নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অযোগ্যের মহাবিস্ফোরণ ! আমি উত্তপ্ত বায়ুর প্রতিটি ধূলিকণা , আমি হিমশীতল বরফের কঠিন জল ! আমি উদ্ভাসিত, আমি উন্মনা, আমি অক্লান্ত মুসাফির । আমি মাঠ ফাটা কড়া রোদ, আমি নগরতলি ঢালা বৃষ্টি ! আমি আকাশে বেতাল, পাতালে মাতাল অভিশাপের ভাঙা কীর্তি ।

মাহমুদ নিয়াজ

বারো যুবরাজ গেল, আসবে আরও তেরো , আমার মতন অধমের তাই বাঁধতে নেই যে গেরো ।

মাহমুদ নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

আমার পরিচয় (রম্য রচনা)

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

. আমার পরিচয়-

এ ব্যস্ত নগরীর দূষিত বায়ুতে নাক টিপে চলা আমি এক কোনঠাসা নাগরিক। হাসি ঠেকানো উন্মাদনার ছোপ গলানো মুখমন্ডল আমার অব্যর্থ কর্মযজ্ঞের প্রধান আসামি। শত সহস্র শতাব্দীর দাঁত চিবানো মূর্খতার ত্রাসন অকপটে চূর্ণ করার অঙ্গীকারনামা আমার প্রধান শিক্ষা। আমি জন্মেছি উদাস মনের স্বাধীন কান্ডারী হয়ে। আমি গণজাগরণের স্বীয় মঞ্চে উজ্জীবিত মহাপ্রাণের মহাধাত্রী। আমি কলঙ্কবাদী হীন সংস্কারকে তুচ্ছ জ্ঞানে করে অভিশপ্ত। বিশ্ব প্রেমের নগদ ডানা ঝাপটানো পঙ্খিরাজ আমার মর্মর বেদনার চিরসাক্ষী। সিন্ধু-গিরি-নদী-সমতল আমার প্রসস্থ মানব যাত্রার ঊর্ধ্ব যানবাহন। আমার মস্তকে খেলা করে অসম্ভব নব প্রাণের আরক্ত আভা। উচ্ছ্বাসের ভাবতরঙ্গ দোলনাচ্যুত হয়ে কবর পর্যন্ত আমার রক্তকরবী ব্যক্তিত্বের জানান দেয়। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সীমান্ত পেরিয়ে ঊর্ধ্ব আকাশ ভ্রমন আমার তৃষ্ণাকে করে বিতৃষ্ণ, আমার চক্ষুকে আরো প্রসারিত। আমার বিলাস বক্ষে জাগে প্রেমের রণতরী, সাতারুর মঞ্চে প্রভাতের লাল টকটকে সূর্য এক থাবা ভালোবাসা ছিটিয়ে হারায় নূতনের পূরাকীর্তি। বিশ্ব সিংহাসনের মায়াজাল আমার মহাসমুদ্রে করে ভরাডুবি, ছাড়ে প্রবল ব্যাথা মাখা হিংস্র নিঃশ্বাস। নিদারুণ প্রকৃতি আমার পঞ্চইন্দ্রিয়ের গণঅভ্যুত্থানে ঢালে মধুমাখা পরমৈশ্বর্য। দুর্বৃত্তের পাহাড় ভেঙে পড়ে মাথার উপর নিশানাহীন ভূমিকম্পে, আমি তবু অকুতোভয়-নির্ভীক-চাঞ্চল্যকর আত্নায় চেপে ঘুরে বেড়াই এ অবাক পৃথিবী।

(একটি আত্ন সমালোচনামূলক রম্য রচনা )

-নিয়াজ মাহমুদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.