![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
মোটর বাইকে চলাচল রে নয়তো ফুলশয্যা।
ফুটপাতে বাইক তুলতে তোদের লাগেনা কভু লজ্জা?
ফুড়ুৎ ফুড়ুৎ পিক-আপ বাড়াস,
আবার দেখি হর্নও বাজাস।
নারী-পুরুষ নাই পরোয়া,
রাস্তা কি তোদের ঘরোয়া?
দোষ দিব কি রক্ত খারাপ নষ্ট অস্থিমজ্জা।
মোটর বাইকে চলাচল রে নয়তো ফুলশয্যা।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২১
মামুনুর রহমান খাঁন বলেছেন: একদম ঠিক বলেছেন। আমারও ইচ্ছে হয় গজারি নিয়ে দাঁড়িয়ে থাকতে। সিটি করপোরেশন বহু বছর পর হাঁটার উপযোগী ফুটপাথ তৈরি করেছে। কিন্তু এদের উৎপাতে হাঁটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদের ঠেকাতে এখন ফুটপাথে খাম্বা লাগিয়েছে কিন্তু তারপরও ফুটপাথে উঠার জন্য এরা মরিয়া। এত অসভ্য মানুষ কিকরে হয়?
২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে না তার হাজার টা প্রমাণের মাঝে একটা ফুটপাতে মটর সাইকেল চালক । নিম্ন শ্রেণীর মন মানষিকতায় তারা অনেক কিছুই করে তার মধ্যে ফুটপাতে মটর সাইকেল । আপনাকে ধন্যবাদ আওয়াজ তুলেছেন, ধন্যবাদ আপনি আমাকেও লিখতে আগ্রহী করেছেন ।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২
মামুনুর রহমান খাঁন বলেছেন: তথাকথিত পুঁথিগত বিদ্যা দিয়ে সত্যিকারের মানুষ তৈরি হতে পারেনা। নৈতিক শিক্ষার বড় আকাল আজকাল। পরিবার, সমাজ, স্কুল-কলেজ কোথাও এর চর্চা নেই। সবাই যেন রেসে দৌড়াচ্ছে। আশেপাশে তাকানোর সময় কারও নেই। ঘোড়া যখন দৌড়ায় তখন তার সামনে যা-ই আসুক না কেন সে হয় দলে নাহয় ডিঙিয়ে চলে যায়। আমরা সবাই যেন এখন ঘোড়া হয়ে গেছি। সভ্যতার লেশমাত্র নেই আমাদের কথায়, চাল-চলনে, আচার-ব্যবহারে। আফসোস
৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭
মেহেদী সেতু বলেছেন: dekar keu nai tai tara beporoa..........
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬
মামুনুর রহমান খাঁন বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭
কালীদাস বলেছেন: মাঝে মাঝে মনে হত ব্যাট নিয়ে ফুটপাতে দাঁড়াই। দুয়েকবার ড্যামেজের শিকার হলে হয়ত এই ইডিয়টগুলো বুঝবে।