![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩৫ তম বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্টঃ ০১
বিষয়ঃ মানবদেহ
১. মানুষের কালো বা ফর্সা হওয়া নির্ভর করে কিসের উপর?
ক) থায়ামিন খ) =মেলানিন গ) ত্বক ঘ) ক্যারোটিন
২. মানব দেহে কত % খনিজ লবণ থাকে?
ক) ২০ খ) ৫ গ) ৬ ঘ) =৪
৩. মানুষের মস্তিকের ওজন কত কেজি?
ক) ২.৬ খ) ১.৬ গ) ১.৪৬ ঘ)= ১.৩৬
৪. মানুষের ক্ষুদ্রান্ত্রের কত মিটার দীর্ঘ?
ক) ২ খ) = ৭ গ) ৫ ঘ) ৪
৫. মানুষের কোন অঙ্গে মূত্র তৈরী হয়?
ক) মূত্রনালি খ) প্লীহা গ) =কিডনি ঘ) কোনটিও নয়
৬. মানুষের চোখে কোন লেন্স থাকে?
ক) উত্তল খ) অবতল গ) =উভোত্তল ঘ) পিউপিল
৭. হাঁটুর হাড়ের অংশ নয় কোনটি?
ক) টিবিয়া খ) ফিমার গ) স্ক্যাপুলা ঘ) =এনামেল
৮. মানুষের করোটিতে অস্থির সংখ্যা কত?
ক) ৩৩ খ) ২০৬ গ) =২৯ ঘ) ০
৯.মানবদেহের সবচেয়ে কঠিন অংশের নাম?
ক) দাঁত খ) ফিমার গ) =এনামেল ঘ) হাড়
১০. মানুষের রক্তের PH কত?
ক)৭.২ খ)৭.৬ গ) ৭.৫ ঘ) =কোনটিও নয়
১১. নিচের কোনটি এনজাইম নয়?
ক) পেপসিন খ) মল্টেজ গ) অ্যামাইলেজ ঘ)= ট্রিক্সিন
১২. চোখের একটি পলক ফেলতে মানুষের কত সেকেন্ড সময় লাগে?
ক).০০১ খ) .০১ গ).০৪ ঘ)= .৪
১৩. সর্বজনীন গ্রহীতা রক্ত কোনটি?
ক) A খ) B গ) O ঘ) =AB
১৪. দূষিত রক্ত কোথায় বিশুদ্ধ হয়?
ক)কিডনিতে খ) পাকস্থলীতে গ) = ফুসফুসে ঘ) শিরায়
১৫. রক্তরসে পানির পরিমাণ কত %?
ক) ৭০ খ) ৮০ গ) =৯১ ঘ) ৭১
১৬. একটি লোহিত রক্ত কণার গড় আয়ু কত মাস?
ক) ২ খ) ৩ গ)= ৪ ঘ) ৬
১৭. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় কার মধ্যে দিয়ে?
ক) শিরা খ) ফুসফুস গ)= ধমনী ঘ) ত্বক
১৮.মানুষের শরীরের সব চেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক) ফুসফুস খ) ত্বক গ) কিডনি ঘ) =কোনটি নয়
১৯. মানব দেহে কয়টি কশেরুকা থাকে?
ক)২৯ খ) ২০৬ গ) =৩৩ ঘ) কোনটিও নয়
২০. শিশুদের দুগ্ধ দাঁত কয়টি?
ক) ৩২ খ) ৮ গ) ১৮ ঘ) =কোনটিও নয়
Prepared & Edited by
A.B.D M@MIN; BBA (Finance & Banking) RU; Senior Lecturer in Bangla (Uniaid) Mob: 01737 270497
বিঃ দ্রঃ সঠিক উত্তর হলো = চিহ্নধারী অপশনগুলো
©somewhere in net ltd.