নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সীমিত জ্ঞান কারো উপকারে আসলে শান্তি পাই...
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গত দুইটি পর্বের লেখায় উমরাহ-র প্ল্যানিং এবং প্রিপারেশন সম্পর্কে লিখেছি। প্ল্যানিং হলো, ৭-১০ দিন যাবৎ প্রস্তুতিও নিলেন, আর কয়েক ঘন্টা পর আপনার ফ্লাইট। বাসায় কম-বেশি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের চাপ থাকে। তবুও নিজেকে সময় দেয়ারচেষ্টা করুন।
আপনি যদি আগে মক্কাতে যান তাহলে আমার পরামর্শ হবে বাসা থেকে ইহরাম বেধে যান। ডিরেক্ট বা ট্রানজিট, যেই ফ্লাইটেই যান না কেনো, বাসা থেকে ইহরাম বেধে যান। ট্রানজিট ফ্লাইটে গেলে অনেকেই বলে ট্রানজিটের ওয়েটিং টাইমে(মিনিমাম ৩ ঘন্টা) ইহরাম বেধে নিলেই তো হলো। এটা খুব ঝামেলার কাজ। আর ফ্লাইট ডিলে থাকলে তো আর কোনো কথাই নেই, ওয়াশরুমে যাওয়ার টাইম পর্যন্ত দিতে চায় না। এয়ারপোর্টে খুব তাড়াহুড়ো করে। অবশ্য প্লেন মিকাত পার হওয়ার সময় বারবার ঘোষণা করে, ইহরাম বাধতে বলে। প্লেনে ইহরাম বেধে ইশারায় ২ রাকায়াত ইহরামের নামাজ আদায় আর বাসায় ইহরাম বেধে নামাজ পড়ে নেয়া- যার, যেভাবে সুবিধা মনে হবে, তাই করতে পারবে, দুইটাই সঠিক।
এক ট্রিপে এক উমরাহ। রাসুলুল্লাহ সাঃ নিজে বারবার মিকাতে গিয়ে নফল উমরাহ আদায় করতেন না। তার সাহাবীগনও করতেন না। রাসুলুল্লাহ সাঃ এমন নির্দেশও দিয়ে যান নি। তাই যেভাবে ইবাদাতে তৃপ্তি ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সেভাবেই ইবাদাত করুন।
প্লেন departure এর তিনঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাতে হবে। এয়ারপোর্ট পৌঁছে বোর্ডিং পাস সংগ্রহ করে ইমিগ্রেশনের জন্য যাবেন। ধৈর্যের সাথে সবগুলো ধাপের কাজ সম্পন্ন করুন। সহজে মাথা ঠান্ডা করার, রাগ/স্ট্রেস কন্ট্রোল করার এবং সবর বা ধৈর্য ধরার জন্য কোরআন মাজীদের তিনটি আয়াত মনে রাখুন, চমৎকার কাজ দেয়।
১."And I will surely test you with something of fear and hunger and a loss of wealth and lives and fruits, but give good tidings to those who are patient. Who, when disaster strikes them, say, "Indeed we belong to Allah, and indeed to Him we will return." Al Quran 2:155-156
২. "Allah never burdens a soul beyond that it can bear…” Al-Qur'an, 2:286
৩. " They plan, and Allah plans. Surely, Allah is the Best of planners.” Al-Quran 8:30
প্লেনে উঠে বসেছেন, আকাশে উড়া আর কয়েক মিনিটের ব্যাপার মাত্র! ভয় না পেয়ে উপভোগ করার চেষ্টা করুন। প্লেন আকাশে উড়ার সময় বাতাসের চাপের তারতম্যের জন্য কান বন্ধ হয়ে আসে। এসময় চুইংগাম চাবাতে পারেন। চুইংগাম না থাকলে, এমনিই স্বাভাবিকভাবে কিছু চিবিয়ে খাওয়ার অভিনয় করুন অথবা হাই তুলুন; কান ঠিক হয়ে যাবে। প্লেনের খাবারে লবন-গোলমরিচ দিয়ে খেতে ভুলবেন না। বাড়তি শুকনো খাবার ব্যাগে রেখে দিন। শুধু শুকনো খাবার রাখুন, প্লেট -গ্লাস বা সম্পূর্ণ ট্রে ব্যাগে ঢুকানো থেকে বিরত থাকুন। কেউ হয়তো কিছু বলবে না কিন্তু ব্যাপারটা দৃষ্টিকটু।
জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে প্লেন পৌছার পর একটু অপ্রস্তুত অবস্থায় পড়তে পারেন, ভয় পাবেন না। এয়ারপোর্টের বেশিরভাগ কর্মকর্তা ইংরেজি জানে না কিন্তু উর্দু/হিন্দি বুঝে। ব্যবহারে আন্তরিকতা না দেখলেও কষ্ট পাবেন না। এয়ারপোর্টের বাহিরে মানুষের ব্যবহার যথেষ্ট ভালো। যেকোন অফিসার শ্রেণীর লোকের সাথে কথা বলার আগে শ্রমিক হিসেবে যারা আছেন তাদের সাথে কথা বলুন। ধীরস্থিরভাবে কাজ শেষ করুন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই।
বের হয়ে মোবাইলের সিম ও ব্যালেন্স কার্ড কিনুন। আপনার জন্য নির্ধারিত বাস খুজে বের করুন। বাসে উঠার পর আপনার পাসপোর্ট নিয়ে নিবে। ঘাবড়ানোর কোনো কারণ নেই। পরে ফেরত দিয়ে দিবে।
এরপর, হোটেলে চেক-ইন করলেন। চলে এসেছেন স্বপ্নের শহরে! মদিনাতে আগে গেলে রেগুলার নামাজের জামাতে অংশ নিন। আর মক্কাতে আগে গেলে মোয়াল্লেম বা গাইডের সাথে কথা বলে হেরেমে যান। মক্কায় গেলে আগে উমরাহ কমপ্লিট করতে হবে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে হেরেমে জামাতে নামাজ পড়তে পারবেন। এই ইস্যু নিয়ে মতভেদ আছে। আপনার গাইডের সাথে পরামর্শ করে কাজ করুন।
হেরেমের কোন গেট দিয়ে ঢুকছেন খেয়াল রাখুন। প্রয়োজনে ছোট নোটপ্যাডে গেট নাম্বার লিখে রাখুন। হেরেমে কেউ হারায় না। পথ ভুলে যায়। পথ ভুলে গেলে একটু বেশি ঘুরতে হয়, এই যা! আরো অনেক কথা লিখবো পরের পোস্টে ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান
চলবে...ইনশাআল্লাহ
১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
মায়মুনা আহমেদ বলেছেন: জাজাকাল্লাহ খাইরান!
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর একটি পোষ্ট।