নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

এলিয়েন ভীন গ্রহের প্রাণী!! /:) কত প্রকার ও কি কি? (বিস্তারিত)

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৪




এই মহাবিশ্বে আমরা কি একাই! পৃথিবী ছাড়া আর কোথাও কি আমাদের মতো কেউ নেই? তবে বিজ্ঞানীরা কিন্তু বলেছেন, আমরা একা নই। আমাদের মতো আরো অনেক বুদ্ধিমান প্রাণীই নাকি ছড়িয়ে আছে পুরো মহাবিশ্বে।

যদি থেকেই থাকে আমাদের মতো প্রাণী তবে তারা কেমন? খায়ই বা কি? তাদের কি আমাদের মতোই বুদ্ধি আছে, নাকি স্রেফ তারা পোকামাকড়ের মতো বা গাধার মতো বোকাসোকা। এমনও তো হতে পারে তারা আমাদের থেকেও অনেক বেশি বুদ্ধিসম্পন্ন। তবে তাদের কি ইচ্ছা করে না এই বিশ্বের কোথায় কি আছে সেটি দেখে আসার। নিশ্চয়ই তাদের এই ইচ্ছা করে। নাহলে কিভাবে পৃথিবীতে হঠাৎ হঠাৎ দেখা যায় কিছু অদ্ভুত চেহারার জীব। চোখের পলকেই আবার তারা মিলিয়েও যায়। তারা কি তবে ভীনগ্রহের বাসিন্দা, এলিয়েন?

আমরা প্যান্ট, শার্ট, জুতা, হাতঘড়ি কতো কিছুই তো পরি, কিন্তু এলিয়েনরা কি পরে? যারা এলিয়েন দেখেছেন তাদের ভাষ্য, এলিয়েনরা নাকি কিছুই পরে না। ব্যাপারটা একটু কেমন হয়ে গেলো না! প্রশ্ন জাগে, তবে ওরা কি এখনও কাপড় আবিষ্কার করতে পারেনি? তার অর্থ, এলিয়েনরা কি আমাদের চেয়ে বুদ্ধিতে এখনও পিছিয়ে আছে? ওরা কি তবে পৃথিবীতে কাপড় চুরি করতেই আসে! এটা কিন্তু ভাবা ঠিক হবে না। যে প্রাণী অন্য গ্রহ ঢুঁড়ে বেড়াতে পারে তার অন্তত কোথাও কাপড় চুরি করতে হয় না এটা সবাই বোঝে।

অন্যদিকে, আরো যারা এলিয়েন দেখেছেন তাদের দাবি, এলিয়েনরা লম্বা লম্বা জোব্বা পরেই থাকে। তাদের মুখ ঢাকা থাকে লম্বা হুডে। তারা দেখতেও ভয়ংকর হয়। আবার কেউ কেউ বলেছেন ক্লোজ ফিটিং জাম্পস্যুট পরে থাকে এলিয়েনরা। ঠিক সুপারম্যানের মতো। আবার রোবটের মতো বিভিন্ন পদার্থের আবরণও নাকি তারা পরে থাকে।

আমাদের মধ্যে যেমন মানুষ, পশু পাখি সব আলাদা এলিয়েনদেরও নাকি সেরকমই। এ পর্যন্ত পৃথিবীতে যতোগুলো এলিয়েন দেখা গেছে, তার মধ্যে সবচে বেশি দেখা গেছে জেটাস এলিয়েনদের। একেক জেটাস একেক রকম। তবে কোন গ্রহের জেটাস তার ওপর ভিত্তি করে এদের ভাগ করা হয়।

বিস্তারিত পড়ুন...
http://www.mainuddi।com/2010/07/blog-post_25.html

http://www.mainuddin.com/2010/07/blog-post_25.html
"http://www.mainuddin.com/2010/07/blog-post_25.html"

মন্তব্য ১০ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৪

হাবিবকুল বলেছেন: :P :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৪

মঈনউদ্দিন বলেছেন: ;)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৫

মৈত্রী বলেছেন: এলিয়েন অবশ্যই আছে, এদের নাম হলো "জ্বীন"........

শালা আবালচোদা হুজুররা অশিক্ষিত, তারা মনে করে জ্বীন এই পৃথিবীরই প্রাণী।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৪

মঈনউদ্দিন বলেছেন: হুম

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৩

নিউটন বলেছেন: যারা এলিয়েন দেখেছেন তাদের ভাষ্য।

ভাই আপনি কি অ্যালিয়েন দেখেছেন? কে কবে কোথায় অ্যালিয়েন দেখেছে একটু রেফারেন্স সহ দিলে ভাল হত। আমার দেখার ইচ্ছা ভিষণ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৬

মঈনউদ্দিন বলেছেন: যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোনো এক বনের মধ্যে এই এলিয়েন দলদের পড়াচ্ছিলেন তাদেরই এক শিক্ষক। আর এই ঘটনা দেখে ফেলেন বিখ্যাত লেখক হোয়াইটি স্ট্রেইকার। তিনি তার ‘সিক্রেট স্কুল : প্রিপারেশন ফর কন্ট্রাট‘ বইতে এদের কথা লিখেছেন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৪

ম জ বাসার বলেছেন: ছালাম। সৃষ্টির এমন কোন গ্রহ-নক্ষত্র বা স্থান-শুণ্যস্থান নেই যেখানে জীব বা জীবন নেই।
বিশ্বাস করার সহজ একটি সুত্র হলো: কঠিন বস্তু যেখানে উপস্থিত সেখানে সহজ জীবনের উপস্থিতি অনিবার্য।
আপন দেহের দিকে লক্ষ্য করুণ কোথায় জীব নেই; এদের পরস্পর সম্পর্কের পাথর্ক্য য়ো সাম্ভাব্যতার সংগে বর্হিবিশ্বের সম্পর্কের হুবহু মিল বিদ্বমান।
প্রাকৃতিক অবস্থানভেদে পৃথিবীতেই আমাদের চেয়ে উন্নত এবঙ অবনত জীব আছে।
এদের পার্থক্যের উপমা (উদাহরণ) যেমন: সূর্য আমাদের কাছে আলো! এমন জীব আমাদের পাশেই আছে যাদের কাছে সূর্য ঘোর অন্ধকার; অনুরুপ উভয়চরের মত উভয়দেহয়ো আছে। আমরা যাকে বস্তু-দৃশ্য বলি তাদের কাছে তা অবস্তু-অদৃশ্য; কি জানি রাতের অন্ধকার আর এক দলের কাছে সূর্য। আমরা যেমন আলো উদয়ের অপেক্ষায় থাকি তারায়ো তেমন তাদের অন্ধকার (আমাদের বিচারে) উদয়ের অপেক্ষায় থাকে।
আমরা যেমন মরার অপেক্ষায় আর একদল তেমন জ্যাতা বা জন্মের অপেক্ষায়।
মহা বিশ্বের কোথায় কি আছে, কেমনে কি হয় তা আপন আপন দেহের মধ্যে খুজলেই পায়োয়া সম্ভব।
মানুষ চিরজীবন আহাম্মক। কারণ তারা চির জীবনকালকেই চরম আধুনিক যুগ বলে অনবরত ভুল করে আসছে।
এই অকৃতজ্ঞ মোনাফেক জাত দূর দেখে নিকট দেখে না। নিজের দেহের অর্ধেকটা দেখে নিজকে একটুয়ো দেখে না।
মাত্র ফান করার জন্য লেখা। মন্তব্য নিষ্প্রয়োজন।
বিনীত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৭

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৭

দুনিয়ার সব ভাল মানুষ বলেছেন: B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৮

মঈনউদ্দিন বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.