![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো ভক্ত টেলিফোনে খবর জানতে চায় আমি নাকি বেঁচে নাই আর এই দুনিয়ায় যত ভক্ত ভাই-বোন আমার তাদের একা করে জন্মের মত আমি নাকি চলে গেছি পরোপারে শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা বেঁচে আছি ঠিকই মনটা গেছে মরে। আর একটা কথা সবাই ভাববেন যে এখানে একটা মজনু এসেছে নতুন এ যুগের
নরসিংদীর ছেলে আমি মামুন খাঁন আমার নাম
এই জীবনে পাইলামনাতো আমার ভালবাসার দাম
সুখের আশায় জীবন গেল পাইলামনা তার দেখা
আর কতদিন রইবো আমি এই দুনিয়ায় একা
মনের কষ্টে দুই নয়নে রে... অশ্রু ঝড়ে অবিরাম
মামুন খাঁন আমার নাম।
নরসিংদীর ছেলে আমি মামুন খাঁন আমার নাম।
আশা ছিল বান্ধিবো ঘর গড়বো সুখের সংসার
জীবন ভইরা বাঁইচা রবো লইয়া প্রেমের অহংকার
মনের আশা মনে রইলো রে......এই কি প্রেমের পরিনাম।
মামুন খাঁন আমার নাম।
নরসিংদীর ছেলে আমি মামুন খাঁন আমার নাম।
সরল মনে দাগা দিবে আগে বুঝতে পারিনাই
নিঠুর প্রিয়া ভালোবাইসা বুকেতে দিলোনা ঠাঁই
বাঁইচা থাকার নাইতো আশা রে.....মইরা গেলে বাঁচিতাম।
মামুন খাঁন আমার নাম।
নরসিংদীর ছেলে আমি মামুন খাঁন আমার নাম।
ইতি
তোমার ভালবাসার ভিখারী
মামুন খাঁন
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪২
মিঠাপুর বলেছেন: কোবতে্ব
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩১
চানাচুর বলেছেন: যতোই পড়ছি ততোই আমি আপনার ভক্ত হয়ে যাচ্ছি:!>
৪| ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৮
ডেভিড বলেছেন: শামসুর রহমানের শুন্য স্থানে পূরণে নরসিংদীর আর একজন কবির অপেক্ষায় ছিলাম..আমরা পাইলাম ..উহাকে পাইলাম
৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:০০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কোপাইলাইছেন মামু ।
কবিতা চখাম হইছে ।
৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:০৭
নোবিতা রিফু বলেছেন: ভাই, আমি আপনার ফ্যান হতে চাই... :!> :#>
৮| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:০৯
তাসিম বলেছেন: আপনার পাঙ্খা হয়া গেলাম।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোপা মাম্মা কোপা স্টাইল!!! সেই কবিতা!!!!!!!!!!
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
তাসজিদ বলেছেন: পাঙ্খা হয়া গেলাম :!> :!> :!>
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৫
বৈকুন্ঠ বলেছেন: খাঁন সাব,,,, সেইরাহাম ঐসে কবিতা। এইবার মাহমুদা পুরা কাইত। তবে খাঁন সাব,, আপনে নরসিংদীতে কাইব্যচর্চা চালু রাইখেন.... মহাকবি মাইকেল মেহেদীর যোগ্য উত্তরসূরী হৈতারবেন ইনশাল্লাহ