![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্ট পেইড সিটিসেল আলট্রা জুম-এর মাসিক বিল জমা দেয়ার জন্য আজ বিকেল ৪.০০ টায় আমার কলিগকে নিয়ে গিয়েছিলাম কলাবাগানস্থ ইয়াকুব সেন্টারের দোতালায় অবস্থিত সিটিসেল কাস্টমার কেয়ার সেন্টার। বিশাল স্পেস নিয়ে অগোছালো ভাবে দু'টি টেবিল নিয়ে দু'জন কাস্টমার অফিসার কাজ করছেন। আমি যখন গেলাম তখন গ্রাহক ছিল মাত্র ৪ জন। আর দুইজন ছিল কাস্টমার কেয়ার অফিসারের টেবিলে। ১ জনের কাজ শেষ হওয়ার পরে এক অফিসার চেয়ার ছেড়ে অফিসের ভেতরে গেলো আর আসার নাম নেই। আর একজন তো ১ জনকে বিদায় করতেই ৪৫ মিনিট...। অপর অফিসারটির ৩০ মিনিট পরে তার সিটে আসলো। এর মধ্যে আরো ৪/৫ জন গ্রাহক চলে এসেছে। সবাই বিরক্ত বোধ করছে....!!!! ২/৩ জন গ্রাহক আবার টোকেন ফেরত দিয়ে চলে গেছে...!!! আমার কলিগ বলছিল চলেন চলে যাই... আমার যেহেতু কানেকশন বন্ধ হয়ে গেছে তাই বিল না দিয়ে যাওয়ার কোন উপায় নেই....!!! দেড় ঘন্টা পর আমি বিল দিতে পেরেছি...!!!
একটা সামান্য ছিল দিতে যদি দেড় ঘন্টা সময় লাগে ....কাস্টমার কেয়ারের সেবার কোন দরকার আছে...।।
সিটিসেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার প্রিয় সামুতে আমার মনের কষ্টটা প্রকাশ করলাম....!!
২| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
রানা বলেছেন: বি.টি,সি.এল এর সাথে মিল খুজে পাচ্ছি।
০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
কে এম খান বলেছেন: আপনি ঠিকই বলেছেন... বিটিসিএল এর চেয়েও খারাপ অবস্থা...
৩| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
প্যাঁচনাই বলেছেন: সিটিসেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার প্রিয় সামুতে আমার মনের কষ্টটা প্রকাশ করলাম....!!
০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৫
কে এম খান বলেছেন: আপনার মনের কষ্ট আবার কি???
৪| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
আসকওয়ানমি বলেছেন: কিছু কইয়্যা আইতে পারলেন না ?
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৪
কে এম খান বলেছেন: মন তো চাইছিলো শালাগো পিডাই.... কিন্তু ডিজিটার যুগ চলাছে কোন সময় আবার রিমান্ডে লইয়া যায়... এই ভযে কিছুই বলিনি...
৫| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
প্যাঁচনাই বলেছেন: লেখক বলেছেন: আপনার মনের কষ্ট আবার কি???
আপনারটা আমার করে নিলাম ।।।
৬| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৮
ইউেক বলেছেন: শালারা মনে হয় ব্লগে আসে না.....
৭| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৩
টেকি মামুন বলেছেন: ভাইরে এত প্যাচের কি দরকার ছিলো একটা পোস্টপেইড ক্যাশকার্ড নিয়ে রিচার্জ করে দিতেন সাথে সাথে আপডেট পেতেন আর যদি কানেকশন পুরা আফ থাকে তাহলে রিচার্জ করে কাস্টমার কেয়ারে ফোন করলেই সাথে সাথে একটিভ করে দিতো ।
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৬
কে এম খান বলেছেন: ভাই আপনি আগে কই ছিলেন....!!! আগে বললে তো আমার আজ এতো কষ্টকরতে হইতো না...
৮| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৭
মাহবু১৫৪ বলেছেন: আসকওয়ানমি বলেছেন: কিছু কইয়্যা আইতে পারলেন না ?
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৭
কে এম খান বলেছেন: মন তো চাইছিলো শালাগো পিডাই.... কিন্তু ডিজিটার যুগ চলাছে কোন সময় আবার রিমান্ডে লইয়া যায়... এই ভযে কিছুই বলিনি...
৯| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৯
রাজসোহান বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩২
কাজী মামুন বলেছেন: Good Customer Care Centre