![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছি পড়া শুনার জন্য ...বাংলাদেশের ইমিগ্রেসন সম্পর্কে কোনো ধারণা নাই ..এয়ার পোর্টে কতক্ষণ আগে যাব , কোনো ট্যাক্স দিতে হবে কি না , কি কি প্রবলেম হতে পারে ইত্যাদি সম্পর্কে ডিটেল ধারণা দিলে খুব উপকৃত হবো..
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
মামুন পোকা০০৭ বলেছেন: ভাই অনেক ধন্যবাদ ....আমি মালয়েশিয়া যাবো..আমি ডলার এর বেপারে confused ..ব্যাঙ্ক তো বলতাসে ২০০ ডলার এর বেশি indorsement করা যাবে না ..আমি কি indorsement ছাড়াও ডলার নিতে পারবো...?
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৬
স্টকহোম বলেছেন: ১/এয়ারপোর্টে কমপক্ষে ৩ ঘন্টা আগে গেলেই ভালো।
২/ট্যাক্সের ব্যাপারটা অনেকে টিকেট কিনার সময় জেনে নিবেন।
৩/অপরিচিত কারো কোন ব্যগ,লাগেজ বা প্যাকেট ক্যারি করবেন না। দেশ থেকে পরিচিত কেউ যদি কোন কিছু আপনার মাধ্যমে কাউকে কিছু পাঠাতে চায় এবং কোন প্যাকেট দেয়, সেটার ভেতরে কি আছে তা ঐ লোককেই খুলে দেখাতে বলবেন।
৪/শীত প্রধান দেশ হলে প্রয়োজনীয় কাপড়, জ্যাকেট বংগ বাজার থেকে কিনে নিন।তবে অতিরিক্ত না কাপড় কিনাই ভালো।
৫/বাংলাদেশী খাবার/রান্নার মসলাপাতি এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, তবে ইমারজেন্সী ফেইস করার জন্য সাথে অল্প কিছু নিতে পারেন। তবে সেটা অবশ্যই মেইন লাগেজে রাখবেন।
মনে রাখবেন, দেশের বাহিরে আপনিই কিন্তু আপনার দেশের একজন অলিখিত এ্যামব্যাসাডর, আপনাকে দিয়েই আপনার দেশকে সবাই চিনবে।
আপনার যাত্রা শুভ হোক।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩
মামুন পোকা০০৭ বলেছেন: ভাই অনেক ধন্যবাদ
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: এয়ারপোর্টে ৩ ঘন্টা আগে যাওয়া ভাল। প্রথমে গিয়ে এয়ারলাইন্সের কাউন্টার থেকে বোর্ডিং পাস নিবেন। তারপর ইমিগ্রেশনের একটা ফর্ম ফিল-আপ করে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যাবেন। কোন ট্যাক্স দিতে হবে না। এডমিশন আর ফান্ডিং-এর কাগজপত্র সাথে রাখবেন (যদিও সেগুলো চেক করা ইমিগ্রেশনের দায়িত্ব না; কিন্তু যদি করে)। তারপর সুন্দরমত বোর্ডিং পাসে লেখা গেট নম্বর অনুসরন করবেন।
সব মিলিয়ে তেমন কোন প্রবলেম নাই। এডমিশন আর ভিসাটাই মেইন প্রবলেম যেটা আপনি ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছেন। আর হ্যা, সাথে টাকাপয়সা নিয়ে যাইয়েন। ইউরোপ-আমেরিকায় গেলে অন্তত দুই-তিন হাজার ডলার/ইউরো।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
মামুন পোকা০০৭ বলেছেন: ভাই অনেক ধন্যবাদ ....আমি মালয়েশিয়া যাবো..আমি ডলার এর বেপারে confused ..ব্যাঙ্ক তো বলতাসে ২০০ ডলার এর বেশি indorsement করা যাবে না ..আমি কি indorsement ছাড়াও ডলার নিতে পারবো...?
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: এনডোর্সমেন্ট আসলে অনেকটাই লোক দেখানো। ব্যাংকের কথামত ২০০ ডলার এনডোর্স করেন। আর চিপা-চুপা দিয়া আরো ডলার নিয়া যান। এইগুলা নিয়া কেউ মাথা ঘামায় না। আমি আমেরিকায় আসার সময় তিন হাজার ডলারের মত নিয়ে এসেছিলাম। মালএশিয়ার জন্য হয়ত এত টাকা লাগবে না। আপনি কি KL এ যাচ্ছেন?
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২
মামুন পোকা০০৭ বলেছেন: yes ..আমি KL যাবো
৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫
পাগলা জগাঈ বলেছেন: "কমোডে বসে হাগা" শিখে নিবেন
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: প্রথম কথা হলো ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কোন ব্যাপার নাই এখানে। প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার মানুষ আকাশপথে চলাচল করে, তাদের অনেকেই আপনার মতো প্রথম থাকে, আমরা ও ছিলাম একসময়। এছাড়া বাংলাদেশ থেকেও পড়াশুনা জানেন না এমন অনেক ভাই বোনেরা প্রতিদিনই ভাগ্য অন্বেষণে কোন না কোন দেশে চলে যাচ্ছেন, তেমন কোন সমস্যা ছাড়াই। সেক্ষেত্রে আপনি তো পড়াশুনা জানা মানুষ।
দুই দেশের ইমিগ্রেসনের জন্যই আপনি যদি ছাত্র ভিসা নিয়ে আসেন তাহলে কলেজের ভর্তির কাগজপত্র সাথে রাখবেন। আর যদি পর্যটক ভিসায় আসেন তাহলে হোটেল রিজারভেশন এইসব রাখতে পারেন, যদিও তা জরূরী নয়।
ঢাকা বিমানবন্দরে দুই আড়াই ঘন্টা আগে রিপোর্ট করলে ভালো। ঢাকা-কুয়ালালামপুরে এখন প্রতিদিন প্রায় ৬টা ফ্লাইট, ভাগ্য ভালো থাকলে পরিচিত কাউকে পেয়ে ও যেতে পারেন।
কোথাও কোন ট্যাক্স লাগবে। কেননা ট্যাক্স আপনার টিকেট এর সাথে কেটে রাখা হয়েছে।
কুয়ালালামপুরে কোথায় পড়বেন? আর কুয়ালালামপুরের বিমানবন্দর থেকে শহরে আসবেন কিভাবে?
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
মামুন পোকা০০৭ বলেছেন: করিম ভাই ..অনেক ধন্যবাদ ..
৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: বদলে যাচ্ছে কুয়ালালামপুর, বদলে যাচ্ছে মালোয়েশিয়া . . .
মালয়েশিয়ায় কেনাকাটা
আপনার জন্য শুভকামনা ।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
নাহিদ তামিম বলেছেন: জানালার বাইরে হাত দিবেন না আর জানালা দিয়ে থুথু ফেলবেন না।
আপনি যেহেতু ১ম যাচ্ছেন বোডিং এর সময় বলবেন Window সিট দিতে।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২৬
বাংলার নেতা বলেছেন: একঃ টিকিট এবং ভিসা সহ পাসপোর্ট, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাগজপাতি সাথে রাখবেন। তারপর বোডিং পাশ নিবেন নিদিষ্ট লাইনে।
দুইঃ ডলার রাখবেন মিনিমাম ১০০০।
তিনঃ ইমিগ্রেশনের প্রশ্নর উত্তর যা সত্য তাই বলবেন।
চারঃ তারপর প্লেনে উঠবেন।
বিঃদ্রঃ অপরিচিত কারও দেওয়া কিছূ ভূলেও খাবেন না।