![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানি লোকের মান ঝাড়ু দিয়ে মারলেও যায় না।
কাশেম টিভির লাইভ অনুষ্ঠানে একজন দর্শকের ফোন, হ্যালো. আমি ঢাকা হতে বলছি, বিএনপির মওদুদ আহমাদ জামাত-শিবিরের প্রশংসা শুরু করলো কেনো গত কিছুদিন ধরে?
উপস্হাপকঃ বিএনপি ছাইড়া এবার জামাতে যোগদানের ধান্ধায় আছে পল্টিবাজ মওদুদ।
কাশেম টিভিতে লাইভে আরেক দর্শকের প্রশ্ন, পাকি হানাদারের চেয়েও দেশীয় রাজাকারদের কেন বেশী ঘৃনা করা হয়।
উপস্থাপকঃ লর্ড ক্লাইভ ও মীরজাফরের মধ্যে লোকে কেন মীরজাফরকে যে কারনে বেশী ঘৃনা করা হয়।
কাশেম টিভিতে দর্শকের প্রশ্নঃ প্রসিকিউশনের দূর্বলতায় কেন কাদের মোল্লা যাবজ্জিবন সাজা পায়?
উপস্হাপকঃ আইনপ্রতিমন্ত্রি গত ৪ বছর ধরে প্রতিদিন বিভিন্ন জায়গায় চাপাবাজি চালিয়েছেন বলে প্রসিকিউশন টাইট দেওয়ার সময় পাননি।
কাশেম টিভিতে দর্শকের প্রশ্নঃ আজকের শাহবাগের জাগরনে অনেককেই আলুপোড়া খেতে দেখলাম। কাস্তে হাতুড়ির লাল পতাকা নিয়ে উনারা ঘুরা ঘুরি করতেছেন।
উপস্হাপকঃ উনাদের সমাবেশে ১০ বা ১২ জনের বেশী লোক হয়না বলে জনতার মহাসমাবেশে এসে তৃপ্তির ঢেকুর তুলছেন।
কাশেম টিভিতে দর্শকের প্রশ্নঃ বিএনপির আগামী দিনের কর্মসূচি কেমন হতে পারে?
উপস্হাপকঃ এই ধরেন নয়া পল্টন হতে জিয়া উদ্যানে গিয়ে জিয়ার মাজার যেয়ারত পর্যন্ত।
একটু ছোট্ট বিরতি নিচ্ছি, আরেক দিন ফিরে আসবো। ততক্ষন পর্যন্ত আমাদের সাথে থাকুন।
©somewhere in net ltd.