নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

poet-writer and editor. founder of a development organisation, a promotional agency, printers & publications. co-founder of an IT, Web Solutions Service and WEB Training Institute. Obtained masters in english literature & language...

মাহমুদ টোকন

poet-novelist-editor & development researcher.

মাহমুদ টোকন › বিস্তারিত পোস্টঃ

পথজার্নাল

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯

18 April 2014
১৭ এপ্রিল 'কম্প্যাক্ট টাউনশিপ' বিষয়ক একটি আউটরিচ মিটিং-এ ময়মনসিংহ যাই। আমাদের মিটিং স্থল তারাকান্দা জায়গাটি ময়মনসিংহ সদর থেকে ১৫-২০ কিলোমিটার দূরে। গ্রামে। ভাল লাগলো ডেভেলপমেন্ট বিষয়ক মিটিং হলেও আমার নাম শুনে কয়েকজন কবিও এলেন দেখা করতে। কিছু কথাবার্তা হলো। সময়াভাবে ইচ্ছে থাকলেও দীর্ঘ আড্ডা হলো না। ময়মনসিংহ শহরে এখন ঢাকার মতোই ট্রাফিকজ্যাম। পরিকল্পনাহীন আবাসন, মার্কেট, ভবন। শহরটি শ্রী হারিয়েছে।

ঢাকা থেকে বের হবার সময় আমাদের মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়! আমি বসেছিলাম সামনে, আর মাইক্রোবাসটিও সামনের দিকেই দূমড়ে যায়। ঘটনাক্রমে আমাদের কোন ক্ষতি হয়নি। মিটিং শেষে কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি স্থান দর্শন করে দূর্ঘটনা ও সারাদিনের ক্লান্তি ভুলে যাই।

খুব হতাশ লাগে ব্রক্ষ্মপুত্র নদী দেখে। জলহীন। নদীর বুকে ঘাস ও লতাগুল্মের আধিপত্য। মাঝনদীতে কয়েকটি গরু-ছাগল চড়ে বেড়াচ্ছে। মাছ না পেয়ে দলবেধে বকেরা হয়ত পোকামাকড় শিকার করছিল। সন্ধ্যা নামতে বকেরসারি আকাশে পাখা মেলে। গুণে দেখলাম একটি দলে ৩৯টি। খুব ভাল লাগে এতগুলি বক একসঙ্গে উড়তে দেখে। সাথে সাথে বিষাদময় একটি অনুভুতিও মন ভারী করে তোলে। বকেরা জল খুঁজে পায় না নদীতে! নদী মরে গেলে কতকিছু যে মরে যায়! মন মরে যায়। প্রকৃতি মরে যায়। গান আর সৃষ্টিশীলতাও মরে যায়! জনপদও। এই জনপদে আমরাও কি বেঁচে আছি?

14 February 2014
ভালবাসার বুঝি 'দিবস' হয়?
যা চিরন্তন, যা সবসময়ের, তাকে ভাগ করলে বোধকরি এর ঔদার্য কমে যায়। আর ভালোবাসা তো কোন দাপ্তরিক বা অফিসিয়াল আনুষ্ঠানিক বিষয়ও নয় যে এটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে হবে।
যা অনুভবের, যা লালন করতে হয় গভীরভাবে তাকে পণ্য করা ঠিক নয়। আরেকটি বিষয়ও মনে রাখা প্রয়োজন যে ভালবাসা শুধু বিশেষ কারো জন্য নয়। পরিবার, বন্ধু, সমাজ এবং সৃষ্টির সামগ্রিক কল্যাণের জন্যই ভালবাসা। সামগ্রিক কল্যাণের দিক বিবেচনা করে উদযাপন করলে তবেই এর মর্যদা রক্ষা পায়।

13 February 2014
আজ বেশ ভোরবেলা ঘুম ভাঙ্গলো। অফিসে ঢুকে বারান্দার জানালাটি খুলতেই এক পশলা এলোমেলো হাওয়া। একটি কোকিল ডেকে উঠলো পেছনের আম গাছটিতে। এরপরেই একটি হলুদপাখি, সে-ও জানান দিলো তার অবস্থান। উঁকি দিয়ে দেখলাম, এ ডাল থেকে সে ডাল করছে। মনের গহিনে কেমন এক আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি। কাগজ খুলে দেখি আজ পহেলা ফাল্গুন। প্রকৃতিকে ধন্যবাদ এই নান্দনিক পরিবর্তনের জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬

এইচ আই হাবীব বলেছেন: হ্যাঁ , ময়মনসিংহের প্রাণটা আর বেঁচে নেই । সরকার তো কানে শুনতে পায়না + চোখেও দেখতে পায়না । আমাদের তো অভাব-অনটন তো লেগেই আছে । নইলে ড্রেজিংটা.........

২| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবই ভালো লাগল, তবে ময়মনসিংহে এই প্রাণীটি কই পাওয়া যায় ভাবছি। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.