নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সিন্দুক ( বাণী)

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২১

যা যা বারবার পড়ব,যেসব উপলব্ধি,তথ্য,নিজের জীবনে কাজে লাগবে বলে মনে করছি - সিন্দুক হচ্ছে তার সংরক্ষিত স্থান।আমার অনলাইন স্টোরেজ। এছাড়াও বিভিন্ন বিষয়ে আমার পর্যবেক্ষণ এতে অন্তর্ভুক্ত থাকবে।সিন্দুকে রাখা মালামাল হয়তো আপনারও কাজে লাগতে পারে - এই উদ্দেশ্যেই ব্লগে সিন্দুকের উম্মোচন।)



লেখাগুলো তিনভাগে ভাগ করা। ইচ্ছে হলে স্কিপ করে পড়তে পারেন।তবে ইমন ভাইয়ের অংশটা পড়ার জন্য বিনীত অনুরোধ রইল।



আবজাব অংশ



এক সন্ধ্যায় কলেজ ষ্ট্রীট কফিহাউজে একটা টেবিলের সামনে বসে বন্ধুদের জন্য অপেক্ষা করছি। হঠাৎ কবি বিনয় মজুমদার এসে মুখোমুখি বসে বললেন,হ্যা মশাই আমি যা জানি,তা -ই ত আমার জ্ঞান ?সায় দিতেই তিনি তেমনই হঠাৎ উঠে গেলেন।বিকৃত মুখে কাকে বিড়বিড় করে গাল দিচ্ছিলেন,মনে পড়ছে।কিন্তু তখনই আমার চমক জেগেছিল।জ্ঞান জিনিসটার সরল ব্যাখ্যা আর কি হতে পারে।এইজন্যই কবিদের বলা হয় ক্রান্তদর্শী।স্তূপাকার জ্ঞানই আমাদের অভিজ্ঞতা।



- সৈয়দ মুস্তাফা সিরাজের কথাগুলিকে প্রাসঙ্গিকভাবে টেনে আনলাম।

মহাপুরুষদের প্রত্যেক বচনের অন্তরালে আছে তাদের অভিজ্ঞতা প্রসূত উপলদ্ধি, জ্ঞান। নিজেদের জীবনকে হেজিয়ে মজিয়ে কখনো বা বিপন্ন করে তারা যা উপহার দিয়েছেন তা আমাদের জন্য অমূল্য।কারণ সাগর সেঁচা মুক্তোয় সবাই সম্পদশালী হতে পারে।মহাপুরুষদের অমৃত -গরল বচনের প্রতি তাই মানুষের চাহিদা আছে।চাহিদা আছে হেতু সরবরাহ আছে।গুণীর অভাব নাই,বাণীর ও অভাব নাই।



প্রশ্ন আসতে পারে গুণীজনের সব কথাই কি সব যুগে সব পরিস্থিতিতে সব মানুষের জন্য প্রয়োজনীয়?না।গ্রহণ - বর্জনের ব্যাপার আছে।অনেক ক্ষেত্রে শানে নুজুল ঘেঁটে তবেই মূলমর্ম উদ্ধার করা যায়।তিনি বক্তা,আপনি শ্রোতা।তিনি আপনি নন,আপনিও তিনি নন।তাই কোন জায়গা হতে কোথায় কতটুকু কিভাবে নেবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে।আপনার জীবন যতটুকু এলাউ করে আপনি ততটূকুই নেবেন।আপনাকে ভাল ডাকাত হওয়ার চেষ্টা করতে হবে।কেননা একজন ভাল ডাকাত সেরা জিনিস লুট করতে জানে।যদি বা আপনি সফল হতে চান,মহৎ হতে চান,বড় হতে চান। বিভিন্ন জায়গা থেকে নিয়ে, তালি দেওয়ার যে ক্ষমতা এটাই মানুষকে বড় করে - বলে গেছেন মহাত্মা আহমদ ছফা।



কিন্তু আপনার চাহিদা কতটুকু? তা কি আপনি টের পান?সবার আগে নিজের চাহিদা বোঝা জরুরী।এটাই প্রথম পাঠ।তাই প্রথমে আপনাকে আপনার জীবনের দিকে তাকানো শিখতে হবে। সক্রেটিস যাকে বলেছেন নিজেকে জানো।নিজের জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা নিজের কাছে খুবই মূল্যবান।এর চেয়ে মহারত্ন হয় না।যার যার জীবনবই যার যার জীবনপ্রশ্নের সবচাইতে মোক্ষম উত্তর।সত্যিকার উত্তর।সত্যের কাছাকাছি উত্তর।জীবনের উত্তর জীবন দিয়ে পেতে হয়।এর কোন বিকল্প হয় না।



নিজেকে যত ভালভাবে জানতে পারবেন আপনার কাজ তত সহজ হবে।নিজের জীবন অভিজ্ঞতা জারিত জ্ঞান আপনাকে বলে দেবে কি নিতে হবে কোনটা নিতে হবে না।



বড় বড় অনেক কথাই ত বললাম। নিজের জীবনে কতটুকু কী করতে পেরেছি ? খালি কলসী বেশিই বাজে!তবে আবজাব অংশ পড়ার জন্য আমার তরফ হতে একটা কাফজাফ ধন্যবাদ আপনি পেতেই পারেন :)



পরামর্শ



এই অংশে আমি বাণীগুলোকে কিভাবে কাজে লাগাব তার কৌশল প্রকাশ করছিঃ)।পোস্টে আপনারা কিছু বাণী বোল্ড করা অবস্থায় দেখতে পাবেন।যে সকল বাণী আমি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি বা কাজে লাগাব বলে ঠিক করেছি,তা বোল্ড করে রেখেছি।যখন ইচ্ছে করবে তখন চোখ বুলিয়ে অটোসাজেশন নেব।কার্যকরী মনে হলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।লিখে রাখতে পারেন নিজের প্রিয় ডায়েরীতে,ঘরের দেয়ালে, ক্যালেন্ডারে বা আপনার যেভাবে খুশি।যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করুন। উদ্দেশ্য একটাই -আমল করা:)



এবং ইমন জুবায়ের



"একটি সূর্যাস্তের ঠিক কী মানে? যখন নিস্তেজ মৌন রোদ ছড়ায় শহরের গাছগুলির ওপর; যখন কাকের কোলাহল সেই মৌনতাকে খানখান করে ভাঙ্গতে থাকে; যখন দিগন্তের আলো দ্রুত নিভতে থাকে আর ব্যাপক কুয়াশার ভিতর জড়ানো থাকে একটি রাত্রির ইঙ্গিত; যখন একটি শীত শীত দিনের শেষ বেলাকে কেউ ফিসফিস করে বলে: বিদায়। এই অনুভূতি আমাকে কেমন অবশ করে দেয়। কেননা, জীবন আরও গভীরে গড়াল কিংবা হারাল মহাকালের কিছু মুহূর্তসমষ্টি-যে মুহূর্তসমষ্টি আমি লাভ করেছিলাম জন্মমুহূর্ত থেকেই। সেই মুহূর্তসমষ্টি কি আমার? মহাকালের তরফ থেকে আমাকে সচেতনভাবে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটিই আমাকে বিব্রত করে দেয়। কেননা, আমি দেখেছি অভাবী নারী ফুটপাথে তার শিশুটিকে নিয়ে অনাহারে কাটাচ্ছে অর্থহীন মুহূর্তসমষ্টি; তবে আমি কেন আমার মুহূর্তসমষ্টিকে সুখি ও শিল্পায়িত করার জন্য অহরহ চেষ্টা করব? আমি কেন নিজেকে নির্বাচিত ও বিশেষ ভেবে উৎফুল্ল হয়ে উঠব? এই বোধ আমার স্নায়ূতন্ত্রকে বিকল করে দিতে যথেষ্ট।"



আগে ইমন ভাইকে ছবিসমেত দেখতাম। এখন তিনি একটা লিঙ্ক হয়ে গেছেন। জানিনা এটা সাময়িক কিনা।তবে চিরস্থায়ী ব্যবস্থা হলে প্রতিবাদ জানাচ্ছি। ইমন ভাইকে দেখতে চাই -আগের মতই।



কৃতজ্ঞতা - সকল বাণী ফেসবুক ইউনিভার্সিটির বাণী বিষয়ক বিভিন্ন পেজ হতে নেয়া হয়েছে।



উৎসর্গ-



দুইজনকে , দুজনেই আমার প্রিয়।১) গুণী ব্লগার সাইফুল ইসলাম সজীব ভাইকে।তিনি এত কিছু জানেন বলার বাইরে। সম্ভব হলে প্রতিদিন আপনার সাথে আড্ডা দিয়ে আপনার ভেতরের জ্ঞানরস শুষে নিতাম। জানি,উনি বাণীসমূহ আমল করার চেষ্টা করিবেন।:D



আরেকজন ২) মাইনুদ্দিন মইনুল ভাইকে।প্রিয় ভাইকে বলতে চাই নিয়মিত গ্রাহকদের জন্য মোবাইল কোম্পানি মাঝে মাঝে বিশেষ প্যাকেজ দেয়।;)উৎসর্গের পেছনে আরেকটা পরোক্ষ কারণ আছে।সুযোগ পেলে মাইনুল ভাইও বাণী ছাড়তে দ্বিধা করেন না।(উনার পোষ্টে ভূরি ভূরি প্রমাণ আছে ;)) উৎসর্গ সূত্রে আমার পাতে কিছু পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না :DB-)



বাণী



তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে।

অভিযানে বেরিয়ে দলের কেউ

অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল

হয়না, অসুস্থকে ফেরত পাঠানোর

ব্যবস্থা করা হয়। সেই উপায় না

থাকলে তাকে ফেলে রেখেই এগোতে হবে। এক্ষেত্রে দয়ামায়া ইত্যাদি ব্যাপারগুলো খুবই

প্রতিবন্ধকতা তৈরী করে। কোনও

কোনও মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষে

এগিয়ে যাওয়ার সময় এমনই কঠোর

হন। তাদের নিষ্ঠুর বলা হয়। ইতিহাস

ওইসব মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে।

--- সমরেশ মজুমদার



"দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু-পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী।"



--- ডঃ জাকির নায়েক



সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখ,

কেননা মানুষ কখনও পাহাড়ের সাথে হোচট খায়না ।

ছোটপাথরের সাথে খায় ।



...... হযরত আলী রাঃ





"তুমি কোথাও কোনো ভালো কাজ কর,

উপকার কর, তবেই লোকে তোমার বদনাম

করবে। গাছে ফল ধরে বলেই লোকে ঢিল

মারে, শেওড়া গাছে কেউ ঢিল মারে না।"



--- শেরে বাংলা এ.কে ফজলুল হক



মানুষের কিসের এতো অহংকার যার

শুরু একফোটা রক্তে আর শেষ মৃত্তিকায় |



___ হযরত আলী (রাঃ)



হিংসুক ব্যক্তি তিন প্রকার কষ্টে নিপতিত হয় : আত্মদহন , মানুষের ঘৃণা এবং আল্লাহর গজব ।



___ইবনে মুয়াইদ




মানুষে বিশ্বাস হারানো উচিত নয়। মানবতা

হলো মহাসমুদ্র। এর কোনো এক বিন্দু যদি

দূষিতও হয় তাতে সমুদ্র দূষিত হয় না |



___ মহাত্মা গান্ধী





“আমার বয়স যখন পাঁচ বছর-

আমার মা আমাকে বলেছিলো সুখই হলো

জীবনের চাবিকাঠি।



যখন আমি স্কুলে গেলাম আমাকে লিখতে বলা

হলো আমি বড় হয়ে কি হতে চাই।



আমি লিখলাম- আমি বড় হয়ে সুখি হতে চাই।



তারা বলেছিলো আমি প্রশ্নটা ঠিক মতো বুঝিনি,

এবং আমি বলেছিলাম তারাই জীবনের অর্থটা

এখনো বোঝেনি।” |



___ জন লেলন





অজ্ঞ মানুষেরা নিয়ম মেনে চলে

আর জ্ঞানবানরা নিয়ম তৈরী করে |



___ ক্লাইডিয়ান



আমার পুত্র আছে, আমার ধন আছে, মূর্খেরা এভাবে চিন্তা করে

যন্ত্রণা ভোগ করে! যখন আপনি-ই

আপনার নয়, তখন পুত্র কিংবা ধন

কিভাবে আপনার হবে?



___ ত্রিপিটক



মেয়ের মধ্যে ফরাসিরা চোঁখ দেখে,

ইংরেজরা পা দেখে, আমেরিকানরা

বুক দেখে, রাশিয়ানরা হাত দেখে,

ইতালিয়ানরা গায়ের রঙ্গ দেখে,

নাইজেরিয়ানরা দাঁত দেখে,

আর আমরা মাল দেখি |



___ অচিন্ত্যকুমার সেনগুপ্ত



জীবনের মহৎ বিকাশের জন্য সুখ

ও সম্পদ আমাদের সহায় নহে, কেবল

আঘাত ও দুঃখ দ্বারাই মানুষ শক্তি

সঞ্চয় করিয়া জগতের উপর তাহার

প্রভাব বিস্তার করে |



___ জগদীশচন্দ্র বসু



ভন্ডরাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার

হিসাবে ব্যবহার করে |



___ কমরেড মুজাফফর আহমেদ





বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া?

নানাবিধ জ্ঞানার্জন করা? তাও নয় !

যে শিক্ষার দ্ধারা ইচ্ছাশক্তির বেগ ও

স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও

সফলকাম হয়, তাই শিক্ষা |



___ স্বামী বিবেকানন্দ






যোগাযোগ না থাকলে তো আকর্ষন

থাকে না! লাটাইয়ে বাঁধা ঘুড়ি,

ঘুড়ি মাটিতে পড়ে লাটাইও মাটিতে

পরে, টানটা কোথায়? টান থাকলে

ঘুড়ি বুঝে লাটাই আমার আপনজন,

লাটাইও বুঝে ঘুড়িই আমায় টানছে,

ওই আমার স্নেহের ধন |



___তারাশংকর বন্দোপাধ্যায়





সুন্দরী স্ত্রী এবং পিছনের দরজা

যে-কোন মুহুর্তে একজন ধনী লোককে

ভিখারি করে দিতে পারে |



___ টি. এল. পিকক



কুমারী মেয়ে আর বিধবা মেয়ে দু'জনেরই স্বামী নেই, কিন্তূ এর মধ্যে তফাত যে কি একমাত্র বিধবাই বোঝে |



___ শংকর



মেয়েমানুষের মন কচুপাতার উপর

জলবিন্দুর মতোই ক্ষণস্থায়ী অর্থাৎ

সচরাচর এরা একটা জিনিস নিয়ে

বেশি ভাববার আয়াস স্বীকার করতে

চায় না, যেখানে আরাম আছে

সেখানেই এদের পক্ষপাতিত্ব,

বিশেষ নিত্যনতুন এক্সপিরিয়েন্স

লাভ করার ইচ্ছে এদের প্রবল |



___ আবু জাফর







দুনিয়ায় লক্ষ-কোটি মানুষ কিন্তূ ভালবাসার মানুষ একটি, দুটি |



___ মনোজ বসু



শিশুরা কেঁদে তাদের দুঃখের কথা বলতে পারে, বয়স্করা কাঁদতে পারে, কিন্তূ সবসময় তার দুঃখের কথা অন্যের নিকট বলতে পারে না |



___ সিডনি ডোবেল



সেন্টের মতো মেয়েদের আকর্ষনও ততক্ষণই থাকে যতক্ষন তাদের রাখা

হয় আত্নমর্যাদার আঁধারে আবদ্ধ করে,

শিশির মুখ খুলে দিলেই সেন্ট উড়ে

যায়, এটা পুরুষের পৃথিবী, এখানে

সেন্ট আর মেয়েমানুষ এক মুল্য |



___ কৃষন চন্দর



পুরুষের দৃষ্টি আকর্ষন করার জন্যই তো নারীর সাজগোজ, সৌন্দর্যচর্চা |



___ দিব্যেন্দু পালিত



কুসংসর্গে বাস করা অপেক্ষা একা

বসিয়া থাকা শ্রেয় এবং একাকী

বসিয়া থাকা অপেক্ষা সৎসঙ্গে থাকা

ভালো, অসৎ বাক্যালাপ হইতে

মৌনতাব্রত শ্রেয়তর এবং

মৌনব্রতের চাইতে বিদ্যান্বেষীর সহিত বাক্যালাপ শ্রেয় |



___ আল-হাদিস



যখন রাত আসে তখন ঘুম আসে,

যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে,

যখন স্বপ্ন আসে তখন তুমি আসো,

যখন তুমি আসো তখন ঘুমও

আসে না, স্বপ্নও আসে না |



___ নিমাই ভট্টাচার্য



শারীরিক ক্ষুধার তাড়নাই পুরুষকে

নারীর প্রতি আকর্ষন করে, এই আকর্ষন

নারী বিশেষের প্রতি নয়, নারী

সাধারনের প্রতি, ক্ষুধার সময়

মৃগমাংস ও মেষমাংস যেরুপ সমান,

প্রিয় নারী সমন্ধেও তাহ-ই, কোনও

প্রভেদ নাই, কেবল সুস্বাদু খাদ্য

দেখিয়া যেরুপ লোকে লুব্ধ হয়,

সুন্দরী নারী দেখিয়াও সেই রুপে

লালায়িত হয়, এই লালসাকে প্রেম



মেয়েদের সান্নিধ্য সমাজ জীবনের

একটি প্রয়োজনীয় অপ্রীতিকর ব্যাপার,

যতটুকু সম্ভব এদের এড়িয়ে চলো |



___ লিও টলষ্টয়



মুখের চুমু সব সময় হৃদয়

ছুঁতে পারে না |



___ জন বিলিং



নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তি সময়ে

তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায় |



___ ফ্রাংকলিন অ্যাডামস



জীবনের প্রতি মানুষের মায়া অপরিসীম, জীবনকে ভালোবাসে

বলেই এত দুঃখ-কষ্ট সংগ্রামের

মধ্যেও মানুষ বেচেঁ থাকে |



___ জর্জ হারবার্ট





সমাধিই যেন মানুষের প্রকৃত

আশ্রয়স্থল, যেখানে যাবার জন্য জন্মের

পর থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয় |



___ বি. এফ. ওয়েষ্টম্যান



একটি পুরুষ আর একটি নারীকে

যদি একত্রে কোথাও রাখ, অল্প কিছু

জিনিসই তাদের করার থাকে,

তারা পরস্পরকে জড়িয়ে ধরে,

উষ্ণ করে তোলে একে অপরকে,

বাকি থাকে সবই শুন্য আর মৃত |



___ উগো বেত্তি



দোষ, গুন, ভূল, ভ্রান্তি মিলেই মানুষের জীবন, অন্যকে ক্ষমা করার মতো মহৎ মন প্রত্যেকের থাকা চাই |



___ রবার্ট ক্যাম্বারস



হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা

করা যায় না, আগুন নেভাতে যেমন

পানির প্রয়োজন, হিংসাকে জয় করতে

তেমনি প্রেমের প্রয়োজন |



___ ডন জুয়ান



সাফল্যের ৩টি শর্তঃ-

- অন্যের থেকে বেশী জানুন।

- অন্যের থেকে বেশী কাজ করুন।

- অন্যের থেকে কম আশা করুন।



___ উইলিয়াম শেক্সপিয়ার



যখন তোমার কাছে অনেক অনেক

টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে

যে তুমি কে, আর যখন তোমার

কাছে টাকা থাকবে না, তখন সমস্ত

পৃথিবী ভুলে যাবে তুমি কে |



___ বিল গেটস্



মানুষ সবসময় সর্বাবস্থায় আমিকে খোঁজে, আমি কে, আমি কি,

আমি কোথায়?

এই আমিত্ব নিয়েই মানুষের জীবন সাধনা, যেখানে আমি নেই, যেখানে

আমি স্বার্থ নেই, সেখানে মানুষমাত্রই

নির্বিকার, সবকিছু তছনছ হয়ে গেলেও

সেখানে মানুষ আগ্রহ প্রকাশকে অকারন

বলে মনে করে চরম উপেক্ষা দেখায় |



___ ডেল কার্নেগি



চুম্বনও একটা আর্ট, সবাই চুমু

খেতে পারে না, গাঢ় গভীর আশ্লেষ

চুম্বন দ্ধারা অনেক সূখ অনেক তৃপ্তি

আদায় করে নেওয়া যায়,

অথচ কি আশ্চর্য !

অনেক নারী-পুরুষ এই সূখ থেকে সেচ্ছায় নিজেদের বঞ্চিত করে |



___ হেলিনস্কি

·



বন্ধুর সাথে এমন ব্যবহার করো

যাতে বিচারকের শরণাপন্ন হতে না হয়,

আর শত্রুর সাথে এমন ব্যবহার করো

যাতে বিচারকের শরণাপন্ন হলে তুমি

ই জয়ী হও | ____ প্লেটো



আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে, তত শিক্ষার বিস্তার হচ্ছে, পাশ করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই |



___ প্রমথ চৌধুরী



তারাই সুখী যারা নিজেদের ভাঙনের আওয়াজ পায় আর মেরামত করে নিতে পারে।



-সেক্সপীয়ার



সাফল্য কিংবা ব্যর্থতা কোনোটাই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া।



-উইনস্টন চার্চিল





পৃথিবীটা আমার দেশ, সমস্ত মানব জাতি আমার ভাই এবং সবার সাথে ভাল ব্যাবহার করাই আমার ধর্ম।



-টমাস পেইন



যে ব্যক্তি শিশুর হাসি ঘৃণা করে তার থেকে সাবধান থাকবে।



-লাতাতার




আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্ম নিয়ন্ত্রন- এই তিনটিই শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবন যাপন নির্ভর করে এদের উপরে।



-ডেল কার্নেগী



ভালোবাসা এমনই এক প্লাটফর্ম যেখানে সব শ্রেণীর লোকরাই দাড়াতে পারে।



-টমাস মিল্টন



মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।



-হুমায়ুন আহমেদ






তুমি যদি আশা করো যে মানুষ তোমার সম্বন্ধে ভালো কথা বলুক, প্রশংসা করুক, তাহলে কখনো তুমি নিজের প্রশংসা নিজে করো না



-পাসকেল



কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।



-হুমায়ুন আহমেদ






বাচালের কাছে আমি নীরবতা শিখেছি, রাগীর কাছে শিখেছি সহনশীলতা এবং দয়া শিখেছি নির্দয়ের কাছে; কিন্তু আমি আমার এ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ নই।



-খলিল জিবরান





মূর্খের সম্মুখে এমন বিদ্যার কথা বলিও না যাহা সে না বুঝে। কেননা এমনটা বলিলে সে তোমাকে মূর্খ ও মিথ্যাবাদী ভাববে।



-হযরত আলী (রাঃ)





নেতৃত্ব কেউ কাউকে দেয় না, অর্জন করতে হয়।



-আব্রাহাম লিঙ্কন





একজন সফল মানুষ তিনিই যিনি তার দিকে ছুঁড়ে মারা ইট দিয়েই নিজের কারখানার ভিত্তি স্থাপন করতে পারেন।



-ডেভিড ব্রিঙ্কলি






তোমার চরিত্রকে বাগানের মত তৈরী করিওনা, যাতে সবাই সেখানে হাটতে পারে বরং তোমার চরিত্রকে আকাশের মত তৈরী কর, যাতে সবাই সেখানে পৌছানোর স্বপ্ন দেখে!



-হিটলার






বড় বড় কথা বলাটাই পূর্ণ বয়স্ক হওয়া নয়, আপনি তখনই পূর্ণ বয়স্ক হবেন যখন ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন।



-উস্তাদা জাকিয়া উসমানী




কথাবার্তায় ক্রোধের পরিমান আহার্যে লবনের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকারক, আর অপরিমিত হলে ক্ষতিকারক।



-প্লেটো



যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না।



-উইলিয়াম সেক্সপিয়ার



একটা মেয়ের দোষ খুজে বের করতে চাইলে, মেয়েটির বান্ধবীদের কাছে আপনি সেই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন।



-বেঞ্জামিন ফ্রাঙ্কলিন




যে ব্যাক্তি কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন।



-বাবি রুথ




প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমেরিকার সবচেয়ে ধনীদের লিস্টটা দেখি। যদি সেখানে আমার নাম না থাকে, তাহলে আমি কাজের জন্য বেরিয়ে পড়ি।



-রবার্ট অরবান



এই অস্থির পৃথিবীতে কিছুই স্থায়ী না, এমন কি আপনার সমস্যা গুলাও না।



-চার্লি চ্যাপলিন






যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে। তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ ঘণ্টা ব্যায় করব।



-আব্রাহাম লিঙ্কন




নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।



-গৌতম বুদ্ধ



নিজেকে বড় ভাবা অথবা ছোট ভাবা দু'টোই দোষের। সকলের নিজের সম্পর্কে যথাযথ ধারণা থাকা উচিত।



-কার্ভেন্টিস



জ্ঞানের বহু ধারকই প্রকৃত জ্ঞানী নয়, তবে জ্ঞানের বহু ধারক তা এমন ব্যক্তির নিকট পৌঁছিয়ে দেয় যে তার অপেক্ষা অধিক সমঝদার।



-মহানবী হযরত মুহাম্মদ (সঃ)






জ্ঞানবান মানুষের মতো চিন্তা করুন কিন্তু কথা বলুন সাধারণ মানুষের মতো।



-এরিস্টটল






যদি সুযোগ দরজায় না আসে, তবে নিজেই সুযোগ সৃষ্টি করো।



-মিল্টন বার্লে




ভূয়া ডিগ্রীধারীরাই সমাজের মাথা (শিল্পপতি), আর সত্যিকারের মেধাবীরাই কর্মহীন।



-রেইন স্পট



যেখানে বিশ্বাস আছে- সেখানে কৌশল খাটানো উচিত নয়।



-হুইটিয়ার






খাবার এবং পানির চাইতেও মানুষের জন্য জ্ঞান বেশি দরকার, কেননা খাবার এবং পানি তাদের দিনে একবার বা দুইবার প্রয়োজন হয়, কিন্তু জ্ঞান প্রয়োজন তাদের প্রতিটি নিঃশ্বাসেই।



-ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ)




অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।



-সাইরাস





“ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে।“



-রবীন্দ্রনাথ ঠাকুর



সমগ্র পৃথিবীটাই হল সম্পদ | আর পৃথিবীর শ্রেষ্ট সম্পদ হল একজন নেককার স্ত্রী ____আল-হাদীস



প্রকৃত ধনী আত্মার ধনী ____আল হাদীস (মিশকাত শরীফ)



নিজের প্রশংসা নিজে করা শয়তানের কাজ |যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে সেই মহৎ মানুষ _____ফরিদ উদ্দীন আত্তার (রহ.)



যে যাকে ভালবাসবে তার সাথেই তার হাশর হবে ____আল-হাদীস (বুখারী,মুসলিম, মিশকাত-৪২৬)



" মানুষ যা কিচু খরচ করে তার

মধ্যে সময় হলো সবচেয়ে দামি।"



----- থিওফ্রেটাস.




তিন বিশেষ সময়ে তিন ধরনের লোকের প্রয়োজন হয়

যুদ্ধে বীর পুরুষের

সংকটে ধৈর্যশীলের

আর বিপদে ভাই এর



----- ইমাম গাজ্জালি (রাঃ)



ক্ষমতা না থাকলে শত্রুর সম্মুখীন হইয়ো না - হযরত আলি (রাঃ)

যাকে ঘৃণা করবে তাকে ভয় ও করবে। - হযরত ওমর (রাঃ)

দুষ্ট লোকের দুস্টমিই তাকে গ্রাস করবে - হযরত সোলায়মান (রাঃ)

কোন হিংসুটে লোকের পাশে বাস করবার চাইতে কোন হিংস্র বাঘের সাথে থাকা ও ভালো - ইবনে হাজর




কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত।



-হযরত আলী রা:




খেলোয়াড়, অভিনেত্রী এবং নর্তকীর জীবনে মাত্র একটি ঋতুই আছে- সেটা হল বসন্ত ঋতু

- শঙ্কর

মন্তব্য ৭০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: প্রশ্ন আসতে পারে গুণীজনের সব কথাই কি সব যুগে সব পরিস্থিতিতে সব মানুষের জন্য প্রয়োজনীয়?না।গ্রহণ - বর্জনের ব্যাপার আছে।অনেক ক্ষেত্রে শানে নুজুল ঘেঁটে তবেই মূলমর্ম উদ্ধার করা যায়।তিনি বক্তা,আপনি শ্রোতা।তিনি আপনি নন,আপনিও তিনি নন।তাই কোন জায়গা হতে কোথায় কতটুকু কিভাবে নেবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে।আপনার জীবন যতটুকু এলাউ করে আপনি ততটূকুই নেবেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা। গুণীজনের সব কথাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে এমন কোন কথা নেই। যতটুকু আমার নিজের জন্য প্রয়োজনীয় এবং ভালো ঠিক ততটুকুই নেয়া উচিৎ। তাছাড়া আমাদের নেয়ার ক্ষমতাও সবার এক রকম নয়।

আগে ইমন ভাইকে ছবিসমেত দেখতাম। এখন তিনি একটা লিঙ্ক হয়ে গেছেন। জানিনা এটা সাময়িক কিনা।তবে চিরস্থায়ী ব্যবস্থা হলে প্রতিবাদ জানাচ্ছি। ইমন ভাইকে দেখতে চাই -আগের মতই।

এই ব্যাপারটা আমারও কষ্ট লেগেছে। কিন্তু সেভাবে প্রতিবাদ কিংবা দাবী জানাতে পারি নি। ধন্যবাদ মাহমুদ ভাই আপনাকে এই ব্যাপারটা এভাবে উল্লেখ করার জন্য। আমরা ইমন ভাই এর জন্য নির্দিষ্ট জায়গাটা ঠিক আগের মত করেই দেখতে চাই।


অনেকগুলো বানী একসাথে দিয়েছেন। সবগুলো পড়া সম্ভব হয় নি। নিজের প্রয়োজনেই প্রিয়তে নিলাম। পরে আবার কমেন্ট করব সবগুলো বানী পড়ার পর।


পোস্টে দ্বিতীয় ভালো লাগা রইল প্রিয় মাহমুদ ভাই।

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: ইমন ভাইয়ের ব্যাপারটা হেলাফেলার নয়।
এধরণের এমন কিছু করা শোভনীয় নয় ।
আশ করি ব্লগ কর্তৃপক্ষ ভেবে দেখবেন ।

বাণী কাজে লাগলেই সার্থকতা ।
ভাল থাকবেন প্রিয় প্রবাসী ভাই ।
অনেক অনেক শুভকামনা ।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

মামুন রশিদ বলেছেন: অসাধারণ সিন্দুক! চমৎকার সব সংগ্রহ ।



ভালোলাগা++

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন ভাই :)
অনেক অনেক শুভকামনা রইল ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

ডি মুন বলেছেন:
+++++++++++++++++
ভালো লাগল।
শুভেচ্ছা।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় মুন ভাই ।
ভালো থাকা হোক নিরন্তর ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

তুষার কাব্য বলেছেন: অসাধারণ পোস্ট...একবার না বারবার পড়তে হবে..

প্লাস দিয়ে ভালোলাগা জানিয়ে গেলাম...+++ :)

শুভকামনা...

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ তুষার ভাই ।
:)
ভালো থাকা হোক ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

স্বপ্নছোঁয়া বলেছেন: সিন্দুক দেখি সংগ্রহশালা!!সময় স্বল্পতায় পুরোটা পড়তে পারলাম না প্রিয় তালিকায় রাখলাম :)

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

অদৃশ্য বলেছেন:





খুবই সুন্দর... আপনার এইটাইপের লিখাগুলো আমি সবসময় সবটুকুই পড়বার চেষ্টা করি... মোটেও স্কিপ করিনা...

আপনার সিন্দুক সম্পদে পূর্ণ হতে থাকুক...

শুভকামনা...

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগছে জেনে :)
ইনশাল্লাহ আরো দেবার চেষ্টা করব ।
ভাল থাকবেন প্রিয় কবি ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ডি মুন বলেছেন: আগে ইমন ভাইকে ছবিসমেত দেখতাম। এখন তিনি একটা লিঙ্ক হয়ে গেছেন। জানিনা এটা সাময়িক কিনা।তবে চিরস্থায়ী ব্যবস্থা হলে প্রতিবাদ জানাচ্ছি। ইমন ভাইকে দেখতে চাই -আগের মতই।


আগেরমত ছবিসমেত ইমন ভাইয়ের ব্লগলিংক দেখতে চাই।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: চাই এটার একটা ব্যবস্থা হোক।
সুবিবেচনার অপেক্ষায় ।

৮| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

একলা ফড়িং বলেছেন: দারুণ সব সংগ্রহ সিন্দুকের!!!


+++++++++

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: কাজে লাগলেই মঙ্গল।/
ভাল থাকবেন।

৯| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

সুমন কর বলেছেন: বিশাল ব্যাপার ! বিশাল সংগ্রহ।

কিছু পড়লাম, প্রিয়তে নিলাম। সময় করে পড়বো। তখন আবার আসবো।

৯+।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন ভাই ।
প্রিয়তে নেয়ার কৃতজ্ঞতা জানাই ।

ভাল থাকবেন ।

১০| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ,

আপনার সিন্দুক কার্যক্রম আমার বেশ লাগছে। ফেসবুক ইউনিভার্সিটিতে কেবল যে পরনিন্দা আর চর্চার কথাই শেখানো হয়, এমনটি নয়। উদ্দেশ্য ভালো আর জ্ঞানের প্রতি আগ্রহ থাকলে অনেক উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। আপনার এই সিন্দুক তারই জাজ্বল্যমান উদাহরণ।

ভালো থাকা চাই কিন্তু ! শুভ কামনা।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

মাহমুদ০০৭ বলেছেন: উদ্দেশ্যই আসল । সব কিছু উদ্দেশ্যের উপর ভিত্তি করে চলে ।
পোস্টের অসিলায় আপনাদের কিছুটা কাজে আসলেই আমি খুশি ।

সিন্দুক চলবে । এই পোস্টটাও রেগুলার আপডেট হবে।

ভাল থাকবেন প্রিয় ভাই ।

অনেক অনেক শুভকামনা ।


১১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সিন্দুকের রত্নভাণ্ডার সব একদম খাঁটি ।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাই :)
কেমন আছেন্ আপনি ?

ভাল থাকবেন ।

১২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

কলমের কালি শেষ বলেছেন: সিন্ধুকটা চুরি হয়ে গেছে খুঁজতে হলে আমার ঘরে যেতে হবে !!.. B-) B-) :P :P

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহহা , তাহলে ত যেতেই হবে :)
তা সামলে রেখেছেন ত ?

কমেন্টে মজা পাইলাম ।

ভাল থাকবেন ভাই ।

অনেক অনেক শুভকামনা ।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

আবু শাকিল বলেছেন: সুন্দর পোস্ট মাহমুদ ভাই :)
+

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় শাকিল ভাই :)
ভাল থাকবেন ।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! আপনার সিন্দুকে মহামূল্যবান সংগ্রহ! তবে তা কুক্ষিগত না করে আমাদের সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ!

শুভেচ্ছা রইলো!

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

মাহমুদ০০৭ বলেছেন: :) ইফতি ভাইকে অনেক দিন পর দেখলাম ।
ভাল আছেন ভাই ?

হাহা , সিন্দুক বটে তবে তালা ছাড়া ;)

ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

খাটাস বলেছেন: সিন্দুকের দাম অমূল্য।
সিন্দুকের শেয়ারকারি কে প্রাণ ভরা কৃতজ্ঞতা দিতে চাহিয়াও দিলাম না।
সব কাজের কৃতজ্ঞতা বা ধন্যবাদ হয় না।

প্রবাসী ভাই এর সাথে সহমত। ছোট্ট ইঙ্গিত টা যদি সবাই বুঝত। :(


আর ইমন ভাই এর ছবি নেই কেন? তাঁর ছবি সহ ব্লগ লিঙ্ক আবার আগের স্থানে ফিরিয়ে দেয়ার দাবি জানাই।

ব্লগশ্রেষ্ঠ কে তার স্থান বেঁচে থাকতে দিতে পারি নি,
এখন তো অন্তত দেয়া উচিত.।.।.।।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

মাহমুদ০০৭ বলেছেন:
ব্লগশ্রেষ্ঠ কে তার স্থান বেঁচে থাকতে দিতে পারি নি,
এখন তো অন্তত দেয়া উচিত.।.।.।।

- সেটাই । দিতে যদি না পারি তাহলে আমাদের ই লজ্জা ।


ভালো থেকো ভাই ।
শুভেচ্ছা ।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট ভ্রাতা + আসলেই সিন্দুক ।

ভালো থাকবেন :)

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মাহমুদ০০৭ বলেছেন: :)
কাজে লাগলেই ফায়দা ।

ভাল থাকবেন ।

১৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: আগে ইমন ভাইকে ছবিসমেত দেখতাম। এখন তিনি একটা লিঙ্ক হয়ে গেছেন। জানিনা এটা সাময়িক কিনা।তবে চিরস্থায়ী ব্যবস্থা হলে প্রতিবাদ জানাচ্ছি। ইমন ভাইকে দেখতে চাই -আগের মতই। বিষয়টা আমি দেখেছি , খারাপ লেগেছে ।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মাহমুদ০০৭ বলেছেন: আশা করি এর একটা বিহিত হবে /
যদি না হয় তাহলে দুঃখজনক বলা ছাড়া আর কিছু বলার নাই ।

১৮| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন:




আমারও কাজে লাগতে পারে ভেবেই সিন্দুকটিকে নিজের জিম্মায় নিলুম ।

তবে নিমাই ভট্টাচার্যের বাণী তার নিজের নয় । সম্ভবত শাহীর লুদিয়ানভি বা খৈয়ামের শের থেকে অনুবাদ । এইরকম -

যব নিঁন্দ আঁয়ে তো খাব আঁয়ে
যব খাব আঁয়ে তো তুম আঁয়ে
যব তুম আঁয়ে তো
না নিঁন্দ আঁয়ে না খাব আঁয়ে ।


শুভেচ্ছান্তে ।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ জি এস ভাই :)
এই ত চাই !

তথ্যটা পেয়ে খুবই ভাল লাগলো ।
পোষ্টে সময় করে এড করে দিচ্ছি ।

প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন প্রিয় জী এস ভাই ।

অনেক অনেক শুভকামনা রইল ।

১৯| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সিন্দুকের সংগ্রহ ভালো লেগেছে ।

ইমন জুবায়ের ভাই প্রসঙ্গে সকলের সাথে সহমত ।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মাহমুদ০০৭ বলেছেন: ইমন জুবারের ভাই কে আবার আগের মত দেখতে চাই ।
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

২০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

জাফরুল মবীন বলেছেন: আমার “প্রিয়” নামক সিন্দুকে পুরো পোস্টটাই নিয়ে গেলাম। :)

যাওয়ার আগে একরাশ শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাই মাহমুদ০০৭ কে :)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

মাহমুদ০০৭ বলেছেন: হাহহা , :)

শুভেচ্ছা গ্রহণ করা হল ।
অনেক অনেক ভালবাসা রইল মবীন ভাইয়ের প্রতি ।
ভাল থাকবেন ভাই ।

২১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর পোস্ট।

মন্তব্য গুলিও পড়তে হবে...


এক গুচ্ছ ভালো লাগা।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

মাহমুদ০০৭ বলেছেন: মন্তব্য হচ্ছে খাওয়ার পরে দই - বলেছিলেন নোমান ভাই :)

হাহা ।
ভাল থাকবেন সাবির ভাই ।

২২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: অস্থির। পুরাই অস্থির।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

মাহমুদ০০৭ বলেছেন: বাণী পাঠে আশা করি অস্থির স্থির হবে :P
ভাল থাকবেন মৃদুল শ্রাবন ভাই :)
শুভকামনা রইল ।

২৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বাণীর সংগ্রহ ঘুরে গেলাম B-)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

মাহমুদ০০৭ বলেছেন: B-) ;) ঘুরে গেলেই হবে ?

হাহ , ভাল থাকবেন প্রিয় অভি ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

২৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ কিছু পড়লাম, জানলাম সাথে শিখলাম। ছোট বেলা ডায়েরীর নিচের লেখা গুলো পড়তাম। ভাল লাগত। ছোটবেলার সেই ভাললাগা গুলো এখনও আছে সেই আগের মত। একেকটা বাণী পড়বার সময় কেন যেন মনে হচ্ছিল, ছোটবেলার সেই ডায়েরীর একেকটা পাতা উল্টাচ্ছি।

+++++

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! এই জায়গায় ত আপনার সাথে আমার মিলে গেছে।
ডায়েরীর নিচের লেখা গুলো এখনো পড়ি ।
:)

ভাল থাকবেন প্রিয় রিয়াদ ভাই ।
শুভকামনা রইল ।

২৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওরে বাপরে.... ইহা যে বিশাল সিন্দুক!!! সোকেশে তুলে রাখলাম :) +++

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহা হা , আলকাতে পেরেছেন ত ;) ?


প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা ।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোমা :P ভাই



২৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন সব কালেকশন! এই সব কথার মাঝে জীবনের গভীর দর্শন লুকিয়ে আছে!

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ গুরু :)
আপনার থিকাও কিছু বাণী কালেকশন কইরা রাখছি ;) একদিন পোস্ট করে দেব ।


ভাল থাকবেন ভাই ।



২৭| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ পোস্ট।

প্রিয়তে রাখলাম।

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

মাহমুদ০০৭ বলেছেন: আপনার নিক নাম টা ভাই আমার কাছে হেভভি লাগে / :)

প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা রইল ।

ভাল থাকবেন ভাই ।

অনেক অনেক শুভকামনা ।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

পার্থ তালুকদার বলেছেন: প্রিয়তে রাখলাম।
মোবাইল থেকে আগেই পড়েছি এখন স্মৃতি চিহ্ন রেখে গেলাম মাহমুদ ভাই।

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: :) কাজে আসলেই ফায়দা ।

প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা পার্থ তালুকদার ভাই :)
অনেক অনেক ভাল থাকবেন ।

শুভকামনা রইল ।

২৯| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ কালেকশন। সময় করে আবার আসবো।

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই । শুভেচ্ছা ।

৩০| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বাকশূন্য! কোনটা রেখে কোনটার কথা বলবো!



অনেক মূল্যবান ধন। আপনার পুরো সিন্ধুকটা দেখার ইচ্ছে হয়.... B-)


১৬ নম্বর লাইকসহ প্রিয়’তে চালান! |-)

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহা , গোপনীয়তাই রহস্য আর রহস্যই ভক্তির উৎস ;)
সিন্দুক মেলে দিলে জারিজুরি সব ফাস হয়ে যাবে যে ;)

প্রিয়তে নেয়ার কৃতজ্ঞতা :)

ভাল থাকবেন প্রিয় মইনুল ভাই ।

অনেক অনেক শুভকামনা রইল ।

৩১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

জুন বলেছেন: সিন্দুকে দামী জিনিস পত্র রাখা্রই প্রচলন মাহমুদ ০০৭। তেমনি আপনার সিন্দুকে রাখা বানীগুলো সত্যি এক একটি অমুল্য রতন ।
+

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! চমৎকার একটা কথা বললেন আপা।
কাজে আসলেই সার্থকতা ,
অনেক অনেক ভাল থাকবেন ।
শুভকামনা ।

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২

মহামহোপাধ্যায় বলেছেন: মানুষে বিশ্বাস হারানো উচিত নয়। মানবতা হলো মহাসমুদ্র। এর কোনো এক বিন্দু যদি দূষিতও হয় তাতে সমুদ্র দূষিত হয় না

খুব চমৎকার একটা কথা।


আগে ইমন ভাইকে ছবিসমেত দেখতাম। এখন তিনি একটা লিঙ্ক হয়ে গেছেন। জানিনা এটা সাময়িক কিনা।তবে চিরস্থায়ী ব্যবস্থা হলে প্রতিবাদ জানাচ্ছি। ইমন ভাইকে দেখতে চাই -আগের মতই।

সহমত এবং ক্ষুব্ধ।


বাণী অংশটা শেষ করতে পারলাম না। পোস্ট প্রিয়তে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: এই নিয়ে কিছু বলে বোধ হয় লাভ নেই
। তবু নিজের অভিমত প্রকাশ করলাম ভাই ।

উনি যে এ ব্লগে লিখছেন সেটা এ ব্লগের মহা ভাগ্য ।

ভাল থেকো ভাই । অনেক অনেক শুভকামনা ।

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

মহামহোপাধ্যায় বলেছেন: মাহমুদ ভাইয়ের সিন্দুক হাটকে কিছু বাণী নিয়ে জ্ঞানী হতে এসেছিলাম। পুরো মেগাবাইট উসুল ;)

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহহা যাক শান্তি পাইলাম :)
ভালো থাইকো ভাই

৩৪| ০২ রা মে, ২০১৫ ভোর ৪:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক গুলো চমৎকার উদ্ধৃতি আছে। কিন্তু ইয়ে মেয়েদের সম্পর্কে কিছু কথা নিজে মেয়ে বলেই কিনা হজম হয়ে উঠলো না। আপনার মতো বিজ্ঞ ব্লগারের মূল্যবান সিন্দুকে এইসব আবর্জনা কেন?

ইমন জুবায়ের ভাইয়ের প্রসঙ্গে আপনার দাবীর সাথে একমত।
অসংখ্য শুভেচ্ছা রইলো।

০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:৫০

মাহমুদ০০৭ বলেছেন: একজন নারী একজন মানুষ হিসেবে অবশ্যই খারাপ লাগা উচিত।উদ্ধৃতি সমূহ পুরুষ শাসিত সমাজের মানসিক অবস্থার প্রতিফলন ও বটে। দুঃখজনক হলেও সত্যি।ভাবাবার ও পরিবর্তন করার মানসে সামাজিক রিপোর্টার হিসেবে একজন লেখক এসব তুলে আনেন।
। এড়িয়ে গিয়ে নয়,মুখোমুখি হয়ে পরিবর্তন আনতে হবে।ভাবার আছে অনেক কিছু।তাইত দিলাম । যেমন আপনি ভেবেছেন।একজন মানুষ তার বিবেক বুদ্ধি দারা সব কিছু জাস্টিফাই করুক
আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা রইল/।
ভালো থাকবেন ।

৩৫| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫১

তাশমিন নূর বলেছেন: অপূর্ব পোস্ট। তবে শফি হুজুরের তেতুল তত্ত্বও নারী বিষয়ক বানীগুলোর সংগে থাকা উচিত ছিল। ;-)

০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: মোটের উপর নারীর প্রতি দৃষ্টিভঙ্গি প্রায় সবারই একরকম আসলে।শফি হুজুর ডাইরেক্ট বলে দিছেন , আর সুশীলেরা
ইনিয়ে বিনিয়ে পেচিয়ে বলেন ও আচরণ করেন
- এই ত ! প্রথাবিরোধী হুমায়ুন আযাদ ও নিজের বউয়ের ব্যাপারে চুপ মেরে গিয়েছিলেন , হাহাহ। ( নাসরিন জাহান সাক্ষাতকার
নিয়েছিলেন ওখানে দেখবেন )
শুভেচ্ছা রইল/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.