নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁশ গ্রহণকারী গর্ত

বাঁশ গ্রহণকারী গর্ত › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

স্বাধীনতা তুমি---------আমারমুখের ভাষা
কবির কবিতা গান
স্বাধীনতা তুমি
হাজার মায়ের বুকের
একটি অবুজ সন্তান।
স্বাধীনতা তুমি---------ছোট শিশুর মুখের
বর্ণিল বর্ণমালা
স্বাধীনতা তুমি
সকালের সূর্য--------- বিকেলের গধূলি বেলা ...।।
“স্বাধীনতা” একটি শব্দ একটি ইতিহাস, একটি ভাষা------হ্রদয় নিংড়ানো ভালবাসা। আবেগ-অনুভূতির প্রাণ। আনন্দ দুঃখ বেদনার সহাবস্থান।
অসম যে যুদ্ধের মাধ্যমে আমাদের প্রাপ্ত যে স্বাধীনতা তার চেতনা আজ কোথায়?
“চেতনা;” চেতনা কি শুধু মাত্র পত্রিকাতে কলাম লেখা, ১৬ই ডিসেম্বর আসলে স্মৃতি সৌধে ফুল দেয়া। এক সপ্তাহ/দেড় সপ্তাহ ধরে মুক্তিযুদ্ধের গান বড় মাইকে রাস্তার মোড়ে মোড়ে শুনানো। ১৬ই ডিসেম্বর আসলেই পতাকা কেনার হিড়িক—মাথায় গায়ে পতাকা জড়িয়ে চলা ইত্যাদি ইত্যাদি।
আজ যখন বাংলাদেশি সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তি পায়, বাংলাদেশের অনুষ্ঠানে যখন হিন্দি নায়কদের ভিড়ে দেশের নায়ক শিল্পিদের স্টেজে যায়গা হয়না, বাংলাদেশের বাজারে যখন ইন্ডিয়ান পন্যের ছয়লাভ, দেশের আমদানি-রপ্তানির বাজারে যখন ইন্ডিয়ার উপর কর্তিত্ব-----তখন আসলে স্বধীনতাটা কোথায় ।
আজ যখন রাস্তার পাশে , বনে বাদাড়ে, নদি-খাল-বিলে, আমার আপনার আত্মীয়-স্বজনের লাশ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে, নারীদের যখন রাস্তায় বের হয়ে ভালভাবে ফিরে আসাটা একটা চ্যালেঞ্জ, বাসা বা রাস্তা থেকে আমার ভাই যখন গুম হয়ে যায়---আর ফেরে না জানে না তার কি অপরাধ, যখন সাধারন মানুষ নিজের মনের আকুতি প্রকাশ করতে পারেনা এমন কি সংবাদ মাধ্যমগুলো মুক ও বধির হতে বাধ্য হয়েছে, অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোকেও বন্ধের প্রস্তাব করা হচ্ছে, তখন “স্বাধীনতার চেতনা” শব্দটার বাস্তবতা নিয়ে প্রশ্নটা থেকেই যায়।
বিশ্ববিদ্যালয়------- শুনতাম নাকি মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এসে এসেও দেখি আমার কন্ঠ রুদ্ধ করার সকল প্রস্তুতি সবসময় প্রস্তুত, যেন আমি মনে হয় বড় অপরাধি। এখানে আপনি ছেলে মেয়ের অবাধ মেলামেশাসহ নীতি গর্হিত সকল কাজ যেমন -- যেনা-ব্যাভিচার ডাকাতি ছিন্তাই , এগুলো নাকি তেমন কোন অপরাধ না। এখানে অপরাধ হল আপনি কাউকে সত্যের দাওয়াত দিবেন। কাউকে বলেছেন কোরান পড়তে হাদিস পড়তে সত্য কথা বলতে অনৈতিক কাজগুলো থেকে দূরে থাকতে তাহলে আপনি নিশ্চিত মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছেন।
তাই ভাবছি এজন্যকি স্বাধীন হয়েছিলাম? চেতনাকে একপাশে রেখে বলতে বাধ্য হচ্ছি যে “৪৩ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি”!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল হয়েছে লেখা ----- আরো লিখুন

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার।+++

লিখতে থাকুন মনের আনন্দে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.