নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অযোগ্যের মহাবিস্ফোরণ ! আমি উত্তপ্ত বায়ুর প্রতিটি ধূলিকণা , আমি হিমশীতল বরফের কঠিন জল ! আমি উদ্ভাসিত, আমি উন্মনা, আমি অক্লান্ত মুসাফির । আমি মাঠ ফাটা কড়া রোদ, আমি নগরতলি ঢালা বৃষ্টি ! আমি আকাশে বেতাল, পাতালে মাতাল অভিশাপের ভাঙা কীর্তি ।

মাহমুদ নিয়াজ

বারো যুবরাজ গেল, আসবে আরও তেরো , আমার মতন অধমের তাই বাঁধতে নেই যে গেরো ।

মাহমুদ নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা: শিশুদের সকাল বিকাল

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১১


" শিশুদের সকাল বিকাল "



ছোট্ট শিশুটি জন্মেছিল যেদিন পৃথিবীর ফুল হয়ে,

সেদিন আকাশ থেকে এক আনন্দের হিল্লোড় নেমেছিল পৃথিবীতে।

শিশুটির মা তখন নির্বাক দৃষ্টিতে,

ঠোঁটের এক কোণে বিশ্বজয়ের এক আশ্চর্য হাসি নিয়ে!

অপলক হৃদয়ে চেয়েছিল শিশুটির দিকে।

শিশুটি তখন হাত-পা ছোড়াছুড়ি খেলায়,

জাগ্রত পৃথিবীর আলো-আঁধারের লুকোচুরি সভায়,

মিষ্টি গলায় আগমনী ধ্বনির রেওয়াজ করাতে ব্যস্ত।

শিশুটির বাবা তখন একটা নরম কাঁথায় মুড়ে শিশুটিকে,

পাঁজরে জড়িয়ে হাজারো চুম্বন ঠেসে দিচ্ছিলো কপালে।

যেন রাঙা পর্বত আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন,

সব এসে মিইয়ে পড়েছে ছোট্ট অবুঝ শিশুটির চোখে-মুখে!



দরজা খোলো, নতুন অতিথি হাজির!

আজ থেকে প্রতি জ্যোৎস্নার রাতে,

বাবা-মা আর তাদের ছোট্ট শিশুটি,

কাঁঠালিচাপা রঙের মুজো পায়ে দিয়ে,

চাঁদের আলো পোহাবে একসাথে !

সন্ধ্যায় ফিরে আসা নীড়ের পাখিগুলো,

মাঝে মাঝে দখিনা হাওয়ায় দোল খেতে খেতে,

অকারণ আনন্দে গুনগুন করতে দেখবে শিশুটির মাকে।

কখনো গভীর রাতে কোনো দুঃস্বপ্নের আলোড়নে,

হঠাৎ জেগে উঠে মা তার ছোট্ট শিশুটিকে,

বুকে জড়িয়ে ধরবে স্নিগ্ধ পরাণ, ভালোবাসায় ;

শিশুটির বাবা তখন তার মস্ত দেহ এলিয়ে,

ঘুমিয়ে থাকবে মোহঘোর হয়ে!

মা তার ঘুমন্ত শিশুটিকে,

আলতো করে কোলে তুলে নিয়ে বারান্দায় যাবে,

শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিবে সোনামুখ।

ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন করবে তার শিশুটিকে,

দূর থেকে জেগে থাকা একটি হলুদ বাতি,

নীরবে দেখে হাসবে এ দৃশ্য !






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.