নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ সৌভাগ্যের মে২০১৪

০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৪৬



প্রচ্ছদঃমাননীয় মন্ত্রী মহোদয়

ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।

পিডিএফঃ - কাল্পনিক_ভালোবাসা





মে মাস সৌভাগ্যের । কারণ বাংলা সাহিত্যের খোলনলচে পাল্টে

দেয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ( ৭ ই মে ) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (২৫ শে মে ) এমাসেই জন্মেছিলেন। জন্মেছিলেন বাংলার আরেক সেরা উপন্যাসিক মানিক বন্দোপাধ্যায়(১৯শে মে)।



এ উপলক্ষে কমেন্ট অপশনে রবিঠাকুরের কয়েক টি অনুগল্প , আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের উক্তি , একটি কবিতা ও উনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট , মানিক বাবুর

বিখ্যাত গল্প '' প্রাগৈতিহাসিক '' গল্পের লিঙ্ক এবং উনার বিষয়ে

একটা প্রবন্ধ কমেন্ট অপশনে '' তোহফা '' স্বরূপ দেয়া হল।আশা করি সবার ভাল লাগবে ।



সৌভাগ্যের এখানেই শেষ নয় । সামুর গল্প সঙ্কলনের যাত্রা শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার-গল্পকার মামুন রশিদ এর হাত ধরে - এই মে মাস থেকেই শুরু হয়েছিল। এই সঙ্কলনের অনুপ্রেরণায় অনেকেই লিখেছেন - লিখছেন , তার ভেতর আমিও আছি । সামুর সব গল্প-পাঠক ও গল্পকারদের পক্ষ হতে আমি মামুন - রশিদ ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা , ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।



গত এক বছরে সংকলনে ১৮৭ জন গল্পকারের ৬৪৬

টা গল্প সঙ্কলনে এসেছে । পোষ্টের শেষে তাদের সবার নাম

দেয়া হল । সবাইকে অভিনন্দন ।



এবারের গল্প সংকলনে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হয়েছেন - নাসিমুল বারী , হঠাৎ ধুমকেতু প্রবাসী পাঠক ,আমি স্বর্নলতা, কাজী জাকির হোসেন ,মনসুর আজিজ ,দক্ষিনা বাতাস , মূর্তালা রামাত, আপেক্ষিক, অপ্রতীয়মান ,কর্ণাবতী ,ভাঙ্গা ডানার পাখি ,নাসিরন সুলতানা , সকাল হাসান,রাব্বী সৃজন ও আলজাহাঙ্গীর । আপনাদের অভিনন্দন ।



পাঠ সীমাবদ্ধতার কারণে কিছু ভালো গল্প মিস হয়ে যায় । এরকম কোন গল্প থাকলে কিংবা পাঠক তার ভাল লাগা কোন গল্পের লিংক কমেন্টে শেয়ার করতে পারেন।বিবেচিত মনে হলে অন্তর্ভুক্ত করা হবে । তবে সংকলনে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের গল্প ছাড়া।







১)

গল্প : প্রজাপতি - নাসীমুল বারী

২)

রৌদ্র ছায়ার আড়ালে কে? - হঠাৎ ধুমকেতু

৩)

ছোটগল্পঃএক্টোডার্মাল ডিসপ্লেসিয়া বা সুখী কেউ - রিয়াদ( শেষ রাতের আঁধার )

৪)

গল্পঃ নিষিদ্ধ আঁধারে! - টুম্পা মনি

৫)

গল্পঃ পূর্ণ চাঁদের অর্ধ জ্যোৎস্না - প্রবাসী পাঠক

৬)

গল্পঃ দ্বৈত সত্ত্বা - সপ্নাতুর আহসান

৭)

ছোট গল্পঃ বেনুবালা - আমি স্বর্নলতা

৮ )

ছোটগল্পঃভ্রম কিংবা মিথ্যে - রিয়াদ( শেষ রাতের আঁধার )

৯)

থেকো অপেক্ষমান … অজস্র অশ্রু জলাধারের ওপাশে … -আদনান শাহরিয়ার

১০)

খেয়ালের ভীড়ে আলো-আঁধারীর গল্প -শুকনোপাতা০০৭

১১)

“দেবদাসের সমস্যা” - গোঁফওয়ালা

১২ )

মন্তেনিকো - কাজী জাকির হোসেন

১৩)

কাঁটাখেকো - হাসান মাহবুব

১৪)

আধুলি -মনসুর আজিজ

১৫)

বদলা ৩ - ট্রাক











১৬)

গল্প: মার্জার এবং.. - রেজওয়ানা আলী তনিমা

১৭)

ভালোবাসা তরঙ্গ -হঠাৎ ধুমকেতু

১৮)

গল্পঃ কাল বোশেখ ! - মামুন রশিদ

১৯)

ছোট গল্পঃ পীরালী -দক্ষিনা বাতাস

২০)

অ্যা সুসাইড নোট (ছোটগল্প) -বোকা মানুষ বলতে চায়

২১ )

গল্প নম্বর নয়ঃ প্রাকৃতিক ওয়াইফাই ! - অপু তানভীর

২২ )

গল্পঃ নরক থেকে ফেরা - আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম

২৩)

আই ডোন্ট ওয়ানা বি এ মাদার - মূর্তালা রামাত

২৪)

সবুজের সাদা-কালো জীবন! - এম মশিউর

২৫)

গল্পঃ প্রতিশোধ-আপেক্ষিক

২৬ )

গন্তব্যহীন… - অপর্ণা মম্ময়

২৭)

জেলবাসের প্রাপ্তি-আল - বিরুনী প্রমিথ

২৮)

গল্প: মনে পড়ে রুবি রায় - সকাল রয়

২৯)

আমার ছেলে দেখতে আমার মতো হয়নি - কয়েস সামি

৩০)

কীত্তনখোলা ইন সিডনি অলিম্পিক পার্ক -মূর্তালা রামাত







৩১)

তোমার দ্যাশ কই বাউল? - ডি মুন

৩২)

এই খবরটা আমায় নিয়েই - হাসান মাহবুব

৩৩)

একটি অপরিচ্ছন্ন গল্প অথবা যৌনতা-ডি মুন

৩৪)

ফ্রিডোরিনা’র চিরকুট -হঠাৎ ধুমকেতু

৩৫)

বড় ছেলে - কর্ণাবতী

৩৬ )

পটকা ভাই: জাজ সাহেব রান - নোমান নমি

৩৭)

গল্পঃ মেক আপ! - শুঁটকি মাছ

৩৮)

সমান্তরাল ভবিষ্যৎ - অপ্রতীয়মান

৩৯)

গল্পঃ ফ্লেক্সিলোড-আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৪০)

আকাশে অথবা সমতলে- ডি মুন

৪১ )

লুসেফেরিন -রাবেয়া রব্বানি

৪২ )

ম্যাপ অব দ্য ট্রেজার আইল্যান্ড -মামুন রশিদ

৪৩)

শাহজাহান এবং শাহজাহানের স্ত্রী বা আমার প্রেমিকা এবং আমি- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

৪৪ )

ছোট গল্প-১ : মৌসুমের শেষে -নাসিরন সুলতানা

৪৫)

মাঝে মধ্যে দুজনে -জুলিয়ান সিদ্দিকী





৪৬)

মিষ্টি প্রেমের গল্প- " ভালোবাসার রঙ লাল" -সাজিদ উল হক আবির

৪৭ )

নির্বাসন - সাদাত হোসাইন

৪৮ )

এটা গল্প হলেও পারত... -ভাঙ্গা ডানার পাখি

৪৯ )

স্ফুটনবিন্দু - হাসান মাহবুব

৫০)

গল্পঃএলোমেলো বিন্দুর সরল রেখা- রিয়াদ( শেষ রাতের আঁধার )

৫১ )

গল্পঃ চোর -আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৫২ )

গল্প ~ নায়িকা - আমি সাজিদ

৫৩)

গল্পটা তোমাকে নিয়েই - অপর্ণা মম্ময়

৫৪)

একটি লাল গোলাপের গল্প - মোঃ জাবেদ ভুঁইয়া

৫৫ )

গল্পঃ উপলব্ধি - সকাল হাসান

৫৬ )

বৃষ্টি অথবা একটি ভালবাসার গল্প - অপু তানভীর

৫৭ )

সংসার - ডি মুন

৫৮ )

গল্পঃ অফুরন্ত রৌদ্রের তিমিরে - প্রোফেসর শঙ্কু

৫৯)

ছোট গল্প) হলদেটে সময়ের এক সবুজ প্রজাপতির গল্প-আদনান শাহ্‌িরয়ার

৬০ )

একটি প্রেম ও একটি ঘামের গল্প - কাকপাখী

৬১)

গল্পঃ একজন রাগী মানুষের গল্প - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম











অনুগল্প / মুঠোগল্প/ ক্ষণগল্প


১)অনুগল্প- দায়িত্ব - রাব্বী সৃজন

২) ক্ষণগল্পঃ প্রতিক্ষণ - আলজাহাঙ্গীর

৩) ক্ষণগল্পঃ আমি -আলজাহাঙ্গীর

৪)অংকনের নকল মা - মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত

৫)পেপে ও মানুষ -মুম রহমান )

৬)বাদল দিনের প্রথম কদম ফুল - মুম রহমান





অনুবাদ গল্প

বাগদানের উপহার (অনুবাদ গল্প) - সোহরাব সুমন



সেই লোকটা এসেছিলো : ল্যাটিন আমেরিকান গল্প - অনুবাদ-মনযূরুল হক







সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বৈশাখী এপ্রিল'১৪



কিছু কথা - গল্প সিলেকশনে নিম্মোক্ত বিষয় বিবেচনা করা হয়েছে

১) গুণি ব্লগার / পাঠক / লেখকদের বিশ্লেষণী মন্তব্য ।

২) নিজের ভাল লাগা , বিচার - বিশ্লেষণ । সঙ্কলনের যা কিছু ভাল

তা আপনাদের , যা কিছু মন্দ তার দায় - দায়িত্ব আমার ।



> ধারাবাহিক গল্প / উপন্যাস সংকলনে বিবেচিত হবে না ।







আপনাদের কাছ হতে একটু গঠনমুলক মন্তব্য চাই - এপ্রিল মাসের সঙ্কলনের কয়টা গল্প পড়লেন ? তার মাঝে আপনার ভাল লাগা তিন কি পাঁচটা গল্পের নাম বলুন। সংকলন বিষয়ক যে কোন

ভাবনা - বিনাদ্বিধায় বলে ফেলুন।





এই সংকলন প্রয়াত ব্লগার নোবেলবিজয়ী_টিপু কে উৎসর্গ করা হচ্ছে ।

এই টিপু ছেলেটাকে আমি দুদিন আগেও চিনতাম না। কখনো যাইওনি ওর ব্লগে। আজ সকালে ফেসবুকে দেখি, সবাই শোক করছে এই বলে যে, দুরারোগ্য ক্যান্সারে একজন ব্লগার মারা গেছেন (ইন্নানিন্নাহিওইন্নালাহি রাজিওন); যার বয়স মাত্র বাইশ বছর!! আমার ছোট ভাইটার বয়সও ঠিক বাইশ বছর। এই একই বয়স দেখেই বুকটা যেন মোচড় দিয়ে উঠল। আশ্চর্যের বিষয়, তার এই ভয়ানক আসুখের কথা নাকি কেওই জানতো না। উল্টো নিজের সমস্যাটা চেপে রেখে সে সবার জন্য ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন ; এই পোস্টটা দিয়েছিল। এই ছেলেটা আমার কেও হয়না, কিন্তু যে সাহস আর শিক্ষাটা ও আমাদের শিখিয়ে গেছে, তাতে ওর নোবেল জয়ী হবার দরকার নেই, আজন্ম আমাদের হাজার হৃদয়ে বেঁচে থাকবে। - ব্লগার মাহমুদা সোনিয়া

এই সেই পোস্ট - ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন



মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসীব করুক । আমিন।

********************************************

গত এক বছরের সঙ্কলনের লেখক -





১ ) অপর্ণা মম্ময় ২ )অলওয়েজ ড্রিম ৩)অপু তানভীর । ৪ ) অমিতানন্দ ৫ ) অদিতি মৃণ্ময়ী ৬) অ রণ্য ৭ ) অলিম্পাস প্রেইস

৮ ) অচিন্ত্য ৯ ) অনাহূত ১০ ) অমিতানন্দ ১১ ) অরুদ্ধ সকাল ১২ ) অন্যমনস্ক শরৎ ১৩ ) অর্ফিয়ুস





১) আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ২ ) আরজুপনি ৩ ) আকাশচুরি ৪ ) অ্যানোনিমাস ৫) আদনান শাহরিয়ার ৬ ) আমি কাল্পনিক ৭ ) আজ আমি কোথাও যাবো না

৮) আমি তুমি আমরা ৯ ) আফসিন তৃষা ১0 ) আমি রেদওয়ান ১১ ) আফরোজা সোমা ১২ )আলোর পরী



১ ) ইসতিয়াক অয়ন ২ ) ইসহাক খান ৩ ) ইখতামিন ৪ ) ইমরান নিলয় ৫ ) ইনকগনিটো ৬ ) ইমরাজ কবির মুন



- ১ ) উদাস কিশোর





১ ) এরিস২) এক্স রে ৩ ) একলা চলো রে৪) একজন আরমান

৫) একজন বোকা মানুষ ৬) ৬ ) এম মশিউর





১ ) কাল্পনিক ভালবাসা । ২ ) কাজী মিতুল ৩) কয়েস সামী

৪) কান্ডারি অথর্ব ৫)কাজীহা ৬ ) ক্লান্ত তীর্থ ৭ ) কুনোব্যাঙ



- ১ ) খেয়াঘাট ২ ) খাটাস



- ১) গ্রাম্যবালিকা



- ১ ) জাফরিন ২ ) জিকসেস ৩ ) জুলিয়ান সিদ্দিকী

৪) জনৈক গণ্ডমূর্খ ৫) জীবনানন্দদাশের ছায়া ৬) জেমস বন্ড

৭ )জুন

- ১ ) টুম্পা মনি ২ ) ট্রাক ৩ ) টেস্টিং সল্ট



- ১ ) ডানাহীন ২ ) ড. জেকিল ৩ ) ডি মুন



- ১ ) ড়ৎশড়



-১ ) তালেব মাষ্টার ২ ) তাসজিদ ৩ ) তানজিয়া মোবারক মণীষা ৪ ) তুষার আহাসান ৫ ) তীর্থক ৬ ) তওসীফ সাদাত



১)দেহঘড়ির মিস্তিরি ২) দিকভ্রান্ত*পথিক

-১ ) ধাতবগোলক





১ ) নোমান নমি ২ ) নাজিম-উদ-দৌলা ৩ ) নির্লিপ্ত স্বপ্নবাজ ৪) নীরব 009 ৫) না পারভীন ৬) নাছির৮৪ ৭) নীল-দর্পন ৮ ) নিরুদ্দেশ পথিক ৯ ) নিথর শ্রাবণ শিহাব ১০ ) নাভিদ কায়সার রায়ান ১১ ) নেক্সাস ১২ ) নষ্ট কাক ১৩ ) নক্ষত্রচারী ১৪ ) নাহিদ রুদ্রনীল ১৫ ) নির্লিপ্ত আমি ১৬ ) নাজিম চৌধুরী



১ ) হাসান মাহবুব ২ ) হাসান বৈদ্য ৩ ) হুমায়ুন তোরাব ৪ ) হারু মিয়া ৫ ) হু



১ ) প্রফেসর শঙ্কু ২ ) প্রতিবাদীকন্ঠ০০৭ ৩ ) প্রত্যাবর্তন ৪ ) পুরোনো পাপী ৫ ) পাপতাড়ুয়া ৬ ) প্রচেত্য ৭ ) পেন আর্নার



১ ) ফারজানা শিরিন ২ ) ফারুক আব্দুল্লাহ ৩) ফরহাদ আহমদ নিলয় ৪ ) ফ্রাঙ্কেনস্টাইন ৫ ) ফ্লাইং ডাচম্যান ৬ ) ফ্রাস্ট্রেটেড





১ ) বোকামন ২ ) বোকা মানুষ বলতে চায় ৩ ) বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ৪) বৃতি ৫ ) বনলতা মুনিয়া ৬) বাসুরী বাসীয়ালা ৭ ) বোধহীন স্বপ্ন ৮ ) বৃত্তবন্দী শুভ্র ৯ ) বিদ্রোহী বাঙালী





১) ভাঙ্গা কলমের আঁচড় ২ ) ভবঘুরের ঠিকানা







১ ) মামুন রশিদ ২) মাগুর ৩)মেঘরোদ্দুর ৪) মাসুম আহমদ ১৪ ৫ ) মাক্স ৬ ) মাহতাব সমুদ্র ৭) মেংগো পিপোল ৮ ) মাহী ফ্লোরা৯ ) মুরাদ-ইচছামানুষ ১০ ) মতিউর রহমান সাগর ১১) মৌমিতা আহমেদ মৌ ১২ ) মো: মাসুদুর রহমান ১৩ ) মারুফ মুকতাদীর ১৪ ) মুম রহমান ১৫ ) মিমা ১৬ ) মশিকুর ১৭ ) মুনতাসির নাসিফ(দ্যা অ্যানোনিমাস) ১৮ ) মাহমুদ ০০৭ ১৯ ) মনযূরুল হক









১ ) মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত ২)রাজীব হোসাইন সরকার ৩) রহস্যময়ী কন্যা ৪) রেজওয়ানা আলী তনিমা ৫ ) রোকেয়া ইসলাম ৬ ) রাবেয়া রব্বানী ৭ ) রিমন রনবীর

৮ ) রিয়াদ(শেষ রাতের আঁধার) ৯ ) রাসেলহাসান ১০ ) রুপালী সিংহ ১১ ) রাবণ রাজ



-১ ) লেজকাটা বান্দর ২) লাবনী আক্তার

-১ ) শুকনোপাতা০০৭ ২) শাশ্বত স্বপন ৩) শুঁটকি মাছ ৪ ) শান্তির দেবদূত ৫ ) শাহেদ খান ৬ ) শায়মা ৭ ) শীলা শিপা ৮ ) শশী হিমু ৯) শিসতালি ১০ ) শাহরিয়ার রিয়াদ ১১ ) শহুরে আগুন্তুক







১ ) সাদাত হোসাইন ২ ) সোর্বিয়ের ৩ ) সায়েম মুন ৪) সোহাগ সকাল ৫) স্বপ্নবাজ অভি ৬) সাবরিনা সিরাজী তিতির ৭ ) সুপান্থ সুরাহী ৮) সালমাহ্যাপী ৯ ) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ১০ ) স্বপ্নাতুর আহসান১১) সমুদ্র কন্যা ১২ ) সানড্যান্স ১৩ ) সুফিয়া ১৪ ) সোমহেপি ১৫ ) সাদরিল ১৬) সুমন কর ১৭ ) সন্ধ্যা প্রদীপ ১৮ ) সুপণ শাহরিয়ার ১৯ ) সাজিদ উল হক আবির ২০ ) সকাল রয় ২১ ) সুলতানা সাদিয়া ২২ ) সাদাকালো টেলিভিশন ২৩ ) সাঈদসুমন ২৪ ) সংগ্রামী পথিক ২৫) স্বপ্নচারী গ্রানমা



ৎঁ



১ ) ৎঁৎঁৎঁ



এছাড়াও - ১) ত্রিনিত্রি , ২) toysarwar



















































































মন্তব্য ১৪৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৫৬

মাহমুদ০০৭ বলেছেন:
রবীন্দ্রনাথ ঠাকুরের অণুগল্প

ক । উপসংহার
ভোজরাজের দেশে যে মেয়েটি ভোরবেলাতে দেবমন্দিরে গান গাইতে যায় সে কুড়িয়ে-পাওয়া মেয়ে।
আচার্য বলেন, ‘একদিন শেষরাত্রে আমার কানে একখানি সুর লাগল। তার পরে সেইদিন যখন সাজি নিয়ে পারুলবনে ফুল তুলতে গেছি তখন এই মেয়েটিকে ফুলগাছতলায় কুড়িয়ে পেলেম।’
সেই অবধি আচার্য মেয়েটিকে আপন তম্বুরাটির মতো কোলে নিয়ে মানুষ করেছে; এর মুখে যখন কথা ফোটে নি এর গলায় তখন গান জাগল।
আজ আচার্যের কণ্ঠ ক্ষীণ, চোখে ভালো দেখেন না। মেয়েটি তাঁকে শিশুর মতো মানুষ করে।
কত যুবা দেশবিদেশ থেকে এই মেয়েটির গান শুনতে আসে। তাই দেখে মাঝে মাঝে আচার্যের বুক কেঁপে ওঠে; বলেন, ‘যে বোঁটা আলগা হয়ে আসে ফুলটি তাকে ছেড়ে যায়।’
মেয়েটি বলে, ‘তোমাকে ছেড়ে আমি এক পলক বাঁচি নে।’
আচার্য তার মাথায় মুখে হাত বুলিয়ে বলেন, ‘যে গান আজ আমার কণ্ঠ ছেড়ে গেল সেই গান তোরই মধ্যে রূপ নিয়েছে। তুই যদি ছেড়ে যাস তা হলে আমার চিরজন্মের সাধনাকে আমি হারাব।’

ফাগুনপূর্ণিমায় আচার্যের প্রধান শিষ্য কুমারসেন গুরুর পায়ে একটি আমের মঞ্জরী রেখে প্রণাম করলে। বললে, ‘মাধবীর হৃদয় পেয়েছি, এখন প্রভুর যদি সম্মতি পাই তা হলে দুজনে মিলে আপনার চরণসেবা করি।’
আচার্যের চোখ দিয়ে জল পড়তে লাগল। বললেন, ‘আনো দেখি আমার তম্বুরা। আর, তোমরা দুইজনে রাজার মতো, রানীর মতো, আমার সামনে এসে বসো।’
তম্বুরা নিয়ে আচার্য গান গাইতে বসলেন। দুলহা-দুলহীর গান, সাহানার সুরে। বললেন, ‘আজ আমার জীবনের শেষ গান গাব।’
এক পদ গাইলেন। গান আর এগোয় না। বৃষ্টির ফোঁটায় ভেরে-ওঠা জুঁইফুলটির মতো হাওয়ায় কাঁপতে কাঁপতে খসে পড়ে। শেষে তম্বুরাটি কুমারসেনের হাতে দিয়ে বললেন, ‘বৎস, এই লও আমার যন্ত্র।’
তার পরে মাধবীর হাতখানি তার হাতে তুলে দিয়ে বললেন, ‘এই লও আমার প্রাণ।’
তার পরে বললেন, ‘আমার গানটি দুজনে মিলে শেষ করে দাও, আমি শুনি।’
মাধবী আর কুমার গান ধরলে— সে যেন আকাশ আর পূর্ণচাঁদের কণ্ঠ মিলিয়ে গাওয়া।

এমন সময়ে দ্বারে এল রাজদূত, গান থেমে গেল।
আচার্য কাঁপতে কাঁপতে আসন থেকে উঠে জিজ্ঞাসা করলেন, ‘মহারাজের কী আদেশ।’
দূত বললে, ‘তোমার মেয়ের ভাগ্য প্রসন্ন, মহারাজ তাকে ডেকেছেন।’
আচার্য জিজ্ঞাসা করলেন, ‘কী ইচ্ছা তাঁর।’
দূত বললে, ‘আজ রাত পোয়ালে রাজকন্যা কাম্বোজে পতিগৃহে যাত্রা করবেন, মাধবী তাঁর সঙ্গিনী হয়ে যাবে।’
রাত পোয়ালো, রাজকন্যা যাত্রা করলে।
মহিষী মাধবীকে ডেকে বললে, ‘আমার মেয়ে প্রবাসে গিয়ে যাতে প্রসন্ন থাকে সে ভার তোমার উপরে।’
মাধবীর চোখে জল পড়ল না, কিন্তু অনাবৃষ্টির আকাশ থেকে যেন রৌদ্র ঠিকরে পড়ল।

রাজকন্যার ময়ূরপংখি আগে যায়, আর তার পিছে পিছে যায় মাধবীর পাল্কি। সে পাল্কি কিংখাবে ঢাকা, তার দুই পাশে পাহারা।
পথের ধারে ধুলোর উপরে ঝড়ে-ভাঙা অশ্বত্থডালের মতো পড়ে রইলেন আচার্য, আর স্থির হয়ে দাঁড়িয়ে রইল কুমারসেন।
পাখিরা গান গাইছিল পলাশের ডালে; আমের বোলের গন্ধে বাতাস বিহ্বল হয়ে উঠেছিল। পাছে রাজকন্যার মন প্রবাসে কোনোদিন ফাগুনসন্ধ্যায় হঠাৎ নিমেষের জন্য উতলা হয়, এই চিন্তায় রাজপুরীর লোকে নিশ্বাস ফেললে।
বৈশাখ ১৩২৯
খ ।একটি দিন
মনে পড়ছে সেই দুপুরবেলাটি। ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে।
ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম।
পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এল। আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো। তার পরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু ক’রে সেলাই করতে লাগল। তার পরে সেলাই বন্ধ ক’রে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল।
বৃষ্টি ধরে এল, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল।
এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা।
ইতিহাসে রাজাবাদশার কথা, যুদ্ধবিগ্রহের কাহিনী, সস্তা হয়ে ছড়াছড়ি যায়। কিন্তু, একটি দুপুরবেলার ছোটো একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল, দুটি লোক তার খবর জানে।
অগ্রহায়ণ ১৩২৬
গ। কৃতঘ্ন শোক
ভোরবেলায় সে বিদায় নিলে।
আমার মন আমাকে বোঝাতে বসল, “সবই মায়া।”
আমি রাগ করে বললেম, “এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাতে ফুলগাছের টব, খাটের উপর নাম-লেখা হাতপাখাখানি— সবই তো সত্য।”
মন বললে, “তবু ভেবো দেখো—”
আমি বললেম, “থামো তুমি। ঐ দেখো-না গল্পের বইখানি,মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয় নি; এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হল কেন।”
মন চুপ করলে। বন্ধু এসে বললেন, “যা ভালো তা সত্য, তা কখনো যায় না; সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হারে গেঁথে রাখে।”
আমি রাগ করে বললেম, “কী করে জানলে। দেহ কি ভালো নয়। সে দেহ গেল কোন্‌খানে।”
ছোটো ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমনি করেই বিশ্বে আমার যা-কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেম। বললেম, “সংসার বিশ্বাসঘাতক।”
হঠাৎ চমকে উঠলেম। মনে হল কে বললে, “অকৃতজ্ঞ! ”
জানলার বাইরে দেখি ঝাউগাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে, যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা-ছিটিয়ে-দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এল, “ধরা দিয়েছিলেম সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে, এইটেকেই এত জোরে বিশ্বাস? ”
ঘ ।গলি
আমাদের এই শানবাঁধানো গলি, বারে বারে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে একদিন কী যেন খুঁজতে বেরিয়েছিল। কিন্তু, সে যে দিকেই যায় ঠেকে যায়। এ দিকে বাড়ি, ও দিকে বাড়ি, সামনে বাড়ি।
উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়— ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা।
সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, ‘বলো তো দিদি, তুমি কোন্ নীল শহরের গলি।’
দুপুরবেলায় কেবল একটুখনের জন্যে সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, ‘কিচ্ছুই বোঝা গেল না।’
বর্ষামেঘের ছায়া দুইসার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে, কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে, বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেধে যায়, ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে প’ড়ে চমকিয়ে দিতে থাকে।
গলিটা অভিভূত হয়ে বলে, ‘ছিল খট্‌‍খটে শুকনো, কোনো বালাই ছিল না। কিন্তু, কেন অকারণে এই ধারাবাহী উৎপাত?’
ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্ণীছাড়ার মতো দেখতে হয়; ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উড়তে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, ‘এ কোন্ পাগলা দেবতার মাৎলামি!’
তার ধারে ধারে প্রতিদিন যে-সব আবর্জনা এসে জমে— মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই-সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না, ‘এ সমস্ত কেন।’
অথচ, শরতের রোদ্‌‍দুর যখন উপরের বারান্দায় আড় হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্যে তার মনে হয়, ‘এই শানবাঁধা লাইনের বাইরে মস্ত একটা-কিছু আছে বা!’
এ দিকে বেলা বেড়ে যায়; ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্‌‍দুরখানা গলির ধারে খসে পড়ে; ঘড়িতে ন’টা বাজে; ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে; রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়; যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে।
গলি তখন আবার ভাবে, ‘এই শানবাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর, যাকে মনে ভাবছি মস্ত একটা-কিছু সে মস্ত একটা স্বপ্ন।’
অগ্রহায়ণ ১৩২৬
ঙ। পট
যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারো কাছে তার পূর্বপরিচয় নেই। সবাই জানে, সে বিদেশী, পট আঁকা তার চিরদিনের ব্যাবসা।
সে মনে ভাবে, ‘ধনী ছিলেম, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিনরাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাড়তে পারে।’
এমনমসয় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম।
কেবল অভিরামের তুলি সেদিন চলল না।
নতুন রাজমন্ত্রী, এই তো সেই কুড়িয়ে-পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হল সিঁধকাঠি, তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে। সেই এল দেশের রাজমন্ত্রী হয়ে।
যে ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুরঘর; সেখানে গিয়ে হাত জোড় করে বললে, ‘এইজন্যেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম। এত দিনে বর দিলে কি এই অপমান।’

এমনসময় রথের মেলা বসল।
সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এল, সেই ভিড়ের মধ্যে এল একটি ছেলে, তার আগে পিছে লোক-লশকর।
সে একটি পট বেছে নিয়ে বললে, ‘আমি কিনব।’
অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে, ‘ছেলেটি কে।’
সে বললে, ‘আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে।’
অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, ‘বেচব না।’
শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে।
অভিরামকে মন্ত্রী থলিভরা মোহর পাঠিয়ে দিলে; মোহরভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এল।
মন্ত্রী মনে মনে বললে, ‘এত বড় স্পর্ধা!’
অভিরামের উপর যতই উৎপাত হতে লাগল ততই সে মনে মনে বললে, ‘এই আমার জিত।’

প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্টদেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না।
একদিন দেখলে, ছবি তার মনের মতো হয় না। কী যেন বদল হয়ে গেছে। কিছুতে তার ভালো লাগে না। তাকে যেন মনে মনে মারে।
দিনে দিনে সেই সূক্ষ্ণ বদল স্থূল হয়ে উঠতে লাগল। একদিন হঠাৎ চমকে উঠে বললে, ‘বুঝতে পেরেছি।’
আজ সে স্পষ্ট দেখলে, দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে।
তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, ‘মন্ত্রীরই জিত হল।’
সেইদিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, ‘এই নাও সেই পট, তোমার ছেলেকে দিয়ো।’
মন্ত্রী বললে, ‘কত দাম।’
অভিরাম বললে, ‘আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব।’
মন্ত্রী কিছুই বুঝতে পারলে না

২| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:০১

মাহমুদ০০৭ বলেছেন: বিশেষ সাক্ষাৎকার: নজরুল সম্পর্কে মোস্তফা জামান আব্বাসী
কাজী নজরুল ইসলামেরউক্তি

তুমি যতদিন একা আছ তুমি বাঁধনহারা মুক্ত বিহঙ্গ যেখানে খুশি যেতে পার, যা খুশি করতে পার। যেই তুমি বিয়ে করলে আমনি হয়ে গেলে চতুষ্পদ জন্তু তোমার গতি অনেক কমে গেল। যেই একটা বাচ্চা হল তুমি হয়ে গেলে ষড়পদি পতঙ্গ। আবার যখন আরো বেশ কয়েকটা বাচ্চা হল তুমি পরিণত হয়ে গেলে বহুপদী কেন্না তে।

কবিতা -আমি যদি বাবা হতাম/ বাবা হত খোকা।

আমি যদি বাবা হতুম, বাবা হত খোকা,
না হলে তার নামতা,
মারতাম মাথায় টোকা।।
রোজ যদি হত রবিবার !
কি মজাটাই হত যে আমার !
কেবল ছুটি ! থাকত নাক নামতা লেখা জোকা !
থাকত না কো যুক্ত অক্ষর, অংকে ধরত পোকা ।।

৩| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: প্রাগৈতিহাসিক
বাংলা উপন্যাসের স্বরূপ সন্ধানে: মানিক বন্দ্যোপাধ্যায়

৪| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক কষ্ট সাধ্য একটা কাজ। মামুন ভাইয়ের কথা খুব মনে পরছে। তবে আপনার উপস্থাপনা ও শ্রম সেই দুঃখ ভুলিয়ে দিয়েছে। আপনার জন্য অনেক অনেক অনেক শুভ কামনা থাকল।

পোস্টে +++++

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:০১

মাহমুদ০০৭ বলেছেন: এই পোস্ট দিতে গিয়া মাথা নষ্ট । অনেক কষ্ট পাইছি । সামুর সার্ভারে নানারকম বেদনা কান্ডারি ভাই ।
:)
পোস্ট করতে গিয়ে আমারও মামুন ভাইয়ের কথা মনে পড়ছিল ।
আজকের সবকিছু মামুন ভাইয়ের জন্যই ।

আপনার পোষ্টে যখন যাই - অনেক অনুপ্রেরণা পাই ।
একটা পোস্ট দেবার জন্য আপনি কি পরিমাণ খাটুনি খাটেন , যত্ন নেন বলার বাইরে ।


আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ অ শুভকামনা প্রিয় কাণ্ডারি ভাই । :)
ভাল থাকবেন ।

৫| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমেই বলবো সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংকলন পোস্ট দারুন হয়েছে।মামুনুর রশিদ ভাই,টুম্পামনি,সাজিদুল হক আবির ,রেজওয়ান আলী তনিমা ,জুলিয়ান ভাই প্রমুখের লেখা গল্প পড়েছি।বিশেষ কারণে গল্প পড়া হচ্ছে না।জুলাইতে পড়তে পারেবো।
এতটুকু বলতে পারি আপনার সংকলনের ব্যতিক্রমী কায়দা বেশ ভাল লেগছে। প্রিয়তে নিচ্ছি হাতে সময় পেলে গল্পগুলো পড়ার চেষ্টা করবো তার পর আবার কমেন্ট করার চেষ্টা করবো।

গল্প সংকলনে আপনাকে সুস্বাগতম। :)

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:০৬

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নারা পাশে আছেন বলেই কিছু করতে ভাল লাগে , অনুপ্রেরণা পাই , বিশেষ করে আপনার আন্তরিক উৎসাহ / অনুপ্রেরণা আমি সবসময়েই পেয়েছি ।

আপনার আন্তরিক মন্তব্যে অনেক ভাল লাগা রইল ভাই ।

ভাল থাকুন প্রিয় সেলিম ভাই ।
শুভকামনা রইল :)


৬| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:১৮

সুমাইয়া আলো বলেছেন: ভাল +

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সুমাইয়া আলো
ভাল থাকুন । :)

৭| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৩৮

শাবা বলেছেন: কবিতার কোন সংকলন হবে না কি?

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: অটা অভি ভাই করে :)
ভাল থাকুন শাবা ।

৮| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৪৫

নাভিদ কায়সার রায়ান বলেছেন: গল্প সংকলনের অপেক্ষায় ছিলাম। অনেক কষ্ট করছেন, তার জন্য ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা রায়ান ভাই :)
ভাল থাকুন ।

৯| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৪৬

নাভিদ কায়সার রায়ান বলেছেন: গল্প সংকলনের অপেক্ষায় ছিলাম। অনেক কষ্ট করছেন, তার জন্য ধন্যবাদ।

১০| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:১২

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: উল্লেখিত ৬০টি গল্পের মধ্যে বেশ কিছু গল্পই ইতঃপূর্বে পড়া হয়েছে। চেষ্টা করব, অন্যগুলোও পড়ে ফেলতে।
এরকম একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
শুভকামনা রইলো...

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:২৮

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ নাহিদ ভাই :)
আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম ।
ভাল থাকবেন ।

১১| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:২২

না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। অনেক শ্রমসাধ্য পোস্ট। পোস্টে ভাল লাগা সহ প্রিয়তে
উতসর্গ দেখে মন খারাপ হয়ে গেলো।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: টিপু সবসময় অন্তরে থাকবে ।
ভাল থাকবেন আপা ।

১২| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩১

মুদ্‌দাকির বলেছেন: দারুন !!! সংকলন খুবই উপকারি !!!

আর সংকলন দেখে বুঝলাম যে আমারটা কোন গল্পই হয় নাই !!! আমি অবশ্য কনফিউজড ছিলাম :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: :)

ধন্যবাদ মুদ্‌দাকির ভাই ।

ভাল থাকবেন ।

১৩| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪০

ডি মুন বলেছেন: অনেক চমৎকার সংকলন। প্রিয়তে নিলাম।

আপনাদের এইসব পরিশ্রমী কাজ দেখলে ভরসা পাই।
অনেক অনেক শুভকামনা জানবেন।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ ডি মুন ।
ভাল থাকবেন ।

১৪| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪৫

আমি স্বর্নলতা বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।অনেক অনেক ভালোলাগা রইল ।

শুভকামনা রইল মাহমুদ ভাই।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনার প্রতিও আন্তরিক শুভকামনা রইল ।
ভাল থাকবেন ।

১৫| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৫৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দলটার জন্য শুভকামনা।

অপু তানভীরের
তোমার গল্পের মৃত রাজকন্যা যোগ হতে পারতো।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন:
ধন্যবাদ জুলিয়ান দা ।
ভাল থাকবেন :)

১৬| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৫৯

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনেক ধন্যবাদ আমার গল্পটাকে স্থান দেয়ার জন্য। সম্মানিত বোধ করছি :-)

০১ লা জুন, ২০১৪ দুপুর ২:০৪

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ।
ভাল থাকুন ।

১৭| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:১৩

দুঃখ বিলাস বলেছেন: অনেক কষ্ট সাধ্য একটা পোস্ট।

০১ লা জুন, ২০১৪ দুপুর ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ দুঃখবিলাস

১৮| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: যোগ্যতর হাতে গল্প সংকলনের লাগাম ! অভিনন্দন মাহমুদ ভাই :)

আপনার ডেডিকেশন মুগ্ধ করার মত , খুব সুন্দর আয়োজন হয়েছে !

০১ লা জুন, ২০১৪ রাত ১১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অনেক ভাল লাগা থাকল অভি ভাই :)
আপনারাই আমার অনুপ্রেরণা ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল । :)

১৯| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:১২

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ চমৎকার প্রেজেনেটেশন। আর বর্ণমালা সহকারে বিগত এক বছরের সংকলনের লেখকদের ব্যাপারটা মানে নামের তালিকাটা সুন্দর লাগলো।

শুভ হোক তোমার এবং তোমাদের টিমের পথ চলা।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:০৩

মাহমুদ০০৭ বলেছেন: আমার প্রথম সঙ্কলনে আপনার গল্প নিতে পেরে অনেক ভাল লাগছে :)

ধন্যবাদ আপা ।
ভাল থাকবেন ।

২০| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

সকাল রয় বলেছেন:

দারুন দারুন দারুন লাগলো
আমি একবার একটা প্রচ্ছদ করবো

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সকাল রয় ।
বিষয়টা মাথায় রাখলাম ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা ।

২১| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: পরিশ্রমি এবং মানসম্মত সংকলনে ভালোলাগা ... সংকলনটাকে ধরে রাখবার মত প্রচেষ্টায় সাধুবাদ ...

সামহোয়্যার ইন গল্প সংকলন চলুক ...

বরাবরের মতোই প্রিয়তে ...

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:২৪

মাহমুদ০০৭ বলেছেন: যতদিন করি - ভালভাবেই চেষ্টা চালিয়ে যাব ।
পাঠকরাই সঙ্কলনের প্রাণ এবং সবসময় তাই থাকবেন ।
সবার ভাল লাগাতেই সঙ্কলন সার্থক ।
আপনার আন্তরিক মন্তব্যে ভাল লাগা থাকল ভাই ।
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা ।

২২| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বকুল০৮ বলেছেন:
খুবই চমৎকার একটি সংকলন- পরিশ্রমসাধ্য কাজটির জন্য মাহমুদ ০০৭কে অনেক সাধুবাদ জানাই। ভালো থাকুন।

*প্রিয়তে রাখার বা লাইক বাটনটা খুঁজে পাচ্ছি না- দু'দিন পর পরই এই সমস্যা! :(

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , সমস্যা একটা না থাকবেই !
ভাল থাকুন আপনিও ।
অনেক অনেক শুভকামনা ।

২৩| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কাজ হয়েছে। গত মাসে দেখি অনেক গল্পই পড়া বাকি থেকে গেছে। পড়ে নেবো সব। শুভকামনা।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।


ভাল থাকবেন ।
শুভকামনা ।

২৪| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: কষ্টসাধ্য পরিশ্রমকে সাধুবাদ জানাই। আমি জানি একটি সংকলন করা কত সময় সাপেক্ষ ও কষ্টকর ! তাই গল্প সংকলনের জন্য ধন্যবাদ।

শুরুর কথা ও উপস্থাপন দারুণ হয়েছে। ব্যস্ত ছিলাম বলে অনেক গল্পই পড়া হয়নি। সময় করে পড়তে হবে।

মামুন ভাইকে অবশ্যই মিস করছি। যদিও আপনি শুরুটা বেশ করেছেন। পাশে আছি, সব সময়।

ভালো থাকবেন।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪২

মাহমুদ০০৭ বলেছেন: খাটুনি ভালই যায় :)

আপ্নারা পাশে আছেন বলেই অনুপ্রেরণা পাই ।

ভাল থাকবেন সুমন ভাই ।
শুভকামনা ।

২৫| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

রাব্বী সৃজন বলেছেন: ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনেক ধন্যবাদ আমার গল্পটাকে স্থান দেয়ার জন্য। সম্মানিত বোধ করছি :-)

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: গল্পটাকে সংকলনে নিতে পেরে আমিও .....
ধন্যবাদ রাব্বী সৃজন ।
ভাল থাকা হোক ।
শুভকামনা রইল । সামনেও এমন গল্প চাই ।

২৬| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আরজু পনি বলেছেন:
সংকলন করা খুব কষ্টের কাজ জানি কিন্তু পুরো পোস্টটা পড়ে বুঝলাম আপনি যা করেছেন সত্যিই বিস্ময়াভিভুত ...এতোটা ভালোবাসার প্রকাশ !...

খুবই যোগ্য একজনের হাতে গল্প সংকলনের দায়িত্ব পড়েছে।

সময়ের অভাবে ইদানিং প্রায়ই ব্লগে তেমন সময় দিতে পারি না কিন্তু আপনার এই ডেডিকেশন দেখে মনে হচ্ছে আমি আরো অনেকদিন অনেক বেশি সময় নিয়ে ব্লগিং করতে চাই ।

অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় মাহমুদ ।
এবং অবশ্যই এই অসাধারণ সংকলনটি নিজের কাছে নিয়ে গেলাম ।।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে খুশি হলাম আপা :)

আমি মামুন ভাইকে দেখে শিখেছি ।
উনি সবকিছু মেন্টেন করেও সঙ্কলন করতেন আমাদের উতসাহ
দিতেন । আমি ভেবেছি উনার অর্ধেক হলেও আমার করা উচিত ।
আজকের গল্প সঙ্কলন যে জায়গার দাঁড়িয়ে - সেটা মামুন ভাইয়ের
এই আন্তরিক ও অক্লান্ত পরিস্রমেই সম্ভব হয়েছে ।


সঙ্কলন করার মত আমার চেয়েও যোগ্য অ দক্ষ ব্লগার / গল্পকার ব্লগে আছেন । আমি চাই - তারাও এগিয়ে আসবেন ।
সংকলন দীর্ঘদিন কারো পক্ষে করা সম্ভব নয় - এবং আমরা যারা গল্প লিখি - তারা কেউ চাইব না - এমন একটা সুন্দর কার্যক্রম বন্ধ হয়ে যাক ।

ব্লগের এই সময়টায় আপনাকে অনেক অনেক প্রয়োজন । আশা করি প্লিজ আবার আগের মত ফিরে আসবেন ।

আমি ব্যক্তিগতভাবেও আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব -
আমার ব্লগ জীবনের শুরু হতেই আমি আপনার উতসাহ পেয়ে এসেছি । এটা আমি কখনোই ভুল ব না ।

আপনার আন্তরিক মন্তব্যে ভাল লাগা থাকল ।
ভাল থাকুন আপা ।
অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি ।ঃ)

২৭| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: মাহমুদ০০৭ ,



এই গুরুভার কাজটির প্রশংসা করতেই হয় । করছি ।

সাথে প্রিয়তে নিয়েও রাখলুম ।


শুভেচ্ছান্তে ।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
ভাল থাকবেন ।
শুভকামনা ।/

২৮| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
গুড জব ম্যান :)

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ ঘূণপোকা ভাই :)
আল্লাহ আপনাকে অনেক অনেক ভাল রাখুক ।

২৯| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শ্রমসাধ্য কাজ। তারপরেও পোস্টটি সম্পূর্ণ করে ব্লগার বন্ধুদের অবহিত করার জন্য ধন্যবাদ, ভাই মাহমুদ ০০৭।
শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনার জন্য অ অনেক অনেক শুভকামনা থাকল হেনা ভাই :)
ভাল থাকবেন ।

৩০| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক শুভেচ্ছা, সাথে প্রিয়তে।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৩১| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: প্রতি মাসের প্রথমেই তীর্থের কাকের মত অপেক্ষায় থাকতাম মামুন ভাই সম্পাদিত সামহোয়্যারইন গল্প সঙ্কলন এর জন্য। ঠিক তেমনি এই মাসেও অপেক্ষায় ছিলাম আপনার সম্পাদিত প্রথম সামহোয়্যারইন গল্প সঙ্কলন এর জন্য। দায়িত্বে পরিবর্তন আসলে পুরাতন ভাল কাজের সাথে নতুন অনেক ভাল কিছু সংযোজিত হয়। যার উৎকৃষ্ট প্রমান এই সামহোয়্যারইন গল্প সঙ্কলন। নতুন আঙ্গিকে উপস্থাপিত এই সংকলন সত্যিই বিস্ময়াভিভুত হবার মত।

রবীন্দ্রনাথ ঠাকুরের অণুগল্প, কাজী নজরুল সম্পর্কে মোস্তফা জামান আব্বাসীর সাক্ষাৎকার নিয়ে পোস্টের লিংক, কাজী নজরুল ইসলামের উক্তি, মানিক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে লেখা আর্টিকেল পোস্ট লিংক এই সংকলনটাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আর গত এক বছর এবং এই সংকলনে স্থান পাওয়া সকল ব্লগারদের নামের তালিকা সংযুক্ত করা অনেক কষ্ট সাধ্য একটা কাজ। এমন চমৎকার একটি কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ।

পোস্টে ভাল লাগা এবং প্রিয়তে।

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই :)

চেষ্টা করছি ভাল কিছু করবার ,যতদিন করব এটা অব্যাহত
থাকবে ।

মামুন ভাই সঙ্কলনকে একটা পর্যায়ে এনেছেন - আমার কাজ তাকে আরেকটু এগিয়ে নেয়া ।

সংকলন আপনাদের ভাল লাগ্লেই সব সার্থকতা ।

আপনার বিস্তৃত মন্তব্যে ভাল লাগা রইল ।

ভাল থাকবেন ।
শুভকামনা রইল ভাই :)

৩২| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৪৪

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ পোষ্টটার জন্য.. সংগ্রহে রাখলাম :) :)

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপ্নাকেও ।
ভাল থাকুন :)

৩৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুরুত্বপূর্ণ কিছু সংযোজনী আছে। গল্পপিপাসুরা উপকৃত হবে।

খুব ভালো কাজ মাহমুদ ভাই। অভিনন্দন।

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ছাই ভাই :)
ভাল থাকবেন ।

৩৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: ঘাম ঝরানো কাজ করেছেন।

প্রিয়তে না নিলে অন্যায় হবে।


ভালোলগা তো থাকলই।

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় এহসান ভাই :)
ভাল থাকবেন ।
শুভেচ্ছা রইল অনেক ।

৩৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: সৃজনশীলতা, নতুন চিন্তা আর নতুন উদ্যমে এমনিতে গল্প-সংকলন হয়ে উঠেছে অনবদ্য । সাথে গত এক বছরের গল্প-সংকলনের বিশ্লেষণে আপনি গল্প-সংকলনকে নতুন উচ্চতায় পৌছে দিয়েছেন । এই পথ চলা হোক নিরন্তর মঙলময় ।


এক রাশ শুভকামনা, সাথে পোস্ট প্রিয়তে ।

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনার ভাল লাগা আমাকেও ছুয়ে গেল মামুন ভাই ।
যা কিছু হচ্ছে / হবে তাতে আপনার প্রত্যক্ষ / পরোক্ষ একটা পরশ
সবসময়েই থেকে যাবে ।

সবাইকে নিয়েই - সঙ্কলনটাকে একটা ভাল জায়গায় পৌছাতে চাই । আমার সবচেয়ে বড় ভরসার কথা - আপনি / আপনার কাজ
আমার সামনে আছে । অনেক দিকনির্দেশনা / অনুপ্রেরণা
আপনার কাজ হতে খুজে নেই ।

গত এক বছরে আপ[নার অক্লান্ত প্ররিস্রম / ভালবাসার কারণে
গল্প সঙ্কলন আজ এই জায়গায় পৌঁছেছে । আমরা সবাই আপনার কাছে ঋণী আছি / থেকে যাব । আমার আজকের লেখালিখি র
অন্যতম একটা কারণ আপনি / আপনার এই সঙ্কলন /


আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে - সাহস যুগিয়েছে - নচেৎ এই কাজ আমাকে দিয়ে সম্ভব হত না ।

আমি চেষ্টা করব আপনার কাছ হতে যা পেয়েছি / সামু হতে যা পেয়েছি / তা কাজের মাধ্যমে কিছুটা হলেও ফিরিয়ে দিতে ।

ভাল থাকবেন প্রিয় মামুন ভাই ।

শুভকামনা রইল ।

৩৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪৫

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অসাধারণ একটি পরিকল্পনার দারুণ বাস্তবায়ন । অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয় ও কাল্পনিক ভালোবাসা-

নিঃসন্দেহে আপনাদের প্রচেষ্টায় একটি নান্দনিক কাজ ।

০৩ রা জুন, ২০১৪ রাত ১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপ্নাকেও ।
ভাল থাকবেন ।

৩৭| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সৃজনশীল কাজ , সংকলনে শুভেচ্ছা ।।

০৩ রা জুন, ২০১৪ রাত ১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও পরিবেশ বন্ধু :)
ভাল থাকবেন ।

৩৮| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:৪১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মামুন রশিদ ভাইয়ার করা দারুণ কাজটা আপনি খুব নিখুঁতভাবে নতুন আঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখে ভাল লাগল। সত্যি প্রত্যাশা যতটুকু ছিল, তার চেয়ে একটু বেশীই পেলাম। আশা করি, চালিয়ে যাবেন। বুঝতে পারি কাজটা অনেক শ্রমসাধ্য, তবুও পাশে আছি আমরা। থাকব সবসময়।

এবারও খুশি হলাম, সংকলনে নিজের গল্প দেখে। তিনটা গল্প দেখে। গুণী লেখকের পাশে নিজের লেখা দেখতে আসলেই ভাল লাগে। :)

একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এই মাসের সংকলনের ৪৯ নং গল্পটা, "এলোমেলো বিন্দুর সরল রেখা" গল্পটির লিঙ্কে ঢুকতে একটু সমস্যা করছে। গল্পটি আমার। একটু ঠিক করে লিঙ্কটা যোগ করে দিলে, সুবিধা হত।

সবশেষে অনেক ধন্যবাদ। আপনাকে, এবং সংকলনের জন্য শ্রম দেয়া সবাইকে।

অভিনন্দন যাদের লেখা এসেছে সংকলনে। তাদের সবাইকে।

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনি ভাল লিখছেন । ৩ টা গল্প তাই এসেছে । ৩ টা কেন
ভাল লিখলে আপনার ৫ টা গল্প পর্যন্ত নেব রিয়াদ ভাই :)
আশা করি আপনি আমাদের সবসময় ভাল লেখা উপহার দিয়ে যাবেন । :)

লিঙ্ক ব্রোকেনের কারণে খুবই দুঃখিত ভাই । শীঘ্রই ঠিক করে দিচ্ছি ।

আপ্নাকেও ধন্যবাদ এবং শুভকামনা ।

ভাল থাকবেন ।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ৫০ নাম্বার গল্পটায় একটা ক্লিক দিন ত !
কি ? ঠিক আছে :)
অনেক অনেক ভাল থাকুন রিয়াদ ভাই :)

৩৯| ০২ রা জুন, ২০১৪ রাত ৩:৪৫

সকাল হাসান বলেছেন: ১৮৭ গল্পকারের মধ্যে আমিও একজন। ভেবেই আনন্দ পাচ্ছি।

আর সংকলনের জন্য ধন্যবাদ।
অনেকগুলো ভাল ভাল গল্পও আছে এর মাঝে। সময় নিয়ে অনেকদিন যাবৎ পড়া যাবে।

:)

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ১৮৭ গল্পকার - এটা গতবছরের লিস্ট ভাই ।

আপনি এ বছর আছেন । :)

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা ।

৪০| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:১০

আমি তুমি আমরা বলেছেন: চমতাকার প্রচেষ্টা। ভাল লাগল :)

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন :)

৪১| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:২২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: করছেন কি ভাইজান , চোখ ছানাবড়া করে দিলেন তো ! B:-) প্রেজেন্টেশন সেইরকম মারমারকাটকাট হয়েছে । B-)) আপনার নিজস্বতার ছাপের কারনে প্রিয়তে রেখে দিলাম ! B-) টিপু ভাই এর আত্মা শান্তি লাভ করুক! :(

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ভাগ্য ভাল নিজস্ব ছাপ রাখছিলাম ;)
নাইলে কি আর প্রিয়তে যাইত !

আপনাকে দেখে খুশি হলাম আদনানা ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৪২| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

জেরিফ বলেছেন: চমৎকার আয়োজন । প্রিয় তে সাথে কিছু +++++++++++ না দিলে নই ।


শুভ কামনা

০৩ রা জুন, ২০১৪ রাত ১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জেরিফ :)
ভাল থাকুন ।

৪৩| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবার আগে আমার স্যালুট ধরেন, মাহমুদ০০৭ :)

তারপর একটি কানফেশন শুনুন: সংকলন এলেই মনে পড়ে যায়, আরও গল্প পড়তে হতো। সংকলন এলেই চোখে পড়ে, অনেক ভালো লেখা চোখ এড়িয়ে যায়। এক্ষেত্রেও তাই। :(

সামু’র গল্পারোদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। অধিকাংশের লেখার সাথেই আমি পরিচিত। তারা সামু’র অন্যতম মামু B-) ;)

গুণী সহব্লগার মামুন রশিদ গল্পসংকলনকে সামু’র ব্লগারদের জন্য অত্যাবশ্যক এবং অভ্যাসে পরিণত করে তুলেছিলেন। আমার মনে হয়, আপনার হাতে সেটি আরও পরিপক্কতা পাবে - কিছু নতুন বিষয় সংযোজিত হতে দেখে এই আশা জাগলো।


উৎসর্গ অংশটি পড়ে মর্মাহত হলাম :(
বিষয়টি এভাবে জানাবার জন্য ধন্যবাদ আপনাকে।


অতিরিক্ত বিষয়টি হিসেবে পেলাম গতবছরের গল্পকারদের বর্ণানুক্রমিক তালিকা। সুন্দর সংযোজন, নিঃসন্দেহে :)



আমাদের জন্য যে শ্রম আপনারা (মাননীয় মন্ত্রী মহোদয় এবং কাল্পনিক ভালোবাসাসহ) দিয়েছেন সেই কৃতীত্ব কেউ মুছে দিতে পারবে না, কারণ ব্লগের আরকাইভে সবই লিপিবদ্ধ হচ্ছে। সবচেয়ে মজার এবং প্রশান্তির বিষয় হলো, এজায়গাটি ‘ইতিহাস বিকৃতি’ থেকে নিরাপদ ;)

অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা :)

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:০৭

মাহমুদ০০৭ বলেছেন: সামু’র নিয়মিত মামু দের সাথে নতুন নতুন মামুও যুক্ত হচ্ছে - তাই সাথেই থাকুন ;)

যতদিন করব ভাল কিছু করার চেসটা চালিয়ে যাব । আপ্নারা সাথে আছেন বলেই এত অনুপ্রেরণা পাই ।

আপনার কথায় শান্তি পেলুম ।
আমরা সবাই ইতিহাস ;)

প্রিয় মাইনুল ভাই নিজেও সুন্দর বিস্তৃত কমেন্ট করে ইতিহাসে র
বেশ খানিকটা জায়গা নিজের করে নিলেন B-)

আপ্নাকেও অনেক অনেক শুভেচ্ছা অ শুভকামনা প্রিয় মাইনুল ভাই :)


৪৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৩

এম মশিউর বলেছেন: ভাই, এতো কষ্টসাধ্য পরিশ্রম ক্যামনে করেন?

স্যালুট!

চমৎকার এক সংকলন।

নামের বর্ণানুক্রমিক দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতো গুণি জনের মধ্যে নিজের নামটি দেখে একটু বেমানান লাগছে।

উৎসর্গ দেখে মনটা খারাপ হয়ে গেল। ব্লগাররা মরে না; তারা আমাদেরই চিন্তা-চেতনায় থেকে যাবে আজীবন।

পোস্ট অবশ্যই প্রিয়তে ।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:১৩

মাহমুদ০০৭ বলেছেন: ক্যামনে করি তা কিন্তু চ্যাটেই বলে দিয়েছি ;)
ভালো থাকবেন প্রিয় মশিউর ভাই :)
শুভকামনা ।

৪৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ১:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: স্বাগতম মাহমুদ ভাই। আপনার কথা রাখতে পারিনি, তবে আমার মাথায় অবশ্যই আছে। কেউ কিছু চেয়েছে আমি দিতে পারিনি, এর চেয়ে কষ্ট আর কি হয়? দিতে না পারার কষ্ট মূলতঃ দিতে পারার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট। এটা প্রকাশিতব্য নয় বোধহয়।

বাড়ি নিয়ে গেলাম। ভালো থাকবেন।

বি, দ্রঃ আপনার মুঠোফোনের নম্বর সংরক্ষন করা হয়নি। গুলিয়ে ফেলেছি। এক দিন আবার ফোন দিয়েন।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:২৮

মাহমুদ০০৭ বলেছেন: এই মাসে আপনার গল্প অবশ্যই চাই :)
আমি আপনাকে কল দিচ্ছি সময় করে :)
ভাল থাকবেন প্রিয় সজিব ভাই :)
শুভকামনা রইল ।

৪৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: এপ্রিল মাসের অধিকাংশ গল্পই পড়া হয়েছে। প্রতিটি গল্পই ভালো ছিল। ভালো এবং খারাপের মধ্য থেকে ভালোটা বেছে নেয়া সহজ। কিন্তু ভালোর মধ্য থেকে বেশি ভাল বের করাটা অনেক কষ্টসাধ্য কাজ। তারপরও আলাদা করে ভালো লাগা পাঁচটি গল্পের কথা বলতে গেলে প্রথমেই মামুন রশিদ ভাই এর একজন সাধারণ ! শিরনামের গল্পের কথা বলব। একজন সাধারণ মানুষের অর্থ বিত্তের মোহকে পাশ কাঁটিয়ে অসাধারণ হবার গল্পটি অসাধারণ লেগেছে।

আদনান শাহ্‌রিয়ার ভাই এর যে জল শুকাবে না শেষ বিকেলের রোদে গল্পটা অনেক চমৎকার। নয় বছরের ছোট্ট ফুটফুটে একটি মেয়ের অন্ধত্বের কষ্ট। ছোট ভাইটার বোনকে আগের মত কাছে না পাবার গল্প। বিষাদমাখা এই গল্পটাতে নিতুনের অন্ধত্বের বিষাদময় অনুভূতি হৃদয় ছুঁয়ে যায়।

ব্লগার ড়ৎশড় এর শহর আমার একলা শহর গল্পটির কথা বিশেষ ভাবে বলতে হয়। মধ্যবিত্ত একজন যুবকের জীবন যুদ্ধের গল্প। অর্থের অভাবে বাবার বিনা চিকিৎসায় মারা যাওয়া, বোনের নিঃস্বার্থ ভালবাসা, বন্ধুর সহমর্মিতা, ভালবাসার অপূর্ণতা এবং গল্পের বর্ণনাভঙ্গি হৃদয়ে দাগ কেটে যায়।

ব্লগার অপর্ণা মম্ময় এর তিনি... গল্পটি খুব ভাল লেগেছে। একজন বৃদ্ধার জীবন ফুটিয়ে তুলেছেন চমৎকার বর্ণনা ভঙ্গিতে।

এবং সব শেষে ব্লগার সমুদ্র কন্যার এখানে কফিন পাওয়া যায় গল্পটির কথা বলব। মৃত্যুর অমোঘ আহবান। একটি শেষ বিদায় ষ্টোরের সাইনবোর্ডে লেখা এখানে কফিন পাওয়া যায় দেখে মৃত্যুভয়ের উৎপত্তি আর মৃত্যুভয়ের বর্ণনা খুব ভাল লেগেছে।


মে মাসের সংকলনের কিছু কিছু গল্প পড়েছি। তার মধ্যে ব্লগার আদনান শাহ্‌িরয়ার এর (ছোট গল্প) হলদেটে সময়ের এক সবুজ প্রজাপতির গল্প ,
ব্লগার হাসান মাহবুব এর কাঁটাখেকো, ব্লগার টুম্পা মনির গল্পঃ নিষিদ্ধ আঁধারে! , ব্লগার মামুন রশিদ এর গল্পঃ কাল বোশেখ !, ব্লগার শুঁটকি মাছ এর গল্পঃমেক আপ! এবং ব্লগার কর্ণাবতীর বড় ছেলে গল্পটি বেশি ভালো লেগেছে।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনার ফিরতি এই মন্তব্য অনেক পছন্দ হল । এমনটাই সবার কাছ হতে চাচ্ছিলাম ।

কারণ সংকলনটা পাঠকের জন্যই করা । সঙ্কলন কতটুকু
পাঠকের অভিমুখী হচ্ছে তা মন্তব্যের মাধ্যমেই আচ করা যাবে।
আর সবাই যার যার অভিমত সৎভাবে প্রকাশ করলে তাতে লেখক - পাঠক সবাই উপকৃত হবেন । সংক্ষেপে আপনার গল্পের
রিভিউ অনেক ভাল লাগল ।যারা গল্পগুলো পড়েনি আপনার
সংক্ষেপ সারাৎসার বর্ণনায় - পড়ার আগ্রহ অবশ্যই চাগিয়ে উঠবে ।
আমার নিজেরও ব্লগার ড়ৎশড় এর শহর আমার একলা শহর
পড়া হয় নি । হত অ না - যদি না আপনি এভাবে বলে
গল্পটার কথা স্মরণ করিয়ে না দিতেন ।
ভাল কমেন্টের এখানেই কার্যকারিতা ।

আশা করি সামনেও এভাবে পাশে পাব আপনাকে ।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।
ভাল থাকবেন ভাই । :)


৪৭| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৬:৩৬

আপেক্ষিক বলেছেন: ধন্যবাদ ভাই আমার একটা গল্প স্থান(প্রতিশোধ) দেওয়ার জন্য। এটাই আমার ১ম গল্প যা এরকম একটা সুন্দর সংকলনে স্থান পেয়েছে। আপনি অনেক পরিশ্রম করেছেন ভাই। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। উৎসর্গ পড়ে দুঃখ লাগল।সবশেষে গল্পকারের তালিকাও ভাল লেগেছে। ভাল থাকবেন।আমার ব্লগ ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। :) :)

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:২১

মাহমুদ০০৭ বলেছেন: সঙ্কলন করছি যখন - এম্নিতেও যাওয়া লাগবে :)

আপ্নাকেও অনেক ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৪৮| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার!!!!

মামুন রশিদ ভাই সংকলনের দায়িত্ব যোগ্য ব্লগারের হাতেই তুলে দিয়েছিলেন। যা এই পোষ্ট থেকে সম্পূর্ণ প্রমাণিত!!!


অনেক ব্লগারের মাঝে নিজের নাম না দেখতে পেয়ে মনে কষ্ট পেলাম। কোন একদিন সঙ্কলনে ঠাই পাওয়ার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি!!! :)




গল্প সংকলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ!!!

০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: আপ নি অবশ্যই একদিন সঙ্কলনে ঠাই পাবেন - এটা আমারও আশা :)

আপনাকে দেখে ভাল লাগছে :)
ভাল থাকুন প্রিয় শোভন ভাই ।
শুভকামনা রইল ।

৪৯| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:০২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
এতো মহাযজ্ঞ করে ফেলেছেন ৷ আপনার উপস্থাপনা অনেক নান্দনিক ৷ মাঝে মাঝে ভিন্ন কিছু সংযোজন উচ্চমাত্রা দিল পোস্টকে ৷ পরিশ্রম স্বার্থক মনে করি ৷ আর অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা কেন দিলাম বুইঝা লইয়েন ৷ ভাল থাইকেন বড়দা ৷

আর গতবারের সব গল্পই ভাল কোনটা ছাইড়া কোনটা কমু বুঝতাছি না ৷



অটঃ সঙ্কোলনের দায়িত্ব হাতে লইয়া তো আমপাঠককে বঞ্চিত করলেন ৷ হাহাহা

০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ - আপনি আপনার চেয়ে বয়সে ছোটই হব ।
বড়দা বোধ হয় তাই হতে পারছি না :)
গল্পের ব্যাপারে আপ্নারা একটু বিশ্লেষণী মন্তব্যে আসলে আমরা সবাই উপকৃত হতাম । সংকলন আপনাদের কাজে আসলেই
সার্থকতা ।

আপনাকে দেখে ভাল লাগছে ।
আম হতে গেলে একটু খাস ছাড়তেই হয় - হাহাহা :) উপায় কি !

ভাল থাকবেন জাহাঙ্গীর ভাই :)
শুভকামনা রইল ।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: প্রথম লাইনে - ''আপনি'' এর জায়গায় ''আমি '' হবে ।:)

৫০| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:০৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ব্লগে তেমন সময় দিতে পারিনা । আপনার পোস্টের গল্প গুলো একবার করে চোখ বুলানোর ইচ্ছে আছে।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২২

মাহমুদ০০৭ বলেছেন: ঠিক আছে ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা ।

৫১| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:২৭

শুঁটকি মাছ বলেছেন: মামুন ভাই সংকলন ছাড়ার পর একটু চিন্তায় পড়েছিলাম! কিন্তু আপনার পোস্টটা পেয়ে সেই দুঃখ অনেক খানি চলে গিয়েছে। দারুন পরিশ্রমসাধ্য পোস্ট দিয়েছেন!!!!!!

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: শুঁটকি মাছর ভাল থাকা হোক ।
:)
শুভকামনা ।

৫২| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট উপস্থাপনার চমৎকারিত্বে চমৎকৃত হলাম, সেই সাথে পোস্ট প্রিয়তে।

পরে বিস্তারিত মন্তব্য করার আশা রাখি।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:২৫

মাহমুদ০০৭ বলেছেন: বিস্তারিত মন্তব্য করনই লাগব :)
আমি অয়েট করতাছি কইলাম :)
ভাল থাইক ভাই ।
শুভকামনা ।

৫৩| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ইসতিয়াক অয়ন বলেছেন: ঘটে গেছে চরম সর্বনাশ !!!

আপনার কাজ দেখে আমি মুগ্ধ ! সত্যিই দারূন !

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই :)
ভাল থাকবেন :)

৫৪| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা কাজ করেছেন ভাই।
ছেলেটির জন্য বুকের ভিতর দুমড়ে, মুচড়ে , হো হো করে ওঠলো।
২২ বছরেই এভাবেই চলে যাওয়া। কান্না আটকাতে পারছিনা।

৫৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: এই টিপু ছেলেটাকে আমি দুদিন আগেও চিনতাম না। কখনো যাইওনি ওর ব্লগে। আজ সকালে ফেসবুকে দেখি, সবাই শোক করছে এই বলে যে, দুরারোগ্য ক্যান্সারে একজন ব্লগার মারা গেছেন (ইন্নানিন্নাহিওইন্নালাহি রাজিওন); যার বয়স মাত্র বাইশ বছর!! আমার ছোট ভাইটার বয়সও ঠিক বাইশ বছর। এই একই বয়স দেখেই বুকটা যেন মোচড় দিয়ে উঠল। আশ্চর্যের বিষয়, তার এই ভয়ানক আসুখের কথা নাকি কেওই জানতো না। উল্টো নিজের সমস্যাটা চেপে রেখে সে সবার জন্য ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন ; এই পোস্টটা দিয়েছিল। এই ছেলেটা আমার কেও হয়না, কিন্তু যে সাহস আর শিক্ষাটা ও আমাদের শিখিয়ে গেছে, তাতে ওর নোবেল জয়ী হবার দরকার নেই, আজন্ম আমাদের হাজার হৃদয়ে বেঁচে থাকবে। - ব্লগার মাহমুদা সোনিয়া

আমি নিজেও জানতাম না। আপনার এই পোস্টে এসেই জানলাম। আজ সারাটা দিন খারাপ যাবে।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: :(

৫৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: It's better to rule in Hell than to serve in Heaven

ইমেইল : [email protected] -- উনার ব্লগ প্রোফাইলে লিখা।
হায়রে জীবন.কী এক রহস্যময়। আপনি শান্তিতে থাকুন ভাই। সবাইকেতো যেতেই হবে। কেউ আগে কেউ পরে।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: আমরা ত কত দিক দিয়েই বড় । মনের বড় হতে পারে
কয়জন ?

২২ বছরের টিপু তাই হয়েছিলেন । ওর সাহস , ওর বিবাচনা , ওর
সংযম আমি কক্ষনোই ভুলবো না ।

আল্লাহ টিপুকে বেহেস্ত নসীব করুক । আমিন ।

আপনাকে অনেক দিন পর আমার ব্লগে পেলাম ।
:)
ভাল থাকবেন প্রিয় খেয়াঘাট ভাই :)
শুভকামনা রইল ।

৫৭| ০৩ রা জুন, ২০১৪ রাত ১১:২৪

খাটাস বলেছেন: প্রিয় বিজ্ঞ মামুন ভাই তার ও কিছু সম্মানিত ব্লগারের চেষ্টায় সৃষ্ট সামৈতিহাসিক নৌকার নেতৃত্ব এত দিন যোগ্যতার সাথে দিয়ে এসেছেন। নেতৃত্ব হস্তান্তরে ও যোগ্যতার কমতি নেই।
জহুরি জহর চেনে।
ঝড় ব্যাটিং মাহমুদ ভাই ;)
শুভ কামনা থাকল। আর মামুন ভাই এর জন্য শ্রদ্ধা ও ভালবাসা।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: যাতে পরে আফ্রিদির মতন আউট ;) না হইয়া যাই - হেই দোয়া
রাইখো ।

ভাল থাইক ভাই ।
ব্লগেও ভাই বেরাদার গো দেখা সাক্ষাত দিও :)

অনেক অনেক শুভকামনা রইল ।

৫৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং অনবদ্য একটি কাজ হয়েছে। আমি বিশ্বাস করি, মামুন ভাই সংকলনের কাজটি যেভাবে দক্ষতা ও সাফল্যের সাথে এগিয়ে নিয়েছেন, আপনিও সেই ধারা বজায় রাখবেন আপনার নিজস্বতা এবং সৃজনশীলতা দ্বারা। ইতিমধ্যে সেই প্রমান সবাই দেখেছে। নতুন যে বিষয়গুলো সংযুক্ত করেছেন তা সত্যি দূর্দান্ত হয়েছে। সবচেয়ে যোগ্য হিসেবেই মামুন ভাইয়ের পর আপনি কাজটি করাতে আমি খুবই আনন্দিত।

এই মাসে খুব একটা হেল্প না করতে পারলেও আগামী মাস থেকে আপনাকে আরো হেল্প করার আশা করি। আশা করি আগামী মাসে আপনার সংকলনে নিজে একটা গল্প লিখব। :)

ভালো থাকবেন, প্রিয় মাহমুদ ভাই। অনেক শুভেচ্ছা রইল।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কা - ভা ভাই :)
এই মাসে আপনার গলপ চাই ই চাই :)
সেই সাথে সহযোগিতা ত লাগবেই :)

যতদিন করব ভাল করার চেসটা চালিয়ে যাব ইনশাল্লাহ ।
আপনাকে দেখে ভাল লাগছে ।
ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল ।

৫৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: কান্ডারি অথর্ব ভাইয়ের একটা পোস্ট থেকে প্রথম জানতে পারি নোবেলবিজয়ী_টিপু এর সম্পর্কে। উনার মানসিক শক্তি ও ব্যক্তিত্বকে স্যালুট। কতটা বড় মনের অধিকারী হলে এ ধরনের দৃষ্টান্ত রাখা যায়। উনার ব্লাড ক্যান্সার নিয়ে করা পোস্টের কিছু লেখা পড়লে চোখ ভিজে আসে।

এত বড় পোস্ট কেন করলাম? কেউত পরবে না? এই পোস্ট অন্য কারো জন্য নয়, নিজের জন্য। আমার খুব কাছের একজন এই মরণব্যাধিতে আক্রান্ত, আমি জানি খুব বেশি দিন নেই তার, তারপরেও তাকে এই মিথ্যাটুকুই সারাদিন বলি 'কিচ্ছু হবে না'

আমি নিজেও একটা পোস্ট করছি দু একদিনের ভিতর, যে পোস্টটিও নোবেলবিজয়ী_টিপু কে উৎসর্গ করা। আপনি সারা জীবন থাকবেন আমাদের দোয়া আর ভালবাসায়। মহান আল্লাহ্‌ আপনাকে বেহেস্ত নসীব করুণ।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৫

মাহমুদ০০৭ বলেছেন: :( উনার মানসিক শক্তি ও ব্যক্তিত্বকে স্যালুট। কতটা বড় মনের অধিকারী হলে এ ধরনের দৃষ্টান্ত রাখা যায়।

মরে ত সবাই - টিপুর মত মরতে পারে কয়জন ? টিপু এই জায়গাটায় অনেক কে টেক্কা দিয়ে ফেলেছে ।
ওপারে সে ভাল থাকুক ।


আপনার পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।
আপনি কি ফেবুতে আছেন ?
ভাল থাকুন প্রিয় প্রবাসী ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি ।

৬০| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:২৪

আমার আমিত্ব বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

সময় করে পড়ে নেব সব গল্প।


আপনাদের এই সুন্দর কাজ গুলে দেখে মুগ্ধ হই।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আমার আমিত্ব ।
ভাল থাকবেন ।

৬১| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: অনবদ্য কাজ , মাহমুদ ভাই। সুন্দর প্রচ্ছদ, অসাধারণ এডিটিং, দুর্দান্ত সূচনা!

প্রিয়তে নিয়ে না রাখলে অন্যায় হবে!
তবে আপনিও গল্প লিখুন সময় বের করে। :)
সর্বদা শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৯

মাহমুদ০০৭ বলেছেন: তোমারে দেইখা ভাল লাগতেছে :)
হ ভাই - লেখতাছি :)

ভাল থাইকো ভাই ।
শুভকামনা ।

৬২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: প্রবাসী পাঠক@


ভাই, ৪৬ নাম্বার মন্তব্যে ব্লগে প্রকাশিত গল্প নিয়ে আপনার ছোট্ট আলোচনায় মন ভরে গেলো । ঐ আলোচনায় আমার গল্প থাকায় মনোভাব প্রকাশে লজ্জা পাচ্ছিলাম । পরে ভাবলাম, ব্যাপারটা নিয়ে কিছু বলা দরকার..

প্রতি মাসে যে দশটি গল্পকে আপনার চোখে সেরা মনে হবে, আপনি সেই গল্পগুলো নিয়ে ছোট্ট আলোচনা-বিশ্লেষণ করে একটা পোস্ট দিতে পারেন । এতে ব্লগের প্রতিটা পাঠক-গল্পকার উপকৃত হবে । গল্পের মন্তব্য অংশে অনেক সময়ই প্রকৃত নিরপেক্ষ আলোচনা করা সম্ভব হয়ে উঠেনা । আপনার এই পোস্ট সকল গল্পকারের জন্য শিক্ষনীয় হয়ে উঠবে ।

প্লিজ প্লিজ, আপনি চলতি মাস থেকেই কাজটা শুরু করে দেন ।

৬৩| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই পোস্ট আমার অনেক কাজে লাগবে!

থ্যাংকস ব্রো

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :)
ভাল থাকবেন ।

৬৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪০

প্রবাসী পাঠক বলেছেন: মামুন রশিদ ভাই @

মামুন ভাই প্রতি মাসের গল্প সংকলনের সেরা দশটি গল্প নিয়ে রিভিউ লেখার জন্য আমাকে যোগ্য মনে করায় কৃতজ্ঞ। কমেন্ট এর মাধ্যমে ভাল লাগা গল্প নিয়ে লেখা অনেক সহজ। কিন্তু সম্পূর্ণ একটি রিভিউ পোস্ট লেখা অনেক কঠিন একটা কাজ। মন্তব্যে শুধুমাত্র আমার ভালো লাগা গল্প সম্পর্কে লিখতে পারব। কিন্তু এই নিয়ে পোস্ট করতে হলে গল্পের বিষয়বস্তু , মানের দিকটাও খেয়াল রাখতে হবে। রিভিউ লেখার কাজটা গ্রহণযোগ্য কোন ব্লগার করলেই আমার মনে হয় পোস্টটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। আমি নিজে মনে হয় এই কাজের জন্য এখনও যোগ্য নই। আমার ব্যক্তিগত মতামত এই পোস্টটা মামুন ভাই আপনি, হাসান মাহবুব ভাই, কাল্পনিক_ভালবাসা ভাই, আরজু পনি আপু, প্রফেসর শঙ্কু, কান্ডারি অথর্ব অথবা উনাদের মত গ্রহণযোগ্য কেউ করলে মনে হয় অনেক ভাল হবে।

৬৫| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৪

মশিকুর বলেছেন:
উপস্থাপন সংকলনে বিশেষ মাত্রা দিয়েছে। অনেক গল্পই পড়া হয়নি :( তাই সংকলনগুলো খুবই উপকারী। গল্প সিলেকশনের ধরন খুবই ভালো লাগলো, সাহসী পদক্ষেপ।

ভালো থাকুন মাহমুদ ভাই।

০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:১৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই ।
মনে মনে আপনাকে খুজছিলাম :)
কেমন আছেন ?

সামনের মাসে আপনার কাছ হতে সঙ্কলন বিষয়ে গঠনমূলক
মন্তব্য চাই - গল্পের ব্যাপারে ।

ভাল থাকবেন প্রিয় মশিকুর ভাই ।
শুভকামনা থাকল ।

৬৬| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪০

চিরতার রস বলেছেন: বাপরে !!! হেলদি পোস্ট :)

০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:২০

মাহমুদ০০৭ বলেছেন: চিরতার রস খাইয়া খাইয়া পোস্ট হেলদি হইয়া গেছে । :)
আপনারে দেইখা ভাল লাগতেছে ।

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা ।

৬৭| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মাহমুদ ভাই আসলে সময় ও ধৈর্য্যের বড়ই অভাব ৷ নিজেকে যোগ্যও মনে করি না ৷

নিবিড় পাঠ না হলে মন্তব্যে আসা উচিৎ না ৷ আবার সকল ব্লগারও একই মনের অধিকারী নন কারণ আপনি গঠনমূলক কিছু লিখলেন কিন্তু প্রতিক্রিয়া শুধু ধন্যবাদে সীমাবদ্ধ থাকলো তাহলে সেই বগল দাবানো কপি পেস্ট মন্তব্যে দিয়ে ভুলে যাওয়া হল ৷ লেখা নিয়ে আলোচনা দুদিক থেকেই হওয়া উচিৎ ৷ আর তাতে লেখকেরই উপকার মনে হয় ৷

অনেকে ছাপার কাগজের মত লেখা লিখেন চূড়ান্ত মনে করে কিছু টাইপো থাকলেও অনেকসময়ই সেটাও এডিট করেন না ফলে আলোচনার সেখানেই মুন্ডুপাত ৷ যারা অনেকদিন ধরে লেখেন তারা এ ব্যাপারে এগিয়ে আসতে পারেন ৷ প্রাথমিক দায়িত্বটা আপাতত আপনিই শুরু করেন প্রিয় কারো একটি লেখা নিয়ে ৷ সবাই উন্মুক্ত আলোচনায় আসুক ৷ আমি মূলত পাঠক ৷


কেমনে বুঝলেন বয়স কত ;) বয়স কি সবকিছু অভিজ্ঞচোখের জন্যই বড়দা হইতে দোষ আছে 8-|

মঙ্গলার্থে........

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১০

মাহমুদ০০৭ বলেছেন: লেখা নিয়ে আলোচনা দুদিক থেকেই হওয়া উচিৎ ৷ আমি এটাই চাচ্ছি । এবং শুধু নাম দেখে আলোচনা নয় - আলোচনা হবে টেক্সট দেখে ।




১ বছর ধরে সঙ্কলন হচ্ছে । এখন সময় এসেছে সংকলন কতটুকু
পাঠক অভিমুখী হচ্ছে / কতটা কাজে লাগছে তা যাচাই করার । একজন পাঠক
সংকলনের সব গল্প পড়বে না । এটা স্বাভাবিক ।
তিনি যতগুলো গল্প পড়বেন তার মধ্যে ভালা লাগা
তিন টি কি ৫ টি গল্প এর নাম বলা কঠিন কিছু নয় ।
বিশ্লেষণ না ই বা হল !
বিভিন্ন কারণে আমরা আমাদের মনের কথা প্রকাশ করছি না ।
সঙ্কলনকে প্রাণবন্ত ও কার্যকরী করতে - গুণী ব্লগারদের সবার আগে এগিয়ে আসা প্রয়োজন ।
সামুর গুণী ব্লগার দের মধ্যে আপনিও একজন ।
সঙ্কলন করার সময় বিভিন্ন গল্পে - যেসব গুণী ব্লগারদের কমেন্ট আমি বিবেচনা করি তার মধ্যে আপনি ও আছেন ।
যতদিন সংকলন করব - ততদিন আপ্নাকেও আমি চোখে - মনে রাখছি :)

আমি জানি আপনি প্রচুর পড়েন এবং খুটিয়ে পড়েন । অনেক লেখায় গুণী ব্লগারদের ভেতর কেবল আপনার মন্তব্য দেখেছি ।
আমি - আমরা চাই আপনার কাছ হতে শিখতে ।
আশা করি তা হতে আমাদের বঞ্চিত করবেন না ।

বানান বিষয়ে বলি। বানানে ভুল সবারই হয় । কিন্তু পরে সময় করে তা সংশোধন না করা দুঃখজনক ।
আরো দুঃখজনক অনেকে ব্যাপারটাকে হালকা ভাবেন । যেন এমনটাই হওয়া উচিত ।
বানান ভুলের জন্য কারো কারো হাল্কা - পাতলা অহঙ্কার অ আছে । গর্ব আছে । তুচ্ছ তাচ্ছিল্য আছে ।

অথচ সবাই যার যার হাতিয়ারের যত্ন নেয় । কসাই ছুরির যত্ন নেয় । সৈনিক অস্ত্রের । গায়ক গলার ।
খেলোয়াড় তার সরঞ্জমাদির । সে কেমন লেখক - যে তার হাতিয়ারের যত্ন নিতে চায় না !


বড়দা বলে - টলে লজ্জায় ফেলে দিচ্ছেন ভাই । বলার মত এখনো নিজের ভেতর কিছু তৈরি হয় নাই ।


ভাল থাকুন প্রিয় জাহাঙ্গীর ভাই ।
ব্লগে আপনাকে দেখে সবসময়েই ভাল লাগে আমার।

৬৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩০

মশিকুর বলেছেন:
ভালো আছি :) গত সাতদিন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম :( এই পোস্টটার কথা মাথাতেই ছিল। মনে মনে আমিও পোস্টটা পড়ার জন্য আগ্রহী ছিলাম, তাই প্রথমে ঢুকেই ঘেচাং...

গল্পগুলো পড়ে এই পোস্টেই গল্প সংক্রান্ত মন্তব্য করবো। তানা হলে অপরাধ হবে। কারন আপনি ভালোই কষ্ট করেছেন... রাত জেগে জেগে পোস্ট পড়ে সংকলন করেছেন...

শুভকামনা।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্য / পরামর্শ
অপেক্ষায় আছি ভাই :)
ভাল থাকবেন মশিকুর ভাই ।
শুভকামনা রইল ।

৬৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১৫

কয়েস সামী বলেছেন: দেরীতে পড়া হল বলে দুঃখিত। অসাধারন কাজ হয়েছে ভাই। ছাড়িয়ে গেছেন আর সবাইকে, বলতে দ্বিধা করব না। হ্যাটস অফ টু ইউ।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনার মন্তব্যে সত্যি ই অনুপ্রাণিত হলাম ।
চেষ্টা থাকবে আরো ভাল করার ।
ভাল থাকবেন কায়েস ভাই ।
শুভকামনা রইল ।

৭০| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যস্ততার কারণে মিস হয়ে যাচ্ছে অনেক ভাল লেখা, যেমন এই সংকলনটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাহমুদ, এমন একটা গুরুদায়িত্ব কাঁধে তুলে নেবার জন্যে।

শুভেচ্ছা জানাচ্ছি।

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রফেসর । ভাল থাকবেন ।
শুভেচ্ছা রইল । :)

৭১| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:০১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দেখুন তো এটা নাকি

View this link

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:০৪

মাহমুদ০০৭ বলেছেন: হা জাহাঙ্গীর ভাই , এটাই :)
অনেক অনেক ধন্যবাদ । কৃতজ্ঞ রইলাম আপনার কাছে ।
ভাল থাকবেন ।

৭২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৭

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট।

শুভেচ্ছা রইলো।

১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ অ শুভেচ্ছা প্রিয় লেখক ।
ভাল থাকবেন ।

৭৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুণ হয়েছে এককথায়। আপনার এই পোষ্টে আগেই ঢুঁ মেরেছি। টেকি যন্ত্রণাতে কিছুতেই কমেন্ট করতে পারলাম না। মামুন ভাইয়ের হাত থেকে যোগ্য হাতেই ব্যাটন গিয়েছে । এই রকম একটা সংকলন যে কত কষ্ট , ধৈর্য ও সময় দাবী করে তা যুক্ত না থেকেও বুঝতে পারি। আমাদের মত নবীশ দের জন্য এই সংকলনে নিজের নামটা দেখা এক অকল্পনীয় আনন্দ ও অনুপ্রেরণা। এবারে একটা নিজের লেখা যোগের জন্য আলাদা ধন্যবাদ রইলো।

সবশেষের উৎসর্গটা পড়ে মনটা খারাপ হয়েছে খুব। প্রয়াত বন্ধুর রুহের মাগফেরাত কামনা করছি।

১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪১

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ অ কৃতজ্ঞতা ।
ভাল থাকবেন ।

৭৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: আমি জানি এই কাজ অনেক কষ্টের তারপরও......!!

জুন মাসের টা কবে পাব ভাই?

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: দিছি কেলাম সাবির ভাই :)
একটি দেরি হওয়ায় দুঃখিত , অনেক ভালা থাকবেন ভাই

৭৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:১৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারন !!!!!

সংকলন পোস্টের অজস্র উপকারীতার একটা হলো এক পোস্টেই এতো এতো ব্লগারের নাম উঠে আসা । এট লিস্ট ব্লগারদের নামগুলো মনে থাকবে । হাহাহা =p~

আগামীতে আরো একটি সংকলন দেখার অপেক্ষায় ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: আরেকটি চলে এসেছে :)

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

৭৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

যাযাবর বেদুঈন বলেছেন: আপনাকে অশেষ অভিনন্দন অনেক শ্রমসাধ্য এমন একটি সংকলনের জন্য।

তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আপনাদের সংকলনের নিয়ম অনুযায়ী; ১৬ জনের মতামত, ট্যাগে গল্প লিখে দেয়া, মন্তব্য দেয়া এবং প্রতিউত্তর দেয়ার ভিত্তিতে এই সংকলনেও একটি অনন্য ও অসাধারন গল্প বাদ রয়ে গেছে। আমি এখানে লিংক দিচ্ছি। ভেবে দেখবেন।

বউ কে নিয়ে সমস্যায় পড়েছি কি করি বলুন তো - আমার আমিত্ব

এই গল্পটি এখন পর্যন্ত ১২৮১ বার পঠিত হয়েছে, ১৫ টি লাইক পেয়েছে, ৭ জন প্রিয়তে নিয়েছে এবং ৭২ টা মন্তব্য পেয়েছে এবং ট্যাগে স্পষ্ট লেখা আছে ছোট গল্প। এরপরেও গল্পটি কিভাবে আপনার সংকলন এড়িয়ে গেল ঠিক বুঝতে পারলাম না !!!

যাই হোক অনেক ভাল থাকুন আপনি।
আপনার জন্য অনেক ভালবাসা থাকল।

৭৭| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩

মশিকুর বলেছেন:

গল্পগুলা পড়া হইলো না :( কারনটা আপনি জানেন... দেখা যাক নতুন সংকলন দিলে চেষ্টা করবো :)


:(

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: আমি আর সঙ্কলনে নাই ভাই :)
এই কাজে নতুন মুখ চাই :)
মেলা পিছনে চলে আস লেন দেখি B-) দেইখা টাস্কি ভাই ।
এইবার গল্প পড়েন ।

৭৮| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

মশিকুর বলেছেন:

এহহে! কি শুনাইলেন :( আমি আরও চিন্তা করতে ছিলাম আপনি এখনও সংকলন দিতাছেন না কেন?? আপনে সংকলনে আসার পর অনেক খুশী হইছিলাম; অথচ আপনার সংকলনে আমার কোন পোস্ট নাই :( ট্রাজেডি..ট্রাজেডি..

:)

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:০০

মাহমুদ০০৭ বলেছেন: হ্যা , প্রিয় কিছু মুখের গল্প ছাড়াই সংকলনের কাজ শেষ করতে হলো।
আর আপনি ত কই হারায় গেছিলেন মাঝখানে :)
চাই সঙ্কলন কেউ করুক , সঙ্কলন হলে সবার মাঝেই রিদম থাকে।
শুভেচ্ছা মশিকুর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.