০৭ বলেছেন: মাঝরাতের নিরবতা বেশ কাজে দেয় :)
ভাল থাকুন অভি ভাই ।
শুভকামনা রইল :)

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

আকিব আরিয়ান বলেছেন: সব আউলা আউলা লাগিতেছে /:) B-))

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আউলা আউলা কথায় মন লাগাইতে নাই ;)
ভাল থাকুন আকিব ভাই ।
আমার ব্লগে স্বাগত জানাচ্ছি ।
শুভদুপুর :)

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

সায়েম মুন বলেছেন: মিক্সড পোস্ট অনেক ভাল লাগলো। একেক জায়গায় একেক টেস্ট। #:-S

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

মাহমুদ০০৭ বলেছেন: :)

খিচুরি পোষ্ট ।

ভাল থাকুন প্রিয় সায়েম ভাই ।

শুভকামনা রইল । :)

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

চিরতার রস বলেছেন: স্কুলে পড়ার সময় টিফিনে আঁচারওয়ালার কাছ থাইকা টনিক খাইতাম। এক রকম আাঁচারের স্বাদের টনিক ছিল ১টাকা কৈরা। আর নানান রকম আঁচারের স্বাদের টনিক ছিল ২টাকা কৈরা। সেই টনিকে সবকিছুই স্বাদ পাওয়া যাইতো। আপনার টনিকটাও ২টাকার দামের স্পেশাল টনিক। সবস্বাদই পাইলাম। B-)) B-))

২টাকা বললাম বৈলা বেজার হৈয়েন নাহ আবার। তখনকার ২টাকা কিন্তু অনেক কষ্ট কৈরা কামাই করতে আমাগোর বাবা চাচারা। সেই টাকায় আবার ভালবাসাও জড়ানো থাকতো :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: কি বেজার হমু ভাই এইভাবে বলাতেই বেশি ভাল লাগতেছে :)

হায়রে সেই দিন যে কই গেল !

চিরতার রস কিন্তু ভালা জিনিস !
হেভভি নিক নিছেন !

ভাল থাকবেন ভাই ।

শুভকামনা রইল ।

৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সকাল রয় বলেছেন:
হুম!
ম্যালাকিছু পড়লাম। সময়ও লাগলো অনেক।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সকাল রয় ভাই ।
শুভকামনা রইল । :)

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

অলওয়েজ ড্রিম বলেছেন: বাহ! বাহ! বাংলাদেশে একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় অনেক কিছুতে। আর এই প্যাকেজে দেখি একটা পড়তে গিয়ে সাথে আরও অনেকগুলিই ফ্রি পেয়ে গেলাম। বহুৎ খোশ নসিব।

গল্পগুলি খুব ভাল লেগেছে। অনুকাব্যটিও।

শুভেচ্ছা...

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: ড্রিম ভাইকে পেয়ে সপ্নপুরন হল :)

সামনে ফ্রি কিন্তু আরো আছে :)
ভাল থাকুন প্রিয় নাইম ভাই :)
শুভকামনা রইল ।
আর হ্যা , ব্লগেও কিন্তু আপনাকে চাই একটু নিয়মিত ।

৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট ও রিপ্লাই, বিশেষ করে মশিকুর ভাইয়ের কমেন্ট ও তার রিপ্লাই সহ পুরো মিক্সড প্যাকেজটি অসাধারণ ঠেকলো।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর এলেন !
এতদিন কোথায় ছিলেন ?

গুনি মানুষদের না পেলে ভাল লাগে না । খুব খুশি হলাম আপনাকে দেখে ।

আশা করি ভালই আছেন আপনি ।

ভাল থাকুন ভাই ।

শুভকামনা জানবেন ।

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি অনেকদিন গল্প লেখেন না। তবে যা লিখে আনন্দ পাচ্ছেন, সেটা লেখাই ভালো। দারুন একটা পোষ্ট! দর্শনগুলো ভালো লেগেছে।
আপনি একজন প্রভাবিত পাঠক। B-)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: এ মাসের শেষে একটা দেবার ইচ্ছে আছে ।

হ্যা আমি একজন গুরুর খুবই অনুরাগী এবং প্রভাবিত পাঠক । :)
গুরু টের পায় কিনা কে জানে !


ভাল থাকবেন কাভা ভাই । বরাবরের মত এবারো আপনাকে দেখে
অনেক ভাল লাগছে ।

:)

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার এই মিক্সড প্যাকেজ আইডিয়াটা চমৎকার। এক পোস্টে পুরো সময়টা সুন্দর কেটে যাওয়ার মত পোস্ট।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: সময় ভাল কাটলেই সার্থকতা ।

ভাল থাকুন কান্ডারি ভাই ।
শুভকামনা রইল । :)

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এখনও সেই গল্প আসে নাই?? আপনার উপরে তুলে ঝাঁকুনি দেওয়া দরকার ।

অনুগল্প বড়ই নির্মম ;) তবে মজা লাগেনি । পদ্য আশানুরূপ । তবে আউলা মনের ভাবনাগুলো ভাবিয়েছে । কখনও কখনও মনে হয়েছে আমার কথাগুলোই আপনে বলেছেন । :P

ভালো লাগা থাকলো ।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: আমার নিজেরই ভাল লাগেনি অনুগল্পের সেট আপ টা ।খুঁতখুঁতে ভাবটা
ছিল এবং এখনো আছে । প্রকাশের তাড়নাতে দিয়ে দিলাম ।

হায় হায় ! আপনার মনে নাই ?

আপনি ই ত বললেন আপনি লগিন হতে পারেন না আপনার কথাগুলো
যাতে আমি বলে দেই ;)

ফাকতালে আমার নাম লাগিয়ে নিলুম ;)
আশা করি আপনি কিছু মনে করেন নি:P


প্রিয় আদনান ভাইকে দেখে ভাল লাগছে :)

মিস করছিলাম আপনাকে ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল । :)

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

মোঃ ইসহাক খান বলেছেন: এক পোস্টেই অনেক কিছু।
অনেকগুলো কথা কৌতূহলোদ্দীপক।
শুভেচ্ছা জানবেন, সুধী।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ইছহাক ভাই ।
ভাল থাকুন আপনি ।
শুভকামনা ।

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

মধু নদীর জোলা বলেছেন: দারুন একটা পোষ্ট!

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।

ভাল থাকুন আপনি ।

শুভকামনা রইল ।

৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
অনুগল্পগুলো ভাল লাগছে, অনুপদ্য গুলোও খারাপ হয় নাই!
কিন্তু আপনার ঐ আউলা মনের বাউলা কথনে আইসা সব তালগোল পাকায় ফেললাম মাহমুদ ভাই!

লিখা ভয়ঙ্কর কারণ লিখার পিছনে লিখকের মৃত্যু লিখা থাকে
হা হা এপিক!

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

মাহমুদ০০৭ বলেছেন: :)

অনেক দিন পর আপনাকে দেখলাম নাজিম ভাই ।
আছেন কেমন আপনি ?

অনেক দিন হল আপনার গল্প ও পাচ্ছি না ।

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল আপনার প্রতি । :)

৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

ভিটামিন সি বলেছেন: স্বাধীরতার কবিতাটাই মনে হয় যুগোপযোগী হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য ।
ভাল থাকুন ।

শুভকামনা রইল ।

৪০| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বাহ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

মাহমুদ০০৭ বলেছেন: আহ !
:)
অনেক দিন পর দেখলাম আপনাকে ।

ভাল আছেন নিশ্চয় ?

ভাল থাকুন আপনি ।

শুভকামনা রইল ।

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

এহসান সাবির বলেছেন: আপনার প্যাকেজ আইডিয়াটা সত্যিই দারুন।

আমার কাছে সবই ভালো লেগেছে ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: যাক একজন পেলাম যার কাছে সবই ভাল লেগেছে :)

ভাল থাকুন এহসান ভাই ।
শুভকামনা রইল ।

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

হাসান মাহবুব বলেছেন: এককথায় বলতে গেলে উপভোগ্য।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।

শুভকামনা রইল আপনার প্রতি ।

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ! অনেক উপাদান একসাথে পেলাম। চমৎকার।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ।
এতদিন কোথায় ছিলেন ? :)

প্রোফেসর সাহেব কে খুব মিস করি । এভাবে লুকোলে হয় ?

ভাল থাকুন আপনি ।

শুভকামনা রইল ।

৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
পোস্টটা আগেই পড়ে রেখেছিলাম অফলাইনে...আগেও মাহমুদের এমন পোস্ট পড়েছি ।
মাথা সত্যিই আউলা হয়ে যায় :P

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ । সামনে আরো আসিতেছে !

ভাল থাকবেন আপু :)
শুভকামনা রইল ।

৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট দেয়ার অনেক পরে এলাম। আপনি যখন পোস্ট দিয়েছেন তখন সামুতে অবরোধ :-<

এত্ত বাণী পইড়া তো সব গোলমাল লাগাইয়া ফালাইলাম :-B

তয় ঈমানে কইলাম অনুপদ্যটা জোশিলা হইছে,

মরছে প্রজা, পুড়ছে প্রজা
হাসছে রাজা , চলছে বেশ;
শুনতে থাকো, দেখতে থাকো
যাক না চুলোয়- বাংলাদেশ !!


এইটা এপিক, আপনারা তো জানেন না, কাবুলিওয়ালা মিনির কাছে আসে নি- মিনির বাপের কাছে এসেছে।


:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , ভাই ।
:)
গোলমাল না পাকাইলে সমস্যা আছে । ;) পাঠ প্রতিক্রিয়া জানতে পাইরা ভাল লাগতেছে ।

ভালা থাইক ভাই ।:)

শুভেচ্ছা রইল ।























৪৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

সমুদ্র কন্যা বলেছেন: একেকটা একেকরকম ভাল। বেশ মজা পেলাম। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: :) জেনে ভাল লাগছে ।

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল :)

৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মজার এবং চিন্তাশীল পোস্ট সন্দেহ নাই।

তবে লেখার ব্যাপারটা আমি এভাবে দেখি, লেখকের কোনো একটা ভাবনা অন্যকে জানানোর উদ্দেশ্য। এক লেখায় তা পূর্ণতা না পেলে আরেকটা লেখার জন্ম হয়, সেই সঙ্গে লেখক তার আগের ভাবনাটারও কিছু দুর্বলতা ফাঁক-ফোঁকর খুঁজে পায়। পরের লেখায় চেষ্টা করে ভাবনাটার বিশ্লেষণ করা যায় কি না, তখনও তার ভাবনা বদলায় আর এভাবে ভাবনা বদলের সঙ্গে সঙ্গে লেখকের লেখার সংখ্যাও বাড়তে থাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: লেখকের কোনো একটা ভাবনা অন্যকে জানানোর উদ্দেশ্য। এক লেখায় তা পূর্ণতা না পেলে আরেকটা লেখার জন্ম হয়, সেই সঙ্গে লেখক তার আগের ভাবনাটারও কিছু দুর্বলতা ফাঁক-ফোঁকর খুঁজে পায়। পরের লেখায় চেষ্টা করে ভাবনাটার বিশ্লেষণ করা যায় কি না, তখনও তার ভাবনা বদলায় আর এভাবে ভাবনা বদলের সঙ্গে সঙ্গে লেখকের লেখার সংখ্যাও বাড়তে থাকে। - আমিও একমত । এটাও লিখার একটা কারণ ।

ভাল থাকুন জুলিয়ান দা ।

শুভকামনা রইল :)

৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০২

টুম্পা মনি বলেছেন: এক কথায় বলতে গেলে অনেক চমৎকার হয়েছে। অজস্র শুভকামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি
ভাল থাকুন এবং শুভকামনা সবসময়ের জন্য ।

৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

শাহেদ খান বলেছেন: আমি এই ব্লগে আগেও আসছিলাম। শিরোনাম দেখে ভেবেছিলাম, এটা সেই আগের মিক্সড প্যাকেজ, হয়তো এরপর আর পোস্ট করা হয়নি। আজ খেয়াল করলাম ঘটনা ভিন্ন !

আবারও চমৎকার পোস্ট নিঃসন্দেহে ! শেষের বাউলাকথনে তো উপরের সবটা ভুলিয়ে দিলো !

'স্বাধীনতা' চমৎকার লেগেছে।

বাউলকথনে সবকটাই কমবেশি ভাল লাগা, তবে ২, ১২, ৩৩, ৩৮, ৩৯, ৪০-এ বিশেষ রকম !

পোস্টে +++ (প্লাস বাটনের কার্যকারিতা নিয়ে সন্দিহান, তাই এখানে এভাবে জানিয়ে গেলাম)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২১

মাহমুদ০০৭ বলেছেন: প্লাস আমিও দিতে পারি না :)
যাই হোক প্রিয় শাহেদ ভাইয়ের প্লাস পেয়ে আমিও খুশি :)

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই ।
শুভকামনা রইল অনেক ।

৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

একজন সৈকত বলেছেন:
আউলা মনের বাউলা কথনের প্রতিটি লাইনই অসাধারন লেগেছে এবং ভাবিয়েছে। যেন নিজেরই মনের কথা যা এতদিন ভাষা পায় নি। আপনার লেখায় সেই ভাষা পেলাম।
ভালো থাকুন।
শুভেচ্ছা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখতে পেয়ে ভাল লাগছে প্রিয় সৈকত ভাই :)
ভাল থাকুন ভাই , শুভকামনা রইল ।

৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
বার কয়েক পোস্টটিতে এসেছি। এবং পাঠে মনযোগী মাত্রা “অধিক” করতেও বাধ্য করলো লিখাটি। গভীর পর্যবেক্ষণ। ভাবনার বিচরণ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বিস্তৃত যার পুরোটা দেখতে পেলে ভালোই লাগতো তবে যা দেখলুম তাতেও তৃপ্ত কম হলাম না ! তবে লেখনী বেশ অগোছালো মনে হলো। অথবা হতে পারে আমি ‘পাঠক’ ভালো নই। পরামর্শ থাকবে ফোকাস সীমিত রাখুন এবং অবশ্যই লিখতে থাকুন দু’হাত শক্ত করে ...

বাউলাকথন মানেই যে’ আউলা এমন ধারণা ঠিক নয়। লিখাটি তারই প্রমাণ।
শুভকামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: পরামর্শ মাথায় থাকল জোবায়েদ ভাই । গঠমূলক মন্তব্যে খুশি
হলাম ।

আমার ব্লগে প্রথমবারের মত আগমনে আপনাকে স্বাগত
জানাচ্ছি ।

ভাল থাকুন ভাই ।

শুভকামনা নিরন্তর ।

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১

একজন ঘূণপোকা বলেছেন:

বাহ বাহ, মারহাবা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ !!

:)

ভাল থাকুন ঘূণপোকা ।

শুভকামনা রইল ।

৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

অদৃশ্য বলেছেন:






মুগ্ধ হয়েছি... সামনে আরও দারুন কিছুর অপেক্ষাতে থাকলাম...



মাহমুদ ভাইয়ের জন্য
শুভকামনা...

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে ভাই অনেক দিন পর দেখলাম :)

কেমন আছেন ?

৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

গোর্কি বলেছেন:
মিক্স প্যাকেজ পাঠে ভীষণ তৃপ্তি পেলাম। ভিন্ন স্বাদের পোস্টটিতে অজস্ত্র ভালোলাগা। শুভকামনা ও ভালো থাকবেন প্রিয় ভাইটি।

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর প্রিয় ভাইয়ের আগমনে বাড়তি ভাল লাগা কাজ করছে :)

আশা করি এখন হতে নিয়মিত পাব আপনাকে ।

আমিও সামনে নিয়মিত হবার চেষ্টা করছি ।

ভাল থাকুন ভাই , শুভকামনা রইল । :)

সালাম ।

৫৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১০

রাসেলহাসান বলেছেন: ভালো লাগা রইলো।।

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই ।

ভাল থাকুন ।
শুভকামনা থাকল

৫৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

গল্প লিখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যা বিশ্বাস করি না তাও লিখা যায় , যা বিশ্বাস করি তাও লিখা যায় । ইচ্ছেমত নিজেকে ছিড়ে - ফুড়ে দেখার , যাচাই করার সুযোগ আছে ।

অনেক বড় লেখাটি পড়লাম !
ভালো লাগলো ।
আপনার কাকের গল্পটি অতি অতি দারুন !

আমার অন্ধকার শিরোনামের গল্পটি সময় হলে পড়বেন ।

ভালো থাকুন ।

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাহমুদ০০৭ বলেছেন: পড়ে আসলাম :)

ভাল থাকুন আপনি ।

শুভকামনা রইল ।

৫৭| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২৬

অদৃশ্য বলেছেন:






আমি এলাম আর আপনি গুম হয়ে গেলেন... মিস করছি আপনাকে...


শুভকামনা...

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মাহমুদ০০৭ বলেছেন: কিছুদিন পরেই ইনসাআল্লাহ আবার নিয়মিত হচ্ছি ভাই :)
ততদিন পর্যন্ত একরাশ শুভকামনা থাকল ।

ভাল থাকুন ভাই , আপনাদের সবাইকেও খুব মিস করছি আমি :)

৫৮| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৬

সাজিদ উল হক আবির বলেছেন: মাহমুদ ভাইরে কত্তদিন পর আবার অনলাইন দেখাইতেসে ব্লগে!!! !:#P !:#P

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহহ :) আছ কিরাম ভাই :) ?

৫৯| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: অনেক দিন নতুন লেখা পাই না।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: সামনে আসছে :)
মনে করায় কৃতজ্ঞতা ভাই :) ভাল লাগছে ।
ভাল থাকুন এহসান ভাই :)

শুভকামনা রইল

৬০| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

মোঃ ইসহাক খান বলেছেন: একই পোস্টে অনেক কিছু। কিছু ভাবার মত, কয়েকটি একমত হবার মতো। কিছু আনন্দ দেয়ার মত। পাঠকদের বৈচিত্র্যময় কমেন্টও ভিন্ন মাত্রা এনেছে।

শুভেচ্ছা রইলো।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০১

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় লেখক কে দেখতে পেয়ে ভাল লাগছে ।
পাঠকের কমেন্টের ব্যাপারে আপনার সাথে একমত ।
প্রিয় লেখকের প্রতি শুভেচ্ছা - শুভকামনা দুটোই রইল ।

৬১| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: যাইবা যদি
বন্দে ক্যানরে
মায়াতে ফেলাইলি ,
ক্যানরে -
মায়াতে ফেলাইলি।।

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন ।
শুভকামনা রইল ।

৬২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও শুভ নববর্ষ ভাই :)
ভাল থাকুন ।

৬৩| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

রাব্বী সৃজন বলেছেন: খুব ভালো লাগলো

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ।

৬৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আমাকে ব্লগে কেউ মিস করে !

এ আমার পরম সৌভাগ্য ।

জানি না সেই কি না ...

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২

মাহমুদ০০৭ বলেছেন: জি আপা আমি ই ।

শুধু আমি না আরো অনেকেই ব্লগে আপনাকে মিস করে ।
গুটিকয়েক যে কয়টা লিখেছি তার পেছনে আরো কয়েকজনের মত
আপনার অনুপ্রেরণাও ক্রিয়াশীল ছিল এবং থাকবে ।

হয়ত এখন ব্যস্ত আছেন - আশা করি আপনি আবার আগের মত
নিয়মিত হবেন - যদিও আমি নিজেই অনিয়মিত তবুও
ব্লগে আপনার উপস্থিতি আমাকে এবং আমার মত আরো অনেক কেই অনুপ্রেরণা দেবে এটা নির্দ্বিধায় বলা যায় ।

ভাল থাকবেন আপা , আপনার প্রতি অনেক শুভকামনা রইল ।

৬৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

মশিকুর বলেছেন:
আবার আসিলাম :)

অনুপদ্য, কবিতা ভাল লাগছে। চোঙ্গাগল্প দুই নম্বরটা(পরীক্ষা) হাসির, পেয়ারাও ভাল হইছে :)

সেদিন ফেসবুকে গল্প নিয়া কথা হইছিল, সেই গল্প কি মারা গেছে? :)

ভাল থাকুন।।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

মাহমুদ০০৭ বলেছেন: হহাহ মশিকুর ভাই সিগগির আসিতেছে । ২-৩ দিন লাগিতে পারে । :) প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা রইল ।
আসলেই আপনাকে জানাচ্ছি ভাই ।
ভাল থাকবেন । শুভকামনা রইল ।

৬৬| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: আসলেই এত বড় প্যাকেজ দিছেন যে পড়তে কয়দিন লাগবে তবে এখন প্রিয়তে ৷ পরে পড়ে কিছু বলা হতে পারে ৷ ভাল থাকুন ৷

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে ভাল লাগছে জাহাঙ্গীর ভাই ইরসময় করে পড়ে
নিয়ে মতামত জানালে খুশি হব ।

ভাল থাকবেন ।

৬৭| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৩

এরিস বলেছেন: আপনার ভাবনাগুলো ভয়াবহ রকমের কঠিন!! এত কিছু একসাথে ভাবতে গেলে আমি ঠিক থাকতে পারতাম না!!

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাহমুদ০০৭ বলেছেন: একসাথে এত কিছু ভাবি নাই । একসাথে খালি পোস্ট করছি :P
অনেকদিন পর আপনাকে পাইলাম :)
ভাল থাকবেন এরিস ।

৬৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আসা উচিত ছিল আগেই ৷

কয়টা বাণী ও অণুগল্প কপি করবার মুঞ্চায় ৷যাই হোক চৌধুরী জহুরুল হকের সংক্ষিপ্ত পরিচিতি রাখতে পারতেন ৷http://www.suprobhat.com/?p=120051

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই । আগেই এটা করা উচিত ছিল । লিঙ্ক টা পেয়ে ভাল হল ।
নেক্সট মিক্স প্যাকেজে ইনশাল্লাহ উনাকে নিয়ে আলাদাভাবে
লেখার ইচ্ছে আছে ।
ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৬৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

খায়রুল আহসান বলেছেন: অনুপদ্য চলছে চলুক ভাল হয়েছে। চোঙ্গাগল্প পরীক্ষাপেয়ারা ভাল লেগেছে।
আউলা মনের বাউলা কথন অনেকগুলোই ভাল লেগেছে, তার মধ্যে শেষের দুটো সবচেয়ে বেশী।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: মন্তব্যে আগের মতই ভাল লাগা রইল । অনেকদিন অর ব্লগে এলাম। আশা করি ভাল আছেন সুস্থ আছেন ।
শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.