নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন সিদ্দিক

একাকিত্বের আনন্দে আমার আমিকে খুঁজে ফিরি বারবার

মামুন সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের নপংসুক মিডিয়া এবং অনিন্দ্য সুন্দর রাতারগুল

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫

নপংসুকের স্বভাবের স্বাভাবিকতা হল, কাজের মেয়ে থেকে শুরু করে অসমবয়সি যে কোন নারীকে দেখলেই তার শরীরের উত্তপ্ততা বিকাশ হতে শুরু করে। অথচ তার মনের শান্তির জন্য ঘরে রয়েছে এরচেয়ে অনেক সুন্দরী ভালবাসার পরশভোলানো স্ত্রী। কিন্তু সেটা তাকে তেমন আগ্রহী করেনা। পরস্ত্রীতেই সে সুখ খুঁজে ফেরে।



ব্রাজিল বিশ্বকাপে আমাদের দেশের বেশকয়েকটি মিডিয়া প্রতিনিধি গিয়েছিরেন ব্রাজিলে। সেখানে তারা বিশ্বকাপের ম্যাচগুলোর কাভারেজের পাশাপাশি ব্রাজিলের বিভিন্ন মনোমুগদ্ধকর পর্যটন কেন্দ্র ও ঐতিহ্যবাহি নানা বিষয় তুলে ধরেছেন আমাদের মাঝে। এর মধ্যে যমুনা টেলিভিশনের আহমেদ রাকিব আর চ্যানেল-২৪’র রেযোওয়ানুল হাসান সবচেয়ে বেশি কাভারেজ দিয়েছে ব্রাজিলের বিভিন্নস্থানের।



মিডিয়ায় ব্রাজিলের এত সুন্দর পর্যটন স্পটগুলো সত্যিই অবাক হওয়ার মত। তবে সবচেয়ে বড়কথা হল, এর বেশিরভাগই হচ্ছে কৃত্রিমভাবে গড়ে তোলা। ওদের কৃত্রিম ও আকর্ষনীয় সৌন্দর্য দেখে আমাদের মিডিয়া কর্মীরা সেগুলোর প্রেমে মজেছেন।



আমাদের আত্মভোলা মিডিয়াগুলো গত একমাস ব্রাজিলের কৃত্রিম স্পটগুলোকে যতটা হাইলাইট করেছেন তার অর্ধেকও যদি সারা বছর ধরে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতো তাহলে বিশ্বের সৌন্দর্য প্রেমি পর্যটকরা ব্রাজিল নয়, আমাদের দেশেই ছুটে আসতো।



আমাদের প্রাকৃতি স্পটের কি অভাব আছে? না নেই, কিন্তু সেগুলোর ব্যাপারে আমাদের জানা নেই। আর এর দায় আমাদের সরকাগুলোর এবং আমাদের মিডিয়াগুলোর অবশ্যই।



মনভোলানো তেমনি একটি অনিন্দ্য সুন্দর প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের রাতারগুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে এটির অবস্থান। রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য।



বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পয়ে-চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।



দুপাশে ঘন হিজলের বন, হিজল গাছগুলোর সাত আট ফিট পানির নিচে বাকি অংশ উপরে। গাছগাছালির ফাঁক গলে নৌকায় ঘুরে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে যখন নানা প্রাজাতির পাখির কলতান শুনবেন, তখন যে কেহই হারিয়ে যাবেন আদিগন্তে।



আমার দৃঢ়বিশ্বাস, আমাদের এই রাতারগুল যদি বাংলাদেশে না হয়ে পৃথিবীর অন্যকোন দেশে হত, তবে এটি হত বিশ্বের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। কিন্তু আমাদের এতসুন্দর একটি প্রাকিৃতিক কেন্দ্র থাকার পরও এটি আমাদের অজানা।

কি জানে, হয়তো এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চোখই নাই আমাদের মিডিয়াগুলোর। যদি থাকত তবে অন্যদেশের কৃত্রিমতার গুনকীর্তন না গেয়ে নিজেদের দেশের সৌন্দর্য পুজারীই হত তারা



[ছবিঃ গুগল]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১০

ঢাকাবাসী বলেছেন: আমাদের গুলোও ভাল। তবে এসবে সরকারের কোন আগ্রহ নেই মনে হয়, আর সেজন্যই মিডিয়ার লোকদের বেশী আগ্রহ নেই! দুনিয়ার সবচাইতে লম্বা সীবিচ আমাদের আর সেটাই অন্যতম জঘন্য রকমের অনিরাপদ নোংরা বিশৃঙ্খল অবেহেলিত সীবিচ। ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: তুলনামূলক প্রসংগটা বেশ ভালোই দিয়েছেন। বাইরের দেশের একটা সাধারণ রাস্তার পাশে দাড়িয়েই আমরা ছবি তোলার জন্য পোজ দিয়ে দাড়িয়ে যাই অথচ আমাদের দেশের রাস্তা ঘাটের কথা কি আর বলবো। গত ঈদে গিয়েছিলাম বাংলাদেশের সবথেকে বড় জলপ্রপাত মাধবকুন্ড দেখতে। বড়লেখা থেকে মাধবকুন্ড পর্যন্ত রাস্তা দেখে আমার কান্না পেয়েছিল। মনে হচ্চিল মাঠের ফসল আনতে যাবার জন্য গরুর গাড়িত রাস্তা !!!!

আমাদের সৌন্দর্য যা কিছু আছে সবই প্রাকৃতিক। এই প্রাকৃতিক সৌন্দর্যটুকুও যদি আমরা রক্ষণাবেক্ষণ না করতে পারি তবে তা কিভাবে উপভোগ্য হবে?

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

ভোরের সূর্য বলেছেন: ভাই আবেগের লাগামটা নিয়ন্ত্রন করূন। খুব বেশী ইমোশনাল হবেন না। অবশ্যই রাতারগুল আমাদের দেশের একটি দর্শনীয় স্থান এবং এটাকে আমাদের মিডিয়ায় কাভারজ দিয়ে সবার সামনে তুলে ধরা উচিৎ। আপনি সেটাই সুন্দরভাবে বলুন কিন্তু আপনি এমনভাব মিডিয়া কিংবা সাংবাদিকদের আক্রমণ করেছেন যে তারা কি জানি বিশাল একটা অপরাধ করে ফেলেছে রাতারগুল কে সবার সামনে তুলে না ধরে।

মজার ব্যাপার কি জানেন?আপনি নিজেই আপনার লেখাতে রাতারগুলের যে ছবিদুটো দিয়েছেন সেটা নিজেই বলেছেন গুগুল থেকে সংগৃহীত অথচ আপনি নিজের তোলা কোন ছবি দিতে পারলেন না যিনি কিনা এত রাতার কুলকে নিয়ে ভাবতে যেয়ে খুব বাজে বাজে গালি দিয়েছেন মিডিয়াকে। আপনার লেখা পড়ে ধরেই নিয়েছি আপনি রাতারগুল গিয়েছেন এবং আপনার হাতে থাকা সাধারণ কিংবা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কি ছবি উঠানো যেত না আর সেটা কি এখানে প্রকাশ করা যেতনা?

ভাই আপনার আবেগ আছে আমাদের দেশ নিয়ে। আপনি দেশ এবং দেশের সম্পদ কে ভালবাসেন।এবং সেটা আপনি বলবেন কিন্তু আশা করবো সঠিক জায়গায় সঠিক আবেগ দেখাবেন। আপনার বিষয়ের তুলনায় আবেগটা অনেক বেশী বাড়াবাড়ি হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.