![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
খতিয়ে দেখবো দুর্ঘটনা
খতিয়ে দেখবো খুন,
ত্রাণের চাল লুকালো কারা
গুম হলো তেল-নুন।
রিজার্ভ চুরি খতিয়ে দেখবো
বাদ যাবে না শেয়ার,
ভেবেছো আমায় অকর্মণ্য?
করিনা কিছু কেয়ার?
ইনকাম-ট্যাক্স খতিয়ে দেখবো
খতিয়ে দেখব আহার,
কাকে কাকে ম্যানেজ করে
কেটেছ ক’টা পাহাড়?
খতিয়ে দেখবো মাদক চালান
খতিয়ে দেখবো বর্ডার,
ক’টা লাশ ফেলেছ কবে
কে দিয়েছে অর্ডার?
ব্যাংক লুটেছ? খতিয়ে দেখবো
বেগম পাড়ায় নাকি,
বাড়ি কিনেছ কোথায় কোথায়?
ট্যাক্স দিয়েছ ফাঁকি?
খতিয়ে দেখবো সড়ক-সেতু
খতিয়ে দেখবো টেন্ডার।
নিয়োগ কর্ম খতিয়ে দেখবো
খতিয়ে দেখবো জেন্ডার।
খতিয়ে দেখবো পরিবহন
খতিয়ে দেখবো শ্রমিক,
খতিয়ে দেখবো গুম-হত্যা
করছে কারা ক্রমিক।
খতিয়ে দেখবো ডেস্কো-ওয়াসা
খতিয়ে দেখবো রাজউক,
খতিয়ে দেখবো মন্ত্রণালয়
পাগলা-ঘন্টি বাজুক।
স্বাস্থ্য-সেবা খতিয়ে দেখবো
খতিয়ে দেখবো ডাক্তার,
খতিয়ে দেখবো আইন-আদালত
পাইক-পেয়াদা-মোক্তার।
পেপার-টিভি খতিয়ে দেখবো
খতিয়ে দেখবো খবর।
খতিয়ে দেখবো তলে তলে
খুড়ছ নাকি কবর?
খতিয়ে দেখবো সুচি মোদি
খতিয়ে দেখবো ট্রাম্প,
খতিয়ে দেখবো ঘোড়া ডিঙিয়ে
কে দিচ্ছে জাম্প।
৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৩৭
মামুনুর রহমান খাঁন বলেছেন: লাভ নেই বলেই বিষয়টা কেবল কথার কথা হয়ে দাড়িয়েছে। ওনারা বলেন, আমরা শুনি আর ভুলে যাই।
ধন্যবাদ আপনাকে।
২| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:০৪
কবীর হুমায়ূন বলেছেন: অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লেগেছে। শুভ কামনা কবি।
৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৩৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: অনেক ধন্যবাদ #কবীর হুমায়ূন
৩| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আশায় থাকলাম।
৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৩৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: আমিও
৪| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: সরকার পারে শুধু খতিয়ে দেখতে আর তদন্ত করতে।
৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৪১
মামুনুর রহমান খাঁন বলেছেন: আমরা তো এতেই খুশি। জবাবদিহি আমরা কখনো চাইনা, তাই পাইনা।
ধন্যবাদ আপনাকে।
৫| ৩০ শে জুন, ২০২০ রাত ১২:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। সব কিছু আপনি audit করতে চাচ্ছেন।
৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৪১
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
৬| ৩০ শে জুন, ২০২০ রাত ১:২৪
নেওয়াজ আলি বলেছেন: সুললিত
৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৪২
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
৭| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫
করুণাধারা বলেছেন: দারুন! দারুন!
আমরা সব খতিয়ে দেখব, কোন কিছু বাদ দেব না।
৩০ শে জুন, ২০২০ রাত ১০:৫৩
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
৮| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:০১
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
তা অনেক দিন পর একটি পোস্ট দিয়ে থেমে গেলেন নাকি?
০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১২
মামুনুর রহমান খাঁন বলেছেন: ব্লগে নিয়মিত আসা হয়না বিভিন্ন কারনে। ব্যস্ততা তো আছেই।
নিয়মিত না হলেও ব্লগ কিন্তু ছেড়ে দিইনি। ধন্যবাদ আপনাকে।
৯| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৬
ঢুকিচেপা বলেছেন: চমৎকার লাগলো আপনার ছন্দময় কবিতা।
অঃটঃ আপনার নজরুলগীতির ওয়েব পোর্টাল দেখলাম, ভাল লেগেছে এবং আশা করিছি অনন্য হোক।
আমার একটি ব্যক্তিগত প্রস্তাব আছে তা হলো, অনেক কঠিন কিছু শব্দ উনি ব্যবহার করেছেন,
এই শব্দগুলো নিয়ে একটি অভিধান করা।
আপনার পেজে প্রতিটা গানের ক্ষেত্রে যেমন বাণী, রাগ ও তাল, ভিডিও, স্বরলিপি ট্যাব আছে তেমনি পাশে একটি ট্যাব থাকবে ঐ গানে ব্যবহৃত শব্দের মিনিং।
বোঝাতে পারলাম কিনা জানিনা।
ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:১৪
মামুনুর রহমান খাঁন বলেছেন: ভালো প্রস্তাব। দেখি করা যায় কিনা। ধন্যবাদ
১০| ৩০ শে জুন, ২০২২ রাত ৯:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ মনে হয়েছে।
১১| ৩০ শে জুন, ২০২২ রাত ৯:১৪
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২০ রাত ১১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ বললে কম বলা হয়।
খতিয়ে দেখে কী লাভ?