![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন শান্তি বর্ষিত হচ্ছিল সৃষ্টিকুলের উপর, তখন আমার জন্মই হয়নি। যখন শান্তি কি জিনিস বুঝতে পারলাম, তখন আমি শান্তির পথ থেকে অনেক দূরে ... অশান্ত সাগরে একলা মাঝি
আর রাতে কোনো রুপকথা নেই
ব্যান্ড: ওল্ড স্কুল (নর্থ সাউথ ইউনিভার্সিটি)
ডাউনলোড করেন: এখানে গুতান
লিরিক্স: আহসানুস সাকিব
"চাঁদমামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা, হয়না নেওয়া - আমি" (২)
রোজ রাতে আর চাঁদের বুড়ি , কাটেনা চরকা রোজ
ও বুড়ি তুই আছিস কেমন, হয় না নেওয়া খোঁজ।
"কোথায় গেলো সে রুপকথার রাত, হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পখ্খীরাজ , সে ঘোড়া।" (২)
কেড়ে নিলো কে সে?? আজব সময়, আমার কাজলা দিদি।
কেরে তুই, কোন দৈত্য দানো??? - সব যে কেড়ে নিলি
কেরে তুই, কেরে তুই, সব সহজ শৈশবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক বরজে
তুই কেরে, তুই, যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি, কোনো এক ভুল স্রোতে।
তুই কেরে, তুই , সব সহজ শৈশবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক বরজে
তুই কেরে , তুই , যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলী, কোনো এক ভুল স্রোতে।
"আলাদিন আর জাদুর জ্বিনি, আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি, ভীষণ রকম, সময় তো নেই কোনো " (২)
আলীবাবা, দরজা খোলা, চল্লিশ চোর এলে
সিন্দাবাদ টা একলা বসে, আছে সাগর তীরে।
"সময় টা আজ কেমন যেনো, বড় হয়ে গেছি আমি
তারা-গুলো, আজও -মেঘের- আড়াল, কোথায় গিয়ে নামি" (২)
কেড়ে নিলো কে সে, আজব সময়, আমার কাজলা দিদি।
কেরে তুই, কোন দৈত্য দানো, সব যে কেড়ে নিলি??
কেরে তুই, কেরে তুই, সব সহজ শৈশবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক বরজে
তুই কেরে, তুই, যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি, কোনো এক ভুল স্রোতে।
তুই কেরে, তুই , সব সহজ শৈশবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক বরজে
তুই কেরে , তুই , যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলী, কোনো এক ভুল স্রোতে।।
১৬ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫৭
নূর-ই-আল-মামুন বলেছেন: ঠ্যাংখু
২| ১৯ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৮
একজন আনাছ বলেছেন: মামুন্ডা ! জাস অসাম ! (NJAH বলদ )
৩| ১৯ শে জুন, ২০১২ রাত ১১:১৯
শাহরিয়ার মামুন১ বলেছেন: চখাম
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১১ রাত ৯:৪৯
জিসসান বলেছেন: গানটা ভালো হয়েছে।