![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নজরে সিকান্দার আবু জাফর-
সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে। ১৯৪১ সালে তিনি কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় যোগ দেন। ১৯৫৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা 'সমকাল'-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ৫ আগস্ট সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন।
সিকান্দার আবু জাফর এর উল্লেখযোগ্য রচনাঃ
নাটক-
১. সিরাজউদ্দৌলা (১৯৬৫) ২. মহাকবি আলাওল (১৯৬৬)
৩. শকুন্ত উপাখ্যান (১৯৫২) ৪. মাড়কসা (১৯৬০)
উপন্যাস : মাটি আর অশ্রু (১৯৪২), পুরবী (১৯৪৪), নতুন সকাল (১৯৪৫)
কিশোর পাঠ্য : জয়ের পথে (উপন্যাস, ১৯৪২), নবীকাহিনী (জীবনী, ১৯৫১)
কাব্য : প্রসন্ন প্রহর (১৯৬৫), বৈরী বৃষ্টিতে (১৯৬৫), তিমিরান্তিক (১৯৬৫)
কবিতা-১৩৭২ (১৯৬৮), বৃশ্চিকলগ্ন (১৯৭১)
অনুবাদ : রুপাইয়া ওমর খৈয়ামত (১৮৬৬), সেন্ট লুইয়ের সেতু (১৯৬১),
বার্নার্ড মালামুডের ‘জাদুকর কলম’ (১৯৫১), সিংয়ের নাটক (১৯৭১);
গান : মালব কৌশিক (১৯৬৯)।
এ ছাড়াও তিনি বিভিন্ন ভাবধারার ছয় শতাধিক গান রচনা করেন
পুরস্কার ও সম্মাননাঃ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন ১৯৬৬ সালে।
আরো তথ্য পেতে নিচের পেজে লাইক দিন।
https://www.facebook.com/pages/Abd-Mamin/608290299282468
©somewhere in net ltd.