![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাকে ভালোবাসি । তাই বাংলা ভাষা ও বাংলা বানান নিয়ে কিছু করার স্বপ্ন দেখি। যার পরিপ্রেক্ষিতে এই প্রজন্মকে শুদ্ধ বানান চর্চায় আগ্রহী করতে আজীবন প্রচেষ্টা চালাব।
বাংলা বানান অনুশীলন
পর্ব___০৩
হৃদয়ে রেখে ভাষারপ্রীতি, আসুন শিখি শুদ্ধ বানানরীতি ।
আজ কথা বলব একই রকম কিছু শব্দ নিয়ে, যেগুলোতে অর্থের দিক থেকে বিস্তর পার্থক্য রয়েছে এবং এগুলো আমাদের দেশ এবং সমাজে বহুল প্রচলিত ।
অত্র যত্র তত্র
অত্র শব্দের অর্থ ‘এখানে’ যত্র শব্দের অর্থ যেখানে এবং তত্র শব্দের অর্থ সেখানে। আপনারা লক্ষ করে থাকবেন আমাদের দেশের অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত চিঠিপত্রে অনেকেই অত্র শব্দটিকে ‘এই অর্থ প্রকাশে ব্যবহার করা হয় বা লেখা হয় । কিন্তু শব্দটি ব্যাকরণসিদ্ধ নয় । যেমন: অত্র অফিস দ্বারা এখানে অফিস বোঝায়, এই অফিস নয় । তাই আসুন আমরা অত্র অফিস বা অত্র প্রতিষ্ঠান না লিখে, এই/এ অফিস বা প্রতিষ্ঠান লিখি । মনে রাখবেন অত্র শব্দের ইংরেজি প্রতিশব্দ here ।
অংশগ্রহণ / অংশ গ্রহণ
অংশগ্রহণ একটি পদ কিন্তু অংশ গ্রহণ দুটি পদ। আবার উভয়ের অর্থও ভিন্ন ।
অংশগ্রহণ শব্দের অর্থ যোগ দেওয়া । যেমন: প্রধানমন্ত্রী যথাসময়ে সমাবেশে অংশগ্রহণ করেছেন ।
অন্যদিকে, অংশ গ্রহণ বাকভঙ্গির অর্থ ভাগ নেওয়া । যেমন: সামিরা পিতার সম্পত্তির প্রাপ্য অংশ গ্রহণ করেছেন ।
অতন্ত্র এবং অতন্দ্র
অতন্ত্র শব্দের অর্থ তন্ত্রহীন, অনর্থক । অপরদিকে অতন্দ্র শব্দের অর্থ জাগ্রত; তন্দ্রাশূন্য।
আপনি যদি লিখেন , পুলিশ বাংলাদেশের অতন্ত্র প্রহরী। তাহলে এর অর্থ দাঁড়াবে, পুলিশ বাংলাদেশের অনর্থক প্রহরী। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশে পুলিশের দরকার নেই । পুলিশ যদি শুনে তাহলে আপনার কী অবস্থা হবে একটু ভাবতে পারেন?
অথচ বাক্যটি হওয়া উচিত ছিল, পুলিশ বাংলাদেশের অতন্দ্র প্রহরী। মানে পুলিশ বাংলাদেশের জাগ্রত প্রহরী বা সৈনিক ।
এবার বুঝতেই পারছেন, এই শব্দগুলো প্রয়োগের ক্ষেত্রে আপনাকে কতটা সচেতন হয়ে প্রয়োগ করতে হবে। নচেৎ কেল্লা ফতে ।
আজ এপর্যন্তই থাক। আগামী পর্বে আবার দেখা এবং কথা হবে ।
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
মাকামে মাহমুদ বলেছেন: কেউ উপকৃত হলেই আমার শ্রম সার্থক।
২| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:১১
মাআইপা বলেছেন: খুব ভাল হয়েছে পোস্ট। অল্প করেই জানা ভাল।
শুভকামনা রইল
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মাকামে মাহমুদ বলেছেন: জি,
একটা কথা বলব যদি কিছু মনে না করেন।
৩| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
শামচুল হক বলেছেন: অনেক মূল্যবান পোষ্ট। ধন্যবাদ
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মাকামে মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৪| ১১ ই মে, ২০১৮ রাত ১১:২১
মাআইপা বলেছেন: মাহমুদ ভাই বলেন
১২ ই মে, ২০১৮ সকাল ১০:৪০
মাকামে মাহমুদ বলেছেন: আসলে ভাল অর্থ কপাল। আর ভালো অর্থ উত্তম।
৫| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:৫২
মাআইপা বলেছেন:
২ নং মন্তব্যের উত্তরের প্রেক্ষিতে বললাম।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯
পবন সরকার বলেছেন: যারা লেখালেখি করে তাদের জন্য খুব উপকারী পোষ্ট।