![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
আমি অনেককে বলতে শুনি ব্লগার মানেই খারাপ, কিংবা নাস্তিক। ব্লগার বল্লেই অনেকে তির্যকভাবে তাকায়, যেন তার ভিনগ্রহ থেকে এসেছে কিংবা তারা যেন কোন ছোঁয়াচে রোগ। সংস্পর্শে এলেই সর্বনাশ। আবার এ ধারণাটি কিন্তু একদল ব্লগার কর্তৃকই সৃষ্ট! যারা এই বিষয়টিকে ধর্মীয় অনুভূতির সঙ্গে জুড়ে দিয়েছে। আরও দুঃখের বিষয় হচ্ছে সরকারের অনেক লোকজন ব্লগার মানেই যেন অস্থির, সামাজিক অস্থিরতা তৈরি করা এবং নৈতিকতাবিহীন একদল তরুণ এরকম ধারনা প্রদান করেন। অথচ বর্তমান সরকার কিন্তু ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা।
খুবই আশ্চর্য লাগে 'ব্লগার' শব্দটিকে নেতিবাচকভাবে উপস্থাপিত করলে। কষ্ট হয়। একথাও সত্যি যে অনেক ব্লগারের স্বার্থপরতা, সুবিধাবাদী আচরণও এ নেতিবাচক ধারনার ক্ষেত্রে কিছুটা হলেও কার্যত সত্যি। এরাও সাধারণের মনে ব্লগারের প্রতি অশ্রদ্ধা তৈরি করেছেন। কিন্তু ব্লগার যে একজন লেখক এবং তিনি যে লেখার মাধ্যমে তার চিন্তা, চেতনা, সমাজবিষয়ক ভাবনা কিংবা ব্যক্তি ও সমাজের অসংগতি তুলে ধরেন সেকথা আমরা ভুলে যাই্। সামাজিক আন্দোলনে, মানবিকতার উন্মেষ জাগাতে একজন ব্লগারের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে কমই দেখা হয় আমাদের সমাজে।
ব্লগার একজন লেখক এবং ব্লগে লেখেন বলেই যে তাকে ব্লগার বলা হয় এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে জানানোও কিন্তু ব্লগারের এবং যারা এ সম্পর্কে জ্ঞান রাখেন তাদের দায়ীত্বের মধ্যে পড়ে। কারণ বিভ্রান্তি, মিথ্যে প্রচার এবং গণমানুষের নেতিবাচক ধারণা কোনকিছুর জন্য কল্যাণকর নয়। আর লেখক হচ্ছেন সমাজের আত্মা, তাকে অসম্মান করলে সমাজ সংসার কী নিয়ে বাঁচবে।
আশা করছি খুব শিঘ্রই কোন জাতীয় দৈনিকে এই নিয়ে একটি কলাম লিখব।
** আপনাদের ইনপুট পেলে খুব ভালো হবে।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫
অগ্নিপাখি বলেছেন: লেখক বলেচেনঃ "কিন্তু ব্লগার যে একজন লেখক এবং তিনি যে লেখার মাধ্যমে তার চিন্তা, চেতনা, সমাজবিষয়ক ভাবনা কিংবা ব্যক্তি ও সমাজের অসংগতি তুলে ধরেন সেকথা আমরা ভুলে যাই্। সামাজিক আন্দোলনে, মানবিকতার উন্মেষ জাগাতে একজন ব্লগারের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে কমই দেখা হয় আমাদের সমাজে। "/ সহমত আপনার সাথে। আসলে ব্লগারদের সম্পর্কে ভুল ধারনা গুলো দূর করতে হবে। অবশ্য ভালো খারাপ সব জায়গাতেই আছে।