নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনুর রহমান খাঁন, পেশায় সফট্‌ওয়্যার প্রকৌশলী। নজরুলগীতি বিষয়ক একটি ওয়েব পোর্টাল করেছি নজরুলের গানকে সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে। লিঙ্ক: https://nazrulgeeti.org

মামুনুর রহমান খাঁন

একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।

মামুনুর রহমান খাঁন › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অনুকাব্য: পর্ব-৩

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

১.
কেরোসিনের আগুনে
লাভ আর ক্ষতি না গুনে
পুড়ব আজি ভালোবাসার খ্যাতা।
বলবি কি তুই আমারে
দিলাম ‘পাখি’ জামারে
তবু কেন তুই আমার উপর চ্যাতা?

২.
বসন্ত এসেছে না‌কি তোমা‌দের ফুলবাগা‌নে?
আমি নয় জি‌রি‌য়ে নিই, আমারই ঘুমবাগা‌নে।

৩.
সাম‌নের বাসার কুত্তাডা‌রে থামান না ভাই কেউ,
‌দি‌নে রাইতে চ‌ব্বিশ ঘন্টা করতা‌ছে ঘেউ ঘেউ।

৪.
বিড়ম্বনা ফেরি-ঘাটে বাসে ট্রেনে ও লঞ্চে,
ঘরে ফেরার আনন্দ কি মাটি হয় তাতে কন্‌চে’?

৫.
মাঝে মাঝে মনের মাঝে লাগে ভীষণ খটকা —
জীবন তবে পড়ল কি গো ফেসবুকেতে আটকা?
স্ট্যাটাস কমেন্ট লাইক ছাড়া যায় না দিনও একটা।
ধন্য হলো কেনা বুঝি ট্যাবলেট পিসি ম্যাকটা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ট্যাবলেট, পিসি ম্যাক ধন্য হোক বা না হোক জীবনটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

মামুনুর রহমান খাঁন বলেছেন: :(( হতে আর বাকি নেই ভাই। নেশার চেয়ে খারাপ এই সোশাল মিডিয়া। সুখি মানুষগুলো অসুখি হয়ে যাচ্ছে ফেসবুকের কারনে।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: :(( হতে আর বাকি নেই ভাই। নেশার চেয়ে খারাপ এই সোশাল মিডিয়া। সুখি মানুষগুলো অসুখি হয়ে যাচ্ছে ফেসবুকের কারনে।

একদম ঠিক বলেছেন। মানুষের চরিত্র পাল্টে যাচ্ছে। নৈতিকতা একেবারে জলাঞ্জলি দিয়ে ফেলছে। এইজন্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরও তাতে আমার কোন অ্যাকটিভিটি নেই। একদম ফাঁকা গড়ের মাঠ করে রেখেছি।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

মামুনুর রহমান খাঁন বলেছেন: :)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কাব্য অণু মর্মার্থ ব্যাপক।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ উপভোগ্য। মজা পেলাম।

রইল বৈশাখী শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ। আপনাকেও বৈশাখী শুভেচ্ছা

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

কাওসার চৌধুরী বলেছেন:


ভাল লেগেছে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪২

মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.