![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
১.
চম্কে দিয়ে রাত বিরেতে যখন তুমি ডাকো,
হৃদয় গগন মাঝে খুশির আল্পনা এক আঁকো।
হরেক কথার মাঝে আবার চুপটি করে থাকো,
ছল্ করে কোন গোপন কথায় মুখটি তোমার ঢাকো?
২.
তুমি আমার আসলে কাছে আত্মহারা হয় যে মন,
লেবেনচুস আর খেলনা পেলে শিশু হাসে ঠিক যেমন।
তোমার চোখের দৃষ্টিতে গো হৃদয় আমার হয় যে খুন,
মনো-বীণায় বাজতে থাকে নতুন রাগের নতুন ধুন।
৩.
তোমার মনের ফুলদানীতে কী ফুল সে শোভা পায়?
কাননে কাননে খুঁজিয়া বেড়াই দিতে তারে তব পা’য়।
৪.
ভুলে ভরা জীবনে ভুলের বাড়িওনা মাত্রা,
শুধরে নিয়ে ভ্রান্তি করো নতুন পথে যাত্রা।
৫.
তোমার দুখের দিনগুলোতে
রব যদি হয় অন্ধ,
জেনো তুমি নও একেলা
আমি আছি বন্ধু।
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
মামুনুর রহমান খাঁন বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
শাহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগলো
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে বলেই ধন্যবাদ জানাচ্ছি