![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে যখন ইসলাম, মুহাম্মদ(সঃ), আল্লাহকে নিয়ে কুরুচীপূর্ন পোষ্ট ও মন্তব্য আসতে থাকে তখন বলেছি, "মুহাম্মদ বিড়াল" লিখার কারনে প্রথম আলো পত্রিকার আলপিন বন্ধ হয়ে গেছে। সম্পাদক মতিউর রহমান খতিব উবাইদুর রহমান এর পা ধরে ক্ষমা চেয়েছিলেন। আর এত কুরুচিপূর্ন লিখার পর কি অবস্হা হবে, মানুষতো একদিন না হয় আরেক দিন জানবে। অন্যান্য ব্লগগুলো দেশের বাহির হতে চালানো হয় বলে ওগুলো ব্যান হলেও চলবে, কিন্তু সামু, সামু ব্লগের মালিকদের এই দেশেই থাকতে হবে। অতএব এদের উপর চাপটা বেশীই থাকবে। তাই সতর্ক হয়ে চলতে বলছি, কিন্তু না উনারা মার্কসবাদী দিনমজুরের পোস্ট স্টিকি করেছেন আরেক দুই মার্কসবাদী-আল্লামা শয়তান ও আসিফকে বাচাঁতে।
পুরো পোষ্টের কোথাও কোন অনুশুচনা নেই, পরবর্তীতে আগের মতো কুরুচীপূর্ন লিখা হবে না তার নিশ্চয়তা নেই, শুধু ব্লগার বাচাঁও বলে আর্তচিৎকার।
আগে এই দেশে লেখালেখি করে দাঙ্গা বাধাঁতো ইনকিলাব পত্রিকা, এখন তার করে আমারদেশ পত্রিকা। লিখার মাধ্যমে মানুষদের উস্কে দিয়ে দাঙ্গা বাধার জন্যে মাহমুদুর ও বাহাউদ্দিনের যেমন বিচার হওয়া উচিত, তেমনি ব্লগে লিখে একটা সম্প্রদায়কে উস্কে দেওয়ার জন্যেও কিছু ব্লগারদের শাস্তি হওয়া প্রয়োজন। নইলে সামুর কপালের অপবাদ টা কখনোই যাবে না। বাক স্বাধিনতার দোহাই দিয়ে নরওয়েতে এমন লিখা লেখা যায়। ওখানে বিয়ে না করে একটা মেয়ে কয়েকটা ছেলে জন্ম দিয়ে পালতে পারে, কেউ কিছু বলবে না। কিন্তু বাংলাদেশে কখনোই সম্ভব নয়। কারন এইদেশের লোকদের ঐ রকম মানসিকতা তৈরী হয়নি। অতএব প্লীজ এই দেশকে ইউরোপ বা আমেরিকান ভাববেন না। আমি ভালো করেই জানি ম্যাডাম জানা এবং অরিল ভাই খুবই ভদ্র মানুষ। অরিল ভাই হচ্ছেন একজন নও মুসলিম। আপনাদের উপর আস্হা আছে এখনো। আপনাদের আশে পাশে কিছু মোসাহেবরা বাকস্বাধিনতার দোহাই দিয়ে ওদের অপকর্ম জায়েজ করতে চাইলেও ওটাই সমগ্র বাংলাদেশের চিত্র নয়।
হেফাজতিদের নিয়ে আমার কোন আশা নেই। বিএনপি-জামাত এদের উস্কে দিলেও পরবর্তিতে এরাই আক্ষেপ করবে এই ঘুমন্ত দানবকে জাগ্রত করার জন্যে।
ম্যাডাম জানা ও সামুর বিরুদ্বে ওদের ক্ষোভ দেখুন,
যে হেফাজতির ফেবুতে এটা পাওয়া গেলো, Click This Link
আশা করি আপনারা বর্তমান পরিস্থিতিতে বুদ্বিমানের কাজ করবেন। অযথ কিছু পতিত বাম, দিনমজুরদের পাল্লায় পড়বেন না।
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
জাতির চাচা বলেছেন: প্রাক্তন খতিবের নামটা সঠিক হয় নাই । এসব লেখালখিতো আমরা ৫/৬ বছর ধরেই দেখে আসছি।কখনো জবাব দিয়েছি কখনো আল্লাহর কাছে তাদের হেদায়েত চেয়ে দোয়া করেছি।এন্টি নাস্তিকরা বরাবরই ব্লগে অবহেলিত এবং নির্যাতিত।সমাজে বিশৃংখলার ভয়ে আমরা কখনোই এসব নিয়ে উচ্চবাচ্চ কোঁরই নাই।কিন্তু রাজিব মারা যাওয়ার পর শাবাগীরা আর সরকার যা শুরু করেছিলো সেই প্রেক্ষাপটে মাহমুদুর আর বাহাউদ্দিনের ভুমিকা যথেষ্ট সময় উপযোগী ছিলো।সামু আমাদের সাথে যে আচরনই করুক নয়া কেন,আমরা সামুকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি।সামুর এই প্লাটফর্ম টিকে থাকুক লক্ষ বছর।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
হাবীবুল বলেছেন: সবাইকে তার কৃতকম্রের ফল অবশ্যই ভোগ করতে হবে , দুদিন আগে আর পরে ।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: See no. 2 comment.
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: সামু কেন ? মাফ চাইবে
প্রথম আলোর মত ব্লগ কারও অধিনস্ত ফেলনা নয় , এটা সারা বিশ্বের
স্বাধীন যোগাযোগ মাধ্যম , এটা বন্ধ হলে উন্নত বিশ্বের চালিকা শক্তি
সহ দেশের অভাবনীয় ক্ষতি ।
বরং অভিযোগ দেন
জরিফে বেঈমান সমালোচকদের ছাটাই করা হবে
কর্তৃপক্ষ