![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারো যুবরাজ গেল, আসবে আরও তেরো , আমার মতন অধমের তাই বাঁধতে নেই যে গেরো ।
অধম দৃষ্টিতে নাহি মোর লাজ,
অধম? কে কয় তাঁহারে অধম ?
কে তাঁহারে বাঁধে নগ্ন দৃষ্টির পাঁজরে ?
অর্ধ-রজনীতে কে কাঁদায় মরাকান্না তাঁহারে ?
কে তাঁহার শূন্য উদর পদাঘাতে করে জখম ?
অশ্রুসিক্ত দৃষ্টি তাঁহার, রুখিতে পারে না কলম।
জন্মকালে, সে জন্ম লইয়াছিল কি অধমের বেসে?
কোন নরকী পাপে বসুধা লইল না তাঁহারে সোহাগে ভালোবেসে?
তুমিও তো তাঁরই মতন, তাঁরই গড়নে অপলক জন্মেছিলে,
দূরে ঠেলে দাও, এই ভেবে তাঁরে, সে তো অনাত্মীয়ের ছেলে?
কোন পরিচয়ে অধম হাঁকো তাঁহারে, হে অত্যাশ্চয় ?
দিবাকর আর নিশাকর কি তাঁর লাগি আলাদা প্রদীপ জ্বালায় ?
প্রবাহিনী কি তাঁর রুগ্ন বর্ণে বিপরীতে বয় কভু ?
সে তো তোমারি মতন, প্রসূতি মায়ের -
প্রসব বেদনা উপশমে অক্ষম রণবীর!
ধরণী কি তাঁর চলন পথে তাই, কাঁটা গেঁথেছে তবু ?
জলধির হিল্লোল কি তাঁহার উলঙ্গ বক্ষের নিন্দা রটেছে তব?
তবে তুমি কোন তাচ্ছিল্যের উচ্ছিষ্টাংশ ?
অধম বলিয়া ছুড়ে ফেলো তাঁরে, সে কি -
ডাহুকের রক্তমাংস ?
অন্যেরে উপহাসে জীবনের খনি নিভিওনা একেবারে,
কষিতে হইবে পুনঃ পুনঃ হিসাব একদিন পরপারে।
২৬ শে মে, ২০২০ রাত ১০:২৮
মাহমুদ নিয়াজ বলেছেন: ধন্যবাদ ।
সামুতে আজই প্রথম লগ ইন করলাম । নিয়োমিত আমার রক্তঝরা সব উপলব্ধির মহা-সমাবেশ ঘটাবো এখানে ।
২| ২৬ শে মে, ২০২০ রাত ১১:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ। ব্লগে নিয়মিত লিখুন। পছন্দের ব্লগে কমেন্ট করে নিজের অনুভূতি প্রকাশ করুন। এতে সহ ব্লগারদের সাথে পরিচয় হবে। এই পোস্টটি একটু মনোযোগ দিয়ে পড়লে উপকৃত হবেন।
৩| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৫০
এস সুলতানা বলেছেন: প্রিয় লেখক ব্লগে নিয়মিত লিখুন। বন্ধুদের ব্লগে কমেন্ট করে নিজের অনুভূতি প্রকাশ করুন। এতে সহ ব্লগারদের সাথে পরিচয় হবে ।।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১
কাওসার চৌধুরী বলেছেন:
হ্যাপি ব্লগিং.........
সামুতে স্বাগত।