![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
দেখে-শুনে পথ চলি রাজধানী ঢাকাতে,
তবু কেন গাড়ীগুলো চলেনা যে ফাঁকাতে।
কোথা থেকে ছুটে এসে যেন মারে ধাক্কা,
একটু হলেই কেউ পেয়ে যাবে অক্কা।
পার হতে রাস্তায় দেখে নিও বাতিটা,
বাইকগুলো কেন এত করে কেরামতিটা।
জেব্রার ডোরা আঁকা ছিল আগে রাস্তায়,
ফুটব্রীজ ছাড়া লোকে পার হতো সস্তায়।
ফুটপাথে হকারেরা যেন বসে মেলাতে,
হাটা বড় দুষ্কর বাইকের ঠেলাতে।
কোথা থেকে উড়ে এসে খসে পড়ে ইট-কাঠ,
বেখেয়াল হলে পরে মারা যাবে নির্ঘাৎ।
গাদাগাদি করে বাসে প্রতিদিন যাত্রা,
সেই সাথে বাড়তেছে গরমের মাত্রা।
রাস্তাটা জুড়ে থাকে রিক্সা-ঠেলা-ভ্যান,
জ্যাম নিয়ে প্রণান্ত ট্রাফিক পুলিশ-ম্যান।
রিক্সায় চড় যদি ভাড়া নিও মিটিয়ে,
তানাহলে মেজাজটা দেবে শেষে চটিয়ে।
কেউ কেন মানে না যে ট্রাফিকের আইনটা,
যেখানে সেখানে ঝুলে বিলবোর্ড সাইনটা।
অনিয়ম এ শহরে যেন এক ক্যান্সার,
মুক্তির উপায়টা দেয়না কেউ এ্যানসার।
প্রাণের শহর তবু আমাদের ঢাকা ভাই,
মন খুলে কবিতায় সে কথাই বলে যাই।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
মোটামুটি ভালো হয়েছে কবিতা।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০১
মামুনুর রহমান খাঁন বলেছেন: অনেক দিন আগের লেখা। ধন্যবাদ
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: ঢাকা শহর বিষাক্ত সাপ হয়ে গেছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১:০৫
মামুনুর রহমান খাঁন বলেছেন: হ্যা এই শহর পরিত্যাক্ত করতে হবে, বেশি দুরে নয়
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রোকনুজ্জামান খান বলেছেন: মোটামোটি ভালই ।