নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ - সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ,অপ্রসঙ্গ

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫



বই - সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ,অপ্রসঙ্গ
লেখক- গোলাম মোস্তাকিম
প্রকাশক-স্টুডেন্ট ওয়েজ
মূল্য-১৫০

সৈয়দ মুজতবা আলী সে জাতের লেখক, যারা নিজের লেখায় নিজেকে আড়াল দিয়ে রাখেন।তিনি নিজের লেখা বা নিজের সম্পর্কে কোথাও কিছু বলেননি, বলতে পছন্দও করতেন না।আড্ডার মোড়কে নিজেকে পরিবেশন করতেন। ফলে আলী সাহেবের মনীষার বিভিন্ন দিক তার ফুর্তিবাজ মুখোশে ঢাকা পড়ে গেছে। এসব আর কখনোই জানা যাবে না।তার সম্পর্কে হাতেগোনা যেটুকু লেখা আছে,তাতে তার বাইরের খবর যেটুকু মেলে,অন্দরের ততটা নয়।

আমাদের সৌভাগ্য,লেখক গোলাম মোস্তাকিমের সৌজন্যে মুজতবা আলির মনীষার চাক কিছুটা হলেও ধরা গেছে।মুস্তাকিমের তুলে আনা সামান্যটুকুই আমাদের জন্য অসামান্য, অনেক।১৯৭১ সালে লেখক আলী সাহেবের সাথে প্রথম পরিচিত হোন। ছিলেন আমৃত্যু পর্যন্ত।এ সময়ের নানা কথা, সৃতি লেখক নিজ জবানিতে তুলে এনেছেন।এ যেন এক প্রসন্ন হৃদয়ের সীমাহীন ক্যানভাস।জীবন রসে ভরা বর্ণময় সমৃদ্ধ জগত।এক অজানা দৈবী ঘোরে আচ্ছন্ন হওয়া ছাড়া গতি থাকে না পাঠকের -সৈয়দ মুজতবা আলী সাহেব এমনই মোহ জাগানিয়া।
বইটির পরতে পরতে থাকা নানা জহরতের কিছু অংশবিশেষ তুলে ধরা হল -

১) তুমি যে দেশের ভাষা শিখবে সেই দেশের লোকের কাছে শিখতে পারলে সবচেয়ে ভাল হয়।কারণ প্রথম তুমি যে উচ্চারণ শেখো সেটাই তোমার অভ্যাস হয়ে যাবে।

২) আচ্ছা আমি কি সাহিত্যের ব্যাপারে রবীন্দ্রনাথ কে সেন্টার করতে পারি ?
- না।তুমি শেক্সপীয়ার কিংবা গ্যাটেকে সেন্টার করতে পারো।
আমি বললাম , কেন?
মুজতবা আলী বললেন, দেখো, তুমি বাঙ্গালী। রবি ঠাকুর তুমি অবশ্যই পড়বে।কিন্তু তুমি যদি রবি ঠাকুরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো তাহলে বিশ্বসাহিত্য বুঝতে তোমার অসুবিধা হতে পারে।

৩) আমি ছাত্রছাত্রীদের বলতাম, তোমার কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে প্রথমে তোমার মাতৃভাষায় লিখবে,তারপর সেটা ইংরেজীতে অনুবাদ করবে।এর দুটো সুফল ফলবে।প্রথমত তুমি দুটো ভাষা শিখবে।দ্বিতীয়তঃউত্তরটা তোমার নিজের হবে।

৪) ঘড় ঝাঁট দেয়ার সময় কোনায় ভাল করে ঝাঁট দেবে।কারণ ময়লা সবসময় কোনায় গিয়ে জমে থাকে।( এটা এখন এপ্লাই করি ;) )

৫) একবার বঙ্কিম রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বললেন, আমি হিন্দু ধর্মের সেবা করতে চাই,আমাকে আশীর্বাদ করুন। উত্তরে পরমহংস বলেন , বঙ্কিম , তোমার নাম ও বঙ্কিম , মন ও বঙ্কিম।তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।

৬) পাঞ্জাবীরা নিজেদের খাটি মুসলমান বলে দাবী করে।কিন্তু আমার জানামতে ওদের মত অসভ্য ও বর্বর জাত দুনিয়ার তে দুটি নেই।অদের মধ্যে যত লম্পট, মদ্যপ আর হোমোসেক্সুয়াল আছে দুনিয়ার আর কোন জাতে আছে কিনা সন্দেহ। সত্যি কথা বলতে কি, সত্যিকার অর্থে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যেই আমি ধর্মভীরু,খোদাভীরু মুসলমান দেখেছি। জানো ত দুনিয়ার সব বড় বড় পোর্টে দুনিয়ার নামকরা প্রস্টিটিউশন আছে।আমি যখন ইউরোপ গিয়েছি,তখন পূর্ব বাংলার কোন খালাসীঃসিলেট,চিটাগাং নোয়াখালীর কোন খালাসীকে আমি প্রস্টিটিউশনে যেতে দেখিনি।

৭ ) গ্রামের লোকেরা abstract কিছু বলে না, মানে তারা কোন abstractive বর্ণনা দিতে পারে না। তারা সাধারণত physically বলে থাকে।যেমনঃশিক্ষিত কিংবা শহুরে লোক বলবে,তিনি আমাকে অপছন্দ করেন। কিন্তু গ্রামের অশিক্ষিত লোক বলবে,সে আমাকে দুই চক্ষে দেখতে পারে না।

৮) আরবী ভাষাভাষী দেশে বিশেষ করে মিশরে এক বন্ধু সম্ভব হলে আর এক বন্ধুর মেয়েকে বিয়ে করে। কারণ তাদের বিশ্বাস বন্ধু হয়ে সেতো তার বন্ধুকে আজেবাজে মেয়ের সাথে বিয়ে দিতে পারে না ।

৯) যদি কোনদিন সাহিত্য চর্চা করতে চাও তাহলে দুটো বই খুব ভাল করে পড়বেঃআরব্যপোন্যাস ও জাতক।জাতকের মত ভাল বই খুব কম আছে।বাংলায় সাহিত্য চর্চা করতে চাইলে তোমাকে জাতক অবশ্যই পড়তে হবে।

১০ ) জানো ত শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দধি খেতেন।একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল কতটুকু দধি দিতে হবে।শ্রী রাধা সামনেই ছিলেন। শ্রীকৃষ্ণ রাধার স্তনের দিকে হাত দিয়ে দেখিয়ে বললেন, 'অতটুকু দিতে হবে'।তা হলেই বোঝো।ঐটুক বয়সের ছেলের যদি ঐ রকম রসবোধ হয় তাহলে বড় হয়ে সেতো প্রেমিক হবেই।

১১)টলস্টয়ের যে কোন উপন্যাস ই তোমাকে কমপক্ষে তিনবার পড়তে হবে।

১২) হিটলারের একটা মজার কথা আছে।তিনি বলতেন, ১০০ টা বই পড়ে নব্বইটা ভুলে যাওয়ার চেয়ে ১০ টা বই পড়ে ৯টা মনে রাখা অনেক ভালো।

১৩)আমাদের রসুলের (দঃ) কাছে এক কবি আসতেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নি। কিন্তু তিনি নবীজীর কাছে আসলেই নবীজী তাকে খুব খাতির করে বসাতেন। অন্যান্য সাহাবীরা বেশ অবাক হয়ে যেতো। সেই কবি চলে যাওয়ার পর সাহাবীরা হযরত মোহাম্মদ (সাঃ) কে জিজ্ঞাসা করতেন, হে নবী, আপনি ঐ বিধর্মীকে এত সম্মান করেন কেন? সেতো আপনার ধর্মে বিশ্বাস স্থাপন করে নি। নবীজী উত্তরে বলতেন, ঐ কবি আল্লায় বিশ্বাস না করলেও আল্লাহ ওকে ঠিকই ভালবাসেন।কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ কবি হতে পারে না।
পাঠক হিসেবে আমি বলব, যে কোন বইপ্রেমীর বইটা সংগ্রহে রাখা উচিত।নিজেকে সমৃদ্ধ করার মত অনেক উপকরণ রয়েছে বইটিতে।

( পূর্বে বইপোকাদের আড্ডাখানা গ্রুপে প্রকাশিত )




মন্তব্য ৭৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

মশিকুর বলেছেন:

নাইস পোস্ট! অনেকগুলা আপনার ফেবুতে পড়েছি মনেহচ্ছে :)


শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

মাহমুদ০০৭ বলেছেন: দুরু ভাই ! এনে আপ্নারে আইতে কইছে ক্যাডায় ? :(( :((
এর ঠিক আগের পোস্ট আপনার পদার্পণের লাগি কা .. দি ... তে... ছে !!!!!! :((
যাক আইয়া যহন পরছেন ;) ধইন্ন্যা :D

ভাল থাইকেন ভাই ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মশিকুর বলেছেন:

গত পোস্টে কমেন্ট করলে আপনিই বিপদে পড়তেন। ইভ টিজিং মামলায় আপনার ওই পোস্ট আপনার বিপক্ষে সাক্ষীর কাজ করবে =p~ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে...

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: কাম সারছে !!
ব্লগে থাকমু না যামু ? :((

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

ফা হিম বলেছেন: টলস্টয়ের উপন্যাস তিনবার পড়া !! এইটা তো অমানবিক ব্যাপার :-*

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: মুজতবা আলিরে মরণোত্তর কেস দেন

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: মুজতবা আলী সম্পর্কে জানার আগ্রহ ছিল। খুঁজে দেখতে হবে বইটা। আপনার কাছে থাক্লে আমাকে ধার দিয়েন। ফেরতের মানিব্যাক গ্যারান্টি। :-0

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: মার্ক টোয়েন সাহেব আমাকে বই ধার দিতে মানে করে দিয়েছেন ;)
মুজতবা সম্পর্কে যত দ্রুত পারেন , জেনে নিন। নাইলে মিসাইবেন ।
ভাল থাইকেন ভাই ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

আরণ্যক রাখাল বলেছেন: আমার খুব প্রিয় লেখক| ওঁর রচনাবলী পড়তে ব্রাকের লাইব্রেরী যেতাম, এখন অবশ্য পিডিএফ পড়ি|
আপনার রিভিউ ভাল হয়েছে| উদ্ধৃতি দিয়েই কাজ সেরেছেন| পারলে সংগ্রহে রাখব, পড়ব

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

মাহমুদ০০৭ বলেছেন: আমারও প্রিয় ।
হাহাহ , পুরো বইটি ই উদ্ধৃতিময় ।কিছু করার নাই ।
আপনি যেহেতু লেখক, নেয়ার জন্য সুপারিশ করব ।
কাজে দেবে । নেয়ার মত অনেক কিছু আছে ।
ভাল থাকবেন ।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে নিয়মিত হতে দেখাটা আনন্দের।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

মাহমুদ০০৭ বলেছেন: সবসময় চেষ্টা করি সক্রিয় থাকার । কখনো হয় , কখনো হয় না ।
ভাল থাকবেন প্রিয় কাভা ভাই ।
শুভকামনা রইল

৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন: বাহ! চমৎকার রিভিউ। খুব সুন্দর আর গুছানো লেখা। শুভ কামনা জানবেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

মাহমুদ০০৭ বলেছেন: :)
আপনার প্রতিও অনেক শুভকামনা রইল ।
ভাল থাকবেন ।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯

পুলহ বলেছেন: "বইটির পরতে পরতে থাকা নানা জহরতের" চকমকি দেখে ভালো লাগলো। পোস্টে +।
বইটা সংগ্রহের চেষ্টা করবো :)

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২

মাহমুদ০০৭ বলেছেন: বাহ, সুন্দর মন্তব্য দিয়েছেন ।
ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম ।
ভাল থাকবেন ।,
শুভকামনা রইল ।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালু পোষ্ট দিছেন। ভাল লাগছে খুব। +++
অনেকদিন আপনারে দেখিনা ?

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহহ , কয়দিন হইল দেখেন না ;) ?
ভাল থাইকেন ভাই

১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা প্রামাণিক ভাই ।
ভাল থাকবেন ।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আলী সাহেব ছিলেন বিরাট পণ্ডিত... শুধু রসিক সাহিত্যিক নন।

নাহ্ এই বইটা আর সংগ্রহ করবো না.... এটা তো আপনার মাধ্যমেই পড়া হলো।
আমি দশটা পড়ে নয়টার কথা মনে রাখতে চাই ;)

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহহ , ১০ টার ভেতর ইন করে নিলে রিভিউর ইজ্জত বেঁচে যায় / :D
মজা পেলাম ।
ভাল থাকবেন প্রিয় মইনুল ভাই ।
শুভকামনা রইল

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: খুব ভালো শেয়ার। পড়া ছিল না। পড়ে ভালো লাগল। প্রতিটি।

জাতকের বই পড়িনি তো !! :( আছে নাকি !

+।

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: জাতক আমার মজাই লাগে ।
মতামতের জন্য ধন্যবাদ সুমন দা ।
শুভদুপুর ।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

ঘুম হ্যাপি বলেছেন: প্রিয় লেখক।ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নার প্রতিও শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

এহসান সাবির বলেছেন: চমৎকার রিভিউ।

দারুন শেয়ার।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই ।
বরবরের মত আপনাকে দেখে ভাল লাগছে ।
নানাজী ভাল আছেন নিশ্চয় ?
আমার সালাম জানাবেন ।
ভাল থাকুন প্রিয় সাবির ভাই ,
শুভকামনা রইল

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

জুন বলেছেন: মাহমুদ আমি অত্যন্ত লজ্জিত এবং দু:খিত যে আমার গোলকোন্ডা দুর্গে আপনার মন্তব্যটি অনাকাংখিত ভাবে মুছে গিয়েছে। ট্যাবে তাড়াহুড়োয় করে মন্তব্যের উত্তর দিন ক্লিক করতে গিয়ে এমন হলো। আশা করি ক্ষমা করবেন।
আর প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীকে নিয়ে যে কোন লেখাই আমার অনেক প্রিয়। তাকে নিয়ে, তার বই নিয়ে লেখা সব সময়ই চিত্তাকর্ষক।
+

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

মাহমুদ০০৭ বলেছেন: :(
কি আর করা , জুন আপা। মাঝে মাঝে এমন ভুল সবার ক্ষেত্রেই ঘটে ।
আজ আপনার গোলকোন্ডা দুর্গ দিয়ে পোষ্ট এ অনেক মুগ্ধ হয়েছি । আমিও একটু আগে সাবির ভাইয়ের মন্তব্য আরেকটু হলে মুছে ফেলছিলাম । :P আইকন গুলা দেখা যাচ্ছিল না ।

ভাল থাকবেন আপা ।
অনেক শুভকামনা রইল ।


১৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

রনন বলেছেন: পয়েন্টগুলো বেশ গুরুত্বপূর্ণ। শুভ কামনা মাহমুদ ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

মাহমুদ০০৭ বলেছেন: কমেন্টের চেয়েও সবচেয়ে বেশী খুশি হয়েছি , আপনি সুমন ভাই জানতে পেরে । অনেক অনেক ভাল লাগছে :)
অনেকদি ন পর আপনার সাথে ব্লগিং :)
ভাল থাকবেন সুমন ভাই ।
শুভকামনা রইল ।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

রনন বলেছেন: এখন আর ব্লগিং করা হয় না আগের মতো। যাই হোক, মাঝে মাঝে পাঠক হবো। প্রতিমন্তব্যের জন্য কৃতজ্ঞতা। শুভ কামনা আপনাকেও।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: ব্যস্ততা কেড়ে নিচ্ছে সবটুকু সৌরভ । তারপরও আশায় থাকব যতটুকু পারবেন
সময় দেবেন । সেই সময় মিস করি ।
ভাল থাকবেন প্রিয় সুমন ভাই ।
শুভকামনা রইল ।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

আধখানা চাঁদ বলেছেন: অনেক কিছু জানলাম। জাতক পড়া নাই। মুজতবা আলীর সব রচনা পড়া নাই। মূর্খই থেকে গেলাম।
বই রিভিউ অনেক ভাল হয়েছে। ভাল থাকবেন ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

মাহমুদ০০৭ বলেছেন: মূর্খ আমরা অনেকেই আছি ।
নিজেও মূর্খ আছি । ভারসম্য বিন্দুতে পৌছতে এখনো অনেক দেরী।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

ৈজয় বলেছেন: গ্রামের লোকজন abstract কিছু বলেনা ...কথা সত্য ।



গুড পোস্ট

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

মাহমুদ০০৭ বলেছেন: আমার পর্যবেক্ষণেও কথাটা সত্য মনে হয়েছে ।
ভাল থাকবেন ভাই ।
আপনাকে বেশ অনেকদিন পর দেখলাম ।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আবু শাকিল বলেছেন: ভাই বইটা ধার দ্যান!! পড়তে ভালই লাগছে।কি সাংগাতিক কথা-বার্তা :)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: মার্ক টোয়েন সাহেব আমাকে বই ধার দিতে মানে করে দিয়ে ছেন ;)

পুরা বইটি ই সাংগাতিক :P
ভাল থাকবেন প্রিয় শাকিল ভাই ।
শুভকামনা রইল ।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

তাশমিন নূর বলেছেন: ব্যাপক মজা পেয়েছি। বইটা কালেক্ট করতে হবে। ধন্যবাদ, মাহমুদ ভাই।


আরব্যোপন্যাসের মধ্যে আরব্য রজনীই কেবল পড়েছি। মনে হচ্ছে কিছুটা সাহিত্য চর্চা করা হল। :-P ;-)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: নিয়ে ফেলুন , আপনার ভাল লাগবে গ্যারান্টেড ।
হাহাহ, তা ত হচ্ছেই , গল্প কবিতা লিখছেন দেখচি ;)

ভাল থাকুন আপনি ।
শুভকামনা রইল । :)

২২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ কবি হতে পারে না। বেশি ভাল লাগলো ।

সুন্দর পোস্ট +

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ কবি হতে পারে না।
এটা আমারো মনে হয় ।
ভাল থাকবেন সুপ্রিয় সেলিম ভাই ।
শুভকামনা রইল ।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো পড়ে।

৬) পাঞ্জাবীরা নিজেদের খাটি মুসলমান বলে দাবী করে।কিন্তু আমার জানামতে ওদের মত অসভ্য ও বর্বর জাত দুনিয়ার তে দুটি নেই। <<<<<< ভুল কিছু বলেন নাই ।

ভালো থেকো।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

মাহমুদ০০৭ বলেছেন: পাঞ্জাবী দের ব্যাপারে আমারো তাই মনে হয় ।
ভাল থাকবেন আপা।
শুভকামনা রইল

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:

দারুণ শেয়ার , মাহমুদ ।
উল্লেখ করা অংশগুলো আসলেই দারুন ।
বঙ্কিম আসলেই বঙ্কিম ছিলেন...সাম্প্রদায়িক ছিলেন পুরোদমে ।
পুরোনোদের কেউ কেউ আবার নিয়মিত হচ্ছে দেখে খুব ভালো লাগছে ।
শুভকামনা রইল ।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

মাহমুদ০০৭ বলেছেন: বঙ্কিম নিয়ে আসলে নানা মত আছে । তবে উপন্যাসের বেসিসে তাকে সাম্প্রদায়িক বলব না ।
আমি মনে হয় নিয়মিতই আছি :P
ভাল থাকবেন আপা ।
অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগল /।
শুভকামনা নিরন্তর ।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

আলম দীপ্র বলেছেন: হিটলারের একটা মজার কথা আছে।তিনি বলতেন, ১০০ টা বই পড়ে নব্বইটা ভুলে যাওয়ার চেয়ে ১০ টা বই পড়ে ৯টা মনে রাখা অনেক ভালো।
আমি ৯ টা পড়ে ১০ টা ভুলে গেছি ! :``>>

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

মাহমুদ০০৭ বলেছেন: আলহামদুলিল্লাহ :)

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পোস্ট। শুভকামনা।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসান ভাই ।
শুভেচ্ছা রইল ।

২৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

ক্লান্ত তীর্থ বলেছেন: হেতেয় বস!

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: আবার জিগায় ;)
কেমন আছেন ভাই ?
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম ।
ভাল থাকবেন ।

২৮| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১

পার্থ তালুকদার বলেছেন: চা খাইতে খাইতে পড়ছিলাম। এখন দেখি চা পানি হইগেছে।
আপনে মিয়া খুব খারাপ...... X(

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: গরম চাকে পানি করে দিতে পারে কে ?
উত্তর - মাহমুদ ভাই /
মিয়া একবার আমার ক্ষমতা টা দেখলেন না , খালি চা পানি হইল এইতাই দেখলেন ;)
নাহ , নবরত্ন সভায় এই ব্যাপারটা একটু তালাশ দেয়ন লাগবো ;)

২৯| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: ) আচ্ছা আমি কি সাহিত্যের ব্যাপারে রবীন্দ্রনাথ কে সেন্টার করতে পারি ?
- না।তুমি শেক্সপীয়ার কিংবা গ্যাটেকে সেন্টার করতে পারো।
আমি বললাম , কেন?
মুজতবা আলী বললেন, দেখো, তুমি বাঙ্গালী। রবি ঠাকুর তুমি অবশ্যই পড়বে।কিন্তু তুমি যদি রবি ঠাকুরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো তাহলে বিশ্বসাহিত্য বুঝতে তোমার অসুবিধা হতে পারে।


হায় হায় রবীন্দ্রনাথ ছাড়া কিভাবে হবে ভাইয়া?:(

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: হলে ভাল হয় । আমাকে সরাসরি জিজ্ঞেস করলে আমি বলব গ্যাটে :)

৩০| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

আমিই আসলে মাঝখানে অনিয়মিত মানে অনেকের পোস্টেই যেতে পারতাম না...
অবশ্য অপরপক্ষের বেলাতেও একই কথা খাটে ;)

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহহ :)

৩১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

গ্রেটার রোড বলেছেন: মুজতবা আলী সাহেব আমার সবচেয়ে পছন্দের লেখক। আপনাকে ধন্যবাদ যে এরকম একটা বই সম্পর্কে জানানোর জন্য

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা রইল ,
ভাল থাকবেন ।

৩২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

সায়েম মুন বলেছেন: আপনার কল্যাণে দেখা জহরত গুলো ভাল লাগলো পড়তে। বইটার নাম মনে থাকলে কিনবো একদিন। আশা রাখি ভাল আছেন। ভাল থাকবেন মাহমুদ।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: অনেকদিন পর দেখলাম ভাই আপনাকে । আশা করি আপ্নিও ভাল আছেন । আমি আল্লাহর রহমতে ভাল ভাই ।
ভাল থাকবেন ।

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০১

প্রবাসী পাঠক বলেছেন: একটা পোস্ট দিছেন মাত্র আরো ৪৭ টা বাকি আছে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

মাহমুদ০০৭ বলেছেন: আসিতেছে ;)

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

আহমাদ জাদীদ বলেছেন: ভালো লাগল, সৈয়দ মুজতবা আলী আমার অন্যতম পছন্দের লেখক :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই :)
শুভকামনা রইল ।

৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

নেক্সাস বলেছেন: মুজতবা আলী বাংলা সাহিত্যের অন্যতম লিখক। উনার সম্পর্কে জেনে ভাল লাগল। উক্তি গুলো অসাধারণ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই :) অনেক দিন পর দেখলাম আপনাকে ।
আশা করি ভাল আছেন /
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

৩৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

নেক্সাস বলেছেন: মাহমুদ ভাই আপনাকেও অনেকদিন পর দেখলাম। আমিতো গত ২ মাস থেকে নিয়মিত সামুতে বিচরণ করছি। আপনি ফিরে এসেছেন দেখে ভাল লাগছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

মাহমুদ০০৭ বলেছেন: যাক , নিয়মিত শুনে ভাল লাগতাছে । আমিও নিয়মিত হবার চেষ্টায় আছি ।
ভাল থাকবেন ভাই ।

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: বুকমার্ক করে রাখলাম। কিনা ফেলব।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব :)

৩৮| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: তথ্যবহুল +++

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ

৩৯| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৬

মলাসইলমুইনা বলেছেন: মুজতবা আলীকে নিয়ে আরো লিখুন | এই মুহূর্তে আমার হাতের কাছে যে রেফারেন্সগুলোর কারণে মুজতবা আলীকে অনেক পড়েছি বলি সেগুলোর একটাও নেই | তাই আমি লিখতে পারছি না | তারপরও একটা ঘটনা বলি - মুজতবা আলী তখন শান্তি নিকেতনে পড়তেন | একবার কিছু ছেলে মিলে তারা বিখ্যাত হবার ফর্মুলা বের করলেন :এক,বিখ্যাত হতে হলে বিখ্যাতদের লেখা চুরি করতে হবে, দুই. বিখ্যাতদের লেখারও সমালোচনা করতে হবে (ফর্মুলার আরেকটা কি ভুলে গেছি) | যাহোক ওই দুই নম্বর ধারা অনুসরণ করে শান্তি নিকেতনের সাপ্তাহিক সাহিত্য সভায় মুজতবা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ গানের সমালোচনা করলেন | তিনি বললেন এই গানের রচনা দুর্বল |ভুলায়রে-র সাথে চুলায়রে-র মিল আপত্তি জনক ইত্যাদি | রবীন্দ্রনাথ সম্ভবত সেই সভার আলোচনার কথা শুনলেন এবং যথারীতি তার ঢাক পড়লো কবির অফিসে | নানা কথা জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিছু ক্লাসে তাকে যেতে বললেন | তার কয়টা ক্লাস কবি নিজেই পড়াতেন | এখন নিজের ক্লাসের অতিরিক্ত আরো এতো ক্লাস করতে করতে কাহিল মুজতবা আলী বন্ধুদের সাথে যুক্তি করে অসুখের ভান করলেন | রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ক্লাসে মুজতবা আলীকে অনুপস্থিত দেখে যখন জানতে পারলেন তার অসুখ তখন নিজেই বিশ্ব ভারতীয় ডাক্তারকে বলেলন তাকে ওষুধ দিতে | আরো বললেন ছেলেটা খুবই মেধাবী |তাড়াতাড়ি তাকে সরিয়ে তোলার ব্যবস্থা করুন | মুজতবা আলী বলেছেন -ডাক্তারতো আর আমার অসুখ খুঁজে পায় না তাই কিছু না পেয়ে সেই সময়ের ধ্বন্বন্তরী তিনটি ব্রম্মচারী ইনজেকশন দেবার ব্যবস্থা করলেন | প্রথমটা সইলুম কাই কাই করে, দ্বিতীয়টা ত্রাহি ত্রাহি | তৃতীয়টার আগেই আবার গুরুদেবের ক্লাসে নিয়মিত যাতায়াত শুরু করলাম | আরো অনেক শিখলাম, জানলাম | সেই থেকে বিখ্যাত হবার ধরে কাছ দিয়েও আর যাই না | আপদ মস্তক এরকমই বিনয়ী ছিলেন মুজতবা আলী | রবীন্দ্রনাথ কে নিয়ে তার গুরুদেব ও শান্তিনিকেতন তার লেখা বইগুলোর মধ্যে আমার অন্যতম প্রিয় বই | মুজতবা আলীর বইপড়া সবসময়ই মজার অভিজ্ঞতা | আপনার সংক্ষেপ থেকেও তার নমুনা পাওয়া গেলো |আপনার লেখার জন্য অনেক ধন্যবাদ |

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ,। চমৎকার ঘটনা শেয়ার করলেন।
আপনার এই সংযুক্তি পোষ্টের অজন বাড়িয়ে দিয়েছেন সন্দেহ নাই।
শুভেচ্চ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.