![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
ভূমিকম্প এবং মাটির নীচের পানির স্তর
...................................................
নদী-জলাশয় ভরাট ও দখল, জলপ্রবাহে বাঁধা, বিভিন্ন রকম বাধ-ব্যারেজ নির্মাণ ইত্যাদি ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ! মাটির নিচে পানিরস্তর থাকলে ভূমিকম্প সৃষ্ট ওয়েভ বেশি বিস্তৃত হতে পারে না এবং ক্রমশঃ দূর্বল হয়ে যায়!
নদী-সমুদ্র-জলাশয় বেষ্টিত বাংলাদেশ মূলতঃ একারণেই বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। কিন্তু নদী-জলাশয়-পুকুর দখলকারিরা সেই প্রাকৃতিক নিরাপত্তা বলয়কে প্রতিনয়ত ধ্বংস করছে। বাড়ছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি যা অন্য যে কোনো প্রাকৃতিক দূর্যোগ থেকে ভয়াবহ!
বাংলাদেশ সরকার কি এখনি ঘোষণা দিয়ে, আইন করে এবং সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করে কোটি কোটি মানুষের জীবন রক্ষা ও ভয়াবহ ধ্বংস-বিপর্যয়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নেবেন?
**শুধু বাংলাদেশ কেনো অন্যান্য দেশগুলকেও এই ব্যবস্থা গ্রহন করা উচিৎ সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ!
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪
মাহমুদ টোকন বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আমাদের সবারই যথাসম্ভব সতর্ক এবং দায়ীত্বশীল হতে হবে।
কারন অপরাধ অন্যেরা করলেও সামাজিক ও প্রাকৃতিকভাবে আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়!
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল পয়েন্ট তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ।
কিন্তু যাদের সচেতন হবার দরকার তারাতো বুঝি মৃত্যু নাকের ডগায় আসার আগে হুশে ফেরে না। কি করবেন!
দু:খ একের পাপে বহুজনে ভুক্তভোগী হয়ে পড়ে!