নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মিক্স প্যাকেজ - অণুগল্প ,চোঙ্গাগল্প,কবিতা, হযরত আলী(রাঃ) এর বাণী,আউলা মনের বাউলা কথন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

উৎসর্গ -(আগের মিক্স প্যাকেজটা ব্লগার মশিকুর রহমান মামুন ভাইয়ের কল্যাণে উপভোগ করেছিলাম।অনেকদিন ধরেই ব্লগে মামুন ভাই অনিয়মিত। দেখি উৎসর্গ জাদু মেরে উনাকে ফিরিয়ে আনা যায় কিনা। :)মামুন ভাই - আপনাকে,অনেক ভালবাসা সহ।)

অণুগল্প

১) মজা

মজা ছাড়া মানুষ বাঁচে না । সাধন হয় না । মজা পেতে এক বালক পুকুরে ঢিল ছুড়ে । ব্যাঙ বলে - মারেন ক্যান , আমরা মইরা যাইতেছি, ছাইরা দেন ছাইড়া দেন ।
বালক বলে - আমরা মজা করি । গল্পের মোরাল হচ্ছে - কারো পৌষ মাস , কারো সর্বনাশ !! পাঠক বলে - তথাস্তু । এই শিখলাম।এই শিক্ষা পাঠকদের পীড়িত করে ।
পীড়ন দূর করার উদ্যোগ নিতে তারা ব্যাঙের পা ইউরোপে রপ্তানি করে । ৬০ টি ব্যঙ্গের পা ১ কেজি । কেজিতে কেজিতে ব্যাঙ যায় । ওখান হতে আসে মনসান্টো , সিনজেন্টা , বি এ এস এফ এর মত সম্মানী কোম্পানিরা । হাতে কীটনাশক নিয়ে । তাদের কীটনাশকে ফসল ভাল হয় । ধনেধান্যে ভরা বাম্পার দেশ হয় । ভাত খেকো পানজুমিয়া খাসিয়ারা লাউয়াছড়া বনে ব্যাঙ খোঁজে ।

- খুজেন ক্যান ?

ওরা অবাক হয়ে তাকায় । আমরা চাষা - ব্যঙ্গের লগে আমাগো দোস্তি । ব্যাঙ যে ডাকেনা - বৃষ্টি হইব ?

হবে হবে , এত জাননের কাম নাই । বৃষ্টি আইলে এমনি ই দেখবেন । - আমরা নগরের মানুষরা আশ্বাস দেই ।
বৃষ্টি আসে । সরকারী কাগজ ও আসে । বনমানুষেরা তারপর ব্যাঙ হবার অপেক্ষায় থাকে ।
অনেক দিন পর আমুদে মানুষেরা ইকোপার্কে বেড়াতে যায় । মজা মারতে ।

২) সেরা
খ্যাতিমান লেখকের জন্মদিন।৮০ বছর পূর্তি।
ফুলেল শুভেচ্ছায় আচ্ছাদিত হতে হতে লেখকের মনটা
নীল হয়ে গেল।কয়েক বছর ধরেই এমনটা হচ্ছে। কেউ,
কেউ কিছু বুঝতে চাইল না।

আপনার কাছে আপনার সেরা লেখা কোনটি?- এক সাক্ষাতকার
প্রার্থী জানতে চাইল। সেরা? হ্যা- লেখক কিছুক্ষণ আনমনে বিড়বিড় করে বলে উঠল -আমার সেরা লেখারা ....... ঐ উত্তর দিকে।
বলা মাত্রই উত্তর পাশের বুক সেলফে কিছু ভক্ত হামলে পড়ল।
হুড়াহুড়ি করে বই নিল।
একটু পর প্রত্যেকের নত হওয়া চেহারায় মৌনতা।
তাদের হাতে ধরা বইগুলোর পৃষ্ঠারা সাদা।
৩) অ্যাবস্ট্রাক্ট রিয়েলিজম

জীবন জানালার কার্নিশে বসে থাকা চুড়ুই পাখিটা বাস্তব কিংবা অবাস্তব। কেননা চোখের সামনের সামিয়ানাটা ঝিরিঝিরি।ফলতঃ বিভ্রান্ত চক্ষু। দেহ মূর্ত, হৃদয় বিমূর্ত। কাজেই মুখনিঃসৃত ভাষা দ্বন্দ্বমুখর।
''পৃথিবীর ইতিহাসে কিন্তু অ্যাবস্ট্রাক্ট রিয়েলিজম বলতে কোনও কিছু নেই। শব্দটা আমিই উদ্ভাবন করেছি। ''-জনৈক শিল্পীর
অর্বাচীন উচ্চারণে তাই বিস্মিত নই। মানুশ মাত্রই বিমূর্ত বাস্তবতা জানেনা শিল্পীর বোধি।

চৌধুরী জহুরুল হকের চোঙ্গাগল্প

* মুখে কথা নেই *

ঘরে পর্দা দিতে হবে, দরজা-জানালা সব খালি, বললেন স্ত্রী।
স্বামী চিন্তিত। মুখে কথা নেই।
স্ত্রী বললেন: কী, কথা বলছো না যে?
স্বামী বললেন: ঠিক আছে পর্দাই তাহলে কিনি। এ মাসে আর-
: কী? স্ত্রী জিজ্ঞাসু।
স্বামী বললেন: তোমার শাড়িটা আর কেনা হল না।
স্ত্রী চিন্তিত। মুখে কথা নেই।


* ধারাবাহিক স্বপ্ন *

ভাবি বললেন, তিনি প্রতিদিন স্বপ্ন দেখেন। নতুন নতুন স্বপ্ন নয়- একটি স্বপ্ন। যার স্পষ্ট একটা শুরু আছে, ক্রমধারা আছে। অর্থাৎ স্বপ্ন দেখছেন তিনি ধারাবাহিক উপন্যাসের মতো, ক্রমশ। ভাবি আরো জানালেন, যেভাবে তিনি স্বপ্ন দেখছেন এবং যে সব দেখেছেন, তাকে সাজিয়ে-গুছিয়ে নিলে ‘কড়ি দিয়ে কিনলাম’ এর মতো বড়োসড়ো একটি উপন্যাস হয়ে যেতো।

অবাক বিস্ময়ে প্রশ্ন করলাম: আজও স্বপ্ন দেখেছেন?

: হ্যাঁ, গতকালও দেখেছি। আদৌ সংগতিহীন নয়। আগে যা দেখেছি, ঠিক তারপর থেকে- একটু থেমে বললেন উন- আমি যদি লেখক হতাম-

বললাম: আচ্ছা, আপনি প্রথম থেকে সব বলতে পারবেন?
: পারবো।
একটা আকাঙ্খা জেগে উঠলো।
বললাম: একটা কাজ করতে পারবেন ভাবি?
: কী?
: ভয় পাবেন না। তেমন কিছু নয়। এতোদিন যে সব স্বপ্ন দেখেছেন সেগুলো আমাকে একটার পর পর একটা বলবেন। আর প্রতিদিন সকালে বলবেন পূর্বরাত্রির স্বপ্নের কথা। আমি লিখে যাবো। যতোদিন আপনার স্বপ্ন দেখা শেষ না হয় আমি এখানে থাকবো। আমার মনে হয়, একটা অসাধারণ শিল্প সৃষ্টি হতে পারে- আপনি কি বলেন ভাবি? কী, চুপ করে রইলেন যে? আমি বেশিদিন থাকলে আপনাদের অসুবিধে হবে, তাই না?

: না, না, কীসের অসুবিধে? তুমি থাকলে বরং আনন্দে দিন কাটবে আমাদের।
সেই রাতটা ভয়ানক উত্তেজনায় কাটলো।
সকালে ভাবির মুখোমুখি হতেই জিজ্ঞেস করলাম: স্বপ্ন
দেখেছেন?
: হ্যাঁ।
: কী দেখলেন?
: আজ একটা ভিন্ন রকম।
: কী রকম?
: দেখলাম, একটা কালো বোর্ডে সাদা অক্ষরে লেখা, ‘অনিবার্য কারণবশত অনির্দিষ্ট কালের জন্য স্বপ্ন প্রদর্শন বন্ধ রইল’।


* হাত না দেখে *

এক অফিসে দুই মহিলা পাশাপাশি বসে কাজ করেন। একজন বাককৃপণ- প্রয়োজনীয় কথা ছাড়া মুখই খোলেন না, অন্যজন বাক বিলাসী- কাজ করতে করতে অকারণে এতো বেশি বক বক করেন যে, ভদ্রমহিলা কথা বন্ধ করলেই সবাই চোখ তুলে তাকান। নিত্যকার মতো সেদিনও ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল এবং বাইরে থেকে আসা এক হস্তরেখাবিদ সেটা লক্ষ করছিলেন। এক সময় তিনি তাঁর বন্ধুকে বললেন: ভদ্রমহিলা দেখছি বিরামহীন ভাবে কথা বলতে পারেন।
: বিরামহীন ভাবে কাজও করতে পারেন। শুধু মুখ চলে না, সঙ্গে সঙ্গে কাজও চলে।
: আর্শ্চয।
: আর আর্শ্চয, প্রয়োজনে বিদ্যুৎ গতিতে হাতও চালাতে পারেন।
: সেটা কী রকম?
: জুডো-কারাত এবং বক্সিং-এও ভদ্রমহিলা পারদর্শী।
: এক অঙ্গে এত রূপ!
: আগামী মাসে ওর বিয়ে হবে। বর খুব বড়োলোকের ছেলে। তুমি ওর হাতটা দেখে বলবে, ওদের সংসার জীবন কেমন চলবে?
: হাত না দেখেই বলতে পারি, এক তরফা ভাবে।
: তার মানে?
: ওর স্বামীর কপালে দুঃখ আছে।

কবিতা

৭ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের কবিতা
আমার স্বপ্ন বড় হয়ে যাব অনেক দূরে
যেখানেতে নেই নিয়ম -কানুন
যেখানেতে নেই বাঁধা
যেখানেতে সবুজ শ্যামল
যেখানেতে সাদা,
যেখানেতে রঙেরা
করে শুধু খেলা ।
আমি যাব -
আমি বড় হলে যাব
অনেক অনেক দূর।।

এ কবিতাটি ৭ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের।। আমি তাকে একটি ডায়েরী দিয়েছি কবিতা লিখার জন্য। সে বেশ কয়েকটি কবিতা লিখে আমাকে দেখাল। এ কবিতা টি পড়ে মনটা উদাস হয়ে গেল। দুঃখ – যন্ত্রনায় ঘুরপাক খাওয়া মানুষ সব ছেড়ে – ছুঁড়ে অনেক দূরে চলে যেতে চায়। অনেক দূর নামক কল্পিত স্থানে গেলে তার মুক্তি, কিছুই আর তাকে স্পর্শ করবে না। বাস্তবে ”অনেক দূরে ‘যাওয়া সম্ভব হয় না। সংসার নামক মায়াজালে তাকে আটকে থাকতে হয় ।




১) অতৃপ্তি
কুত্তাও আউলিয়া
যা পায় তা খায়
মানুষের তৃষ্ণা সীমাহীন
যদিও সাগর তার পায় ।।

২) খোঁজ
শহরটা গোল চক্কর
যেদিকে যাই সেদিকে ঠোক্কর
কুত্তা - কাউয়া ডাস্টবিন দেহি মেলা
তাগো মাঝে খুইজ্জা বেড়াই
জগত বন্ধুর খেলা ।।

৩) নিঃস্ব
লিখখা খুজতে যায়া বর্ণমালা
বড়ই ফাপড়ে পড়ি
যারেই ধরি হের সাগরে
আমি হাতড়াইয়া মরি ।

চিন্তার ভিটামাটি কাইড়া হেরা
নাঙ্গা কইরা ছাইড়া দেয়
জগতের তামাম মহান লেখক
আমার আমি চুইষসা নেয় ।

কবিতা - শান্তি

সুখ শান্তির জন্য পৃথিবীর সব শুভ – অশুভ কর্মকাণ্ড ভাগাড়ে জড়ো হয়।
শুভ বল তুমি
অশুভ বলি আমি।
প্রতিটি সাধু – প্রেতাত্মা সুখ – শান্তির জন্য বিশ্বসংসার ফালাফালা
করে ফেলে।
তন্ন তন্ন করে টোকাই প্রতিটা ডাস্টবিনে শান্তি খুঁজে বেড়ায়।
অপঘাতে মরে মেঘনাদ।
ছলে – নাট্যে বেজন্মা বীরের খাতায় নাম লিখে লক্ষন।
রামের বেদিতে সুখ কিনে নেয় দশ মাথা রাবন।
ওম শান্তি !
পরকীয়ায় অনুক্ত শব্দের নাম , অত্যুজ্জ্বল দ্রোহের নাম শান্তি।
আমরা আমাদের সাথে পরকীয়া করি।
রাষ্ট্র আমাদের সাথে পরকীয়া করে।
মত্ত উল্লাসে রাষ্ট্র যার তার সাথে পরকীয়া করে বেড়ায়।
কেউ দেখে না , শোনে না , কেউ বোঝে না।
বিপ্লব স্পন্দিত বুকে প্রত্যেকে জাতিসংঘ মহাসচিব বনে যায়।
নিন্দা – প্রস্তাব করে করে আজীবন পার করে দেবে।

অদ্ভুত

এত কিছু হয়
তবু বিস্ময়
রাজার হস্ত
করে সমস্ত
ডাকাতির মত

চুরি ,

সব সস্তায়
লাশ বস্তায়
তবু ;
আলেয়ার পিছে -

ঘুরি ।

'' নাহজ আলা বালাগা'' নামক গ্রন্থ থেকে নেয়া হজরত আলী(রাঃ)এর বাণী -

১)সব চাইতে অসহায় সেই ব্যক্তি যার কিছু ভাতৃপ্রতিম বন্ধু নেই,কিন্তু আরো অসহায় সেই ব্যক্তি যে বন্ধুত্ব হারায় ।

২)মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে ।

৩) জ্ঞানীদের বক্ষ তার গুপ্ত বিষয়ের সিন্দুক,প্রফুল্লতা বন্ধুত্বের বন্ধন,কার্যকর ধৈর্য সকল দোষ - ত্রুটির কবর ।

৪)ভয়ের ফলাফল হল হতাশা এবং কিংকর্তব্যবিমূঢ়তা হল নৈরাশ্য, সুযোগ মেঘের মত বয়ে যায়,কাজেই উত্তম সুযোগের সদ্ব্যবহার কর।

৫) হে আমার পুত্র ! আমার কাছ হতে ৪ টি জিনিস জেনে নাও - ক) বুদ্ধিমত্তা - সর্বোত্তম সম্পদ,খ)মূর্খতা - সবচাইতে বড় দস্যুতা, গ)আত্মগর্ব হল সবচাইতে বড় বর্বরতা এবং ঘ)নৈতিক
চরিত্র সর্বোত্তম অবদান। হে আমার পুত্র ! মূর্খ লোকের সাথে বন্ধুত্ব কর না। কারণ সে তোমার উপকার করতে গিয়ে
অপকার করে ফেলবে। কৃপণের সাথে বন্ধুত্ব কর না কারণ তুমি তার প্রয়োজন অনুভব করবে তখন সে দৌড়ে পালাবে। পাপী লোকের সাথে বন্ধুত্ব কর না কারণ সে তোমাকে স্বল্পমূল্যে বিক্রি করে দেবে । মিথ্যেবাদীর সাথে বন্ধুত্ব কর না কারণ সে তোমাকে দুরের জিনিস কাছের আর কাছের জিনিস দুরের বলবে ।

৬) মূর্খের হৃদয় মুখে আর জ্ঞানীদের জিহ্বা হৃদয়ে।

৭) সম্পদ থাকলে বিদেশ ও স্বদেশ বলে মনে হয় আর দুর্দশাগ্রস্থ হলে স্বদেশ ও বিদেশ বলে মনে হয় ।


৮) জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য ও তত কমবে ।

৯) চরমভাবে অবজ্ঞা অথবা অতিরঞ্জিত করা ছাড়া কোন অজ্ঞ লোক দেখবে না।

১০) হীনতম জ্ঞান জিহবায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাধ্যমে প্রকাশ পায়।

১১ ) যে ব্যক্তি বন্ধুদের তিন সময়ে রক্ষার চেষ্টা করে না সে বন্ধু নয়।এ সময়গুলি হল তার অভাবের সময়,তার অনুপস্থিতিতে ,
তার মৃত্যুকালে।


১২ ) ছোট পরিবার আরামদায়ক জীবন যাপনের অন্যতম উপায় ।

১৩) আত্মশ্লাঘা প্রগতির পথ রোধক ।

১৪ ) যে ব্যক্তি বিভিন্ন লোকের মত গ্রহণ করে সে চোরা গর্তের
ফাঁদ বুঝতে পারে।

১৫ ) যখন কোন কিছুতে ভয় পাবে সোজা তার গভীরে প্রবেশ করবে।কারণ তুমি যতটুকু ভয় পাও তার অনেক বেশি হল
তা থেকে দূরে থাকার প্রবণতা ।

১৬) ঈর্ষা না থাকলে শারীরিক সুস্থতা অর্জিত হয় ।

১৭) জ্ঞানীদের কথা যদি যথার্থ হয়,তবে তা সমাজের
ব্যাধির ঔষধ স্বরূপ,কিন্তু তাতে যদি ভ্রান্তি থাকে তবে সমাজ রোগাক্রান্ত হয়ে পড়ে ।

১৮) তোমার বন্ধু হল ৩ জন,শত্রু হল ৩ জন । বন্ধুরা হল -
তোমার বন্ধু , বন্ধুর বন্ধু এবং শত্রুর শত্রু ।
শত্রুরা হল - তোমার শত্রু , তোমার বন্ধুর শত্রু , এবং তোমার
শত্রুর বন্ধু ।

১৯) যে বেশি কথা বলে সে বেশি ভুল করে।যে বেশি ভুল করে সে নির্লজ্জ হয়ে পড়ে। যে নির্লজ্জ হয় সে আল্লাহকে কম ভয় করে।যে আল্লাহকে কম ভয় করে,তার হৃদয় মারা যায় ।

২০)যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য তার অধিক প্রশংসা পাওয়াই মোহেসাবি এবং যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য তার কম করা হল - হয় প্রকাশ ক্ষমতার অভাব না হয় শত্রুতা ।

২১)ঐটাই সবচেয়ে বড় পাপ,যেটি করে পাপী তা নগণ্য মনে করে ।

২২)ক্ষমা ও ধৈর্য জমজ এবং এ দুটি উচ্চ স্তরের সাহসের ফল ।

২৩)দুধরনের ব্যক্তি কখনো তৃপ্ত হয় না।এদের একজন হল
জ্ঞান অন্বেষণকারী অপরজন হল দুনিয়া অন্বেষণকারী ।

২৪) জ্ঞান সংক্রান্ত বিষয়ে নিরবতায় কোন কল্যাণ
নেই যেমন মঙ্গল নেই অজ্ঞদের কথা বলাতে।

২৫) কিছু লোক আছে যারা পুরুস্কারের আশায় আল্লাহর ইবাদত করে,নিশ্চয়ই সেটা ব্যবসায়িদের ইবাদত। কিছু লোক ভয়ে আল্লহর ইবাদত করে সেটা দাসদের ইবাদত। এরপরও কিছু লোক কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইবাদত করে এটা স্বাধীন মানুষের ইবাদত।

আউলা মনের বাউলা কথন

১)আমি আপনার মত করে লিখতে আসিনি।

২)লেখকের লেখার প্রথম বাক্য তার যতটা বন্ধু
তারচেয়ে বেশি শত্রু।

৩) লেখক কারো সাথেই আপোষ করতে পারেন না ।
এমনকি কখনো কখনো নিজের রুচির সাথেও না ।

৪) প্রকৃতপক্ষে সাহিত্যের কোন সংজ্ঞা বা তত্ত্ব নেই ।
সৃজনশীল লেখক মাত্রই তার মত সংজ্ঞা বানিয়ে নেন ।

৫) কল্পনা হচ্ছে স্রষ্টার পক্ষ হতে মানুষকে দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার ।

৬) মানুষ এমন এক হাস্যকর জন্তু যাকে ডেবিট ও ক্রেডিট
দুদিকেই বসানো যায়। লাভ লোকসানের বাইরেও জীবনকে নিয়ে যেতে পারে কয়জন ?


৭) মানুষের মনের মত লিখিত শব্দও বিভ্রান্তিকর।
তারা নানান কথা বলে।

৮) আসলে জীবনে ভুল - শুদ্ধ বলে কিছু নেই।জীবন জীবনই।
একটি স্টেডিয়াম।তার ভেতর নানারকম খেলা।জয় - পরাজয়।
গ্যালারিতে দর্শক।তারপর শূন্যতা।আর শুন্যেই পূর্ণতা।

৯) মানুষ প্রকৃতির সবচেয়ে হিংস্র প্রাণি ।

১০) লিখলেই লেখক হওয়া যায় না । যার লেখা পড়লে মননশীল পাঠকের মনে হবে তিনি লেখক, তিনিই প্রকৃত লেখক।

১১)ধ্বংস না করলে সৃষ্টির মাহাত্ম্য বোঝা যায় না। সৃষ্টির
মূল্য ধ্বংসে।

১২ ) নিজের ও চারপাশকে উপলব্ধির জন্য সাহিত্যচর্চার প্রয়োজন আছে।

১৩) সাহিত্য এমন এক প্রান্তর যাতে সকল বিষয়ের চাষ করা
যায় ।
১৪) মানুষের স্বার্থসিদ্ধির জন্য জরুরি সবার সমর্থন ও গ্রহণযোগ্যতা,আর গ্রহণযোগ্যতা তৈরি করতে হলে প্রয়োজন তাদের ইচ্ছাকে কোন নৈতিক -দার্শনিক রুপ দেয়ার।
লেখক হল সেই হাতিয়ার যে চেতনে -অবচেতনে সেই তত্ত্বের
প্রচারক হিসেবে কাজ করে,জনতার মনোভূমিতে তত্ত্বের ইমারতের স্থপতি তিনি ।

১৫) সত্যিকার অর্থে দর্শন সবার ভেতরে থাকে।
কারোটা মস্তিস্কের,কারোটা হৃদয়ের উপর প্রতিষ্ঠিত।

১৬) জীবনের পদে পদে কাঁচকলা,ফাঁকে ফাঁকে মাধুরীলতা।

১৭)লেখক মানেই যে বিরাট কিছু তা কিন্তু না । লেখক বিচারক
নন।

১৮) সবসময়েই মনে হয়েছে লিখতে গেলে নিজেকে ফিরে পাব
অন্য একটা স্টেজে নিজেকে দেখতে পাব,
একটা আচ্ছন্নবোধ আমাকে জড়িয়ে রাখবে ,
আমি সুখ পাব আমি দুঃখ পাব আমি শব্দের ভালবাসা পাব।

আমি আমি আমি এই আমি লিখে লিখে মারা যাব ।
যাবার আগে সাধ্যমত লণ্ডভণ্ড করে দিয়ে যাব ।

মন্তব্য ৮৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৫

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ,

মিক্স প্যাকেজে সিক্স মাইরে দিছেন। তা এতো লণ্ডভণ্ড করার ইচ্ছে ক্যান ? আউলা মনেরে সামলান। পইড়ে মজা পাইলুম ... ভাবলুম ...

শুভেচ্ছা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

মাহমুদ০০৭ বলেছেন: জানি বাধতে হয় , আউলা মনরে বাধিবার রসায়ন জানা নাই ভাই ।

দেহি কি অয় ।

ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫১

আবু শাকিল বলেছেন: ভাই কেম্নে পারেন !!! :) :)

প্রতিভা কিছু এদিকে দিয়েন।

লেখা প্রিয়তে নিলাম এবং মন্তব্যে প্রথম প্লাস আমার ।

পড়ায় ভালা পাইলাম।

অনেক অনেক শুভেচ্ছা জানবেন মাহমুদ ভাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: একটা ব্যাগ লইয়া আহেন সব ঢাইল্লা দেই :P :P

প্রথম প্লাসে অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই ।
ভাল থাকবেন শাকিল ভাই ।
শুভকামনা রইল ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১২

প্রবাসী পাঠক বলেছেন: মাহমুদ ভাই মিক্স প্যাকেজের কোনটা ছেড়ে কোনটার কথা বলব। অসাধারণ একটা পোস্ট।

৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের কবিতা টা খুব ভালো হয়েছে।

হজরত আলী(রাঃ)এর বাণীগুলো শিক্ষণীয়।

আর আউলা মনের বাউলা কথন এর প্রতিটাকেই আলাদা করে কোট করতে হয়।


পোস্টে ভালোলাগা রইল। এবং প্রিয়তে নিয়ে রাখলাম পোস্টটা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১০

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই ।
ভাল থাকবেন প্রিয় ভাই ।

অনেক অনেক শুভকামনা রইল ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

মামুন রশিদ বলেছেন: অসাধারণ মিক্স প্যাকেজ । প্রতিটা উপাদান সুস্বাদু ।


কে বলেছে ব্লগে আমি অনিয়মিত! এইতো যখনই সুযোগ পাই উঁকি দিয়ে যাই B-)

অস্থির সময়টাকে কোনরকম ঠেকিয়ে যাচ্ছি । ঠুক ঠুক করে ঠিকে থাকার আশায় । আবার জমবে মেলা..

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: দোয়া করি যাতে খুব দ্রুতই সব ব্যস্ততা
সামলে নিতে পারেন , মামুন ভাই ।

আপনাকে ফুল ফর্মে দেখার অপেক্ষায়।
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা রইল মামুন ভাইয়ের জন্য ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

আহসানের ব্লগ বলেছেন: ;) +

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ।
ভাল থাকবেন।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই ফিরেছেন । পোস্ট স্বার্থক হয়েছে । :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
ভাল থাকবেন ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০

মুহিব জিহাদ বলেছেন: প্যাকেজটা পছন্দ হয়েছে তাই নিয়েনিলাম বিনা মূল্যে :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪

মাহমুদ০০৭ বলেছেন: আমার জন্য দোয়া রাখবেন ভাই ।
ভাল থাকবেন মুহিব ভাই ।
শুভকামনা রইল ।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

ডি মুন বলেছেন: হীনতম জ্ঞান জিহবায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাধ্যমে প্রকাশ পায়। ----- অসাধারণ কথা।


যে ব্যক্তি বিভিন্ন লোকের মত গ্রহণ করে সে চোরা গর্তের
ফাঁদ বুঝতে পারে।
------------- দারুণ।


জ্ঞানীদের কথা যদি যথার্থ হয়,তবে তা সমাজের
ব্যাধির ঔষধ স্বরূপ,কিন্তু তাতে যদি ভ্রান্তি থাকে তবে সমাজ রোগাক্রান্ত হয়ে পড়ে ।
--------------- হুম


ক্ষমা ও ধৈর্য জমজ এবং এ দুটি উচ্চ স্তরের সাহসের ফল । ---------- বাহ


বাউলা কথন ভালো লেগেছেঃ


সাহিত্য এমন এক প্রান্তর যাতে সকল বিষয়ের চাষ করা
যায় । -------------- ঠিক বলেছেন।

জীবনের পদে পদে কাঁচকলা,ফাঁকে ফাঁকে মাধুরীলতা। --------------- :)


লেখক মানেই যে বিরাট কিছু তা কিন্তু না । লেখক বিচারক
নন। ----------------- হুম জ্ঞানের কথা।



পোস্ট প্রিয়তে নিলাম মাহমুদ ভাই। :) :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪১

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ভাই । বিস্তৃত মন্তব্যে ভাল লাগা রইল ।
মিক্স ত প্রিয়তে লইতে হইবেই ;)

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

জাফরুল মবীন বলেছেন: এখান থেকে এতকিছু শেখার আছে যে এটা বার বার পড়তে হবে,তাই প্রিয়তে নিয়ে গেলাম।

এ ধরণের কাজকে শুধু প্রশংসা করে মূল্যায়িত করা যাবে না বরং উপদেশগুলো নিজ জীবনে প্রয়োগের মাধ্যমেই কেবল তাকে সম্মানিত করা যায়।

ভাই মাহমুদকে আল্লাহ এরকম আরও চমৎকার লেখা লেখার তাওফিক দান করুন-আমীন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই ।
দোয়া রাখবেন সবসময় আমার জন্য ।
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ পোস্ট। +++++

প্রিয়তে রাখলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
আপনাকে দেখে ভাল লাগছে ।

ভাল থাকুন ভাই ।
অনেক অনেক শুভকামনা ।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মিক্স প্যাকেজ । পড়ে অনেক ভাল লাগলো ।এইরকম সুন্দর করে লেখাগুলো সাজান ক্যামতে !! মাঝে মাঝে চিন্তিত মনে আশ্চার্যবোধক চিহ্ন খেলা করে !! :| |-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , কলমের কালি ভাই । সাজানো গোছানো ত বাইরের বিষয় , লেখা জীবনচর্চার কোথাও প্রতিফলিত
হলে তবেই সার্থকতা ।

ভাল থাকবেন ভাই :)
অনেক অনেক শুভকামনা রইল ।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার প্যাকেজ -- প্রিয়তে নিয়ে নিলাম ---

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা।
ভাল থাকবেন । :)

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১

খাটাস বলেছেন: না পইড়া মন্তব্য করতাম না। B-))

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

মাহমুদ০০৭ বলেছেন: হহাহা , আইচ্ছা ভাই । :)
ভাল থাইকো

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

ফা হিম বলেছেন: লন্ডভন্ড অবস্থা। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। আর কি বলব খুজে পাইতেছি না। আইডিয়া খানা চমৎকার।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই ।
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা রইল ।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: এর আগে মিক্স প্যাকেজ পড়ার সৌভাগ্য হয় নাই । মনের চিন্তাভাবনাগুলো সব মিক্স হইয়া গেছে ভ্রাতা :)

ভালো থাকবেন সবসময় :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: পড়ার আমন্ত্রণ রইল ভাই ।
ভাল লাগাতেই সার্থকতা ।
ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভাবতেছি আবার অবরোধ ডাকব কিনা !! X( X(


আগের গল্পটার সমাপ্তি না পেলে লাগাতার ............


আগে গল্প পরে এই পোস্ট পড়ব। একেকটা অসমাপ্ত গল্প যেন অতৃপ্ত প্রেতাত্মা অহর্নিশ হানা দেয় ঘুমে জাগরণে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: কুরবানির পড়ে লেখক জীবিত থাকিলে ইনশাল্লাহ আসিতেছে :)

হরতাল কুরবানির পর করলে ফায়দা হয় ;)
ভালা থাইকো ভাই ।
অনেক শুভকামনা । ( এই পোস্ট পড়ার বিনীত অনুরোধ জানাই । বহুত ফায়দা হবে :P )

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

সুমন কর বলেছেন: সময় নিয়ে পুরোটা পড়লাম। যতক্ষণ পড়লাম, মনে হচ্ছিল প্রতিষ্ঠত কোন লেখকের লেখা পড়ছি। যদিও কিছু সংগ্রহ করে শেয়ার করেছেন। অাগে পড়া ছিল না। প্রতিটি চমৎকার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

অাপনার আউলা মনের বাউলা কথন অাগের মতোই চমৎকার এবং বিশ্লেষণধর্মী। অালাদা কোন কোট না। গুটি কয়েকটা ছাড়া সবগুলো ভাল লেগেছে।

প্রিয়তে রেখে দিলাম, পরে অাবার পড়ব বলে।

৯ম লাইক।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

মাহমুদ০০৭ বলেছেন:
প্রিয়তে নেবার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
সুমন ভাই ।

ভাল থাকবেন ।
শুভকামনা একরাশ ।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ ।

প্রতিটা ধাপেই মর্ম কথার চড়াচড়ি ।

খুবই ভাল লেগেছে ভাই।

শুভব্লগিং ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার ভাই :)
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা রইল ।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

আমিনুর রহমান বলেছেন:




পড়তেই আছি মাগার শেষ হতে চায় আবার বিরক্ত আসে নাই। মিক্স পোষ্ট অদ্ভুত ভালো হইছে। বিশেষ করে হযরত আলী (রাঃ) এর বানী আর আউলা মনের বাউলা কথন +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে ভাল লাগলো আমিনুর ভাই ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ।
ভাল থাকবেন ।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৬

এম এ কাশেম বলেছেন: প্রিয়তে নিলাম,
হযরত আলী রাঃ কথা গুলো আোসাধারণ।

শুভ কামনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই ।
অনেক অনেক ভাল থাকবেন ।
শুভকামনা থাকল ।

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০২

কয়েস সামী বলেছেন: ধারাবহিক স্বপ্ন এবং সেরা এ দুটি গল্প বেশ লেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কয়েস ভাই ।
অনেক অনেক ভাল থাকবেন ।

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

বৃতি বলেছেন: মিক্স প্যাকেজ অনেক ভালো লাগলো, বিশেষ করে
৭ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের কবিতা এবং আউলা মনের বাউলা কথন। শুভকামনা থাকল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ।
ভাল থাকবেন ।

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

মুদ্‌দাকির বলেছেন:

মাহমুদ ভাই, লেখা পড়ে মনে হইল, আপনি যে আমার দুই একটা লেখা পছন্দ করেন এজন্য আমার আসলে অনেক খুশি হওয়া উচিৎ!! :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মাহমুদ০০৭ বলেছেন:

লজ্জা পাইলাম :)

আপনাদের ভালবাসাই আমার সবচেয়ে বড় পুরুস্কার ভাই ।
আপনার শুধু এক দুই পোস্ট নয় , যেটূকু পড়েছি তাই পছন্দ
করেছি । আমি জানি ও এটা আমার বিশ্বাস যে ,
আপনি যাই লিখবেন - পাঠক হিসেবে আমি / আমরা কিছু না কিছু পাব । অল্পতেই আপনি আমার প্রিয় ব্লগারের
তালিকায় চলে এসেছেন ।

সত্যিকার অর্থে আপনার মন্তব্যের পেছনের আন্তরিকতা টুকু র কোন যথার্থ উত্তর হয় না ,অন্তত আমার জানা নেই ।
আপনার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া করলাম । আল্লাহ যাতে আপনাকে , আপনার সৎ উদ্দেশ্যকে কামিয়াব করেন ।

ভাল থাকবেন ভাই। অনেক অনেক শুভকামনা রইল ।

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌, একসাথে অনেক। পড়তে পড়তে হাপসে গেলাম। শুভেচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
অনেক ভাল থাকবেন ।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

ইমিনা বলেছেন: মিক্স প্যাকেজ অসম্ভব ভালো লেগেছে ...
তারচেয়েও বেশি ভালো লেগেছে মামুন ভাইকে ব্লগে ফিরিয়ে আনার জন্য উৎসর্গ করায়।
এবং আরো বেশি বেশি ভালো লেগেছে - মামুন ভাইকে ফিরে পেয়ে ।

ভালো থাকবেন। শুভকামনা রইলো ।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ইমিনা ।
ভাল থাকুন ।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

এফ রহমান বলেছেন: একটু বেশী এলোমেলো

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই ভাই । :)
ধন্যবাদ রহমান ভাই ।
অনেক অনেক ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিক্স কমেন্ট!

নীচে। লেখকের সেরা লেখার তত্ত্ব মতো ;) =p~ =p~ =p~

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহহাহা :)
অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই ।
ভাল থাকবেন ।

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//পীড়ন দূর করার উদ্যোগ নিতে তারা ব্যাঙের পা ইউরোপে রপ্তানি করে । ৬০ টি ব্যঙ্গের পা ১ কেজি । কেজিতে কেজিতে ব্যাঙ যায় । ওখান হতে আসে মনসান্টো , সিনজেন্টা , বি এ এস এফ এর মত সম্মানী কোম্পানিরা । হাতে কীটনাশক নিয়ে । //



//যেভাবে তিনি স্বপ্ন দেখছেন এবং যে সব দেখেছেন, তাকে সাজিয়ে-গুছিয়ে নিলে ‘কড়ি দিয়ে কিনলাম’ এর মতো বড়োসড়ো একটি উপন্যাস হয়ে যেতো।//


//: আগামী মাসে ওর বিয়ে হবে। বর খুব বড়োলোকের ছেলে। তুমি ওর হাতটা দেখে বলবে, ওদের সংসার জীবন কেমন চলবে?
: হাত না দেখেই বলতে পারি, এক তরফা ভাবে।
: তার মানে?
: ওর স্বামীর কপালে দুঃখ আছে। //



//শহরটা গোল চক্কর
যেদিকে যাই সেদিকে ঠোক্কর
কুত্তা - কাউয়া ডাস্টবিন দেহি মেলা
তাগো মাঝে খুইজ্জা বেড়াই
জগত বন্ধুর খেলা ।।//



একসাথে: :) ;) =p~ =p~ =p~





বাণীগুলো অসাধারণ।



//সত্যিকার অর্থে দর্শন সবার ভেতরে থাকে।
কারোটা মস্তিস্কের,কারোটা হৃদয়ের উপর প্রতিষ্ঠিত।//

-সুন্দর কথা….
অবশ্য সবগুলোই চিন্তাজাগানিয়া



মিক্সড প্যাকেজ পড়িলে পাঠকের কিঞ্ছিৎ ক্ষতি হয়। ক্ষতির চাইতেও বড় ক্ষতি, মন্তব্য/প্রতিক্রিয়া না করিতে পারা। কারণ: তাহারা কোথায় কী মন্তব্য করিতে হইবে ভাবিয়া আকুল হইয়া যান।








উৎসর্গ দেখিয়া হিংসা করিব না, কারণ ফোন কোম্পাপিগুলো সবসময় অনিয়মিত ক্রেতাকেই বেশি গুরুত্ব দিয়া থাকে।

আহা! কেন আমি অনিয়মিত হইতে পারিলাম না!
পুনঃআহা, কখন হইতে আমি অনিয়মিত হইতে পারিব?

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ মাইনুল ভাই :)
প্রতিবারই আপনার মন্তব্য আমাকে আনন্দিত করে । এবারো
ব্যতিক্রম হবে কেন ?

ইদানিং লক্ষ্য করা যাইতেছে মাইনুল ভাই অল্প সল্প করে অনিয়মিত হয়ে যাইতেছেন ।
আশা করা যাইতেছে অতি শীঘ্রই আহবান ( মোবাইল কোম্পানির B-) শুনিতে পাইবেন ।


বিস্তৃত পাঠ প্রতিক্রিয়ায় ( মিক্স মন্তব্যে :P ) অনেক ভাল লাগা রইল । আপ্নারা আছেন বলেই ব্লগিংয়ে এত ভাল লাগে।

ভাল থাকবেন
প্রিয় মাইনুল ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল।

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ব্লগে লগিন করেই আপনার লেখা পেয়ে গেলাম আর সাথে সাথেই পড়ে নিলাম :)

বরাবরের মতোই অসাধারণ :)

আপনার উপরে রাগ করসি ভাইয়া
কারণ এইখানে বলবোনা /:)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু । :)
অনেকদিন পর আসলেন ।
ব্লগে নিয়মিত হবার অনুরোধ রইল ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল।

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

চুক্কা বাঙ্গী বলেছেন: দারুন লাগলো আপনার মিক্স প‌্যাকেজ। বিশেষ করে হযরত আলী (রাঃ) বাণী।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দর্শনে টইটুম্বর ! কে বলছে মাহমুদ ভাই অনিয়মিত , অনেক দিন পর আপনার নিয়মিত পোষ্ট পেয়ে ভালো লাগলো !

১৬) জীবনের পদে পদে কাঁচকলা,ফাঁকে ফাঁকে মাধুরীলতা।
এইটা এপিক হইছে !

০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:১৯

মাহমুদ০০৭ বলেছেন: হাহা , ঠিকই কে বলছে আমি নিয়মিত না :) আমি আছি চিপায় :P

অনেক অনেক ধন্যবাদ প্রিয় অভি ভাই ।
ভাল থাকবেন ।

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

আমি তুমি আমরা বলেছেন: চমতকার লেখা। কয়েকটা গল্প বেশ ভাল লেগেছে, বিশেষ করে মুখে কথা নেই, ধারাবাহিক স্বপ্ন আর হাত না দেখে।কবিতাগুলোও খারাপ না।

হযরত আলী(রা) বানী সংকলন বেশ ভাল লাগল।

শুভকামনা রইল :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০০

জুন বলেছেন: অণুগল্প ,চোঙ্গাগল্প,কবিতা, হযরত আলী(রাঃ) এর বাণী সব কিছু এক সাথে কইরা সত্যই মাথাটা আউলায়া ফেলছেন :| :|
তবে পড়ে অনেক ভালোলাগলো বৈচিত্রময় লেখনী ।
দেখেন আপনার এই আউলা ঝাউলা লেখা পইড়া মামুন ফিরা আসে নাকি :P

মন্তব্যের উত্তর দিতাছেন্না তাই এই যাত্রা প্লাস চিনহ আর দিলাম্না /:)
=p~

০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: উত্তর দিলাম ।/ :)
এইবার প্লাস দেন আপা।

ভাল থাকবেন আপা।
শুভকামনা রইল ।

৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাবনাময় ৷

আউলা কথন শুইন্যা পাঠক বাউলা হইবেক নিশ্চয়ই ৷দেখা যাক ৷

০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: ভাল থাকবেন প্রিয় জাহাঙ্গীর ভাই ।
শুভকামনা রইল ।

৩৫| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সব গুলোই ভাল লেগেছে। :)

০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রিয়াদ ভাই ।
ভাল থাকবেন ।

৩৬| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

সায়েম মুন বলেছেন: সুন্দর। গল্পগুলো শিক্ষণীয়। খুব ভাল লেগেছে পোস্ট।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই ।
অনেক দিন পর দেখলাম ।
আপনাকে মিস করি ।
ব্যস্ততা কাটিয়ে নিয়মিত হবেন এই কামনা ।

ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা ।

৩৭| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কম্পলিট প্যাকেজ! লাইক হইছে!

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: মাসুম ভাইয়ের লাইক মানেই আমার কাছে স্পেশাল কিছু ।
মাসুম ভাইয়ের ৩ লাইনের গপ মানেই আমার কাছে আরো
স্পেশাল কিছু । :)

আসতেছি ভাই , দ্রুতই । লোভ সামলাইতে পারতেছিনা।

৩৮| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩

এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় সাবির ভাই ।
ভাল থাকবেন ।

৩৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: দারুণ উপভোগ্য। অনেকদিন পর আপনার নতুন লেখা পড়লাম।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

মাহমুদ০০৭ বলেছেন: এবার বেশ গ্যাপ ই গেল । দেখি সামনে কি হয় !
ভাল থাকবেন হাসান ভাই /
শুভকামনা ।

৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হযর‌ত আলী (রাঃ) এর বক্তব্যগুলো খুব ভালো লাগলো। বিশেষ করে ২৫ নংটা । অনেক ধন্যবাদ শেয়ারের জন্যে।

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ :)

ভাল থাকবেন । আর হ্যা , দ্রুত গল্প চাই কিন্তু ।

৪১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট! খুবই ভালো লাগল। আপনার এই স্টাইলটা বেশ ভালোই হচ্ছে! পোষ্টে প্লাস

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগলেই খুশি গুরু :)
ভাল থাকবেন । অনেক অনেক শুভকামনা রইল ।

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪

আরণ্যক রাখাল বলেছেন: অনুগল্প আর সেভেনে পড়া মেয়েটার কবিতা ভাল লাগল| স্বপ্নের গল্পটা সবচেয়ে মজাদার

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০১

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা চার বছর পর কমেন্ট করলাম। আশা করি এই কমেন্ট শেষ কমেন্ট নয়। ভালো থাকবেন।

৪৩| ১০ ই মে, ২০১৫ রাত ১:৩৪

মশিকুর বলেছেন:
১) “আমি আপনার মত করে লিখতে আসিনি।”

প্লিজ মাহমুদ ভাই, আপনে আমার মতন লেখেন আর আপনার পাওয়ার আমারে দেন =p~


২) “লেখকের লেখার প্রথম বাক্য তার যতটা বন্ধু
তারচেয়ে বেশি শত্রু।”


পুরা লেখাই লেখকের শত্রু, তবে প্রথম বাক্য শত্রু দলের প্রধান সেনাপতি।


৩) “লেখক কারো সাথেই আপোষ করতে পারেন না ।
এমনকি কখনো কখনো নিজের রুচির সাথেও না ।”


রুচিতো একান্তই নিজস্ব এবং ইউনিক। বাস্তব জীবনে প্রায়ই নিজের রুচির সাথে আপোষ করা যায় না, তবে লেখায় লেখকের রুচির সাথে আপোশই তো ফুটে ওঠে! তবে এখানে ভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক।


৪) “প্রকৃতপক্ষে সাহিত্যের কোন সংজ্ঞা বা তত্ত্ব নেই ।
সৃজনশীল লেখক মাত্রই তার মত সংজ্ঞা বানিয়ে নেন।”


সংজ্ঞারা আপেক্ষিকতা মেনে চলে অর্থাৎ এরা আপেক্ষিক।


৫) “কল্পনা হচ্ছে স্রষ্টার পক্ষ হতে মানুষকে দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার।”

রাইট। মা্নুষ চিন্তা করতে পা্রে এটাই সর্বশ্রেষ্ঠ উপহা্র।


৬) “মানুষ এমন এক হাস্যকর জন্তু যাকে ডেবিট ও ক্রেডিট
দুদিকেই বসানো যায়। লাভ লোকসানের বাইরেও জীবনকে নিয়ে যেতে পারে কয়জন ?”


জীবন মানেই ব্যবসা। মারো এবং বাঁচো... আবার মারো আবার বাঁচো... বেশী মারো এবং বেশী বাঁচো..


৭) “মানুষের মনের মত লিখিত শব্দও বিভ্রান্তিকর।
তারা নানান কথা বলে।”


মন বেশি বিভ্রিন্তিকর, আর লেখা প্রায় সঙ্গতিপূর্ণতার দিকে। তবে যে লেখাগুলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল সেগুলো বিভ্রান্তিকর, তারা চিন্তার খোড়াক যোগায়।


৯) “মানুষ প্রকৃতির সবচেয়ে হিংস্র প্রাণি ।”

variey করে যেমন হিটলার এক, আর মাদার তেরেসা অন্য। তবে overall মানব জাতি প্রকৃতির জন্য হিংস্র হলেও মা্নুষের জন্য ভালই। এটাও আবার সমাধান করা হয়েছে, “মানুষ সর্বশ্রেষ্ঠ জীব” -এই উক্তির মাধ্যমে :)


১০) “লিখলেই লেখক হওয়া যায় না । যার লেখা পড়লে মননশীল পাঠকের মনে হবে তিনি লেখক, তিনিই প্রকৃত লেখক।”

লিখলেই লেখক হওয়া যায়। কিন্ত যার লেখা পড়লে মননশীল পাঠকের মনে হবে যে, তিনি লেখক; তবে তিনিই প্রকৃত লেখক।


১১) “ধ্বংস না করলে সৃষ্টির মাহাত্ম্য বোঝা যায় না। সৃষ্টির
মূল্য ধ্বংসে।”


যিনি সৃষ্টি করেন তিনি কিন্তু ঠিকই মূল্য বুঝেন। তবে তা অযোগ্য হাতে পরলে সেটাকে ধ্বংসের মাধ্যমে সৃষ্টির মূল্য বুঝতে হয়; তারপরও অনেকে বুঝতে পারে না।


১২ ) “নিজের ও চারপাশকে উপলব্ধির জন্য সাহিত্যচর্চার প্রয়োজন আছে।”

সাবধান! বিবেকের উন্নয়ন কাজ চলিতেছে, অর্থাৎ সাহিত্যচর্চা চলিতেছে।


১৩) “সাহিত্য এমন এক প্রান্তর যাতে সকল বিষয়ের চাষ করা
যায় ।”


এখন কিটনাশক, ফমালিন আর হাইব্রিড ফলন অ্যাটাক না করলেই হয়। সেকেন্ডে চার-পাঁচটা কবিতা লেখার মতন প্রতিভাও মাঝে মাঝে দেখা যায় আবার সেকেন্ডে সেই চার-পাঁচটা কবিতা পড়ে বিশ্লেষণও করতে দেখি।


১৫) “সত্যিকার অর্থে দর্শন সবার ভেতরে থাকে।
কারোটা মস্তিস্কের,কারোটা হৃদয়ের উপর প্রতিষ্ঠিত।”


দর্শন হইলো জুসের মতন, ব্লেনডারে পিসে বের করতে হয়। মস্তিস্ক ব্লেনডারে দেওয়া মাত্র দর্শনের ফুলঝুরি বাইর হইতে থাকে।


১৬) “জীবনের পদে পদে কাঁচকলা,ফাঁকে ফাঁকে মাধুরীলতা।”

জীবনের ফাঁকে ফাঁকে মাধুরীলতা, পদে পদে কাঁচকলা, আর সর্বত্রই যে মধুবালা –এইটা বাদ দিলেন ক্যান?


১৭) “লেখক মানেই যে বিরাট কিছু তা কিন্তু না । লেখক বিচারক
নন।”


রাইট, লেখক বিচারক নন; তবে লেখক মতামত প্রদানকারি, প্রভাব বিস্তারকারি, ভাবনা সৃষ্টিকা্রী। লেখক অবশ্যই বিরাট কিছু, তবে তা প্রকৃত লেখকের ক্ষেত্রে।


১৮) “সবসময়েই মনে হয়েছে লিখতে গেলে নিজেকে ফিরে পাব
অন্য একটা স্টেজে নিজেকে দেখতে পাব,
একটা আচ্ছন্নবোধ আমাকে জড়িয়ে রাখবে ,
আমি সুখ পাব আমি দুঃখ পাব আমি শব্দের ভালবাসা পাব।

আমি আমি আমি এই আমি লিখে লিখে মারা যাব ।
যাবার আগে সাধ্যমত লণ্ডভণ্ড করে দিয়ে যাব ।”



ভাই ফিরলাম! কেন ফিরলাম প্রথমে বুঝি নাই, পরে বুঝলাম আপনার ভালবাসার টানেই বোধহয় ফিরলাম। আসেন, চলেন সবকিছু লণ্ডভণ্ড করি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.