নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন পোকা০০৭

আমি খুব নিরীহ ...আমাকে মারবেন না ...

মামুন পোকা০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাবা

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

বাবা

যার জন্য দেখেছি পৃথিবীর আলো

শিখেছি হাটা তোমার হাত টি ধরে

যার জন্য মাথা উচু করে বাঁচি

তোমায় ছাড়া পৃথিবীটা নড়বড়ে ।



যার জন্য আকাশের বুকে চাঁদ

আকাশে আজও উড়ে পাখি

যাকে ছাড়া একা একা বসে কাঁদা,

সে আর কেউ নয় তুমি প্রিয় বাবা ।



শিখিয়েছ তুমি সদা সত্য বলতে

বলেছ তুমি কখনো পেওনা ভয়

থমকে গিয়েছি পথ চলতে দেখে কাদা

তখন ও পাশে ছিলে তুমি বাবা ।



ভালো মন্দের দন্দে যখন আমি

বুঝিনি কোনটি ভালো

আর কোনটি যে ধোকা

বলেছ হেসে পাশে আছি ভয় পাস কেন খোকা ।



হয়েছি আমি বড় ,তবু তুমি পাশে আছ

কখনো ছারোনি একা

দ্রুবতারার মত তুমি

আমার নির্দেশিকা ।



সারাটা জীবন চাই পাশে চাই

চাই নির্মল হাসি

কখনো বলিনি বাবা তোমায় কতটা ভালোবাসি ।



তুমি আমার মাথার ছায়া

সবচে আপন জন

বাকিটা জীবনও বাবা তোমায় বড় প্রয়োজন ।



তোমার চাওয়া ,তোমার আবদার

হতে দেবোনা কো বাসী .

বলছি আজি বাবা তোমায়

অনেক ভালোবাসি .

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.