নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিউ, মিউ

@

রোকসানা খাতুন লিজা

টুইংকল টুইংকল লিটল স্টার

রোকসানা খাতুন লিজা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হলে সাত খুন মাফ বা ব্লগার হলেই ফাঁসি।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

স্টিকি পোষ্টের দিনমজুরের লিখা দেখে মনে হয়, ব্লগার হলেই তার যাবতীয় পাপ মাফ হবে। হেফাজতির দেখলে মনে হয় সব ব্লগারদের ফাঁসি দিতে হবে। যখন আসিফ দিনের পর দিন উস্কানিমূলক ইসলাম বিদ্বেষী লিখা লিখেছে, ইসলাম কে ইস্লাম, মুসলিমদের সাপের সাথে তুলনা, মুহাম্মদ(সঃ) এর নাম বিকৃতি করে ডাকা সহ তার লিখা আহম্মকপিডিয়া। তখন যারা আসিফকে বাহবা দিতো, এরাই এখন তাকে "ব্লগার" ঢেকে সব ব্লগারদের একত্রিত করতে চাইছেন, তাকে মুক্ত করতে।



সাইদির ফাসির দিন বিচারক বলেছেন, আজকে কোন আল্লামাকে ফাসি দেওয়া হয়নি, আজকে ফাঁসি দেওয়া হয়েছে ১৯৭১ সালের দেলু রাজাকারকে। তেমনি আসিফকে ব্লগার ডেকে সব ব্লগারকে অপমান করবেন না।আসিফকে ব্লগার হিসেবে ধরা হয়নি, ধরা হয়েছে তার ইসলাম ধর্ম বিদ্বেষের কারনে। সে শুধু মাত্র একটা হিটসিকিং ফেইমখোর। সে একটা অপব্লগার। অপরদিকে হিফাজতিরা আমারদেশ পত্রিকার বইরে দেশ দুনিয়া খবরই রাখেন না। ব্লগের ব বুঝেনা, কিন্তু বলছে ব্লগারদের ফাসি চাই।



এই উগ্র আস্তিকতা ও উগ্র নাস্তিকতা হতে মুক্ত একটি দেশ চাই। প্লাস দিনমজুরের ফাঁদে কেউ পা দিবেন না। ব্লগার নাম দিয়ে কিছু অপব্লগারদের মুক্তি চাই না।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: মিথ্যা দায় যারা নিজের ঘাড়ে এনে নিজেদের ক্ষতি করতে ব্যস্ত
এরা আসলে একধরনের পাগল ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

সত্য কথা বলি বলেছেন: সব ব্লগারদের ফাঁসি চাইলো কোথায় ! শনিবারের মহাসমাবেশে সকলেই "নাস্তিক ব্লগার" বললেও আপনি সব ব্লগারদের শুনলেন কোথায় !

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: নিজেদের বিবেক জাগিয়ে তুলুন। মানুষের পৃথিবী গড়ে তুলুন।
Click This Link

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

সাজ২৫৪৫ বলেছেন: আই লাইক্ড ইট । শর্ট এন্ড ক্লিয়ার ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

0গাংচিল বলেছেন: আমি শুধু ধর্ম অবমাননাকারী ব্লগারদের( অল্প কয়েকজন নাস্তিক, যারা দোষী) বিচার চাই। বিচার না হলে বাকি নিরাপরাদ ব্লগারদের নামে যে বদনাম রটেগেছে তা ঠিক হবেনা।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপব্লগার দের কঠিন শাস্থি দেয়া হোক। যাতে বাকস্বাদীনতার নামে কেউ কোন ধর্মকেই ছোট করতে সাহস না পায়।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
লিজা আফুঁ লাইক ++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.