![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো ভক্ত টেলিফোনে খবর জানতে চায় আমি নাকি বেঁচে নাই আর এই দুনিয়ায় যত ভক্ত ভাই-বোন আমার তাদের একা করে জন্মের মত আমি নাকি চলে গেছি পরোপারে শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা বেঁচে আছি ঠিকই মনটা গেছে মরে। আর একটা কথা সবাই ভাববেন যে এখানে একটা মজনু এসেছে নতুন এ যুগের
মুজমাল অর্থ সংক্ষিপ্ত । ঈমানে মুজমাল কালেমায় ঈমানের যাবতীয় বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে বলা হয় । আর এসবই ঈমানের মূল বিষয় । আল্লা্হ্ এবং রাসূল (সাঃ)-এর যাবতীয় কথাকেই আমরা সত্য বলে বিশ্বাস করি. সে অনুযায়ী আমল করাকেই আল্লা্হকে খুশী করার উপায় বলে একীন করি । কিন্তু এর সব কিছুর মূলে যে কথা নিশ্চিত সত্য বলে বিশ্বাস করি তা হল. আল্লা্হর যত নাম ও গুন রয়েছে. অর্থাৎ যে অনন্ত শক্তি. ক্ষমতা ও গুনাবলীর তিনি মালিক. তার সব কিছু সত্য জেনেই অদ্বিতীয় লা শরীক আল্লা্হর প্রতি বিশ্বাস স্হাপন করলাম এবং তার যত আদেশ -নিষেধ ও হুকুম -আহকাম রয়েছে তাও মানার জন্য শিরোধার্য করে নিলাম । ঈমানের এই সংক্ষিপ্ত রুপ বা সারমর্মকেই বলা হয় ঈমানে মুজমাল বা মূল ঈমান ।
উচ্চারনঃ আমানতু বিল্লাহি কামা হুওয়া বিআসমাইহী ওয়া সিফিতিহী ওয়া কাবিলতু জামী.আ আহকামিহী ওয়া আরকানিহী ।
অর্থঃ আল্লা্হ্ যেমন তার নাম ও গুনাবলীর সাথে আছেন. তেমনি ভাবেই তার প্রতি বিশ্বাস স্হাপন করলাম এবং তার যাবতীয় হুকুম শিরোধার্য করে নিলাম ।"
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১২ রাত ৮:৫৪
মনিরুল হাসান বলেছেন: ভালো পোস্ট। ঈমানে মোফাসসালটাও সাথে দিয়ে দিলে ভালো করতেন।