নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনুর রহমান খাঁন, পেশায় সফট্‌ওয়্যার প্রকৌশলী। নজরুলগীতি বিষয়ক একটি ওয়েব পোর্টাল করেছি নজরুলের গানকে সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে। লিঙ্ক: https://nazrulgeeti.org

মামুনুর রহমান খাঁন

একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।

মামুনুর রহমান খাঁন › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অনুকাব্য: পর্ব-২

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

১.
ভয় কি আমার বাঁচবো আমি
উচ্চ করে শির,
প্রতিবাদে যে যায়না দমি
সেই তো আসল বীর।

২.
জনগন পাচ্ছে সাজা
কোন জনমের পাপের?
ভাবখানা তো এমন, যেন
দেশটা ওদের বাপের।

৩.
ধর্ম নিয়ে অধর্ম সব
হচ্ছে দিনে ও রাতে।
কে বলেছে ধর্ম আমার
সঁপেছি ওদের হাতে?

৪.
উন্নয়নের জোয়ারে
বাস করি সব খোয়াড়ে।
নেতা-ক্ষেতা পুলিশ-ফুলিশ
গঙ্গা-জলে ধোয়ারে।
মানুষ মারা বঙ্গদেশে
ছেলের হাতের মোয়ারে।

৫.
ভিআইপিদের উৎপাতে
হাটতে মানা ফুটপাতে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে বাঁচতে হলে এই দেশ ছেড়ে পালাতে হবে।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মামুনুর রহমান খাঁন বলেছেন: পালাতে চাইনা :(

২| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: দেশটা আসলেই কিছু লোকের বাপের সম্পত্তি মনে হয়!

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মামুনুর রহমান খাঁন বলেছেন: হুম

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কাব্য অণু হলেও কিছু ধ্রুব সত্য উঠে এসেছে। চিত্রিত হয়েছে আমাদের সমাজে ঘটে যাওয়া অসংখ্য অসংগতি থেকে কিছুর অসংগতির ছবি।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মামুনুর রহমান খাঁন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আবু আফিয়া বলেছেন: কবিতাটি ভাল লেগেছে, আসলে তাই হচ্ছে

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুতে অনুতে পরমানু দ্রোহ ;)

সত্য বলা মহাপাপ শোনা কথাটা যেন বাস্তবে ফলে অবরুদ্ধ সময়ে!

দারুন অনুকাব্যে +++

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মামুনুর রহমান খাঁন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.